Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

हिंदी में सबसे आकर्षक headline: व्यापारिक शत्रुता के कारण दोस्त की गोली मारकर हत्या, बसिरहाट में आरोपी की दुकान जल उठी

BBBimal Basu
Dec 07, 2025 06:47:41
Basirhat, West Bengal
बसिरहाट के बिजनेस प्रतिस्पर्धा के कारण दोस्त की गोली मारकर हत्या की घटना घटने के बाद स्थानीय लोगों ने आरोपी अमिरुल मण्डল के पोल्ट्री मुरगी व्यवसाय की दुकान में आग लगा दी। उत्तर 24 परगना जिले के बसिरहाट थाने के ब्लॉक-1 निमदारिया कodealiya पंचायत के शंकरपुर ग्राम में आशादुल गाजी नाम के युवक पर फोन के जरिए बुलाकर एकान्त जगह पर गोली चलाने का आरोप लगाया गया। मृतक आशादुल गाजी की आयु 28 वर्ष बताई जा रही है और वह पोल्ट्री मुरगी के व्यवसाय से जुड़ा था। रात में घर लौटने पर परिजनों ने उसकी तलाश की पर उसका फोन स्विच ऑफ दिखा। सुबह जब ग्रामीणों को खबर मिली तो उन्होंने मूल आरोपी अमिरुल मण्डल की पोल्ट्री दुकान में आग लगा दी। पुलिस ने हत्या के आरोप में अमिरुल मण्डल को गिरफ्तार किया है और मामले की आगे की जांच कर रही है कि घटना में अन्य लोग भी शामिल थे या नहीं। बयानों के अनुसारWitnesses: ruhul kuddu shindo, tajin mando, mahiyuddin gazi आदि।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Dec 07, 2025 11:03:17
Mal Bazar, West Bengal:বাগ্রাকোট চা-বাগানে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে রিলে অনশন অব্যাহত। এবার শ্রমিকদের পাশে তৃনমুল নেতৃত্ব। মাল ব্লকের বাগ্রাকোট চা-বাগানের শ্রমিকদের রিলে অনশন ১৫ দিনে পড়ল। গত কয়েক সপ্তাহ ধরে বাগান জুড়ে অস্থিরতা অব্যাহত। সকাল থেকে রাত পর্যন্ত অনশন মঞ্চে ভিড় করছেন শ্রমিক, তাঁদের পরিবার ও আশপাশের লোকজন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও যোগ দিচ্ছেন প্রতিবাদসভা, মিছিল ও বিক্ষোভে। অনশনরত শ্রমিকদের দাবি, গত কয়েক মাস ধরে বকেয়া মজুরি পরিশোধ না হওয়ার কারণে তাঁদের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। বোনাস দেওয়ার প্রতিশ্রুতিও এখনও সম্পুর্ন পূরণ হয়নি। ফলে দিশেহারা বহু পরিবার। কয়েকদিন আগে এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে ন্যায্য দাবির পক্ষে তাঁদের মালিক পক্ষ ও প্রশাসনের কাছে জোরালোভাবে অবস্থান জানাবেন। শ্রমিকেরা তাঁদের সামনে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। আর রবিবার শ্রমিকদের অনশন মঞ্চে যান বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি রাজেস ছেত্রী সহ তৃনমুল নেতৃত্ব। বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান বাগানে শ্রমিকদের অবস্থা খুব খারাপ। কাজ করে শ্রমিকেরা মজুরি না পেয়ে অনশনে বসেছে। এব্যাপারে আমি কলকাতায় গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, মার্চ এর মধ্যে শ্রমিকদের সমস্ত পাওনা গন্ডা দিয়ে দেওয়া হবে। ডিসেম্বর, জানুয়ারি, মার্চ মাসে শ্রমিকেরা বকেয়া সব পাবে বলে মালিক পক্ষ আমাকে জানিয়েছে। মালিক পক্ষের সেই বক্তব্যই আজ আমি শ্রমিকদের জানালাম। রাজেশ ছেত্রী জানান, শ্রমিকেরা বাগানে কাজ শুরু করলে, আশাকরা যাচ্ছে ছয় মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এদিন রাজেশ ছেত্রী অনশন মঞ্চ থেকে বলেন আগামী ছয় মাসের মধ্যে বাগান মালিক যদি বাগান চালাতে না পারে, তখন আমি টাকা লোন