Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034
देश बचाओ गणमंच प्रेस क्लब में पत्रकार सम्मेलन, बंगाल और बंगालियों के सम्मान पर जोर
SPSANDIP PRAMANIK
Nov 09, 2025 14:51:32
Kolkata, West Bengal
দেশ বাঁচাও গণমঞ্চ এর পক্ষ থেকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির দুই গর্ব ।বিজেপি তাদের মধ্যে বিভাজন তৈরির চক্রান্ত করছে । তাদের আসল উদ্দেশ্য বাংলা এবং বাঙালিকে অপমান করা, ধর্মীয় বিভাজন তৈরি করা । এর বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক সম্মেলন ।
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 09, 2025 17:17:37
Kolkata, West Bengal:বিকাল থেকেই ছড়াচ্ছিল পঁচা গন্ধ!কোথা থেকে আসছে, তা বুঝে উঠতে পারছিল না কেউ।শেষমেশ গন্ধের উৎস খুঁজতে গিয়ে চমকে উঠলেন এলাকাবাসী!ঘরের দরজা খুলতেই দেখা যায়— মেঝেতে পড়ে রয়েছে এক বৃদ্ধার পচাগলা দেহ!ভয়ংকর সেই দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় চারদিকে।ঘটনাটি উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকার।মৃতার নাম মিঠু ঘোষ, বয়স আনুমানিক ৬৫ বছর।কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা।রবিবার বিকেলে বাড়ি থেকে পঁচা গন্ধ বের হতে থাকায় খবর দেওয়া হয় পুলিশকে।মছলন্দপুর ফাঁড়ির পুলিশ দরজা খুলে ভিতরে ঢুকতেই মেলে সেই ভয়াবহ চিত্র।পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠিয়েছে হাবড়া স্টেট জেনারেল হসপিটালে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
0
comment0
Report
SMSubhasis Mandal
Nov 09, 2025 17:17:22
Howrah, West Bengal:উলুবেড়িয়া উত্তর বিধানসভায় মধুমাটি গ্রামে জোয়ারগোরি অঞ্চলে তৃণমূল সিপিএম ও অন্যান্য দল থেকে প্রায় ৪০০ টি পরিবার বিজেপিতে যোগদান করলো বিজেপি নেতা সজল ঘোষের হাত ধরে। উলুবেড়িয়ার মধুবাটী গ্রামে বিজেপির একটি কর্মী সভায় সিপিএম ও তৃণমূল থেকে আসা মানুষদের হাতে পতাকা তুলে দিয়ে বিজেপিতে সেইসব কর্মীদের স্বাগত জানায় সজল ঘোষ। আগত কর্মীদের তিনি বলেন পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে বিজেপির সাথে নতুনভাবে পথ চলা শুরু করার কথা বলেন ৷এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণের বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত। সহ-সভাপতি রমেশ সাধুকা বিজেপি নেতা চিরন বেরা সহ আরো অনেকেই。
0
comment0
Report
KAKAYESH ANSARI
Nov 09, 2025 15:17:29
Darjeeling, West Bengal:GJM All Parties Meeting 5 Parties Had Attend Out Of 12 , Decision Taken When Interlocutor Come One Demand Will Be Placed To Him That Is Gorkhaland In the all-party meeting held here at Darjeeling those present in it has decided to move forward with “one voice one agenda of Gorkhaland” when the central government appointed interlocutor visits the Hills. The meeting called by the Gorkha Janmukti Morcha was to gather consensus, ahead of the visit of the interlocutor who has been assigned to examine the long standing political and administrative issues of the Gorkha community. Speaking after the meeting, the Morcha general secretary Roshan Giri said that they had decided to raise the issue of Gorkhaland state in one voice when the interlocutor visits here. He however said that theinterlocutor would also talk with the state government and otherstakeholders who will put forward their own opinions, but they would raise the issue of Gorkhaland with him. Giri also added that the areas of Terrai and Dooars should not be left out while maintaining that they will also hold a similar meeting with the stakeholders of Terrai and Dooars regarding this issue. From the different parties invited by the Morcha to this meeting at GDNS here. political outfits like the BJP, Communist Party of Revolutionar y Marxist, Akhil Bharatiya Gorkha League, Gorkhaland Rashtriya Nirman Morcha, SUMETI Mukti Morcha along with the Gorkha Rashtriya Congress were present in the meeting. However, the Bharatiya Gorkha Prajatantrik Morcha (BGPM), TMC, Indian Gorkha Janshakti Front (IGJF), Congress, CPIM and the Gorkha National Liberation Front (GNLF) did not attend it. The IGJF has on Saturday expressed their unavailability today citing reasons of a program at Ringtong today while according to Giri the GNLF today had a central committee meeting today. Parties like the BGPM have already made their stand clear earlier on regarding the appointment of an interlocutor alleging that it was a political stunt ahead of the polls to be held next year. He also urged the interlocutor to meet the Gorkha J anjati Mahasnagh and the All India Scheduled Cast Association as they also had their demands. Giri criticized those parties that did not attend the meeting, maintaining that they were not eager for a solution for this area and only wanted to do politics. He alleged that they were content in running a mini developmental agency like GTA which had no status. He said that when the central government by the step of appointing an interlocutor was showing a positive outlook these parties were not active.
