Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028
स Sukant Majumdar के BYTE LU 7 से, डायमंड हार्बर में बीजेपी पर हमला
SBSoumen Bhattachrya
Nov 15, 2025 09:04:06
Kolkata, West Bengal
সুকান্ত মজুমদারের BYTE LU 7থেকে, ডায়মন্ড হারবারে বিজেপি আক্রান্ত! প্রধানমন্ত্রীর বাংলা নিয়ে মন্তব্য সমাজ মাধ্যমে তৃণমূলের 'ওরা যদি আসে' পোস্ট বিহার ভোটে SIR প্রভাব
153
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Nov 15, 2025 10:15:55
Kolkata, West Bengal:নতুন করে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়াল। গত এক সপ্তাহে, ৯ নভেম্বর পর্যন্ত শহরে নতুন করে মোট ১৩৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। চলতি বছরে সাপ্তাহিক আক্রান্তের নিরিখে এই বৃদ্ধি সর্বাধিক। বেশিরভাগ আক্রান্ত হয়েছে দক্ষিণ কলকাতা থেকে। দক্ষিণে ডেঙ্গি দাপট দেখাচ্ছে, তো উত্তরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যার মধ্যে ৮৬ শতাংশই উত্তর কলকাতার বাসিন্দা। মাত্র ১৪ শতাংশ দক্ষিণ কলকাতা থেকে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মোট ডেঙ্গি আক্রান্তের ৬৮ শতাংশই দক্ষিণ কলকাতার। চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত শহরে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪৫ জন। ২০২৪ সালে এই সময়কালে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৯৩৬ জন। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে ১০ নম্বর বরো। সেখানে ২ নভেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৮ জন।
111
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 10:15:34
Barrackpur Cantonment, West Bengal:বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে বাগজোলা খাল।।সংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তার সাংসদ তহবিল থেকে।।তারপর বাগজোলা খালের সংস্কার হওয়ায় খালের পার্শ্ববর্তী এলাকা জল জমার থেকে রেহাই পেয়েছে।।বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং এর নামে বাগজোলা খালের অংশ বেআইনিভাবে দখল করছে কিছু জমি মাফিয়া।।আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি।।বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।।পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকার মানুষজন।।বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং বাগজোলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না...... বাইট:- মলয় রায়(স্থানীয় বাসিন্দা) বাইট:- তারক চৌধুরী(স্থানীয় বাসিন্দা) বাইট:- সর্বানি কর(স্থানীয় বাসিন্দা) বাইট:- সায়ন্তিকা ব্যানার्जি (বিধায়ক,বরানগর বিধানসভা) *বিজেপির কোলকাতা উত্তর শহরতলীর জেলা সভাপতি চন্ডিচরন রায়ের অভিযোগ বিধায়িকা সব জানেন, খালের দখলদার কারা। উনি ওনার ভাগ বুঝে নিতেই সদলবলে বাগজোলা খাল দেখতে গেছেন।* বাইটঃ- চন্ডিচরন রায়( উত্তর কোলকাতা শহরতলীর বিজেপির সভাপতি) 151125 BKP BAJOLA KHAL 2c TE
49
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 10:02:39
Barrackpur Cantonment, West Bengal:বেআইনিভাবে বাগজোলা খালের অংশ দখল করছে জমি মাফিয়ারা,ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের,সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে বাগজোলা খাল। সাংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তার সাংসদ তহবিল থেকে। তারপর বাগজোলা খালের সংস্কার হওয়ায় খালের পার্শ্ববর্তী এলাকা জল জমার থেকে রেহাই পেয়েছে। বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং এর নামে বাগজোলা খালের অংশ বেঈনিভাবে দখল করেছে কিছু জমি মাফিয়া। আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পাশে জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকাগণ। বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং বাগজোলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না।
98
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 15, 2025 09:51:06
Kolkata, West Bengal:Obaidul Kader exclusive
96
comment0
Report
PDPradyut Das
Nov 15, 2025 09:50:30
