Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

चट पूजा के दौरान रविंद्र सरोवर बंद, पूर्व सांसद अर्जुन सिंह ने उठाए सवाल

BSBarun Sengupta
Oct 26, 2025 10:04:34
Barrackpore, Kolkata, West Bengal
ছট পুজোয় বন্ধ রবীন্দ্র সরোবর আর তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার দাবি কলকাতা রবীন্দ্র সরোবর যে পুকুর সেটাকে বন্ধ করে রাখা হয় দূষণ হবে বলে আরে দূষণ হলে দূষণ পরিষ্কার করা হবে। মা-বোনেরা কোথায় পুজো দেবে। নালার জলে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Oct 26, 2025 13:22:17
2
comment0
Report
KAKAYESH ANSARI
Oct 26, 2025 13:21:11
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 26, 2025 13:20:57
Dihierench, West Bengal:খেজুরিতে নাবালিকা ধর্ষণকাণ্ডে বিজেপি প্রধানের ভূমিকা নিয়ে ক্ষোভ — টাকায় ধামাচাপার অভিযোগ। বিতর্ক তুঙ্গে! নারীদের সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর বড় বড় বক্তব্য, কিন্তু এবার তাঁর খাসতালুকে শিশুর উপর এমন ঘটনার নীরবতা প্রশ্নবিদ্ধ। খেজুরি, পূর্ব মেদিনীপুর: খেজুরির কষতলাতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১৫ বছরের এক নাবালক। অভিযুক্তের পরিবার বিজেপি-ঘনিষ্ঠ বলে জানা গেছে। অভিযোগ, ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা কলিপদ মণ্ডল টাকা বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রথমে ভুক্তভোগী পরিবারকে ৩০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয় বলা হলেও চুক্তি ভেস্তে যায়, এরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। স্থানীয়দের দাবি, অপরাধ ঢাকতে মরিয়া বিজেপি নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ — “নারী ও শিশুর সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর বড় বড় বক্তব্য, কিন্তু এবার তাঁর খাসতালুকে নীরব কেন?” অন্যদিকে বিজেপি জানিয়েছে, “অপরাধী যেই হোক, শাস্তি হোক, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন।” বর্তমানে তালপাটিঘাট কস্টাল থানার তত্ত্বাবধানে ঘটনার তদন্ত চলছে। ন্যায়বিচারের দাবিতে সরব সাধারণ মানুষ, আর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।
0
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 13:20:30
Jalpaiguri, West Bengal:এবার কি রাজনীতিতে সোনাজয়ী স্বপ্না বর্মন? সামনেই ২০২৬ বিধানসভা ভোট, এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন উত্তরবঙ্গের ভোটে প্রার্থী কি হচ্ছেন? জানালেন জী ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাৎকারে। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন। বর্তমানে রেলের চাকরিতে যুক্ত। ছুটিতে এসেছেন জলপাইগুড়ির গ্রামের বাড়িতে। বাবা মায়ের সঙ্গে নিজেদের সামান্য জমিতে এখন ধান কাটার কাজে ব্যস্ত স্বপ্না।এশিয়ান গেমসে আবার কি দেখা যাবে এই সোনার মেয়েকে? নাকি তিনি এবার খেলাধুলো থেকে অবসর নিতে চলেছেন? ক্রীড়া ক্ষেত্রে এবার কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে স্বপ্নাকে? রবিবার জি ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাতকার সোনার মেয়ের।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 12:21:59
Howrah, West Bengal:মদ্যপ অবস্থায় কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর। গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন। লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তিন অভিযুক্তকে। লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসের তিনজন কর্মী। কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক। গাড়ি নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বলল বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। এ নিয়ে শুরু হয় বচসা। চলে মারধর। বিয়ার এর বোতল দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মাথায় ও চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে অন্য দুই কর্মী আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ চক্রবর্তীকে। পালিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমন সিং, অভিষেক রায় ও কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। আজ হাওড়া আদালতে পেশ করা হয় তিনজনকে। একজনের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 26, 2025 12:21:40
0
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 12:21:12
Jalpaiguri, West Bengal:এবার কি রাজনীতিতে সোনাজয়ী স্বপ্না বর্মন? সামনেই ২০২৬ বিধানসভা ভোট, এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন উত্তরবঙ্গের ভোটে প্রার্থী কি হচ্ছেন? জানালেন জি ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাৎকারে। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন। বর্তমানে রেলের চাকরিতে যুক্ত। ছুটিতে এসেছেন জলপাইগুড়ির গ্রামের বাড়িতে। বাবা মায়ের সঙ্গে নিজেদের সামান্য জমিতে এখন ধান কাটার কাজে ব্যস্ত স্বপ্না।এশিয়ান গেমসে আবার কি দেখা যাবে这个 সোনার মেয়েকে? নাকি তিনি এবার খেলাধুলো থেকে অবসর নিতে চলেছেন? ক্রীড়া ক্ষেত্রে এবার কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে স্বপ্নাকে? রবিবার জি ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাতকার সোনার মেয়ের।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 12:20:53
Howrah, West Bengal:মদ্যপ অবস্থায় কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর। গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন। লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তিন অভিযুক্তকে। লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসের üçজন কর্মী। কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক। গাড়ি নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বলল বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। এতে নিয়ে শুরু হয় বচসা। চলেছে মারধর। বিয়ারের বোতল দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মাথায় ও চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে অন্য দুই কর্মী আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ চক্রবর্তীকে। পালিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমন সিং, অভিষেক রায় ও কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। আজ হাওড়ায় আদালতে পেশ করা হয় তিনজনকে। একজনের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতির নির্দেশ দেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 12:20:38
