Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

तृणमूल नेता पर सरकारी संपत्ति चुराने का आरोप, स्थानीय लोग जांच की मांग

BMBiswajit Mitra
Dec 10, 2025 03:17:53
Ranaghat, West Bengal
সরকারি সম্পত্তি চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তদন্তের দাবি স্থানীয়দের。 নদীয়ার ধানতলা থানার হিজুলি কালিতলা এলাকায় মডার্ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের একসময়ের পাওয়ার লুমকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বহু বছর ধরে এখানে সুতো উৎপাদন হত এবং গরিব প্রান্তিক তাঁতিদের সরকারি দামে সুতো সরবরাহ করা হত। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে না পেরে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে কো-অপারেটিভের প্রায় ৬৮,৩২০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে। অভিযোগ, সম্প্রতি রাতের অন্ধকারে এক শ্রেণির জমি-মাফিয়া পুরো কারখানার ইট, যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে বিক্রি করে দিয়ে মিলটিকে সম্পূর্ণ ভেঙে ফেলা জমিতে পরিণত করার ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন কর্মরত বাসিন্দার দাবি, এই ঘটনায় যুক্ত হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বনাথ দাস। তারা তাঁর বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিশ্বনাথ দাস অবশ্য সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি কখনো কো-অপারেটিভ দেখেননি এবং অন্য ব্যক্তির কাছ থেকে যন্ত্রাংশ কিনেছেন। হিজুলি পঞ্চায়েত প্রধান বলেছেন, পঞ্চায়েতে এমন কোনো অভিযোগ জমা পড়েনি; তবে অনিয়ম প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। সমবায় দপ্তরও তদন্তের আশ্বাস দিয়েছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দুর্নীতির উদাহরণ বলে কটাক্ষ করেছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Dec 10, 2025 04:45:15
Baruipur, West Bengal:২৫ জন অসহায়ের দায়িত্ব সামলে চলেছেন অসহায় গৃহবধু ক্যানিংয়ে। ,ক্যানিং - তিনি নিজেই স্বাবলম্বী নন,অসহায়,আর্থিক সচ্ছলতা নেই তাস্বত্বে ও মানবিক মানবতার ডাকে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন নি। ফলে সমস্ত বাধা উপেক্ষা করে তিনি নিজের কাঁধে দায়িত্বভার নিয়েছেন ২৫ জন অসহায় মানুষের। শুধু অসহায় বললে ভুল বলা হবে। যাদের আশ্রয় খোলা আকাশের নীচে,কখনও ষ্টেশনে বা রাস্তার ফুটপাথে। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভবঘুরে।প্রত্যেক দিন তাদের দুপুরের আহার তুলে দেন ক্যানিংয়ের ঘোষ পাড়ার গৃহবধু তাপসী পাল। প্রতিদিন সকালে পরিবারের সমস্ত দায়িত্ব সামলে সকাল দশটার মধ্যে রান্না করে নেন। এরপর ভাত,তরিতরকারি,পানীয় জল এবং খাবার থালা ব্যাগে ভরে বেরিয়ে পড়েন ক্যানিং ষ্টেশন সংলগ্ন এলাকায়।রোদ ঝড় জল উপেক্ষা করে দুপুর বারোটার সময় খাবার পৌঁছে দেন ওই বধু। এই রুটিনের কোনদিনও অন্যথা হয়নি।অসহায় কচি-কাঁচা,বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতিদিনই তাপসী’র অপেক্ষায় চাতকের মতো প্রহর গুনতে থাকেন। জানা গত প্রায় মাস তিনেক আগে ক্যানিং এবং তালদিতে ওই বধুকে হাতে পাবে জড়িয়ে ধরেন কয়েকজন ক্ষুধার্ত ভবঘুরে। বিড়ম্বনায় পড়েন ওই বধু। সামান্য কিছু টাকা ভবঘুরেদের হাত দিয়ে চলে আসেন। পরবর্তী সময়ে সেই কথা তিনি ভুলতে পারছিলেন না। এরপর গত প্রায় দুমাস আগে নিজেই উদ্যোগ গ্রহন করেন। যেন তেন প্রকারে অসহায় ভবঘুরেদের কে দুপুরের আহার তিনিই যোগাবেন। এরপর স্বামীর সাথে একপ্রস্থ আলোচনা।শুরু করেন কর্মযঞ্জ।দীর্ঘ প্রায় দুমাস চলছে। তাঁর আপেক্ষ তিনি এই কাজ সমানে চালিয়ে যাবেন। তবে কেউ কোরভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ক্যানিংয়ের পাশাপাশি তালদি স্টেশন সংলগ্ন এলাকার অসহায় মানুষের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে এলাকারই বিশিষ্টরা বধুর এমন মানবিক কাজ কে কুর্ণিশ জানিয়েছেন।
18
