Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

पानपाड़ा क्षेत्र में नशे के अड्डे से महिलाएं परेशान, पुलिस से कार्रवाई की मांग

PDPradyut Das
Nov 17, 2025 03:48:30
Jalpaiguri, West Bengal
এলাকায় নেশার বাড়বাড়ন্ত। বাধ্য হয়ে শহরের পানপাড়া এলাকার মহিলারা জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ। জলপাইগুড়ি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পানপাড়া এলাকায় নেশার আসরের বাড়বাড়ন্ত এর অভিযোগ। অতিষ্ঠ হয়ে স্থানীয়দের একাংশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার দারস্থ। রবিবার সন্ধ্যায় এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। অভিযোগ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় একটি পুকুরে নেশার আসর বসে বলে। স্থানীয় কয়েকজন সমাজ বিরোধীর পাশাপাশি বাইরে থেকেও কিছু যুবকদের আড্ডা বলে। সেখান থেকে মহিলাদের উত্ত্যক্ত করে বলেও অভিযোগ। এলাকাবাসী চায় পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।
114
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 17, 2025 05:46:16
Jalpaiguri, West Bengal:এসআইআর আবহে ‘বাংলা বাঁচাও যাত্রা’র মধ্যে দিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে সিপিএম। ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে সূচনা হচ্ছে ওই কর্মসূচির। ৩০ নভেম্বর জলপাইগুড়িতে সমাবেশ। ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটি শেষ হবে বাংলা বাঁচাও যাত্রা। কটাক্ষ বিজেপির। এই কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি জেলায় একাধিক সমাবেশ হবে। তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রা শুরুর দিনে হাজির থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষি মুখোপাধ্যায়। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ‘গ্রামগঞ্জে মানুষের এই মুহূর্তে দাবি কী, তা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে। ওইসব দাবি সামনে রেখে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে শতাধিক সমাবেশ করার টার্গেট রয়েছে।
0
comment0
Report
ABArup Basak
Nov 17, 2025 05:29:50
Mal Bazar, West Bengal:মাল মহাকুমার সাইলি ও সামসিংএ পৃথক সড়ক দুর্ঘটনা, মৃত ২ যুবক আহত ১... রবিবার রাতে মালব্লকের সাইলি চাবাগান এলাকায় ৭১৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আলাদিন আনসারি (৩০), বাড়ি সাইলি চাবাগানের নিদিম আটনং বস্তিতে। এদিন রাতে আলাদিন স্কুটিতে সাইলি হাটের দিকে যাচ্চিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাজিক গাড়ি তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাদিনের। দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক গাড়িটি। খবর পেয়ে মাল থানার পুলিশ রাতে দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং স্কুটিটিও থানায় নিয়ে যায়। ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মাল থানার আইসি সোম্যজিত মল্লিক। অন্যদিকে, একই দিনে সকালে আরও এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মেটেলি ব্লকের বাতাবাড়ির ২৬ বছর বয়সী এক তরুণের। জানা গিয়েছে, সুমিত রায় এবং তাঁর বন্ধু মল্লিক রায় বাইকে সামসিং ঘুরে ফেরার পথে ইংডং চা বাগান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দু’জনকে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের মালবাজারে রেফার করা হয়। রাতে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলে চিকিত্‍সকরা সুমিত রায়কে মৃত ঘোষণা করেন। মল্লিক রায় বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। একদিনে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালবাজার মহকুমায়।
47
comment0
Report
BSBarun Sengupta
Nov 17, 2025 05:29:36
