Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

बारासत के महापौर ने निजी कारणों से इस्तीफा दिया, नया महापौर चयन प्रक्रिया शुरू

MMManoj Mondal
Nov 07, 2025 13:43:44
Kolkata, West Bengal
বারাসতের পুরপ্রধান ব্যাক্তিগত কারণে 자신의 পদ থেকে ইস্তফা দিয়েছেন।তিনি উপ পুরপ্রধান এর কাছে ইস্তফা পত্র দিয়েছে।সেই ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে।পরবর্তী পুরপ্রধান বোর্ড অফ কাউন্সিল ঠিক করবে। ইতিমধ্যেই বারাসত পুরসভায় বৈঠক শুরু হয়েছে।মধ্যমগ্রামে তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বারাসতের সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান এই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে তার কারণ,পুরপ্রধান অশনি মুখার্জী পদত্যাগ পত্র দিয়েছে উপ পুরপ্রধান তাপস দাসগুপ্ত এর কাছে।তিনি এই পত্র জেলাশাসক এর কাছে পাঠাবে।এরপর যে পুরপ্রধান পদে বসবেন তিনি কবে শপথ নেবেন সেটা জেলাশাসক জানাবে।এই মুহুর্তে পুরপ্রতিনিধিরা সভা করছেন।সেখাবে সকলের মতে যে নির্বাচিত হবে তিনি পরবর্তী বারাসত পুরসভার পুরপ্রধান হবেন।যদিও এই বিষয়ে সাংসদ কোন মন্তব্য করতে চাইনি।কিছু সময়ের অপেক্ষা তারপরেই সকলেই জানতে পারবে বলে জানান। বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে বারাসত পুরসভার পুরপ্রধান হিসেবে সুনীল মুখার্জি কে নির্বাচিত করা হয়েছে।
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Nov 07, 2025 15:35:10
Bardhaman, West Bengal:বিহারে গত ১০ বছরে কৃষকসহ সাধারণ মানুষ নানাভাবে বঞ্চিত হয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আর জে ডি জোটের বিরুদ্ধে ক্ষোভের প্রতিফলন ঘটবে বলে মনে করছেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণাণ। তিনি এদিন আরো বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলেও কৃষকরা নানাভাবে সংকটে আছেন। ফসলের দাম নেই। এনরেগার কাজ নেই। কৃষক আত্মহত্যা ঘটছে। অন্যদিকে মোদী সরকারের কৃষক বিরোধী নীতি নিয়েও আন্দোলন চলছে। প্রচার চলছে কেরালার বাম সরকারের জনমুখী নীতিগুলি নিয়ে। এই লাগাতার প্রচার আন্দোলন আবার বাম কৃষক আন্দোলনের হৃত গৌরব ফেরাতে পারে বলে his মত। কৃষকসভার রাজ্য সম্মলেনে এসে একথা বলেন তিনি। শুক্রবার বর্ধমানের রাজপথের রঙ ছিল লাল। বিভিন্ন এলাকা থেকে কৃষকসভার কর্মীরা এসে ভরিয়ে দেন বর্ধমানের উৎসব ময়দান। ছিল রণপা,রাইবেশে,সাঁওতাল নাচ। সভার মেজাজ ছিল দেখার মত। বক্তা তালিকায় ছিলেন হান্নান মোল্লা, বিজু কৃষ্ণাণ, রাজ্য সম্পাদক অমল হালদার,সৈয়দ হোসেন প্রমুখ। সভাপতিপ্রদান ছিলেন বিপ্লব মজুমদার। এদিনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে হুইলচেয়ারহালিশহর থেকে এসেছিলেন রবি দাস। জানালেন, বামেদের জোর না বাড়লে গরিবের মুক্তি নেই। অন্যদিকে দেশজুড়ে শ্রেণী আন্দোলনের ডাক দিয়ে হাততালি পেলেন বিজু। আগামী দুদিন সম্মেলন চলবে বর্ধমান রবীন্দ্রভবনে।
3
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 15:33:09