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 10, 2025 04:17:56
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুর্গাহুড়ি ইকোপার্ক—এক সময় ছবির মতো সাজানো ছিল যে পার্কটি, আজ তা রক্ষণাবেক্ষণের অভাবে আগাছার জঙ্গলে ঢেকে ভগ্নদশায় দাঁড়িয়ে। একদিন যেখানে পরিবার নিয়ে ঘুরতে যেতেন স্থানীয়রা, আজ দিনের আলোতেও সেখানে ঢুকতে সাহস পান না আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ—পার্কটি এখন সমাজবিরোধীদের আড্ডাখানা, নেশার আসর। গোটা পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য মদের খালি বোতল, প্লাস্টিক, ছেঁড়া কাগজ আর আবর্জনার স্তুপ। পরিবেশের মনোরম সৌন্দর্যকে ঢেকে দিচ্ছে নোংরা আবর্জনা। তবু একসময় এই পার্কের ছিল অন্য রূপ। শাল–সেগুনের ঘন সবুজের মধ্যে ছিল প্রকৃতির কোলে সাজানো টলটলে লেক। বোটিংয়ের ব্যবস্থা, লেকের ধারে বসার শেড, উপরের দিক থেকে প্রকৃতি উপভোগের জন্য ওয়াচ টাওয়ার—সবই ছিল দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ। শীতকাল জুড়ে লেক ভরতি থাকত পরিযায়ী পাখির কলতানে। বনভোজনে আসা পরিবারদের জন্য ছিল এক অনন্য আনন্দের জায়গा। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে ইকোপার্কটি। বড় আঘাত আসে ৩ ফেব্রুয়ারি ২০২৩—পার্কের লেকে পড়ে দুই পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এরপরই বনদপ্তর জায়গাটি ‘সিল্ড’ করে দেয়। সেই থেকে অবহেলা যেন আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, ইকোপার্কটি দ্রুত সংস্কার করা হোক। সিকিউরিটির ব্যবস্থা ও নিয়মিত নজরদারি চালু হলে আবারও ভিড় বাড়বে পর্যটকদের। এতে এলাকার অর্থনীতি যেমন চাঙ্গা হবে, তেমনই প্রকৃতির কোলে ফিরে পাওয়া যাবে আগের সেই সৌন্দর্যও। কিন্তু বনদপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। তাঁদের কথায়—“বনদপ্তর আর প্রশাসন একটু নজর দিলে পার্কটি নতুন করে গড়ে উঠবে। আবার প্রাণ ফিরে পাবে দুর্গাহুড়ির ইকোপার্ক।” একসময় ব্লকের গর্ব ছিল এই পার্ক। এখন তা প্রতিদিনই হারিয়ে যাচ্ছে অবহেলার অন্ধকারে। স্থানীয়দের আশা—সঠিক উদ্যোগে হয়তো আবার একদিন টলটলে লেকের ধারে জমবে সেই পুরোনো পিকনিকের হাসিখুশি ভিড়, পরিযায়ী পাখির ডানা মেলার দৃশ্য। ইকোপার্কের পুনর্জন্ম এখন শুধুই সময়ের অপেক্ষা।
38
comment0
Report
MDMritunjay Das
Dec 10, 2025 04:05:52
Bankura, West Bengal:জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে এ বছর পূণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে জয়রামবাটি শুরু হলো দ্বিতীয় বর্ষের সারদা মেলা। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রীশ্রী মা সারদা দেবীর। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন তিনি। কামারপুকুরের আদলে জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন আমোদর নদ এলাকার তীরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই সারদা মেলা। আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মেলা, যা চলবে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন জানান, দীর্ঘদিন ধরেই জয়রামবাটিবাসীর দাবি ছিল মা সারদার নামাঙ্কিত একটি মেলার। মা সারদা দেবীর জন্মতিথিকে কেন্দ্র করে সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই মেলায় এ বছর আগের তুলনায় জাঁকজমক অনেকটাই বেড়েছে। উদ্বোধনী দিনে জয়রামবাটি মাতৃমন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ঠাকুর, মা সারদা ও স্বামীজীর প্রতীকৃতি সহকারে মাতৃমন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হয় মেলা প্রাঙ্গণে। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শোভাযাত্রায় পা মেলান। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে এ বছর হরিদ্ব Burgundy থেকে আসা সাধুদের অংশগ্রহণেAmodar নদে বিশেষ গঙ্গারতি আয়োজন করা হয়েছে। মা সারদা দেবী আমোদর নদকে ‘গঙ্গা’ বলতেন, সেই স্মৃতিকে স্মরণ রেখেই এই বিশেষ আয়োজন। মেলার শুভ উদ্বোধন করেন জয়রামবাটি মাতృমন্দিরের মহারাজজি। উপস্থিত ছিলেন কোতুলপুরের বিডিও, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। জয়রামবাটি শাখা রামকৃষ্ণ, বিবেকানন্দ মিশনের মহারাজ স্বামী প্রভুত্বানন্দ মহারাজ জানান, গত বছরের তুলনায় এ বছর মেলার জাঁকজমক, দোকানের সংখ্যা এবং মানুষের উৎসাহ সবই বেড়েছে। তিনি বলেন, কামারপুকুরে দীর্ঘদিন ধরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মেলা হলেও জয়রামবাটিতে মা সারদার জন্মতিথিতে এমন একটি মেলার অভাব ছিল। সেই অভাব পূরণ হওয়ায় সকলের কাছেই এটি অত্যন্ত আনন্দের বিষয়। মেলার ক’দিন প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মা সারদা দেবীর জন্মতিথিকে কেন্দ্র করে জয়রামবাটিতে এই সারদা মেলা ক্রমশই একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হচ্ছে বলে মত আয়োজক ও দর্শনার্থীদের।
62
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 10, 2025 04:05:32
Rajpur Sonarpur, West Bengal:বারুইপুর বাইপাসে ফের ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় পুকুরে গড়াল ছোট হাতি রাতের বারুইপুর বাইপাসে ফের ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিকে। সংঘর্ষের জেরে ছোট হাতিটি নিয়ন্ত্রন হারিয়ে বাইপাসের পাশের পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালঞ্চের কাছে ছোট হাতিটি দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় কলকাতার দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রকটি সরাসরি ধাক্কা মারে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই দুটি গাড়িই ছিটকে পড়ে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ আহত বা হতাহত হননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর ট্রাফিক গার্ডের ওসি এবং সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বড় বাজার থেকে মাল নিয়ে রায়দিঘির উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকচালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দুটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং চালক কোথায়, তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ。
113
comment0
Report
CDChampak Dutta
Dec 10, 2025 04:04:37
Kaji Chak, West Bengal:মেদিনীপুর বাস স্ট্যান্ড চত্বর পরিদর্শন করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী। তারা এলাকায় গিয়ে দেখেন বাসস্ট Stand চত্বর অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। নর্দমা পরিষ্কার না করায় নর্দমার নোংরা জল উঠে চলে এসেছে রাস্তায়। সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাস যাত্রীদের। সেই সঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যাও। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, আমরা দেখে গেলাম বাসস্ট্যান্ডের পরিস্থিতি, অতি দ্রুততার সঙ্গে শুরু করা হবে কাজ। এদিন স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেও তাদেরকে বলা হয় তারা যাতে দোকানগুলিকে সংকুচিত করে। কারণ রাস্তার উপরে দোকান বেড়ে থাকায় বাস ঢোকা বেরোনোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি দেখা হয় বাসের টাইম টেবিল মত নিয়ম মেনে বাস চলাচল করছে কিনা।
66
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 10, 2025 02:45:15
Baruipur, West Bengal:মাছ ধরার জন্য বচসা,মারধর জখম ১।তদন্তে পুলিশ। ক্যানিং - মাছ ধরা কেন্দ্র করে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো কয়েজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকায়। গুরুতর জখম হয়েছেন ইউনুস লস্কর নামে এক ব্যক্তি। বর্তমান ওই ব্যক্তি অত্যন্ত সংকটজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের আমতলা গ্রামের বাসিন্দা ইউনুস।অসহায় দরিদ্র। প্রতিনিয়ত মাঠেঘাটে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন। یونুস সকালে মাছ ধরতে হাটপুকুরিয়া এক খালে গিয়েছিলেন, অভিযোগ,বাবলু মোল্লা সহ জনাকয়েক যুবক ইউনুস কে বেধড়ক মারধর করে।