Back
शिलिगुड़ी की स्टार रिचा घोष का शानदार स्वागत, शहरभर ने गर्व की बौछार की
NRNarayan Roy
Nov 07, 2025 15:31:32
Siliguri, West Bengal
এ যেন বাঁধভাঙা উচ্ছাস। আট থেকে আশি সকলেই নেমে পড়ল রাস্তায়। কারও হাতে ভারতের পতাকা কারও হাতে ব্যাট। কেউ ফুল নিয়ে কেউ মালা নিয়ে দাঁড়িয়ে শহরের সোনার মেয়েকে একবার দেখবেন আর তাকে উপহার তুলে দেবেন।
পুরনিগমও সোনার মেয়েকে সোনা দিয়েই বরণ করে নিলো। সোনার ব্রেসলেট, একটি দামী ব্র্যান্ডের স্মার্ট ঘড়ু, ট্রলি ও মানপত্র। শুধু তাই নয় তার নামে ইন্ডোর স্টেডিয়াম একটি স্ট্যান্ড করার কথা ঘোষণা করেন মেয়র। এদিকে বাঘাযতীন পার্কে তিলধারণের জায়গা ছিলোনা। এসব দেখে আপ্লুত শহরের বিশ্বজয়ী রাজকন্যা রিচা ঘোষ।
শুরুতে অবশ্য ছন্দপতন ঘটেছিল দিল্লি থেকে বিমান দেরিতে ওড়ায়। সকাল সাড়ে ৯টায় আসার কথা থাকলেও তার বিমান আসে বেলা ১২টা নাগাদ। এদিকে প্রায় ভোর থেকে তার বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমায়। ব্র্যান্ড পার্টি নিয়ে হাজির হয়ে যায়। রাস্তার দুধারে মানুষের লাইন পড়ে যায়। বিমান দেরি হলেও তারা অপেক্ষা করে গিয়েছে ঠায়। এদিকে বেলা ১২টা নাগাদ নিল ব্লেজার গায়ে চোখে সানগ্লাস পড়ে বিমানবন্দর থেকে বেরোতেই রিচা রিচা বলে চিৎকার করে উঠে তাকে দেখতে আসা লোকজন। হুডখোলা জিপে সামনের সিটে বসে পেছনে মেয়র গৌতম দেব, বাবা মানবেন্দ্র ঘোষ সহ ডেপুটি মেয়র ও সভাধিপতিকে নিয়ে ছুটল গাড়ি। বাগডোগরা থেকে সুভাষপল্লী আসতে কালঘাম ছুটল চালকের৷ দুধারে লোক দাঁড়িয়ে রিচার গাড়ি দেখেই ছুটে আসছে। তা সামাল দিচ্ছে মেট্রপলিটন পুলিশ। গাড়িতে যাতে কারও ধাক্কা না লাগে তা সামলাচ্ছে খোদ রিচা। বেশকিছু জায়গায় দাঁড়িয়ে পড়ল গাড়ি। অভ্যর্তনা গ্রহণ করলেন সোনার মেয়েকে। আবার দেদার অটোগ্রাফ বিলিয়ে গেলেন। দুপুর নাগাদ বাড়ি এসে পৌঁছালেন। সেখানে বরণডালা নিয়ে অপেক্ষা করছিল মা স্বপ্না ঘোষ। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বরণ করে পায়েস, মিষ্টি খাইয়ে দিলেন। তারপর বাড়ি ঢুকে তার প্রিয় ফ্রায়েড রাইস, চিলি পনির, মিক্সড তরকারি দিয়ে খাওয়া দাওয়া সারেন। পরবর্তীতে তিনি লাল কার্পেটে পায়ে হেঁটে বাড়ি থেকে বাঘাযতীন পার্কের মঞ্চে আসেন। তাকে খুদে খেলোয়াড়েরা ব্যাট দিয়ে গার্ড অফ অনার দেয়। সেখানেই তাকে বরণ করে নেয় শিলিগুড়ি পুরনিগম। তার হাতে সোনার ব্রেসলেট, একটি দামী ব্র্যান্ডের ঘড়ি, ট্রলি ব্যাগ ও মানপত্র তুলে দেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ আবার সোনার চেন দিয়ে বরণ করে নেয়। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ দূর্গার একটি সুদৃশ্য মূর্তি দেয়। আতশবাজি ফাঁটিয়ে রিচাকে অভ্যর্থনা জানানো হয়। মেয়র গৌতম দেব ঘোষণা করেন ইন্ডোর স্টেডিয়ামের মূল মঞ্চ রিচার নামে স্ট্যান্ড করা হবে। এদিকে তার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "এভাবে আমার মেয়েকে বরণ করে নেওয়ায় আমি দারুণ খুশি। কিছু বলার মত অবস্থায় নেই।" আর যখন রিচা বলতে ওঠে তখন তার নামে জয়ধ্বনি দেওয়া শুরু করে খুদে খেলোয়াড়েরা। রিচা কি বললেন। তিনি বলেন, "আমি ভাবতেই পারছিনা আমার জন্য এত মানুষ এসেছে। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিলেন তাতে আমি অভিভূত। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন খেলোছো তারা মনোযোগ সহকারে প্র্যাক্টিস করে যাও।" মা স্বপ্না ঘোষ অবশ্য সকাল থেকে রান্না নিয়েই ব্যস্ত ছিলেন। তবে তিনি বলেন, "মেয়ের পছন্দের রান্না করেছি। ওর জয় চোখের সামনে থেকে দেখেছি। দারুণ খুশি হয়েছি। খুব ভালো লাগছে।" এদিন প্রায় ১২০টি সংগঠন তাকে অভ্যর্থনা দেয়। তবে এর মাঝেও রিচা বাঘাযতীন পার্কে উপস্থিত খুদে ক্রিকেটারদের ডেকে তাদের দেদার অটোগ্রাফ বিলি করলেন। রাতে তিনি তার ছোটবেলার বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যান। সেখানেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সবমিলিয়ে এদিন গোটা শহর রিচাময় হয়ে থাকল। আপামর শহরবাসী রিচার সাফল্যে সামিল হলেন。
FEED SEND BY LIVE U6
0711ZG_SILI_RICH_RALLY_R
6
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowNov 07, 2025 17:30:154
Report
KAKAYESH ANSARI
FollowNov 07, 2025 15:35:306
Report
PCPartha Chowdhury
FollowNov 07, 2025 15:35:106
Report
PDPradyut Das
FollowNov 07, 2025 15:33:094
Report
PDPradyut Das
FollowNov 07, 2025 15:32:487
Report
PDPradyut Das
FollowNov 07, 2025 15:32:297
Report
NRNarayan Roy
FollowNov 07, 2025 15:31:512
Report
NRNarayan Roy
FollowNov 07, 2025 15:31:452
Report
KMKIRAN MANNA
FollowNov 07, 2025 15:31:113
Report
ASAyan Sharma
FollowNov 07, 2025 15:31:013
Report
PDPradyut Das
FollowNov 07, 2025 14:04:569
Report
MMManoranjan Mishra
FollowNov 07, 2025 13:46:368
Report
MMManoranjan Mishra
FollowNov 07, 2025 13:46:205
Report
ALArup Laha
FollowNov 07, 2025 13:45:457
Report