Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

SIR फॉर्म को लेकर धर्मपुकुरिया में भाजपा बनाम टीएमसी घमासान

MMManoj Mondal
Dec 09, 2025 17:46:39
Kolkata, West Bengal
আর কয়েকদিন বাকি SIR এমুনারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। এরই মধ্যে বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা মমতা মন্ডল এর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মী ইমরান মন্ডল বলেন, আমরা BLA 2-র কাছ থেকে জানতে পারি যে সবাইপুরের বাসিন্দা মমতা মন্ডল তার জা-এর বাবা পানচিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে বাবা সাজিয়ে SIR তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। উনি মালাকার পরিবারের লোক। অতি শীঘ্রই তার সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা বনগাঁ মহকুমা শাসকের ERO এর কাছে অভিযোগ জানিয়েছি। যদিও এই অভিযোগ নস্যাৎ করে মমতা দেবী জানান, আমি বিজেপি মেম্বার তাই এটি বিরোধী দলের চক্র। তিনি আরও বলেন, আমার ২০০২ সালের তালিকায় নাম নেই কিন্তু আমার বাবার পরিচয় ঠিক আছে। পঞ্চায়েতে আমাকে কোনো কাজ করতে দেয় না। আমি বিরোধী বলে আমাকে শাসায়। আমার কোনো মূল্য দেয় না। ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মন্ডল বলেন, আমরা ঘটনাটি জানি। মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে SIR এর ফর্ম পূরণ করেছেন। অন্যকে নিজের বাবা পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা করছেন। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানান, মমতা মণ্ডল ঠিক কিনা SIR এ প্রমাণ করবে। অবজেকশন করেছে কে? টিএমসি! এতে তৃণমূলের নাক না গলানোই ভালো। বিজেপি অসৎ কাজ করবে এটা বিজেপির কালচার নয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KAKAYESH ANSARI
Dec 09, 2025 17:48:44
Darjeeling, West Bengal:Yesterday evening around 5pm Glenery's Bar had been closer by the Excise Department of Darjeeling. Reason: it shows that Glenery's don't have the Licence of Live Musical Band. For which the Excise Department Had Closes the Liquor Selling. But Bar Licence He Had. Ajay Edward Said Its Political But I Will Do The Social Work And For It I Will Go Court. Yesterday the Saranya Barik Deputy Excise Collector and his team raided Glenery's Bar and started to collect the Liquor from the Restaurant and Burg (Live Bar) and all the Liquor had been taken to Glenery's Store Room where Excise Department Sealed. World Famous Glenery's had 3 Session Ground Floor is Live Musical Bar, Middle Floor is Bakery and Top Floor is Bar Cum Resturent. During the Tourist Season Glenery's Is full and Tourist are Line Up for their turn. In all Session. 90% Tourist Visit Glenery's when they visit Darjeeling and most of the Tourist Line up for the Photo Click out side and back ground should be Glenery's. There is 250 Staff out here and all are from Darjeeling Hills even the Cook to. Clearing staff. And this is only place where all Staff get the PF and also the pension after retirement. When Ajay Edward came to politic and form his Political Party he totally involve in that and the Glenery's was handle by his wife. In Sunday Ajay Edward and his party had inaugurate The Gorkhaland Bridge in Dhotia and the Slogan was sounded We Want Gorkhaland And Yesterday Evening The Excise Department had Done the Raid and Closes The Selling of Liquor. When we talk with Ajay Edward Through Phone as he is Going to Kolkata he Said This is due to Political but I will continue doing Social Work and for this I will go in Court. Byte of Ashok Pradhan Manager Of Glenery's. The Raid had down yesterday Around 5pm and they all sealed the liquor in our store