করে এই বাগান চালাবো শ্রমিকদের স্বার্থে। অনশনরত শ্রমিকদের বক্তব্য দীর্ঘদিন ধরে বকেয়া না পেয়ে অনশন এ বসেছি আমরা। শ্রমিকদের অভিযোগ আমারা বহু মাস ধরে বেতন পাইনি, বোনাস সম্পুর্ন পাইনি, বাগান মালিক আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, আমরা অনশনে বসার পরেও মালিক আমাদের সাথে কোন যোগাযোগ করেনি, বাগান মালিক আমাদের বলে দিক এই বাগান যদি চলাতে না পারে আমরা শ্রমিকরাই বাগান চালাবো, আমরা পাতা তুলে বাইরে বিক্রি করব, অন্ততপক্ষে আমাদের সংসার চালাতে অসুবিধা হবে না। জানা গেছে এই চাবাগানে শ্রমিকদের ৬ টি মজুরি ও বোনাসের কিছু অংশ বকেয়া রয়েছে।
134
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 07, 2025 11:02:55
Howrah, West Bengal:রবিবার দুপুরে হাওড়ার বালি রবীন্দ্র ভবনে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের আয়োজনে 'কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট' ক্যাডারের এক ক্যাডার ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী ডা: শশী পাঁজা, বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জি। হুমায়েরুন কবীর সম্পর্কে মন্ত্রী শশী পাঁজাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'উনি বহু বছরে বহু দল করে এসেছেন। যা বলার গতকাল দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস থেকেও ওনাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং উনি কি বললেন বা কি কাজ করবেন তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না।' হুমায়ুন কবীর যদি আলাদা দল করেন সেক্ষেত্রে কি হবে এই প্রশ্নের উত্তরে শশী পাঁজা বলেন, 'তাতে কিছু এসে যায়না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কান্ডারী, উন্নয়নের কান্ডারী। উনি কি কাজ করেছেন মুর্শিদাবাদের মানুষ তা দেখেছেন।'
162
comment0
Report
STSrikanta Thakur
Dec 07, 2025 09:31:32
207
comment0
Report
MMManoj Mondal
Dec 07, 2025 09:30:57
Kolkata, West Bengal:দশ বছর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম(৪০) নিখোঁজ হয়ে যায়। পরিবার কোনোভাবেই তার খোঁজ পায়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানানো হয়। এরপর কেটে যায় দশটি বছর। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানসিক ভারসামহীন ও যুবক সুদামকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ভারতীয়। যোগাযোগ করা হয় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কাছে খবর আসতে আইনগত মানবাধিকার কাউন্সিল সাংগঠনিক সভাপতি উৎপল রায়কে বিষয়টি জানানো হলে। নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে কথা বলে উৎপল বাবু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়,ভারতীয় হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশন সহ ওড়িশার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সুদাম হেমব্রম এর সমস্ত নথিপত্র নিয়ে বিস্তারিত জানানো হয়। এরপর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সমস্ত যাচাই করার পর ওই যুবককে রবিবার বাংলাদেশ থেকে ভারতে ফেরায়। বাড়ির ছেলেকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পরিবার। সুদামের ভাইপো সুভাষচন্দ্র হেমব্রম কাকাকে ফিরে পেয়ে ছলছল চোখে ধন্যবাদ জানিয়েছেন সকলকে।
191
comment0
Report
ASAyan Sharma
