Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

हिंगलजर्न के पोल्ट्री फार्म में भीषण आग, भारी नुकसान, हजारों मुर्गियाँ मर गईं

BBBimal Basu
Dec 17, 2025 01:01:26
Basirhat, West Bengal
দাউ দাউ করে আগুন জ্বলছে ছবি আছে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল হিঙ্গলঞ্জের একটি প্রোল্ট্রি ফার্ম। আগুনে পুড়ে প্রোল্ট্রি ফর্মে থাকা হাজার খানিক মুরগির মৃত্যু। somবার রাতে সুভাষ দাস নামে এক ব্যাক্তির প্রোল্ট্রি ফার্মের হটাৎই দাউ দাউ করে আগুন ধরে যায় আসপাশের লোক জন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করার আগে বিধ্বংসী আগুনে ফার্মটি পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়। ফার্মের মধ্যে থাকা হাজার খানিক মুগরি আগুনে পুড়ে মারা যায়। পুলিসের প্রথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এই প্রোল্ট্রি ফার্মটিতে। বিমল বসু বসিরহাট
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 17, 2025 04:15:45
Jalpaiguri, West Bengal:ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। কনকনে শীত উত্তরের জেলা জলপাইগুড়িতে। ভোর এবং সকালের দিকে কুয়াশার চাদরে মোরা গোটা জলপাইগুড়ি। বেলা বাড়লে ধীরে রোদের দেখা মিলছে। কনকনে শীত অনুভব হচ্ছে। শীতের পোশাক পরেই রাস্তায় মানুষজনেরা। শীতের মৌসুমে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ জঙ্গল লাভয় এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আজ সকালে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১.6 ডিগ্রি। একটু শরীর গরম করে নিতে আগুন পথে দেখা যাচ্ছে বহু মানুষজনকে পাশাপাশি চায়ের দোকানে ভিড় বাড়ছে সকাল সন্ধ্যায়।
0
comment0
Report
ABArup Basak
Dec 17, 2025 04:15:24
Mal Bazar, West Bengal:কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক মৃত্যু ক্রান্তি ব্লকের স্বপন রায়ের। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বপন রায়। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবিকার তাগিদে প্রায় আট মাস আগে তিনি কেরালা রাজ্যের কান্নুরে পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি নির্মাণস্থলে সাটারিং-এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কয়েক দিন আগে কাজ চলাকালীন হঠাৎ সাটারিং খোলার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আচমকা ভারী সাটারিং ভেঙে পড়ে স্বপন রায়ের উপর। দুর্ঘটনার পর সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমবঙ্গে কাজের সুযোগ সীমিত হওয়ায় এলাকার বহু যুবক ও শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। স্বপন রায়ের মৃত্যু সেই কঠিন বাস্তবতারই করুণ উদাহরণ। তারা আরও জানান, স্বপন রায়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও মাত্র ১৪ বছরের এক পুত্র সন্তান। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে পরিবারের পরিস্থিতি now অচল। কীভাবে সংসার চলবে, সন্তানের ভবিষ্যৎ কী হবে—এই চিন্তায় দিশেহারা তাঁর স্ত্রীসহ গোটা পরিবার। গতকাল বিকেলে স্বপন রায়ের মৃতদেহ নিজ বাড়িতে এসে পৌঁছালে রাজাডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের চোখে ছিল জল। এক পরিশ্রমী মানুষের অকাল প্রয়াণে এলাকাজুড়ে গভীর শোক ছড়িয়ে পড়েছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 17, 2025 03:48:05
Baruipur, West Bengal:৮ লক্ষের অধিক নাম বাতিল দক্ষিণ ২৪ পরগনায়। ক্যানিং - প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। আর ভোটার তালিকায় নাম আছে কিনা তা দেখতেই সকাল থেকেই বারবার নির্বাচন কমিশনে ওয়েবসাইটে নজর রাখছিলেন সাধারণ নাগরিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। কোন বুথে কার কার নাম বাদ গেল সব বিষয়ে খোঁজ খবর করছিলেন বি এল আর ও রাও। ভোটার তালিকার খসড়া, সামনে আসতেই দেখা যায় দক্ষিণ ২৪ পরগনাতে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার ৯৩৩। জন শুনানিতে ডাকা হবে প্রায় এক লাখের কাছাকাছি ভোটার কে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মৃত এবং শিফটিং ভোটার মিলিয়ে বাদ পড়েছে ২২ হাজার ৩৭০ জন। ক্যানিং পূর্ব বিধানসভা তে বাদ গেছে ২২ ৬০৫ জন। অন্যদিকে বাসন্তীতে সেই সংখ্যাটা কুড়ি হাজার ৯৫৩। গোসাবায় ১৪ হাজার ১৫২। কুলতলী বিধানসভাতে ২৫ হাজার ৭২৬। অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা প্রায় প্রতিটি ব্লকেই প্রায় কুড়ি হাজারের বেশি নাম বাদ চলে গেছে। তাদের সকলে মৃত অথবা স্থান পরিবর্তন করেছেন এমন ভোটার। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, ভিন্ন এলাকায় বি এল ওদের হাতে দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকার হার্ডকপি। যে সমস্ত মানুষদেরকে ডাকা হবে হেয়ারিং এর জন্য তাদের নামও প্রতিটি বুথে বি এল ওদের কাছে থাকবে। কারা কারা এই তালিকায় থাকছেন তাও তারা গিয়ে দেখে নিতে পারবেন সেখান থেকে।। অন্যদিকে এই কয়েকদিন প্রত্যেকটা বি এল ওকে বুথে বসারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । কারণ যারা ওয়েবসাইট থেকে নিজেদের নাম খুঁজে পাবেন না তারা যাহাতে বুথে গিয়ে বসে সেই নাম দেখে নিতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও দেওয়া হয়ছে কপি। ফলে কোন নামের বিভ্রান্ত বা ভোটার তালিকায় নাম না থাকা যোগ্য ব্যক্তিরাও যাহাতে সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত বিডিওদের কাছে সেই নির্দেশে এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের তরফ থেকে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 17, 2025 03:35:50
Baruipur, West Bengal:উনুনের আগুনে মৃত্যু বধুর ক্যানিং - উনুনের আগুনে পুড়ে মৃত্যু হল এক বধুর। মৃতের নাম যশোদা মাহাতো(৪৮)।ক্যানিং থানার পুলিশ বধুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার অন্তর্গত ৫ নম্বর চড়াবিদ্যা গ্রামের বধু যশোদা মাহাতো। সকালেই বাড়িতে উনুন জ্বালিয়ে রান্নার কাজ করছিলেন। ভাতের ফ্যান ঝারানোর সময় আচমকা পিছন থেকে কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তে সেই আগুন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। বধুর চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসে। বধুকে কোন প্রকারে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাসপাতালের বার্ন ওয়ার্ডে। অবশেষে সমস্ত চিকিৎসা পরিষেবা কে উপেক্ষা করে ওই বধু মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত বধুর ছেলে প্রশান্ত মাহাতো জানিয়েছেন, ‘আমরা মাঠে গিয়েছিলাম কাজ করতে। মা রান্না করছিলেন উনুনে। আগুন ধরে যায়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ’ অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যুর খবর ৫ নম্বর চড়াবিদ্যা গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায় ।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 03:35:29
Kolkata, West Bengal:EC HEARING LETTER *আজ থেকেই বাড়ি বাড়ি পৌঁছাবে শুনানির চিঠি। খবর কমিশন সূত্রে.* দেশের বড় রাজ্যগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সময়ে শেষ হয়েছে স্যার। বাকি রাজ্য বাড়তি সময় চেয়েছে। অর্থাৎ কমিশন BLO দের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এতো বড় মাপের কাজে বিক্ষিপ্তভাবে কিছু ত্রুটি থেকে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজ থেকে শুনানি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ অর্থাৎ বাড়ি বাড়ি হিয়ারিং লেটার পাঠানোর কাজ শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুনানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত হিয়ারিং চলবে। এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯। চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রকাশিত হবে। খসড়া তালিকায় কারুর নাম বাদ পড়ে থাকলে সেই ব্যক্তিকে নতুন ভাবে নাম তোলার জন্য ফর্ম ৬ ফিলাপ করে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন সে ব্যাপারে BLO রা সহযোগিতা করবেন। প্রয়োজনে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। ১৪ ফেব্রুবারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও যদি কারুর কোনো অসন্তोष থাকে তাহলে তিনি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে লিখিত আবেদন করতে পারেন। তাতেও ফল না পেলে তিনি সরাসরি CEO দফতরে লিখিত আবেদন করতে পারেন। BLO রা আজ থেকে বুথে বুথে বসছেন। নাম বাদ পড়া ভুল নাম বয়স ঠিকানা বুথ নম্বর পার্ট নম্বর নিয়ে কোনো ভোটারের কোনো অভিযোগ থাকলে বুথ থেকেই প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হবে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 17, 2025 03:00:30
