Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हरिरामपुर विधानसभा में विकास के मुद्दे गूँजे: नशे की बढ़ती प्रवृत्ति पर प्रशासन से जवाब मांग

STSrikanta Thakur
Nov 17, 2025 04:15:47
Dinajpur, Rangpur Division
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা বর্তমান বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র। হরিরামপুর বিধানসভায় জন বিন্যাস অনুযায়ী এই বিধানসভা এলাকার প্রায় ২২ থেকে ২৫ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায় ভুক্ত এবং এই অঞ্চল থেকে বিগত দুটি বিধানসভায় বিপ্লব মিত্র জয় লাভ করেছেন। এলাকার বাসিন্দাদের দাবি বিধানসভা এলাকার একমাত্র পৌরসভা বুনিয়াদপুর এখানে উন্নয়ন ঘটেনি। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য বা শিক্ষা সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এই বিধানসভা ক্ষেত্র ।অবশ্য হরিরামপুর ও বুনিয়াদপুর এর দুটি কলেজ রয়েছে। কলেজ থাকলেও সেখানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার কোন ব্যবস্থা নেই। রাস্তাঘাট পানীয় জল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। হরিরামপুরে ও বুনিয়াদপুরে দুটি স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে মুমূর্ষু রোগীদের মাঝে মাঝেই গঙ্গারামপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের বিষয়ে আরো নানা দাবি রয়েছে ।বিশেষত রাস্তাঘাট পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং বারবার একটা বিষয়ে উঠে এসেছে যে এলাকাতে ব্যাপকভাবে নেশা দ্রব্য প্রচলন বাড়ছে আসক্ত হচ্ছে যুব সমাজ এই দিকটাতে অন্ততপক্ষে নজর দিতে হবে প্রশাসনকে। ১। অনন্ত কুমার সরকার ( শিক্ষক) ২/ জয় পাল ( চাকুরী জীবি) ৩/ স্বপন সরকার ব্যবসায়ী ৪/দীপেন বর্মন গ্রাম এলাকার বাসিন্দা ৫/মুক্তার আহমেদ গাড়ি চালক ৬/ প্রদীপ পাল ছাত্র ৭/প্রতাপচন্দ্র প্রামাণিক সমাজসেবী
170
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Nov 17, 2025 07:01:59
Belna, West Bengal:মেজাজ হারালেন অসিত! আউশগ্রামে ফুটবল ফাইনালে যোগ দিতে গিয়ে উত্তেজনা, উন্নয়ন নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সাংসদ অসিত মাল।পূর্ব বর্ধমানের আউশগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের কঠিন প্রশ্নের মুখে পড়লেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ অসিত মাল। উন্নয়ন নিয়ে তর্কাতর্কিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে আলেফনগর গ্রামে। বিকেল সাড়ে তিনটা নাগাদ গুসকরা–ইলামবাজার সড়ক দিয়ে সাংসদের গাড়ি আলেফনগরের কাছে পৌঁছোতেই তৃণমূলের পতাকা হাতে কয়েকজন কর্মী তাঁকে রাস্তায় থামান। সাংসদ গাড়ি থেকে নামতেই গ্রামবাসীরা ঘিরে ধরে এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ জানাতে শুরু করেন。 আউশগ্রামের ১০৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি শেখ হাসিরুদ্দিন সরাসরি প্রশ্ন করেন, “স্যার, আপনি আমাদের এলাকার জন্য কী কাজ করেছেন?” এরপর আরও অনেকে একে একে অভিযোগ জানাতে থাকেন “পানীয় জল ঠিক নেই, রাস্তা-ঘাটের অবস্থা খারাপ।” এই কথোপকথনের মাঝেই সাংসদ অসিত মাল দৃশ্যতই মেজাজ হারান। গ্রামবাসীদের অভিযোগের সময়ে কেউ মোবাইলে ভিডিও করছিলেন। সাংসদ সেই ব্যক্তির দিকে রেগে এগিয়ে যান। কিছুক্ষণ পরই ভিডিও বন্ধ হয়ে যায়, তবে কথোপকথনের একটি অংশ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনা সম্পর্কে শেখ হাসিরুদ্দিন বলেন,আমরা শুধু জানতে চেয়েছিলাম, আমাদের এলাকায় উন্নয়ন কবে হবে। বহু সমস্যা রয়ে গেছে। সেই কারণেই আমরা নালিশ করেছি।" তিনি আরও জানান, “সাংসদ আশ্বাস দিয়েছেন যে বিষয়গুলো তিনি দেখবেন। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক।” তবে এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম সাংসদের পক্ষেই ব্যাট ধরেছেন। তিনি বলেন,খেলার মাঠে লোকজন হাজির করে উন্নয়ন নিয়ে কথা বলার কি আছে।অন্য জায়গাতেও তো বলা যেত।আসলে এটা যে সাংসদকে হেয় করার জন্যই আটকানো হয়েছে তা পরিস্কার।সাংসদ এলাকায় নিয়মিত আসেন।বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতও থাকেন। তবে এই ঘটনায় বিজেপি কটাক্ষ করতে ছাড়ে নি।বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, আসলে নেতাদের উন্নয়ন হয়েছে কাটমানি নিয়ে।বাংলার মানুষের কোন উন্নয়ন হয় নি।এটাই তার আসল ছবি।
0
comment0
Report
ABArup Basak
Nov 17, 2025 06:45:55
Mal Bazar, West Bengal:মাল ব্লকের বাগড়া কোট চাবাগানের ফ্যাক্টরির সামনে সোমবার সকাল থেকেই উত্তেজনা চরমে। আনুমানিক এক হাজারেরও বেশি শ্রমিক গত তিন মাসের বকেয়া মজুরি না পাওয়ার প্রতিবাদে ফ্যাক্টরির গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। শ্রমিকদের অভিযোগ, “এই বাগানেই আমাদের পুরো পরিবার চলে। অথচ তিন মাস ধরে এক টাকাও মজুরি দেয়নি বাগান কর্তৃপক্ষ।” এছাড়াও তারা জানান, পুজোর সময় প্রথমে ২০% বোনাস দেওয়ার কথা থাকলেও, পরে ১০% বোনাসে সীমাবদ্ধ করা হয়। তবুও পরিস্থিতি মেনে নিয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় পরিবার চালানোই অসম্ভব হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে বলেন, “ম্যানেজারের সাথে দেখা করতে গেলে জানানো হয়—এখানে এখন কোনও ম্যানেজার নেই। তাহলে আমাদের বকেয়া দেবে কে?” কিছুদিন আগেও বাগড়া কোট মিনা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বোনাস বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন শ্রমিকরা। সে সময় ২০% থেকে কমিয়ে ১০% বোনাস মঞ্জুর হলেও তাঁরা আপত্তি করেননি। কিন্তু বর্তমানে তিন মাসের মজুরি বন্ধ থাকায় তারা আজ বাধ্য হয়েই বৃহত্তর বিক্ষোভে সামিল হন। এব্যাপারে বাগান কতৃপক্ষ কোন মন্তব্য করতে চায়নি। শ্রমিকদের হুঁশিয়ারি “আজ সুরাহা না হলে আমরা মালবাজার SDO, BDO কে লিখিত অভিযোগ জানাব। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামবে শ্রমিকেরা।” বাইট ১) বাগানের বিক্ষোভরত শ্রমিকেরা। লরেন্তুষ লাকড়া। ২) চা শ্রমিক মহিলা 1711ZG_MAL_TG_PROBLEM_R
0
comment0
Report
PDPradyut Das
Nov 17, 2025 06:45:32
Jalpaiguri, West Bengal:আর মাত্র কয়েকদিন বাকি ফ্রম ফিলাপ করে জমা দেওয়ার। এই বুথে বহু ভোটার চিন্তায় BLO, এসআইআর ফিলাপের জন্য স্থানীয় ক্লাব সদস্যদের ট্রেনিং দিলেন স্থানীয় BLO, এরপর থেকেই ক্লাব প্রাঙ্গণেই ফরম ফিলাপ করার জন্য उपভোক্তাদের দীর্ঘ লাইন। ঘটনার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকে। এসআইআর ফরম ফিলাপের সহায়তায় এগিয়ে আসলো ক্লাব।ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পাটকিদহ সংলগ্ন দক্ষিণ ডাঙ্গাপাড়ার জনকল্যাণ সংঘ এবার সাধারণ মানুষের সহায়তার জন্য এগিয়ে আসলেন। ক্লাবের তরফে একটি ক্যাম্প বসানো হয়।যেখানে সাধারণ মানুষের জন্য এসআইআর ফর্ম ফিলাপ করে দেওয়া হয়।ফর্ম ফিলাপ করতে এসে জয়া রায়,জোৎস্না রায় ক্লাবের ভূমিকায় প্রশংসা করেন।তারা বলেন আমরা অনেকেই এই ফর্ম সঠিক ভাবে ফিলাপ করতে পারছি না।যেভাবে ক্লাবের সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা খুবই ভালো লাগছে।ক্লাবের কর্মকর্তা বলেন চারিদিকে এসআইআরের ফর্ম ফিলাপ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে।কারণ কিভাবে কোথায় কি লিখতে হবে,কিভাবে পূরণ করতে হবে তা অনেকেই জানে না।যার কারণ ক্লাবের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাম্প বসিয়ে সাধারণ মানুষের এসআইআর ফিলাপে সহায়তা করা হবে।এদিন গ্রামের প্রচুর মানুষ ফর্ম ফিলাপ করতে ক্লাব প্রাঙ্গনে এসেছিলেন।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 17, 2025 06:32:27