Dec 07, 2025 08:53:38
87
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 07, 2025 08:52:42
123
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 07, 2025 08:52:11
Asansol, West Bengal:শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও, বাংলা বাঁচাও এই ডাক তুলে এবার আসানসোলের রাস্তায় সিপিআইএম । নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায়। ১৯শে নভেম্বর কুচবিহার থেকে এই বাংলা বাঁচাও কর্মসূচির পদযাত্রা শুরু হয়েছে, যা ১৭ই ডিসেম্বর ২৪ পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে। পশ্চিম বর্ধমানে চার পৃথক স্থান থেকে এই বাংলা বাঁচাও কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে দলীয় নেতৃত্বরা পশ্চিম বর্ধমানের শিল্প ও কলকারখানার বেহাল অবস্থার কথা তুলে ধরার পাশাপাশি বেকারত্বের সমস্যাকে তুলে ধরেছে। এছাড়া মহিলা নির্যাতনের বিষয় তুলে ধরার সাথে, চুরির রাজত্বের বিষয় তৃণমূল ও বিজেপির রাজत्वকালে চলছে বলেও দাবি করা হয়েছে। এদিন জামুড়িয়ার পনিহাটি ওয়ার্কসপ থেকে এই মিছিল শুরু হয়, যা জামুড়িয়ার বিভিন্ন প্রান্তে যায়। এদিনের এই মিছিল থেকেই জেলা নেত্রী মীনাক্ষী মুখার্জী দাবি করেন পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি চলছে আর লাল ঝান্ডা লড়াই করে চলেছে রুজি-রুটির। তার দাবি একমাত্র লালঝাণ্ডায় রুজি রুটির কথা বলে তাই লাল ঝান্ডা মানুষের দাবি তুলে পথেও রয়েছে।।
155
comment0
Report
BMBiswajit Mitra
Dec 07, 2025 08:06:01
Ranaghat, West Bengal:শান্তিপুরে দুঃখজনক ঘটনা: বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক শান্তিপুর এক নম্বর শান্তিনগর কলোনিতে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ রিনা সিংহ (৭২) ও তাঁর স্বামী নারায়ণ সিংহ (৮৫) একসঙ্গে বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। গুরুতর অবস্থায় দু’জনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর প্রায় ৪টে নাগাদ স্ত্রী রিনা সিংহের মৃত্যু হয়। বর্তমানে স্বামী নারায়ণ সিংহ মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতার বড় ছেলে আমাদের ক্যামেরার সামনে জানান, তাঁর বাবা স্বভাবতই একটু জেদি প্রকৃতির। এর আগেও তিনি বিষপান করেছিলেন, তবে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। গতকাল ঠিক কী ঘটেছিল, তা পরিবারও স্পষ্ট জানে না। হঠাৎ খবর পেয়েই তাঁরা হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় এলাকায় নেমেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ.
138
comment0
Report
ASAyan Sharma
Dec 07, 2025 07:47:33
Kolkata, West Bengal:बेतুয়া डহরীর बसVillains? Correction: बेतुया डহরীর निवासी रखाल चंद्र घोष, हार्ड ওয়ার্স के दुकान हैं। दुकान बंद कर Geeta पाठ के कार्यक्रम में आए हैं। वे बताते हैं कि एक दिन की बिक्री का नुकसान हुआ है, पर श्रीकृष्ण के भक्त और भगवान में विश्वास रखकर वे आए हैं। बिप्लব बर्मन, कोचबिहারের निवासी, आयुष विभाग में कर्मरत। वे एक योगा instructor हैं। वे कहते हैं कि यहाँ वे अपने मन मुताबिक आए हैं। यहाँ किसी को जवाब देने की जरूरत नहीं। बोलते-बोलते वे कैमरे के सामने Geeta के एक पंक्ति का उल्लेख करते हैं। अतनु देव, निजी संस्था के कर्मचारी कॉलहॉल? शिलिगुड़ी रहते हैं — यदि छुट्टी नहीं मिली तो वे नौकरी छोड़ देंगे। वे सनातन धर्म में विश्वास करते हैं, इसलिए Geeta पाठ के कार्यक्रम में आए हैं। शांतिपुर से आए थिए तरह के लोग? नात उद्योगी बताते हैं कि एक दिन का काम रोक कर आए हैं। क्योंकि वे परिवर्तन चाहते हैं ताकि पेट में खाना जुड़ सके।
