Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

उत्तर बंगाल में भारी बारिश की संभावना नहीं, बंगाल के अन्य जिलों में बारिश घटेगी

SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:41
Kolkata, West Bengal
আজ বিকেলের আবহাওয়া। #দক্ষিণ বাংলাদেশে ঘুর্নাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরো একটি ঘূর্ণাবর্ত。 ##উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা ও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা。 ###দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। ####বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে。 #####শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা বাতাস বইতে পারে。 ######শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে。 #######বিহার ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে উড়িষ্যা এবং বাংলাতে আরো কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে বাংলা।
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:14
Kolkata, West Bengal:লাইসেন্স প্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা জন্য নিজের বুকের ডান দিকে গুলি লাগে। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিঙ্কার করার সময়ে অসাবধানতা জন্য নিজের বুকের নিচে গুলি বৃদ্ধ হয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থা ওই যুবককে স্থানীয় মানুষ জন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীন হসপিটাল ও পরে জোকা ইএস আই হসপিটালে নিয়ে আসে অবস্থার অবনতি হওয়ায় কারণে কলকাতা বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করে। ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ । পুলিশ সূত্রে খবর যে গুলি বৃদ্ধ ব্যক্তির নাম সুজয় নস্কর বাড়ির উত্তর বাঘি।
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:02
Kolkata, West Bengal:লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা নিয়ে নিজের বুকের ডান দিকে গুলি লাগে। দক্ষিণ ২৪পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিঙ্কার করা সময়ে অসাবধানতার কারণে নিজের বুকের নিচে গুলি বৃদ্ধি হয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল ও পরে জোকার এসআই হাসপাতাল নিয়ে আসে, অবস্থার অবনতি হওয়ায় কলকাতা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর গুলি বৃদ্ধ ব্যক্তির নাম সুজয় নস্কর, বাড়ি উত্তর বাঘি।
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:50:51
1
comment0
Report
BSBidhan Sarkar
Oct 09, 2025 17:50:39
Chinsurah, West Bengal:ঘর লিখে দেয়নি বাবা,রাগে গ্যাস সিলিন্ডার মাথায় মেরে বাবাকে খুন করল মদ্যপ ছেলে! ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ায়。 হুগলি পান্ডুয়ার সাতঘরিয়া এলাকায় আজ সন্ধায় এই ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,সাতঘড়িয়া এলাকায় শেখ বসির(৬৪) তার মানসিক ভারসাম্যহীন স্ত্রিকে নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে। সাতঘড়িয়াতেই তাঁর আরো একটি বাড়ি আছে যেখানে his বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। শ্বশুর ও শাশুড়ির জন্য রান্না করে দেন বড় বৌমা। প্রতিদিনের মতো আজ সন্ধায় রান্নাঘরে রান্না করছিলেন ফরিদা বিবি। সেক বশির এবং তার স্ত্রী নিজেদের ঘরে ছিলেন।বশিরের ছোট ছেলে শেখ মহসিন পরিযায়ী শ্রমিক।ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে।আজ পান্ডুয়ার বাড়িতে ফিরে আসে। সন্ধায় মদ খেয়ে এসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু করে।বাবাকে বলে ঘর তার নামে লিখে দিতে হবে।