Jalpaiguri, West Bengal:দাবাং বিডিও থেকে রাজগঞ্জের বিডিওকে মাটিতে নামানোর চক্রান্ত চলছে। কিন্তু সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে। দাবাং বিডিও দাবাংই থাকবে। আজ জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের বৈঠক sে sেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কারা সেই চক্রান্ত করছে, সব জানি। বারবার আমাকেই টার্গেট করা হচ্ছে। অনেক আধিকারিকের বদলির অর্ডার রদ হয়, তা নিয়ে কোনও কথা হয় না। অথচ আমাকে নিয়ে চর্চা চলছে। সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। আমি আমার মতো করে আইনের সাহায্য নিচ্ছি। বিরোধীরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন, এ নিয়ে কী বলবেন? বিডিও প্রশান্ত বর্মনের দাবি, আমার লেখা দশটা বই প্রকাশিত হয়েছে। আমি এল এল বি করেছি। পি এইচ ডি করছি। কিছুদিন পর আমার নামের আগে ডক্টরেট বসবে। আজ যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেদিন তাঁদের মাথা ঘুরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমার কোনও সোনা চুরি হয়নি। আমার কোনও বাড়ি নেই। আমি ওই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না। চোরকেও চিনি না। ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হোক। যেসব বিডিও ভালো কাজ করেন, তাঁদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয়। আমার যে তিনটি বাড়ির কথা বলা হচ্ছে, কাগজপত্র দিয়ে মিডিয়াতে দেখানো হোক। পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি নিশ্চয় তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমার কাছে কী জানতে চেয়েছে, তদন্ত চলছে, তদন্তের স্বার্থে এনিয়ে আমি কিছু বলতে পারব না। কেন নির্বাচন কমিশন আমার কাছে কিছু জানতে চাইবে? আমি তো নির্বাচনের কাজ করছি। কেন অফিসের কাজ ব্যাহত হবে? সব কাজ ঠিকমতো চলছে। জলপাইগুড়ি জেলার মধ্যে রাজগঞ্জ সবদিক থেকে এগিয়ে আছে। বিডিও অফিস চত্বরে জঙ্গল থেকে উদ্ধার নিয়ে প্রশান্ত বর্মনের বক্তব্য, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে কোথা থেকে ভোটার কার্ড পাওয়া গিয়েছে। আমি নিজে তদন্ত করব।
2
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 15:32:48
Jalpaiguri, West Bengal:দাবাং বিডিও থেকে রাজগঞ্জের বিডিওকে মাটিতে নামানোর চক্রান্ত চলছে। কিন্তু সমস্ত চক্রব্যূহ ব্যর্থ হবে। today জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কারা সেই চক্রান্ত করছে, সব জানি। বারবার আমাকেই টার্গেট করা হচ্ছে। অনেক আধিকারিকের বদলির অর্ডার রদ হয়, তা নিয়ে কোনো কথা হয় না। অথচ আমাকে নিয়ে চর্চা চলছে। সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। আমি আমার মতো করে আইনের সাহায্য নিচ্ছি। বিরোধীরা আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন, এ নিয়ে কী বলবেন? বিডিও প্রশান্ত বর্মনের দাবি, আমার লেখা দশটা বই প্রকাশিত হয়েছে। আমি এল এল বি করেছি। পি এইচ ডি করছি। কিছুদিন পর আমার নামের আগে ডক্টরেট বসবে। আজ জাঁঁই যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেদিন তাঁদের মাথা ঘুরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমার কোনও সোনা চুরি হয়েছে না। আমার কোনও বাড়ি নেই। আমি ওই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না। চোরকেও চিনি না। ভিডিওর সত্যতা যাচাই করে দেখা হোক। যেসব বিডিও ভালো কাজ করেন, তাঁদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয়। আমার যে তিনটি বাড়ির কথা বলা হচ্ছে, কাগজপত্র দিয়ে মিডিয়াতে দেখানো হোক। পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি নিশ্চয় তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমার কাছে কী জানতে চেয়েছে, তদন্ত চলছে, তদন্তের স্বার্থে এনিয়ে আমি কিছু বলতে পারব না। কেন নির্বাচন কমিশন আমার কাছে কিছু জানতে চাইবে? আমি তো নির্বাচননের কাজ করছি। কেন অফিসের কাজ ব্যাহত হবে? সব কাজ ঠিকমতো চলছে। জলপাইগুড়ি জেলার মধ্যে রাজগঞ্জ সবদিক থেকে এগিয়ে আছে। বিডিও অফিস চত্বরে জঙ্গল থেকে উদ্ধার নিয়ে প্রশান্ত বর্মনের বক্তব্য, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে কোথা থেকে ভোটার কার্ড পাওয়া গিয়েছে। আমি নিজে তদন্ত করব।
3
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 15:32:29
4
comment0
Report
NRNarayan Roy
Nov 07, 2025 15:31:45
Siliguri, West Bengal:এই বিশ্বকাপ মহিলা ক্রিকেটে জোয়ার আনবে। মানুষ এবার থেকে মহিলা ক্রিকেটও দেখবে। এই ট্রফি জয় অত্যন্ত প্রয়োজনীয় ছিলো। নিজের শহরে ফিরে সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দিলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। শুক্রবার তিনি বিমানবন্দর থেকে বাড়ি আসেন দুপুর নাগাদ। তারপর মধ্যাহ্নভোজ সেরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি শিলিগুড়ি শহরে Cricket স্টেডিয়াম গড়ারও আহ্বান জানালেন। শিলিগুড়ি শহরে ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষের মত খেলোয়াড়েরা ভারতীয় দলে খেললেও এখানে নেই কোনও Cricket স্টেডিয়াম৷ এমনকি পরিকাঠামোর ঘাটতি রয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে বসে রিচা ঘোষ বলেন, "ছোটবেলা খেলা যখন শুরু করি তখন ছেলেদের সঙ্গে খেলতাম। তেমন কিছু বুঝতাম না। যখন প্রথম জেলা দলে সুযোগ পাই তখন থেকে স্বপ্ন দেখা শুরু করি ভারতের হয়ে খেলার। এরপর অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়, ডব্লু পিএল জয় এখন সিনিয়র বিশ্বকাপ জয়। সত্যি দারুণ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা প্রতিযোগিতার প্রথম থেকেই নিশ্চিত ছিলাম চ্যাম্পিয়ন হবো। কারণ আমরা যেভাবে প্র‍্যাক্টিস করেছি যেভাবে গোটা দল একসঙ্গে ছিলাম তাতে পরপর তিনটি ম্যাচ হেরেও আমরা হার মানিনি। তাই শেষ অবধি আমরা ট্রফি পেয়েছি।" এ additionally তিনি আরও বলেন, "শিলিগুড়ি কেন গোটা দেশে মহিলা ক্রিকেটে এবার জোয়ার আসবে। আরও 많은 মহিলা এবার ক্রিকেট খেলবে। আমাদের খেলাও সবাই দেখবে। তবে আমি চাই ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলারও উন্নতি হোক। তাই শহরে একটি স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন। যাতে আরও অনেক খেলোয়াড় উঠে আসে। তারাও যাতে ভারতের জার্সি গায়ে তুলতে পারে।" এদিন বিসিসিআই এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রিচা। তিনি বলেন, "মহিলা ক্রিকেটে দারুণ সহযোগিতা করছে বিসিসিআই। তারা ডব্লু পি এল চালু করায় অনেক নতুন মহিলা ক্রিকেটার উঠে এসেছে।
1
comment0
Report
NRNarayan Roy
Nov 07, 2025 15:31:32
