Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700126

ASHA कर्मियों का बनगाँ स्टेशन पर रेलवे ट्रैक पर प्रदर्शन; ट्रेन रोक दी गई

MMManoj Mondal
Jan 21, 2026 08:00:39
Kolkata, West Bengal
চলতি মাসের সাত তারিখে স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের দাবি দাবা নিয়ে বৈঠক হয়েছিল। এরপর ফের ২১ তারিখ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা আশা কর্মীদের। অভিযোগ আজ সকালে টিকিট কেটে বনগাঁ স্টেশনে ট্রেন ধরতে এসেছিল আশা কর্মীরা। সে সময় বিশাল পুলিশ বাহিনী এসে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। তাদের বলে স্টেশন থেকে চলে যেতে। এরপরই ক্ষুদ্র আশা কর্মীরা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। প্ল্যাটফর্মে বসে প্রায় দু ঘন্টারও বেশি বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Jan 21, 2026 09:07:36
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ স্টেশন থেকে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শুরু করলেন আশা কর্মীরা। কলকাতা যাওয়ার আগে তাদের আটকে দেওয়ার অভিযোগে এই প্রতিবাদে শামিল হন AIUTUC-এর অন্তর্ভুক্ত আশা কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার স্বাস্থ্য ভবনে নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত ছিল। অথচ তার আগেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় আশা কর্মীদের গৃহবন্দী করে রাখে বলে অভিযোগ। এদিন রাধিকারপুর–কলকাতা ট্রেনের বৈধ টিকিট থাকা সত্ত্বেও রায়গঞ্জ স্টেশনে তাদের ট্রেনে উঠতে দেয়নি পুলিশ বলে দাবি করেন কর্মীরা। আরও অভিযোগ, রেল স্টেশনের ভেতরে ঢুকেই পুলিশ তাদের আটকায়, যার কোনও যুক্তিসঙ্গত কারণ জানানো হয়নি। এই ঘটনার প্রতিবাদ ও পুলিশের ভূমিকার জবাব চেয়ে রায়গঞ্জ স্টেশন থেকে বিক্ষোভ র‍্যালি শুরু হয়। সংগঠন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন চলবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 21, 2026 09:06:31
Chinsurah, West Bengal:কুড়ি টাকার নোটে মজা! রাস্তায় ছড়িয়ে থাকা সেই নোট ঘিরে বিভ্রান্তি ছড়াল তারকেশ্বরে। তারকেশ্বরের ভীমপুর এলাকায় রাস্তার পাশে কুড়ি টাকার নোট ছড়িয়ে পরে থাকতে দেখা যায়।অনেকেই সেই নোট কুড়িয়ে নেন। দোকানে দিয়ে জিনিস কিনতেও যান অনেকে।সেখানেই ধরা পড়ে আসল সত্য。 নোটের গায়ে লেখা আছে ফুল অফ ফান।রিজার্ভ ব্যাংকের জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া। একটি সংস্থার ছোট্ট लোগো লাগানো। কি উদ্দেশ্যে এই নোট রাস্তায় ছড়ানো হচ্ছে বা কারা এই নোট রাস্তায় ফেলেছে তা জানা যায়নি।তবে অনেকেই মনে করছেন এও এক ধরনের প্রচার।অথবা মজার ছলে মানুষকে বোকা বানানো。 তবে তারকেশ্বরের ভিমপুর এলাকার বাসিন্দারা বলছেন এই নোট কুড়িয়ে দোকান থেকে জিনিস পত্র কিনতে যাচ্ছেন অনেকে।অনেকে জাল বুঝতে পারছেন আবার অনেকে খেয়াল না করে নিয়েও নিচ্ছেন বলে দাবি স্থানীয়দের。 ফুল অফ ফান নোটে তাই বেশ মজাই পেয়েছেন ভীমপুরে মানুষজন।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 21, 2026 09:04:55
Kolkata, West Bengal:দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চিকিৎসকের, শোকস্তব্ধ স্বাস্থ্য মহল চণ্ডीপুর: গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. চায়নদীপ দাস। তিনি ২০১৩ সালে আমাদের মেডিক্যাল কলেজে এমবিবিএস-এ ভর্তি হয়েছিলেন এবং বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের নন্দীগ্রাম এইচডির অন্তর্গত এরাসাল আরএইচ-এ জিডিএমও (GDMO) পদে কর্মরত ছিলেন। হাসপাতালের দায়িত্ব শেষ করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর তাঁকে চণ্ডীপুরের একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতালে কোমাটোজ অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় তাঁর তীব্র পেট ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসকরা প্রাণরক্ষার চেষ্টা চালিয়ে vitals স্থিতিশীল করার উদ্যোগ নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম ট্রমা কেয়ার ইউনিটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ও ট্রমা কেয়ার ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়। জেলা পুলিশের কাছেও গ্রিন করিডরের আবেদন জানানো হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ ভোর আনুমানিক ১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন。 ডা. চায়নদীপ দাস কয়েক বছর আগে কিছু সময়ের জন্য অ্যাক্টিং বিএমওএইচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন ভদ্র, কর্মঠ ও অত্যন্ত উদ্যমী একজন চিকিৎসক। চলতি বছরই তিনি কলকাতার বি.সি. রায় হাসপাতালে শিশু রোগ বিভাগে (পেডিয়াট্রিক্স) এমডি কোর্সে আসন লাভ করেছিলেন。 তাঁর এই অকাল প্রয়াণে পরিবার, সহকর্মী ও সমগ্র চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রতিশ্রুতিবান ও মানবিক চিকিৎসককে এত অল্প বয়সে হারানো সত্যিই অপূরণীয় ক্ষতি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Jan 21, 2026 09:04:39
Kolkata, West Bengal:দার্জিলিং পুরসভা এলাকায় কোন বেআইনি নির্মাণ করা যাবে না অন্তর্বর্তীকালীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে দার্জিলিং পৌরসভা কে নিশ্চিত করতে হবে নির্দেশ হাইকোর্টের। দার্জিলিং পুরসভা এলাকায় প্রায় ৫০ টি বেআইনি বাড়ি নির্মাণ করা হয়েছে। তথ্য জানার অধিকার আইন অনুযায়ী একটি নথি কলকাতা হাইকোর্টে জমা পড়ে। কলকাতা হাইকোর্টের ভিন্ন আদেশের মাধ্যমে ওই বাড়িগুলির ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশ কার্যকর হয়নি। এরপরে দার্জিং এ বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাতেই প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পারথসারথি সেনের অন্তর্বর্ত্তীন নির্দেশ।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Jan 21, 2026 08:24:27
Asansol, West Bengal:আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত পরিহারপুর এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল তদন্ত। পুলিশের সুত্রে জানা যায়, এটি সম্পূর্ণ একটি প্রেমঘটিত হত্যাকাণ্ড। মৃত যুবকের নাম সঞ্জিত বাউরি। এই ঘটনায় সঞ্জিতের স্ত্রী মৌসুমী বাউরি ও তার প্রেমিক অবিরাম বাউরিকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ。 পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জিত বাউরির সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমী বাউরির দাম্পত্য সম্পর্কে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই সময় মৌসুমীর সঙ্গে অবিরাম বাউরির প্রেমের সম্পর্ক গড়ে ঠা। এই প্রেমঘটিত সম্পর্ক থেকেই সঞ্জিতকে খুনের ছক কষা হয়। জামুরিয়া থানার পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করেছে। পুলিশ দাবি করেছে, জিজ্ঞাসাবাদের সময় মৌসুমী বাউরি ও অবিরাম বাউরি নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে বলে তদন্তকারী আধিকারিকদের কাছে তথ্য রয়েছে। আদালতের কাছে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে ঘটনার পিছনের সমস্ত দিক পরিষ্কার করা যায়。 এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত বিষয়ে শুক্রবার জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর পুলিশ ফাঁড়িতে সাংবাদিক সম্মেলন করেন আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস। সাংবাদিকদের উদ্দেশে তিনি জানান, এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা এবং প্রেমঘটিত সম্পর্কই এই ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ডিসিপি ধ্রুব দাস আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তদন্তে কোনও গাফিলতি রাখা হবে না এবং আইনের আওতায় থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানান ডিসিপি সেন্ট্রাল। পরিহারপুর এলাকায় এই ঘটনার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের কড়া নজরদারিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এলাকা।
0
comment0
Report
ALArup Laha
Jan 21, 2026 08:23:02
:আশা কর্মীদের বিজেপি তকমা দিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের বাস আটকে দেয় তৃণমূল অভিযোগ। প্রতিাদেগ জাতীয় সড়কে অবরোধ আশাকর্মীদের। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২১ জানুয়ারি আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আর সেই অভিযানে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লকের আশা কর্মীরা একটি বেসরকারি বাস ভাড়া নেয় কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। গুসকরা থেকে নির্ধারিত সময় বাস ছাড়লেও পাঁচ কিলোমিটার যাওয়ার পর শিবদা মোড় এলাকায় বাসকর্মী জানায় বাস মালিক জানিয়েছে বাসে থাকা সমস্ত আশা কর্মী বিজেপি করে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে বাসটি কলকাতা যাতে না নিয়ে যাওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে আশা কর্মীরা বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
0
comment0
Report
CDChampak Dutta
Jan 21, 2026 08:22:42
:এস আই আরে শুনানির নামে হয়রানি বন্ধ করতে হবে, রেগার কাজ চালু করতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, ফসল উৎপাদন খরচের দেড়গুণ দামের আইন তৈরির দাবিতে সিপিএমের মহিলা, কৃষক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুরে বিক্ষোভ দেখায় পশ্চিম মেদিনীপুর জেলা SHASকের নিকট থেকে বিক্ষোভ প্রদর্শনের আগে মেদিনীপুর শহরে তারা একটি মিছিল করে। মিছিল শুরু হয় পুরানো মহুয়া সিনেমা চক থেকে। মিছিলটি মেদিনিপুর শহরের রিং রোড প্রদক্ষিণ করে এসে পৌঁছায় কালেক্টরেট মোড়ে। সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তাদের দাবি পত্র স্মারকলিপি আকারে জমা দেন জেলা শাসকের নিকট। এদিন মিছিলে কয়েকশো বাম কর্মীরা অংশ নেয়। বিক্ষোভ কে ঘিরে যাতে কোন অশান্তি সৃষ্টি না হয় তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 21, 2026 08:09:41
Chinsurah, West Bengal:আজও ফর্ম সেভেন বিক্ষোভ অব্যাহত।বলাগড় বিডিও অফিসের সামনে এস টি কে কে রোড অবরোধ করে তৃনমূল।모দি অমিত শা জ্ঞানেশ কুমারের কুশপুতুল নিয়ে বিক্ষোভ।রাস্তায় বসে পরে বিক্ষোভ তৃনমূল কর্মিদের। তৃনমূল সংখ্যালঘু সেলের অভিযোগো বলাগড়ের কয়েক হাজার সংখ্যালঘু ভোটারের নাম পূরন করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে।যাদের নামে জমা দেওয়া হয়েছে তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা।আবার শুনানিতে ডেকে হয়রানিরও সম্ভাবনা।তাই প্রতিবাদ বিক্ষোভ।বলাগড় ব্লক তৃনমূল নেতৃত্ব,প্রাক্তন বিধায়ক অসীম মাজি,বর্তমান জেলা পরিষদ সদস্য রুনা খাতুন,পূজা ধর,কোর কমিটির সদস্য নবীন গাঙ্গুলি,শ্যামা প্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় দাস উপস্থিত।বলাগড় সংখ্যালঘু সেলের সভাপতি মির জসিমউদ্দীনের অভিযোগ বেছে বেছে তৃনমূল সমর্থকদের নামে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে।কারা এই ফর্ম জমা করেছে তাদের নাম জানাতে হবে।আমরা থানায় অভিযোগ করব তাদের নামে।কারন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার চক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচক্রচ নির্বাচন কমিশন তাতে সঙ্গত করছে।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Jan 09, 2026 18:45:14