Howrah, West Bengal:সাসপেনশন অব ওয়ার্ক এর নোটিশ গেটে ঝোলানো হলো। বালি মহাদেব জুট মিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেলো। বিক্ষোভ শ্রমিকদের। মঙ্গলবার জুটমিল বন্ধ ছিলো। বুধবার সকালে শ্রমিকরা মিলে কাজ করতে এসে দেখেন জুট মিলের গেটে সাসপেনশন অব ওয়ার্ক এর নোটিশ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা। কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজার খানেক শ্রমিক। মহাদেব জুট মিলের গেটের সামনে মিল খোলার দাবি করে বিক্ষোভ করেন। পুলিশ আসে। শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ হঠাৎ মিল বন্ধ করে দেয়। কাঁচা মাল ঠিকমতো আমদানি হচ্ছে না এ কথা দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে। এটা চক্রান্ত করা হয়েছে। মিল না চালু করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 02:35:52
Kolkata, West Bengal:আবহাওয়া ১) আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে রাতে ভোরে শীতের আমেজ অব্যাহত। আজও ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলা সামান্য কমবে অনুভূতি। কলকাতায় ২১ তারিখের পর রাতের পারদ সামান্য উঠবে। ২৪ তারিখের পর ফের সামান্য নামবে। বড়দিনে উৎসবের মনোরম আবহাওয়া বহাল থাকার সম্ভাবনা। ২) উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ ১৭ই ডিসেম্বর। ৩) কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে।দিনের তাপমাত্রা ২৫.৩ আর রাতের তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি। পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে আগামী কয়েক দিন। ৪) ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ সংলগ্ন এলাকায়। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ৫) উত্তরে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে。 দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। ৬) অত্যন্ত ঘন কুয়াশার কাল সতর্কতা মধ্যপ্রদেশে। অতি ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও কুয়াশার ঘনঘটা। কুয়াশা হবে হিমাচল উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট。
0
comment0
Report
ALArup Laha
Dec 17, 2025 02:35:27
Belna, West Bengal:পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের নরোত্তম বাটি গ্রামে ১২ বছর পর আবার ফিরল মা মনসার সয়লা মেলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মেলা ঘিরে ফের একবার আবেগ, বিশ্বাস আর বন্ধুত্বের অনন্য মিলন দেখলেন গ্রামবাসীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় মা মনসার পুজো। ধূপ ধুনোর গন্ধ, ঢাকের তালে তালে মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুজো শেষে শুরু হয় মেলার সবচেয়ে আবেগঘন পর্ব বন্ধুত্ব নবীকরণের রীতি। এখানে বন্ধুত্ব শুধু অনুভূতির বিষয় নয়, বরং এক প্রাচীন সামাজিক প্রথা। মহিলারা একে অপরকে স্নেহের স্পর্শে বরণ করে নেন, আর পুরুষেরা মালা পরিয়ে নতুন করে বন্ধুত্বের বন্ধনের আবদ্ধ হন। চোখের জল আর মুখের হাসিতে ভরে ওঠে সেই মুহূর্ত। বন্ধুত্বের শপথের পর সবাই একসঙ্গে মিষ্টিমুখ করেন।মিষ্টির স্বাদে যেন মিশে যায় সম্পর্কের উষ্ণতা. সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও এই মেলার আবেগ অটুট। আজকের তরুণ-তরুণীরা সেই বিশেষ মুহূর্তকে বন্দি করছে সেলফিতে, সমাজমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যেই। গ্রামবাংলার মাটিতেই যেন উদযাপিত হচ্ছে বাংলার নিজস্ব ‘ফ্রেন্ডশিপ ডে’। এ বছর মেলাকে কেন্দ্র করে তিন দিনের নানা আয়োজন করা হয়েছে। যাত্রাপালা, অর্কেস্ট্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর নরোত্তম বাটি গ্রাম। মেলার প্রথম দিনেই ছিল মহিলা ঢাকিদের বিশেষ পরিবেশনা। ঢাকের তালে তালে প্রতিধ্বনিত হয়েছে নারীর শক্তি, সংস্কৃতি ও আত্মবিশ্বাস। স্থানীয়দের মতে, মা মনসার শয়লা মেলা কেবল ধর্মীয় আচার নয়, এটি এক মানবিক মিলনমেলা। যেখানে পুরনো সম্পর্ক নতুন করে দৃঢ় হয়, নতুন বন্ধুত্বের জন্ম হয়, আর গ্রামবাংলা আবার মনে করিয়ে দেয়, মানুষই মানুষের সবচেয়ে বড় উৎসব।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 17, 2025 02:34:58
