Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसीरहाट में आशा कार्यकर्ताओं ने पुलिस उत्पीड़न के विरोध में रैली निकाली

BBBimal Basu
Jan 22, 2026 10:09:55
Basirhat, West Bengal
গতকাল আশাকর্মীদের উপর জেলায় জেলায় পুলিসের হেনস্তার প্রতিবাদে আজ বসিরহাটে মিছিল করে বসিরহাট থানায় সামনে বিক্ষোভ আশাকর্মীদের। গত কাল বিভিন্ন দাবিদাবা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার আগে আশা কর্মীদের উপর বিভিন্ন জায়গায় ও স্বাস্থ্য ভবনে পুলিসের নির্যাতনের প্রতিবাদে আজ বসিরহাট টাউনহল থেকে মিছিল করে বসিরহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Jan 22, 2026 11:47:52
Kolkata, West Bengal:মধ্যমগ্রামের দিগবেরিয়ায় একটি রঙের কারখানায় বিধংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন ওই কারখানার ভেতর থেকে কালো ধোয়া বার হতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনেতে আনতে দমকলকে ফোম ব্যবহার করতে হয়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এই কারখানার আশেপাশে প্রচুর বসতবাড়ি থাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রনতে আনে । তবে এই রং এর কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে অতি দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কিসের থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এবং কারখানার ভেতরে যে সমস্ত কর্মীরা ছিল তারা তৎপরতার সাথে সাথে কারখানার ভেতর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোন খবর নেই.
0
comment0
Report
BSBarun Sengupta
Jan 22, 2026 11:47:15
Barrackpore, Kolkata, West Bengal:তৃণমূলের দাদাগিরি বন্ধ হতে বসেছে সরস্বতী পুজো। কামারহাটি ৩০ নম্বর ওয়ার্ড নন্দননগর সুভাষপল্লী (উত্তর) সরস্বতী পূজো নিয়ে সার্বজনীন মন্দিরে পড়লো তালা। এলাকায় উত্তেজনা। আগামীকাল সরস্বতী পুজো তারি মাঝে কামারহাটি ৩০ নম্বর ওয়ার্ডে চন্দননগর সুভাষপল্লীতে বেলঘড়িয়া সার্বজন শ্রী শ্রী দুর্গাচক সোসাইটি মন্দিরে তৃণমূলের গতিদ্বন্দ্বের ফলে মন্দিরে তালার উপর তালা ঝোলাল এলাকার বাসিন্দারা। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন আচার্য তার কাছে সমাধান চাইতে গেলে তিনি বলেন তালা না খুলতে দিলে বাইরে পূজো করো। যা টাকা লাগবে আমি দেবো। সমাধান তিনি করতে পারিনি এই নিয়ে কাউন্সিলের ওপর ক্ষিপ্ত হয় পালার মহিলারা। কাউন্সিলর বিরুদ্ধে এই অভিযোগ করলেন পাড়ার মহিলারা। পাড়ার মহিলারা অভিযোগ করেন পূজো কমিটির সেক্রেটারি তিনি পূজো নিয়ে বিবাদ করেন। সীতানাথ পাল, মৃন্ময়ী বিশ্বাস, শংকর পাল এই তিনজনের ওপর পূজনীয় অভিযোগ জানান পাড়ার মহিলারা। পুজোর সমস্যা, মিটাতে আসেন বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনা स्टলে পরিস্থিতি দেখে পুলিশ মীমাংসার জন্য দুপক্ষকে থানায় দেখেছেন। পূজা মন্ডপের পাশে গাছ কাটা ও লাগানো নিয়ে অভিযোগ উঠেছে এই নিয়ে গাছ লাগানো নিয়ে কেস করা হয়। পাড়ার লোকের একটাই দাবি যদি আমরা মন্দিরে পূজা করতে না পারলে বাকিরা মন্দির পূজা করতে পারবেনা তাদের দাবি মন্দির সকলে সকলে মিলে সুস্থ সমাধান মধ্য দিয়ে এই পুজো সকলেই আনন্দে মেতে উঠুক। তাদের একটাই দাবি সমাধানে ব্যর্থ কাউন্সিলার। 220126_BKP_KAMARHATI 2C TE
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Jan 22, 2026 11:26:44
