Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

बजबज-शियालदा लाइन पर तेल टैंकर पलट गया, स्थानीय ट्रेनें एक घंटे देरी से चलीं

SPSANDIP PRAMANIK
Oct 08, 2025 18:46:30
Kolkata, West Bengal
বজবজ-শিয়ালদা लाइन पर तेल टैंकर पलट गया, स्थानीय ट्रेनें एक घंटे देरी से चलीं
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Oct 08, 2025 18:51:32
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা।আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ; কমবে বৃষ্টির সম্ভাবনা। আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সতর্কতা দার্জিলিংএবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে。 কাল থেকে রোদ ঝলমলে পরিবেশ কোথাও আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সাময়িক হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও。 দক্ষিণবঙ্গে শুক্র /শনিবার পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলী নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস。 উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কাল সম্ভাবনা কম থাকবে। ফের শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবারেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস থাকতে পারে। এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আগামীদু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে。 আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায়। বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে সাইক্লোনের সিজন। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসবে ডিসেম্বরে।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 08, 2025 18:50:57
Kolkata, West Bengal:রাজারহাটের পর বারাসাত ডিএম অফিসে দিল্লির নির্বাচন কমিশনের চার প্রতিনিধি দল বুধবার বৈঠক করে প্রায় দেড় ঘণ্টা। ছিলেন ডেপুটি ইলেকশন কমিশন জ্ঞানেশ ভারতী সহ চার। রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ও। এই বৈঠকে ছিলেন উত্তর ২৪ পরগনা ৩২ টি বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকরা। সিইও মনোজ কুমার আগরওয়াল বলেন যে নির্বাচনের পদ্ধতিগত বিষয় নিয়ে বৈঠক ছিল। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সেখানে এস আই আর সহ নির্বাচনের অন্যান্য প্রক্রিয়া কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে জানতে চাইলে সিইও বলে যান এ বিষয়ে সেখানকার সংশ্লিষ্ট জেলা শাসক সিদ্ধান্ত নেবেন।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 08, 2025 18:49:40
Kolkata, West Bengal:ব্রিজেরকাজ শুরু হয়ে গেছে জীবনের ঝুঁকি নিয়েও মিট করেছি ২১ টা পরিবারকে মিট করা হয়েছে। দুটো পরিবার নেপাল এবং ভুটানে। তাদের সসম্মানে পাঠানোর ব্যবস্থা হবে মিডিকের ৪০০ কিট পাঠানো হয়েছে। কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে হলুদ গুঁড়ো থেকে শুরু করে লঙ্কাগুলো থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, আলু ডাল তেল সমস্ত কিছু রয়েছে। যারা যারা বাগডોગরা থেকে কলকাতায় আসেন তাদের ফ্লাইটের ভাড়া ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। টুরিস্টদের ভলবো বাসে করে নিয়ে আসা হয়েছে। ৪৫ টা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট ১০০০ জন টুরিস্ট ফিরেছে ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে। ১০ জন অফিসার আছে। পরের সপ্তাহে আমি আবার যাচ্ছি। যে মানুষগুলো এখনও ক্যাম্পে রয়েছে তাদের পুলিশ দেওয়া হয়েছে। বন্যায় বেঙ্গলের জন্য একটা টাকাও রাখেনি বাজেটে বিজেপি। ৩০-৪০ গাড়ি নিয়ে কনভয় যাওয়া কি ঠিক? উইদাউট ইনফর্মেশন । পুলিশকে না জানিয়ে। ডায়বেটিক এর পেসেন্ট উনি। আমি দেখেছি আইসিসিইউ তে আছে। মানুষের সব চলে গেলে রাগ হয়। খাবার নেই জল নেই ঘর ভেসে গেছে। ভোটের টাইমে ব্যাংকে টাকা আর বন্যায় কোনো টাকা নিই। ভয়ানক গভমেন্ট ভয়ানক আচরণ। বাগডোগরা থেকে দিল্লি গিয়ে ফিরতে হবে ৪০ হাজার ভাড়া। এত উग्र সরকার দেখিনি । ১৫ দিনে SIR! হয় নাকি। অমিত শাহের খেল এসব। উনি একটিং প্রাইম মিনিস্টার এর মত আচরণ করেন। প্রাইম মিনিস্টার সব জানে
