Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी नागरकाटा मामले में भाजपा सांसद-विधायक समेत पाँच गिरफ्तार, 3 दिन पुलिस रिमांड

PDPradyut Das
Oct 09, 2025 18:46:21
Jalpaiguri, West Bengal
বিজেপি সাংসদ, বিধায়কের মারধরের ঘটনার অভিযোগে গ্রেপ্তার মোট পাঁচ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গতকাল বুধবার এবং বৃহস্পতিবার দু'দিনে জলপাইগুড়ি নাগরাকাটা কান্ডে গ্রেপ্তার মোট পাঁচজন বলে জানান, জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে। তিন দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে। ঘটনার জিজ্ঞাসাবাদ শুরু করে বাকিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর。 বাইট:- সৌজিৎ সিংহ ( বিজেপির আইনজীবী ) বাইট:- মনোজ রায় ( তৃণমূল নেতা )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Oct 10, 2025 03:19:48
Baruipur, West Bengal:পাচারের আগেই উদ্ধার ৩ নাবালিকা ক্যানিং - দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাচারের আগেই তিন নাবালিকা উদ্ধার। এমন রোমহর্ষক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।উল্লেখ্য প্রতিনিয়ত কাজের প্রলোভন এবং অতিরিক্ত অর্থ উপার্জন করার প্রলোভনের ফাঁদে পা দিয়ে সুন্দরবন এলাকার একাধিক নারী,নাবালিকা সহ মানব পাচারের ঘটনা নতুন নয়।পাচার চক্রের সাথে জড়িত গ্যাংদের ধরার জন্য ও তৎপর পুলিশ প্রশাসন। তবে এমন রোগের নিরাময়ের জন্য কোন প্রকার কিনারা করে উঠতে পারেনি প্রশাসন। যদিও সচেতনতা এবং প্রচারের কোন খামতি নেই প্রশাসনের। জানা গিয়েছে বাসন্তীর তিন নাবালিকা নাচ করতে বিহারে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কে বা কারা নিয়ে যাবে সে সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য ছিল না । এমন খবর গোপন সুত্রে পৌছায় বাঁশড়া বিরঙ্গনা সেবা সমিতি ও দিগম্বরপুর অঙ্গীকার নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের কাছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে বাঁশড়া বিরঙ্গনা সেবা সমিতির একটি টীম দুই দিন ক্যানিং বাজার ও ক্যানিং ষ্টেশন এলাকায় নজরদারী শুরু করে। সকাল থেকে হাজীর হয় দিগম্বরপুর অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংস্থার একটি টীম। যৌথ ভাবে নজরদারি চালাতে থাকে। ইতিমধ্যে ক্যানিং থেকে আপ শিয়ালদহ ট্রেনে চেপে বসে ওই তিন নাবালিকা। খবর পেয়ে চলন্ত ট্রেনেই উঠে পড়েন দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। পরে তালদি ষ্টেশনে ট্রেন ঢোকার আগেই তিন নাবালিকা কে ধরে ফেলেন।নামানো হয় ট্রেন থেকে। ক্যানিংয়ে নিয়ে আসা হয়। তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। রেল পুলিশ তিন নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে সোনারপুরের এক হোমে পাঠানো হয় তিন নাবালিকা কে। জানা গিয়েছে, নাচ করার জন্য ওই নাবালিকাদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পারিশ্রমিক হিসাবে প্রতি রাত ২৫০০ টাকা হিসাবে চুক্তি। বারুইপুর এলাকার বাবু সোনা নামে এক যুবক নিয়ে যাওয়ার জন্য তৈরী ছিল বলে নাবালিকাদের বয়ান অনুযায়ী পুলিশ জানতে পেরেছে। যদিও মাঝপথেই সমস্তটাই ভেস্তে যায়। ধরা পড়ে যায় তিন নাবালিকা। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অন্যদিকে পাচারের আগেই দুই স্বেচ্ছাসেবী সংস্থার এমন কর্মকান্ড প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ কুর্ণিশ জানিয়েছে দুই সংস্থাকে। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের দাবী ,‘পাচার মুক্ত সমাজ গড়তে গিয়ে বেশকিছু মানুষের আক্রোশের মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বড় সাফল্যের পর ক্যানিং জিআরপি স্বতঃষ্ফুর্ত ভাবে তেমন সহযোগীতার হাত বাড়ায়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন।’
0
comment0
Report
PDPradyut Das
Oct 10, 2025 03:18:45
Jalpaiguri, West Bengal:তিলোত্তমার বিচার চেয়ে অনশন। তিলোত্তমার বিচার চেয়ে দিন পেরিয়ে রাতেও চলছে অনশন। R G KAR কাণ্ডের ১৪ মাস পূর্ণ হলেও এখনও পর্যন্ত প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আবারো অনশন ও প্রতিবাদ কর্মসূচীর ডাক জলপাইগুড়ি ‘অভয়া মঞ্চের'। জলপাইগুড়ি শহরের গান্ধী মোড়ে থাকা গান্ধী মূর্তির সামনে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে অনশন চললো রাত পর্যন্ত। ১০ জন অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অভয়ার বিচার নয়, বরং দুর্নীতি, হুমকি, অপসংস্কৃতি এবং এই গোটা ঘটনার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতেই এই প্রতিবাদ।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 10, 2025 03:18:26