Barrackpur Cantonment, West Bengal:*জগদ্দলে মন্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০০০০ টাকা তোলা নেবার অআভিযোগ উঠলো RSS ব্যারাকপুরের আহবায়ক ইINDRA নাথ ঘোষের বিরুদ্ধে,যদি এব্যাপারে মুখ খুলতে নারাজ ইINDRA নাথ,মুখে কুলুপ RSS এর অন্যরাও, নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের প্রতারিত বিপ্লব ঘোষের, এই ঘটনায় মজা নিচ্ছে তৃনমুল টাকা নিয়ে জগ্দ্দল মন্ডল সভাপতি পদ পাইয়ে দেবার অভিযোগ উঠলো আর.এস.এস এর ব্যারাকপুর সাংগঠনিক আহবায়ক ইন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপির সক্রিয় কর্মি বিপ্লব ঘোষ নিজেই।বিপ্লব ঘোষ প্রতারণার জন্য নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ তাকে মন্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য ৩০০০০ টাকা তোলা নিয়েছেন। কিন্তু এই ড়াকা তোলা নিয়েও ইন্দ্র নাথ রায় কোন কাজ করেন নি।উপরন্তু তার নির্বাচিত মন্ডল সভাপতির পদ থেকে ইন্দ্র নাথ রায় বাদ দিয়ে দিয়েছেন। যদি ইন্দ্রনাথ রায় তার এই ৩০০০০/- টাকা ফেরত না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি মামলা লড়বেন。 বাইটঃ- বিপ্লব ঘোষ( বিজেপির সক্রিয় কর্মি) তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি আর.এস.এস এর ব্যারাকপুর শাখার আহবায়ক ইন্দ্র নাথ রায়।তিনি জানান,এই বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃনমুল।ভাটপাড়ার তৃনमুল কনভেনর দেব্জ্যোতি ঘোষ জানান এটা বিজেপির কালচার।টাকা নেওয়া প্রথা বিজেপি এবং আর,এস,এস এর মধ্যে অভ্যাস আছে।৬ মাস পরে দলটাই উটগে যাবে। বাইটঃ- দেব্জ্যোতির ঘোষ ( তৃনমুলের ভাটপাড়ার কনভেন র) 171125 BKP BJP RSS ELIGATION 2C TE
104
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 05:28:51
Chinsurah, West Bengal:বিহারে বিজেপির জয়ে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির। মিছিল শেষে বিজেপি কর্মিদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ,তৃনমূল আশ্রিতদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী,নিজেদের গন্ডোগোল তৃনমূলের ঘারে চাপাতে চাইছে বিজেপি। বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের।রবিবার হুগলির চাঁপদানি পুরসভার ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা। অভিযোগ,মিছিল শেষ হতে ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে মারধোর করে তৃনমূল আশ্রিত কয়েকজন। এরপর গভীর রাতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়। স্থानीय বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন,তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি এবং চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বলেন,২২ নম্বর ওয়ার্ডে একটা ক্লাব ভেঙেছে।সেটা নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে।বলছে বিজেপির পার্টি অফিস তৃণমূল নাকি ভেঙেছে।সম্পূর্ণ মিথ্যা কথা।সবাই জানে ওটা একটা ক্লাব এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জ серии ভেঙেছে।মানুষকে এরা ভুল বোঝাচ্ছে।এসব করে কোন লাভ হবে না মানুষের সঙ্গে থাকতে হবে।
96
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 05:28:34
Chinsurah, West Bengal:বিহারে বিজেপির জয়ে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির। মিছিল শেষে বিজেপি কর্মিদর উপর হামলা ভাঙচুরের অভিযোগ,তৃনমূল আশ্রিতদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী,নিজেদের গন্ডোগোল তৃনমূলের ঘারে চাপাতে চাইছে বিজেপি。 বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের।রবিবার হুগলির চাঁপদানি পুরসভার ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা। অভিযোগ,মিছিল শেষ হতে ভারতীয় কিষাণ মোর্চার সভাপত সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে মারধোর করে তৃনমূল আশ্রিত কয়েকজন。 এরপর গভীর রাতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়。 স্থানীয় বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন,তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে。 হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি এবং চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বলেন,২২ নম্বর ওয়ার্ডে একটা ক্লাব ভেঙেছে।সেটা নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে।বলছে বিজেপির পার্টি অফিস তৃণমূল নাকি ভেঙেছে।সম্পূর্ণ মিথ্যা কথা।সবাই জানে ওটা একটা ক্লাব এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জেরেই ভেঙেছে।মানুষকে এরা ভুল বোঝাচ্ছে।এসব করে কোন লাভ হবে না মানুষের সঙ্গে থাকতে হবে।
