Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
EC के अनुसार कल से हर ERO को सुनवाई पत्र भेजे जाएंगे; 32 लाख अनमैप्ड वोटर लक्षित
AMArkodeepto Mukherjee
Dec 17, 2025 14:01:50
Kolkata, West Bengal
নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামিকাল সকাল থেকে প্রত্যেক ERO শুনানির চিঠি পাঠাতে চলেছেন। প্রাথমিকভাবে ৩২ লক্ষ আনম্যাপড্ ভোটারদের কাছেই পাঠাতে চলেছে শুনানির নোটিশ। তবে, LOGICAL DISCREPANCIES-এর যে তালিকা রয়েছে, সেটার স্ক্রিনিং চলছে। ফলে, মোট কত সংখ্যক ভোটারের কাছে হিয়ারিং-এর নোটিশ পৌঁছবে তা স্পষ্ট নয়.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Dec 17, 2025 15:32:49
Kolkata, West Bengal:সবুজ মেরুন সমর্থকদের জন্য দুঃসংবাদ। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ার জন্য মোহন বাগানকে কড়া শাস্তি দিল এএফসি। আগামী দু’বছরের এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটি। সেই সঙ্গে গুণতে হবে ৫০ হাজার ডলার জরিমানা। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ এএফসিকে মিটিয়ে দিতে হবে তাদের। আজ, বুধবার সরকারিভাবে একথা জানানো হয়েছে। গত সেপ্টেম্বরের শেষে এসিএল টু-এ ইরানের সেপাহানের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহন বাগানের। অনেক নাটকের পরে শেষ পর্যন্ত ইরান সফর বাতিল করে তারা। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ ওয়ाकওভারের সিদ্ধান্ত বলে জানায় বাগান কর্তৃপক্ষ। তখনই আশঙ্কা করা হচ্ছিল, বড় শাস্তির মুখে পড়তে পারে মোহন বাগান। সেই আশঙ্কাই সত্যি হল।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 17, 2025 15:32:31
Kolkata, West Bengal:নেতাজী ইন্ডোরে কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এর ব্যবসায়ী সম্মেলন। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সমস্তরকম জলের বোতল নিষিদ্ধ। বসানো হয়েছে জলের ড্রাম। তৈরি হয়েছে ওয়াটার কাউন্টার। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত ব্যবসায়ী সম্মেলন এ উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযায়। এছাড়া উপস্থিত ছিলেন অমিত মিত্র Shashi Panja, Chandrima Bhattacharjee, Sujit Bose, Indrani Sen, মেয়র ফিরহাদ হাকিম। দর্শকরা শুনতে পাচ্ছেনা বলে CM এর বক্তব্য থামালেন—“আমার বক্তব্য যদি শুনতে না পান কী লাভ? ইন্দ্রনীল প্লিজ টেক কেয়ার।” সিএম কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার হবে। সিএম যোগাযোগ বাড়ানোর জন্য রাজ্য ট্রেডারস ওয়েলফেয়ার বোর্ড তৈরি করব; সিনার্জি হবে; সিঙ্গল উইন্ডো ইন্টারফেস। সিএম ট্রেড পোর্টাল চালু হল। ব্যবসায়ীরা পেমেন্টে দেরী হলে পোর্টালে আবেদন করলে সরকার ও ব্যাঙ্ক দ্রুত টাকা মেটাবে। ১ লাখ ৯৭ হাজার কোটি পাই কেন্দ্রের থেকে, সবইতো চালাতে হচ্ছে রাজ্যের টাকায়। আজকাল এ আই বেড়িয়েছে; আমাকে দেখাবে, আমার গলা শোনাবে। শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম মানে ধারন—পবিত্রতা; কাউকে বিপদে ফেলা নয়। ধর্ম যার যার, উৎসব সবার। একদিকে এসআইআর এর অত্যাচার চলবে অন্যদিকে বড়দিন, গঙ্গাসাগর চলবে। ভোটও এসেছে যাবে। ২৩টা জেলায় ২৩টা শপিংমল হচ্ছে; কাল ১০টার উদ্ধোধন; জমি ফ্রি অফ কস্ট। মুখ্যমন্ত্রী — ভাণ্ডারী সাহেব বললেন, ভলিউম খুব বেশি; বাংলা থেকে ব্যবসা করা যায়; আমাদের নর্থ ইস্টার্ন, বাংলাদেশ, নেপাল, ভূটান ছাড়াও