Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बिसरहाट टाउनहॉल से प्रदर्शन: मजदूरों के हित के लिए CPI(ML) Liberation का विरोध

BBBimal Basu
Jan 22, 2026 11:46:51
Basirhat, West Bengal
লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের শুনানিতে ডেকে এনে হয়রান করা হচ্ছে এরই প্রতিবাদে আজ বসিরহাট টাউনহল থেকে প্লাকার্ড হাতে মিছিল করে বসিরহাট এক নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিআই এম এল লিবারেশন পাটির নেতা কর্মীরা। বিক্ষোভের শেষে এক স্মারকলিপি তুলে দেয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে। বিমল বসু বসিরহাট
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Jan 22, 2026 13:22:32
Jalpaiguri, West Bengal:আশা কর্মীদের ওপর পুলিশের অভব্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদে আশা কর্মীরা জলপাইগুড়ি কোتوয়ালি থানায় বিক্ষোভে শামিল। আশা কর্মীদের ওপর পুলিশের অভব্য আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বামপন্থী আশা কর্মীদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্তব্যরত অবস্থায় আশা কর্মীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও নিন্দনীয়। এদিন থানার সামনে জড়ো হয়ে তাঁরা স্লোগান দেন এবং ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি, আশা কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি ওঠে।
0
comment0
Report
CDChittaranjan Das
Jan 22, 2026 12:47:58
Durgapur, West Bengal:বকেয়া মজুরির দাবিতে উত্তাল কারখানা চত্বর। বুধবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার জাঠগড়িয়া পেপার মিলের gate-র সামনে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভে ফেটে পড়े শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে প্রতিবাদ, যার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। এদিন সকাল থেকেই একাধিক শ্রমিক কারখানার প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, প্রায় আড়াই মাস ধরে তাঁদের মজুরি দেওয়া হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি ঠিকাদার বদল হওয়ায় কোনও পূর্ব নোটিস ছাড়াই তাঁদের কাজ থেকেও বসিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা, এমনই অভিযোগ শ্রমিকদের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ন্যায্য দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান। শ্রমিক সংগঠনের এই আশ্বাসে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিক্ষোভকারী শ্রমিক সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত তাঁদের বকেয়া মজুরি মেটানো না হলে এবং পুনরায় কাজে ফেরানোর ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মা মাটি মানুষের সরকার শ্রমিকদের পাশে আছে। সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। তারপরেও যদি আড়াই মাস ধরে মজুরি না দেওয়া হয় শ্রমিকদের তাহলে তো সমস্যা হবেই। তবে কেন দেওয়া হচ্ছে না মজুরি সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি। যদিও এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চায় নি কারখানা কর্তৃপক্ষ।
0
comment0
Report
BBBimal Basu
Jan 22, 2026 12:33:52
Basirhat, West Bengal:আশা কর্মীদের হেনস্থা ও আটকে রাখার ঘটনার প্রতিবাদ জানাতে মিনাখাঁয় আশা কর্মীরা বিক্ষোভ। গতকাল একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান ডাক দেওয়া হয়েছিল আশা কর্মীদের। সেই স্বাস্থ্য ভবন অভিযানে যাতে আশা কর্মীরা যেতে না পারে তার জন্য মিনাখাঁও আশাকর্মীদের কলকাতার স্বাস্থ্য ভবনে যাওয়ার বাধা দেয়া হয়; তাদের দীর্ঘক্ষণ থানায় আটকে রাখা হয়। পাশাপাশি যে সব আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিল তাদেরকে নানান রকম ভাবে হেনস্তা করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে থানার সামনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদ জানায় আশাকর্মীরা।
0
comment0
Report
NHNantu Hazra
Jan 22, 2026 12:33:29
Salt Lake City, Utah: The tension surrounding the Asha workers' raid on the health building, the police started arresting them before they entered the health building. আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, স্বাস্থ্য ভবনে ঢোকার আগেই পুলিশ ধরপাকড় শুরু করে। আশা কর্মীদের জন্য মাসিক ন্যূনতম মজুরি ১৫০০০ টাকা, ***ইন্সেন্টিভ সহ সমস্ত বকেয়া প্রদান ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ, ***সরকারি ছুটি যেগুলো আছে সেই ছুটি দিতে হবে। ***কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। এই দাবী নিয়ে তাদের স্বাস্থ্য আধিকারিকদের সাথে বৈঠক হওয়ার কথা। কিন্তু তার আগেই দেখা যায় বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য ভবন ঘিরে ফেলে। এর পর আশা কর্মীরা আসতে শুরু করলেই তাদের আটক করা হয়।
