Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

सिक्किम ट्रेक के दौरान आगरपाड़ा के 38 वर्षीय सुमन देवनाथ की मौत

BSBarun Sengupta
Nov 19, 2025 08:16:29
Barrackpore, Kolkata, West Bengal
সিকিমে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়া-র ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ,৩৮ বছর বয়স,শোকের ছায়া এলাকায় সুমন দেবনাথ তার বন্ধুদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোচাঁলায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের।যার ফলে মাঝপথে ই তার মৃত্যু হয়।পরিবারের তরফে জানানো হয়েছে,গত শুক্রবার ১৪ই নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোচাঁলায় ট্রেকিং করতে যাবেন।তাদের মধ্যে দুই বন্ধু যেতে না পারায়। সুমন দেবনাথ সহ আরো দুই বন্ধু Mে সিকিমের ট্রেকিং করতে যায়।গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর আগরপাড়া ৪ নম্বর মহাজাতি নগরের বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার。 মঙ্গলবার এই খবর আসার পরেই শোকস্তব্ধ পরিবার। সুমন দেবনাথ-এর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান。
107
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Nov 19, 2025 09:19:37
Howrah, West Bengal:শিবপুরে একটি অভিজাত আবাসনে চললো গুলি। পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।调查ে পুলিশ। প্রথমে হাওড়া পরে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। জানা গেছে শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। এখানে থাকেন গোপাল যাদব ও তার স্ত্রী পুনম যাদব। گोपাল যাদবের পিস্তল থেকে গুলি লাগে তার স্ত্রীর মাথায় গুলি লাগে। কি কারন এই ঘটনা তা এখনো পরিষ্কার নয়। গোপাল যাদবকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। কেনো গুলি চললো যা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। পিস্তলটি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিজাত এই আবাসনে এরমক ঘটনা প্রথম ঘটলো বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে।
59
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 19, 2025 09:14:53
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ নভেম্বর بিজেপی নেতার বিতর্কিত মন্তব্যের জেরে খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায় মেমোরিয়ালের সামনে বিক্ষোভ ও ধরনা তৃণমূলের। রাজা রামমোহন রায়ের ছবি গলায় ঝুলিয়ে তৃণমূল নেতা কর্মীরা মেমোরিয়াল এর সামনে অবস্থানেও বসেন। এদিন খানাকুলের রাধাননগরে রাজা রামমোহন রায়ের আবক্ষ্য মূর্তি পরিষ্কার করে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী সহ জেলা স্তরের তৃণমূল নেতারা। বিজেপির কু-মন্তব্যের প্রতিবাদে রাধানগরে একটি প্রতিবাদ মিছিলও করেন তৃণমূল নেতাকর্মীরা। খানাকুলের রাধানগর এলাকাটি খানাকুল থানার মধ্যে হলেও পুরশুড়া বিধানসভা মধ্যে পড়ে। যদিও রামমোহনকে নিয়ে তৃণমূলের বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গ নিয়ে সরব হয়েছে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ।এদিনের কর্মসূচি তে হাজির ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর সুবির মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব স্লাগ--- 1911ZG_ARM_RAMMOHON_TMC_R
19
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 19, 2025 09:11:49
Howrah, West Bengal:আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি লিলুয়ার একাংশের বাসিন্দাদের। দীর্ঘদিনের নোংরা জমা জল পরিষ্কার এবং আবর্জনা নিষ্কাশনের দাবিতে এবার আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিল লিলুয়ার একাংশের বাসিন্দারা। একই সাথে সকাল থেকে রাস্তা অবরোধ করলো তারা।বেহাল রাস্তার ও আবর্জনা জমে থাকার খবর সম্প্রচার হয় জি ২৪ ঘন্টায়। বৃষ্টি অনেকদিন থেমে গেলেও লিলিউয়া কুমোর পাড়া পঞ্চাননতলা সহ বিস্তীর্ণ অঞ্চল এখনো জলমগ্ন। একদিকে নোংরা পচা দূষিত জল অন্যদিকে জমে থাকা আবর্জনার পাহাড়।সব মিলিয়ে দুর্বিষহ নরক যন্ত্রণা ভোগ করছে লিলুয়ার ঐ এলাকার বাসিন্দারা। বহুবার তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সূরাহা হয়েছে। বারংবার তারা পথ অবরোধ করেছে। কিন্তু টনক নড়েনি প্রশাসনের। বাধ্য হয়ে আজ তারা পথ অবরোধ করে।শুধু তাই নয়ভোট চাইতে গেলে প্রার্থী বা নেতাদেরও দেখে নেবার হুমকি দিয়েছে তারা । সব মিলিয়ে বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা কবে মিটবে এরই অপেক্ষায় লিলুয়া বাসীরা।