room. We are 250 staff out here and our family run by working out here. And the Christmas and New Year Season is coming and out here the Tourist come to enjoy and the selling of Liquor had been closer for 90.days. This year the Tourist Season was not good in Darjeeling and we. Hope the Christmas and New Year Season should be good. But this happen. As our owner will go in court against this. As we have the Bat Licence, for the Livr Musical Band we had given the letter to Darjeeling SP earlier this year but he had Not Given to Excise department. Byte of Excise Deputy Collector. According to 239 we had closes the Bar of Glenerys for 90 days and we also had complain that they don't have the Licence of Live Music In Bar. Total File -3 Visual -1 Excise BT-1 Glenerys BT-1
183
comment0
Report
AMArkodeepto Mukherjee
Dec 09, 2025 17:48:10
Kolkata, West Bengal:নির্বাচন কমিশন সূত্রে খবর আধার কর্তৃপক্ষ ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে। ওই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছে কমিশন তা বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। মৃত বলে চিহ্নিত প্রতিটি ভোটারের নামে কোনও এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল কি না, এবং সেই ফর্ম জমাও পড়েছে কি না তা ভালোভাবে খতিয়ে দেখা নির্দেশ দেয়া হয়েছে। মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে থাকলে তা কীভাবে জমা পড়ল, কারা জড়িত—এসব নিয়েও আলাদা করে তদন্তের প্রস্তুতি নিয়েছে কমিশন।
179
comment0
Report
BSBarun Sengupta
Dec 09, 2025 16:05:10
Barrackpore, Kolkata, West Bengal:এক কিশোরকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শিবদাসপুর থানার অন্তর্গত বরা অঞ্চল অষ্টম শ্রেণীর ছাত্র দেবাংশ সরকারকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল ওই এলাকারই এক যুবক শুভ মজুমদারের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। দেবাংশ সরকার সেই সময় শুভ মজুমদারের বাড়ির সামনে গিয়েছিল সেই সময় হঠাৎ ছুরি নিয়ে তার ওপর চড়াও হয় শুভ মজুমদার। আর্তনাদ শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা শুভ মজুমদারের ততক্ষণে পালিয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় কিশোরকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে ঘটনাস্থলে ছুটে আসে শিবদাসপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগান থেকে গ্রেফতার করে শুভকে। এলাকায় ব্যাপক উত্তেজনা। শুভ মজুমদারের পরিবারের লোকের দাবি তার মাথা খারাপ আছে। এর আগে তিনবার তাকে রিহаб সেন্টারে দেওয়া হয়েছিল সেখান থেকে ফিরে আসে তারপরেই এই ঘটনা ঘটায় এলাকার বাসিন্দারা চান তার উপযুক্ত শাস্তি হোক।
168
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 09, 2025 16:02:15
Kolkata, West Bengal:মনীষী *বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়* কে সংসদে প্রধানমন্ত্রী ' *বঙ্কিম দা* বলার প্রতিবাদে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি *শ্রী শুভঙ্কর সরকারের* নেতৃত্ব এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় । কোলকাতা বিশ্ববিদ্যালয় সামনে থেকে হৃষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় র প্রতিকৃতি নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি তে যোগ দেন সর্বস্তরের কংগ্রেস নেতা ও কর্মীরা। বক্তব্য রেখে গিয়ে শ্রী শুভঙ্কর সরকার বলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর , রাজা রাম মোহন রায় থেকে শুরু করে বাংলার কোন মনীষীকেই এই বিজেপি আক্রমণ করতে ছাড়েনি । যারা বাংলা ভাষা বা সংকৃতির সাথে পরিচিত নন তাদের বাংলার রাজনৈতিক পরিসরে কোন স্থান পাওয়া উচিৎ না । প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বঙ্কিম দা বলার জন্য না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আগামীদিনে। বাইট - মিতা চক্রবর্তী, মুখপাত্র, কংগ্রেস বাইট - শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি
168
comment0
Report
NHNantu Hazra
Dec 09, 2025 16:01:39
Salt Lake City, Utah:BJP leader Locket Chatterjee held a press conference at the BJP party office in Salt Lake Sector 5. A short film called "Bhoy" was shown for how important it is, why it is needed. Locket Chatterjee also answered questions on various issues of the state. সল্টলেক সেক্টর ফাইভের বিজেপি পার্টি অফিসে প্রেস কনফারেন্স করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী।Sir কতটা জরুরি, কেন দরকার তার জন্য একটা শর্ট ফ্লিম দেখানো হয় যার নাম "ভয়"। এছাড়াও রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর দেন লকেট চ্যাটার্জী। প্রশ্ন গুলো হলো......... ১) বিজেপি বিহারে ১০ হাজার টাকা দিয়ে ভোট কিনেছে, তৃণমূল সরকার কাজ করে। বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল।- মমতা ২) বর্ডারে bsf অত্যাচার করলে রুখে দাঁড়ান, মেয়েরে সামনে এগিয়ে দিল। দেখতে চাই কাদের ক্ষমতা বেশি। - মমতা ৩) আবাসের পর ১০০ দিনের কাজ বাংলাই করবে। কেন্দ্রের ভিক্ষা চাই না। কেন্দ্রের সার্কুলার মানি না। নিজের নোট ছিঁড়ে ফেলে হুঙ্কার মমতার। ৪) SIR-এর নামে NRC করার চেষ্টা। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না। বিজেপির হাতে ক্ষমতা গেলে গোটা বাংলা ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। - মমতা ৫) বঙ্কিমদা বলে দেশের অসম্মান, বাংলার মানুষ জীবনে ক্ষমা করবে না। বললেন মুখ্যমন্ত্রী। বঙ্কিম অপমানের প্রতিবাদে মহিলা তৃণমূলের পদযাত্রা। বাংলা অস্মিতার লড়াইয়ে新 হাতিয়ার পেল তৃণমূল? ৬) ভাঙড়ে সন্দেশখালির ছায়া। তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। ঝাঁটা হাতে পথে মহিলারা। ৭) জীবনে তৃণমূলে ফিরব না। ১ লক্ষ লোকের উপস্থিতিতে নতুন দল গঠন করব। সরকার গঠনে আমার দলের ভূমিকা থাকবে। আমার সমর্থন ছাড়া সরকার হবে না হুঁশিয়ারি হুমায়ুনের। ৮- ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ডে গीতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ।ময়দান থানায় অভিযোগ দায়ের করলেন সিপিআইএম নেতা তথা আইনজীবি সায়ন ব্যানার্জী। ৯-নিউ টাউন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ব্যবসায়ীয়ের পরিবারকে কেস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ব্লক সভাপতি সজল সরকারের বিরুদ্ধে
237
comment0
Report
NHNantu Hazra
Dec 09, 2025 16:01:15
Salt Lake City, Utah:MLA Humayun Kabir came to a hotel in Newtown early in the morning. সাতসকালে নিউটাউনের একটি হোটেলে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর জানান....... প্রশ্ন -তিন কোটি টাকা ঢুকেছে আপনার ব্যাংক একাউন্ট এবং ক্যাশ ইয়াশ মিলিয়ে কি মনে হচ্ছে আরো কত ছাড়িয়ে যেতে পারে? উত্তর -এখন বলা যাবেনা যেভাবে বাইরের রাষ্ট্র থেকে টাকা দিতে চাইছে ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না, গতকাল ব্যাংকে গিয়ে চিপ ম্যানেজার কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার সেই চিঠি আজকে পৌঁছে যাবে তারপর কিভাবে দেখা যাবে। কাতার সৌদি আরব বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে এটা করতে যত টাকা লাগবে আমরা সেই টাকা দেব তারা জানিয়েছে। প্রশ্ন- আপনার কাছে আরও অফার রয়েছে যে রাজ্যের আরও বিভিন্ন জায়গায় এই ভাবেই মসজিদ করবার??? উত্তর- বীরভূম থেকে অফার আছে। মালদা থেকে অফার আছে তো আমি বলেছি আগে এটা শুরু হোক এটা তৈরি হতে তিন বছর সময় লাগবে মসজিদের পাশাপাশি বড় হাসপাতাল মেডিকেল কলেজ তার সাথে হোটেল কামরেস্তরা পার্ক হবে হেলিপ্যাড হবে। প্রশ্ন -ওখানে যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আছে তারা পরিষেবা দিতে পারছে না বলেই মসজিদের সাথে হাসপাতাল করতে হচ্ছে? উত্তর- পরিষেবা দিচ্ছে কিন্তু পর্যাপ্ত না。
285
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 09, 2025 15:31:31
