Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

12 नंबर राजमार्ग के पास चुनाव पहचान पत्र मिले; हड़कंप, जांच शुरू

BMBiswajit Mitra
Dec 10, 2025 05:18:14
Ranaghat, West Bengal
১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয় পত্র। এদিন এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। জানা যায় আজ সকালে পথ চলতি সাধারণ মানুষ ১২ নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনায় বস্তার মধ্যে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয় পত্র। সূত্রের খবর এই নির্বাচন পরিচয় পত্র গুলো নদিয়া জেলার নয় উওর ২৪ পরগনার। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তবে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কে বা কারা এই বস্তা গুলো ফেলে গিয়েছে উঠছে প্রশ্ন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , আর তার আগেই উদ্ধার उत्तर ২৪ পরগনার জেলার ভোটার পরিচয় পত্র নদিয়ার ফুলিয়া উদয়পুর ১২ নম্বর জাতীয় সড়কের পাশে। যদিও তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী সকলের আগে এই ধরনের ঘটনা বিজেপির চক্রণ। বিজেপি অবশ্য জানান এই কারণেই এসআইআর এর প্রয়োজন ছিল। না হলে বসিরহাটের পরিচয় পত্র এভাবে এখানে পড়ে থাকবে কেন। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা কোথা থেকে ফেলল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ 1. তপন সরকার তৃণমূল নেতা 2. সোমনাথ কর বিজেপি মুখপাত্র রানাঘাট দক্ষিণ জেলা 3. স্থানীয় বাসিন্দা 4. স্থানীয় বাসিন্দা
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Dec 10, 2025 06:38:25
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে উদ্বোধন হলো কলকাতা_police পুলিশের আরও একটি নতুন থানা。 ভাঙ্গরে কলকাতা पुलिस দায়িত্ব নিলেও পঞ্চায়েত ভোট থেকে একাধিক খুন হয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। এর দায় বিধায়ক নওসাদ সিদ্দিকীর দাবী শওকতের。 ভাঙ্গড়ে কলকাতা পুলিশরের আরও একটি নতুন থানার শুভ উদ্বোধন হলো। ভাঙ্গড় ডিভিশনের আন্তর্গত মাধবপুর থানার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। এই উদ্বোধনের মধ্য দিয়ে ভাঙ্গড় এলাকায় কলকাতা পুলিশ_thা থানার সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। এর আগে পর্যায়ক্রমে ভাঙ্গড় থানা, চন্দনেশ্বর থানা, উত্তর কাশিপুর থানা ও পোলেরহাট থানা চালু হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ভাঙ্গড় এলাকার আইন-শৃঙ্খলা আরও মজবুত করতে খুব শীঘ্রই আরও দুটি নতুন थানা চালু করা হবে। সম্ভাব্য এই দুটি থানা হলো বিজয়গঞ্জ থানা এবং হাতিশালা থানা。
86
comment0
Report
ABArup Basak
Dec 10, 2025 05:46:59
Mal Bazar, West Bengal:টানা ১৭ দিন শ্রমিকদের অনশন চলার পর অবশেষে মহকুমা শাসকের উদ্যোগে সমস্যার জট কাটলো। বুধবার থেকে সচল মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া বাগড়া-কোট চা বাগান। মাল ব্লকের কালিম্পং জেলা লাগোয়া রয়েছে বাগড়া-কোট চা বাগান। প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত রয়েছে এই চাবাগানে। শ্রমিকদের ৫টি পাক্ষিক মজুরি বকেয়া হয়ে গিয়েছিল। সেই সাথে বোনাসের টাকাও পাওনা ছিল। মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিভিন্ন মহলে আবেদন করলেও কোন ফল না পেয়ে অবশেষে গত ২৪ নভেম্বর থেকে কারখানার গেটের সামনে অনশন শুরু করে। অনশন মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সমবেদনা জানান। কিন্তু, তাতে জট কাটছিল না। গত ৩রা ডিসেম্বর ত্রিপাক্ষিক বৈঠকে মালিক পক্ষ দুটি পাক্ষিক মজুরি দেওয়ার কথা জানালে শ্রমিকরা তা মানতে চাইনি। টানা ১৫ দিন অনশন চলার পর সোমবার চা বাগানে শ্রমিকরা মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং পরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেয়। ঘটনার গুরুত্ব বুঝে মাল মহাকুমা শাসক উৎকর্ষ খন্ডাল সমস্যা মেটাতে উদ্যোগ নেন। মহকুমা শাসকের উদ্যোগে মঙ্গলবার বিকেল পর্যন্ত মাল মহকুমা শাসক এর দপ্তরে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে আই টি পি এ'র সচিব রামঅবতার শর্মা, শ্রমিক সংগঠন গুলির প্রতিনিধিরা। বৈঠক শেষে মহকুমা শাসক উৎকর্ষ খন্ডাল বলেন, সমস্যা মিটতে চলছে। মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে চুক্তি হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের বুধবার বকেয়া দুটি পাক্ষিক মজুরি দিয়ে দেবে। শ্রমিকরা কাজ যোগ দেবে। অপর একটি পাক্ষিক মজুরি আগামী ১৭ তারিখ দিয়ে দেবে। বোনাস অন্যান্য দাবি সহ স্টাফদের যে বকেয়া রয়েছে সেই বিষয়ে এ মাসেই চা বাগানে দ্বিপাক্ষিক বৈঠকে মিমাংসা করা হবে। রামঅবতার শর্মা বলেন, খুবই আন্তরিক পরিবেশের মধ্যে আলোচন হয়েছে। মালিকপক্ষ আগামীকাল দুটি পাক্ষিক মজুরি শ্রমিকদের দিয়ে দেবে। ওপর একটি পাক্ষিক মজুরি ১৭ ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবে। বোনাস ও স্টাফদের বকেয়া নিয়ে এ মাসের মধ্যেই বৈঠক করে মীমাংসা করা হবে। সিপিএম এর শ্রমিক নেতা পবন প্রধান বলেন, আলোচোনা মহকুমা শাসকের উদ্যোগে ভালোই হয়েছে। চা বাগানের পরিবেশ যত তাড়াতাড়ি সচল ও স্বাভাবিক হয় সেই আশা করি। বাগড়া-কোট অঞ্চল তৃনমূলের সভাপতি রাজের ছেত্রী জানান, বৈঠক আশাপ্রদ হয়েছে। এই বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। বিজেপি শ্রমিক নেতা লরেন্তুষ লাকড়া বলেন, বুধবার থেকে শ্রমিকেরা আবার কাজে যোগ দেওয়ায় আমরা খুশি। দ্রুত শ্রমিকদের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া হোক।
189
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 10, 2025 04:45:15
Baruipur, West Bengal:২৫ জন অসহায়ের দায়িত্ব সামলে চলেছেন অসহায় গৃহবধু ক্যানিংয়ে। ,ক্যানিং - তিনি নিজেই স্বাবলম্বী নন,অসহায়,আর্থিক সচ্ছলতা নেই তাস্বত্বে ও মানবিক মানবতার ডাকে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন নি। ফলে সমস্ত বাধা উপেক্ষা করে তিনি নিজের কাঁধে দায়িত্বভার নিয়েছেন ২৫ জন অসহায় মানুষের। শুধু অসহায় বললে ভুল বলা হবে। যাদের আশ্রয় খোলা আকাশের নীচে,কখনও ষ্টেশনে বা রাস্তার ফুটপাথে। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভবঘুরে।প্রত্যেক দিন তাদের দুপুরের আহার তুলে দেন ক্যানিংয়ের ঘোষ পাড়ার গৃহবধু তাপসী পাল। প্রতিদিন সকালে পরিবারের সমস্ত দায়িত্ব সামলে সকাল দশটার মধ্যে রান্না করে নেন। এরপর ভাত,তরিতরকারি,পানীয় জল এবং খাবার থালা ব্যাগে ভরে বেরিয়ে পড়েন ক্যানিং ষ্টেশন সংলগ্ন এলাকায়।রোদ ঝড় জল উপেক্ষা করে দুপুর বারোটার সময় খাবার পৌঁছে দেন ওই বধু। এই রুটিনের কোনদিনও অন্যথা হয়নি।অসহায় কচি-কাঁচা,বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতিদিনই তাপসী’র অপেক্ষায় চাতকের মতো প্রহর গুনতে থাকেন। জানা গত প্রায় মাস তিনেক আগে ক্যানিং এবং তালদিতে ওই বধুকে হাতে পাবে জড়িয়ে ধরেন কয়েকজন ক্ষুধার্ত ভবঘুরে। বিড়ম্বনায় পড়েন ওই বধু। সামান্য কিছু টাকা ভবঘুরেদের হাত দিয়ে চলে আসেন। পরবর্তী সময়ে সেই কথা তিনি ভুলতে পারছিলেন না। এরপর গত প্রায় দুমাস আগে নিজেই উদ্যোগ গ্রহন করেন। যেন তেন প্রকারে অসহায় ভবঘুরেদের কে দুপুরের আহার তিনিই যোগাবেন। এরপর স্বামীর সাথে একপ্রস্থ আলোচনা।শুরু করেন কর্মযঞ্জ।দীর্ঘ প্রায় দুমাস চলছে। তাঁর আপেক্ষ তিনি এই কাজ সমানে চালিয়ে যাবেন। তবে কেউ কোরভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ক্যানিংয়ের পাশাপাশি তালদি স্টেশন সংলগ্ন এলাকার অসহায় মানুষের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে এলাকারই বিশিষ্টরা বধুর এমন মানবিক কাজ কে কুর্ণিশ জানিয়েছেন।