29
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 04:46:03
Baruipur, West Bengal:ভাঙ্গরে আই ایس এফের রক্তদান শিবিরের গেট তৈরি করা কে কেন্দ্র করে ভাঙ্গরে গুলি চালানোর ঘটনা ঘটে আগামীকাল। সেই ঘটনার পর আজ সকাল থেকে ওই এলাকা থমথমে। আইএসএফ ও তৃণমূলের মধ্যে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাংড়ে।রাতেও চাপা উত্তেজনা থাকে ওই এলাকার পলেরহাট পাকাপোল এলাকায়। একদিকে আই এস এফ সমর্থক আরেক দিকে তৃণমূল সমর্থক মাঝখানে উত্তর কাশিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ঘটনার পর হলেও পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করে। তবে এই রক্তদান শিবির কে কেন্দ্র করে সকাল থেকে এলাকা থমথমে। ঘটনাস্থলে মাঝেমধ্যেই টহল দিচ্ছে কাশিপুর থানার পুলিশ। ২৩শে নভেম্বর এই রক্তদান শিবির আয়োজন করেছে আইএসএফ। এদিকে শওকত মোল্লা দাবি করেন যে জমিতে রক্তদান শিবির হবে সেই জমি মালিক ইতিমধ্যে ওই জায়গা আইএসএফ কর্মসূচি যাতে না হয় তার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়। সব মিলিয়ে ঘটনায় উত্তেজনা আছে এলাকায়।
162
comment0
Report
PDPradyut Das
Nov 17, 2025 04:45:45
Jalpaiguri, West Bengal:বড়োসড়ো সাফল্য হলদিবাড়ি থানাের পুলিশ।অভিযান চালিয়ে উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার দুই পাচারকারী। ঘটনার কথা জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বরদাঙ্গা এলাকার। ধৃতরা হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী বাসিন্দা রাহুল মন্ডল ও ঘুঘুডাঙ্গা এলাকার শুভঙ্কর মল্লিক বলে হলদিবাড়ি পুলিশ সূত্রে খবর। আজ আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়েরডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় বাইকে থাকা দুই যুবককে ধাওয়া করে আটক করে। রবিবার সন্ধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা। দুজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫.৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।ধৃতরা হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী বাসিন্দা রাহুল মন্ডল ও ঘুঘুডাঙ্গা এলাকার শুভঙ্কর মল্লিক। তাদের কাছ থেকে একটি পালসার বাইকও উদ্ধার করা হয়েছে। আইসি বলেন এনডিপিএস ধারায় মামলা শুরু করা হয়েছে। ওই দুই যুবককে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। নেশা মুক্ত সমাজ গড়তে পুলিশের এমন অভিযানে খুশি এলাকার মানুষ। এবিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন আমরা নেশার বিরুদ্ধে বারংবার প্রচার অভিযান চালিয়ে আসছি। আমাদের তরফে পুলিশকে সহায়তা করা হচ্ছে। জলপাইগুড়ির বাসিন্দা দুজন গ্রেপ্তার হয়েছে। পুলিশকে সাধুবাদ জানাই。
190
comment0
Report
STSrikanta Thakur
Nov 17, 2025 04:15:47
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা বর্তমান বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র। হরিরামপুর বিধানসভায় জন বিন্যাস অনুযায়ী এই বিধানসভা এলাকার প্রায় ২২ থেকে ২৫ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায় ভুক্ত এবং এই অঞ্চল থেকে বিগত দুটি বিধানসভায় বিপ্লব মিত্র জয় লাভ করেছেন। এলাকার বাসিন্দাদের দাবি বিধানসভা এলাকার একমাত্র পৌরসভা বুনিয়াদপুর এখানে উন্নয়ন ঘটেনি। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য বা শিক্ষা সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এই বিধানসভা ক্ষেত্র ।