েমনকি গলায় ক্ষত হয়। মমারধরোর ফলে অচৈতন্য হয়ে পড়ে ওই ব্যক্তি। মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীসাথীরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় আক্রান্তে পরিবারের লোকজন। তারা অচৈতন্য অবস্থায় ইউনুস কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে আক্রান্তের প্রতিবেশীয় মতিয়ার রহমান আখন্দ জানিয়েছেন,ইউনুস খুব গরীব। মাঠেঘাটে জাল পেতে মাছকাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে। এদিন জালপাতার জন্য জায়গা দেখতে গিয়েছিল হাটপুকুরিয়া এলাকায়। সেখানে অতর্কিতে বাবলু মোল্লা ও তার দলবল ইননুস কে বেধড়ক মারধর করে মাঠে ফেলে রেখে যায়। খবর পেয়ে আক্রান্ত কে উদ্ধার করি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য। ঘটনাপ্রসঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেছি। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ。
238
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 10, 2025 02:32:07
Kolkata, West Bengal:ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে রাজ‌্যজুড়ে পথসভা শুরু করেছিল বিজেপি। কিন্তু পথসভায় লোকের উপস্থিতিই সেভাবে নেই। স্থানীয় হাতেগোনা কিছু কর্মীরা থাকছে। শ্রোতার ভিড় না থাকায় অনেক জায়গাতেই দ্রুত শেষ করে দিতে হয়েছে সভা। দলের পথসভায় এই জনশূন্যতার রিপোর্ট বিজেপির রাজ্য় নেতাদের কাছে এসেছে। নিচুতলায় সংগঠনের এই চিত্র নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। রাজে‌্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোাদির সফর শুরুর আগেই পথসভার মধে‌্য দিয়ে কার্যত নির্বাচনী প্রচারে নেমেছে বঙ্গ বিজেপি। দলের সাংগঠনিক শক্তিকেন্দ্র ভিত্তিক ১টি করে পথসভা। ৫-৬টি বুথ নিয়ে একটি করে শক্তিকেন্দ্র তৈরি হয়েছে। মোট ১৩ হাজার শক্তি কেন্দ্রে পথ সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধে‌্য মোট ১৩ হাজার পথসভা হবে। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছিল, এলাকার সব নেতাদের উপস্থিত থাকতে হবে পথসভায়। কিন্তু পথ সভায় লোক কোথায়? ৫-৬টি বুথ নিয়ে একটি পথসভা, অথচ সেখানে সর্বস্তরের কর্মী-সমর্থকদের দেখা যাচ্ছে না। পুরুলিয়া, হুগলি এবং জলপাইগুড়ির কয়েকটি জায়গায় একটু লোক হয়েছে। কিন্তু বাকি জায়গায় এই কর্মসূচিতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তৃণমূলের কটাক্ষ, বিজেপির কথা কেউ শুনতে চাইছে না। বিজেপি নেতাদের গ্রহণযোগ‌্যতাও নেই এলাকায়। এদিকে, গেরুয়া শিবির সূত্রে খবর, নিচুতলায় এই কর্মসূচিতে শুরুতেই ধাক্কা খাওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব বিষয়টিকে ভালভাবে নিচ্ছে না। তাই দলের শীর্ষস্তর থেকে জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, বুথ সভাপতিদের নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, সভার তারিখ এবং সময় জেলা সভাপতিকে জানাতে হবে। কোনও পথসভা জেলা নেতৃত্বকে না জানিয়ে করা যাবে না। এমনভাবে সভা করতে হবে যাতে আশেপাশে কর্মীরা আসতে পারে।
114
comment0
Report
AGAyan Ghosal
Dec 10, 2025 02:18:21
Kolkata, West Bengal:/*আবহাওয়া পয়েন্টার*/ ১) দার্জিলিং ৪.৮। পুরুলিয়া ১১। কোচবিহার ১০.৬। শ্রীনিকেতন ৯.৮। কলকাতা ১৫.৮। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে দরাজ শীত উত্তর দক্ষিণ বা পশ্চিমাঞ্চল কোথাও কোনো খামতি রাখেনি। ২) *লা নিনা* এবং ঋণাত্মক আই ও ডি *জারের* প্রভাবে রাজ্যে অত্যন্ত সক্রিয় উত্তুরে হাওয়া। বিগত ৫ বছরের নজির ভেঙে ডিসেম্বরে শীতের লম্বা স্থায়ী ইনিংস অন্ততঃ ১৯ ডিসেম্বর পর্যন্ত। ৩) কলকাতায় আজ লাগাতার ৫ দিন ১৫ ডিগ্রির ঘরে রাতের পারদ। আগামী ৪৮ ঘণ্টায় আরো সামান্য পারদ পতনের পূর্বাভাস। ৪) দিনের সর্বোচ্চ তাপমাত্রাও লক্ষ্যনীয় ভাবে টানা ৪ দিন স্বাভাবিকের নিচে। গতকাল দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম। ৫) উত্তরবঙ্গে পার্বত্য জেলায় ভোরে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তরের সমতলের জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরে দৃশ্যমানতা দু এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে。 ৬) পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পश্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর পার্বত্য এলাকায়। ওয়েস্টারলি জেট স্ট্রীম বা সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে। ৭) জমিয়ে শীতের আমেজ দক্ষিণে। জেলায় জেলায় স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বহাল। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবারের পর দিন ও রাতের তাপমাত্রা সামান্য উত্থান হলেও শীতের আমেজ বহাল থাকবে। ৮) শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্রিশগড় মধ্যপ্রদেশ ওড়িশা বিদর্ভ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। কুয়াশা থাকবে ওড়িশাতেও。
134
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 09, 2025 17:48:44
Darjeeling, West Bengal:Yesterday evening around 5pm Glenery's Bar had been closer by the Excise Department of Darjeeling. Reason: it shows that Glenery's don't have the Licence of Live Musical Band. For which the Excise Department Had Closes the Liquor Selling. But Bar Licence He Had. Ajay Edward Said Its Political But I Will Do The Social Work And For It I Will Go Court. Yesterday the Saranya Barik Deputy Excise Collector and his team raided Glenery's Bar and started to collect the Liquor from the Restaurant and Burg (Live Bar) and all the Liquor had been taken to Glenery's Store Room where Excise Department Sealed. World Famous Glenery's had 3 Session Ground Floor is Live Musical Bar, Middle Floor is Bakery and Top Floor is Bar Cum Resturent. During the Tourist Season Glenery's Is full and Tourist are Line Up for their turn. In all Session. 90% Tourist Visit Glenery's when they visit Darjeeling and most of the Tourist Line up for the Photo Click out side and back ground should be Glenery's. There is 250 Staff out here and all are from Darjeeling Hills even the Cook to. Clearing staff. And this is only place where all Staff get the PF and also the pension after retirement. When Ajay Edward came to politic and form his Political Party he totally involve in that and the Glenery's was handle by his wife. In Sunday Ajay Edward and his party had inaugurate The Gorkhaland Bridge in Dhotia and the Slogan was sounded We Want Gorkhaland And Yesterday Evening The Excise Department had Done the Raid and Closes The Selling of Liquor. When we talk with Ajay Edward Through Phone as he is Going to Kolkata he Said This is due to Political but I will continue doing Social Work and for this I will go in Court. Byte of Ashok Pradhan Manager Of Glenery's. The Raid had down yesterday Around 5pm and they all sealed the liquor in our store room. We are 250 staff out here and our family run by working out here. And the Christmas and New Year Season is coming and out here the Tourist come to enjoy and the selling of Liquor had been closer for 90.days. This year the Tourist Season was not good in Darjeeling and we. Hope the Christmas and New Year Season should be good. But this happen. As our owner will go in court against this. As we have the Bat Licence, for the Livr Musical Band we had given the letter to Darjeeling SP earlier this year but he had Not Given to Excise department. Byte of Excise Deputy Collector. According to 239 we had closes the Bar of Glenerys for 90 days and we also had complain that they don't have the Licence of Live Music In Bar. Total File -3 Visual -1 Excise BT-1 Glenerys BT-1