5
comment0
Report
ALArup Laha
Nov 09, 2025 15:17:08
Belna, West Bengal:বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো। অশ्वিনী টুবি (2B) ও ফাল্গুনী ২ ব্লকের দুটি ফ্ল্যাটে তালা ভাঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি অশ্বিনী ৫ ও শিপ্রা ব্লক থেকেও সাইকেল চুরির অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন আবাসিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অশ্বিনী ২বি ব্লকের বাসিন্দা সুশীল পাল ৭ নভেম্বর মায়ের অসুস্থতার কারণে দেশের বাড়িতে যান। সেই সুযোগে চুরির ঘটনা ঘটে তাঁর ফ্ল্যাটে। রবিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে ফিরে এসে তিনি দেখেন, ফ্ল্যাটের দরজার তালা ভাঙা এবং আলমারি ভেঙে তছনছ অবস্থা। তাঁর দাবি, নগদ প্রায় ৯৫ হাজার টাকা ও প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। একই দিনে ফাল্গুনী ২ ব্লকের বাসিন্দা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। তিনি কর্মসূত্রে জেলার বাইরে ছিলেন। প্রতিবেশীরা জানান, রাতে সন্দেহজনক শব্দ পেয়ে বাইরে এসে দেখেন কয়েকজন চোর পালিয়ে যাচ্ছে। আতঙ্কে এক প্রতিবেশীর ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে চোরেরা চম্পট দেয় বলে অভিযোগ। আবাসিকদের অভিযোগ, এর আগেও একাধিকবার ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। বারবার উপনগরী কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আবাসিকদের প্রশ্ন, “চোরেরা কীভাবে জেনে যাচ্ছে কোন কোন ফ্ল্যাট ফাঁকা? সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও এভাবে বারবার চুরি হচ্ছে কেন?” প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত দুষ্কৃতীরা ধরা না পড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
6
comment0
Report
ABArup Basak
Nov 09, 2025 15:16:35
Mal Bazar, West Bengal:মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর গুমটিতে স্থানীয়দের দাবিতে রাজ্য সড়কের কাজের সূচনা করতে গিয়ে হোঁচট খেল পূর্ত দপ্তর। মালবাজার থেকে বড়দিঘী হয়ে লাটাগুড়ি, ময়নাগুড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। মুখ্যমন্ত্রী গত বছরই ১৩.৪৭ কোটি টাকা বরাদ্দ করলেও টেন্ডার বাতিল হওয়ায় কাজ শুরু হয়নি। রবিবার মন্ত্রী বুলু চিকবळাইক, পঞ্চায়েত প্রধান জয়ন্তী বর্মনসহ প্রশাসনিক আধিকারিকরা রাস্তার কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন। পূর্ত দপ্তর জানায়, আপাতত গর্ত সারাই ও রাস্তা মজবুতীকরণের কাজ শুরু হবে, পরে নতুন রাস্তা নির্মাণ হবে। এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, “জোড়া তালি নয়, সম্পূর্ণ নতুন রাস্তা চাই।” বাকবিতণ্ডার পর প্রশাসন আশ্বাস দেয়, প্রাথমিকভাবে পাঁচ দিনের মধ্যে রাস্তা চলাচলের উপযোগী করা হবে। এরপর ধূপ জ্বালিয়ে ও নারকেল ফাটিয়ে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন। স্থানীয়দের আশা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলাকার একমাত্র যোগাযোগপথটি সংস্কার হবে।
2
comment0
Report
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:51:23
