Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Murshidabad742149

BLO के नाम सूची से 18 मतदाताओं के नाम हटाने के आरोप, सामसेरগঞ্জ हंगामा

SMsoma maity
Dec 17, 2025 12:24:51
Murshidabad, West Bengal
SIR ফর্ম জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে প্রায় 18 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ BLO সুব্রত দासের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভ সামসেরগঞ্জ বিধানসভার 110 নম্বর বুথে। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে খোদ BLO সুব্রত দাসের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে সামসেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে। যদিও লিষ্টে নাম না আসায় রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়ে কয়েকজন ভোটারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন BLO। বুথে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা। তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কারো দুমাস আবার কারো তিনমাস আগে বিয়ে হয়েছে তাঁরা রীতিমতো এনুমেরাসন ফর্ম জমা দিলেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাগফুরা খাতুন নামে এক ভোটারের অভিযোগ, সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন। ভোটার লিস্টে দু বছর আগেই নাম উঠেছে। শ্বশুর বাড়িতে একবার ভোটও দিয়েছেন। মায়ের বাড়ি চাচন্ড। নভেম্বর মাসে রীতিমত ফরম ফিলাপ করে বিএলওকে জমা দিয়েছেন। কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় নাম নেই ওই মহিলার। তাতেই আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মাগফুরার। একই অভিযোগ চাঁদ কুমার দাস, উমা সরকার, সুস্মিতা দাস, মিতা দাস, মধুমিতা দাস, সনোকাঁ দাস, সম্মানী দাসদের। একসঙ্গে 110 নম্বর বুথে প্রায় 18 জনের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা। BLO এর কাজের খামখেয়ালীপনা নিয়ে ক্ষুব্ধ ভোটাররা। এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই মঙ্গলবার রাতে BLO এর বাড়ি যান চাদকুমার দাস। সঙ্গে ছিলেন তার শ্যালক। অভিযোগ, জিজ্ঞেস করতেই BLO এবং তার সাঙ্গপাঙ্গরা তাদের মারধর করে। এমনকি ইট পাটকেল দিয়েও মারধর করা হয়েছে। অন্যদিকে ভোটারদের অভিযোগ নিয়ে বিএলও সুব্রত দাসের পাল্টা দাবি, রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়েছে ভোটাররা। ভোটার লিষ্ট সংক্রান্ত যা করেছেন তা upper-level কর্মকর্তার নির্দেশেই করা হয়েছে বলে দাবি BLO এর। যদিও কিছু মিসটেক হয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিএলওর। এদিকে পুরো বিষয়টি নিয়ে বিএলওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিএলওর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোটার লিষ্ট থেকে বাদ পড়া ভোটাররা। মারধর কাণ্ডে বিএলও এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বঞ্চিত ভোটার চাদকুমার দাস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, SIR ফর্ম জমা দিলেই তালিকায় নাম উঠবে। কিন্তু কি করে একজন BLO এভাবে ফর্ম রিসিভ করার পরেও সিফটেড কিংবা তালিকা থেকে বাদ দিতে পারেন? BLO এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Dec 17, 2025 13:51:53
Kolkata, West Bengal:Jubobharati te আদিখ্যেতা করেছেন কিছু মানুষ। জেটা কাম্য নয়। রাজনীতি কড়া ঠিক নয়। এক ঘন্টার মধ্যে ব্যাবস্থা নিয়েছে সরকার। মনরেগা নাম পরিবর্তন করেছে বিজেপির। Sir নিয়ে বিজেপির র উচিৎ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। নামে বাদল করে রাজ্যের টাকা আটকে রাখছে বিজেপির সরকার। Job কার্ড holder এর টাকা আটকে রেখেছে। রাজ্য তাঁদের টাকা দিয়েছে। যে উদ্দেশ্যে sir করেছে। তা ব্যর্থ হয়েছে। কারণ অপরিকল্পিত sir। আলোচনা না করে জোর করে Sir চাপানো হয়েছে। মানুষ জবাব দেবে। বাংলার বিজেপির নেতা যাঁরা দিল্লির চাটুকারিতা না করে এখানের বাংলাকে বাংলাদেশকে আখ্যায়িত না করা। দিল্লি তে ব্লাস্ট কেন। পেহেলগাম এ ব্লাস্ট কেন। সেখানে তো cm মমতা নেই। সেখানে কেন ব্যার্থ? Ib চিফ কে extention কেন? এগুলো পার্লামেন্ট এ ওঠেই না。