4
comment0
Report
SCSandip Chowdhury
Oct 08, 2025 18:49:31
Katwa, West Bengal:আগে আমাদের লড়াই ছিলো সিপিআইএমের বিরুদ্ধে। সেটা সামনাসামনি লড়াই হতো অনেক ঝামেলা হতো রক্তক্ষয় হতো কিন্তু কে মাদের শত্রু সেটা বোঝা যেতো। কিন্তু এখন আমাদের লড়াইটা বিজেপির সাথে। সেই শত্রুকে আমরা চোখে দেখতে পাইনা। কাটোয়া শহর আঙুলেগুণে বলা যাবে কতজন বিজেপি কর্মী আছে। কিন্তু তা সত্ত্বেও তারা ভোট পেয়ে যাচ্ছে। এই লড়াইটা ছায়ার সাথে। তাই প্রত্যক্ষ লড়াই আর ছায়ার সাথে লড়াইয়ে অনেক পার্থক্য আছে। তাই এরপর থেকেই একদম নিচুস্তরে আরো মানুষের কাছে পৌঁছতে হবে। এবং এই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিতে হবে। সকলে এক ভাবে কাজ করলে তবে ২৬ সালের বিধানসভায় দল আশানুরূপ ফল করতে পারব। আজ কাটোয়া বিধানসভা এলাকার তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে এভাবে কর্মীদের সতর্কবার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ বাবু বলেন, জেলার ১৬ টা বিধানসভা আমাদের দখলে থাকলেও মাথায় রাখবেন ২০২১ সালে কাটোয়া বিধানভায় মাত্র ৪৪ শতাংশ ভোট পেয়ে তৃণমূল কংগ্ৰেস জয়ী হয়েছিল। যেটা মোটেই ভালো লক্ষণ নয়। বিধানসভার ভোট বাকি চার মাস এখন থেকে কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে লক্ষ্য রেখে একজোট হয়ে কাজ করার ডাক দিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন কাটোয়া বিধানভা এলাকার ২ টি পুরসভা সহ ১৬ টি গ্রামপঞ্চায়েত এলাকার নেতা কর্মীরা কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে দলের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন।
0
comment0
Report
NHNantu Hazra
Oct 08, 2025 18:48:32
Salt Lake City, Utah:At the end of the Durga Pujo, Anganwadi activists in the movement were promoted as promotion supervisor. They protested in front of the Bikash Bhawan. দূর্গা পুজো শেষ হতেই আন্দোলনে অঙ্গনওয়াড়ি কর্মীরা পদোন্নতি সুপারভাইজার পদে চাকরিপ্রার্থী।বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়। আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা পদোন্নতি সুপারভাইজার পদে চাকরির দাবিতে বিকাশ ভবনে বিক্ষোভ।পশ্চিমবঙ্গে, দীর্ঘ ২১ বছর পর পদোন্নতির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। তারপরও ৬ বছর কেটে গেছে, ইতিমধ্যেই  হাইকোর্ট মোট ১৭১৩টি শূন্যপদে কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই আদেশ লঙ্খন করে,আন্দোলনকারীদের জন্য নির্ধারিত শূন্যপদে নবীন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। মোট ১১৫২ জন প্রার্থীকে PSC দ্বারা আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু বিভাগ মাত্র ৪০৯ জনকে নিয়োগপত্র দিয়েছে। বাকি ৭৩০ জনকে নিয়োগের বিষয়ে বিভাগ কর্তৃক কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেহেতু কেন্দ্রীয় সরকার এবং আদালতের পর্যবেক্ষণ তাদের জন্য বরাদ্দকৃত শূন্যপদ ১৭১৩টি নির্ধারণ করেছে। হাইকোর্টের এই আদেশ অনুসারে, ১১৫২ জন পিএসসি তালিকাভুক্ত (অনুপस्थित এবং বাতিলকৃত প্রার্থী ব্যতীত) সকলেই সুপারভাইজার পদের জন্য যোগ্য। আন্দোলনকারীরা সকলেই মধ্যবয়সী, তাদের মধ্যে অনেকেই ৫০ বছরের বেশি বয়সী এবং পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী ইতিমধ্যেই চাকরির জন্য প্রয়োজনীয় বয়স অতিক্রম করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে, দয়া করে পদোন্নতি সুপারভাইজারের অবশিষ্ট শূন্যপদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করুন এবং তাদের বিভাগের মেয়েদের উন্নত জীবন প্রদান করুন, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে。