অবশ্য হরিরামপুর ও বুনিয়াদপুর এর দুটি কলেজ রয়েছে। কলেজ থাকলেও সেখানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার কোন ব্যবস্থা নেই। রাস্তাঘাট পানীয় জল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। হরিরামপুরে ও বুনিয়াদপুরে দুটি স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে মুমূর্ষু রোগীদের মাঝে মাঝেই গঙ্গারামপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের বিষয়ে আরো নানা দাবি রয়েছে ।বিশেষত রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং বারবার একটা বিষয়ে উঠে এসেছে যে এলাকাতে ব্যাপকভাবে নেশা দ্রব্য প্রচলন বাড়ছে আসক্ত হচ্ছে যুব সমাজ এই দিকটাতে অন্ততপক্ষে নজর দিতে হবে প্রশাসনকে। ১। অনন্ত কুমার সরকার ( শিক্ষক) ২/ জয় পাল ( চাকুরী জীবি) ৩/ স্বপন সরকার ব্যবসায়ী ৪/দীপেন বর্মন গ্রাম এলাকার বাসিন্দা ৫/মুক্তার আহমেদ গাড়ি চালক ৬/ প্রদীপ পাল ছাত্র ৭/প্রতাপচন্দ্র প্রামাণিক সমাজসেবী
170
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 17, 2025 04:15:22
Jainagar, Bihar:দলীয় নেতৃত্বে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন জয়নগর ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডল। অভিযোগ, বিভিন্ন সমস্যা নিয়ে বারবার জেলা ও রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সাড়া মেলেনি। সেই ক্ষোভ থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। তবে বামফ্রন্ট ও বিজেপির অভিযোগ—চাপ সৃষ্টি করে ও প্রলোভন দেখিয়ে তাঁকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। জয়নগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন সঙ্গীতা। এদিন জাহাঙ্গীর খান বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ের লক্ষ্য স্থির করেছে দল। বিরোধী দলের কর্মী–সমর্থক থেকে জনপ্রতিনিধিদেরও দলে টানতে হবে। যারা বিরোধী দলকে ভোট দিয়েছেন—তাদের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ গড়ে তোলার বার্তাও দেন তিনি। তৃণমূলের এই দলভাঙানো কৌশলকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মিহির মন্ডল বলেন, “তৃণমূল তোলাবাজির দল। ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে আমাদের দলের সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গীতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কমিটির সদস্য অপুর্ব প্রামানিক বলেন, “বিজেপি আর ত্রিণমূল—একই মুদ্রার এপিঠ–ওপিঠ। প্রয়োজন হলেই সুযোগসন্ধানের মানসিকতায় এক দল থেকে অন্য দলে যান অনেকে। গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক.” বিধানসভা নির্বাচনের আগে দলবদলের এই প্রবণতা জয়নগর এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
175
comment0
Report
STSrikanta Thakur
Nov 17, 2025 03:18:11
Dinajpur, Rangpur Division:হিলি, ১৭ নভেম্বর: পাঁচ বছর পর উদ্ধার নিখোঁজ সুজিত দাস — মুজাফরপুরে হারিয়ে গিয়ে মিলল মহারাষ্ট্রে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ হওয়া দক্ষিণ দিনাজপুরের উজাল গ্রামের যুবক সুজিত দাসকে পাঁচ বছর পর উদ্ধার করল হিলি থানার পুলিশ। পরিবার, আদালত, প্রশাসন—সব জায়গায় দরজায় দরজায় ঘোরার পরও যখন আশা প্রায় নিভে গিয়েছিল, তখনই নতুন আলো জ্বালাল দুই প্রতিবেশী যুবকের খোঁজ। তাদের সূত্র ধরেই মহারাষ্ট্রের পুনে থেকে শনিবার সুজিতকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবরে বাবা ঝন্টু দাসের সঙ্গে পরিযায়ী শ্রমিক হিসেবে বিহারের মুজাফরপুরে গিয়েছিল সুজিত। ঠিকাদার বীরেন্দ্র কুমারের বাড়িতে কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় মানসিক ভারসাম্যহীন সুজিত। অভিযোগ, মুজাফরপুর থানায় পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করা হয়। পরে হিলি থানাতেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আইনি লড়াইয়ের পথ ধরেই বালুরঘাট আদালতে সিআরপিসি ১৫৬(৩) ধারায় মামলা করা হয়। পাটনা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলার শুনানিতে বিহার পুলিশের গাফিলতিতে ক্ষুব्ध আদালত তদন্তকারীকেও অপসারণের নির্দেশ দেয়। তবুও তদন্তে তেমন অগ্রগতি হয়নি। স্থানীয় এক ঠিকাদারের মৃত্যু হওয়ার পর বালুরঘাট আদালত ওই মামলা বন্ধও করে দেয়। পরিবারের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। এমন সময় কয়েকদিন আগে হিলির দক্ষিণপাড়া এলাকার দুই যুবক মহারাষ্ট্রের হিনজাওয়াড়িতে লোধা কনস্ট্রাকশনে কাজ করার সময় সুজিতকে চোখে পড়ে। তারা ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ভিডিও কলে পরিচয় নিশ্চিত করা হয়। এরপরেই পরিবার হিলি থানায় অভিযোগ জানায়। পুরোনো ফাইল খুলে মামলার পুনরায় তদন্তের আবেদন করা হয় বালুরঘাট আদালতে। পুলিশও নতুন মামলায় তদন্ত শুরু করে তৎপরতার সঙ্গে।