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 13:51:36
Jalpaiguri, West Bengal:মরেও শান্তি নেই! ইলেকট্রিক চুল্লি বিকল, দেহ সৎকার করা নিয়ে চরম ভোগান্তি আত্মীয় পরিজনদের। দুই ঘন্টা অপেক্ষা করিয়েও শবদাহ হল না ধূপগুড়ি মহাশ্মশানে। ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃতদেহ সৎকার করা নিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে মৃতের পরিবারকে। ধূপগুড়ির ডাউকিমারি এলাকার বাসিন্দা সুভাষ রায় নামে এক ব্যক্তিকে পেটের যন্ত্রণা নিয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করান তাঁর পরিবার। সোমবার রাত ১টা নাগাদ সুভাষ রায়ের মৃত্যু হয়। এরপর মঙ্গলবার সকালে মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর গ্রামের বাড়িতে। দেহ নিয়ে যাওয়ার জন্য ধূপগুড়ি মহাশ্মশানের গাড়ি ডাকা হয়। পরে ওই গাড়িতে করে ডাউকিমারি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শ্মশানে রওনা দেয় মৃতের পরিবার। পরিবারের সদস্য তাপস রায়ের অভিযোগ, প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর দেহ ইলেকট্রিক চুল্লিতে ওঠানোর আগে তাদের জানানো হয় যে, কিছু সমস্যা রয়েছে চুল্লির। এরপর সেখান থেকে ফের দেহ গাড়িতে তুলে নিয়ে আসা হয় ডাউকিমারি কুমলাই শ্মশানে। সেখানে পুরনো পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ কাঠে শবদাহ করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা শ্যামল রায়ের অভিযোগ, ধূপগুড়ি মহকুমা হয়েছে ঠিকই কিন্তু ধূপগুড়িবাসীকে এখনও এরকমই নানা সমস্যায় ভুগতে হচ্ছে। তাহলে মহকুমা করে কি লাভ? তাঁর অভিযোগ, যেভাবে আজ তাঁরা হয়রানি শিকার হলেন, যাতে আর কাউকে হয়রানি হতে না হয়। তবে শবযাত্রীদের যে সমস্যা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত। রিপোর্ট ;- প্রদ্যুত দাস ক্যামেরা:- সুবোধ রায় ( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 13:51:18
Kolkata, West Bengal:CHINGRI METRO হাইকোর্টের নয়া নির্দেশিকা অনুয়ায়ী ফের চিংড়িঘাটা জট কাটাতে পার্ক স্ট্রিট মেট্রো ভবনে সন্ধ্যে ৬ টা থেকে শুরু হচ্ছে বৈঠক। যে বৈঠকের মাধ্যমে রাতে রাস্তা বন্ধ রেখে চিংড়িঘাটা মোড়ের এই প্রান্ত থেকে ওপর প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে ইস্পাত বেস লাইন জোড়া লাগবে। নভেম্বরে দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে শুক্র শনি রবি তিন রাতে ৬ ঘণ্টার জন্য রাস্তা বন্ধ রাখার ব্যাপারে সব পক্ষ সম্মত হলেও পরে বিভিন্ন কারণে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি বাতিল করে। সেই জট কাটাতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নির্মাণকারী সংস্থা RVNL. সেই শুনানির প্রেক্ষিতে ফের সব পক্ষকে আলোচনায় বসে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপুর্ণ অরেঞ্জ লাইনের এই কাজের অগ্রগতির নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের জেরে RVNL, কলকাতা মেট্রো রেল, কলকাতা পুরসভা, বিধাননগর পুলিশ, এবং কলকাতা পুলিশ আজ বৈঠকে যোগ দিয়েছে। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 17, 2025 12:25:10
Dinajpur, Rangpur Division:আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ওয়ার্ক অর্ডার হস্তান্তর করা হল বুধবার। বালুরঘাট পৌরসভার উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১ কোটি ১৬ লক্ষ ৫ হাজার টাকার কিছু বেশি অর্থমূল্যের ওয়ার্ক অর্ডার নির্মাণকারী সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হল। বুধবার বিকেলে বালুরঘাট পৌরসভার সুবর্ণ তট কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ওয়ার্ক অর্ডার হস্তান্তর করেন পৌর চেয়ারম্যান অশোক মিত্র। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কাউন্সিলর ও এমআইসি-রা। পৌর চেয়ারম্যান জানান, ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। শহরের ২৫টি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যে উন্নয়নমূলক প্রকল্পগুলির দাবি জানিয়েছিলেন, সেই প্রকল্পগুলিকেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো। তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরে উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করতে পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলি দ্রুত সম্পূর্ণ করা যায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 12:24:30