বশির সে কথায় পাত্তা না দেওয়ায় ঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার বাবার মাথায় মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তার কান দিয়ে নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে শুরু করে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। তার আতেই বৃদ্ধকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অভিযানকৃত শেখ মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়, উদ্ধার করেছে গ্যাস সিলিন্ডারটি। এ বিষয়ে এদিন শেখ বসিরের বৌমা ফরিদা বিবি জানান, his ছোট দেওর শেখ মহসিন বাড়িতে এসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করে। বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে তার নামে বাড়ি লিখে দিতে বলে। হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি,শ্বশুর ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মহসিন সিলিন্ডারটি ফেলে দিয়ে দৌড়ে পালায়। পুলিশ জানিয়েছে, বাবা ছেলের মধ্যে গন্ডগোল ও মারামারি হয় । তার জেরে ছেলে বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মারে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। শুক্রবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হবে。
4
comment0
Report
PCPartha Chowdhury
Oct 09, 2025 17:50:23
Bardhaman, West Bengal:নদীর পাড়ে বাস ভাবনা বারোমাস। দামোদর নদীর পাড়ে থাকা পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কিছু এলাকা প্লাবিত। লোধনা অঞ্চলে নদী ভাঙনের ফলে বিরাট আতঙ্কে গ্রামবাসীরা। অতিরিক্ত জেলাশাসক পরিদর্শন করে যাবার পরেও তারা চান স্থায়ীভাবে এ সমস্যা মেটানো হোক。 কয়েকদিনের টানা বৃষ্টির ফলে দামোদর নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে। ক্রমশ বাড়তে থাকা নদীর ভাঙ্গনে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোধনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙ্গা কলোনি এলাকার মানুষজন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, গত কাল খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার বেশ কিছু মানুষজনকে রাতে স্কুলঘরে সরিয়ে আসেন। এখন অবশ্য জল কিছুটা নেমেছে। এর মধ্যে এলাকা পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) প্রসেনজিৎ দাস। সঙ্গে ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এলাকায় মানুষরা জানান, নদী ভাঙ্গনের সমস্যা তাদের দীর্ঘদিনের। নদী ভাঙ্গনের ফলে তাদের বসবাড়ি একেবারে গ্রাস করার মুখে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। তবে প্রশাসনের আধিকারিকদের পরিদর্শনের পর স্থানীয় বাসিন্দারা কিছুটা আশ্বস্ত হয়েছেন। তারা চান, তাদের দাবিমতো প্রশাসন এবং বিধায়ক তাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হোন। এলাকার বাসিন্দা বাসুদেব সরকার জানান, খুবই আতঙ্কে ছিলাম। ওরা আশ্বাস দিয়েছেন। দেখা জাক, কাজ কবে হয়। পঞ্চায়েত সদস্য সিদ্ধার্থশঙ্কর রায় জানান, 'এলাকার বিধায়ক সহ সবস্তরে জানান হয়েছে। আশা করি, সমাধান হবে।' খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, নদী ভাঙ্গনের কারণে এলাকার মানুষদের পার্শ্ববর্তী স্কুল ঘরে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছে। শালবল্লা দিয়ে নদী ভাঙ্গন রোধ করার কাজ চলছে। বিধায়ক আরো বলেন, এলাকার সমস্যার স্থায়ী সমাধানের জন্য সেচ দপ্তরের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে, বিধানসভায় ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন হয়েছে। তবে এখন দেখার এলাকার দীর্ঘদিনের সমস্যার কবে সমাধান হয়? 1)বাসুদেব সরকার (গ্রামবাসী) 2)সিদ্ধార్థ শঙ্কর রায় (পঞ্চায়েত সদস্য) 3)নবীনচন্দ্র বাগ (বিধায়ক)
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 09, 2025 17:49:56