শনিবার হিলি থানার এএসআই নিউটন সরকার ও কনস্টেবল মানস বিশ্বাসের নেতৃত্বে একটি দল মহারাষ্ট্রে পৌঁছে যায়। রবিবার দুপুরে স্থানীয় পুলিশের সহযোগিতায় লোধা কনস্ট্রাকশন এলাকা থেকে সুজিতকে উদ্ধার করা হয়।সুজিতকে পাঁচ বছর ধরে কোথায় রাখা হয়েছিল, কীভাবে মহারাষ্ট্রে পৌঁছল, বিহারের ঠিকাদারের ভূমিকা কী—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হিলি থানার পুলিশ।
102
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 17, 2025 03:15:32
Baruipur, West Bengal:বাঁশ ভর্তি ইঞ্জিনভ্যান উল্টে জখম চালক ক্যানিং -বাঁশ ভর্তি ইঞ্জিনভ্যান উল্টে গুরুতর জখম হলেন সফিকুল সেখ নামে এক ইঞ্জিনভ্যান চালক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দুর্গামন্ডপ এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত দুর্গমন্ডপ এলাকার বাসিন্দা সফিকুল সেখ।পেশায় মোটর চালিত ইঞ্জিনভ্যান চালক।রবিবার গভীর রাতে ভ্যানে করে বাঁশ নিয়ে যাচ্ছিলেন। আচমকা বাঁশ ভর্তি ইঞ্জিনভ্যান উল্টে গেলে গুরুতর জখম হয়। স্থানীয়রা রাতেই ওই ব্যক্তি কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হলে চিকিৎসকরা কলাকাতায় স্থানান্তরিত করেন। 171125ZG-BAR-CANNING-AHOTO-R
125
comment0
Report
CDChampak Dutta
Nov 17, 2025 01:01:47
Kaji Chak, West Bengal:ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। জানা গেছে রবিবার বিকেলে হঠাৎই একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তারপর পার্শ্ববর্তী আরও দুটি দোকানে আগুন লেগে যায়। একটি মোবাইল দোকান, একটি ঔষধ এর দোকান এবং একটি কসমেটিকের দোকান আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করে পরবর্তীকালে মেদিনীপুর থেকে একটি দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই সব দোকান। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলের দোকান। এই মোবাইলের দোকানে নতুন মোবাইল বিক্রি ছাড়াও সরানো হতো পুরনো মোবাইল। বহু মানুষ পুরনো মোবাইল সারানোর জন্য দিয়েছিল এই দোকানে। কিন্তু তা আজ সবই পুড়ে গিয়েছে। মাথায় হাত দোকান মালিকের। এই ঘটনা সময় কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা প্রোগ্রামে, খবর পেয়েই পৌঁছে যান এলাকায়। গোটা ঘটনা নিজে সরজমিনের খতিয়ে দেখে বলেন দোকানদারদের প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আশ্বাস দেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং সেইসঙ্গে তিনি জানান কেশপুরে যাতে একটি দমকল কেন্দ্র হয় তার ব্যবস্থা তিনি করবেন। কারণ হিসেবে তিনি বলেন কেশপুরে যে আগুন লেগেছিল দমকলের গাড়ি এসেছিল মেদনীপুর থেকে। যা সময় লেগেছিল প্রায় এক ঘন্টা। ততক্ষণে দোকানগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কেশপুরে যদি দমকল থাকতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হত।
234
comment0
Report
CDChampak Dutta
Nov 16, 2025 14:45:19