0
comment0
Report
STSrikanta Thakur
Jan 22, 2026 12:32:14
Dinajpur, Rangpur Division:বুনিয়াদপুরে ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর: জেলা সফরের প্রথম দিনেই বুনিয়াদপুরে রাজনৈতিক আক্রমণে ঝাঁঝ বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার। বুনিয়াদপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’য় প্রকাশ্য সমাবেশে তিনি আগামী বিধানসভা নির্বাচনে হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভা জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। সমাবেশ থেকে হরিরামপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সুকান্ত। খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদন কাটিং লিফলেট আকারে ছাপিয়ে বিজেপির তরফে চার্জশিট প্রকাশ করা হয়। রেল প্রকল্প ও রেলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম ইস্যু হবে বলেও জানান তিনি। রাজ্য monarch মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “অগ্নিকন্যা থেকে এখন তিনি ঘুগনি কন্যায় রূপান্তরিত হয়েছে।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “একমাত্র বিজেপিই পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করাতে।” তাঁর দাবি, ইডির ভয়ে অভিষেক কলকাতা ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও সুকান্ত মজুমদার বলেন, এসআইআর প্রক্রিয়া পিছিয়ে গেলে রাজ্যে ভোট প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে। এমনকি প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সভা ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়。
0
comment0
Report
BSBhabananda Singha
Jan 22, 2026 12:31:00
Dinajpur, Rangpur Division:২২ জানুয়ারি স্ত্রীর SIR হেয়ারিং নোটিশ পাওয়ার পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী চান্দু সরকার। ভিন রাজ্যের শ্রমিক চান্দুর বয়স আনুমানিক ৫১। বাড়ি ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের মুরালি পুকুর গ্রাম। স্ত্রী জিন্নাতুন বিবির SIR হেয়ারিং নোটিশ পাওয়ায় বৃহস্পতিবার হেয়ারিং যাওয়ার কথা ইটাহার হাই স্কুলের ক্যাম্পে। ইতি মধ্যে সকাল থেকে চান্দু government কে বাড়িতে না দেখতে পাওয়ায় বাড়ি থেকে ডিল ছোরা দুরত্বে বাগানে চান্দু সরকারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দাদার দাবি SIR-এ স্ত্রীর নোটিশ পাওয়ায় ভাই আতঙ্কে আত্মহত্যা করেছে। মৃত্যুর ঘটনার পর ইটাহার হাইস্কুলে হেয়ারিং ক্যাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। ভাংচুর চালানো হয় চেয়ার টেবিলে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় হেয়ারিং। ঘটনাস্থলে আসেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, সহ জেলায় উচ্চ পর্যায়ের অফিসারসহ বিশাল পুলিশ বাহিনি। এদিন মৃত দেহ নিয়ে সাধারণ মানুষ ইটাহারের চৌরাস্তায় ১২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। সামিল হন বিধায়ক মোশারফ হোসেনও। সবমিলিয়ে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক ও ইটাহার হাইস্কুলে হেয়ারিং ক্যাম্প চালু হয়। বিধায়ক মোশারফ হোসেন এই বিষয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে দোষারোপ করেন। অন্য দিকে মৃতের কাকার দাবি তৃণমূল ও বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রান করছে।
0
comment0
Report
MMManoj Mondal
Jan 22, 2026 11:47:52
Kolkata, West Bengal:মধ্যমগ্রামের দিগবেরিয়ায় একটি রঙের কারখানায় বিধংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন ওই কারখানার ভেতর থেকে কালো ধোয়া বার হতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনেতে আনতে দমকলকে ফোম ব্যবহার করতে হয়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এই কারখানার আশেপাশে প্রচুর বসতবাড়ি থাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রনতে আনে । তবে এই রং এর কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে অতি দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কিসের থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এবং কারখানার ভেতরে যে সমস্ত কর্মীরা ছিল তারা তৎপরতার সাথে সাথে কারখানার ভেতর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোন খবর নেই.