Bardhaman, West Bengal:আমরা现在 ছায়ার সঙ্গে লড়াই করছি। তাই লড়াইটা এখন অনেক কঠিন। এইভাবে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি, প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন দলের শহর কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় সংস্কৃতি লোকমঞ্চে। যদিও কদিন আগে একই জায়গায় জেলা কমিটির বিজয়া সম্মিলনী হয়েছে। এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছাড়াও সাংসদ শর্মিলা সরকার, পুরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার,মহিলা নেত্রী নীলা মুন্সি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিন রবিবাবু আরো বলেন, 'সামনে বিধানসভার ভোট। আমরা ১৯ শে বর্ধমান দুর্গাপুর লোকসভায় হেরেছিলাম। ২৪ শে আবার জিতেছি। তিনি বলেন, আগে সিপিএমের সাথে লড়াই ছিল। আমরা শত্রুকে দেখতে পেতাম। কিন্তু এখন ছায়ার সাথে ল lordে হয়। তাই লড়াই সহজ নয়।'
4
comment0
Report
BSBidhan Sarkar
Oct 09, 2025 17:49:33
Chinsurah, West Bengal:গঙ্গোত্রী থেকে ফিরে মাথায় হাত।বন্ধ বাড়িতে তালা ভাঙे চুরির ঘটনা চন্দননগরে! চন্দননগরের সুখসনাতন তলার মুখোপাধ্যায় পরিবার দুর্গাপুজোর ষষ্ঠীর দিন গঙ্গোত্রীতে তীর্থ করতে গিয়েছিলেন সপরিবারে।আজ বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙা। এরপর ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ।নিচের ঘরে দুটি আলমারি লন্ডভন্ড, বাকি যায়নি উপরের ঘরের আলমারিও। তবে গয়না বাড়িতে না থাকায় এ যাত্রায় রক্ষা পেলেও নগদ প্রায় পনেরো হাজার টাকা ছিল যা চুরি হয়েছে বলে অভিযোগ মুখোপাধ্যায় পরিবারের।যদিও আরো কিছু খোয়া গিয়েছে কিনা তা এখনও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না বলেই জানান পরিবারের কর্তা অভিজিৎ মুখোপাধ্যায়।সব কিছু ঠিক করে দেখে তারপর বলতে পারবেন বলে জানান。 খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে তারা。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 09, 2025 17:49:20
Howrah, West Bengal:বৃহস্পতিবার হাওড়া স্টেশনে জন্ম হল এক শিশুর। বিকেলে যখন বাড়ি ফেরার সময় স্টেশনে থৈ থৈ করছে যাত্রী তখন ১২ নম্বর প্লাটফর্মে ওই শিশুর জন্ম হয়। শিশু এবং মাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর মা এবং শিশু দুজনেই সুস্থ আছে। ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্মে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুমিত্রা বাসিল (৩৫) নামে এক নারী। সঙ্গে ছিল তার ছোট মেয়ে। উদ্দেশ্য ছিল কোল্ডফিল্ড এক্সপ্রেস এ চেপে অন্ডালে বাড়ি ফেরা। কিন্তু ১২ নম্বর প্ল্যাটফর্মে তিনি যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। অসুস্থ বোধ করতে থাকায় প্ল্যাটফর্ম এর মধ্যেই শুয়ে পড়েন। তাকে দেখে ছুটে আসে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মীরা এবং চিকিৎসকরা ওই মহিলাকে ঘিরে দেয়। চারদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়াল তৈরি করা হয়। সেখানেই সুমিত্রা জন্ম দেয় ফুটফুটে একটি পুত্র সন্তানের। পরে জিআরপি র তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। জিআরপি র পক্ষ থেকে তার স্বামী রমেশ বসাল কে খবর দেওয়া হয়েছে। তিনিও হাসপাতালে আসছেন। হাওড়া স্টেশনে জিআরপি র এই মানবিক মুখ দেখে খুশি অন্য রেল যাত্রীরা। তারা জানিয়েছেন পুলিশকে এভাবেই তারা বিপদে পাশে পেতে চান。
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 09, 2025 17:49:06