74
comment0
Report
BSBidhan Sarkar
Dec 07, 2025 07:47:06
Chinsurah, West Bengal:প্রাথমিকে ৩২ হাজারের চাকরি বহাল রায়ে ডিভিশন বেঞ্চ মানবিক প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়,,, যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হলো মনুষত্ব বিহীন।এই মামলার রায়ের ছত্রে ছত্রে বলা আছে।দুর্নীতি প্রমাণ হয়নি।আর একটা কথা বলেছে ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না।অভিজিৎ গাঙ্গুলী একটা ইনোভেটিভ আইডিয়া হয়ে গিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যারা সুযোগ পায়নি যারা মেধা তালিকায় আসেনি তাদের জন্য দরজা খুলে দিয়েছিল আর এদের চাকরি খেয়ে নিয়েছিল。 মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে না। কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করেছে সেটা বলছে,এই জাজমেন্ট টা নট বেস্ট অন এনি ল。 সোনালী বিবি কে দেশে ফেরানো এটা একটা মানবিকতা।বাম উঠে যাওয়ার কারনই হলো ওদের মানবিকতা উঠে গেছিল।সিঙ্গুর আন্দোলন, কৃষকদের আন্দোলন ছিল।সেখানে মানবিকতার প্রশ্ন ছিল।সেই মানবিকতার প্রশ্নটাকে বুদ্ধ বাবু কখনো দেখেনি বামেরা কখনো দেখেনি।আজ সেই কারণে বাম শূন্য হয়ে গেছে।ওরা যত বলবে মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে আরো শুন্যে চলে যাবে。 এখন যেটা হচ্ছে যারা যোগ্য এবং নতুন তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।আর ওরা সব ভুলিয়ে দিতে চাইছে। চাইছে শুধু বামপন্থীরা যাতে চাকরি পায়。 প্রাথমিকে কোন ওমান নেই।তাই কোন জাল নেই।কোয়ালিফিকেশন আর ইন্টারভিউ এর ভিত্তিতে হয়েছে। গীতা পাঠ প্রসঙ্গে সাংসদ কল্যাণ বলেন,৫ লক্ষ মানুষ বিজেপি বাপের জন্মে এখানে দেখতে পাবেনা।পশ্চিমবঙ্গে কোনদিনও পাবে না।ওরা পাঁচ লক্ষের অংকটাই জানেনা。 পশ্চিমবঙ্গে বিজেপির যে অপদার্থ নেতারা রয়েছে অশিক্ষিত নেতারা রয়েছে তারা কোনদিন মানুষের মনে জায়গা করতে পারবে না。
80
comment0
Report
BBBimal Basu
Dec 07, 2025 07:05:59
Basirhat, West Bengal:বসিরহাট মাটিয়া থেকে ধৃত পাঁচ দুষ্কৃতী উদ্ধার আড়াই লক্ষ টাকা ও অস্ত্র। উত্তর ২৪ পরগণার মাটিয়া থানার মাটিয়া বাজার এলাকায় সন্দেহ জনক ভাবে একটি বিলাস বহুল চার চাকা গাড়ি ঘোরাফেরা করার সময় সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক স-police তল্লাশি চালিয়ে গাড়ির মধ্য থেকে ধারালো অস্ত্রসস্ত্র ও একটি ব্যাগ থেকে আড়াই লক্ষ টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা সন্দেহ ভাজন পাঁচ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কি উদ্দেশ্যে তারা এলাকায় ঘোরা ফেরা করছিল এত টাকা কোথা থেকে এলো গাড়ির মধ্যে ধারালো অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এর কোন সদ উত্তর না পেয়ে পুলিশ পাঁচ যুবককে গ্রেফতার করে। এদের মধ্যে দুজনকে বসিরহাট আদালত থেকে পুলিশ হেপাজাত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান এরা ডাকাতী কিংবা ছিনতাই করে এই টাকা নিয়ে যাচ্ছিল।
118
comment0
Report
Advertisement
Back to top