Howrah, West Bengal:মদ্যপ অবস্থায় কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর। গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন। লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তিন অভিযুক্তকে। লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসের তিনজন কর্মী। কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক। গাড়ি নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বলল বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তীর। এটির নিয়ে শুরু হয় বচসা। চলে মারধর। ব্যারের বোতল দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মাথায় ও চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে অন্য দুই কর্মী আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ চক্রবর্তকে। পলিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমন সিং, অভিষেক রায় ও कौशিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। আজ হাওড়া আদালতে পেশ করা হয় তিনজনকে। একজনের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 26, 2025 11:20:16
Dihierench, West Bengal:শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নিয়ে লাগাতার মন্তব্য। ভারতীয় মুসলমানরা ভালো, বাংলাদেশী এবং রোহিঙ্গাদের তাড়াতে হবে, এমন মন্তব্য। তার পরই শুভেন্দুর খাস তালুক খেজুরির দুখীর বাড়ি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তৃণমূলের সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলী! আরো ৬০টি পরিবার তার হাত ধরে যোগদান করতে চলেছে। শুভেন্দুর জেলা থেকে সংখ্যালঘুদের যোগদানের শুরু এবার সর্বত্র যোগদান পালা চলবে। দাবি বিজেপির। খেজুরী এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য! শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পরেই নতুন রাজনৈতিক হাওয়া বইল খেজুরীতে। খেজুরী বিধানসভার খেজুরী ১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ও ১০১ নং মোক্তব বুথের বুথ সভাপতি শেখ আবেদ আলী আজ বিজেপিতে যোগ দিলেন দুখীর বাড়ির কাছেই, যাকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে এলাকায়। খেজুরী বিধায়ক শান্তনু প্রামানিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি, মন্ডল সভাপতি রবীন মান্না, সাধারণ সম্পাদক সৈকত জানা, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলি সহ একাধিক বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শেখ আবেদ আলী যোগ দেন বিজেপিতে। বিধায়ক শান্তনু প্রামানিক দলের পতাকা তুলে দিয়ে শেখ আবেদ আলীকে স্বাগত জানান। আবেদ আলী বলেন, “তৃণমূলের দুর্নীতি ও ভণ্ডামিতে বিরক্ত হয়ে বিজেপিতে যোগদান করেছি। আমার সঙ্গে আরও ৬০টি পরিবার শীঘ্রই বিজেপিতে আসবে।” বিধায়ক শান্তনু প্রামানিক বলেন, “তৃণমূলের অরাজকতা ও মিথ্যা সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবেদ আলীর মতো নেতারা এখন বিজেপিতে আসছেন।” অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, “ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন আবেদ আলী, এতে দলের কোনও ক্ষতি হবে না।” এই যোগদানকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলির বক্তব্য, “তৃণমূল সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে আটকে রেখেছিল, এখন মানুষ ভুল বোঝানো বুঝতে পেরেছে। বিজেপির আহ্বানেই সেই ভয় কাটিয়ে বিজেপির পথে হাঁটছে।” বাইট: শেখ আবেদ আলী – দল পরিবর্তনকারী নেতা শান্তনু প্রামানিক – বিধায়ক, খেজুরী বিধানসভা শেখ তৈমুর আলি – সভাপতি, কাঁথি সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চা, বিজেপি।
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 11:19:57
Barrackpore, Kolkata, West Bengal:*পানিহাটি দক্ষিণ পানশিলায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে রাস্তায় শুয়ে মারধরের ভিডিও ভাইরাল,আক্রান্ত কোলকাতা পুলিশের পার্কস্ট্রীট থানার অফিসারের পরিবার* পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকায় কালীপুজোর বিসর্জনকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলো।।মহিলাদের মধ্যে চুল টানাটানি থেকে শুরু করে চড় থাপ্পর রাস্তায় শুয়ে মারধোর চলল একে অপরের মধ্যে।।ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।।ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসলে তাদের সাথেও বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও মহিলারা। *তবে ক্ষোদ কোলকাতা পুলিশ অফিসারের পরিবার বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে। আক্রান্তরা সবাই পার্ক স্ট্রীট থানারের অফিসারের স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্য।* বাইটঃ- সুস্মিতা চৌধুরী সাহা( আক্রান্ত মহিলা) বাইটঃ- আক্রান্ত পুলিশ অফিসারের মেয়ে 261025 BKP KHARDAH 2C TE
3
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 11:19:43
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকায় কালীপুজোর বিসর্জনকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মদ্যপান ও বাজি ফাটানোর প্রতিবাদ করায় দুই মহিলা গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলো।। মহিলাদের মধ্যে চুল টানাটানি থেকে শুরু করে চড় থাপ্পর রাস্তায় শুয়ে মারধোর চলল একে অপরের মধ্যে।। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসলে তাদের সাথেও বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও মহিলারা। তবে ক্ষোদ কোলকাতা পুলিশ অফিসারের পরিবার বাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এর ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে। আক্রান্তরা সবাই পার্ক স্ট্রীট থানার অফিসারের স্ত্রী, কন্যা এবং পরিবারের সদস্য।
3
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 10:46:13
2
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top