Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसिरहाट अदालत ने आलिम मोल्ला को 9 दिनों की पुलिस हिरासत में भेजा

BBBimal Basu
Dec 22, 2025 13:06:01
Basirhat, West Bengal
ভোলা ঘোষেকে খুনের চেষ্টার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে ৯ দিনের পুলিশি হেপাজাতের রাখার নির্দেশ দিল বসিরহাট আদালত। ভোলা ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত আলিম মোল্লাকে অবশেষে মিনাখাঁ এলাকা থেকে গ্রেফতার করল পুলিস। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিস। আগের গ্রেফতার হয় চার জন উত্তম সরদার রুহুল কুদ্দুস তরফদার, গোলাম হোসেন মোল্লা ও নজরুল মোল্লা। আজ ১০ দিনের পুলিশি হেপাজাত চেয়ে আলিম মোল্লাকে বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশি হেফাজত রাখার নির্দেশ দেয়। বসিরহাট জেলার এস পি ডঃ হোসেন মেহেদী রহমান বলেন এই একটি চক্রান্ত মূল চক্রান্ত ষড়যন্ত্র করেছিল আব্দুল আলিম মোল্লা ও নজরুল মোল্লা । সেই দিন ট্রাকটি চালাচ্ছিল গোলাম হোসেন মোল্লা। 트্রাকটি ছিল আব্দুল সামাদ নামে এক ব্যাক্তির নজরুল মোল্লা দেখাশোনা করতো। 1) ডঃ হোসেন মেহেদী রহমান ( SP বসিরহাট) 2) অরুন B1 পাল ( সরকারী আইনজীবী ) 3) বাইট - B2 ভোলা ঘোষ বিমল বসু বসিরহাট
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Dec 22, 2025 14:03:11
Kolkata, West Bengal:অনেক পোর্টাল লাগাতার హెడিং করছে কুণাল কে ধুয়ে দিলেন অমুক । শীত কালে এত ধোয়াবেন না । অন্য শব্দ বন্ধ ব্যবহার করুন । হুমায়ূন কবীর নতুন দল । দেখতে হবে বিজে পি কে সাহায্য করার জন্য দল তৈরি হয়েছে কি না । ( বিজেপি প্রার্থী হুমায়ূনের বক্তব্য প্রচার কুণালের ) । বাবরি ধ্বংস কারী বিজেপিতে ছিলেন উনি । বিজেপি রুখতে গেলে তৃণমূল দরকার হুমায়ূন কবীর কে আমার কথা হুলের মতো বেঁধে । আপনার নম্বর আমার কাছে ছিল না । আমাকে আক্রমণ করছেন । আপনার মত ছেলে মানুষ অনেক দেখেছি হুমায়ূন ব্রিগেড করবেন তো করবেন । বামেরা ও তো ব্রিগেড করে । তারপর শূন্য পায় । অভিষেক ট্যালেন্টেড । এটা তো স্বাভাবিক । তাহলে আপনি দল ছাড়লেন কেন ? হুমায়ূন হলো চাবি দেওয়া পুতুল । জিত নি চাবি ভরি রাম নে , উতনি চলে খিলনা । শুভেন্দু র প্রশংসা তো করবেনই হুমায়ূন এসেছিল ওনার সংঘঠন নিয়ে আপত্তি শুভেন্দু যত মুসলিম ভোট ভাঙার কথা বলবে , তত মানুষ বুঝবে ওরা একে অন্যের পরিপূরক । শুভেন্দু শুভেন্দু অধিকারী কেন বাংলাদেশ দূতাবাস ঘেরাও করতে হচ্ছে কেন ? দিল্লিতে বলছেন না কেন । এখানে আই ওয়াশিং নাটক চলছে । তৃণমূল এর নীতিগত সিদ্ধান্ত বিদেশ ইস্যুতে কেন্দ্রের পক্ষ । আপনারা লোক দেখানো নাটক কেন করছে । বি এল ও দের সত্যিই অসুবিধা হচ্ছে সামসের গঞ্জ দোষী সাব্যস্ত হয়েছে । এগুলো তৃণমূলের জমানাতে হয় । বাম আমলে হতো না শতদ্রু দত্ত নিজেই তো 400 জনের লিস্ট দিয়েছে । বলা হচ্ছে প্রভাবশালী ছাড়া ও নিজেই 400 জনের নাম দিয়েছেন বি ডি ও প্রশান্ত বর্মন : আইন আইনের পথে চলছে । Lognojitaa র ঘটনা নিন্দা , প্রতিবাদের ।।পুলিশ ব্যবস্থা নিয়েছে
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 14:02:30
Kolkata, West Bengal:বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল এপার বাংলা। এই ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী শহর বনগাঁয় বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলে শামিল হল বনগাঁ হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচার ও দিপু দাসের হত্যার ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাস্তায় নামেন সংগঠনের কর্মী-সমর্থকরা। এদিন বনগাঁ ১ নম্বর রেলগেট থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এবং বিভিন্ন স্লোগান তুলে মিছিলটি এগিয়ে যায় বনগাঁ বাটা মোড়ের দিকে। “বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ করো”, “দিপু দাসের হত্যার বিচার চাই”, “সংখ্যালঘুদের সুরক্ষা দাও”—এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, বাংলাদেশে বারবার হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হলেও আন্তর্জাতিক মহল ও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বাটার মোড়ে পৌঁছে প্রতিবাদ আরও তীব্র আকার নেয়। সেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদ মিছিল ও কুশপুতুল দাহকে ঘিরে বনগাঁ শহরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঘটনাস্থলে মোতায়েন ছিল বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 22, 2025 13:21:51
Chinsurah, West Bengal:বড়দিনের আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ, ইতিহাসের সাক্ষি হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে পর্তুগীজ গীর্জা。 হুগলি জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হলো ব্যান্ডেল চার্চ। গঙ্গার তীরে অবস্থিত ব্যান্ডেল ব্যাসিলিকা বহু ইতিহাসের সাক্ষি।চারশ বছরের প্রাচীন এই চার্চ।সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগে থাকে।ডিসেম্বর মাস পরতেই সেই সংখ্যা বহুগুন বাড়ে। ব্যান্ডেল চার্চের ইতিহাস বলছে,১৫৩৬ সালে পর্তুগীজরা সপ্তগ্রামে বানিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলে।গোয়া থেকে অগস্টিন ফাদারদের নিয়ে এসে ১৫৯৯ সালে ব্যান্ডেলে ছোটো গীর্জা তৈরী হয়।১৬৩২ সালে মোগল সম্রাট শাজাহানের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়।ব্যান্ডেল গীর্জা ধ্বংস করে মোগল সৈন্যরা।পরে শাজাহানই গীর্জা তৈরীর জন্য অর্থ দেন।জমি দান করেন।সেইখানে তৈরী হয় গীর্জা。 ব্যান্ডেল চার্চেই রয়েছে মাদার মেরীর স্মারক চাদরের এক টুকরো।পর্তুগালের লিসবন থেকে যা আনা হয়েছিল।চার্চে রয়েছে মাদার মেরীর মূর্তি যা নদী থেকে পাওয়া গিয়েছিল চারশ বছড আগে।আর আছে ৩৫ ফুট লম্বা কাঠের তৈরি মাস্তুল। যেটি একটি প্রদর্শনীশালায় স্থান পেয়েছে। জানা যায়, ১৬৫৫ খ্রিস্টাব্দে ব্যান্ডেলে তখন পর্তুগিজদের উপনিবেশ। ওই বছর একদিন একটি পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের মধ্যে পড়ে বাঁচার জন্য নাবিক ঈশ্বর의 শরণাপন্ন হন। তিনি মাতা মেরির কাছে প্রার্থনা করে জানান ,জাহাজ রক্ষা পেলে যাত্রা পথে তিনি প্রথম যে গির্জা দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীক হিসেবে মাস্তুল দান করবেন। পরে নাবিক জাহাজ নিয়ে গঙ্গা বক্ষ দিয়ে হুগলিতে পৌঁছান। এক সকালে নাবিক গঙ্গার পাড়ে ব্যান্ডেল চার্চ দেখতে পান ।প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জাহাজের পাল লাগানো ওই মাস্তুল খুলে ব্যান্ডেল চার্চে দান করেন। তারপরেই জাহাজ নিয়ে ফিরে যান।সেই মাস্তুল চার্চের সামনে বসানো ছিলো।এক ঝড়ে তা ভেঙে পরে।বর্তমানে ভারতের পুরাতাত্ত্ব বিভাগ সেই মাস্তুলকে সংসরক্ষন করেছে একটি কাঁচের বাক্সে। নানা অলৌকিক ঘটনা ও বিশ্বাস নিয়ে প্রায় চারশ বছরের চলমান ইতিহাসের সাক্ষি ব্যান্ডেল চার্চ।সেই চার্চ দেখতে যীশু মাদার মেরীর কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন sারা বছর।তবে বড়দিনের সময় ভীর হয় সবচেয়ে বেশি। ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় ব্যান্ডেল চার্চ।পশ्चिमবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় আলো দিয়ে সাজানোর পাশাপাশি গীর্জার সামনে গোশালা তৈরী করা হয়।যেখানে যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়।২৪ শে ডিসেম্বর মধ্যরাতে হয় মিড নাইট মাস।রাত ঠিক বারোটায় গাওয়া হয় ক্যারল। বড় দিন ও বর্ষবরনের উৎসবে অত্যধিক ভীরের কারনে ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারী দুই দিন ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য।তবে যেখানে গোশালা তৈরী হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে। ব্যান্ডেল চার্চের সামনে বড় দিন উপলক্ষে মেলা বসে। হরেক পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানীরা。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 22, 2025 13:06:15