183
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 10, 2025 04:17:56
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকোপার্ক—এক সময় ছবির মতো সাজানো ছিল যে পার্কটি, আজ তা রক্ষণাবেক্ষণের অভাবে আগাছার জঙ্গলে ঢেকে ভগ্নদশায় দাঁড়িয়ে। একদিন যেখানে পরিবার নিয়ে ঘুরতে যেতেন স্থানীয়রা, আজ দিনের আলোতেও সেখানে ঢুকতে সাহস পান না আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ—পার্কটি এখন সমাজবিরোধীদের আড্ডাখানা, নেশার আসর। গোটা পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য মদের খালি বোতল, প্লাস্টিক, ছেঁড়া কাগজ আর আবর্জনার স্তুপ। পরিবেশের মনোরম সৌন্দর্যকে ঢেকে দিচ্ছে নোংরা আবর্জনা। তবু একসময় এই পার্কের ছিল অন্য রূপ। শাল–সেগুনের ঘন সবুজের মধ্যে ছিল প্রকৃতির কোলে সাজানো টলটলে লেক। বোটিংয়ের ব্যবস্থা, লেকের ধারে বসার শেড, উপরের দিক থেকে প্রকৃতি উপভোগের জন্য ওয়াচ টাওয়ার—সবই ছিল দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ। শীতকাল জুড়ে লেক ভরতি থাকত পরিযায়ী পাখির কলতানে। বনভোজনে আসা পরিবারদের জন্য ছিল এক অনন্য আনন্দের জায়গा। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে ইকোপার্কটি। বড় আঘাত আসে ৩ ফেব্রুয়ারি ২০২৩—পার্কের লেকে পড়ে দুই পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এরপরই বনদপ্তর জায়গাটি ‘সিল্ড’ করে দেয়। সেই থেকে অবহেলা যেন আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, ইকোপার্কটি দ্রুত সংস্কার করা হোক। সিকিউরিটির ব্যবস্থা ও নিয়মিত নজরদারি চালু হলে আবারও ভিড় বাড়বে পর্যটকদের। এতে এলাকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনই প্রকৃতির কোলে ফিরে পাওয়া যাবে আগের সেই সৌন্দর্যও। কিন্তু বনদপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। তাঁদের কথায়—“বনদপ্তর আর প্রশাসন একটু নজর দিলে পার্কটি নতুন করে গড়ে উঠবে। আবার প্রাণ ফিরে পাবে দুর্গাহুড়ির ইকোপার্ক।” একসময় ব্লকের গর্ব ছিল এই পার্ক। এখন তা প্রতিদিনই হারিয়ে যাচ্ছে অবহেলার অন্ধকারে। স্থানীয়দের আশা—সঠিক উদ্যোগে হয়তো আবার একদিন টলটলে লেকের ধারে জমবে সেই পুরোনো পিকনিকের হাসিখুশি ভিড়, পরিযায়ী পাখির ডানা মেলার দৃশ্য। ইকোপার্কের পুনর্জন্ম এখন শুধুই সময়ের অপেক্ষা।
164
comment0
Report
MDMritunjay Das
Dec 10, 2025 04:05:52
Bankura, West Bengal:জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে এ বছর পূণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে জয়রামবাটি শুরু হলো দ্বিতীয় বর্ষের সারদা মেলা। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রীশ্রী মা সারদা দেবীর। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন তিনি। কামারপুকুরের আদলে জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন আমোদর নদ এলাকার তীরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই সারদা মেলা। আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মেলা, যা চলবে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন জানান, দীর্ঘদিন ধরেই জয়রামবাটিবাসীর দাবি ছিল মা সারদার নামাঙ্কিত একটি মেলার। মা সারদা দেবীর জন্মতিথিকে কেন্দ্র করে সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই মেলায় এ বছর আগের তুলনায় জাঁকজমক অনেকটাই বেড়েছে। উদ্বোধনী দিনে জয়রামবাটি মাতৃমন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ঠাকুর, মা সারদা ও স্বামীজীর প্রতীকৃতি সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হয় মেলা প্রাঙ্গণে। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শোভাযাত্রায় পা মেলান। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে এ বছর হরিদ্ব Burgundy থেকে আসা সাধুদের অংশগ্রহণেAmodar নদে বিশেষ গঙ্গারতি আয়োজন করা হয়েছে। মা সারদা দেবী আমোদর নদকে ‘গঙ্গা’ বলতেন, সেই স্মৃতিকে স্মরণ রেখেই এই বিশেষ আয়োজন। মেলার শুভ উদ্বোধন করেন জয়রামবাটি মাতృমন্দিরের মহারাজজি। উপস্থিত ছিলেন কোতুলপুরের বিডিও, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। জয়রামবাটি শাখা রামকৃষ্ণ, বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী প্রভুত্বানন্দ মহারাজ জানান, গত বছরের তুলনায় এ বছর মেলার জাঁকজমক, দোকানের সংখ্যা এবং মানুষের উৎসাহ সবই বেড়েছে। তিনি বলেন, কামারপুকুরে দীর্ঘদিন ধরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মেলা হলেও জয়রামবাটিতে মা সারদার জন্মতিথিতে এমন একটি মেলার অভাব ছিল। সেই অভাব পূরণ হওয়ায় সকলের কাছেই এটি অত্যন্ত আনন্দের বিষয়। মেলার ক’দিন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মা সারদা দেবীর জন্মতিথিকে কেন্দ্র করে জয়রামবাটিতে এই সারদা মেলা ক্রমশই একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হচ্ছে বলে মত আয়োজক ও দর্শনার্থীদের।
140
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 10, 2025 04:05:32
Rajpur Sonarpur, West Bengal:বারুইপুর বাইপাসে ফের ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় পুকুরে গড়াল ছোট হাতি রাতের বারুইপুর বাইপাসে ফের ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিকে। সংঘর্ষের জেরে ছোট হাতিটি নিয়ন্ত্রন হারিয়ে বাইপাসের পাশের পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালঞ্চের কাছে ছোট হাতিটি দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় কলকাতার দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রকটি সরাসরি ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই দুটি গাড়িই ছিটকে পড়ে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ আহত বা হতাহত হননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর ট্রাফিক গার্ডের ওসি এবং সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বড় বাজার থেকে মাল নিয়ে রায়দিঘির উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকচালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দুটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং চালক কোথায়, তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ。
137
comment0
Report
CDChampak Dutta
Dec 10, 2025 04:04:37
Kaji Chak, West Bengal:মেদিনীপুর বাস স্ট্যান্ড চত্বর পরিদর্শন করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তারা এলাকায় গিয়ে দেখেন বাসস্ট Stand চত্বর অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। নর্দমা পরিষ্কার না করায় নর্দমার নোংরা জল উঠে চলে এসেছে রাস্তায়। সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাস যাত্রীদের। সেই সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যাও। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, আমরা দেখে গেলাম বাসস্ট্যান্ডের পরিস্থিতি, অতি দ্রুততার সঙ্গে শুরু করা হবে কাজ। এদিন স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেও তাদেরকে বলা হয় তারা যাতে দোকানগুলিকে সংকুচিত করে। কারণ রাস্তার উপরে দোকান বেড়ে থাকায় বাস ঢোকা বেরোনোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি দেখা হয় বাসের টাইম টেবিল মত নিয়ম মেনে বাস চলাচল করছে কিনা।
