Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

लालकिला विस्फोट के बाद प्रशासन सख्त, झारग्राम स्टेशन पर चेकिंग तेज

SCSaurav Chaudhuri
Nov 11, 2025 08:54:19
Jhargram, West Bengal
লালকেল্লা বিস্ফোরণের পর নড়েচড়ে বসলো প্রশাসন, ঝাড়গ্রাম স্টেশনে জোরদার তল্লাশি অভিযান দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই সতর্ক অবস্থায় রাজ্যের পুলিশ প্রশাসন। সোমবার রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় নাকা চেকিং ও তল্লাশি অভিযান। ঝাড়গ্রাম রেল স্টেশনে মঙ্গলবার সকালে জিআরপি ও আরপিএফ-এর যৌথ উদ্যোগে স্নিপার ডগ নিয়ে চলছে জোর কদমে তল্লাশি। সরকারি ও বেসরকারি বাস, ব্যক্তিগত গাড়ি— কোনো যানই বাদ যাচ্ছে না পুলিশের চোখ থেকে। স্টেশনের ভেতরে ও বাইরের প্রতিটি কোণে চলছে চিরুনি তল্লাশি। সন্দেহজনক সামগ্রী বা কোনও বিস্ফোরক দ্রব্য পাচার হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 11, 2025 10:38:05
Dihierench, West Bengal:লালকেল্লা বিস্ফোরণের পর কড়া নজরদারি! পাঁশকুড়ায় জাতীয় সড়কে জোরকদমে নাকা চেকিং,বাদ পড়ছে না নেতাদের গাড়িও। চলছে তল্লাশি। গতকাল দিল্লির লাল কেল্লার সামনে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত থেকেই জেলায় দীঘা পর্ডার সহ বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় জাতীয় সড়কে চলছে জোরকদমে নাকা চেকিং। চলছে দীঘা বর্ডারেও চেকিং। সরকারি বাস, প্রাইভেট বাস থেকে শুরু করে ছোট গাড়ি— কোনও যানবাহনই বাদ যাচ্ছে না পুলিশের নজর থেকে। চলছে চিরুনি তল্লাশির মতো চেকিং অভিযান। কোনরকম বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পরিবহন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি এই উদ্যোগে নিরাপত্তা বোধ করছেন সাধারণ যাত্রীরাও。
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 10:37:47
Dihierench, West Bengal:*দু’বছর পর মায়ের কোলে ফিরল ‘মৃত’ ঘোষণা করা নবজাতক।। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে প্রকৃত মায়ের কোলে তুলে দিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। অবিশ্বাস্য ঘটনা! জন্মের পর মৃত ঘোষণা করা নবজাতককে অবশেষে ফিরে পেলেন মা প্রতিমা পাল। ২০২৩ সালের আগস্টে এগরার এক বেসরকারি নার্সিংহোমে সন্তান জন্মের পর কর্তৃপক্ষ জানায় শিশুটি মারা গেছে। কিন্তু পরে জানা যায়, নার্সিংহোমের মালিক ও দালাল মিলে প্রায় দু’লক্ষ টাকায় শিশুটিকে বিক্রি করেছিল রামনগরের এক মহিলার কাছে。 এরপর বিক্রি হওয়ার দিন চারেক বাদে দীঘা হাসপাতালে টিকা দিতে গেলে কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সন্দেহের ভিত্তিতে দীঘার হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর করে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং গ্রেফতার করে নার্সিংহোম মালিক, তার স্ত্রী, দালাল ও ক্রেতা মহিলাকে। পাচারকারীদের পুলিশি জেরায় উঠে আসে আসল শিশুর মা বাবার নাম। এরপর কয়েক মাস বাদে পুলিশ গিয়ে বাচ্চাটির প্রকৃত মা-বাবাকে খবর দেয় তার বাচ্চা জীবিত আছে বলে। এরপর চলে দীর্ঘি আইনি জটিলতা। প্রায় দু’বছর শিশুটি ছিল কাঁথির এক হোমে。 অবশেষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জির উদ্যোগে আদালতের নির্দেশে শিশুটিকে মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মা প্রতিমা পাল—“এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ,” বলেন তিনি। বাইট বাচ্চার প্রকৃত মা প্রতিমা পাল। বাইট সুদীপা ব্যানার্জি। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব।
0
comment0
Report
TDTapan Deb
Nov 11, 2025 10:37:34
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == বিএলও কে ফোন করে তৃনমুলের বিএলএ বয়েছিল আপনি বের হলে জানাবেন। কিন্তু বিএলও তা করেননি। তাই তৃনমুল কংগ্রেসের বিএলএ এর বাড়িতে ফর্ম দিতে এলে ঘরে তালা মেরে আটকে রাখল বিএলও কে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রাইচেঙ্গা অজয় নগরে। এখানোরের ২৪৫ লম্বর বুথের বিএলও শেফালি গোপ এসআইআর এর ফর্ম বিলি করতে এসেছেন স্হানীয় তৃনমুল কংগ্রেসের নেত্রী নমিতা government's বাড়িতে। অভিযোগ নমিতা সরকার তৃনমুল কংগ্রেসের বিএলএ টু বলে দাবি করেন। তার বাড়িতে বিএলএ শেফালি গোপ ফর্ম দিতে গেলে তাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ স্বীকার করে তৃনমুল নেত্রী বলেন শেফালিকে বলে ছিলাম তিনি ফর্ম নিয়ে বের হলে তাকে ফোন করে জানাতে। কিন্তু তিনি তা জানাননি বলে অভিযোগ করেন নমিতা। কিন্তু শেফালি বলেন তিনি যে তৃনমুলের বিএলও তা তিনি জানেন না। এদিকে বিরোধী দলের বিএলএরা বলছেন বিএলও কে ফোন করে জানাতে হবে এমন কোন নিয়ম নেই। আমরাই ফোন করে যেনে নেই তিনি কোথায় আছেন। বিএলও শেফালি গোপ জানান জয়েন বিডিও ফোন করে ফেড়ে দিতে বললে শেফালি কে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরে আতঙ্কিত ফালাকাটার বিএলওরা।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 11, 2025 10:37:17