Kaji Chak, West Bengal:*মেদিনীপুরে মোঃ সেলিম* स्कูล সার্ভিস কমিশন जिन्हें बनाते हैं जिनके बारे में शिक्षामন্ত্রী हों वो मुख्यमंत्री हों या तीর্ণমূল कांग्रेस हों, अगर वे दागी हैं तो उन दागों से कैसे उबर पाएंगे? शिक्षा के साथ खींचतान चल रहा है। असंख्य जीवन लेकर खींचतान हो रही है। फिर अदालत में दखलंदाजी करनी होगी, क्या यह अच्छा होगा? हम चाहते हैं कि जल्दी से निष्पक्ष नियुक्ति हो ताकि जो योग्यता रखते हैं वे शिक्षक बन सकें। तभी शिक्षा बच सकती है, वरना स्कूलों में कमी आ जाएगी। जीवन कृष्ण जेली बैठकर भी नौकरी बेचने का धंधा जारी रखे हुए हैं, ऐसी एक ऑडियो वायरल के बारे में कहा गया है। ऐसी एक नेटवर्क बना हुआ है। ममता बनर्जी के नेतृत्व में अभिषेक बनर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस ने एक भ्रष्टाचार तंत्र बना लिया है। वहाँ उच्चपदस्थ सरकारी अधिकारी को जोड़ा जा रहा है। ईडी-सीबीआइ इतने सक्षम नहीं हैं कि वे पूरी तरह से जांच करें, वे एक बार घुसते हैं, फिर 6-7 महीने बाद किसी एक को पकड़ते हैं। मध्यप्रदेश में एक बड़ा घोटाला हुआ था, आरएसएस के नेतृत्व में भाजपा सरकार के समय। वहाँ से ममता बनर्जी के प्रशिक्षण लेकर कैसे यह माल/पैदा कर लिया गया, कैसे खनन संसाधन, बालि, कोयला आदि को चुरा कर स्मगलिंग-गैंग को प्रमोट कर नौकरी बेचकर वितरण करना बताया गया। इन्हें आरएसएस के पाठशालाओं से शिक्षा दी गई और उनके लोगों को सिखाया गया। BLओ era के ऊपर दबाव बढ़ाने के बारे में कहा गया, सरकारी कर्मचारियों की नियुक्ति नहीं होने से केंद्र और राज्य सरकार के कारण दफ्तर खाली पड़ रहे हैं। इसलिए शिक्षकों और बैंक कर्मचारियों को इन कामों के लिए भर्ती किया जा रहा है। स्कूल शिक्षा नीचे जा रही है, और अब डेटा एंट्री के काम कराए जा रहे हैं—यह और भी अधिक निकृष्टता है। क्या यह सब लोग स्वीकारते हैं? चुनाव आयोग को सुरक्षित और संरक्षित बनाने की जरूरत है। कल्यान बनर्जी और राज्यपाल के बारे में कहा गया कि वह एक नाटक है। बिहार के वोट प्रतिशत पर बीजेपी पर निशाना भी साधा गया। रविवार शाम पूर्व जिलाध्यक्ष और राज्य सचिव MDS दीपक सरकार की स्मरणसभा मेदिनीपुर शहर के स्पोर्ट्स कॉम्प्लेक्स में हुई। स्मरणसभा में बामफ्रंट चेयरमैन बिमान बनू, सीपीआईएम के राज्य सचिव मो: सलीम, सीपीएम नेता सुर्यकांत मिश्रा आदि ने दीपक सरकार की स्मृति के साथ—क्यों और कैसे पार्टी आगे बढ़ेगी—इसके संदेश दिए। पत्रकारों के समक्ष विविध प्रश्नों के उत्तर भी दिए गए। छवि बाइट 2c में Slug- 1611ZG_WMID_CPM_SELIM_R बाइट 1) মহম্মদ সেলিম (সিপিএমের রাজ্য সম্পাদক)
101
comment0
Report
MMManoj Mondal
Nov 16, 2025 14:32:24
Kolkata, West Bengal:ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে এদিন মতুয়া আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিনিধি দল। এই দলে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাপতি মমতা বালা ঠাকুরের হাতে অভিষেকের বার্তা তুলে দেন তারা। অভিষেকের বার্তায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি, তাই অসুস্থ হয়ে পড়ে এই লড়াই চালানো সম্ভব নয়। আমরণ অনশন আন্দোলনকে দুর্বল করতে পারে বলেই মতুয়াদের সুস্থ থেকেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, লড়াই চলবে, কিন্তু সুস্থ থাকার মাধ্যমেই লড়াইকে শক্তিশালী করতে হবে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অভিযোগ করেন, মতুয়া সমাজের ভোটেই বিজেপি সাংসদ-মন্ত্রী হয়েছে। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভোটেই শান্তনু ঠাকুর সাংসদ ও মন্ত্রী হয়েছেন, অথচ এখন তাঁরাই কাগজ চাইছেন। যে শর্ত দেওয়া হয়েছে তা পূরণ করাও সম্ভব নয়। শশী পাঁজা প্রশ্ন তোলেন, বড়মা সেই সময়ে বলেছিলেন, সকল মতুয়াকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এখন সেই আন্দোলনকে অনৈতিক বলছেন শান্তনু ঠাকুর— এটা নিজেই অনৈতিক। অন্যদিকে, অভিষেকের বার্তা মমতা ঠাকুরের কাছে পৌঁছালেও তিনি জানান, অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না। সংগঠনের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১২ দিন ধরে চলা এই অনশনে প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, যদিও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি সংগঠনের। তবুও এত দীর্ঘ অনশনে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এখন নজর থাকবে- মতুয়া নেতৃত্ব অভিষেকের এই বার্তা কতটা কার্যকর করে এবং অনশন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা কী সিদ্ধান্ত নেন।
129
comment0
Report
Advertisement
Back to top