0
comment0
Report
BSBarun Sengupta
Jan 22, 2026 11:47:15
Barrackpore, Kolkata, West Bengal:তৃণমূলের দাদাগিরি বন্ধ হতে বসেছে সরস্বতী পুজো। কামারহাটি ৩০ নম্বর ওয়ার্ড নন্দননগর সুভাষপল্লী (উত্তর) সরস্বতী পূজো নিয়ে সার্বজনীন মন্দিরে পড়লো তালা। এলাকায় উত্তেজনা। আগামীকাল সরস্বতী পুজো তারি মাঝে কামারহাটি ৩০ নম্বর ওয়ার্ডে চন্দননগর সুভাষপল্লীতে বেলঘড়িয়া সার্বজন শ্রী শ্রী দুর্গাচক সোসাইটি মন্দিরে তৃণমূলের গতিদ্বন্দ্বের ফলে মন্দিরে তালার উপর তালা ঝোলাল এলাকার বাসিন্দারা। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন আচার্য তার কাছে সমাধান চাইতে গেলে তিনি বলেন তালা না খুলতে দিলে বাইরে পূজো করো। যা টাকা লাগবে আমি দেবো। সমাধান তিনি করতে পারিনি এই নিয়ে কাউন্সিলের ওপর ক্ষিপ্ত হয় পালার মহিলারা। কাউন্সিলর বিরুদ্ধে এই অভিযোগ করলেন পাড়ার মহিলারা। পাড়ার মহিলারা অভিযোগ করেন পূজো কমিটির সেক্রেটারি তিনি পূজো নিয়ে বিবাদ করেন। সীতানাথ পাল, মৃন্ময়ী বিশ্বাস, শংকর পাল এই তিনজনের ওপর পূজনীয় অভিযোগ জানান পাড়ার মহিলারা। পুজোর সমস্যা, মিটাতে আসেন বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনা स्टলে পরিস্থিতি দেখে পুলিশ মীমাংসার জন্য দুপক্ষকে থানায় দেখেছেন। পূজা মন্ডপের পাশে গাছ কাটা ও লাগানো নিয়ে অভিযোগ উঠেছে এই নিয়ে গাছ লাগানো নিয়ে কেস করা হয়। পাড়ার লোকের একটাই দাবি যদি আমরা মন্দিরে পূজা করতে না পারলে বাকিরা মন্দির পূজা করতে পারবেনা তাদের দাবি মন্দির সকলে সকলে মিলে সুস্থ সমাধান মধ্য দিয়ে এই পুজো সকলেই আনন্দে মেতে উঠুক। তাদের একটাই দাবি সমাধানে ব্যর্থ কাউন্সিলার। 220126_BKP_KAMARHATI 2C TE
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Jan 22, 2026 11:26:44
Arambag, West Bengal:আরামবাগঃ২২ জানুয়ারি ২১ জানুয়ারি কলকাতায় আশা কর্মীদের হেনস্থা, অত্যাচার ও বিভিন্ন এলাকায় আশাকর্মীদের আটকে দেওয়ার প্রতিবাদে ও বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এদিন আরামবাগ কলকাতা রাজ্য সড়কে অবরোধ করেন। এর পাশাপাশি এই রাজ্য সড়কেই তারা মিছিল করেন। গোটা আরামবাগ এলাকার শতাধিক আশাকর্মী এই মিছিল করেন। তাদের স্লোগান ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। স্লোগান ছিল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বিরুদ্ধেও স্লোগান দেন আশা কর্মীরা তারা, বলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্যের কথা আমরা মানছি না মানব না। এরকমই স্লোগান ছিল। এদিকে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ধরে মিছিল করা হয়। মিছিল চলে দুই কিমি রাস্তা ধরে। মায়াপুর চৌমাথায় গিয়ে ফের পথ অবরোধ করেন তারা। তাতে ব্যাপক নাজেহাল হন নিত্য যাত্রীরা। তবে বেশ কিছু ক্ষন অবরোধ চলার পর আরামবাগ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Jan 22, 2026 11:26:23
Howrah, West Bengal:গতকাল পুলিশি নিগ্রহের প্রতিবাদে హাওড়া మయదানে ಆಶా εργी้ม বিক্ষোভ এবং মিছিল। আজ বিকালে আশা कर्मীরা শরৎ সদন গেটে জড়ো হন। তাদের হাতে ছিল ধিক্কার লেখা পোস্টার। তারা স্লোগান দিতে থাকেন।আজ লাগাতার কর্ম বিরতি করে তারা। আশা कर्मীরা জানিয়েছেন যেভাবে গতকাল পুলিশ তাদের রেলস্টেশন, বাসস্ট্যান্ডে অথবা রাস্তায় হেনস্তা করেছে তারই প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছেন। আগেই স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা হয়েছিল। সেই মতো গতকাল গোটা রাজ্য থেকে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছে। কিভাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আশা কর্মীদের সব দেওয়া হয়েছে। তারা বলেন এই বাজারে মাসিক পারিশ্রমিক ৫২৫০ টাকায় কি সংসার চলে ? কেন মাসের পর মাস তাদের উৎসাহ ভাতা বকেয়া রাখা হবে? তাই ৮ দফা দাবির ভিত্তিতে তাদের কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবির মান্যতা দেয়। তবে আশা কর্মীরা জানিয়েছেন গতকাল আন্দোলনের ফলে রাতের মধ্যেই তাদের দু মাসের বকেয়া উৎসাহ ভাতার টাকা পেয়ে গেছেন।
0
comment0
Report
Advertisement
Back to top