Kolkata, West Bengal:বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল, বাগদা,গাইঘাটা একাধিক এলাকা । দিল্লি বিস্ফোরণের ঘটনার পর থেকে একাধিক রাজ্যের পাশাপাশি কলকাতাতে রাত থেকেই হাই এলার্ট ও নাকা তল্লাশি চলছে। পুলিশ সূত্রের খবর রাত থেকে বনগাঁতেও সীমান্তবর্তী এলাকাগুলোতে নাকা তল্লাশি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেও তল্লাশি চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ। চারচাকা গাড়ি মোটরবাইক থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এমনকি বাইরে থেকে আসা মানুষের কাছেও তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। বনগাঁ থানার অন্তর্গত বনগাঁ বাগদা সড়কের বনগাঁ বিডিও সংলগ্ন এলাকা , বনগাঁ চাকদা সড়কের সাগর ইটভাটা ও যশোর রোডের কালুপুর এলাকায় বনগাঁর দিকে আসা গাড়ি গুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Nov 11, 2025 10:37:01
Jalpaiguri, West Bengal:বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভকে ঘিরে রাজগঞ্জ ব্লকে পুলিশের সাথে ধুমধুমার পরিস্থিতি。 পুলিশের বেরিগেট ভেঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের。 এদিকে, অফিসে এলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অফিসে ঢোকার মুখে তিনি বলেন, জনগণের পরিষেবা দিতে দিন। কাজ করতে দিন। এদিকে, অপহরণ ও খুনের অভিযোগ ওঠায় বিডিওর গ্রেফতারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। ফাটাপুকুর মোড়ে জমায়েত হয়েছে বিজেপি কর্মীরা। তাঁরা বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। একারণে বিডিও অফিসের গেটে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রয়েছেন একাধিক ডিএসপি。 রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 09:15:13
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 11, 2025 09:15:02
Kalna, West Bengal:জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড। আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড। তিনি সাতগেছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপির সদস্য। পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে একই ব্যক্তি দুবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য। গোপাল বাড়ৈ কালনা দু'নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য , একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বাড়ৈ কে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন। পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাড়ৈ এর নাম দিয়ে। গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল , এখন ভোটার তালিকা তারেই দুটি নাম থাকায়, উঠছে প্রশ্ন কি করে জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবা নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হল । এ বিষয়ে গোপাল বাড়ৈয়ের সাফাই তিনি_kn জানান sir এ একটি নাম বাতিল হয়ে যাবে। তিনি আরো জানান তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধনের ক্ষেত্রে। অবশ্যই এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান বি ডিও কে বিষয়টি জানানো হবে,
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 09:10:42
Chinsurah, West Bengal:দাদাগিরির পাল্টা হবে, রেললাইনে পাথর আছে। আরপিএফ কে হুশিয়ারী বিধায়কের। রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করছে রেল। সেই মর্মে হুগলি স্টেশন রেললাইন সংলগ্ন কালিতলা এলাকায় ১৪ দিনের নোটিশ দিয়ে জায়গা খালি করে দিতে বলা হয়। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই এলাকা পরিদর্শনে যান। তিনি অভিযোগ করেন ওই এলাকা রবীন্দ্রনগর ফাঁড়ি এবং চুঁচুড়া থানার অধীনে। কিন্তু থানা বাঁ ফাঁড়ির কাউকে না জানিয়ে আরপিএফ ওই এলাকায় ঢুকছে। আরফিএফ দাদাগিরি করছে বলেও অভিযোগ করেন তিনি। এরপরই বিধায়ক বলেন, থানাকে না জানিয়ে আরপিএফ এসে দাদাগিরি করছে। দাদাগিরির পাল্টা হবে। রেলাইনে পাথর আছে।প্রতিরোধ হবে।দরকারে আইন তুলে নেবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 08:53:52