38
comment0
Report
BSBidhan Sarkar
Nov 19, 2025 09:07:43
Chinsurah, West Bengal:হুগলির বলাগড়ে পোতাগাছির একটা বুথের প্রায় সবার নাম উধাও,এসআইআর এ নাম বাদ যাবার আশঙ্কায় ভোটাররা。 হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে প্রায় ৯০০ মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার লিস্টে । হুগলি জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে ভোটার তালিকা নিয়ে অভিযোগ, গ্রামের একটি বুথের প্রায় ৯০০ ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায়। কিন্তু ইসি-র ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাঁদের ২০০৩ সালের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। গ্রামের মানুষদের দাবি, তাঁরা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা। সকলের কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি。 তবুও ২০০২ সালের লিস্টে নাম না থাকায় তাঁদের এসআইআর এ নাম ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। তারা এও দাবি করেছেন ২০০২ সালের আগে পরে তারা ভোট দিয়েছেন。 গ্রামবাসীরা জানান, “আমরা এখানে জন্মেছি, বড় হয়েছি। কর দিয়েছি, ভোট দিয়েছি। আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেইশেষ এসআইআর এ। তাহলে আমরা কারা? “ওয়েবসাইট খুললে ২০০৩ সালের লিস্ট দেখাচ্ছে, কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলেছে ২০০২ সালের লিস্টই চূড়ান্ত। আমরা কোনটা বিশ্বাস করব? এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম ২০০২ সালের তালিকায় না পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতাগাছির বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বেশ কিছু জায়গায় এ ধরনের বিভ্রাট ধরা পড়েছে, যা পরীক্ষা করে দেখছে নির্বাচন দপ্তর। ভোটারের নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন। কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন, কেউ আবার স্থানীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে। যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে, তাঁরা ফর্ম পূরণ করে আবেদন করুন। বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।শুনানিতে উপস্থিত হয়ে নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি হবে ২০০২ এসআইআর এ নাম না থাকলেও ভয়ের কিছু নেই।আগেই জানিয়েছে নির্বাচন কমিশন。 তবুও নাম বাদ যাওয়ার ভয়ে জরো গ্রামের মানুষ। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই গ্রামে সভা করে মানুষের অভিযোগ শুনেছে। তৃণমূলের-র পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে。
108
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 19, 2025 09:07:23
Howrah, West Bengal:আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি লিলুয়ার একাংশের বাসিন্দাদের। দীর্ঘদিনের নোংরা জমা জল পরিষ্কার এবং আবর্জনা নিষ্কাশনের দাবিতে এবার আসন্ন বিধানসভা ভোট বয়কটের ডাক দিল লিলুয়ার একাংশের বাসিন্দারা। একই সঙ্গে সকাল থেকে রাস্তা অবরোধ করলো তারা। বেহাল রাস্তার ও আবর্জনা জমে থাকার খবর সম্প্রচার হয় জি ২৪ ঘন্টায়। বৃষ্টি অনেকদিন থেমে গেলেও লিলুয়া কুমোর পাড়া পঞ্চাননতলা সহ বিস্তীর্ণ অঞ্চল এখনো জলমগ্ন। একদিকে নোংরা পচা দূষিত জল অন্যদিকে জমে থাকা আবর্জনার পাহাড়। সব মিলিয়ে দুর্বিষহ নরক যন্ত্রণা ভোগ করছে লিলুয়ার ঐ এলাকার বাসিন্দারা। বহুবার তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সূরাহা হয়নি। বারংবার তারা পথ অবরোধ করেছে। কিন্তু টনক নড়েনি প্রশাসনের। বাধ্য হয়ে আজ তারা পথ অবরোধ করে। শুধু তাই নয়_vote চাইতে গেলে প্রার্থী বা নেতাদেরও দেখে নেবার হুমকি দিয়েছে তারা। সব মিলিয়ে বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা কবে মিটবে তারই অপেক্ষায় লিলুয়া বাসীরা.