ঝাড়খণ্ড, বিহার border আছে। এমএসএমই সেক্টরে ভলিউম আছে; ১ কোটি ৩০ লক্ষ লোক এমএসএমই তে কাজ করে। এমএসএমই শিল্পে এগিয়ে আছেন—দার্জিলিং, নকশীকাঁথা, লেদার গুডস, বাংলার হিমসাগর, ফজলি, শান্তিপুরী, বিষ্ণুপুরী, জয়নগরের মোয়া, তুলাইপঞ্জি, রসগোল্লা, সীতাভোগ, টেরাকোটা, ডোকরা, পটচিত্র, ছৌ নাচ, মাদুরকাঠি, টাঙ্গাইল শাড়ি, গরদ শাডি, সুন্দরবনের মধু, নলেন গুড়ের সন্দেশ, ছানাবড়া, মতিচুর লাড্ডু, বারুইপুরের পেয়ারা—একাধিক জিনিস জিআই ট্যাগের তকমা পেয়েছে। আমরা এখনও পর্যন্ত ৩৬ টা পেয়েছি; ৩৩৬ টা পেতে পারি। কারিগর-শিল্প বহু গুণের। সামনে নববর্ষ আসছে। সব ধর্ম, সব ভাষা এবং সব কমিউনিটি নিয়ে ব্যবসায়ী সম্মেলন কেমন চলবে, তার জন্য অভিনন্দন। ৬০-৭০ লক্ষ ছোট ছোট ব্য়বসায়ী আছেন; তাদের গুরুত্বহীন ভাববেন না। অনলাইনে বাজার সম্ভব সেটা বোঝেন না বলে কেউ উপকৃত হন। বড় পাইকারি থেকে শুরু করে সবাই এই সেক্টরে পড়েন। ১ কোটি মানুষ এই ব্যবসায় আছেন; বাংলার অর্থনীতিতে আপনাদের বিশেষ ভূমিকা। নোটবন্দি সমস্যা সমাধান হয়নি; মানুষের হাতে 돈 থাকলে অর্থনীতি সচল হয়। Bengal is the gateway of commercial development কথাটি পুনর্ব্যক্ত করেছি। নীতি আয়োগের ২২-২৩ কী বলে বেকারত্ব কমিয়ে দিয়েছি—এটা তাদের রিপোর্ট; আমাদের রিপোর্ট নয়; কৃষি, শিল্প এবং এক্সপোর্ট দ্বিগুণ বেড়েছে। ১ কোটি ৮৭ হাজার কোটি টাকা পাই কেন্দ্রের কাছ থেকে; অনেকে বলে আমরা কিছু করতে পারে না; আমরা সমাজকে চালাই। No Negativity/ No narrative এই ধরনের বহু কাজ হচ্ছে। লঙ্কাকাণ্ড। জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে চললে দেশ সফলভাবে চলবে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 17, 2025 15:32:06
Katwa, West Bengal:অগ্নিনির্বাপক ব্যবস্থা হাল হকিকত খতিয়ে দেখতে মহকুমা প্রশাসনের চার দপ্তরের আধিকারিকরা সরেজমিনে পরিদর্শন করলেন কাটোয়া মহকুমা হাসপাতালে বিভিন্ন বিভাগ। বিদ্যুৎ দপ্তর, পূর্তদপ্তর, দমকল দপ্তরের আধিকারিকদের নিয়ে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বুধবার সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। কাটোয়া মহকুমা হাসপাতালের রান্না ঘর, অক্সিজনের গোডাউন, জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখলেন। কাটোয়া মহকুমা হাসপাতালের আপৎকালীন অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা ফায়ার এক্সটিংগুইসার সিলিন্ডার সহ জলের পাইপ লাইন গুলো পরীক্ষা করে দেখে সন্তুষ্ট হয়েছেন। তবে হাসপাতালের এমারজেন্সি এক্সিটের দরজায় তালা গুলোর অবস্থা খারাপ। কাটোয়া মহকুমা হাসপাতালে ১২৪ টি ফায়ার এক্সটিংগুইসার সিলিন্ডার সহ কয়েকশ মিটার স্বয়ংক্রিয় জলের পাইপ লাইন সক্রিয় আছে বলে হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানান। বিপ্লব মণ্ডল আরও বলেন, হাসপাতালের ফায়ার সেফটি ব্যবস্থা কেমন আছে সেটা দেখতে এসেছিলেন। আমাদের হাসপাতালে ফায়ার মোকাবিলার ব্যবস্থা ভালো আছে। নিয়ম মেনে মকডিল হয়। এদিন পরিদর্শক দল শহরের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, বাজার সহ মলগুলোর অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখে。
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 15:31:40