Chinsurah, West Bengal:খেলতে খেলতে পা পিছলে খালে পরেগিয়েছিল এক শিশু,দুদিন পর আজ তার মৃতদেহ উদ্ধার হল।শোকের ছায়া এলাকায়। মৃতের নাম ঋষি জয়সারা(৪)。 উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খালপারে কিছু ঝুপরি রয়েছে।সেখানেই বসবাস পেশায় ইলেকট্রিক মিস্ত্রী রবি জয়সারার।তার চারের শিশু পুত্র কয়েকজনের সঙ্গে খেলা করছিল গত রবিবার বিকালে।খেলতে খেলতে হঠাৎ করে পা পিছলে খালের জলে পরে যায় শিশুটি।সে সময় স্রোত থাকায় ভেসে চলে যায় ২০ নম্বর ওয়ার্ড মাখলার দিকে।অনেক খোঁজাখুঁজিতেও তার সন্ধান পাওয়া যায়না।আজ সকাল দশটা নাগাদ কিছুটা দূরে কচুরি পানার মধ্যে মৃতদেহ দেখতে পাওয়া যায়。 দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় উত্তরপাড়া থানার পুলিশ。 খালের পারে ঝুপরির শিশুদের ঝুঁকি থাকে।কখন খালে পরে যায়।এলাকার বাসিন্দারা এবং ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তী বলেন,খালের পারে পাকাপাকিভাবে রেলিং দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি চিঠি করবো পুরসভা কে।যাতে আর কোন এই ধরনের বিপদ না হয়।আপাতত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে জায়গাটি。
0
comment0
Report
ABArup Basak
Nov 11, 2025 08:17:04
Mal Bazar, West Bengal:ঘিস বস্তীর দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। তার মধ্যে প্রচন্ড কষ্টে চলছে পড়াশোনা ... ২০ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া টিনের ছাউনি দেওয়া একচিলতে ঘর। বাইরে তিন ফুট চওড়া বারান্দা। ভেতরে এক কোণে মাটির উনুনে কাঠ জ্বেলে ডিম সেদ্ধ করা হচ্ছে। outside প্রচণ্ড রোদ, কিন্তু টিনের ছাউনির তাপে ঘামছে তারা। একই কলোনির ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তুলনায় কিছুটা ভালো। এখানে জলের ব্যবস্থা থাকলেও ঘরের প্রায় ভগ্নদশা। দুই কেন্দ্র মিলিয়ে নথিভুক্ত শিশুর সংখ্যা ৭০ থেকে ৭৫ জন হলেও প্রতিদিন গড়ে ৫০-৫৫ জন শিশু উপস্থিত থাকে বলে জানিয়েছেন ৭৭৪ নম্বর কেন্দ্রের সহায়িকা রঞ্জনুয়ারা বেগম ও ৩৪৪ নম্বর কেন্দ্রের কর্মী লাভলি ঘোষ। স্থানীয় অভিভাবক রীনা খাতুন, অভিজিৎ রায়, ও লক্ষ্মী ছেত্রী-র অভিযোগ, বহুবার গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাছে কেন্দ্র দু’টির পরিকাঠামো সংস্কারের আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাছিরুল হক জানিয়েছেন, “এই মুহূর্তে তহবিলের অভাব রয়েছে। ফান্ড পাওয়া গেলেই সংস্কারের কাজ শুরু হবে।” অন্যদিকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার কাজ অগ্রাধিকার তালিকায় রয়েছে। সেই তালিকায় ঘিস বস্তীর এই দুই কেন্দ্রও অন্তর্ভুক্ত। ফান্ড অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। বাইট: ১. লাভলি ঘোষ, ৩৪৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ২. আমিরা খাতুন, শিশুর মা ৩. রঞ্জিনা বেগম, অভিভাবক ৪. সাহিনা বেগম, স্থানীয় বাসিন্দা ৫. অভিজিৎ রায়, স্থানীয় যুবক 1111ZG_MAL_ICDS_R
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 11, 2025 08:16:45
Kolkata, West Bengal:দিল্লির বিস্ফোরণ, সুপ্রিম কোর্টের শোক প্রকাশ। ভারতের প্রধান বিচারপতি বিিআর গাভাই দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং "বিধ্বংসী ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট এবং সমগ্র বিচার ব্যবস্থাের পক্ষ থেকে, প্রধান বিচারপতি যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি বি আর গাভায়াই :-- ১০ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমরা সকলেই গভীরভাবে শোকাহত।ভারতের সুপ্রিম কোর্ট এবং দেশের বিচার বিভাগীয় এবং আইনজীবি সমাজের পক্ষ থেকে, এই ভয়াবহ ট্র্যাজাডিতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। সেই সাথে যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা । এই ক্ষতি- যন্ত্রণার প্রতি আমরা বাকরুদ্ধ। তবুও আমরা আশা করি যে সম্মিলিত সহানুভূতি এবং সংহতি এই দুঃখের সময়ে কিছুটা সান্ত্বনা দেবে।এই শোকের মুহૂરতে, আমরা শোকাহতদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আইনের শাসন বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করার এবং প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করার জন্য আমরা আমাদের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়াত আত্মাদের চির শান্তি কামনা করি । শোকাহত পরিবার এবং এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত সকলের প্রতি আমরা সহমর্মি.
0
comment0
Report
Advertisement
Back to top