Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073

दमदम सापुई पाड़ा में दहशत, रात की अंधेरी गलियों में घर छोड़कर भागे लोग

SBSoumen Bhattachrya
Nov 06, 2025 09:09:33
Kolkata, West Bengal
এস আই আর আতঙ্কে ফাঁকা দমদম সাঁপুই পাড়া, রাতের অন্ধকারে ঘরে ছেড়ে রীতিমতো পালিয়েছে সব সম্প্রদায়ের বাসিন্দারা। এস আই আর ঘোষণা হতেই রাতের অন্ধকারে আতঙ্কে বহু মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এমনই চিত্র ধরা পড়েছে। সেই চিত্র অন্যথা হল না দমদম সাঁপুই পাড়া। ওই অঞ্চলে একটি কলোনীতে প্রায় ৭০টি ঘর রয়েছে। সেই ঘর গুলির মধ্যে রাতের অন্ধকারে প্রায় ১০টি ঘরের বাসিন্দা রীতিমতো এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ওই অঞ্চলে দুই সম্প্রদায়ের মানুষ চলে গেছে বলে দাবি ওই অঞ্চলের বাসিন্দার। শুধু তাই নয়, ওই অঞ্চলের এক বাসিন্দা সিদ্দিকী বিশ্বাস দেশ ছেড়ে পালাতে গিয়ে বর্ডার অঞ্চলে ধরা পড়েছে বলে দাবি ওই অঞ্চলের এক বাসিন্দার। রাতের অন্ধকারে ঘর ছেড়ে চলে গিয়েছে বলে দাবি বাসিন্দার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SMsoma maity
Nov 06, 2025 11:15:49
Murshidabad, West Bengal:এসআইআর আতঙ্কে বলি! বহরমপুরের বস্তিতে চাঞ্চল্য কান্দির পর এবার বহরমপুর! এসআইআর আতঙ্কে আত্মহত্যা এক ব্যক্তির! ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে। মৃতের নাম তারক সাহা। বহরমপুরেই মশলা মুড়ি বিক্রি করতেন তিনি। মৃতের স্ত্রী পিয়া সাহা জানিয়েছেন, ২০০২ এর ভোটার লিস্টে নাম নিয়ে, এসআইআর এর নথিপত্র জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ক দিন ধরেই। এদিন বেলা ১২ টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ। ঘটনা জানাজানি হয়। ছুছে আসেন প্রতিবেশীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। তারক সাহার মৃত্যুর ঘটনায় উৎকণ্ঠায় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। এসআইআর আতঙ্কেই মানসিক অবসাদে এই ঘটনা বলেই দাবি করেছেন তিনি。
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 11:15:29
Chinsurah, West Bengal:মরার উপর খাঁড়ার ঘা! এসআইআر আবহে উচ্ছেদের নোটিশ রেলের。 হুগলি স্টেশন রেল লাইন পার দেশবন্ধু পল্লীর বাসিন্দা উভয় সংকটে পরেছেন।একদিকে ভোটার তালিকায় নাম থাকবে কিনা অন্য দিকে ঘরবাড়ি থাকবে কিনা。 হাওড়া ব্যান্ডেল শাখার রেল লাইনের পশ্চিম পারে প্রায় ত্রিশ বছর আগে বসতি গড়ে তোলেন পূর্ব বঙ্গের মানুষজন।রেল লাইনের পার বরাবর রয়েছে নিকাশি খাল。সেই খালের পারে একদিকে রেল লাইন এক দিকে ধান্য গবেষনা কেন্দ্রের পাঁচিল।সেই খানেই কোনো ভাবে বাঁশ দরমা দিয়ে বসবাস শুরু।এখন অনেক বাড়ি পাকা হয়েছে。 মূলত দিন মজুরি করে পেট চলে অধিকাংশের।যারা মতুয়া সম্প্রদায়ের。 সেই পল্লী বাসীর অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই।এসআইআর এ তাদের নি হবে এই চিন্তার মধ্যে রেল উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে।তাতে সেই চিন্তা দ্বিগুন হয়েছে。 অনেক কষ্টে করা বাড়িঘর ছেরে তারা যাবেন কোথায়? উত্তর অজানা。 বাসিন্দারা চাইছেন তাদের পুর্নবাসন দেওয়া হোক。 স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বাসিন্দাদের সঙ্গে গিয়ে কথা বলছেন।কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন,কেন্দ্র সরকার রেল নির্বাচন কমিশন বাংলা বাঙালি বিরোধী।তাই একদিকে যখন এস আই আর চলছে মানুষ বিভ্রান্ত কি করবে কোথা থেকে কাগজ পাবে তা নিয়ে।সেই সময় উচ্ছেদের নোটিশ ধরাচ্ছে রেল।আমরা এই মানুষদের পাশে আছি প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে।পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না。 বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,ব্যান্ডেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন করা হচ্ছে।সেখানে ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে।এশিয়ার বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে তার জন্য রেলের লাইন বাড়বে।তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে।তারা ভোটের রাজনীতি করছে।এস আই আর নিউ মানুষকে ভুল বোঝাচ্ছে তারা।কোন বৈধ ভোটারের নাম এসআইআর এ কাটা যাবেনা。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 11:15:09