Chinsurah, West Bengal:ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে।খোরশেদালিকায় তার নাম মৃত হিসেবে দেখানো হয়েছে।গতকাল এই ঘটনার প্রতিবাদ করে কালিপুর শ্মশানে গিয়ে বসে ছিলেন কাউন্সিলর। আজ বিএলও কুশ হাজরাকে শোকজ করে নির্বাচন কমিশন。 সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃনমূল কাউন্সিলর বলেন,কমিশন শোকজ করেছে বিএলওকে।আমি মনে করি এতে বিএলও সম্পূর্ন দায়ী নয়।আমার মত আরো অনেক বৈধ ভোটারের নাম এভাবেই বাদ দেওয়া হয়েছে。 এখনো সময় আছে।আমরা কর্মিদের নিয়ে কাজ করব。 কাউন্সিলরের নাম মৃত দেখানোর ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে চন্ডীতলা ২ বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়।ঘটনার সঠিক তদন্তের দাবী জানানো হয়。
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 17, 2025 12:24:12
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 17, 2025 12:23:44
Durgapur, West Bengal:BLO কে শারীরিক ভাবে হেনস্থা, BDO-র আছে লিখিত অভিযোগ দায়ের। একটি বিএলও কে মারধরের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্দমান জেলার কাঁকসার বিরুডিহা গ্রামে। এই বিষয়ে বিএলও দায়িত্বে থাকা বিরুডিহার আইসিডিএস কর্মী মায়া কোনার কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান। কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা জানিয়েছেন, আইসিডিএস কর্মী তথা বিএলও মায়া কোনার কে শারীরিক হেনস্তার বিষয়ে তার কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কাঁকসা থানার পুলিশকে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কিত ওই BLO। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চান নি ওই BLO।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 17, 2025 11:35:00
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 11:17:03
Kolkata, West Bengal:JBSB SIR SPL স্যার শুরুর আগেই বিরোধী দলের দাবি ছিল দেড় কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এক মাস ধরে চলা স্যার প্রক্রিয়ায় কম দৌড়ঝাঁপ করেনি কমিশন। BLO দের কান্নাকাটি হুমকি হুঁশিয়ারি শাসক দলের আন্দোলন BLO আত্নহত্যা। কত কি ঘটে গেছে এই কয়েকদিনে। এতো কাণ্ড করার পর শেষ পর্যন্ত মঙ্গলবার যখন সেমিফাইনাল রেজাল্ট আউট হল, যখন বাদ পড়ল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ টি নাম, তখন स्वভাবতই প্রশ্ন উঠছে, SIR এর যে মূল উদ্দেশ্য, অর্থাৎ ২০২৬ এর ১৪ ফেব্রয়ারি রাজ্যকে অনুপ্রবেশ মুক্ত স্বচ্ছ একটি ভোটার তালিকা উপহার দেওয়া, সেই উদ্দেশ্য কতটা সফল হল? আসুন চোখ বুলিয়ে নিই পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় নাম বাদের পরিসংখ্যানের দিকে ১) মালদহ নাম বাদ মাত্র ২ লক্ষ ১ হাজার ৮৭৩。 এਰমধ্য একেবারে বাংলাদেশ ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ ইংরেজিবাজার ২৩ হাজার ৯৩৫ রতুয়া ২০ হাজার ৭৩৭ ২) মুর্শিদাবাদ নাম বাদ ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ এরমধ্যে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভা ব্রেক আপ জঙ্গিপুর ১১ হাজার ৭৪৬ রানীনগর ৮ হাজার ৬৮৪ ৩) নদীয়া নাম বাদ ২ লক্ষ ১৬ হাজার ৫৭৭ এর মধ্যে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ শান্তিপুর ১২ হাজার ৭৯৪ কৃষ্ণগঞ্জ ১৩ হাজার ১৯৬ ব্রিজ পিটিসি তাহলে তো বিরোধী দলের տোলা দেড় কোটির দাবি মিলছে না। এই জেলাগুলিতেই যদি সবথেকে বেশি সংখ্যক অনুপ্রবেশকারী অবৈধ ভোটার থেকে থাকে তাহলে কতটুকুই বা বাদ দেওয়া গেল। এরমধ্যে তো মৃত ভোটার আছেন। ফর্ম ফিলাপ করতে ভুলচুক হওয়া ভোটার আছেন। যাদের টার্গেট করে এতো বর্ণাঢ্য SIR তাদের কতজন আছে এই তালিকায়? ব্রিজ পিটিসি আসুন এবার কলকাতার লাগোয়া দুই জেলার পরিসংখ্যান দেখি ৪) উত্তর ২৪ পরগনা নাম বাদ ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩。 