Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

क्या 2026 चुनाव से पहले राजनीति में प्रवेश कर रहीं सोनाजयी स्वप्ना बर्मन?

PDPradyut Das
Oct 26, 2025 13:20:30
Jalpaiguri, West Bengal
এবার কি রাজনীতিতে সোনাজয়ী স্বপ্না বর্মন? সামনেই ২০২৬ বিধানসভা ভোট, এশিয়ার সোনাজয়ী স্বপ্না বর্মন উত্তরবঙ্গের ভোটে প্রার্থী কি হচ্ছেন? জানালেন জী ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাৎকারে। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন। বর্তমানে রেলের চাকরিতে যুক্ত। ছুটিতে এসেছেন জলপাইগুড়ির গ্রামের বাড়িতে। বাবা মায়ের সঙ্গে নিজেদের সামান্য জমিতে এখন ধান কাটার কাজে ব্যস্ত স্বপ্না।এশিয়ান গেমসে আবার কি দেখা যাবে এই সোনার মেয়েকে? নাকি তিনি এবার খেলাধুলো থেকে অবসর নিতে চলেছেন? ক্রীড়া ক্ষেত্রে এবার কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে স্বপ্নাকে? রবিবার জি ২৪ ঘন্টায় একান্ত সাক্ষাতকার সোনার মেয়ের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 26, 2025 17:31:16
Katwa, West Bengal:কাটোয়া পুরসভা পরিচালিত শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট হরিশচন্দ্র শিল্ড এবারে জিতল SNG CHINSURAJ C & F CLUB চন্দননগর দল ।দিনরাতের ফুটবল ফাইন্যাল দেখতে মাঠে ভিড় উপচে পড়ে। আসানসোল জে এম ডি ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে SNG CHINSURAJ C & F CLUB চন্দননগর। আই এফ এ অনুমোদিত কাটোয়া পুরসভার পরিচালিত হরিশচন্দ্র শিল্ড এবং ইষ্টপদ দে রানার্স কাপের টুর্নামেন্টে এবারে फাইনাল খেলা হয় আসানসোল জে,এম,ডি ক্লাবের সঙ্গে SNG CHINSURAJ C & F CLUB চন্দননগরের মধ্যে। ১৯২৪ সালে শুরু হওয়া হরিশচন্দ্র শিল্ড শুরুর দিকে কাটোয়া টাউন অ্যাথেলেটিক ক্লাব পরিচালনা করলেও বর্তমানে কাটোয়া পুরসভা এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে থাকে। কাটোয়া পুরসভা তরফ থেকে হরিশচন্দ্র শিল্ডের বিজয়ী দলকে শিল্ডের সঙ্গে দেড় লাখ টাকা এবং পরাজিত দলকে ইষ্টপদ দে কাপের সঙ্গে একলাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়। এবারে টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটটি দল অংশ নিয়েছিল। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে নরহরি দাস। টুর্নামেন্টের বিজয়ী দল SNG CHINSURAJ C & F CLUB চন্দননগরক্লাবের হাতে পুরস্কার তুলে দেন পুরপ্রধান সমীর কুমার সাহা। সেরা খেলোয়ার চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের জীতেন মুর্মুর হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
0
comment0
Report
PMProsenjit Malakar
Oct 26, 2025 16:49:07
Nijuri, West Bengal:নির্বাচনের আগে ফের হুঙ্কারdlেন তৃণমূলের বর্ষীয়ান নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের সাঁইথিয়া এলাকার মাঠপলসা গ্রামে একটি ফুটবল খেলার টুর্নামেন্টে গিয়েছিলেন। সেখানেই খেলার মাঠের প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেন, “সারা রাজ্যজুড়ে আমরা খেলব, আর জিতবও।” অনুব্রতের এই ‘খেলা হবে’ ডায়লগ প্রতিবার নির্বাচনের আগে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। বিরোধীরা এই বক্তব্যে হুমকির আভাস পেলেও, অনুব্রত প্রকাশ্য মঞ্চ থেকে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই সঙ্গীতময় ডায়লগ, উৎসাহব্যঞ্জক শৈলীতে দেওয়া বক্তব্য এবং সরল জনপ্রিয়তা, নির্বাচনী মরশুমে তৃণমূলের কর্মীদের মধ্যে উত্সাহ এবং সমর্থন বাড়ানোর এক নতুন তরঙ্গ তৈরি করেছে। রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে, যেখানে প্রতিটি কণ্ঠস্বরেই অনুব্রতের ‘খেলা হবে, জিতবও’ মন্ত্র উচ্চারিত হচ্ছে। নির্বাচনী প্রচারের এই দৃশ্যপট এবারও জনমনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
0
comment0
Report
PMProsenjit Malakar
Oct 26, 2025 16:48:49
Nijuri, West Bengal:সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন মানেই এখন আর শুধু ঢাক-ধামসা, মাদল বা ব্যঞ্জনের তালে নাচ নয় — বরং মাথার চুলই এখানে তারকা! হ্যাঁ, ঠিকই শুনছেন! এই ক্লাবের সদস্যরা বছরভর চুল নিয়ে এমন সব কারসাজি করেন, যা দেখে নাকি পার্লারও হাঁ করে তাকিয়ে থাকে! কেউ মাথায় ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউবা বানিয়ে ফেলেছেন হাসিমুখ ইমোজি — এক কথায় চুলের ভেতরেই যেন সোশ্যাল মিডিয়ার মহাযজ্ঞ! বাজেটের বেশিরভাগটাই নাকি যায় এই “হেয়ার ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে”! কেউ বলেন, বামদед ক্লাবের বিসর্জন না দেখলে বুঝবেনই না— “ফ্যাশন শো” আর “কালিপুজো” কেমন করে একসঙ্গে হয়! রাস্তার দু’পাশে তখন মানুষের ভিড়, কেউ মোবাইল হাতে ভিডিও করছে, কেউ বলছে, “দেখো দেখো, ওর মাথায় তো টুইটার পাখি উড়ছে!” চুলের রঙ লাল, নীল, সবুজ, হলুদ — মনে হয় যেন রঙের উৎসব চলছে! সব মিলিয়ে, চুলে রঙ, মনে আনন্দ — এমনই হাসি-ঠাট্টায় জমে উঠল সিউড়ির বামদেব ক্লাবের বিসর্জন। শেষে বলতে হয়, এরা শুধু মা কালীকে নয়, নিজের চুলকেও পূজা দেয় মন দিয়ে!
