Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

नीरंजन बाबु के घर में 7 फुट का केला, भूमि चुम्बन हजारी केला बना सनसनी

BMBiswajit Mitra
Nov 19, 2025 07:03:39
Ranaghat, West Bengal
পেশায় একজন কৃষিজীবী নয়, অথচ তার হাতের ছোঁয়ায় কলা গাছে কলা ধরেছে হাজার। তিনি একজন পেশায় যুব কল্যাণ দপ্তরের কর্মী। তিনি ২০০৯ সালে অবসর নিয়েছেন। তার ছোটবেলা থেকেই নেশা গাছ লাগানো। তবে শুধু নিরঞ্জন বাবুর নয় তিনি বলেন তার বাবাও ভালোবাসতেন গাছ। বাড়িতে সারা বছরই ফুলগাছের পাশাপাশি ঔষুধি গাছ রোপন করেন বাড়িতে। তিনি জানিয়েছেন আজ থেকে বছর দেড়েক আগে একজনের কাছ থেকে নিয়ে এসেছিলেন এই কলা গাছটি। এরপর তিনি নিজের সন্তানের মত মানুষ করে তুলেছেন এই কলা গাছটি। চার মাস আগে এই কলা গাছটিতে কলা ধরেছে। কলা গাছটির উচ্চতা সাত ফুট। কলা গাছে ফলন ধরেছে চার মাস আগে , এখনো কলার কাঁদি থেকে কলা বের হচ্ছে। তিনি জানিয়েছেন এই কাঁদি আরো বড় হবে। ইতিমধ্যেই মাটি ছুঁয়ে গিয়েছে কলার কাঁদি। মাটি খুঁড়ে দেওয়া হয়েছে। এই কলা গাছটি দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ। তবে বর্তমানে তার বাড়িতে চারটি গাছ রয়েছে এই গাছটির পাশাপাশি আরও একটি গাছে ইতিমধ্যেই কলার কাঁদি বেরিয়েছে। নিরঞ্জন বাবু দাবি করছেন এটিও এর থেকে আরও বড় করার কাঁদি হবে। নিরঞ্জন বাবু ভালবেসে এই কলা গাছটির নাম দিয়েছে "ভূমি চুম্বন হাজারী কলা"। স্থানীয় বাসিন্দাদের মতে তিনি ছোটবেলা থেকেই গাছ ভালবাসতে , তবে এত বড় কলার কাঁদি তারা কখনোই দেখেননি বলে প্রতিবেশীদের মত। শান্তিপুর থানার ফুলিয়া পরেশনাথপুর এলাকার বাসিন্দা, নিরঞ্জন সরকার। তিনি জানিয়েছেন এই কলা গাছটিতে কোন স্যার প্রয়োগ করেননি। গাছটি রোপন করার সময় গাছটিতে ব্যবহার করা হয়েছে জৈব সার。
101
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 19, 2025 08:16:29
Barrackpore, Kolkata, West Bengal:সিকিমে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়া-র ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ,৩৮ বছর বয়স,শোকের ছায়া এলাকায় সুমন দেবনাথ তার বন্ধুদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোচাঁলায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের।যার ফলে মাঝপথে ই তার মৃত্যু হয়।পরিবারের তরফে জানানো হয়েছে,গত শুক্রবার ১৪ই নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোচাঁলায় ট্রেকিং করতে যাবেন।তাদের মধ্যে দুই বন্ধু যেতে না পারায়। সুমন দেবনাথ সহ আরো দুই বন্ধু Mে সিকিমের ট্রেকিং করতে যায়।গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর আগরপাড়া ৪ নম্বর মহাজাতি নগরের বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার。 মঙ্গলবার এই খবর আসার পরেই শোকস্তব্ধ পরিবার। সুমন দেবনাথ-এর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান。
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 19, 2025 08:16:13
Barrackpore, Kolkata, West Bengal:সিকিমে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়া-র ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ,৩৮ বছর বয়স,শোকের ছায়া এলাকায় সুমন দেবনাথ তার বন্ধুেদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোচাঁলায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের।যার ফলে মাঝপথে ই তার মৃত্যু হয়।পরিবারের তরফে জানানো হয়েছে,গত শুক্রবার ১৪ই নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোচাঁলায় ট্রেকিং করতে যাবেন।তাদের মধ্যে দুই বন্ধু যেতে না পারায় সুমন দেবনাথ সহ আরো দুই বন্ধু মিলে সিকিমের ট্রেকিং করতে যায়।গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর আগরপাড়া ৪ নম্বর মহাজাতি নগরের বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকস্তব্ধ পরিবার। সুমন দেবনাথ-এর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান。