Nijuri, West Bengal:SIR ফর্ম ফিলাপ নিয়ে বিজেপিকে হুশিয়ারি অনুব্রত মণ্ডলের। “আমরা রুখে দাঁড়াবো, ভয় পাবো না। জনসভায় কড়া ভাষায় বার্তা অনুব্রতর। বীরভূমের লাভপুরের দাঁড়কা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জনসভায় SIR ফর্ম ফিলাপ নিয়ে সরব হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “SIR ফর্ম ফিলাপ করবো, তোমাদের হিম্মত থাকলে অতোই সোজা না! তোমরা আমাকে তাড়িয়ে দেবে, জেল খাটিয়ে দেবে— আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে মা-বোনের জন্ম। আমরা ছেড়ে দেবো না, আমরা রুখে দাঁড়াবো। ভয় পাবো না, রুখে দাঁড়াবো।” জনসভায় অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মহলে তাঁর এই বক্তব্যকে বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা। এদিন লাভপুর ব্লকের দাঁড়কা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিত সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরণ চক্রবর্তী, জেলা তৃণমূলের সহ-সভাপতি আবদুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী-সহ একাধিক জেলা নেতৃত্ব।
7
comment0
Report
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:51:08
Nijuri, West Bengal:ভিডিও কলে তোলা প্রেমিকার নগ্ন ছবি রেকর্ড করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুরারই থানার অন্তর্গত একটি গ্রামে। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জাহির শেখ। অভিযোগ, দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে সে ভিডিও কলে তার আপত্তিকর ছবি রেকর্ড করে। পরে সম্পর্কে দূরত্ব আসতেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। অপমানে সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে বর্তমানে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
4
comment0
Report
PMProsenjit Malakar
Nov 09, 2025 14:50:54
Nijuri, West Bengal:একটা রাষ্ট্র তখন তৈরি হয় তখন অনেক দেশ থেকে অনেকেই আসে কাজের সূত্রে। অনেক বাংলাদেশের হিন্দু এবং মুসলিমরা ভারতে এসেছে কাজের সূত্রে। তারা আসে এখানে থাকে এবং চলে যায়। কেন্দ্র সরকার চাইছে এক ঝটকায় তাদের বাদ দিয়ে দিতে কারণ এরা সবাই তৃণমূলের সমর্থক। দাবি রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাসিশ চক্রবর্তীর। পাল্টা জবাব বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ-সভাপতি দীপক দাসের। পাশাপাশি পরিবহন মন্ত্রী আরও দাবি করেন, এত কম সময়ে এস আই আর করা সম্ভব নয়। দু মাসে এস আই আর করে তিন মাসে ভোট, এটা সম্ভব নয়। এতে প্রকৃত অনেক ভোটারের নাম কাটা যাবে। প্রসঙ্গত গত দুদিন আগে সাঁইথিয়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান প্রামাণিক এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেছেন এমনটাই দাবি করেছিল তার পরিবার। তার পরিবারের লোকের সাথে আজ দেখা করতে এসেছিল রাজ্যের পরিবহন মন্ত্রী。
7
comment0
Report
PCPartha Chowdhury
Nov 09, 2025 14:50:32