Kolkata, West Bengal:মাঝে মাত্র এর একটা দিন। ১১ ডিসেম্বর এনুমারেশণ ফর্ম পূরণ করে জমা করার শেষ দিন। কিন্তু তপসিয়ার একটি বুথের অন্তর্গত একটি পার্টের ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটারের এনুমারেশণ ফর্ম এখনো ডিস্ট্রিবিউট করতে পারেননি। জাতীয় নির্বাচন কমিশন দ্রুত ও সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছে। প্রথম পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত BLOরা এনুমারেশণ ফর্ম বিলি করার পরে সেই ফর্ম যথাযথ ভাবে জমা হচ্ছিল কিনা, ডবল এন্ট্রি এবং মৃত ভোটারের নামে কোনো ভাবে তালিকায় না থাকে সেসব সরেজমিনে খতিয়ে দেখার জন্য বিভিন্ন এলাকায় ঘুরছেন কমিশনার সদস্যরা। তপসিয়া তিলজলা এলাকার একটি ভোট কেন্দ্রে এদিন সকালে পৌঁছয় কমিশনার বিশেষ পর্যবেক্ষক দল। ওই বুথের অন্তর্গত ৩০ নম্বর বুথে ভোটারদের তথ্য যাচাই করতে BLOকে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছয় প্রতিনিধি দলের সদস্যরা। ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে বেশ কিছু ভুলত্রুটি নজরে পড়ে কমিশনার প্রতিনিধিদের। এমনকি ৩০ নম্বর পার্টের ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫টি ফর্ম ভোটারদের কাছে কেন পৌঁছয় না, এ বিষয়ে প্রশ্ন করা হয় BLO-এর কাছে। ওই ১০৫ জন ভোটাররা কোথায়? তাদের অনুপস্থিতির কারণ, যদি অন্যত্র শিফট হয়ে থাকেন এবং ফর্ম যে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়নি সব کچھ যাচাই করে এখনো কেন কমিশনার পোর্টালে আপলোড হয়নি তা তদন্ত করে জানতে চাওয়া হয়। বেশ কিছু ভোটারের এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় BLO-এর কাজে অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের দায়িত্বপ্রাপ্ত সি মুরগন। BLO-অবজারভারকে নির্দেশ দেন যে বিগত কাজ ঠিক মতো হয়েছে কিনা তা রিভিউ করবেন। ১১ ডিসেম্বর কমিশনার নির্ধারিত কাজের সময়সীমা শেষ হলে সি মুরগন আবারও আসবেন বলেও জানান। পাশাপাশি তিনি মন্তব্য করেন, আজ পরিদর্শন করতে এসে যা যা দেখছেন সবটাই কমিশনে জানাবেন।
145
comment0
Report
BSBhabananda Singha
Dec 09, 2025 15:31:10
Dinajpur, Rangpur Division:বাঁশ বোঝাই লড়িতে আগুন, চাঞ্চল্য ২৭ নাম্বার জাতীয় সড়কে। মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ২৭ জাতীয় সড়কের উপর বাঁশ বোঝায় লরিতে অগ্নি কান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে ইসলামপুরের দিক থেকে কিশানগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়।‌ আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার নেয়। সম্ভবত শর্টসার্কিটের কারনে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ‌ ও ইসলামপুর দমকল বাহিনী।‌ দমকলের একটি‌ ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা‌ গিয়েছে।
129
comment0
Report
KMKIRAN MANNA
Dec 09, 2025 13:36:01
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুরের মহিষাদল ইটামগড়া দুই গ্রাম পঞ্চায়েত তিনটি পঞ্চায়েত এলাকার বিজেপি পরিবারের বেনিফিসারিদের মুরগি বাচ্চা হাঁস বাচ্চা ও ছাগল বাচ্চা বিতরণ পক্ষপাতীত্বের অভিযোগ তুলে মহিশাদল সমষ্টি প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে বসে পক্ষপাতিত্ব করে লিস্ট তৈরি করা হয় কারা কারা বাচ্চা পাবে। প্রায় 300 টি পরিবারের মানুষজন ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং আধিকারিকের অফিসে ঢুকে ধমক দেওয়ার পাশাপাশি তুমূল উত্তেজনা তৈরি হয়। ঘটনাকে ঘিরে যথেষ্ট রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে মহিষাদল এলাকায়। এরপর আধিকারিকের আশ্বাস পেতে বিক্ষোভ ওঠে এবং হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী দিনে পক্ষপাতিত্ব হলে ব্লকে এসে মুরগি হাঁস ও ছাগল বাচ্চা টানাটানি করবে বেনিফিসারিরা।
114
comment0
Report
BSBidhan Sarkar
Dec 09, 2025 13:03:31