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 19, 2025 07:50:20
75
comment0
Report
AMAshok Manna
Nov 19, 2025 07:46:02
Kolkata, West Bengal:শরতের শেষ ও শীতের আগমনীর মাঝেই সায়ন একাদশীর পর প্রভুর নিদ্রা থেকে জাগেন এরপর থেকে শুরু হয় শ্রীকৃষ্ণের পূজা ‌এগুলোর কয়েকদিন পরেই রাসযাত্রা শুরু ।এই রাস উৎসবে রাধা কৃষ্ণের পূজিত হয় ভারতের প্রতিটা প্রান্তে তেমনই দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা বজবজ কালীবাড়ির রাস উৎসব। বহু পুরানো উৎসব এই রাস উৎসব।মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল তবে এ বছর নিয়ে ৫০ বছর তম বর্ষে পদার্পণ করেছে । বজবজের পৌরসভার মধ্যে এই মেলা হলেও গ্রামের মানুষের হাতের তৈরি গ্রামীন শিল্পের কথা মাথায় রেখেই এই মেলা চালানো হয়। মেলাতে অর্থাৎ ছোট ছোট শিল্পীরা তাদের নিজেদের তৈরি জিনিসপত্র স্টল দেয় এই মেলাতেই প্রচন্ড ভিড় হয় গ্রামের প্রতিটি শিল্পী তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য তারা অপেক্ষায় থাকে এবং দীর্ঘ একমাস এখানে থেকেই তারা তাদের ব্যবসা করেন মানুষের ভিড় চোখে পড়ার মতোই। এটি হুগলি নদীর তীরে কালীবাড়িতেই এই মেলা হয়। তাই এই মেলা দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন চোখে পড়ার মতো অপরদিকে নদীর অপর প্রান্তে বাউরিয়া হাওড়া থেকে অনেক মানুষ মেলা দেখতে ভিড় করেন।
28
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 19, 2025 07:33:34
Kolkata, West Bengal:হেডলাইন এসআইআর শেষেই কি ঠিকানা বদল রাজ্য সিইও দপ্তরের ? এসআইআর পর্ব চলার মাঝেই কি নতুন ঠিকানা পেটে চলেছে রাজ্য সিইও দপ্তর? মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতার ডিইও-দের নিয়ে বৈঠক শেষে আলিপুর যাওয়ার পথে আচমকা গঙ্গা তীরবর্তী শিপিং কর্পোরেশনের অফিসে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে সঙ্গে নিয়ে ঢুকে পড়েন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সঙ্গে ছিলেন কমিশনের অন্যান্য পদাধিকারী সহ সিইও দপ্তরের সমস্ত আধিকারিকরাও। হঠাৎ করে কেন শিপিং কর্পোরেশনের অফিসে এলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা? বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছিল যে রাজ্য সিইও দপ্তর এর ঠিকানা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে নতুন ঠিকানা পরিদর্শনে শিপিং কর্পোরেশনের দপ্তরে এলেন সিইও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শিপিং কর্পোরেশনের অফিসে ঢুকতেই প্রাথমিক প্রতিক্রিয়ায় জ্ঞানেশ ভারতী জানান ” খুব সুন্দর অফিস। গঙ্গার পাশে পরিবেশটাও মনোরম।” পার্কিং বা গাড়ি রাখার আলাদা বন্দোবস্ত দেখেও খুশি হন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। সিইওকে সঙ্গে নিয়েই পরিদর্শকরা সোজা চলে যান থার্ড ফ্লোর বা চারতলায। যেখানে গোটা একটি ফ্লোর ফাঁকা পড়ে রয়েছে। শুধু ফোর্থ ফ্লোর নয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই শিপিং কর্পোরেশনের অফিসে সেকেন্ড ফ্লোর সম্পূর্ণ ফাঁকা রয়েছে। ফুট ফ্লোরের কাচের জানালা থেকে সরাসরি গঙ্গার দৃশ্য এক পলকে চোখ বুলিয়ে দেখে নেন সিনিয়ার ডেপুটি নির্বাচন কমিশনার নিজেও। তাহলে কি ঠিকানা বদল হতে চলেছে নেতাজী সুভাষ রোডের বামার লরি বিল্ডিং এর সিইও দপ্তরের? এখনই এই প্রশ্নের উত্তর দিতে নারাজ সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার যেমনকি সিইও নিজেই। তবে নিজের দপ্তরের কাজ চালানোর জন্য এবং শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরের এই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভবনের দপ্তরটি যে তাদের মনে ধরেছে তা বলাই বাহুল্য। মাসখানেকের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর.
93
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 19, 2025 07:33:05
Kolkata, West Bengal:SSC ফল প্রকাশ হলেও ভেরিফিকেশনে ত্রুটি ধরা পড়লে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ যাবে. আদালতে আশ্বাস স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছে কমিশন। - কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক পার্ট টাইম টিচারের দায়ের করা মামলায় জানাল কমিশন. অভিযোগ, রেজাল্ট প্রকাশের পর দেখা গেল অনেকের (বিশ্বজিৎ বারিক, মনোজ কুমার জানা) এরা পার্ট টাইম কাজ করত। তারা মামলাকারীর মত কাজ করত। যাদের ১০ নম্বর দেওয়া হয়। ম্যামলাকারীকে ১০ নম্বর দেওয়া হলে কাট অফ মার্ক ছড়িয়ে যেত। একজন এমন অভিযোগ করছে। ধরে নাওয়া যায় তার অভিযোগ সত্য তাহলে কি হবে?. যদি অভিযোগ সত্য হয় তাহলে যাদের নাম বলা হচ্ছে তাদের নাম বাতিল হবে। - কমিশন ভেরিফিকেশন করে দেখা হচ্ছে। ত্রুটি থাকলেই বাদ যাবে।
93
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 19, 2025 07:32:49
Asansol, West Bengal:কুলটিতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য আসানসোলের কুলটিতে। এই অভিযোগে ছেলেকে বিরুদ্ধে। আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার ঘটনা।মৃতার নাম সুশিলা সিনহা (45)। অভিযোগ মঙ্গলবার গভীর রাতে সুশীলা সিনহা কে মাথায় আঘাত করে নাকি তার ছেলে বিশাল সিনহা।এই ঘটনায় মা এর মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।তবে কি কারণে এই খুন তা জানা যায়নি।অভিযুক্ত ছেলে বিশাল সিনহা কে আটক করেছে পুলিশ。 এসিপি পশ্চিম সেখ জাভেদ জানান রক্তাক্ত এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে তার ছেলেকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি, সব দিক খোলা রেখে তদন্ত করা হবে।
132
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 19, 2025 07:04:26
Baruipur, West Bengal:বাসন্তী - ধূপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হলেন একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তান। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা‑র অন্তর্গত কুলতলি সংলগ্ন ২ নম্বর সোনাখালি গ্রামে। গুরুতর জখম হয়েছে দম্পতি দুরন্ত মন্ডল, নমিতা মন্ডল ও তাদের সন্তান রাজশ্রী মন্ডল। অগ্নিদগ্ধ তিনজনই আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় অটোচালক দুরন্ত মন্ডল। অটো চালিয়ে গভীর রাতে বাড়িতে ফিরেছিলেন; সেই সময়ে বাড়ির মধ্যে মশা তাড়ানোর জন্য ধূপ ধরাচ্ছিলেন তাঁর স্ত্রী। পাশেই ছিল পেট্রোল ভর্তি ড্রাম যে ড্রামের মুখ খুলে ফেলায় দম্পতির সন্তান মুহূর্তে ধূপের আগুন ও পেট্রোলের সংযোগে আগুন ধরে যায়। পুড়ে যায় বাড়ি‑ঘর। আগুন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয় তিনজন। স্থানীয়রা উদ্ধার করে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে নমিতা মন্ডলের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। মৃত্যুর সাথে লড়াই করছেন তিনি। অন্যদিকে এটা নিছক দুর্ঘটনা না, পরিকল্পনা? ঠিক কীভাবে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানা পুলিশ。
148
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 19, 2025 07:03:55
