Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

मिरिक जाते समय भयावह सड़क दुर्घटना, तीन की मौत, 16 घायल

NRNarayan Roy
Oct 22, 2025 13:21:45
Siliguri, West Bengal
মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা , মৃত তিন , আহত ১৬ পানিট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত থেকে একটি যাত্রীবাহী গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটিতে চালক সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকড়ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা হিসেবে পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকে উদ্দেশ্যে রওনা দেয়। অত্যন্ত দুর্গম এই রাস্তা। পুটুং এর কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়৷ পুলিশ সুত্রে খবর , উপর থেকে একটি গাড়ি নেমে আসছিল , অন্যদিকে এই গাড়িটি চড়াই-উতরাই পেরিয়ে উপরের দিকে উঠছিল। সেই সেময়ই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরিক থানার পুলিশ। আহত ১৬ জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে দুজন নেপালের বাসিন্দা , একজন নকশালবাড়ির বাসিন্দা। সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা। বিনীতা তামাং ও ধন বাহাদুর কাটোয়ার নেপালের বাসিন্দা৷ পুলিশ সুত্রে খবর , ভাইফোঁটা উপলক্ষে অনেকেই মিরিকে যাচ্ছিলেন। আবার অনেকেই ছিলেন নিত্যযাত্রী। ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং পুলিশ সুপার পরভীন প্রকাশ বলেন , "বড় গাড়িতে তারা মিরিকের দিকে আসছিলেন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Oct 22, 2025 18:16:57
Kolkata, West Bengal:27 শে জানুয়ারি ২০২৩ সালে শুরু হয়েছিলো, আমাদের অবস্থান। এ লড়াই চলাকালীন আমরা এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলাম। যে জায়গায় আন্দোলন করা যেত না, সেখানে আমরা আন্দোলনের পথ দেখিয়েছি। আগামী ৪ মাস আমরা আরও বড়ো আন্দোলন সংগঠিত করবো। SIR কে কেন্দ্র করে যে BLO দের নিযুক্ত হয়েছে তাদের ওপর হুমকি আসছে। BLO দের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সবাই কে হয়তো নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে স্পর্শকাতর বুথ গুলি চিহ্নিত করে সেখানের BLO দের নিরাপত্তা দিক। আমরা একটা হেল্পলাইন নম্বর চালু করেছি। BLO এর নাম গোপন রাখা হবে। ২৪ ঘন্টা হেল্পলাইন চালু থাকবে। ইমেইল ID দেওয়া আছে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 22, 2025 18:16:48
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 22, 2025 18:16:38
Kalna, West Bengal:ভাইফোঁটারের সকালে ভাইয়ের কপালে ফোঁটা পড়তেই বোনের হাতে মিষ্টি। কিন্তু প্রশ্ন একটাই — কোনটা ছেড়ে কোনটা নেবেন? কারণ এ বছর কালনার বারুইপাড়া এলাকার এক মিষ্টির দোকানে হাজির হয়েছে এক অভিনব চমক— এক ডালায় শত রকমের মিষ্টি! দোকানজুড়ে এখন রংবেরঙের মিষ্টির সারি। ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশ থেকে শুরু করে ক্ষীরের নারকেল, পাতুরি, মকটেল সন্দেশ, সিঙ্গারা, নিমকি, ক্যাডবেরি— এমনকি ঝাল আর নোনতা স্বাদের ফিউশন মিষ্টিও মিলছে একসঙ্গে। প্রায় ৪০ থেকে ৪৫ রকমের আধুনিক ও ঐতিহ্যবাহী মিষ্টি সাজানো হয়েছে এক ডলার মধ্যে। মৃষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদক জানালেন, প্রতিবছর ভাইফোঁটায় অনেকেই কনফিউশনে পড়েন— কোন মিষ্টি নেবেন! তাই এবার আমরা ভাবলাম, এক ডালায় সব স্বাদ— মিষ্টি, নোনতা, ঝাল, চকলেট— সব কিছু থাকুক। যাতে প্রত্যেকের রুচি অনুযায়ী কিছু না কিছু পছন্দ হয়। দোকানের কর্মচারীর কথায়, আমরা এবার তৈরি করেছি নানা ফ্লেভারের সন্দেশ ও ফিউশন মিষ্টি। কারও পছন্দ কড়া পাক, কারও হালকা— সব রকম স্বাদই মিলবে এখানে। ভাইফোঁটার উৎসবকে আরও মিষ্টিময় করে তুলতেই আমাদের এই উদ্যোগ। ইতিমধ্যেই স্থানীয় দিদি-বোনেদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে এই মিষ্টির ডালা। কেউ নিচ্ছেন উপহার হিসেবে, কেউ আবার বাড়ির ভাইফোঁটা অনুষ্ঠানের জন্য আগাম অর্ডারও দিচ্ছেন