Siliguri, West Bengal:এ যেন বাঁধভাঙা উচ্ছাস। আট থেকে আশি সকলেই নেমে পড়ল রাস্তায়। কারও হাতে ভারতের পতাকা কারও হাতে ব্যাট। কেউ ফুল নিয়ে কেউ মালা নিয়ে দাঁড়িয়ে শহরের সোনার মেয়েকে একবার দেখবেন আর তাকে উপহার তুলে দেবেন। পুরনিগমও সোনার মেয়েকে সোনা দিয়েই বরণ করে নিলো। সোনার ব্রেসলেট, একটি দামী ব্র‍্যান্ডের স্মার্ট ঘড়ু, ট্রলি ও মানপত্র। শুধু তাই নয় তার নামে ইন্ডোর স্টেডিয়াম একটি স্ট্যান্ড করার কথা ঘোষণা করেন মেয়র। এদিকে বাঘাযতীন পার্কে তিলধারণের জায়গা ছিলোনা। এসব দেখে আপ্লুত শহরের বিশ্বজয়ী রাজকন্যা রিচা ঘোষ। শুরুতে অবশ্য ছন্দপতন ঘটেছিল দিল্লি থেকে বিমান দেরিতে ওড়ায়। সকাল সাড়ে ৯টায় আসার কথা থাকলেও তার বিমান আসে বেলা ১২টা নাগাদ। এদিকে প্রায় ভোর থেকে তার বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমায়। ব্র‍্যান্ড পার্টি নিয়ে হাজির হয়ে যায়। রাস্তার দুধারে মানুষের লাইন পড়ে যায়। বিমান দেরি হলেও তারা অপেক্ষা করে গিয়েছে ঠায়। এদিকে বেলা ১২টা নাগাদ নিল ব্লেজার গায়ে চোখে সানগ্লাস পড়ে বিমানবন্দর থেকে বেরোতেই রিচা রিচা বলে চিৎকার করে উঠে তাকে দেখতে আসা লোকজন। হুডখোলা জিপে সামনের সিটে বসে পেছনে মেয়র গৌতম দেব, বাবা মানবেন্দ্র ঘোষ সহ ডেপুটি মেয়র ও সভাধিপতিকে নিয়ে ছুটল গাড়ি। বাগডোগরা থেকে সুভাষপল্লী আসতে কালঘাম ছুটল চালকের৷ দুধারে লোক দাঁড়িয়ে রিচার গাড়ি দেখেই ছুটে আসছে। তা সামাল দিচ্ছে মেট্রপলিটন পুলিশ। গাড়িতে যাতে কারও ধাক্কা না লাগে তা সামলাচ্ছে খোদ রিচা। বেশকিছু জায়গায় দাঁড়িয়ে পড়ল গাড়ি। অভ্যর্তনা গ্রহণ করলেন সোনার মেয়েকে। আবার দেদার অটোগ্রাফ বিলিয়ে গেলেন। দুপুর নাগাদ বাড়ি এসে পৌঁছালেন। সেখানে বরণডালা নিয়ে অপেক্ষা করছিল মা স্বপ্না ঘোষ। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বরণ করে পায়েস, মিষ্টি খাইয়ে দিলেন। তারপর বাড়ি ঢুকে তার প্রিয় ফ্রায়েড রাইস, চিলি পনির, মিক্সড তরকারি দিয়ে খাওয়া দাওয়া সারেন। পরবর্তীতে তিনি লাল কার্পেটে পায়ে হেঁটে বাড়ি থেকে বাঘাযতীন পার্কের মঞ্চে আসেন। তাকে খুদে খেলোয়াড়েরা ব্যাট দিয়ে গার্ড অফ অনার দেয়। সেখানেই তাকে বরণ করে নেয় শিলিগুড়ি পুরনিগম। তার হাতে সোনার ব্রেসলেট, একটি দামী ব্র‍্যান্ডের ঘড়ি, ট্রলি ব্যাগ ও মানপত্র তুলে দেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ আবার সোনার চেন দিয়ে বরণ করে নেয়। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ দূর্গার একটি সুদৃশ্য মূর্তি দেয়। আতশবাজি ফাঁটিয়ে রিচাকে অভ্যর্থনা জানানো হয়। মেয়র গৌতম দেব ঘোষণা করেন ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চ রিচার নামে স্ট্যান্ড করা হবে। এদিকে তার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এভাবে আমার মেয়েকে বরণ করে নেওয়ায় আমি দারুণ খুশি। কিছু বলার মত অবস্থায় নেই।" আর যখন রিচা বলতে ওঠে তখন তার নামে জয়ধ্বনি দেওয়া শুরু করে খুদে খেলোয়াড়েরা। রিচা কি বললেন। তিনি বলেন, "আমি ভাবতেই পারছিনা আমার জন্য এত মানুষ এসেছে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিলেন তাতে আমি অভিভূত। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন খেলোছো তারা মনোযোগ সহকারে প্র‍্যাক্টিস করে যাও।" মা স্বপ্না ঘোষ অবশ্য সকাল থেকে রান্না নিয়েই ব্যস্ত ছিলেন। তবে তিনি বলেন, "মেয়ের পছন্দের রান্না করেছি। ওর জয় চোখের সামনে থেকে দেখেছি। দারুণ খুশি হয়েছি। খুব ভালো লাগছে।" এদিন প্রায় ১২০টি সংগঠন তাকে অভ্যর্থনা দেয়। তবে এর মাঝেও রিচা বাঘাযতীন পার্কে উপস্থিত খুদে ক্রিকেটারদের ডেকে তাদের দেদার অটোগ্রাফ বিলি করলেন। রাতে তিনি তার ছোটবেলার বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যান। সেখানেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সবমিলিয়ে এদিন গোটা শহর রিচাময় হয়ে থাকল। আপামর শহরবাসী রিচার সাফল্যে সামিল হলেন。 FEED SEND BY LIVE U6 0711ZG_SILI_RICH_RALLY_R
2
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 15:31:11
Dihierench, West Bengal:*এগরা পুরসভায় পুরপ্রধান-উপপুরপ্রধান বদলের নির্দেশ!* একই দিনে, পুরসভা স্তরে রাজ্যজুড়ে ব্যাপক রদবদল। সরানো হল একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে।একাধিক পুরসভায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুরপ্রধান ও উপপুরপ্রধানদের। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক সহ উপ পৌরপ্রধান সোমা চক্রবর্তীকে পদত্যাগ করার নির্দেশ এসেছে। এগরা শহরে রাজনৈতিক চাপানউতর। কে হবে চেয়ারম্যান তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। যদিও নির্দেশ পাওয়ার পরে চেয়ারম্যান স্বপন নায়ক পদত্যাগ করবেন কিনা সেবিষয়ে কোনো উত্তর দিতে চাননি চেয়ারম্যান। আগামীদিনে দলের সাথে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলেই সূত্রের খবর। এগরা শহরের রাজনীতি কোন দিকে সেদিকে তাকিয়ে আছে এগরা পুরবাসি।
2
comment0
Report
ASAyan Sharma
Nov 07, 2025 15:31:01
Kolkata, West Bengal:আরজিকর এর ঘটনার তৎকালীন ডেপুটি সুপার আখতার আলীকে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর আর জি করের ডেপুটি সুপার থাকাকালীন কর্তব্যে অবহেলা বিভিন্ন জিনিস কেনায় অপরিমিত দুর্নীতি নিজের এবং পরিবারের সদস্যদের নিয়ে বেআইনিভাবে বিমানে করে ঘুরতে যাওয়া সহ নানাবিধ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। ###########আকতার আলীর বিরুদ্ধে অভিযোগ...... ১. ২০০৭ সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে আকতার আলীদের বিরুদ্ধে, হাসপাতালের একাধিক সরঞ্জাম কেনায় দুর্নীতি করেছেন তিনি এবং তা থেকে লাভবান হয়েছেন। ২. সরকারি, সুবিধায় একাধিকবার বিমানে ভ্রমণ করেছেন পরিবারকে নিয়ে। ২. এম এস লেকট্রনিক্স নামে একটি সংস্থাকে ভয় দেখিয়ে, নিজের স্ত্রীর একাউন্টে 50000 টাকা ট্রান্সফার করিয়েছেন। ৩. ২০২০ থেকে ২২ সালে ,cynosure solution নামে ২ লাখ ৩৯ হাজার টাকা দাবি করেন। পরিবর্তে ওই সংস্থাকে ৪.১৪ কোটি টাকার কাজ পাইয়ে দেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ সাসপেনশনেও থাকাকালীন এলাকা ছেড়ে যেতে পারবেন না তিনি। # আকতার আলী দাবী -- আমার মতন একজন আধিকারিক এর প্রতি যে ব্যবস্থা, তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক আচরণ স্বাস্থ্য ভবনের অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আমার বিরুদ্ধে এরকম প্রতিহিংসামূলক আচরণ আমি চাকরি ছাড়তে চেয়েছিলাম বারবার করে আমি আদালতের দ্বারস্থ হব আমার চরিত্রে কালিমা লিপ্ত করা হচ্ছে। # আমি বিজেপিতে যোগদান করা এই ধরনের, এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে। আমি তো চাকরি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার ফাইল একসেপ্ট করবেনি।