অথচ এই বিপুল নামের মধ্যে একেবারে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভা ব্রেক আপ বনগাঁ উত্তর বিধানসভা ২৬০৫৪ গাইঘাটা বিধানসভা ১৬৬৫৫ ৫) দক্ষিণ ২৪ পরগনা নাম বাদ পড়েছে প্রায় ৮ লাখ। অথচ বাংলাদেশ ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ বাসন্তী ২০ হাজার ৯৩৫ gosaba ১৪ হাজার ১৫২ ফাইনাল পিটিসি
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 17, 2025 11:16:18
Dinajpur, Rangpur Division:ডোবায় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গঙ্গারামপুর থানার ফুলবাড়ী শ্মশান সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ইউনুস (৬৪) বাড়ি মালদা জেলার চাঁচল থানার নুরগঞ্জ এলাকায়। পরিবারের সূত্রে জানা যায় চলতি মাসের ১১ তারিখ থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। কেননা তার মাথার পেছনে অনেকটা জায়গা জুড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পরিবার সূত্রে জানা যায় মৃত ইউনুস ভবঘুরে ছিলেন। গত ১১ তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফেরেননি। পুরো ঘটনা নিয়ে চাঁচাল থানায় নিখোঁজের ডায়রি করেন আত্নীয়রা। মঙ্গলবার বিকালে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী Shমশান সংলগ্ন একটি ডোবা থেকে এক ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।এরপরে খবর দেওয়া হয়েছে স্থানীয় গঙ্গারামপুর থানায়। ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের পরিচয়ের তদন্ত শুরু করেন গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ খোঁজখবরের মাধ্যমে মৃতদেহের পরিচয় সামনে এসে। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। বুধবার মৃত ব্যক্তির আত্নীয়রা আসেন গঙ্গারামপুর থানায়। বুধবার পুলিশ মৃতদেহ বালুরঘাটে জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 11:15:23
Jalpaiguri, West Bengal:১৭ বছর ধরে দিব্যি দুই জায়গায় নাম। এসআইআর হতেই ফাঁস। ধূপগুড়িতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে রাজনৈতিক তরজা। কী করে ১৫ বছর ধরে তাঁর নাম কীভাবে ভোটার তালিকায় থাকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। SIR এর জেরে ধূপগুড়িতে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল! দুই জায়গাতে নাম থাকায় নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এক জায়গায় বাদ পড়ল ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ববিতা রায়ের নাম।এনিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ভোট দিয়ে গিয়েছেন ওই তৃণমূল নেত্রী। এই ইস্যুকে সামনে রেখে ধূপগুড়িতে সরব গেরুয়া শিবির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, এই কারণে তৃণমূল এতদিন ধরে SIR-এর বিরোধিতা করেছে। একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ছাপ্পা ভোট দেওয়াই ছিল তৃণমূলের কালচার। SIR হওয়াতেই সত্য সামনে এসেছে। এবার সমস্ত ভণ্ডামি ফাঁস হবে।” অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় ওই তৃণমূল নেত্রী ববিতা রায়। তাঁর দাবি, “আমি জানতাম আমার নাম ১৫ বছর ধরে দুই জায়গায় রয়েছে। বহু আগেই বি.এল.ও-র কাছে আবেদন করেছিলাম নাম কাটার জন্য, কিন্তু তা করা হয়নি। বিজেপি যে অভিযোগ করছে আমি ছাপ্পা ভোট দিচ্ছিলাম, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” সব মিলিয়ে SIR ঘিরে ধূপগুড়িতে রাজনৈতিক তরজা চরমে। ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন.
0
comment0
Report
Advertisement
Back to top