Baruipur, West Bengal:পাচারের আগেই উদ্ধার ৩ নাবালিকা ক্যানিং - দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাচারের আগেই তিন নাবালিকা উদ্ধার। এমন রোমহর্ষক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।উল্লেখ্য প্রতিনিয়ত কাজের প্রলোভন এবং অতিরিক্ত অর্থ উপার্জন করার প্রলোভনের ফাঁদে পা দিয়ে সুন্দরবন এলাকার একাধিক নারী,নাবালিকা সহ মানব পাচারের ঘটনা নতুন নয়।পাচার চক্রের সাথে জড়িত গ্যাংদের ধরার জন্য ও তৎপর পুলিশ প্রশাসন। তবে এমন রোগের নিরাময়ের জন্য কোন প্রকার কিনারা করে উঠতে পারেনি প্রশাসন। যদিও সচেতনতা এবং প্রচারের কোন খামতি নেই প্রশাসনের। জানা গিয়েছে বাসন্তীর তিন নাবালিকা نাচ করতে বিহারে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কে বা কারা নিয়ে যাবে সে সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য ছিল না । এমন খবর গোপন সুত্রে পৌছায় বাঁশড়া বিরঙ্গনা সেবা সমিতি ও দিগম্বরপুর অঙ্গীকার নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের কাছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে বাঁশড়া বিরঙ্গনা সেবা সমিতি’র একটি টীম দুই দিন ক্যানিং বাজার ও ক্যানিং ষ্টেশন এলাকায় নজরদারী শুরু করে। সকালে থেকে হাজীর হয় দিগম্বরপুর অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংস্থার একটি টীম। যৌথ ভাবে নজরদারী চালাতে থাকে। ইতিমধ্যে ক্যানিং থেকে আপ শিয়ালদহ ট্রেনে চেপে বসে ওই তিন নাবালিকা। খবর পেয়ে চলন্ত ট্রেনেই উঠে পড়েন দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। পরে তালদি ষ্টেশনে ট্রেন ঢোকার আগেই তিন নাবালিকা কে ধরে ফেলেন।নামানো হয় ট্রেন থেকে। ক্যানিংয়ে নিয়ে আসা হয়। তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। রেল পুলিশ তিন নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে সোনারপুরের এক হোমে পাঠানো হয় তিন নাবালিকা কে। জানা গিয়েছে, নাচ করার জন্য ওই নাবালিকাদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পারিশ্রমিক হিসাবে প্রতি রাত ২৫০০ টাকা হিসাবে চুক্তি। বারুইপুর এলাকার বাবু সোনা নামে এক যুবক নিয়ে যাওয়ার জন্য তৈরী ছিল বলে নাবালিকাদের বয়ান অনুযায়ী পুলিশ জানতে পেরেছে। যদিও মাঝপথেই সমস্তটাই ভেস্তে যায়। ধরা পড়ে যায় তিন নাবালিকা। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অন্যদিকে পাচারের আগেই দুই স্বেচ্ছাসেবী সংস্থার এমন কর্মকান্ড প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ কুর্ণিশ জানিয়েছে দুই সংস্থাকে। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের দাবী ,‘পাচার মুক্ত সমাজ গড়তে গিয়ে বেশকিছু মানুষের আক্রোশের মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বড় সাফল্যের পর ক্যানিং জিআরপি স্বতঃষ্ফুর্ত ভাবে তেমন সহযোগীতার হাত বাড়ায়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন।’
0
comment0
Report
ABArup Basak
Oct 10, 2025 03:17:57
Mal Bazar, West Bengal:আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বন্যা বিধস্ত নাগরাকাটা বামনডাঙ্গা। রবিবার প্রবল বর্ষনে ভেঙ্গে যায় গাঠিয়া সেতুর অ্যাপ্রোচ রোড। যার ফলে নাগরাকাটার সাথে যোগাযোগ এখন বিচ্ছিন্ন বামনডাঙ্গার। তাই নদী গাঠিয়া নদী পথ দিয়েই ট্রাক্টর করে ত্রান সামগ্রী বামনডাঙ্গায় পৌছাচ্ছে প্রশাসন। মানুষজন ট্রাক্টর করে ক্ষতিগস্ত এলাকায় যাচ্ছে। তবে এখন নদীর জল অনেকটাই কমেছে। তাই এন ডি আর এফের দল নদীর মধ্যে দিয়ে দড়ি বেধে দিয়েছে। যাতে মানুষ জন দড়ি ধরে গাঠিয়া নদী পার করে বামন ডাঙ্গায় যাতায়াত করতে পারে। আর এই দড়ি ধরেই বামনডাঙ্গার মানুষেরা যাতায়াত করছে। নদীর মধ্যে তাদের সুরক্ষা দিতে রয়েছে এন ডিআরএফের কর্মিরা। তবে এক দুদিনের মধ্যে গাঠিয়া সেতুর সংস্কার হয়ে যাবে বলে প্রশাসনের দাবি। বাইট ১) নদী দিয়ে যাতায়াত কারি বামনডাঙ্গার যুবক। ২) বামনডাঙ্গা চাবাগানের শ্রমিক। মন বাহাদুর ছেত্রী। ৩) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 10, 2025 02:33:58
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) ১২ই অক্টোবর ২০২৫ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা。 ২) ১৯ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। ৩) ২০ অক্টোবর থেকে পরবর্তী এক সপ্তাহে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। পাহাড় এবং ডুয়ার্স এলাকায় শীতের আমেজ তৈরি হবে। ৪) অক্টোবরের ১৫ তারিখের পর থেকে অন্তত ৮ দিন পাহাড়ের আকাশ ঝলমলে মেঘমুক্ত থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং সিকিম থেকে পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে। ৫) দক্ষিণ বাংলাদেশে ঘুর্নাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরো একটি ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কাল শনিবার পর্যন্ত। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। ৬) আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে। ৭) কাল শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। ৮) বিহার ঝাড়খণ্ডে কাল শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে উড়িষ্যা এবং বাংলাতে আরো কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে বাংলা। ৯) বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে মান্থা নামের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। ১০) ঘূর্ণিঝড় এবং নভেম্বরের নিম্নচাপের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শীতের প্রথম স্পেল। ১২) দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার বঙ্গে জাঁকিয়ে শীতের ইঙ্গিত মৌসম ভবনের লং টার্ম আউটলুকে। ১৩) ডিসেম্বর জানুয়ারিতে পুরুলিয়া বাঁকুড়ায় তীব্র শীতের ইঙ্গিত। লা নিংা ও ঋণাত্মক আই ও ডি এর প্রভাবে বাঁকুড়া জেলায় মারাত্মক ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ সহ হাড় কাঁপানো শীত পড়তে পারে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৩ থেকে ৫ ডিগ্রির আশেপাশে। পিছিয়ে থাকবে না পুরুলিয়া বা পানাগড়। সেখানেও তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে নেমে এসে সেয়ানে সেয়ানে টেক্কা দেবে উত্তরের দার্জিলিং কালিম্পং জেলাকে。
2
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 10, 2025 01:17:30
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। সেই সময় घटनাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পঞ্চায়েত সদস্যসহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতারের কথা জানা গিয়েছে। তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে。 এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। সিপিএমের আইনজীবী নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও বিধায়কের ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি—আইন নিজের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না। গণপিটুনির এই ঘটনা ফের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দায় নিয়ে প্রশ্ন তুলেছে।
6
comment0
Report
AGAyan Ghosal
Oct 10, 2025 01:00:50
Kolkata, West Bengal:VIDYASAGAR শনিবার এবং রবিবার মোট ন’ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। তার জন্য গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। মেরামত এবং সংস্কারের কাজ চলছে শহরের অন্যতম ব্যস্ত এই সেতুতে। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার, ১১ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘণ্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সেতু বন্ধ রাখা হবে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় এই সময়ে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেবে পুলিশ। এর আগেও পর পর দু’টি সপ্তাহান্তে বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ তুলনামূলক বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হচ্ছে। কোন কোন রাস্তা দিয়ে কোথায় পৌঁছোনো যাবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে। জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গা়ড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।
2
comment0
Report
SMSubhasis Mandal
Oct 10, 2025 01:00:38
Howrah, West Bengal:নেশার ঘোরে নারকেল গাছের মাথায় চড়ল যুবক। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাকে নামাতে হুলুসতুলুস শেষে ডাকা হলো দমকল৷ ঘটনার উলুবেড়িয়া পারিজাত এলাকার। সন্ধ্যার সময় ওই এলাকায় নেশায় আশক্ত ঐ যুবক ঘোরাঘুরি করছিল সেই সময় Chор ভেবে কয়েকজনের তাড়া খেয়ে সোজা উঠে পড়ে একটি বড় নারিকেল গাছে ৷ এলাকার মানুষ তাকে গাছ থেকে নামতে বলে দীর্ঘক্ষণ ধরে এই চেষ্টা চালায় এলাকার মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে তাকে নামানোর চেষ্টা৷ কিন্তু সে নামতে নারাজ পরে উলুবেড়িয়া থানার পুলিশকে খবর দেওয়া হয় ৷পুলিশ ঘটনারস্থলে আসে তাকে নামানোর চেষ্টা করে কিন্তু সে কোনভাবেই নামতে নারাজ৷ আরে এই নামানো নিয়ে রীতিমতো হুলুস থুলুস পড়ে যায় তা দেখতে রীতিমত ঐ এলাকায় লোকজন জমে যায়৷ জানা গিয়েছে উলুবেড়িয়া নোনা গরুহাটার বাসিন্দা আশোক রায় নেশার ঘোরেই এই কাজ করেছে ৷ তার বাড়ি থেকে কিছুটা দূরে পারিজাত এলাকায় ৷
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:41