Arambag, West Bengal:আরামবাগঃ২২ জানুয়ারি ২১ জানুয়ারি কলকাতায় আশা কর্মীদের হেনস্থা, অত্যাচার ও বিভিন্ন এলাকায় আশাকর্মীদের আটকে দেওয়ার প্রতিবাদে ও বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এদিন আরামবাগ কলকাতা রাজ্য সড়কে অবরোধ করেন। এর পাশাপাশি এই রাজ্য সড়কেই তারা মিছিল করেন। গোটা আরামবাগ এলাকার শতাধিক আশাকর্মী এই মিছিল করেন। তাদের স্লোগান ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। স্লোগান ছিল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বিরুদ্ধেও স্লোগান দেন আশা কর্মীরা তারা, বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্যের কথা আমরা মানছি না মানব না। এরকমই স্লোগান ছিল। এদিকে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে মিছিল করা হয়। মিছিল চলে দুই কিমি রাস্তা ধরে। মায়াপুর চৌমাথায় গিয়ে ফের পথ অবরোধ করেন তারা। তাতে ব্যাপক নাজেহাল হন নিত্য যাত্রীরা। তবে বেশ কিছু ক্ষন অবরোধ চলার পর আরামবাগ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 22, 2026 11:26:23
Howrah, West Bengal:গতকাল পুলিশি নিগ্রহের প্রতিবাদে హাওড়া మయదানে ಆಶా εργी้ม বিক্ষোভ এবং মিছিল। আজ বিকালে আশা कर्मীরা শরৎ সদন গেটে জড়ো হন। তাদের হাতে ছিল ধিক্কার লেখা পোস্টার। তারা স্লোগান দিতে থাকেন।আজ লাগাতার কর্ম বিরতি করে তারা। আশা कर्मীরা জানিয়েছেন যেভাবে গতকাল পুলিশ তাদের রেলস্টেশন, বাসস্ট্যান্ডে অথবা রাস্তায় হেনস্তা করেছে তারই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছেন। আগেই স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা হয়েছিল। সেই মতো গতকাল গোটা রাজ্য থেকে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছে। কিভাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আশা কর্মীদের সব দেওয়া হয়েছে। তারা বলেন এই বাজারে মাসিক পারিশ্রমিক ৫২৫০ টাকায় কি সংসার চলে ? কেন মাসের পর মাস তাদের উৎসাহ ভাতা বকেয়া রাখা হবে? তাই ৮ দফা দাবির ভিত্তিতে তাদের কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবির মান্যতা দেয়। তবে আশা কর্মীরা জানিয়েছেন গতকাল আন্দোলনের ফলে রাতের মধ্যেই তাদের দু মাসের বকেয়া উৎসাহ ভাতার টাকা পেয়ে গেছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Jan 22, 2026 10:32:43
Chinsurah, West Bengal:চন্ডীতলা ২ বিডিও অফিসের পিছনে পরে রয়েছে গোছা গোছা ভোটার কার্ড! এসআইআর পর্ব চলছে এই সময় বিডিও অফিসে এত এপিক কার্ড পরে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়ায়। যদিও চন্ডীতলা বিডিও অফিস সূত্রের দাবী, এগুলো সব বাতিল এপিক কার্ড। চন্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ প্রবীণ ঘোষ বলেন,বিডি অফিসের পিছন দিকে যে এপিক কার্ডগুলো পাওয়া গিয়েছে এগুলো সব বাতিল কার্ড।যারা মৃত ভোটার বা ডিজিটাল কার্ড হয়ে গেছে তারা এপি কার্ডগুলো জমা দিয়ে গেছে।এই কার্ডগুলো আমরা মাটির তলায় পুঁতে দিয়েছিলাম।সেই জায়গাটা অসমান ছিল এস আই আর শুনানির জন্য হয়তো মাটিটা সরিয়েছে তাই কার্ডগুলো বেরিয়ে পড়েছে।যেহেতু অশোক স্তম্ভ আছে তাই কার্ডগুলো আমরা পোড়াতে পারিনি।তাই মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল।তার মধ্যে কয়েকটা হয়তো বেরিয়ে পড়েছে।এতে সাধারণ মানুষের কোন অসুবিধা হবে না।
0
comment0
Report
BMBiswajit Mitra
Jan 22, 2026 10:32:25