20
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 19, 2025 09:07:00
Baruipur, West Bengal:বারুইপুরে বেআইনি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি—ডিইবি-র অভিযানে গ্রেফতার এক ব্যক্তি বারুইপুর: বেআইনি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির অভিযোগে বারুইপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি) হানা দিয়ে গ্রেফতার করল এক ব্যক্তিকে। ঘটনাটি বারুইপুরের মল্লিকপুর হাবিবচক ১ম লেন এলাকার। ধৃতের নাম গিরিশ কুমার গুপ্ত। বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়。 পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি গ্যাস রিফিলিং ও সিলিন্ডার মজুদের কাজ করছিল গিরিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডিইবি-র একটি বিশেষ দল ওই বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির মোট দশটি ভর্তি গ্যাস সিলিন্ডার। নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার সঞ্চয় করে তা বিক্রি করা হচ্ছিল বলে সন্দেহ পুলিশের。 স্থানীয়দের দাবি, এ ধরনের বেআইনি সিলিন্ডার ব্যবসা অত্যন্ত বিপজ্জনক—যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ নেটওয়ার্কে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চলছে। ধৃতের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে ডিইবি।
94
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 19, 2025 09:06:31
Kolkata, West Bengal:* यदि कोई उम्मीदवार পরীক্ষाओं में बैठने के लिए गलत जानकारी या एडमिट कार्ड लेकर आता है, तो उनके नाम आयोग के নজरे में हो सकते हैं। * इसके बाद आयोग आवश्यक कदम उठाएगा। * अयोग्य नहीं होने पर आयु छूट देनी चाहिए। * सुप्रीम कोर्ट के निर्देश के अनुसार, इसका मतलब है कि अयोग्य होने पर विशेष रूप से सक्षम लोग अवसर नहीं पाएंगे - अदालत * अयोग्य उम्मीदवारों की सूची में सिर्फ नाम प्रकट करना पर्याप्त नहीं है - अदालत * आयोग OMR अपलोड करेगा वेबसाइट पर; यह हाई कोर्ट के निर्देशों के अनुरूप है। * आयोग को अयोग्य उम्मीदवारों के नाम के साथ उनकी सभी जानकारी देनी होगी ताकि पहचाना जा सके; इससे पारदर्शिता बनी रहे - जस्टिस अमिताभ सिन्हा * सुप्रीम कोर्ट के निर्देश के अनुसार इंटरव्यू सूची में शामिल दागी उम्मीदवारों के बारे में Калकटा हाई कोर्ट ने निर्णय लेने को कहा। * निर्णय के लिए कहा गया कि दागी सूची में नाम होने पर उन्हें भर्ती में भाग लेने की अनुमति नहीं दी जाएगी; अगर कोई दागी उम्मीदवार भाग ले ले तो उसका नाम हटा दिया जाए - जस्टिस अमिताभ सिन्हा * सुप्रीम कोर्ट के फैसले का उद्देश्य था कि कोई भी “चिह्नित अयोग्य” उम्मीदवार नई नियुक्ति में भाग न ले सके - जस्टिस सिन्हा
23
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 19, 2025 09:06:14
Kolkata, West Bengal:ভারতের মহিলা ক্রিকেটের অন্যতম স্তম্ভ ঝুলন গোস্বামী মনে করেন, সাম্পতিক বিশ্বকাপজয়ের সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মহিলাদের ক্রিকেটের সার্বিক উন্নতি এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। এক অনুষ্ঠানে ঝুলন বলেন, “বিশ্বকাপ জয়ের পর নারী ক্রিকেট নিয়ে দেশের আগ্রহ বেড়েছে। পরিকাঠামো, সুযোগ ও পেশাদারিত্ব—সব ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাচ্ছে।” বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ বা মেন্টরের পদে নেই। তবে ভবিষ্যতে সেই দায়িত্ব নিতে আগ্রহী বলে ইঙ্গিত দেন ঝুলন। তিনি বলেন এখনই তিনি রাজি নন যেহেতু সবে তারা বিশ্বকাপ জিতেছে। ভারতীয় ক্রিকেট মহলে মনে করা হচ্ছে, ঝুলনের অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতীয় নারী দলের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে。
38
comment0
Report