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 22, 2025 18:16:26
Bardhaman, West Bengal:হেলথ কনসাস বোনেরা খুঁজছেন ভাইয়ের জন্য নরম পাকের মিষ্টি! ভাইফোঁটা মানেই ভাইয়ের পাতে কিছু খাবারদাবার তুলে দিতে বোনের আকাঙ্খা। আর তার সাথে থাকবেই নানা ধরণের মিষ্টি দিয়ে মিষ্টিমুখের পালা। দক্ষিণবঙ্গের বর্ধমানে মিষ্টির নানা ধরণের আধিপত্য কোন কাল থেকেই। তবে সবার উপরে রয়েছে জি আই ট্যাগ পাওয়া সীতাভোগ আর মিহিদানা।অন্য মিষ্টির সাথে এ দুটোও পড়বে ভাইয়ের পাতে।তবে এবারের ট্রেন্ড হল; ক্রমশ কম মিষ্টির দিকে ঝুঁকছেন মফস্বলি বাঙালি। আর বাড়তি দামের সাথে পাল্লা দিতে গিয়ে আগের চেয়ে কম আইটেম নিতে হচ্ছে। মিষ্টি উৎসব ভাইফোঁটা। আজ থেকেই মিষ্টির দোকানগুলোতে ভিড় জমেছে ক্রেতাদের। এবারে মিষ্টির দাম কিছুটা বেড়ে গেছে। । ক্রেতারা জানাচ্ছেন ; ভাইফোঁটা উপলক্ষে অনেক স্পেশাল মিষ্টি তৈরি হয়। সেগুলো তারা কিনছেন। তার সাথে সীতাভোগ আর মিহিদানা সেটাও চাই।বিশেষত বাইরে নিয়ে যাবার জন্য এদের চাহিদা এখনো আছে। বিক্রেতারা জানান; এবারেও ভাইফোঁটা সন্দেশ সহ শুধু মিষ্টি হয়েছে। লোকে একটু হাল্কা মিষ্টি চাইছেন।তাই নানা রকমের বরফি; সন্দেশ,বাটার স্কচ সন্দেশ ইত্যাদি রয়েছে। রয়েছে নানা রকম রসগোল্লা। আর সীতাভোগ মিহিদানা তার আকর্ষণ তো আছেই।। একটি মিষ্টির দোকানের কর্ণধার প্রমোদ সিং জানান, উপকরণের দাম বাড়ায় তাদের দাম বাড়াতে হয়েছে। তাই মনের মত মিষ্টি নিতে চিন্তা করতে হচ্ছে ক্রেতাদের। তাই কিছু কম দামের মিষ্টি রাখতে হয়েছে। তিনি জানান, ক্রেতার ক্রমশই হেলথ কনসাস হয়ে চলেছেন। কড়া পাকের চেয়ে তাই নরম পাকের হাল্কা মিষ্টি আস্তে আস্তে বাজার দখল করছে। তবে রসগোল্লা এখনও তার বাজার ধরে রেখেছে অনেকটাই। তবু বাঙালির ভাইফোঁটা মানেই একথালা সাজানো মিষ্টি! ভাইবোনের স্নেহের এই উৎসবে মিষ্টির বিকল্প ভাবা কঠিন। তাই স্বাভাবিক ভাবেই ভাইফোঁটার আগের দিন থেকেই বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মতো।বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকানগুলো তো গমগম করছে। যেহেতু now মানুষ ক্রমশ স্বাস্থ্য সচেতন হচ্ছেন, তাই দোকানদাররাও নতুনত্ব আনছেন পরিবেশনে । এসেছে অনেক কম চিনির মিষ্টি, যা নিয়ে আগ্রহী অনেক ক্রেতাই। তবে বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ ও মিহিদানা-র ক্ষেত্রে কম চিনির ব্যবহার সহজ নয়। দোকানদারদের দাবি, “এই মিষ্টি দুটোর স্বাদই নির্ভর করে সঠিক পরিমাণ চিনির ওপর।” ফলে চাহিদা থাকলেও অনেকেই এবার পরিমিত পরিমাণে কিনছেন প্রিয় মিষ্টি। অন্যদিকে, কিছু দোকানে দেখা যাচ্ছে নতুন নতুন উদ্ভাবন— যেমন ডাব সন্দেশ, যা এখন জনপ্রিয়তার তুঙ্গে। সব মিলিয়ে ভাইফোঁটার আগের দিন থেকেই রাজার শহর বর্ধমানের মিস্টির বাজারে উপচে পড়া ভিড়, উৎসবের আমেজে মিষ্টিতে নজর সবার। জি টি রোড, মিউনিসিপ্যাল মার্কেট, রাণীগঞ্জ বাজার, আরামবাগ রোড কিম্বা বি সি রোড শহরের নানা প্রান্তে ছড়িয়ে আছে অভিজাত মিষ্টির দোকানগুলো। বর্ধমানের মিষ্টি স্বাদে,গুণে মাণে আর দামে টেক্কা দিতে পারে হুগলি,কলকাতার সঙ্গে। ডায়াবেটিসের হুমকি যতই চোখ রাঙাক, এক দিনের জন্য তো নিয়ম ভাঙাই যায়। 'উৎসবে নিয়ম নাস্তি!'