Siliguri, West Bengal:বছরের শেষে ফের পানীয় জলের সমস্যায় পড়তে চলেছে শিলিগুড়ির বাসিন্দারা। শীতকালে বিদ্যুৎ বিভাগের কাজের জন্য বেশ কয়েকদিন বন্ধ রাখা হবে শিলিগুড়ি পুরোনিগমের ৪৭ টি ওয়ার্ডে পানীয় জল। ইতিমধ্যে তার বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুরনিগম। শুধু তাই নয়, জল সমস্যা যাতে না বাড়ে তার জন্য আজ অর্থাৎ বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন মেয়র গৌতম দেব। শহরবাসীকে যাতে জলকষ্টে না পড়তে হয় তাই তার সুরাহা বের করতে বৈঠক ডাকা হয়েছে। এর আগেও বহু বার জলকষ্টে মাঝেমধ্যেই জjerবার হতে হয়েছে শিলিগুড়ির বাসিন্দাদের। ফের এবার বছরের শেষে তাদের একই সমস্যা পড়তে হবে । পুরনিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ ডিসেম্বর ও ৮ জানুয়ারি ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড, ২১ ডিসেম্বর ও ২৫ জানুয়ারি ৩৬ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড সহ ২৮ডিসেম্বর ও ১৮জানুয়ারি গোটা শিলিগুড়িতে জল বন্ধ থাকবে। যদিও কর্পোরেশন এই বিজ্ঞপ্তি জারি করলেও শহরবাসী অনেকেই তা জানতে পারেনি। হঠাৎই জল বন্ধ হলে বিপাকে পড়বেন বাসিন্দারা। অন্যদিকে জলের সমস্যা নিয়ে মেয়র গৌতম দেব জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার)বৈঠকে বসবেন । এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "খুব একটা চাপের কিছু নেই। বিকেলবেলা জল বন্ধ থাকছে। তবুও মানুষ যাতে সমস্যায় না পড়ে তাই আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি। যেখানে জলের ট্যাঙ্ক পাঠানোর কথা সেখানে পাঠানো হবে। আরও কি কি প্রয়োজন এবং কিভাবে এই সমস্যার মোকাবিলা করাযায় সেই বিষয়ে নিয়েই বৈঠক ডেকেছি।"
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 15:31:13
Siliguri, West Bengal:*উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, বেতন বৃদ্ধি–ডিএ দাবিতে কর্মীদের আন্দোলনে অচল প্রশাসন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝোলানোয় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বকেয়া বেতন বৃদ্ধি ও ৪ শতাংশ ডিএ সহ একাধিক দাবিতে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা আন্দোলনে নেমেছেন। গত এক সপ্তাহ ধরে কর্মবিরতি চলার পর কর্তৃপক্ষের দায়সারা ভূমিকার অভিযোগ তুলে সোমবার থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। সংগঠনের দাবি, কয়েক মাস আগেও একই দাবিতে কর্মবিরতি দিয়ে আন্দোলন করা হয়েছিল। সেসময় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও আজ পর্যন্ত কোনও সমস্যার সমাধান হয়নি। সেই কারণেই গত সোমবার থেকে আজ অব্দি(বুধবার) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমীক্ষীর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। এর জেরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ভাস্কর বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারছেন না। মাইগ্রেশন সার্টিফিকেটসহ নানা প্রশাসনিক কাজে আসা পড়ুয়াদেরও ফিরে যেতে হচ্ছে। ফলে পঠন পাঠন চালু থাকলেও প্রশাসনিক কাজকর্ম কার্যত শিকেয় উঠেছে। যদিও তৃনমূল সংগঠনের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রঞ্জিত রায়ের দাবি, পড়ুয়াদের পড়াশোনায় কোনও সমস্যা হচ্ছে না। তিনি বলেন, “ন্যায্য দাবিতেই আমরা আন্দোলনে নেমেছি। কর্তৃপক্ষ বলছেন সরকার নাকি বেতন वृद्धि করতে না করেছেন এ কথাটি আমরা বিশ্বাস করি না। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধই থাকবে।”
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 17, 2025 13:51:53