Barrackpore, Kolkata, West Bengal:আগামীকাল দুপুর ১২ টায় অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা শ্লোগান দেওয়ার কর্মসুচী, পালটা চ্যালেঞ্জ অর্জুন এর,চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় কে ও গত রবিবার ইছাপুর লেলিন নগর যে মাঠে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং রা মিটিং করে ছিলো আজ সেই মাঠে মিটিং করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।মঞ্চে অর্জুন সিং কে কড়া হুশিয়ারি পার্থ ভৌমিকের, অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা বলা হবে!! দলীয় কর্মিরা অর্জুন সিং বাড়ির সামনে গিয়ে জয় বাংলা শ্লোগান দেবে আগামীকাল দুপুর ১২ টায়!! আর এই দায়িত্ব দিলাম জগদ্দলের বিধায়ক সোমানাথ শ্যাম কেই। অর্জুন সিং যদি এক বাপের বেটা হয়ে থাকে তাহলে কারো গায়ে হাত দিয়ে দেখুক!! কতো ক্ষমতা দেখে নেবো!! বাইটঃ- পার্থ ভৌমিক( সাংসদ ব্যারাকপুর) পালটা অর্জুন সিং এর হুমকি পার্থ ভৌমিক বাপের বেটা থাকলে পুলিশ ছাড়া আসুক!! আর ও যে মঞ্চে বক্তব্য দিয়েছে ওই ছবি টা আপনারা ওর মা-বৌ কে পাঠিয়ে দিন আপনারা সাংবাদিকদের অনুরোধ অর্জুন সিং এর।অর্জুন সিং মস্করা করে দেহ নাচিয়ে ভয় পেয়েছি বলে মজাও করেন ক্যামেরার সাম নেই। তবে অর্জুনের পালটা চ্যালেঞ্জ পার্থ ভৌমিক কেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ও চ্যালেঞ্জ জানালেন অর্জুন পুলিশ চাড়া আসুক, তারপর দেখা যাবে কার কতো দম!! বাইটঃ- অর্জুন সিং( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর) পালটা অর্জুন সিং এর হুমকি পার্থ ভৌমিক বাপের বেটা থাকলে পুলিশ ছাড়া আসুক!! আর ও যে মঞ্চে বক্তব্য দিয়েছে ওই ছবি টা আপনারা ওর মা-বৌ কে পাঠিয়ে দিন আপনারা সাংবাদিকদের অনুরোধ অর্জুন সিং এর।অর্জুন সিং মস্করা করে দেহ নাচিয়ে ভয় পেয়েছি বলে মজাও করেন ক্যামেরার সাম নেই। তবে অর্জুনের পালটা চ্যালেঞ্জ পার্থ ভৌমিক কেন মমতা বন্দ্যোপাধ্যায় কে ও চ্যালেঞ্জ জানালেন অর্জুন পুলিশ চাড়া আসুক, তারপর দেখা যাবে কার কতো দম!! বাইটঃ- অর্জুন সিং( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর) 171225 BKP PARTHO VS ARJUN 2C TE
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 02:02:03
Jalpaiguri, West Bengal:ছাগলের টোপে খাঁচা বন্দি চিতাবাঘ! জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বেলাকোবার শিকারপুর চা বাগানে হইচই। বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শিকারপুর চা বাগানের ফোটিঙ্গা লাইনের সংলগ্ন টপ লাইনে খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। দীর্ঘদিন ধরে চলা চিতাবাঘের আতঙ্কের অবসান। জলপাইগুড়ি Belakoba রেঞ্জের বনদপ্তরের পাতা খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। ঘটনাস্থলে ভিড়, আইনশৃঙ্খলা রক্ষায় Belakoba ফাঁড়ির পুলিশ মোতায়েন। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। তবে বার-বার লোকালয়ে চিতাবাঘ চলা আসায় চিন্তায় বাসিন্দারা। বন দপ্তরের টহলদারীর দাবি জানান বাসিন্দারা।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 01:00:52
Siliguri, West Bengal:জীবিত মহিলার নাম মৃত হিসেবে প্রকাশ করা হল খসরা তালিকায় , আতঙ্কে পরিবার。 শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লি এলাকার শিবানী পাল। মঙ্গলবার সকালে খসরা তালিকা যাচাই করতে গিয়ে হতবাক। তার নাম মৃত হিসেবে দেওয়া রয়েছে সেই তালিকার। এস আই আর ফর্ম ফিলাপ করার যাবতীয় নথি রয়েছে তার কাছে, এর পরও কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়েই আতঙ্কে শিবানী পাল। তবে, যেই মৃত ভোটারের তালিকা দিয়েছেন তার মধ্যে কোথাও উল্লেখ নেই শিবানী পালের নাম। কিভাবে এই ঘটনা ঘটলো তা জানা নেই । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান ওই বুথের বিএলও প্রণব কুমার সাহা । অপরদিকে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন আপার বাগডুগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সহযোগিতা করছে SIR নিয়ে। SIR এর নামে জীবিত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য নির্বাচন কমিশনের। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ওই মহিলার নাম অতি দ্রুত ভোটার তালিকার আওতায় নিয়ে আসা হোক নাহলে আমরা আন্দোলনে নামব বলে হুশিয়ারি দেন তিনি。
0
comment0
Report
Advertisement
Back to top