Chinsurah, West Bengal:গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় সামান্য বচসা, তারপরই আক্রমণ দাগী দুষ্কৃতী বাহিনীর ,গুরুতর আহত পাঁচ যুবক।মারধোরের ঘটনা ধরা পড়ল সিসি ক্যমেরায়। রবিবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হিন্দমোটর ধর্মতলা এলাকায় বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতীর মুখোমুখি পড়েন এলাকারই যুবক যোগা শিক্ষক জ্যোতিষ্ক বাইন।খারাপ ভাবে বাইক চালাচ্ছিল তিন মদ্যপ যুবক। জ্যোতিষ্ক তাদের ঠিকভাবে গাড়ি চালানোর কথা বললে । মধ্যপ যুবকদের মধ্যে থাকা দুস্কৃতি সঞ্জয় দাস ইট নিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর উপর । জ্যোতিষ্ক এবং তার বন্ধু বিনোদ চৌধুরী সঞ্জয় দাস এর হাতে থাকা ইটের আঘাতে রক্তাক্ত হলে তারা ফোন করে আরো কয়েকজন বন্ধুকে ডাকে । জ্যোতিষ্কর বন্ধুবান্ধবরা ঘটনার খবর পেয়ে ছুটে এলে তাদেরকেও আক্রমণ করে সঞ্জয় এবং তার সাথে থাকা অন্য দুই দুষ্কৃতী । মারধরের ফলে মোট পাঁচজন যুবকের মাথায় মুখে কানে আঘাত লাগে । রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা পরবর্তী সময় তাদের উত্তর পাড়ার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার করা হলেও দুই যুবকের মাথায় আঘাত গুরুতর । তাদেরকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফেরে তারপরেই আবারো এলাকায় সন্ধ্যা হলেই মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ আহত যুবকদের পরিবারের লোকজনের । গোটা ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ জায়গায় এই ধরনের দুষ্কৃতীমূলক আক্রমনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।।
162
comment0
Report
BSBidhan Sarkar
Dec 09, 2025 13:03:12
Chinsurah, West Bengal:প্রাক্তন স্কুল শিক্ষিকার মুখ বেঁধে ডাকাতি,গহনা লুট চন্দননগরের মানকুন্ডু আশ্রমপাড়ার ঘটনায় চাঞ্চল্য,অধরা দুষ্কৃতি। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধায় রিষড়া বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা বনানী ভট্টাচার্য(৭৫) বাড়িতে একাই ছিলেন।তার পরিচারিকা সুলেখা গাইন অন্য বাড়িতে কাজে গিয়েছিলো。 দুই দুষ্কৃতী বাড়িতে ঢোকে।শিক্ষিকার মুখ চেপে ধরে।সেলো টেপ দিয়ে বেঁধে দেয়।মারধোর করে।গলা টিপে মারতে গেলে শিক্ষিকা তাদের বলেন,সব নিয়ে নাও প্রাণে মেরো না。 হাতের চুরি,গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। আহত বৃদ্ধাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয় হাসপাতাল。 গতকালকের ঘটনায় রীতিমতো আতঙ্কিত প্রাক্তন শিক্ষিকা। আজ তিনি বলেন,আমাকে প্রাণে মেরেই ফেলত।গলা টিপে ধরেছিল।ওদের মুখ ঢাকা ছিল আমি ওদের চিনতেও পারিনি।বললাম তোমাদের চিনি না পুলিশ এলে বলবো কি। তাই আমাকে ছেড়ে দিলো। পাশের বাড়িতেই ভাড়া থাকেন শিক্ষিকার বোন জলি চট্টোপাধ্যায়।তিনি অন্যদিন দিদিকে দেখতে এলেও গতকাল তিনি আসেননি।তিনি বলেন,২০১৯ সালে জামাইবাবু মারা যাওয়ার পর থেকে ওই পরিচারকার এ বাড়িতেই থাকতো পরিচারিকা দিদির বাড়িতেই থাকে পরিবার নিয়ে।সে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটে।আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি。 পরিচারিকা সুলেখা গাইন বলেন,আমার দশ বছর যখন বয়স তখন থেকেই মামির কাছে আছি।তখন আমার বিয়ে হয়।আগে অন্য জায়গায় ভাড়ায় থাকতাম।কয়েক বছর ধরে মামীর বাড়িতেই থাকি।আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম তখনই এই ঘটনা ঘটে।আগে কোনো দিন এমন হয়নি।মামির বোন আসবে বলে দরজা খোলা ছিলো।চিৎকার শুনে আমি পাশের বাড়ি থেকে চলে আসি।মামীকে এই অবস্থায় পড়ে থাকতে দেখি।বাড়ির অন্য কোন জিনিসে হাত দেয়নি শুধু মামির গয়না নিয়ে গেছে। শিক্ষিকার প্রতিবেশী মেরী রায় বলেন,আমি খবর পেয়ে ছুটে এসে দেখি দিদির মুখ বাধা সেলোটেপ দিয়ে।মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।সবাই আতঙ্কে আছে। চন্দননগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।চন্দনগর পুলিশের এক আধিকারীক জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।এর আগে বিদ্যা লঙ্কার এলাকায় চুরির ঘটনা ঘটেছিল পাঁচ জন গ্রেপ্তার হয়েছে। শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীরা এখনো অধরা।
138
comment0
Report
Advertisement
Back to top