Bardhaman, West Bengal:राज্যের ग्रन्थागार मंत्री হিসেবে সাংবাদিক সম্মেলনে এসে জমায়াতে উলেমায়ে হিন্দের নেতা হিসেবে বিস্ফোরক অভিযোগ তুলে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার সরকারি প্রেস কর্ণারে सरकारিভাবে জানান হয়েছিল, শনিবার মন্ত্রী পূর্ব বর্ধমান জেলা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলনে আসবেন। কিন্তু তিনি শুরুই করেন ' আজ আমি জামায়াতে উলেমায়ে হিন্দের হয়ে বলতে এসেছি।' এদিন কার্যত মন্ত্রী নির্বাচন কমিশনকে একহাত নেন। কোথাও না কোথাও সাথে মিলে যায় বিজেপি নেতাদের সুর।যদিও তিনি বলেন, ' আমি বিজেপির খাইনা,পড়িনা। ওদের লোকজন নেই।' এদিন মন্ত্রী বলেন, আমার কাছে রিপোর্ট আছে, অনেক জায়গাতে বি এল ও রাত বাড়ি বাড়ি যাচ্ছেন না।গ্রামে কিছু ফর্ম দিচ্ছেন। কোথাও কোথাও হয়ত বি এল এ'র হাতেও দিচ্ছেন। তিনি বলেন, কোন বুথে কবে বি এল ও যাবে তার কোন ম্যাপিং নেই। এর একটা ক্যালেন্ডার করতে হবে。 তিনি আরো বলেন, বি এল ও দের ডোর টু ডোর যাবার কথা। এক জায়গায় বসে একাজ করা যাবে না। তিনি দাবি তোলেন, খসড়া তালিকায় নাম আছে কী না তা পাবলিক কীভাবে জানবেন? ৬ ই ফেব্রুয়ারী ফাইনাল লিস্ট হলে অভিযোগ জানানোর জন্য সময় কমই থাকবে। তিনি দাবি তোলেন, এই অল্প সময়ে কীভাবে সব কাজ সারা যাবে তার দায় নির্বাচন কমিশনের । তিনি হুশিয়ারি দেন, কোনো প্রকৃত ভোটার বাদ গেলে জোর আন্দোলন হবে। এজন্য আগামী কদিন মসজিদ,মন্দিরে নজর রাখবেন his সংগঠনের কর্মীরা। বি এল ও দের ব্যাপারে his অভিযোগ বিজেপির সাথে মিলে যাচ্ছে। এ নিয়ে তিনি বলেন, বিজেপির সাথে his কোনোও সম্পর্ক নেই। পরে অবশ্য তিনি কিছুটা ম্যানেজ করার চেষ্টা করেন। তিনি বলেন, বিজেপির সব জায়গায় লোক নেই। আমাদের আছে। তার দায় কি আমার? বি এল এ সরকারি অনুমোদিত লোক। অন্যদিকে ভরতপুরের হুমায়ুন কবির আলাদা দল করার হুমকি নিয়ে তিনি সেফ খেলেছেন। তিনি বলেন, ' আমি ভরতপুরে থাকি না। যার কথা তাকেই জিজ্ঞাসা করুন।' সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী।
5
comment0
Report
SCSandip Chowdhury
Nov 09, 2025 14:48:21
Katwa, West Bengal:ভোটারের বাড়িতে না গিয়ে কাটোয়া ১৯ নম্বর ওয়ার্ডের ১১১ নম্বর বুথে দেখা গেল একটি বাড়িতে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছে বি এল ও। তাকে ঘিরে বসে রয়েছে স্থানীয় ভোটাররা। বিএলও এর দাবি তিনি একটি বাড়িতে ফর্ম দিতে এসে ,বসেছিলেন ।কিছু পাশের বাড়ির ভোটার সেগুলো নিয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টা খতিয়ে দেখা হবে।কজনের বাড়ির উঠানে বসে ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলও-র বিরুদ্ধে। যদিও বিএলও বৈশাখী সেন অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ভোটারের বাড়ি গিয়েই ফর্ম বিলি করছি। এই বাড়িতে এস আই আর -এর এনুমেরেশনে ফর্ম দেওয়ার জন্য বসেছিলেনাম তখন আশপাশের বাড়ির কেউ ফর্ম নিয়ে যেতে পারে। কাটোয়া পুরসভার ১৯ নম্বর নম্বর ওয়ার্ডের পাহাড়পুর এলাকার ১১১ নম্বর বুথে র ঘটনা। বিলিওকে দেখা যাচ্ছে বাড়ির উঠানে বসে এনুমারেশন ফর্ম বিলি করছে। বাড়িতে বসে এনুমারেশন ফর্ম দিচ্ছে বি এল ও এবং তাকে ঘিরে রয়েছে স্থানীয় কয়েকজন ভোটাররা। বিএলও এর দাবি তিনি একটি বাড়িতে ফর্ম দিতে এসে বসেছিলেন তখন পাশের বাড়ির লোকেরা ফর্ম নিয়েছে। বি এল এ আজম সেখ যদিও বিএলও-র বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,উনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। কাটোয়া মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টা খতিয়ে দেখা হবে।
4
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 09, 2025 14:48:10
6
comment0
Report
Advertisement
Back to top