Howrah, West Bengal:বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএ রা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইল এর পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৩,৯৪ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হই হই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ বিএলও রা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলও রা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠনপাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাওসার অভিযোগ করেন বিএলও রা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএ রা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন। যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলও রা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না ? তাদের উচিত বিএলএ দের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎাচামেচি শুরু করে।এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলও র দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলও রা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।তবে সুরজ আলি নামে তৃণমূলের এক বি এল এ জানান অনেকে সকালে কাজে বেরিয়ে যায়।তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি .সেরকম কেউ এসে অনুরোধ করলে কয়েকজনকে ফর্ম দেওয়া হয়েছে।আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইট..১..শেখ আব্দুল কাওসার(অভিযোগকারী) ২..পূজা মান্না(বি এল ও) ৩..প্রভাস মাইতি(প্রধান শিক্ষক) ৪..সুরজ আলী(বি এল এ,তৃণমূল)
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 06, 2025 11:14:50
Dinajpur, Rangpur Division:উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলা ও রক্ষাকারী পূজাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বোল্লায় রক্ষাকালী পুজোর অন্যতম আকর্ষণ কয়েক হাজার মানবকালী পূজা মূল মন্দিরে বড় মূর্তির সাথে মন্দির চত্বরেও ছোট ছোট মূর্তিতে পূজা করেন মানতকারীরা । অন্ততপক্ষে হাজার ডিরেক্ট কালী মূর্তি পুজিতা হল মূল পুজোর দিন আর সেই প্রতিমার চাহিদা মেটাতে নাওয়া-খাওয়া ভুলে আজ একটাই কাজ — কালী প্রতিমা বানানো। দক্ষিণ দিনাজপুরের বোল্লায় শতাব্দী প্রাচীন রক্ষাকallee পুজোকে ঘিরে জেলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে এই বিখ্যাত রক্ষাকালী পুজো। পুজোর সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও আসাম, বিহার, বাংলাদেশ এমনকি নেপাল থেকেও হাজার হাজার ভক্ত আসেন বোল্লায়। লক্ষ লক্ষ মানুষের সমাগমে জমে ওঠে রক্ষাকালী মাতার পুজো প্রাঙ্গণ।পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হল মানত কালী পুজো। প্রতিবছর হাজার হাজার ভক্ত কালী মাতার কাছে মানত করেন, আর সেই মানতের প্রতিমা তৈরির কাজেই এখন ব্যস্ত বোল্লা ও আশেপাশের এলাকার মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির কাজে দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। এক মৃৎশিল্পী জানান, “প্রতিবছর কয়েক হাজার মানত কালী প্রতিমা তৈরি করতে হয়। তাই পুজোর বেশ কিছুদিন আগেই শুরু হয় কাজ। এখন তো সময়ের অভাবে খাওয়া-দাওয়া ভুলে মাটির কাজেই ডুবে থাকি।” প্রতিমা তৈরিতে শুধু পুরোনো প্রজন্ম নয়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও হাত লাগিয়েছে। পরিবারের সবাই মিলে চলছে কাজের তৎপরতা।বোল্লা রক্ষাকালী মাতার এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা এখন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। পুজোর দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ততা বেড়ে চলেছে প্রতিমা শিল্পীদের।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 06, 2025 11:14:31
Jhargram, West Bengal:বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা ধোবাকাচা গ্রাম। বাইকে এক ব্যাগ ভোটার লিষ্ট ফর্ম নিয়ে একা বাড়ি বাড়ি ঘুরছেন বিএলও। সাথে কেউ নেই কেনো জানতে চাইলে তার বক্তব্য তার সাথে কেউ যোগা যোগ করেনি। অথচ তৃনমূলের বিএলএ২ নাম লিষ্ট আছে। অনেক খোঁজ করেও তার সাথে যোগা যোগ করা গেলোনা। তৃনমূল দলিয় তরফেও কেউ মুখ খুলতে নারাজ। অথচ দলের স্পষ্ট নির্দেশ। বিএলও দের সাথে দলের একজন থাকতে হবে। এলাকায় ক্যাম্প অফিস করতে হবে। কিন্তু গোটা বেলপাহাড়ি জুড়ে এমন কোনো চিত্র চোখে পড়লো না। কমিশন সূত্রের খবর, বিএলও–রা যখন ভোটারদের বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যাবেন, তখন প্রতিটি রাজনৈতিক দলের তরফে বিএলএ–২ হিসেবে নিযুত প্রতিনিধিরা তাঁদের সঙ্গে যাবেন এবং ভোটার ও বিএলও–র মধ্যে সমন্বয় সাধন করবেন। কিন্তু ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ভিন্ন চিত্র বিএলও–র সাথে নেই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রাথমিক ভাবে এ ব্যাপারে কোন দল আগ্রহ না–দেখায়, তা হলে তো খুবই মুশকিল। বেলপাহাড়ির বালিচুয়া ও ধোবাকাচা বুথেও একই চিত্র। সকাল থেকে নেই কোনো বুথ লেবেন এজেন্ট। বুথ লেবেল আধিকারিকরা নির্বিঘ্নেই এই কাজ করছেন। তবে олардың সাথে বুথ লেভেল এজেন্টরা থাকলে তাদের কাজ করতে সুবিধা হয়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 06, 2025 11:14:13
Chinsurah, West Bengal:সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে জুটমিল।মিল কর্তৃপক্ষের এই নোটিশের বিরোধিতা করে বিক্ষোভ পথ অবরোধে শামিল হল শামিকরা।রিক্সার ওয়েলিংটন জুট মিলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব এই আন্দোলনে সামিল হলেন। তাদের দাবি রাজ্যের কোন জুট মিল সপ্তাহে পাঁচ দিন খোলা এই ব্যবস্থা চালু নয়।ছয় দিন মিল খোলা রাখতে হবে।শ্রমিকরা যাতে কাজ পায় তার নিশ্চয়তা দিতে হবে。 সি আই টি ইউ শ্রমিক সংগঠনের নেতা সুমঙ্গল সিং বলেন,আমরা চাইছি প্রশাসনিক হস্তক্ষেপ।কারণ এই জুট মিল কর্তৃপক্ষ কোন চুক্তি মানছে না।জোর জবরদস্তি করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে।যা সুমিত্রা মানবে না。 আইএনটিটিইউসি সংগঠনের নেতা সাবীর আলী বলেন,ভারতবর্ষের প্রথম জুট মিল এই ওয়েলিংটন মিল।একটা আলাদা ঐতিহ্য আছে।মিল কর্তৃপক্ষ বলছে সপ্তাহে পাঁচ দিন মিল চালাবে তাহলে শ্রমিকদের কাজের কি হবে।এমনিতেই জুট মিলে কাজের অনিশ্চয়তা তৈরি হয়েছে।আমরা চাই চুক্তি মেনে মিল চলুক。 দাবি না মানলে ঘেরাও হবে হুশিয়ারি ইউনিয়নের নেতৃত্বের。 জুট মিলে সামনে জিটি রোড অবরোধ হওয়ায় যান চলাচল ব্যাহত হয়。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 11:13:49
Howrah, West Bengal:বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএ রা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইল এর পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৩,৯৪ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হই হই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ বিএলও রা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলও রা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠনপাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাওসার অভিযোগ করেন বিএলও রা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএ রা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন। যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলও রা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না ? তাদের উচিত বিএলএ দের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে।এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলও র দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলও রা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি।তবে সুরজ আলি নামে তৃণমূলের এক বি এল এ জানান অনেকে সকালে কাজে বেরিয়ে যায়।তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি ।সেরকম কেউ এসে অনুরোধ করলে কয়েকজনকে ফর্ম দেওয়া হয়েছে।আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাইট..১..শেখ আব্দুল কাওসার(অভিযোগকারী) ২..পূজা মান্না(বি এল ও) ৩..প্রভাস মাইতি(প্রধান শিক্ষক) ৪..সুরজ আলী(বি এল এ,তৃণমূল)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 11:13:18
Howrah, West Bengal:দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৩,৯৪ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর ১২ টা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হই হই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ বিএলও রা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলও রা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠনপাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাওসার অভিযোগ করেন বিএলও রা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএ রা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন। যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলও রা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না ? তাদের উচিত বিএলএ দের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎাচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি। গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুলে তিনজন শিক্ষককে বিএলও র দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলও রা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল ঠিক সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোন ফর্ম দেওয়া হয়নি। তবে সুরজ আলি নামে তৃণমূলের এক বি এল এ জানান অনেকে সকালে কাজে বেরিয়ে যায় তাদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি সেরকম কেউ এসে অনুরোধ করলে কয়েকজনকে ফর্ম দেওয়া হয়েছে। আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 06, 2025 11:12:44
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 06, 2025 10:20:58
Baruipur, West Bengal:পর্যটকদের কাছে ধরা দিল সুন্দরবনের বাঘ মামা। সুন্দরবন :- উত্তরের মৃদু হিমেল বাতাস বইতে শুরু করেছে। শীতের শুরু! শীতের শুরুতেই ভ্রমণ পিপাসু মানুষজন সুন্দরবনসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছেন। বিশেষ করে ভ্রমণপিপাসু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তথা রয়্যাল বেঙ্গলের আবাসভূমি সুন্দরবন। প্রতি বছরই দেশ–বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের আনাগোনা হয়ে থাকে শীতের মরশুমে। এছাড়াও আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের অপার প্রাকৃতিক সৌন্দর্য। অন্যান্য বছর পর্যটন মরশুমের শুরুতে বাঘ দেখা গেলেও চলতি বছর প্রথম পর্যটন মরশুমের শুরুতেই বাঘ দেখতে পেলেন একদল পর্যটক। শুধুমাত্র দেখা নয়, দৃশ্যটি প্রায় ৪৫ সেকেন্ড ধরে মোবাইলে বন্দি করেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘোষা–চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর এলাকার একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। পর্যটক দলটি জলযানে চেপে যখন সুন্দরবনের কলস দ্বীপের কাছাকাছি ভ্রমণ করছিলেন, সেই সময় নদীর পাড়ে একটি বাঘকে বিচরণ করতে দেখেন। পর্যটক দলের সদস্যারা তৎক্ষণাৎ মোবাইলে বন্দি করেন রয়্যাল বেঙ্গলকে। নদীর পাড়ে প্রায় ৪৫ সেকেন্ড ঘোরাফেরা করার পর গভীর জঙ্গলে চলে যায়। অন্যদিকে, শীতের শুরুতেই সুন্দরবনে বাঘ দেখতে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সুন্দরবন ভ্রমণে অতিরিক্ত পর্যটকের সমাগম হবে。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 06, 2025 10:06:38
Kolkata, West Bengal:সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর.জি কর মেডিক্যাল কলেজেই। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসু রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। গত ২৪ শে সেপ্টেম্বরের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো। আর. জি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ পোস্টিং দেওয়া হয়। ২৭ মে ' ২০২৫ এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিবেত মাহাতো দাবি করেন, যে তার র‍্যাঙ্ক ২৪ । আর.জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪ টি শূন্যপদ আছে। তার মধ্যে ১ টি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। ২টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। অথচ অনিকেত নিয়োগ পাননি। ৮৭১ জনের মধ্যে ৮৬৯ জনের পোস্টিং SOP(Standard Operating Procedure) মেনেই হয়েছে। কিন্তু অনিকেত মাহাতো সহ দুজন চিকিৎসকের ক্ষেত্রে SOP মানা হয়নি। রাজ্য এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। - পর্যবেক্ষনে জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। SOP তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। SOP কে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের ১৪ নম্বর ধারাকে(সমানাধিকার সংক্রান্ত ধারা)অমান্য করতে পারে না। - পর্যবেক্ষনে জানান বিচারপতি বিশ্বজিৎ বসু。
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 06, 2025 10:06:21