Kolkata, West Bengal:ভারত বিদ্ব slobা ধ্বেষী মনোভাব এবং ভারতে বিশ্বকাপ না খেলার ডাক তোলার মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তুমুল আন্তর্দ্বন্দ্ব। যার ফলে বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ভারত বিদ্বেষ’ দেখাতে গিয়ে নিজেদের প্রাক্তন প্লেয়ার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেছিলেন বাংলাদেশের কিছু নাগরিক ও বিশিষ্ট কিছু ক্রিকেট ব্যক্তিত্ব। প্রতিবাদে এখন বাংলাদেশের क्रिकेटাররা একজোট হয়ে বিসিবি কর্তাকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে বলছেন। এমনকী বোর্ডের কর্মকর্তাদের জন্যও আচরণ বিধি চালু করতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিন কয়েক আগে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল তার দেশের ভারতে বিশ্বকাপ বয়কটের অবস্থান সমালোচনা করে বলেন, সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত। বিসিবি-র ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করাটা যে আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে।এর পরেই তামিমকে অসম্মান করে বিসিবি’র অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ বিসিবি কর্তার এই মন্তব্যের প্রতিবাদে একজোট হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মমিনুল হকরা। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্যের জন্য ওই কর্মকর্তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এবং বিসিবির উচিত কড়া পদক্ষেপ নেওয়া।কিন্তু ঘটনার s্রোত সেখানে থামেনি। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়। তাদের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। দেশের সফলতম ওপেনার, ১৬ বছর ক্রিকেট খেলা একজনকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। দেশের যে কোনও ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।
0
comment0
Report
ASAyan Sharma
Jan 09, 2026 14:56:11
Kolkata, West Bengal:মন্দির জল দিয়ে ধোয়া - শান্তনু ঠাকুর জায়গা টা অপবিত্র করেছেন।মতুয়াদের বেকায়দায় ফেলেছেন তিনি। যাদের ভোটে জিতলেন আগে বাদ দিতে হবে। আগে পদত্যাগ করুন আপনি।আপনারা ওই এলাকা কে কলুষিত করছেন।মূখ্যমন্ত্রী মিছিল সময় শুভেন্দু বক্তব্য চোরদের এনার্জি ---- তিনি একটা সময় এই দলে ছিলেন।তিনি একজন ওয়াশিং মেশিন। কার ক্ষমতা এই কম সময়ে জন সমুদ্রে পরিনত হয়েছে।২৪ ঘণ্টার নোটিশে এই মিছিল।তাতে এই পরিস্থিতি।শুভেন্দুর তুলনা শেখ সাহাজন এর সাথে তুলনা ----- বিজেপি যাদের দুর্নীতি,তাদের পরে দলে নেবে।তৃণমূল এর লিগ্যাল সেল কোর্টে ------ এটা কোর্টের বিষয় এখনই কিছু বলছিনা।এর সাথে রাজনীতি কিসের।আগুনের ছবি পোস্ট গঙ্গা সাগর মেলায় আগুন --- একটা দুর্ঘটনা হয়েছে সেটা সামাল দেওয়া হয়েছে।আপনাদের কুম্ভ এ অনেক দুর্ঘটনা ঘটেছে।ইডি পিটিশন - মুখ্যমন্ত্রীর যা বলার বলছেন। তল্লাশির নামে তথ্য চুরি ঠেকাতে যা করার করেছেন।দিল্লীতে সাংসদ দের আন্দোলন ----- শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল।পুলিশ শক্তি প্রয়োগ।দুর্ব্যবহার করেছ এটা ঠিক নয়।এরাজ্যে তো হয়না।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ----রাজ্যপালের অভিযোগ - তিনি অভিযোগ করুন।
0
comment0
Report
Advertisement
Back to top