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 18:15:19
Jalpaiguri, West Bengal:একি কান্ড জলপাইগড়িতে! কালী প্রতিমার অলংকার সহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে চাঞ্চল্য। *জগৎ সুন্দরী মা কমিটি এবারের তাদের পুজো দ্বিতীয়তম বছরেও পদাপাণ করল। কিন্তু এই বছরেই ঘটে গেল বেদনাদায়ক ঘটনা। কালী প্রতিমার অলংকার সহ বিভিন্ন জিনিস চুরি গেল।* এবার কালী প্রতিমার গায়ের অলংকার সহ তার চুল ছিঁড়ে দেয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আদর পাড়া এলাকায়। জানা গেছে এক মহিলা দ্বারা পরিচালিত শ্যামা পূজার এ বছরের দ্বিতীয়তম।আর এবার সেই শ্যামা পূজার সময় গতকাল গভীর রাতে শ্যামাপ্রতিমার বিভিন্ন অলংকার চুরি যাবার সাথে সাথে তার চুলও কেটে দিয়েছে কেউ না কেউ। তাছাড়া ভেঙে দেয়া হয়েছে প্যান্ডেলের কাপড় বিদ্যুতের তারও। পুরো এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়েও। মহিলারা বলেন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি প্রদান করা দরকার।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 22, 2025 14:50:58
Kolkata, West Bengal:आज बिकेल্লे আবহাওয়া। উইকেন্ডে উত্তরে বৃষ্টি। দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি উপকূলে। দক্ষিণবঙ্গে বৃষ্টি পেছোবে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টি. আজ ও কাল উৎসবের দিনে ঝলমলে আকাশ। আগামী দুদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে আকাশ。 আন্দামান সাগরের ঘুনাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এর প্রভাবেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা। এর উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা。 দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তামিলনাডু পন্ডিচেরি ও অন্ধপ্রদেশের দিকে এগোবে। এটির গতি কমে যাওয়ায় প্রভাব নেই বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি , রবি এবং সোমবার এই পাদ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে。 শুক্রবার ২৪ শে অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
2
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:50:22
3
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:50:06
2
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:49:46
2
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 22, 2025 13:33:32
Kolkata, West Bengal:ইস্টবেঙ্গল ক্লাবে কোচ অস্কার ব্রুজো এবং গোলকিপার কোচ সন্দীপ নন্দীর সাম্প্রতিক কাজিয়ার জেরে দুপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছিল গত ৪৮ ঘন্টা ধরে। এইবার তা সামাল দিতে আসরে নামল ক্লাব। ক্লাবের তরফ থেকে শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন যা হয়েছে তা অতীত। আপাতত সুপার কাপে মনোনিবেশ করার কথা। কে ভুল বা কে ঠিক তা বিচার করতে আসিনি। এটা performance ভিত্তিক ক্লাব। তাই আমরা নতুন টুর্নামেন্টের জন্য মনোনিবেশ করছি। সংবাদ মাধ্যম এবং ইস্টবেঙ্গল পরিবারকে পাশে চাই। যদিও সন্দীপ নন্দী ইতিমধ্যেই সুপার কাপ শেষ হলে সাংবাদিক সম্মেলন করে কোচের বিরুদ্ধে তোপ দাগবেন বলে বিতর্ক সৃষ্টি করেছেন। তবে সে বিষয়ে সযত্নে এড়িয়ে গিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 13:21:04
Jalpaiguri, West Bengal:শৈশবের চৌকাঠ না পেরতেই ওদের চলার পথে জুড়ে গিয়েছে একরাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকার ডিঙিয়েই জীবনে আলোয়ার খোঁজ পেতে চায় ওরা। জিততে চায় জীবনের লড়াইয়ে। আর তাই উত্তরণের পথে এগিয়ে যেতে হেোমে চার দেওয়ালের মধ্যে একটু একটু করে নিজেদের তৈরি করছে প্রিন্স কিংবা রূপালিরা। চারদিকে যখন দীপাবলির আলোর রাশনাই, তখন সেই আলোয়ার উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোর্ক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স, anoয়াররা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই।
3
comment0
Report
MMManoj Mondal
Oct 22, 2025 13:01:22
Kolkata, West Bengal:জানা গেছে, বুধবার দুপুরে মধ্যমগ্রামের মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে স্কুটি করে যাচ্ছিলেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময় দুই এল ২৩৮ বাসের মধ্যে রেষারেষি চলছিল। তারই মধ্যে একটি বাস স্কুটিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। স্কুটির পেছনে বসে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয়। সামনের সিটে থাকা তার বন্ধু গুরুতর আহত অবস্থায় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বেশ কয়েকটি এল ২৩৮ নম্বর বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেরে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে বাসটির আটক করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top