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। #দক্ষিণ বাংলাদেশে ঘুর্নাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরো একটি ঘূর্ণাবর্ত。 ##উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা ও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা。 ###দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। ####বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে。 #####শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা বাতাস বইতে পারে。 ######শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে。 #######বিহার ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে উড়িষ্যা এবং বাংলাতে আরো কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে বাংলা।
1
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:14
Kolkata, West Bengal:লাইসেন্স প্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা জন্য নিজের বুকের ডান দিকে গুলি লাগে। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিঙ্কার করার সময়ে অসাবধানতা জন্য নিজের বুকের নিচে গুলি বৃদ্ধ হয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থা ওই যুবককে স্থানীয় মানুষ জন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীন হসপিটাল ও পরে জোকা ইএস আই হসপিটালে নিয়ে আসে অবস্থার অবনতি হওয়ায় কারণে কলকাতা বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করে। ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ । পুলিশ সূত্রে খবর যে গুলি বৃদ্ধ ব্যক্তির নাম সুজয় নস্কর বাড়ির উত্তর বাঘি।
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:51:02
Kolkata, West Bengal:লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতা নিয়ে নিজের বুকের ডান দিকে গুলি লাগে। দক্ষিণ ২৪পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিঙ্কার করা সময়ে অসাবধানতার কারণে নিজের বুকের নিচে গুলি বৃদ্ধি হয় এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল ও পরে জোকার এসআই হাসপাতাল নিয়ে আসে, অবস্থার অবনতি হওয়ায় কলকাতা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে খবর গুলি বৃদ্ধ ব্যক্তির নাম সুজয় নস্কর, বাড়ি উত্তর বাঘি।
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Oct 09, 2025 17:50:51
1
comment0
Report
BSBidhan Sarkar
Oct 09, 2025 17:50:39
Chinsurah, West Bengal:ঘর লিখে দেয়নি বাবা,রাগে গ্যাস সিলিন্ডার মাথায় মেরে বাবাকে খুন করল মদ্যপ ছেলে! ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ায়。 হুগলি পান্ডুয়ার সাতঘরিয়া এলাকায় আজ সন্ধায় এই ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,সাতঘড়িয়া এলাকায় শেখ বসির(৬৪) তার মানসিক ভারসাম্যহীন স্ত্রিকে নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগে। সাতঘড়িয়াতেই তাঁর আরো একটি বাড়ি আছে যেখানে his বড় বৌমা ফরিদা বিবি তার দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। শ্বশুর ও শাশুড়ির জন্য রান্না করে দেন বড় বৌমা। প্রতিদিনের মতো আজ সন্ধায় রান্নাঘরে রান্না করছিলেন ফরিদা বিবি। সেক বশির এবং তার স্ত্রী নিজেদের ঘরে ছিলেন।বশিরের ছোট ছেলে শেখ মহসিন পরিযায়ী শ্রমিক।ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে।আজ পান্ডুয়ার বাড়িতে ফিরে আসে। সন্ধায় মদ খেয়ে এসে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসা শুরু করে।বাবাকে বলে ঘর তার নামে লিখে দিতে হবে।বশির সে কথায় পাত্তা না দেওয়ায় ঘর থেকে পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার বাবার মাথায় মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তার কান দিয়ে নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে শুরু করে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। তার আতেই বৃদ্ধকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অভিযানকৃত শেখ মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়, উদ্ধার করেছে গ্যাস সিলিন্ডারটি। এ বিষয়ে এদিন শেখ বসিরের বৌমা ফরিদা বিবি জানান, his ছোট দেওর শেখ মহসিন বাড়িতে এসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করে। বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে তার নামে বাড়ি লিখে দিতে বলে। হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি,শ্বশুর ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মহসিন সিলিন্ডারটি ফেলে দিয়ে দৌড়ে পালায়। পুলিশ জানিয়েছে, বাবা ছেলের মধ্যে গন্ডগোল ও মারামারি হয় । তার জেরে ছেলে বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মারে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। শুক্রবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হবে。
4
comment0
Report
Advertisement
Back to top