Kolkata, West Bengal:বিডিও প্রশান্ত বর্মন জামিন বাতিলের আবেদন রাজ্যের রাজ্যের আবেদন গ্রাহ্য। আগাম জামিন বাতিল করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ তীর্থঙ্কর ঘোষের। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজগুঞ্জের বিডিও। কেস ডায়েরিতে সাক্ষীদের বয়ান আছে। তদন্তকারী সংস্থার দাবি এখনও তদন্তের প্রয়োজন আছে। নিম্ন আদালত বিচারক জানতেন যে অভিযুক্তের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ তিনি সিভিল সার্ভিস সঙ্গে যুক্ত। তারপরেও আগাম জামিন মঞ্জুর করেছিলেন। একজন WBCS অফিসার হয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারেন না - হাইকোর্ট আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালত অপরাধের গুরুত্ব দেখতে হত - হাইকোর্ট
0
comment0
Report
CDChampak Dutta
Dec 22, 2025 12:36:42
Kaji Chak, West Bengal:সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন সহ সাঁওতালি মাধ্যমে সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চালু দাবি সহ বেশ কয়েকটি দাবি সামনে রেখে সোমবার বিকেল থেকে মেদিনীপুর শহরে জেলাশাসকের কার্যালয়ের সামনে পথ অবরোধ অবস্থান চালিয়ে যাচ্ছে ভারত জাকাত মাঝি পরগানা মহলের সদস্যরা। ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যদের দাবিগুলির মধ্যে অন্যতম সাঁওতালী শিক্ষার স্বার্থে আলাদা সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা, অবিলম্বে জঙ্গলমহল কে পঞ্চম তপশিলি ভুক্ত এর অন্তর্ভুক্ত করা, পশ্চিমবঙ্গের সকল ফেক এস টি সার্টিফিকেট বাতিল করা সহ বেশ কয়েকটি দাবীকে সামনে রেখে এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবস্থান-বিক্ষোভে বসেছেন মেদিনি pore শহরে জেলা শাসকের কার্যালয়ের সামনে। জেলাশাসকের কার্যালয়ের সামনেই পথ অবরোধও চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। এরফলে তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। সংগঠনের সদস্যদের দাবি বারবার প্রশাসন আশ্বাস দিয়েছেন তাদের কিন্তু আজ পর্যন্ত একটিও সমস্যার সমাধান হয়নি তাই বাধ্য হয়েই তারা রাস্তায় আন্দোলনে নেমেছেন। আদিবাসী মানুষ আন্দোলনকে হাতিয়ার করেই তাদের দাবি সনদ আদায় করবে বলে হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 12:23:49
Kolkata, West Bengal:গত রবিবার ছিল কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা। এদিন গোপালনগর থানার অন্তর্গত নহাটা কলেজে ওই চাকরির পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী আইফোনের স্ক্রীন দেখে পরীক্ষা দিচ্ছিলেন। এটা নজরে আসতেই ওই পরীক্ষার্থীর হাতে থাকা আইফোন লক্ষ্য করেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক। তিনি সঙ্গে সঙ্গে কলেজের প্রিন্সিপাল কে জানান। জানা যায় পরীক্ষার্থীর মোবাইলে প্রশ্নপত্র এবং উত্তর দুটিই রয়েছে। এরপর তিনি গোপালনগর থানায় খবর দেন এবং নহাটা কলেজের প্রিন্সিপালের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত সৌভিক বিশ্বাসকে গ্রেপ্তার করে। আজ সোমবার পুলিশি হেফাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে ধৃতকে পাঠায়। ধৃত সৌভিক বিশ্বাসের বাড়ি নদীয়া জেলার হাঁসখালি থানার গাড়াপোতায়। পুলিশ তদন্ত করে দেখছে তার আইফোনে কিভাবে প্রশ্নপত্র ও উত্তর এলো। এর পেছনে অন্য কোন চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ。
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 12:23:35