Ranaghat, West Bengal:আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন রাজ্যজুড়ে আশা কর্মীদের উপর পুলিশ নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার ‘ধিক্কার দিবস’ পালন করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। এদিন আশা কর্মীরা নদিয়ার রাণাঘাট জিআরপি মোড়ের সামনে সংগঠনের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে তাঁরা প্রতিবাদ জানান। পোস্টারে উল্লেখ করা হয়, “রাজ্যজুড়ে আশা কর্মীদের উপর পুলিশ নির্যাতনের প্রতিবাদে ধিক্কার দিবস।” পাশাপাশি দাবি তোলা হয়, সন্ত্রাস বন্ধ করে অবিলম্বে আলোচনায় বসতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই আশা কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু তার বদলে পুলিশি দমন ও নির্যাতনের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। বাইট তোতা সরকার (বিক্ষোভকারী, আশা কর্মী)
0
comment0
Report
STSrikanta Thakur
Jan 22, 2026 10:17:24
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 10:10:46
Dihierench, West Bengal:एसआईआर আতঙ্কे মৃত্যুর অভিযোগ पूर्व মেদিনিপুর के कांठी के देशप्रাণ ब्लॉक की বসন্তীয়া क्षेत्र के मক্তब पूर्व बूथ के निवासी Самсун বিবির एसआईआर আতঙ্কে মৃত্যু के অভিযোগ উঠল। মৃতার आत्मীয় শেখ নুর ইসলাম ने कहा कि समसुन বিবির परिवार के तीन सदस्य एसআইआर के नोटিস पেয়েছিল। परिवार के কাছে माध्यमिक সার্টिफिकेट या কমিশনের मांग की एकाधिक নথियाँ नहीं रहने के कारण भविष्य लेकर अत्यंत चिंतित بودند তিনি। গ্রামের लोगों को क्या करेंगे, बच्चों को क्या होगा—इस मानसिक दबाव में अंततः হৃদरোগ से मृत्यु हो गई বলে অভিযোগ। घटना के केंद्र में क्षेत्र में तीव्र नाराज़गी है। स्थानीय लोग और तृणमूल कांग्रेस ने पक्ष से विरोध दर्ज किया है। क्षेत्रीय तृणमूल नेता तरुण जाना ने कहा, इस क्षेत्र में तीन बूथों में लगभग 1400 लोगों को नोटिस दिया गया है। उनका आरोप है कि यह बीजेपी की योजना है।
0
comment0
Report
KMKIRAN MANNA
Jan 22, 2026 10:10:27
Dihierench, West Bengal:*নন্দীগ্ৰামে শুভেন্দুর ধর্মীয় র‍্যালি* সকাল থেকে ২৫ হাজার সনাতনী হিন্দু ধর্মীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন। সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ করতে এবং মৌলবাদ ও জেহাদীদের ধ্বংস করতে। দীর্ঘ তিন কিলোমিটার পথ অতিক্রান্তের পর মহাদেব মন্দির প্রাঙ্গণে মাঠে একটি জনসভা হবে সেটি ধর্মীয় জনসভা তারপর প্রসাদ ভক্ষণ করবেন ভক্তরা। আইপ্যাক ইডি আবহে আজ রাজ্যে আসছেন ই ডি কর্তা এই প্রসঙ্গে বললেন আমার জানা নেই। বি এল ওকে হুমকি নিয়ে বললেন-- আখরুজ্জামানের মাথা খারাপ হয়ে গেছে, ও হারবে এবারে। রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ক্যাটকে সুপারিশ জানাতে হবে।----এই প্রসঙ্গে বললেন এটা রাজ্যের বুঝবে, ক্যাটের অর্ডার মানবে কিনা, তারা হায়ার কোর্টে যাবে কিনা! এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার এ বিষয়ে কোন মন্তব্য নেই। এত বড় রাজ্যে স্থায়ী ডিজি দরকার, দীর্ঘ এক বছর ধরে অস্থায়ী ডিজি দিয়ে চালানো হচ্ছে। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুর জেলায় এসপি নেই, এসপি ইনচার্জ দিয়ে চালাচ্ছে এত বড় জেলা। নন্দীগ্রামে পদযাত্রা থেকে বললেন শুভেন্দু অধিকারী。 ওয়ান টু ওয়ান শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
Advertisement
Back to top