Durgapur, West Bengal:তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এনুমারেসেন ফর্ম। নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোষ্ট করে দিয়ে বিতর্কের ঝড় তুললেন বিজেপির জেলা নেতা রমন শর্মা। অভিযোগ জানানোর পরও কেন প্রশাসন নীরব? এই প্রশ্ন তুলে কাঁকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। খবর পেয়ে কাঁকসা বিডিও অফিসে আসে পুলিশ। পুলিশের সামনেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা। পুর্ব বর্ধমান জেলার বিজেপি জেলা সহ-সভাপতি রমণ শর্মার অভিযোগ, প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, তাই এই সরকারী অফিস থাকা না থাকা দুই সমান, আর সেই জন্যই তারা বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্যের বক্তব্য, আসলে ওরা ভয় পেয়েছে, লোকবল নেই ওদের, বাজার গরম করতেই এই আন্দোলন। সংশ্লিষ্ট বুথের বিএলও দীপালি দে ক্যামেরার সামনে ছিলেন নীরব, মেলেনি কোনো সদুত্তর। এসআইআর আবহে এই ভাইরাল ছবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্তিতি, বিডিওর সাথে আলোচনাতে বসেন বিজেপি নেতৃত্ব। তবে এরপরেও যদি একই ছবির পুনরাবৃত্তি হয় তাহলে এই আন্দোলনের ঝাঁঝ আরো বাড়বে বলে হুশিয়ারী বিজেপি নেতৃত্বের। কাঁকসা ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ দত্তের বক্তব্য, বেশ কিছু মানুষ আসে তারা একটা ছবি দেখিয়ে অভিযোগ জানায়, আমরা তদন্ত করছি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 06, 2025 10:05:55
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 06, 2025 09:31:48
Ranaghat, West Bengal:*ধরতে গিয়েছিল পুঁটি , চিপে উঠে এলো সাড়ে চার কেজি ওজনের রুই , খুশিতে ডগবগ বালকের* ছিপ দিয়ে ছোট পুঁটি মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল রিতম দেবনাথ, কিন্তু ভাগ্য যেন সেদিন অন্যরকম চমক নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। মাত্র চতুর্থ শ্রেণীর এই বালকের হাতে ধরা পড়ে যায় সাড়ে চার কেজি ওজনের এক বিশাল রুলি মাছ! ঘটনাটি ঘটেছে নদিযোঁর রানাঘাটের চুণ্রী নদীতে। রিতমের বাড়ি রানাঘাট আইসতলা সুভাষপল্লীতে, সে রানাঘাট লালগোপাল স্কুলের ছাত্র। পড়াশোনার পাশাপাশি মাছ ধরার নেশা ছোটবেলা থেকেই তার। স্কুল ছুটি পেলেই বা একটু সময় মিললেই হাতে ছিপ নিয়ে ছুটে যায় সে নদীর পাড়ে। আজও সেই পুরনো অভ্যাস মতো সকালে ছিপ হাতে চূর্ণী নদীতে গিয়েছিল রিতম। মন ঠিক ছিল পুঁটি বা ছোট কোনো মাছ ধরবে , কিন্তু হঠাৎ ছিপে টান পড়তেই শুরু হলো রিতমের সঙ্গে জীবনের সবচেয়ে বড় লড়াই। প্রথমে ভেবেছিল বড় কোনো ডাল বা পাথরে আটকে গেছে ছিপ, কিন্তু টান বাড়তেই বুঝতে পারে জীবন্ত কিছু রয়েছে ওপারে। কয়েক মিনিটের ধৈর্য আর শক্তির লড়াই শেষে যখন ছিপের ডগায় দেখা দিলো বিশাল রুই মাছটি, তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি রিতম। রিতম জানিয়েছে, এর আগে সে কখনো এত বড় মাছ ধরতে পারেনি। নদীর ধারে থাকা অন্যান্য মাছশিকারিরাও অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় চূর্ণী নদীর তীরে, অনেকে মোবাইল বের করে ছবি তোলে, কেউ আবার নিজের ভাগ্য পরীক্ষা করতে ছিপ ফেলতে শুরু করে নদীতে। রিতমের এই অবিশ্বাস্য সাফল্যে গর্বে ভরে উঠেছে 그의 পরিবার ও বন্ধুরা। ছোট্ট বালকের নিষ্ঠা ও ভালোবাসা যেন প্রমাণ করে, মন দিয়ে কিছু করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। রানাঘাটের চূর্ণী নদীর ধারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রিতম ও তার ধরা সেই বিশাল রুই মাছ। 1) 4. রিতম দেবনাথ
0
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 09:10:40
Mal Bazar, West Bengal:পোস্ট অফিসে লিংক না থাকায় বন্ধ গ্রাহক পরিষেবা। পোস্ট অফিসে লিংক না থাকায় বন্ধ গ্রাহক পরিষেবা। সোমবার থেকে লিংক না থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে। গ্রাহক থেকে কর্মী সমস্যায় সকলে। মালবাজার হেড পোস্ট অফিসে সমস্যা। পরিষেবা না মেলায় গ্রাহকদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। সোমবার থেকে হেড পোস্ট অফিসে কাজ করতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকে। মালবাজার শহর সহ পার্শবর্তী বিভিন্ন চা বাগান ও গ্রামীণ এলাকার গ্রাহকরা সমস্যার সম্মুখীন হলেও কার্যত উদাসীন পোস্টাল কর্তৃপক্ষ। পোস্ট অফিস সূত্রে জানা গেছে কেন্দ্রীয়ভাবে লিংক না থাকায় সমস্যা হয়েছে। মালবাজার সহ সমস্ত জায়গার পোস্ট অফিস গুলিতেই এমন সমস্যা শুরু হয়েছে বলেই পোস্ট অফিস সূত্রে জানা গেছে।
0
comment0
Report
Advertisement
Back to top