Jalpaiguri, West Bengal:গত ৫ অক্টোবর জলঢাকা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো রকম আর্থিক ক্ষতিপূরণ না মেলায় এবার ময়নাগুড়ি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্তরা। বিডিও প্রসেনজিৎ কুন্ডু বলেন, লিস্ট জমা দিয়েছেন, আমরা খতিয়ে দেখছি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোবার বাড়ি, কামারের বাড়ি, ডাকুরবাড়ি, ভুতকুড়ার বাড়ি, দলবাড়ি, ভালোরবাড়ি, নিমেরবাড়ি এলাকার বাসিন্দারা বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান। শুক্রবার এই এলাকার শতাধিক পরিবারের লোকেরা ময়নাগুড়ি বিডিও অফিসে আসেন। তাদের অভিযোগ, বন্যায় তাদের বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলেও প্রশাসনের তরফ থেকে তারা কোনো রকমের আর্থিক সাহায্য পাননি। অবিলম্বে প্রশাসনের তরফ থেকে তাদের আর্থিক সাহায্যের ব্যাবস্থা না করলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের পাশাপাশি রাস্তা অবরোধ করার হুমকি দিয়েছে。
103
comment0
Report
PDPradyut Das
Nov 15, 2025 09:50:12
Jalpaiguri, West Bengal:এস‌আইআরের আতঙ্কগ্রস্ত হয়ে এবার আত্মঘাতী হলেন জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক বাসিন্দা। মৃতের নাম কমলা রায় (৫২)। এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যা করেননি বলে দাবি বিজেপির। বিজেপির দাবি তৃণমূল এসআইআর জ্বরেতে ভুগছে। সব মৃত্যুতেই ওরা এসআইআর জুড়ে দিচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি‌র গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, কমলা রায় প্রায় ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। সাতকুড়া হাই স্কুলের ১৭/২৭৪ নম্বর বুথে বেশ কয়েকবার ভোট দিয়েছেন তিনি। সম্প্রতি এসআইআর প্রকৃয়া শুরু হওয়ার পর মানুষের মুখ থেকে নানান কথা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন কমলা রায়। এলাকাবাসীরা জানান, আতঙ্কে তাঁর খাওয়া দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে কেউ এলে ঘরের ভেতরে লুকিয়ে পড়তেন তিনি। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলেছিলেন, আমাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাই আমার পরিবারের সদস্যদের দেখে রাখবেন। এই আতঙ্কের মধ্যে এলাকার একটি চা-বাগানের পাশে থাকা কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। জলপাইগুড়ি সদর ব্লক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি বিমল দাস বলেন, '২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল মৃত কমলা রায়ের নাম। এজন্য তাঁর বাড়িতে এসেছিল এনুমারেশন ফর্ম। যদিও এনুমারেশন ফর্মের মর্ম বুঝতে না পেরে এই ফর্ম নিয়েই মূলত আতঙ্কিত হয়ে পড়েন তিনি। অভিযোগ, এর জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কমলা রায়। বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বকে।' এসআইআর আতঙ্কে আত্মহত্যা নিয়ে জলপাইগুড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার জলপাইগুড়িতে এসে বিজেপিকে এক হাত নেন।
149
comment0
Report
BSBarun Sengupta
Nov 15, 2025 09:49:53
Barrackpur Cantonment, West Bengal:*টেরোরিস্ট দের করিডোর পশ্চিম বাংলা,কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?? তা নিয়ে ভাবার আছে, অর্জুন সিং ভারতবর্ষে যেখানেই কোন জংগী হামলা হোক তার সাথে বাংলার যোগ থাকবেই।বাংলাদেশের শেখ হাসিনার বাবা খুন থেকে জম্বু কাশ্মিরে জংগী হামলায় যুক্ত এই বাংলাই!!এমোনিয়াম নাইট্রেট এর সোর্স তো বাংলাদেশের থেকে নেপাল হয়ে পশ্চিম বাংলা হয়ে তারপর অন্যত্র যায়।পশ্চিম বংগো এখন টেরোরিস্ট দের বড়ো থ্রেট হয়ে গেছে।কেন এই মমতা ব্যানার্জির সরকারের উপর কোন স্টেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে ভাবার আছে। বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ) কোলকাতায় বস্তি গুলো আর বাজারে আগুন লাগাবার জন্যে আর নেভাবার জন্যই সুজিত বসু এবং ফিরহাদ হাকিম কে রাখা হয়েছে বলে অভিযোগের তীর ছুড়লেন অর্জুন সিং কোলকাতায় এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন লাগার ঘটনা নিয়ে মুখ খুললেন অর্জুন সিং।এই আগুন লাগার পিছনে দমকল মন্ত্রী সুজিত বসু এবং পৌর মন্ত্রী ফিরাহাদ হাকিমের দিকেই আংগুল তুললেন।অর্জুন সিং এর অভিযোগ,কোলকাতায় একের পর এক আগুন লাগে আর ধামাচাপা দেয় সুজিত বসু। আর আগুন লাগায় ফিরহাদ হাকিম।শুধু এজড়া স্ট্রীট নয়!! কোলকাতায় বাজারে সব কটি আগুন লাগার পিছনে দায়ী সুজিত বসু এবং ফিরহাদ হাকিম।কোলকাতায় যেকোন বস্তি আর বাজারে আগুন লাগাবার জন্যই ববি হাকিম আর সুজিত বসু কে রাখা হয়েছ বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। বাইটঃ- অর্জুন সিং( সাংসদ) 151125 BKP _ARJUN_RX 2C TE