Baruipur, West Bengal:ধূপের আগুনে অগ্নিদগ্ধ একই পরিবারের ৩ জন। তদন্তে পুলিশ বাসন্তী - ধূপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে গুরুतর জখম হলেন একই পরিবারের স্বামী,স্ত্রী ও সন্তান। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কুলতলি সংলগ্ন ২ নম্বর সোনাখালি গ্রামে। গুরুতর জখম হয়েছে দম্পতি দুরন্ত মন্ডল,নমিতা মন্ডল ও তাদের সন্তান রাজশ্রী মন্ডল। অগ্নিদগ্ধ তিনজনই আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালের বার্ণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় অটোচালক দুরন্ত মন্ডল। অটো চালিয়ে গভীর রাতে বাড়িতে ফিরেছিলেন। সেই সময় বাড়ির মধ্যে মশা তাড়ানোর জন্য ধূপ ধরাচ্ছিলেন তাঁর স্ত্রী। পাশেই ছিল পেট্রোল ভর্তি ড্রাম। যে পেট্রোল সংগ্রহ করে রেখেছিলেন অটোর জন্য। সেই ড্রামের মুখ খুলে ফেলে দম্পতির সন্তান। মুহূর্তে ধূপের আগুন আর পেট্রোলের সংযোগে আগুন ধরে যায়। পুড়ে যায় বাড়িঘর। আগুন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয় তিনজন। স্থানীয়রা জানতে পেরে তাদের কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে নমিতা মন্ডলের অবস্থা অত্যন্ত সংকটজন। তাঁর দেহের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে।মৃত্যুর সাথে লড়াই করছেন ওই বধু। অন্যদিকে এটা নিছক দুর্ঘটনা না পরিকল্পনা ?ঠিক কি ভাবে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
99
comment0
Report
PDPradyut Das
Nov 19, 2025 06:31:41
Jalpaiguri, West Bengal:ক্ষুদ্র চা-চাষিদের জন্য এবার এগিয়ে এসেছেন আফ্রিকা ও কেনিয়ায় কাজ করা বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ নেওয়ার জন্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে জলপাইগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আয়োজক ছিল ইংল্যান্ডের সংস্থা 'ট্রান্সফরম ট্রেড'। সেমিনারের মূল লক্ষ্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে মহাসঙ্ঘ গঠে তুলে তাদের বিশেষভাবে সঙ্ঘবদ্ধ করা। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, অনেক সমস্যার মুখোমুখি হতে হয় ক্ষুদ্র চা-চাষিদের। এই সেমিনারের মাধ্যমে সেই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ক্ষুদ্র চা-চাষিদের নিয়ে মহাসঙ্ঘ গঠনের মাধ্যমে চায়ের ব্র্যান্ডিং, বাজারজাত ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র চা-চাষিদের আত্মনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
157
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 06:16:58
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর: নেশার টাকা জোগাড় করতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সোনারপুর জুড়ে। কখনো বাইক চুরি, কখনো বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র খোয়া—ক্রমাগত এই ঘটনাগুলি স্থানীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানার অফিসার জয়দেব দাস ও বিশ্বজিৎ সরকার। তাঁদের নেতৃত্বে পুলিশ একটি চুরি-চক্রের হদিস পেয়ে গ্রেফতার করে তিন যুবককে—রোহিত মণ্ডল, অজয় বিশ্বাস এবং দেব বিশ্বাস। তিনজনেরই বাড়ি সোনারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নেশার জন্য টাকা যোগাড় করতেই এই চুরিগুলি করছিল তারা। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আরও তথ্য ও সম্ভাব্য যোগসাজশ জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
152
comment0
Report
Advertisement
Back to top