Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

बारासात में INTTUC ने चुनाव आयोग को चेतावनी, वैध मतदाता नाम हटे तो घेराव

MMManoj Mondal
Nov 09, 2025 12:04:35
Kolkata, West Bengal
বারাসাত রবীন্দ্র ভবনে INTTUC পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শ্রমিক সম্মেলন, উপস্থিত রাজ্যসভার সাংসদ। উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে রবীন্দ্রভবনে INTTUC পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয় না শ্রমিক সম্মেলন ২০২৫। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার INTTUC সভাপতি তাপস দাসগুপ্ত, এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক সাংগঠনিক জেলার সভাপতিরা。 SIR নিয়ে বারাসাতে ইলেকশন কমিশন কে হুঁশিয়ারি দিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি উত্তর ২৪ পরগনা জেলায় আজ বারাসাতে রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে এসে দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি তিনি বলেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:51:23
Nijuri, West Bengal:SIR ফর্ম ফিলাপ নিয়ে বিজেপিকে হুশিয়ারি অনুব্রত মণ্ডলের। “আমরা রুখে দাঁড়াবো, ভয় পাবো না। জনসভায় কড়া ভাষায় বার্তা অনুব্রতর। বীরভূমের লাভপুরের দাঁড়কা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জনসভায় SIR ফর্ম ফিলাপ নিয়ে সরব হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “SIR ফর্ম ফিলাপ করবো, তোমাদের হিম্মত থাকলে অতোই সোজা না! তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে— আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে মা-বোনের জন্ম। আমরা ছেড়ে দেবো না, আমরা রুখে দাঁড়াবো। ভয় পাবো না, রুখে দাঁড়াবো।” জনসভায় অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মহলে তাঁর এই বক্তব্যকে বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা। এদিন লাভপুর ব্লকের দাঁড়কা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিত সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরণ চক্রবর্তী, জেলা তৃণমূলের সহ-সভাপতি আবদুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী-সহ একাধিক জেলা নেতৃত্ব।
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:51:08
Nijuri, West Bengal:ভিডিও কলে তোলা প্রেমিকার নগ্ন ছবি রেকর্ড করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুরারই থানার অন্তর্গত একটি গ্রামে। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জাহির শেখ। অভিযোগ, দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে সে ভিডিও কলে তার আপত্তিকর ছবি রেকর্ড করে। পরে সম্পর্কে দূরত্ব আসতেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। অপমানে সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে বর্তমানে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
0
comment0
Report
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:50:54
Nijuri, West Bengal:একটা রাষ্ট্র তখন তৈরি হয় তখন অনেক দেশ থেকে অনেকেই আসে কাজের সূত্রে। অনেক বাংলাদেশের হিন্দু এবং মুসলিমরা ভারতে এসেছে কাজের সূত্রে। তারা আসে এখানে থাকে এবং চলে যায়। কেন্দ্র সরকার চাইছে এক ঝটকায় তাদের বাদ দিয়ে দিতে কারণ এরা সবাই তৃণমূলের সমর্থক। দাবি রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাসিশ চক্রবর্তীর। পাল্টা জবাব বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ-সভাপতি দীপক দাসের। পাশাপাশি পরিবহন মন্ত্রী আরও দাবি করেন, এত কম সময়ে এস আই আর করা সম্ভব নয়। দু মাসে এস আই আর করে তিন মাসে ভোট, এটা সম্ভব নয়। এতে প্রকৃত অনেক ভোটারের নাম কাটা যাবে। প্রসঙ্গত গত দুদিন আগে সাঁইথিয়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেছেন এমনটাই দাবি করেছিল তার পরিবার। তার পরিবারের লোকের সাথে আজ দেখা করতে এসেছিল রাজ্যের পরিবহন মন্ত্রী。
0