Jalpaiguri, West Bengal:বাড়ির ঘরের ভেতরে যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে।আসবাবপত্র আলমারি, শোকেস, ডেসিন টেবিল,গ্যাসের ওভেন বাসনপত্র ইত্যাদি একাই পড়ে যাচ্ছে। ভুতের আতঙ্কে অতিষ্ঠ জলপাইগুড়ির এই এলাকা। জলপাইগুড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে একটি বাড়িতে ভূতের আতঙ্ক। পরিবারের দাবি, গতকাল রাতে প্রথমে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ হয়। দরজা খুলে কাউকে দেখা যায়নি। এরপর আপনাআপনি ঘরে ড্রেসিং টেবিল পড়ে যায়। এবং ঘরে আসবাব পত্রে আগুন ধরে যায়। অদৃশ্য কোনও হাত নাকি চড়থাপ্পর মারে। এরপরই বাড়ির লোকজন আশপাশের লোকজনকে ডাকেন পরিবারের সদস্যরা। ভিড় জমে। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার উত্তম বসু। তিনি অবশ্য ভূতের হানাদারির ঘটনা বিশ্বাস করতে চাননি। সায়েন্স ক্লাবকে খবর দেওয়া হয়েছে
0
comment0
Report
MMManoj Mondal
Dec 22, 2025 12:08:47
Kolkata, West Bengal:জার্মানিতে কাজ দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে উত্তর প্রদেশে পালিয়ে ছিল এক ব্যক্তি৷ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছেন ধৃতর নাম বাসুদেব অধিকারী। বাড়ি বাগদা থানার আকন্দ তলা এলাকায় ৷ সম্প্রতি অশোকনগরের বাসিন্দা রাজা ভট্টাচার্য নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে রবিবার উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে বাগদায় আনা হয়েছে। আজ অভিযুক্তকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ৷ জানা গিয়েেছে ধৃত বাসুদেব এলাকায় অবস্থা সম্পন্ন বলেই পরিচিত ৷একাধিক কাজে उत्तरপ্রদেশ রাজ্যে থাকেন মাঝেমধ্যে৷ অভিযোগ বহু ব্যক্তির কাছ থেকে জাপান জার্মান সহ একাধিক জায়গায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বর্তমানে উত্তরপ্রদেশে গিয়ে গা ঢাকা দিয়েছিল ৷ সম্প্রতি অশোকনগরের রাজা ভট্টাচার্য কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে অভিযুক্ত৷ এরপরেই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিল ৷
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 22, 2025 11:54:54
Jaypur, West Bengal:ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একটি পরিবারের চারজনের রাতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের চারজনের। (বাবা মা কন্যা সন্তান ও দাদু )ঘটনাটি হাওড়া জয়পুরের সাউড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল আনুমানিক রাত ১২.৩০ টা নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। চারজনই ঘরের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে এবং স্থানীয় বিধায়ক সুকান্ত পালকে খবর দিলে , দমকল পাঠানো হয়। ঘটনারস্থলে দমকল গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘর থেকে উদ্ধার হয় এক পরিবারের চারজনের অগ্নিদগ্ধ দেহ। জানা যাচ্ছে পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলে বাহিরে কর্মরত সে একমাত্র বেঁচে আছেন মর্মান্তিক খবর তাকে পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। যদিও কিভাবে আগুন লাগল তদন্ত শুরু করছে পুলিশ ।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 22, 2025 11:54:25