1
comment0
Report
PDPradyut Das
Nov 07, 2025 14:04:56
Jalpaiguri, West Bengal:এসআইআর আতঙ্কে আত্মহত্যা জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায় নরেন্দ্রনাথ রায় নামে বছর ষাটের এক বৃদ্ধের বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও স্ত্রীর নাম নেই। এনিয়ে তাঁর আতঙ্ক দানা বাঁধে। SIR আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ির ৬০ উর্ধ্ব এক বৃদ্ধ ভ্যান চালক। murdered details: মৃতের নাম নরেদ্র নাথ রায়। তিনি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের জগন্নাথ কলোনীর বাসিন্দা। পরিবারের অভিযোগ ২০০২ এর তালিকায় তার নাম থাকলে খালি ছিলনা তার স্ত্রী বিনোদিনী রায় এর নাম।আর এ বিষয়ে তিনি আতঙ্কিত হওয়ার কথা বারবার বলেছেন।গত কয়েকদিনের মধ্যে ৩ বার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতে গিয়ে তাঁর নাম আছে কিনা তা জিজ্ঞেস করেন। বাড়ি ফিরে এসে আজ দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।
8
comment0
Report
ALArup Laha
Nov 07, 2025 13:45:45
Belna, West Bengal:পুলিশের উপর ভরসা হারিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি নেতা। কয়েকদিন আগে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক-এর বিতর্কিত মন্তব্যের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি। কিন্তু, পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন বিজেপির মণ্ডল-২ এর সভাপতি সঞ্জয় দাস। তিনি জানান, “বিধায়ক এক রাজনৈতিক কর্মসূচি থেকে প্রকাশ্যে বিজেপি কর্মীদের জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমরা এরপর থানায় অভিযোগ করি। কিন্তু তারপর থেকেই আমাকে নানা ভাবে আক্রমণ করার চেষ্টা চলছে। মারধর, হুমকি দিচ্ছেন তৃণমূল নেতারা। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।” এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা হারিয়ে বর্ধমান আদালতের দ্বারস্থ হন সঞ্জয় দাস। আদালতের মাধ্যমে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে。 পাশাপাশি এই বিষয়ে তৃণমূল নেতা বাগবুল ইসলাম বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, এসআইআর(SIR) নিয়ে গোটা রাজ্যে অশান্তি চলছে। ইতিমধ্যে এই আতঙ্কে বেশ কয়েক জন মারাও গেছেন। বিজেপি এসআইআরকে( SIR) হাতিয়ার করে রাজনীতি করতে চাইছে। সেই পরিপেক্ষিতে বিরক্ত হয়ে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক স্লিপ অব টং-এ কথা বলে ফেলেছিলেন। পরে তিনি তার এই ভুল সংশোধন করে নিয়েছেন। এরপরেও হাওয়া গরম করার জন্য বিজেপি হয়তো অভিযোগ করছে。 বাইট : ১। সঞ্জয় দাস (সভাপতি, বর্ধমান উত্তর বিধানসভার মন্ডল-২) ২। বাগবুল ইসলাম (তৃণমূল নেতা)।
5
comment0
Report
PCPartha Chowdhury
Nov 07, 2025 13:45:23
3
comment0
Report
Advertisement
Back to top