0
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 16:48:33
Belna, West Bengal:শহরে চুরি,ছিনতাই,দুষ্কৃতি তাণ্ডব বন্ধ করতে হবে ও নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবীতে বর্ধমান থানায় স্মারকলিপি দিল ভারতের কমিউনিস্ট পার্টি বর্ধমান শহর ২ নম্বর এরিয়া কমিটি। সিপিআইএম নেতা প্রলয় আইচ জানান,শহরে প্রতিদিন চুরি,ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে।কালিপুজোর সময় ১৮ নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকায় দুষ্কৃতিরা তাণ্ডব চালিয়েছে, তাতে সাধারাণ মানুষ আতঙ্কিত। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মদ,জুয়া,ড্রাগের নেশা বৃদ্ধির কারণে অসামাজিক কার্যকলাপ বাড়ছে।ইভটিজিং -এর মতো ঘটনাও ক্রমশ বাড়ছে।তাই শহরের শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে ও নারী নিরাপত্তার স্বার্থে বর্ধমান থানায় স্মারকলিপি প্রদান করা হয়।আগামীদিনে এই অবস্থার পরিবর্তন না হলে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে。
0
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 16:48:11
Belna, West Bengal:সম্পর্কে মান্যতা না মেলায় চরম পদক্ষেপ, প্রেমিকের বাড়ির উঠোনেই বিষপানে মর্মান্তিক পরিণতি তরুণীর।মুর্শিদাবাদে সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। প্রেমিকের অস্বীকার এবং সমাজের চোখরাঙানির সামনে এক তরুণীর মৃত্যু হলো বিষপানে। মৃতার নাম সামিলা খাতুন (২৬), বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুরে পরিবারের অভিযোগ, সামিলার বিয়ে হলেও তা ভাঙে বহু আগেই এবং তিন বছর ধরে তাঁর পূর্বপরিচিত এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। যুবকটি বাইরে কাজ করলেও recently বাড়ি ফেরে। বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারকে নিয়ে গ্রামে বসে মিমাংসার চেষ্টা হয়। কিন্তু সেখানে প্রেমিক প্রকাশ্যে সম্পর্কের কথা অস্বীকার করে দেয়। সেই অপমান এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সামিলা, হাতে বিষের বোতল নিয়ে। পরিবারের দাবি, প্রেমিক একটিবারও পাশে না দাঁড়ানোয় ভেঙে পড়েন সামিলা। সম্পর্কের ইতিবাচক আশ্বাস না পেয়ে প্রেমিকের বাড়ির উঠোনেই নিজে বিষ পান করেন। অভিযোগ, তরুণী অসুস্থ হয়ে পড়লেও প্রেমিক বা তার পরিবারের কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় সামিলা খাতুনের। মৃতার মামা শেখ কামালের অভিযোগ, ভালোবাসার মানুষ মান্যতা না দেওয়ায়, সমাজের সামনে প্রত্যাখ্যাত হয়েই প্রাণ দিল আমার ভাগ্নি।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, পুলিশ সূত্রে খবর – অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। সমাজ ও সম্পর্কের দায়বদ্ধতার প্রশ্ন আবারও উঠে এল এই মর্মান্তিক পরিণতির পর।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 26, 2025 16:47:04
Kolkata, West Bengal:উওর ২৪ পরগনার ঠাকুরনগনার ঠাকুরবাড়িতে রবিবার আন্তর্জাতিক মতুয়া গোসাই সন্মেলনের আয়োজন করে ছিলেন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহসংঘ। শান্তনু ঠাকুরের দাবি মতুয়া সমাজের মধ্যে বিবাহসহ নানা সামাজিক অনুষ্ঠান গোশাইরা কি পদ্ধতিতে পরিচালনা করবেন সেটা এই সম্মেলন থেকে বার্তা দেওয়া হবে। এবং তিনি বলেন সম্মেলন থেকে সি এ এ ও এস আই আর নিয়ে বার্তা দেওয়া হবে মতুয়াদের। এস আই আর হলে মতুয়াদের বেশিরভাগ ভোট কাটা যাবে, তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য নিয়ে শান্তনু বলেন এস আই আর হলে ভূতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের ভোট কাটা যাবে। মতুয়াদের ভোট কাটা হলে সি এ এ এর মাধ্যমে নাগরিকত্ব দেবার ব্যবস্থা করে ভোটার লিস্টে নাম তোলা হবে। এছাড়াও শান্তনু ঠাকুর বলেছেন ১ কোটি ভোট কাটা যাবে।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 26, 2025 16:46:42