Bankura, West Bengal:অজানা জন্তুর পায়ের ছাপ, ফের বাঘের আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলমহলে, বন দফতরের তরফে পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ ঠিক এক বছর আগে বাঁকুড়ার জঙ্গলমহলে এসে ধরা পড়ে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত। তারপর একাধিকবার জঙ্গলমহলে বাঘ ঢুকে পড়ারের ঘটনা ঘটে। ঠিক এক বছর যেতে না যেতে আবার বাঘের আতঙ্ক তাড়া করতে শুরু করল বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষকে। গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুরের পর এবার অজানা জন্তুর পায়ের ছাপ মিলল ওই ব্লকেরই বিক্রমপুর এলাকায়। স্থানীয়দের দাবি ওই ছাপ বাঘেরই। বন দফতর পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। যদিও বন দফতরের প্রাথমিক ভাবে অনুমান বাঘ নয় ওই পায়ের ছাপগুলি আসলে বাঘরোল জাতীয় জন্তুর। গত বছর নভেম্বর মাসে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাঘিনী। দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই বাঘিনী ঝাড়খন্ড হয়ে সটান এসে হাজির হয় এ রাজ্যে। তারপর দীর্ঘ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় ওই বাঘিনী। বাঘিনীকে ধরতে বিস্তর চেষ্টা চালায় বন দফতর। কিন্তু দীর্ঘ সময় ধরে বন কর্মীদের ঘোল খাইয়ে অবশেষে বাঘিনী হাজির হয় বাঁকুড়ার জঙ্গলে। গত বছর ২৯ ডিসেম্বর সেখানেই বন দফতরের গুলিতে কাবু হয়ে বাঘিনী ধরা দেয় বন দফতরের হাতে। এরপর চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিকবার বাঘ এসে পড়ার ঘটনা ঘটে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়ग्रামের সীমান্তবর্তী বিস্তীর্ণ জঙ্গল এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গলমহলে বাঘের আতঙ্ক তৈরী হল। গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুর এলাকায় আলুর জমির নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকালের পর সিমলাপাল ব্লকেরই বিক্রমপুর এলাকায় আজ একই ধরনের পায়ের ছাপ দেখা যায়। খবর পেয়ে আজ বিক্রমপুর গ্রাম লাগোয়া আলুর জমিতে যান বন কর্মীরা। সেখানে গিয়ে পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করেন তাঁরা। স্থানীয়দের দাবি স্বচক্ষে কেউ জন্তুটিকে না দেখলেও পায়ের ছাপ দেখে তাঁদেরা নিশ্চিত এই পায়ের ছাপ আসলে বাঘেরই। যদিও বন দফতর জন্তুটিকে বাঘ বলে মানতে নারাজ। তাঁদের প্রাথমিক অনুমান যে পায়ের ছাপগুলি দেখা যাচ্ছে তা আসলে বাঘরোল জাতীয় কোনো জন্তুর হয়ে থাকতে পারে。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 22, 2025 11:37:28
Kolkata, West Bengal:আমরা টিকিট বিক্রি করিনি। টাকার উদ্ধারের কাজও আমাদের নয়। - সওয়াল রাজ্যের। আমরা রিকভারি এজেন্ট নই। - সওয়াল রাজ্যের。 আদালত নির্দেশ দিলে অন্য কথা। - সওয়াল রাজ্যের。 কার জমিতে মেসির মূর্তি ? ব্যক্তিগত নাকি সরকারি ? - প্রশ্ন আদালতের। ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায় ? - প্রশ্ন আদালতের। অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারিরা ? - সওয়াল রাজ্যের। মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। - সওয়াল রাজ্যের। মাঠে কি করে বেশি লোক সেটা আমরা বলতে পারব না, গেটের দ্বায়িত্ব পুলিশের ছিল। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 pুলিশও মেসির সঙ্গে ছবি তুলতে গেছিল। সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর। মেসিকে অগ্রিম হিসাবে ৬০-৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা কে দিল ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর。 কারা এই অনুষ্ঠানের স্পонсর ছিল ? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন ? কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর। ইস্টবেঙ্গল - মোহনবাগান - মহামেডান ছাড়া অন্য একটি ক্লাবকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। এই ক্লাবের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য প্রত্যক্ষ ভাবে যুক্ত। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। একটি চ্যারিটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই টাকা কোথায় যেত ? - প্রশ্ন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। ইডি বা SFIO কে দিয়ে তদন্ত হোক। - সওয়াল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। যে কমিটি মুখ্যমন্ত্রী গড়েছেন সেটা কোনো বিচারবিভাগীয় কমিটি বা কমিশন নয়। এটা একটা প্রশাসনিক কমিটি। - সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। ঘটনা দুর্ভাগ্যজনক। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ক্ষমা চেয়েছে। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাবেন না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ৬ ই নভেম্বর অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়। ৭ই নভেম্বর অনুমতি দেয় পুলিশ। - দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চায়। লিখিত কিছু তথ্য দেওয়া হয়নি। পরে মৌখিকভাবে জানানো হয়। বলা হয় যে শাহরুখ খান, লিয়েন্ডার পেজ, সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্যরা আসবেন।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দিয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছাল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসিকে আয়োজকরা নিয়ে এসেছিলেন। আমাদের পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা সঙ্গে ছিলেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 হোটেলের ভিতরের অনুষ্ঠান ১:৩০ ঘণ্টা চলেছিল। এটা একেবারেই প্রাইভেট অনুষ্ঠান ছিল। কোনো সরকারি অনুষ্ঠান নয়। সেখানে বহু লোক গেছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসিকে গোটা ভারতে Z - Category নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। তার নিরাপত্তার দ্বায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কতজন CISF আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি।কিভাবে CISF রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে ৪০০ টি Pass চেয়েছিল শতদ্রু দত্তর টিম। সেটা দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৭ টি Close Proximity Pass ( CP Pass) দেওয়া হয়েছিল। ৩৭৩ টি ছিল Duty Pass। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 লাল্টু দাস আরো ১২টি Close Proximity pass চেয়েছিল। এগুলি শাহরুখ খানের নামে নেওয়া হয়েছিল।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের জন্য ৬ টা CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ২৫ টি CP Pass উচ্চপদস্থ পুলিশ কর্তাদের জন্য ছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ১২ টি CP Pass রাজ্য আইবি আধিকারিকদের দেওয়া হয়েছিল। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মোট ৮২ টি CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আপনারা কি নিজেরা খতিয়ে দেখে CP Pass দিয়েছিলেন ? নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন ? - প্রশ্ন বিচারপতি পার্থসারথী সেনের। ১২ তারিখ এগুলো চাওয়া হয়েছে। সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো। তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সকাল ১১:২০ তে মাঠে আসার সময় নির্ধারিত ছিল, তার দুপুর ১:০৫ পর্যন্ত থাকার কথা ছিল। মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল দুপুর ১২:৩৫ মিনিটে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 তদন্ত কমিশনের রিপোর্ট আসলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই আজকে আমি বলতে পারব না যে কার দোষ ছিল আর কার দোষ ছিল না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছ কমিশন। ডিজি কে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজি কে শোকজ করা হবে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 CP মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। DCP অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। একধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবে না এটা কোথায় বলা আছে ? কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ বার কাউন্সিল কেন তদন্ত করবে ? সেখানেও তো আইনজীবী থাকেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে কেন বিচারপতিরা তদন্ত করবেন ? ফলে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ক্রীড়ামন্ত্রী ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মাঠের ভিতরের ঘটনায় যে FIR হয়েছে তার তদন্ত এই চার সদস্যের পুলিশ টিম করছে। কিন্তু তার পরে যে অভিযোগ মামলাকারীরা করছেন তার তদন্ত কে করছেন ? সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পরের ঘটনার যে অভিযোগ করা হচ্ছে সেগুলি অত্যন্ত অস্পষ্ট। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সরকার কোনো টিকিট বিক্রি করেনি। টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। এই ঘটনার আগে কেউ অভিযোগ করেছিল যে টিকিট ব্ল্যাক হচ্ছে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি। তিনি ব্যক্তিগত নায় বসিয়েছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 কার জমিতে মেসির মূর্তি বসানো হয়েছে ? সরকারি জমি নাকি ব্যক্তিগত জমি ? ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায় ? - প্রশ্ন বিচারপতি পার্থ সারথী সেনের। এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 একটা স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তাকে দয়া করে কাজ করতে দিন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 যে FIR দায়ের হয়েছে এবং সেখানে যা অভিযোগ করা হচ্ছে তার তদন্তের নজরদারি করছে SIT। কমিশনের যে বিষয়গুলি দেখছে সেখানে হস্তক্ষেপ করছেনা SIT। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ১০ লাখ টাকায় টিকেট বিক্রি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কেউ প্রমাণ দেখাতে পেরেছেন ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার। নাহলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শতদ্রু দত্ত আমার লোকসভা কেন্দ্রের ভোটার। সব রাজনীতিককে কি কেনা যায় ? সবাই কি দুর্নীতিগ্রস্ত ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিসের ভেতরেও শতদ্রু দত্তর ছবি আছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ছেলের সঙ্গেও মেসির ছবি আছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আদালতের নির্দেশ ছাড়া শতদ্রু দত্তকে ওয়ाकালত নামাতে সই করতে দিচ্ছে না পুলিশ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে এই অনুষ্ঠান হয়েছে। কোথাও কিছু হয়নি। কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সব জায়গায় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে হয়েছে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা রেখেছি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমরা কোনো Close Proximity Pass চাইনি। আমরা ৪০০ টি পাস চেয়েছিলাম। তার মধ্যে নৃত্যশিল্পী, ফুটবল প্লেয়ার, পুলিশ আধিকারিক সবাই ছিলেন। আমরা কোনো বিশেষ পাস চাইনি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 মেসি NSG কমান্ডো দের নিরাপত্তায় ছিলেন। বিশেষ পাস গলায় না ঝুলিয়ে কেউ মাঠে ঢুকতে পারবেন না, এটাই নিয়ম ছিল। গেটের দ্বায়িতে পুলিশ ছিল। অতিরিক্ত ব্যক্তিরা কি করে মাঠে ঢুকল সেটা আমরা বলতে পারব না। আমাদের দোষ দেওয়া সহজ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমরা বারবার মাঠ ছাড়তে বলেছি। কেউ কথা শোনেননি। পুলিশ পর্যন্ত ছবি তুলতে গেছিলেন। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 ২০০ টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে। মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়। কেউ অভিযোগ জানান ? - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকল সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আয়োজকদের লিখিত বক্তব্য ছাড়াই যদি প্রশাসন কাজ করে তাহলে বুঝতে হবে যে রাজ্য এবং শতদ্রু দত্ত হাতে হাত মিলিয়েই কাজ করছিল। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। রায়দান স্থগিত।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 22, 2025 11:36:14