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 08, 2025 18:48:08
Kalna, West Bengal:আগে আমরা দেখেছি সিপিএম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে। বিজয়া সম্মেলনীতে হাজির হয়ে চাঞ্চল্যকর মন্তব্য বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শর্মিলা সরকারের। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, সহ আরো অনেকে। আর এদিন বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ২৬ এর নির্বাচন কে কেন্দ্র করে মন্তব্য করতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি। সাংসদের মন্তব্য সিপিএম আমলে টিকটিকি গিরগিটি পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে। সেই জায়গা থেকে এখন উন্নয়নের বিষয়টি মানুষের কাছে পৌঁছেছে, রাস্তাঘাট থেকে শুরু করে জঙ্গলে আর আগের মতন কষ্ট নেই। মানুষ না খেয়ে থাকে না। দুয়ারে রেশন আইসিডিএস সব পাচ্ছে। ২৬ এর বিধানসভা ভোটে কোন সমস্যা হবে হবে না বলে মন্তব্য তার।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 08, 2025 18:47:58
Jhargram, West Bengal:ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ও সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ঝাড়গ্রাম, রাজ্যের সেচ দপ্তরের পর্যালোচনা বৈঠক উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম সফরে আসেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সরকারি কর্মসূচি অনুযায়ী এদিন তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে জেলার পরিস্থিতি, সেচব্যবস্থা ও ক্ষয়ক্ষনের সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের যেসব জেলা অতি বর্ষণ ও ডিভিসির জলের কারণে বিপর্যস্ত, সেই সব জেলায় প্রশাসনিক বৈঠক করে সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখতে, ত্রাণ ও দুর্যোগ মোকাবিলার পরিস্থিতি পর্যালোচনা করতে।” মন্ত্রী আরো জানান, “ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল এলাকা পরিদর্শন করেছি। মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া ছিল আমার কর্মসূচি। আজ ঝাড়গ্রামে এলাম, এরপর যাব পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে।” এদিন তিনি আরও জানান, গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের সুবর্নরেখা নদীর মালিঞ্চা গ্রামে নদীর পাড় ভাঙ্গন প্রকল্পে নির্ধারিত ১২০০ মিটার কাজের সঙ্গে অতিরিক্ত আরও ১০০ মিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন, “জঙ্গলমহলের মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সেই লক্ষ্যেই আমরা প্রতিটি জেলায় যাচ্ছি। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে অত্যন্ত ভালোবাসেন, তাঁর নির্দেশেই এই পর্যবেক্ষণ অভিযান।”
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 08, 2025 18:47:35
Bardhaman, West Bengal:'নদীর পাড়ে বাস ভাবনা বারোমাস।' দামোদর নদীর পাড়ে থাকা পূর্ব(burdwan)ের খন্ডঘোষের কিছু এলাকা প্লাবিত। লোদনা অঞ্চলে নদী ভাঙনের ফলে বিরাট আতঙ্কে গ্রামবাসীরা। অতিরিক্ত জেলাশাসক পরিদর্শন করে যাবার পরেও তারা চান স্থায়ীভাবে এ সমস্যা মেটানো হোক। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে দামোদর নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে। ক্রমশ বাড়তে রাখা নদীর ভাঙনে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙ্গা কলোনি এলাকার মানুষজন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, গত কাল খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার বেশ কিছু মানুষজনকে রাতে স্কুলঘরে সরিয়ে আসেন। এখন অবশ্য জল কিছুটা নেমেছে。 এর মধ্যে এলাকা পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক( উন্নয়ন) প্রসেনজিৎ দাস । সঙ্গে ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও । এলাকার মানুষরা জানান, নদী ভাঙ্গনের সমস্যা তাদের দীর্ঘদিনের। নদী ভাঙ্গনের ফলে তাদের বসবাড়ি একেবারে গ্রাস করার মুখে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। তবে প্রশাসনের আধিকারিকদের পরিদর্শনের পর স্থানীয় বাসিন্দারা কিছুটা আশ্বস্ত হয়েছেন।তারা চান, তাদের দাবিমতো প্রশাসন এবং বিধায়ক তাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হোন। এলাকার বাসিন্দা বাসুদেব সরকার জানান, খুবই আতঙ্কে ছিলাম। ওরা আশ্বাস দিয়েছেন। দেখা যাক, কাজ কবে হয়। পঞ্চায়েত সদস্য সিদ্ধার্থশঙ্কর রায় জানান, 'এলাকার বিধায়ক সহ সবস্তরে জানান হয়েছে। আশা করি, সমাধান হবে।' খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, নদী ভাঙ্গনের কারণে area's মানুষদের পার্শ্ববর্তী স্কুল ঘরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ার দিকে। শালবল্লা দিয়ে নদী ভাঙ্গন রোধ করার কাজ চলছে। বিধায়ক আরো বলেন, এলাকার সমস্যার স্থায়ী সমাধানের জন্য সেচ দপ্তরের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে, বিধানসভায় ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান হয়েছে। তবে এখন দেখার এলাকার দীর্ঘদিনের সমস্যার কবে সমাধান হয়? ১)বাসুদেব সরকার ( গ্রামবাসী) ২)সিদ্ধార్థ শঙ্কর রায় ( পঞ্চায়েত সদস্য) ৩)নবীনচন্দ্র বাগ ( বিধায়ক)
0
comment0
Report
SMSubhasis Mandal
Oct 08, 2025 18:47:20
Howrah, West Bengal:ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই গৃহবধূর। সকালে ঘটনাটি ঘটে বাগনান ঈশ্বরীপুর মুম্বই রোডে। মৃত দুই গৃহবধুর নাম ময়না মণ্ডল (৬০) ও মিনা মণ্ডল (৫০) । বাড়ি ঈশ্বরীপুর। একই পরিবারের দুই যা এদিন সকালে বাজার করতে যাচ্ছিলেন দুজনে। বাড়ির সামনেই ১৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোড ধরে দেউলটিতে বাজার করতে যাচ্ছিলেন, সেই সময় কোলাঘাটমুখী একটি বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুই গৃহবধূকে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনারস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বাগনান গ্রামীন হাসপাতালে পাঠায়। ঘটনার পর মুম্বই রোড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
0
comment0
Report
SMSubhasis Mandal
Oct 08, 2025 18:46:57
Howrah, West Bengal:শুভেন্দু অধিকারী অধিকারী হাওড়ার শ্যামপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে দলীয় নেতা-কর্মীদের ২৬ শে নিবাচনের জন্য প্রস্তুত থাকতে বললেন। নিবাচন শুরু হয়ে গিয়েছে সেমিফাইনালের নাম SIR ২০০২ সালে ২৬ লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল এবারেও SIR হবে। নিবাচন কমিশনের টিম রাজ্যে পৌঁছে গেছে তদারকিতে। বাইট শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ১) বিমান বন্দরে নেমে নরেন্দ্র মোদীকে সাবধানবানী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২ মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার বিড়লা ওবাস কারখানা উদ্ধোধন কথা থাকলেও বিড়লার ওবাসের আধিকারিক অসুস্থ। তাই অনুষ্ঠান হবে না এছাড়াও হাই লোডেড ভাইরাস দায়ী। ৩) মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত সরকার দেখেছি এরকম সরকার দেখিনি দেশকে একবারে শেষ করে দিচ্ছে। [ ৪) প্রতিনিধিদির ত্রিপুরায় অসহযোগিতা ত্রিপুরায় তিনি যাবেন সেই প্রসঙ্গ নিয়ে 0810ZG_ULU_SUVANDU_R1.2
0
comment0
Report
Advertisement
Back to top