Kolkata, West Bengal:Jubobharati te আদিখ্যেতা করেছেন কিছু মানুষ। জেটা কাম্য নয়। রাজনীতি কড়া ঠিক নয়। এক ঘন্টার মধ্যে ব্যাবস্থা নিয়েছে সরকার। মনরেগা নাম পরিবর্তন করেছে বিজেপির। Sir নিয়ে বিজেপির র উচিৎ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। নামে বাদল করে রাজ্যের টাকা আটকে রাখছে বিজেপির সরকার। Job কার্ড holder এর টাকা আটকে রেখেছে। রাজ্য তাঁদের টাকা দিয়েছে। যে উদ্দেশ্যে sir করেছে। তা ব্যর্থ হয়েছে। কারণ অপরিকল্পিত sir। আলোচনা না করে জোর করে Sir চাপানো হয়েছে। মানুষ জবাব দেবে। বাংলার বিজেপির নেতা যাঁরা দিল্লির চাটুকারিতা না করে এখানের বাংলাকে বাংলাদেশকে আখ্যায়িত না করা। দিল্লি তে ব্লাস্ট কেন। পেহেলগাম এ ব্লাস্ট কেন। সেখানে তো cm মমতা নেই। সেখানে কেন ব্যার্থ? Ib চিফ কে extention কেন? এগুলো পার্লামেন্ট এ ওঠেই না。
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 13:51:36
Jalpaiguri, West Bengal:মরেও শান্তি নেই! ইলেকট্রিক চুল্লি বিকল, দেহ সৎকার করা নিয়ে চরম ভোগান্তি আত্মীয় পরিজনদের। দুই ঘন্টা অপেক্ষা করিয়েও শবদাহ হল না ধূপগুড়ি মহাশ্মশানে। ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃতদেহ সৎকার করা নিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে মৃতের পরিবারকে। ধূপগুড়ির ডাউকিমারি এলাকার বাসিন্দা সুভাষ রায় নামে এক ব্যক্তিকে পেটের যন্ত্রণা নিয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করান তাঁর পরিবার। সোমবার রাত ১টা নাগাদ সুভাষ রায়ের মৃত্যু হয়। এরপর মঙ্গলবার সকালে মৃতদেহ নিয়ে আসা হয় তাঁর গ্রামের বাড়িতে। দেহ নিয়ে যাওয়ার জন্য ধূপগুড়ি মহাশ্মশানের গাড়ি ডাকা হয়। পরে ওই গাড়িতে করে ডাউকিমারি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শ্মশানে রওনা দেয় মৃতের পরিবার। পরিবারের সদস্য তাপস রায়ের অভিযোগ, প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর দেহ ইলেকট্রিক চুল্লিতে ওঠানোর আগে তাদের জানানো হয় যে, কিছু সমস্যা রয়েছে চুল্লির। এরপর সেখান থেকে ফের দেহ গাড়িতে তুলে নিয়ে আসা হয় ডাউকিমারি কুমলাই শ্মশানে। সেখানে পুরনো পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ কাঠে শবদাহ করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা শ্যামল রায়ের অভিযোগ, ধূপগুড়ি মহকুমা হয়েছে ঠিকই কিন্তু ধূপগুড়িবাসীকে এখনও এরকমই নানা সমস্যায় ভুগতে হচ্ছে। তাহলে মহকুমা করে কি লাভ? তাঁর অভিযোগ, যেভাবে আজ তাঁরা হয়রানি শিকার হলেন, যাতে আর কাউকে হয়রানি হতে না হয়। তবে শবযাত্রীদের যে সমস্যা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত। রিপোর্ট ;- প্রদ্যুত দাস ক্যামেরা:- সুবোধ রায় ( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 13:51:18
Kolkata, West Bengal:CHINGRI METRO হাইকোর্টের নয়া নির্দেশিকা অনুয়ায়ী ফের চিংড়িঘাটা জট কাটাতে পার্ক স্ট্রিট মেট্রো ভবনে সন্ধ্যে ৬ টা থেকে শুরু হচ্ছে বৈঠক। যে বৈঠকের মাধ্যমে রাতে রাস্তা বন্ধ রেখে চিংড়িঘাটা মোড়ের এই প্রান্ত থেকে ওপর প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে ইস্পাত বেস লাইন জোড়া লাগবে। নভেম্বরে দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে শুক্র শনি রবি তিন রাতে ৬ ঘণ্টার জন্য রাস্তা বন্ধ রাখার ব্যাপারে সব পক্ষ সম্মত হলেও পরে বিভিন্ন কারণে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি বাতিল করে। সেই জট কাটাতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নির্মাণকারী সংস্থা RVNL. সেই শুনানির প্রেক্ষিতে ফের সব পক্ষকে আলোচনায় বসে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপুর্ণ অরেঞ্জ লাইনের এই কাজের অগ্রগতির নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের জেরে RVNL, কলকাতা মেট্রো রেল, কলকাতা পুরসভা, বিধাননগর পুলিশ, এবং কলকাতা পুলিশ আজ বৈঠকে যোগ দিয়েছে। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 17, 2025 12:25:10
Dinajpur, Rangpur Division:আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ওয়ার্ক অর্ডার হস্তান্তর করা হল বুধবার। বালুরঘাট পৌরসভার উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১ কোটি ১৬ লক্ষ ৫ হাজার টাকার কিছু বেশি অর্থমূল্যের ওয়ার্ক অর্ডার নির্মাণকারী সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হল। বুধবার বিকেলে বালুরঘাট পৌরসভার সুবর্ণ তট কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ওয়ার্ক অর্ডার হস্তান্তর করেন পৌর চেয়ারম্যান অশোক মিত্র। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কাউন্সিলর ও এমআইসি-রা। পৌর চেয়ারম্যান জানান, ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। শহরের ২৫টি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যে উন্নয়নমূলক প্রকল্পগুলির দাবি জানিয়েছিলেন, সেই প্রকল্পগুলিকেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো। তিনি আরও জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরে উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করতে পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজগুলি দ্রুত সম্পূর্ণ করা যায়।
0
comment0
Report
SMsoma maity
Dec 17, 2025 12:24:51
Murshidabad, West Bengal:SIR ফর্ম জমা দেওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে প্রায় 18 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ BLO সুব্রত দासের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভ সামসেরগঞ্জ বিধানসভার 110 নম্বর বুথে। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি জানতে চাওয়ায় ভোটারকে মারধর করার অভিযোগ উঠেছে খোদ BLO সুব্রত দাসের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে সামসেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে। যদিও লিষ্টে নাম না আসায় রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়ে কয়েকজন ভোটারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন BLO। বুথে একাধিকবার ভোট দিয়েছেন অনেক মহিলা। তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কারো দুমাস আবার কারো তিনমাস আগে বিয়ে হয়েছে তাঁরা রীতিমতো এনুমেরাসন ফর্ম জমা দিলেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাগফুরা খাতুন নামে এক ভোটারের অভিযোগ, সাত বছর আগে বিয়ে হয়ে জয়কৃষ্ণপুর দাসপাড়া গ্রামে সংসার করছেন। ভোটার লিস্টে দু বছর আগেই নাম উঠেছে। শ্বশুর বাড়িতে একবার ভোটও দিয়েছেন। মায়ের বাড়ি চাচন্ড। নভেম্বর মাসে রীতিমত ফরম ফিলাপ করে বিএলওকে জমা দিয়েছেন। কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজনের নাম থাকলেও তালিকায় নাম নেই ওই মহিলার। তাতেই আতঙ্কিত হয়ে কার্যত ঘুম ছুটেছে মাগফুরার। একই অভিযোগ চাঁদ কুমার দাস, উমা সরকার, সুস্মিতা দাস, মিতা দাস, মধুমিতা দাস, সনোকাঁ দাস, সম্মানী দাসদের। একসঙ্গে 110 নম্বর বুথে প্রায় 18 জনের নাম বাদ দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়েছেন স্থানীয়রা। BLO এর কাজের খামখেয়ালীপনা নিয়ে ক্ষুব্ধ ভোটাররা। এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই মঙ্গলবার রাতে BLO এর বাড়ি যান চাদকুমার দাস। সঙ্গে ছিলেন তার শ্যালক। অভিযোগ, জিজ্ঞেস করতেই BLO এবং তার সাঙ্গপাঙ্গরা তাদের মারধর করে। এমনকি ইট পাটকেল দিয়েও মারধর করা হয়েছে। অন্যদিকে ভোটারদের অভিযোগ নিয়ে বিএলও সুব্রত দাসের পাল্টা দাবি, রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয়েছে ভোটাররা। ভোটার লিষ্ট সংক্রান্ত যা করেছেন তা upper-level কর্মকর্তার নির্দেশেই করা হয়েছে বলে দাবি BLO এর। যদিও কিছু মিসটেক হয়ে থাকলে তা সংশোধন করে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিএলওর। এদিকে পুরো বিষয়টি নিয়ে বিএলওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিএলওর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোটার লিষ্ট থেকে বাদ পড়া ভোটাররা। মারধর কাণ্ডে বিএলও এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বঞ্চিত ভোটার চাদকুমার দাস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, SIR ফর্ম জমা দিলেই তালিকায় নাম উঠবে। কিন্তু কি করে একজন BLO এভাবে ফর্ম রিসিভ করার পরেও সিফটেড কিংবা তালিকা থেকে বাদ দিতে পারেন? BLO এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 12:24:30
Chinsurah, West Bengal:ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে।খোরশেদালিকায় তার নাম মৃত হিসেবে দেখানো হয়েছে।গতকাল এই ঘটনার প্রতিবাদ করে কালিপুর শ্মশানে গিয়ে বসে ছিলেন কাউন্সিলর। আজ বিএলও কুশ হাজরাকে শোকজ করে নির্বাচন কমিশন。 সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃনমূল কাউন্সিলর বলেন,কমিশন শোকজ করেছে বিএলওকে।আমি মনে করি এতে বিএলও সম্পূর্ন দায়ী নয়।আমার মত আরো অনেক বৈধ ভোটারের নাম এভাবেই বাদ দেওয়া হয়েছে。 এখনো সময় আছে।আমরা কর্মিদের নিয়ে কাজ করব。 কাউন্সিলরের নাম মৃত দেখানোর ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে চন্ডীতলা ২ বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়।ঘটনার সঠিক তদন্তের দাবী জানানো হয়。
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 17, 2025 12:24:12
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 17, 2025 12:23:44
Durgapur, West Bengal:BLO কে শারীরিক ভাবে হেনস্থা, BDO-র আছে লিখিত অভিযোগ দায়ের। একটি বিএলও কে মারধরের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্দমান জেলার কাঁকসার বিরুডিহা গ্রামে। এই বিষয়ে বিএলও দায়িত্বে থাকা বিরুডিহার আইসিডিএস কর্মী মায়া কোনার কাঁকসার বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান। কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা জানিয়েছেন, আইসিডিএস কর্মী তথা বিএলও মায়া কোনার কে শারীরিক হেনস্তার বিষয়ে তার কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কাঁকসা থানার পুলিশকে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আতঙ্কিত ওই BLO। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চান নি ওই BLO।
0
comment0
Report
Advertisement
Back to top