Kolkata, West Bengal:রাজ্যে এস আই আর এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ৪ সদস্যের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর কে নিয়ে বৈঠক করার পর বেশ কিছু বার্তা দিয়ে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। বৃহস্পতিবারের বৈঠক ছিল মোট দুই দফায়। প্রথমে বৈঠক হয় জেলাশাসক, পুলিশ সুপার, ই আর ও, এ ই আর ও, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ইলেকশন সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অতিরিক্ত মুখ্য নির্বাচনinarian আধিকারিক অরিন্দম নিয়োগী, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলি মুখোপাধ্যায়, ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অনেকেই। এই বৈঠকের পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল পরিষ্কার জানিয়ে দেন রাজ্যে এস আই আর হলে ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এস আই আর এর জন্য যারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে সেই বুথ লেভেল অফিসারদের নিয়েই মূলত এদিনের বৈঠক হয় যদিও ই আর ও এবং এ ইআর ও রাও উপস্থিত ছিলেন এদিন। সম্প্রতি বিহারে যে পদ্ধতি অনুসরণ করে এস আই আর শেষ করা হয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এস আই আর এর কাজ করা হবে। পাশাপাশি কমিশনের তরফে বৃহস্পতিবার আবারো কড়া বার্তা দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সেই নির্দেশকেই মান্যতা দিতে হবে এবং তা সম্পূর্ণরূপে পালন করতে হবে অন্যথা নির্বাচন কমিশন আইনানুগ ভাবে পদক্ষেপ করতে বাধ্য থাকবে। অন্যদিকে বুথ লেভেল অফিসারদের যেসব প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের নিরসন হয়েছে বলেই বুথ লেভেল অফিসাররা জানিয়েছেন। সাম্প্রতিক অতীতে পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি করতে গিয়ে ভোট কর্মীদের কখনও প্রাণ হানির মতো ঘটনা ঘটেছে তো কখনও আবার রাজনৈতিক সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে। আর এই জায়গা থেকেই বুথ লেভেল অফিসারদের কাছে বড় প্রশ্ন ছিল তাঁদের নিরাপত্তা নিয়ে। সেই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্যের উপরেই বর্তায়। তারপরেও নির্বাচন কমিশন কড়া দৃষ্টি দিয়ে প্রতিমুহূর্তেই সবকিছুকেই পর্যবেক্ষণ করে চলেছে। দুদিনের সফর শেষ করে দিল্লি ফিরে গেলেও আদপে রাজ্য সহ গোটা দেশে কবে এস আই আর এর কাজ শুরু হবে তার কোন সদুত্তর মেলেনি। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন। এখন দেখার বিষয় বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে পশ্চিমবঙ্গে কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন করতে সক্ষম হয় নির্বাচন কমিশন।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 09, 2025 17:48:43
0
comment0
Report
ALArup Laha
Oct 09, 2025 17:48:34
Belna, West Bengal:পুলিশগুলোর উপর হামলা, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল তৃণমূলের অঞ্চল সভাপতি। পুলিশের উপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে পূর্ব বর্ধমানের Ausgram 2 নম্বর ব্লকের Amarpur অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোল্লা। সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং অভিযুক্তকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে Ausgram থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত 1 অক্টোবর সকালে। পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন Ausgram থানার এসআই সদানন্দ দে-র নেতৃত্বে পুলিশ দল বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের কাছে মোবাইল ডিউটিতে ছিল। সেই সময় তারা দেখতে পান, একটি পুরনো মামলার অভিযুক্ত আনামত সেখ ওরফে বাবু ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাঁকে আটক করার পরই ঘটনাস্থলে উপস্থিত হয় অমরপুরের অঞ্চল সভাপতি গোলাম মোল্লার নেতৃত্বাধীন একদল লোক। অভিযোগ, পুলিশ অভিযুক্তকে আটক করতেই গোলাম মোল্লার নেতৃত্বে থাকা ব্যক্তিরা লাঠি-রড হাতে পুলিশকে লক্ষ্য করে ইটে-পাটকেল ছোড়ে। এতে তিনজন পুলিশ কর্মী আহত হন। বিশৃঙ্খলার সুযোগে অভিযুক্ত আনামত সেখকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা。 জখম পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বননবগ্রাম গ্রামীণ হাসপাতালে। ঘটনার পরই Ausgram থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি গোলাম মোল্লাকে। বৃহস্পতিবার অভিযুক্ত গোলাম মোল্লাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। বাইট ১। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (সভাপতি, জেলা তৃণমূল), বাইট ২।শান্তরূপ দে(মুখপাত্র, বিজেপি)।