comment0
Report
PCPartha Chowdhury
Nov 09, 2025 14:50:32
Bardhaman, West Bengal:राज্যের ग्रन्थागार मंत्री হিসেবে সাংবাদিক সম্মেলনে এসে জমায়াতে উলেমায়ে হিন্দের নেতা হিসেবে বিস্ফোরক অভিযোগ তুলে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার সরকারি প্রেস কর্ণারে सरकारিভাবে জানান হয়েছিল, শনিবার মন্ত্রী পূর্ব বর্ধমান জেলা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলনে আসবেন। কিন্তু তিনি শুরুই করেন ' আজ আমি জামায়াতে উলেমায়ে হিন্দের হয়ে বলতে এসেছি।' এদিন কার্যত মন্ত্রী নির্বাচন কমিশনকে একহাত নেন। কোথাও না কোথাও সাথে মিলে যায় বিজেপি নেতাদের সুর।যদিও তিনি বলেন, ' আমি বিজেপির খাইনা,পড়িনা। ওদের লোকজন নেই।' এদিন মন্ত্রী বলেন, আমার কাছে রিপোর্ট আছে, অনেক জায়গাতে বি এল ও রাত বাড়ি বাড়ি যাচ্ছেন না।গ্রামে কিছু ফর্ম দিচ্ছেন। কোথাও কোথাও হয়ত বি এল এ'র হাতেও দিচ্ছেন। তিনি বলেন, কোন বুথে কবে বি এল ও যাবে তার কোন ম্যাপিং নেই। এর একটা ক্যালেন্ডার করতে হবে。 তিনি আরো বলেন, বি এল ও দের ডোর টু ডোর যাবার কথা। এক জায়গায় বসে একাজ করা যাবে না। তিনি দাবি তোলেন, খসড়া তালিকায় নাম আছে কী না তা পাবলিক কীভাবে জানবেন? ৬ ই ফেব্রুয়ারী ফাইনাল লিস্ট হলে অভিযোগ জানানোর জন্য সময় কমই থাকবে। তিনি দাবি তোলেন, এই অল্প সময়ে কীভাবে সব কাজ সারা যাবে তার দায় নির্বাচন কমিশনের । তিনি হুশিয়ারি দেন, কোনো প্রকৃত ভোটার বাদ গেলে জোর আন্দোলন হবে। এজন্য আগামী কদিন মসজিদ,মন্দিরে নজর রাখবেন his সংগঠনের কর্মীরা। বি এল ও দের ব্যাপারে his অভিযোগ বিজেপির সাথে মিলে যাচ্ছে। এ নিয়ে তিনি বলেন, বিজেপির সাথে his কোনোও সম্পর্ক নেই। পরে অবশ্য তিনি কিছুটা ম্যানেজ করার চেষ্টা করেন। তিনি বলেন, বিজেপির সব জায়গায় লোক নেই। আমাদের আছে। তার দায় কি আমার? বি এল এ সরকারি অনুমোদিত লোক। অন্যদিকে ভরতপুরের হুমায়ুন কবির আলাদা দল করার হুমকি নিয়ে তিনি সেফ খেলেছেন। তিনি বলেন, ' আমি ভরতপুরে থাকি না। যার কথা তাকেই জিজ্ঞাসা করুন।' সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
0
comment0
Report
SCSandip Chowdhury
Nov 09, 2025 14:48:21
Katwa, West Bengal:ভোটারের বাড়িতে না গিয়ে কাটোয়া ১৯ নম্বর ওয়ার্ডের ১১১ নম্বর বুথে দেখা গেল একটি বাড়িতে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছে বি এল ও। তাকে ঘিরে বসে রয়েছে স্থানীয় ভোটাররা। বিএলও এর দাবি তিনি একটি বাড়িতে ফর্ম দিতে এসে ,বসেছিলেন ।কিছু পাশের বাড়ির ভোটার সেগুলো নিয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টা খতিয়ে দেখা হবে।কজনের বাড়ির উঠানে বসে ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলও-র বিরুদ্ধে। যদিও বিএলও বৈশাখী সেন অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ভোটারের বাড়ি গিয়েই ফর্ম বিলি করছি। এই বাড়িতে এস আই আর -এর এনুমেরেশনে ফর্ম দেওয়ার জন্য বসেছিলেনাম তখন আশপাশের বাড়ির কেউ ফর্ম নিয়ে যেতে পারে। কাটোয়া পুরসভার ১৯ নম্বর নম্বর ওয়ার্ডের পাহাড়পুর এলাকার ১১১ নম্বর বুথে র ঘটনা। বিলিওকে দেখা যাচ্ছে বাড়ির উঠানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছে। বাড়িতে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছে বি এল ও এবং তাকে ঘিরে রয়েছে স্থানীয় কয়েকজন ভোটাররা। বিএলও এর দাবি তিনি একটি বাড়িতে ফর্ম দিতে এসে বসেছিলেন তখন পাশের বাড়ির লোকেরা ফর্ম নিয়েছে। বি এল এ আজম সেখ যদিও বিএলও-র বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,উনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। কাটোয়া মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টা খতিয়ে দেখা হবে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 09, 2025 14:48:10
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 09, 2025 14:47:39