Purulia, West Bengal:পুরুলিয়া : "মুখ্যমন্ত্রী পুরুলিয়ার আদিবাসীদের সঙ্গে যে নাচ নাচেন সেটা হলো মৃত্যু নাচন ।" পুরুলিয়ায় বিজেপির ক্ষোভপত্র প্রকাশ কর্মসূচির অর্থাৎ বিজেপির ভাষায় চার্জশিট প্রকাশের আগে পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন রুদ্রনীল ঘোষ । পরে তিনি পুরুলিয়ার মানবাজার বিধানসভার ক্ষোভপত্র প্রকাশ কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ বলেন, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সিন্দুক হয়ে বসে রয়েছে । যে সিন্দুক খুললে সারা সংসার চলবে রাজকীয়তার সঙ্গে, পশ্চিমবঙ্গ রাজা হয়ে যাবে, সে রাজ বাড়ির চাবি রয়েছে যে রাজকের কাছে সেই পুরুলিয়ার মানুষই অবহেলিত । সেই পুরুলিয়াতে পেটে ভাত নেই । পুরুলিয়ার মা বোনেরা রয়েছেন, বহু সংখ্যায় আদিবাসী জনজাতিরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ধামসা মাদল নিয়ে নৃত্য করেন, কিন্তু আসলে গ্রামে জল নেই। মানুষ পাথর কেটে জল নিয়ে যাচ্ছেন । তিনি তাদের সঙ্গে যে নাচ নাচেন সেটা হলো মৃত্যু নাচন । এটা চরম দুর্ভাগ্যের। যেগুলোকে দিয়ে তিনি আলোকিত হন, যেগুলোকে দিয়ে তিনি শৈবিক গুণ ছড়ান, যে মাটটা এতটা সম্পদশালী, তার সঙ্গে যুদ্ধ ঘোষণার কারণটা কি ? পুরুলিয়ার মানুষ স্পষ্ট করে জানতে চাইবে, যে ধরনের খনিজ সম্পদ রয়েছে তার জমি দেওয়া হচ্ছে না, এয়ারপোর্টের জন্য উড়ান প্রকল্পে মানুষ যাতায়াত করতে পারবেন বিমানের সাহায্যে, সেখানে শিল্প তৈরি হওয়ার আরও সম্ভাবনা রয়েছে । কারণ আধুনিকতার যত বেশি তৈরি হবে সড়ক ব্যবস্থা পরিবেশ যত বেশি তৈরি হবে তত বেশি শিল্প বাড়বে । সেক্ষেত্রে রাজ্য সরকার স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণ করেছে। বাইট : রুদ্রনীল ঘোষ
0
comment0
Report
NRNarayan Roy
Dec 22, 2025 11:35:53
Siliguri, West Bengal:*বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে ভিসা অফিসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের , বন্ধ করে দেওয়া হল ভিসা অফিস* বাংলাদেশে বিপুল চন্দ্র দাসের নারকীয় হত্যाकান্ড ও হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল বিশ্বহিন্দু পরিষদের। দফায় দফায় চলে পথ অবরোধ। বিক্ষোভ বাংলাদেশের ভিসা অফিসের সামনে। পুলিশের কড়া নজিরিদারি। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে জমায়েতের করেন বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে হিলকার্ট রোডের সফদর হাসমি চকে পৌঁছায়৷ রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ প্রদর্শন । সফদর হাসমি চক থেকে সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে অবরোধ করেন তারা। সেখান থেকে বাংলাদেশের ভিসা অফিসে পৌঁছায় বিক্ষোভ মিছিল। পুলিশ , র‍্যাফ মোতায়েন করা হয় ভিসা অফিসের সামনে। সেখানেই বিশ্বহিন্দু পরিষদ সহ বিক্ষোভে সামিল হওয়া একাধিক সংগঠনের কর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানেই বিক্ষোভ অবস্থানে বসে পড়েন তারা৷ অবশেষ পুলিশের অনুমতিতে বিশ্বহিন্দু পড়িষদের তিন কর্মকর্তার অনুমতি মেলে ভিসা অফিসে যাওয়ার। সেখানে রীতিমতো সেই অফিস বন্ধ করিয়ে দেন তারা। ভেঙে ফেলা হয় পোস্টার৷ ইউনিসের কুশপুতুল দাহ করা হয়। আগুন ধরিয়ে দেওয়া ভিসার পোস্টারে।
0
comment0
Report
Advertisement
Back to top