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 09, 2025 17:48:08
Bardhaman, West Bengal:উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে বেধড়ক মারধর করার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ খগেন মুর্মু। এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুর হরেকৃষ্ণ কোনার সেতুর সামনে অবরোধ বিক্ষোভে সামিল হলেন জামালপুর ব্লক বিজেপি নেতৃত্ব। বিজেপির মন্ডল সভাপতি প্রধান পালের নেতৃত্বে এই অবরোধ বিক্ষোভ চলে। মঙ্গলবার দুপরে আধঘন্টার বেশি এই অবরোধ বিক্ষোভে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে জামালপুর থানার পুলিশ বাহিনী এসে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে দেয় বলে জানা গেছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরায় ঘটালে বৃহত্তর আন্দোলনে নামা হবে。
0
comment0
Report
ALArup Laha
Oct 09, 2025 17:47:57
Belna, West Bengal:নাবালক ছেলে ও মেয়ের সামনে নিস্ঠুর অত্যাচার করে স্ত্রী আলিয়া খাতুনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হল স্বামী। ধৃতের নাম মহম্মদ আরমান খান। পূর্ব বর্ধমানের জামালপুর থানার মসাগ্রাম মাঠপাড়ায় ধৃতের বাড়ি। বধূ আলিয়ার মা তহুরা শেখের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে আরমান খানকে গ্রেপ্তার করে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পেশ করে বर्धমান আদালতে। বিচারক ধৃতকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিস্ঠুর আরমান খানের কড়া শাস্তির দাবি করেছেন তাঁর দুই কন্যা ও শাশুড়ি। জানা গিয়েছে, প্রায় ১৩ বছর আগে জামালপুরের কোড়িলি গ্রামর বাসিন্দা তহুরা শেখের মেয়ে আলিয়া খাতুনের সঙ্গে আরমান খানের বিয়ে হয়। মসাগ্রাম সংলগ্ন আজাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে আরমানের টায়ার সারাইয়ের দোকান রয়েছে। আরমানের দুই কন্যা ও এক পুত্র। তারা সবাই নাবালক। তারা স্কুলে পড়াশুনা করে। তহুরা শেখ জানিয়েছেন, তাঁর মেয়ে আলিয়া খাতুনের সংসার জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই স্বামী আরমানের নির্যাতন সহ্য করে আসছে তাঁর মেয়ে আলিয়া। গত কয়েকদিন ধরে আলিয়ার উপর অমানুষিক নির্যাতন চালাচ্ছিল আরমান। বুধবার দুপুরে তা চরমে ওঠে। তিনি বলেন, 'নিজের ব্যবসা পাতি লাটে তুলে দিয়ে আরমান নিত্যদিন তার স্ত্রী আলিয়ার কাছে টাকার দাবি করতো। ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালানো থেকে শুরু করে সংসারের খরচ চালানো কোন কিছুরই দায় দায়িত্ব আরমান পালন করতো না।' আরমান বুধবার তাঁর স্ত্রীর কাছে টাকার দাবি করে। ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় আলিয়া তাঁর স্বামীকে টাকা দিতে পারে না। তিনি বলেন, টাকার না পাওয়ায় দুপুরে বাড়িতে এসেই ছেলে মেয়ের সামনেই আরমান তাঁর স্ত্রী আলিয়ার উপর চড়াও হয়। গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাস রোধ করে আলিয়াকে খুনের চেষ্টার পাশাপাশি র Rod দিয়েও আরমান এলোপাথাড়ি মারে আলিয়াকে। প্রতিবেশীরা আলিয়াকে বাঁচাতে গেলে তাঁদের উপরেও চড়াও হয় আরমান। আলিয়া মারাত্মক জখম হয়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় আলিয়াকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেয়ের উপর হওয়া এমন নিষ্ঠুর অত্যাচার নিয়ে রাতে তহুরা শেখ জামালপুর থানায় তাঁর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানান। ধৃতের ছেলে ও মেয়ে জানিয়েছে, আমাদের মা যাতে প্রাণে বাঁচে তার ব্যবস্থা পুলিশ করুক।
0
comment0
Report
Advertisement
Back to top