NHNantu Hazra
Nov 19, 2025 08:49:14
Salt Lake City, Utah:Dilip ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকোপার্ক *SIR আবহে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। *SIR পর প্রথম ভোট বিহারে। *সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।জতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, নিজে কোনও ফর্ম পূরণ করব না। সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। *জয়নগর - সন্ধ্যায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। *এস আই আরের ফর্ম কিভাবে ফিলাপ করবে এস আইআর কোন ভয়ের বিষয় নয় এই কথা বোঝাতে গিয়ে আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি র বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। *বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে এসআইআর(SIR) এর ফর্ম বিলি করছিলেন বিএলও (BLO)।তা নিয়ে প্রতিবাদ করায় বিএলও-র চরম হুমকির মুখে পড়লেন বিজেপির বিএলএ(BLA)। শতাধিক লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে বিজেপির বিএলএ কে মারধর করা হবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিএলও-র বিরুদ্ধে। পূর্ব  বর্ধমানের জামালপুর ব্লকের ধুলুক গ্রামের ৩৬ নম্বর বুথ এলাকায় । *বালি পাচার মামলায় ইডির প্রথম গ্রেফতার। গ্রেফতার সল্টলেকের ব্যবসায়ী অরুণ সরাফ। জিডি Mাইনিং সংস্থার প্রাক্তণ ডিরেক্টর অরুণ সরাফ।
75
comment0
Report
KMKIRAN MANNA
Nov 19, 2025 08:32:35
Dihierench, West Bengal:এসআইআর আবহে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। খেজুরির কামারদা দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৩০টি সংখ্যালঘু পরিবার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন খেজুরি বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলা-নীচুতলার বিজেপি নেতৃত্বরা। যোগদানকারীদের অভিযোগ— তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের কর্মী ও নেতৃত্বের দায়িত্ব পালন করলেও, সম্প্রতি তৃণমূলের নোবাগত নেতৃত্ব তাদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছে। একজন জানান, “প্রাণে মেরে ফেলার জন্য আমাদের ওপর গুলি চালানো হয়েছে। এখনো শরীরে গুলি রয়ে গেছে।” সংখ্যালঘু পরিবারের এ ধরনের যোগদান জেলা রাজনীতিতে যথেষ্ট আলোড়ন তুলেছে। তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য— “ যারা দুর্নীতিগ্রস্ত লোক তাদের দলে কোন জায়গা নেই। যারা বিজেপিতে যাচ্ছে তারা তৃণমূলের অদ্ভুত। তবে আপনি আর কিছুদিনের মধ্যে দেখতে পাবেন বিজেপিতেও ভাঙ্গন তৈরি হয়েছে দলে দলে যোগদান করবে তৃণমূল।”
43
comment0
Report
BSBarun Sengupta
Nov 19, 2025 08:16:13
Barrackpore, Kolkata, West Bengal:সিকিমে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়া-র ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ,৩৮ বছর বয়স,শোকের ছায়া এলাকায় সুমন দেবনাথ তার বন্ধুেদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোচাঁলায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের।যার ফলে মাঝপথে ই তার মৃত্যু হয়।পরিবারের তরফে জানানো হয়েছে,গত শুক্রবার ১৪ই নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোচাঁলায় ট্রেকিং করতে যাবেন।তাদের মধ্যে দুই বন্ধু যেতে না পারায় সুমন দেবনাথ সহ আরো দুই বন্ধু মিলে সিকিমের ট্রেকিং করতে যায়।গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর আগরপাড়া ৪ নম্বর মহাজাতি নগরের বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকস্তব্ধ পরিবার। সুমন দেবনাথ-এর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান。
143
comment0
Report
BMBiswajit Mitra
Nov 19, 2025 07:50:20
132
comment0
Report
Advertisement
Back to top