207
comment0
Report
BMBiswajit Mitra
Dec 10, 2025 03:17:53
Ranaghat, West Bengal:সরকারি সম্পত্তি চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তদন্তের দাবি স্থানীয়দের。 নদীয়ার ধানতলা থানার হিজুলি কালিতলা এলাকায় মডার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের একসময়ের পাওয়ার লুমকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বহু বছর ধরে এখানে সুতো উৎপাদন হত এবং গরিব প্রান্তিক তাঁতিদের সরকারি দামে সুতো সরবরাহ করা হত। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে না পেরে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে কো-অপারেটিভের প্রায় ৬৮,৩২০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে। অভিযোগ, সম্প্রতি রাতের অন্ধকারে এক শ্রেণির জমি-মাফিয়া পুরো কারখানার ইট, যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে বিক্রি করে দিয়ে মিলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলা জমিতে পরিণত করার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন কর্মরত বাসিন্দার দাবি, এই ঘটনায় যুক্ত হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বনাথ দাস। তারা তাঁর বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিশ্বনাথ দাস অবশ্য সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি কখনো কো-অপারেটিভ দেখেননি এবং অন্য ব্যক্তির কাছ থেকে যন্ত্রাংশ কিনেছেন। হিজুলি পঞ্চায়েত প্রধান বলেছেন, পঞ্চায়েতে এমন কোনো অভিযোগ জমা পড়েনি; তবে অনিয়ম প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। সমবায় দপ্তরও তদন্তের আশ্বাস দিয়েছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দুর্নীতির উদাহরণ বলে কটাক্ষ করেছে。
127
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 10, 2025 02:45:15
Baruipur, West Bengal:মাছ ধরার জন্য বচসা,মারধর জখম ১।তদন্তে পুলিশ। ক্যানিং - মাছ ধরা কেন্দ্র করে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো কয়েজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকায়। গুরুতর জখম হয়েছেন ইউনুস লস্কর নামে এক ব্যক্তি। বর্তমান ওই ব্যক্তি অত্যন্ত সংকটজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের আমতলা গ্রামের বাসিন্দা ইউনুস।অসহায় দরিদ্র। প্রতিনিয়ত মাঠেঘাটে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন। یونুস সকালে মাছ ধরতে হাটপুকুরিয়া এক খালে গিয়েছিলেন, অভিযোগ,বাবলু মোল্লা সহ জনাকয়েক যুবক ইউনুস কে বেধড়ক মারধর করে।েমনকি গলায় ক্ষত হয়। মমারধরোর ফলে অচৈতন্য হয়ে পড়ে ওই ব্যক্তি। মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীসাথীরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় আক্রান্তে পরিবারের লোকজন। তারা অচৈতন্য অবস্থায় ইউনুস কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে আক্রান্তের প্রতিবেশীয় মতিয়ার রহমান আখন্দ জানিয়েছেন,ইউনুস খুব গরীব। মাঠেঘাটে জাল পেতে মাছকাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে। এদিন জালপাতার জন্য জায়গা দেখতে গিয়েছিল হাটপুকুরিয়া এলাকায়। সেখানে অতর্কিতে বাবলু মোল্লা ও তার দলবল ইননুস কে বেধড়ক মারধর করে মাঠে ফেলে রেখে যায়। খবর পেয়ে আক্রান্ত কে উদ্ধার করি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য। ঘটনাপ্রসঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ。
238
comment0
Report
Advertisement
Back to top