137
comment0
Report
BMBiswajit Mitra
Nov 15, 2025 09:49:02
Ranaghat, West Bengal:রাণাঘাটে ডাটা এন্ট্রি অপারেটর দাবিতে বিএলওদের বিক্ষোভ, ঘেরাও ব্লক অফিস। নদিয়ার রাণাঘাট-২ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন রাণাঘাট উত্তর-পূর্ব ও দক্ষিণ বিধানসভার একাংশ বুথ লেভেল অফিসার (বিএলও)। অভিযোগ, বুথ থেকে তোলা বিপুল সংখ্যক ফর্ম স্বল্প সময়ে একাই ডিজিটাইজ করা অসম্ভব। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির চাপের মধ্যেও প্রতিদিন শতাধিক ফর্ম মোবাইল অ্যাপে এন্ট্রি করতে বাধ্য করা হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের কাজ ও স্কুলের পড়ানো একসঙ্গে সামলানো ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে দাবি তাঁদের। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবিতে এদিন তাঁরা নির্ধারিত বিশেষ প্রশিক্ষণ বয়কট করে ব্লক অফিসের প্রধান দরজা আটকে দেন এবং কর্মকর্তাদেরও ঘরে আটকে রেখে বিক্ষোভ চালান। অন্যদিকে, রাণাঘাট২ ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতেও একই কারণে বিক্ষোভ দেখান বিএলও-রা। বাইট ১. সুদীপ ঘোষ (বিএলও) ২. অশোক বালা (বিএলও)
122
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 15, 2025 09:48:15
Kolkata, West Bengal:মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষায় আর্জি অধীর রঞ্জন চৌধুরীর; স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে অর্ডিন্যান্স জারির দাবি ১৫ নভেম্বর ২০২৫ সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে একটি বিশদ পত্র পাঠিয়েছেন। তাঁর দাবি—SIR-এর কঠোর নথিপত্রের বিধান থেকে এই বঞ্চিত জনগোষ্ঠীকে অব্যাহতি দিয়ে তাঁদের দীর্ঘদিনের ন্যায্য নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করা অত্যন্ত প্রয়োজনীয়। গত বৃহস্পতিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমন্ত্রণে শ্রী চৌধুরী ঠাকুরনগরের অনশন মঞ্চে উপস্থিত হয়ে অনশনরত মানুষজনের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি প্রত্যক্ষভাবে অনুভব করেন তাঁদের গভীর অনিশ্চয়তা, আতঙ্ক এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। তিনি আশ্বাস দেন—এই সংগ্রামে তিনি সর্বশক্তি দিয়ে তাঁদের পাশে থাকবেন। পত্রে শ্রী চৌধুরী উল্লেখ করেছেন, পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় নির্যাতন, দুঃখ–কষ্ট নিয়ে বহু দশক আগে যে মতুয়া সম্প্রদায় ভারতে আশ্রয় নিয়েছিল, তারা আজও দেশের সামাজিক ও গণতান্ত্রিক পরিসরের অবিচ্ছেদ্য অংশ। অথচ তাঁদের নাগরিকত্ব নিয়ে আজ অযথা প্রশ্ন তোলা হচ্ছে এবং তাঁদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তিনি জানান, কেন্দ্র সরকার ইতিমধ্যেই নাগরিকত্ব (সংশোধনী) আইনের আওতায় প্রতিবেশী দেশের “ধর্মীয় নিপীড়নের শিকার” ব্যক্তিদের ক্ষেত্রে নাগরিকত্ব নির্ধারণের কাট–অফ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে বাড়িয়ে ৩০ ডিসেম্বর ২০২৪ করেছে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই, শ্রী চৌধুরীর মতে, মতুয়া সম্প্রদায়ের জন্যও একইরকম ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর যুক্তি—যারা কয়েক দশক আগে বাধ্য হয়ে এ দেশে এসেছেন, তাঁদের নাগরিকত্ব রক্ষায় আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগে একটি অর্ডিন্যান্স জারি করা অত্যন্ত জরুরি। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে বহু বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা ও সংসদ—উভয় ক্ষেত্রেই প্রতিনিধি নির্বাচিত করা এই জনগোষ্ঠী আজ ২৫ বছরের পুরনো নথি দেখাতে না পারায় ভোটাধিকার হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। এই দাবি তিনি “অমানবিক, অবজ্ঞাসূচক এবং সামাজিকভাবে সংবেদনহীন” বলে অভিহিত করেছেন। শ্রী চৌধুরী তাঁর এই পদক্ষেপের মাধ্যমে মতুয়া সহ অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের সম্মান, নিরাপত্তা এবং পূর্ণ নাগরিকাধিকারের প্রশ্নে তাঁর অটল অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন ।
94
comment0
Report
Advertisement
Back to top