183
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 09, 2025 17:48:10
Kolkata, West Bengal:নির্বাচন কমিশন সূত্রে খবর আধার কর্তৃপক্ষ ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে। ওই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছে কমিশন তা বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। মৃত বলে চিহ্নিত প্রতিটি ভোটারের নামে কোনও এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল কি না, এবং সেই ফর্ম জমাও পড়েছে কি না তা ভালোভাবে খতিয়ে দেখা নির্দেশ দেয়া হয়েছে। মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে থাকলে তা কীভাবে জমা পড়ল, কারা জড়িত—এসব নিয়েও আলাদা করে তদন্তের প্রস্তুতি নিয়েছে কমিশন।
179
comment0
Report
MMManoj Mondal
Dec 09, 2025 17:46:39
Kolkata, West Bengal:আর কয়েকদিন বাকি SIR এমুনারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। এরই মধ্যে বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা মমতা মন্ডল এর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মী ইমরান মন্ডল বলেন, আমরা BLA 2-র কাছ থেকে জানতে পারি যে সবাইপুরের বাসিন্দা মমতা মন্ডল তার জা-এর বাবা পানচিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে বাবা সাজিয়ে SIR তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। উনি মালাকার পরিবারের লোক। অতি শীঘ্রই তার সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা বনগাঁ মহকুমা শাসকের ERO এর কাছে অভিযোগ জানিয়েছি। যদিও এই অভিযোগ নস্যাৎ করে মমতা দেবী জানান, আমি বিজেপি মেম্বার তাই এটি বিরোধী দলের চক্র। তিনি আরও বলেন, আমার ২০০২ সালের তালিকায় নাম নেই কিন্তু আমার বাবার পরিচয় ঠিক আছে। পঞ্চায়েতে আমাকে কোনো কাজ করতে দেয় না। আমি বিরোধী বলে আমাকে শাসায়। আমার কোনো মূল্য দেয় না। ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মন্ডল বলেন, আমরা ঘটনাটি জানি। মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে SIR এর ফর্ম পূরণ করেছেন। অন্যকে নিজের বাবা পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা করছেন। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানান, মমতা মণ্ডল ঠিক কিনা SIR এ প্রমাণ করবে। অবজেকশন করেছে কে? টিএমসি! এতে তৃণমূলের নাক না গলানোই ভালো। বিজেপি অসৎ কাজ করবে এটা বিজেপির কালচার নয়।
163
comment0
Report
BSBarun Sengupta
Dec 09, 2025 16:05:10
Barrackpore, Kolkata, West Bengal:এক কিশোরকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শিবদাসপুর থানার অন্তর্গত বরা অঞ্চল অষ্টম শ্রেণীর ছাত্র দেবাংশ সরকারকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ওই এলাকারই এক যুবক শুভ মজুমদারের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। দেবাংশ সরকার সেই সময় শুভ মজুমদারের বাড়ির সামনে গিয়েছিল সেই সময় হঠাৎ ছুরি নিয়ে তার ওপর চড়াও হয় শুভ মজুমদার। আর্তনাদ শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা শুভ মজুমদারের ততক্ষণে পালিয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় কিশোরকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে ঘটনাস্থলে ছুটে আসে শিবদাসপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগান থেকে গ্রেফতার করে শুভকে। এলাকায় ব্যাপক উত্তেজনা। শুভ মজুমদারের পরিবারের লোকের দাবি তার মাথা খারাপ আছে। এর আগে তিনবার তাকে রিহаб সেন্টারে দেওয়া হয়েছিল সেখান থেকে ফিরে আসে তারপরেই এই ঘটনা ঘটায় এলাকার বাসিন্দারা চান তার উপযুক্ত শাস্তি হোক।
168
comment0
Report
Advertisement
Back to top