Chinsurah, West Bengal:দিনে যেমন তেমন সন্ধা হলে শুনশান এলাকা,চোরেদের আদর্শ জায়গা এখন বন্ধ ডানলপ। কারখানায় অবশিষ্ট আর কিছু নেই,তবু চোরের উৎপাতে ঘুম ছুটেছে শ্রমিকমহল্লায়। এক দশকের বেশি সময় বন্ধ হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা।দেশের প্রথম টায়ার কারখানা। এক সময়ের গর্ব ছিলো।সেই ডানলপ কারখানা বন্ধ হবার পর থেকে কারখানার ভিতরে যন্ত্রাংশ চুরি করা শুরু করে চোরেরা।যে টুকু অবশিষ্ট ছিলো তা ২০১৭ সালে হাইকোর্ট লিকুইডেশানের নির্দশে দেওয়ার পর নিলাম হয় কারখানার যন্ত্রাংশ। ফলে ফাঁকা হয়ে যায় কারখানা।এখন শ্মশান ঘিরে রাখার মত উচু পাঁচিল দিয়ে ঘেরা কারখানা চত্বর।তাই এবার কারখানার শ্রমিকমহল্লায় হানা দিচ্ছে চোরের দল।মহল্লার যে সব কোয়ার্টার ফাঁকা থাকছে সেখানেই হানা দিচ্ছে চোর।তবে সোনা গহনা বা টাকা পয়সা চুরি করছে না, বাড়ির પাখা থেকে আসবাবপত্র।এমনকি চুরি করছে ডানলপ এস্টেটের ভিতরে থাকা ইলেক্ট্রিকের তামার তার।আতঙ্কে রয়েছে শ্রমিক মহল্লার বাসিন্দারা।বাসিন্দারা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায়না।সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে।একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে。 পুলিশে জানিয়েছেন যাতে টহল বাড়ানো হয়。
0
comment0
Report
ALArup Laha
Nov 09, 2025 14:46:38
Bardhaman, West Bengal:বুদ্ধদেব ভট্টাচার্য সহজ সরল ভালো মানুষ ছিলেন।তাই সিঙ্গুরে বসতে দিয়েছিল।জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকলে তুলে ফলে দিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর(S I R) সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, সিঙ্গুরে আন্দোলনের সময় আমি সাংসদ ছিলাম।আমাকে ওই আন্দোলনের সময় একদিনও ধারে পাশে দেখা যায় নি। তিনি বলেন, ২৬ ভোটে বদলও হবে, বদলাও হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন কোন বাংলাদেশী হিন্দু র ক্ষতি হবে না।তাছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিখ,খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে এসেছেন তারাও শরনার্থী। কিন্তু যে সব মুসলিম বাংলাদেশ থেকে এসেছে তারা অনুপ্রবেশকারী।মায়ানমার থেকে যে সব rohingya ঢুকেছে এদেশে তারা অনুপ্রবেশকারী।এসআইআরে তারা বাদ যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, কোন হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে। রবিবার বিকেলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কার্জনগেট চত্বরে। সেখানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা。
0
comment0
Report
AMAshok Manna
Nov 09, 2025 14:46:15
0
comment0
Report
ALArup Laha
Nov 09, 2025 14:37:39
Belna, West Bengal:বুদ্ধদেব ভট্টাচার্য সহজ সরল ভালো মানুষ ছিলেন।তাই সিঙ্গুরে বসতে দিয়েছিল।জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকলে তুলে ফলে দিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলন শুভেন্দু অধিকারী।_Pहिंসলो পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর(S I R) সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলில் উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা।তিনি বলেন, সিঙ্গুরে আন্দোলনের সময় আমি সাংসদ ছিলাম।আমাকে ওই আন্দোলনের সময় একদিনও ধারে পাশে দেখা যায় নি।তিনি বলেন, ২৬ ভোটে বদলও হবে, বদলাও হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন কোন বাংলাদেশী হিন্দু র ক্ষতি হবে না।তাছাড়া পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিখ,খ্রিস্টান, বৌদ্ধরা এদেশে এসেছেন তারাও শরনার্থী। কিন্তু যে সব মুসলিম বাংলাদেশ থেকে এসেছে তারা অনুপ্রবেশকারী।মায়ানমার থেকে যে সব রোহিঙ্গা ঢুকেছে এদেশে তারা অনুপ্রবেশকারী।এসআইআরে তারা বাদ যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, কোন হিন্দুর নাম বাদ যাবে না এসআইআরে।রবিবার বিকেলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কার্জনগেট চত্বর। সেখানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা।
0
comment0
Report
Advertisement
Back to top