Salt Lake City, Utah:Dilip ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকোপার্ক Ֆের বিদ্রোহী হুমায়ুন, আক্রমণ মুর্শিদাবাদ জেলা সভাপতিকে। নবান্নে স্বাস্থ্য বৈঠক, নিরাপত্তায় জোর দিতে একগুচ্ছ নির্দেশিকা প্রশাসনের。 সরকারি হাসপাতালের অভ্যন্তরে বারবার নিরাপত্তাহীনতার অভিযোগ কিন্তু নিরাপত্তায় গলদ কোথায়? এই প্রশ্ন নিয়েই কার্যত দ্বন্দে রাজ্য প্রশাসন ঘটনাস্থল টালিগঞ্জ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বাড়িত ঢুকে আসবাবপত্র ভাঙচুর সহ বাড়ির মহিলাদের মারধর, প্রাণনাশের হুমকি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ২জনকে গ্রেফতার করে পুলিস。 চিকিৎসা করাতে গিয়ে যৌন হেনস্থার শিকার অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। উঃ দিনাজপুরের বাঙালবাড়ি লক্ষীডাঙা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়。
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 13:22:17
2
comment0
Report
KAKAYESH ANSARI
Oct 26, 2025 13:21:11
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 26, 2025 13:20:57
Dihierench, West Bengal:খেজুরিতে নাবালিকা ধর্ষণকাণ্ডে বিজেপি প্রধানের ভূমিকা নিয়ে ক্ষোভ — টাকায় ধামাচাপার অভিযোগ। বিতর্ক তুঙ্গে! নারীদের সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর বড় বড় বক্তব্য, কিন্তু এবার তাঁর খাসতালুকে শিশুর উপর এমন ঘটনার নীরবতা প্রশ্নবিদ্ধ। খেজুরি, পূর্ব মেদিনীপুর: খেজুরির কষতলাতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১৫ বছরের এক নাবালক। অভিযুক্তের পরিবার বিজেপি-ঘনিষ্ঠ বলে জানা গেছে। অভিযোগ, ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা কলিপদ মণ্ডল টাকা বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রথমে ভুক্তভোগী পরিবারকে ৩০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয় বলা হলেও চুক্তি ভেস্তে যায়, এরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। স্থানীয়দের দাবি, অপরাধ ঢাকতে মরিয়া বিজেপি নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ — “নারী ও শিশুর সুরক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীর বড় বড় বক্তব্য, কিন্তু এবার তাঁর খাসতালুকে নীরব কেন?” অন্যদিকে বিজেপি জানিয়েছে, “অপরাধী যেই হোক, শাস্তি হোক, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন।” বর্তমানে তালপাটিঘাট কস্টাল থানার তত্ত্বাবধানে ঘটনার তদন্ত চলছে। ন্যায়বিচারের দাবিতে সরব সাধারণ মানুষ, আর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 26, 2025 12:21:59
Howrah, West Bengal:মদ্যপ অবস্থায় কর্তব্যরত রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীকে মারধর। গুরুতর জখম হাসপাতালে চিকিৎসাধীন। লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করেছে তিন অভিযুক্তকে। লোডশেডিং এর খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে যান লিলুয়া ভট্টনগরের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অফিসের তিনজন কর্মী। কাজ সেরে ফেরার সময় দেখতে পান চকপাড়া এলাকায় রাস্তার ধারে গাড়িতে বসে দরজা খুলে মদ্যপান করছে কয়েকজন যুবক। গাড়ি নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাদের দরজা বন্ধ করতে বলল বিদ্যুৎ পর্ষদের কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী। এ নিয়ে শুরু হয় বচসা। চলে মারধর। বিয়ার এর বোতল দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মাথায় ও চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে অন্য দুই কর্মী আক্রান্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় এসএসকে এম হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎ চক্রবর্তীকে। পালিয়ে যাওয়া অভিযুক্ত তিনজন আমন সিং, অভিষেক রায় ও কৌশিক কাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। আজ হাওড়া আদালতে পেশ করা হয় তিনজনকে। একজনের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
4
comment0
Report
MMManoj Mondal
Oct 26, 2025 12:21:40
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top