Arambag, West Bengal:আরামবাগঃ১৭ নভেম্বর ফের নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। ১৯৭১ সালে ভোট দিলেও গোটা পরিবারের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায় । ইনি গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত গোস্বামী। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় শুধু তাঁর নয়, গোটা পরিবারের নাম উধাও। বৃদ্ধ বাবা, মা, কাকা, কাকিমা কারও নাম নেই ২০০২ সালের তালিকায়। প্রভাতবাবুর বাবা চিত্তরঞ্জন গোস্বামী প্রাক্তন উপপ্রধান ছিলেন। তিনি ১৯৭১ সাল থেকে ভোট দিয়ে আসছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। অথচ তালিকায় তাঁদের নাম নেই। কীভাবে এটা সম্ভব তা বুঝতে পারছে না প্রধান সহ তাঁর পরিবার। এব্যাপারে তাঁরা নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলছেন। প্রধানের দাবি, সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি। বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে আসল ভোটারদের বাদ দিয়ে ভোট করাতে চাইছে, তা বাংলার মানুষ কখনও মেনে নেবে না। ভোটের আগে দুমাসের মধ্যে এসআইআর নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্ত বলেই তিনি দাবি করেন。
71
comment0
Report
BSBarun Sengupta
Nov 17, 2025 06:31:15
102
comment0
Report
MDMritunjay Das
Nov 17, 2025 06:05:13
Bankura, West Bengal:এখানে ২০২৬ এর লড়াই আমাদের কাছে শেষ লড়াই, এ লড়াইয়ে বাঁকুড়ায় সব আসনে জিততে হবে - দলীয় সম্বর্ধনা সভায় সাংসদ সৌমিত্র খাঁর বক্তব্য ঘিরে বিতর্ক, বিজেপির বিভাজনের রাজনীতির এটাই শেষ- ڪটাক্ষ তৃনমূলের "২০২৬ এর বিধানসভা নির্বাচনের লড়াই আমাদের শেষ লড়াই। এ লড়াইয়ে বাঁকুড়া জেলার ১২ টি আসনেই আমাদের জিততে হবে"। বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর বাজারে দলের একটি সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্যে তৈরী হল বিতর্ক। তৃনমূলের দাবি বিজেপির বিভাজনের রাজনীতি এ রাজ্যের মানুষ মেনে নেয়নি। এবারও নেবে না। তাই এটাই তাদের শেষ লড়াই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। উৎসবের মরসুম কাটতেই নিজের নিজের মতো করে সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃনমূল, বিজেপি এমনকি বামেরাও। এসআইআরকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই যুযুধান শিবিরের মধ্যে চলছে আক্রমণ ও প্রতি আক্রমণের পালা। তার মাঝেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমित्र খাঁর বক্তব্যকে ঘিরে শুরু হল বিতর্ক। সম্প্রতি সম্মিলিত জাতিপুঞ্জের সভায় উল্লেখযোগ্যভাবে বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর বাজারে সৌমিত্র খাঁকে সম্বর্ধনা দেয় স্থানীয় বিজেপি কর্মীরা। সেই সভায় বক্তব্য রাখতে উঠে সৌমিত্র খাঁ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে বলেন, "এই নির্বাচন আমাদের কাছে শেষ লড়াই। এ লড়াইয়ে বাঁকুড়া জেলার ১২ টি আসনেই আমাদের জিততে হবে"। সাংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল। তৃনমূলের দাবি বিজেপি হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছে। এই রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়না। তাই অন্যান্যবারের মতো এবারও বাংলার মানুষ তাদের প্রত্যাক্ষান করবে। তা বুঝতে পেরেই বিজেপি সাংসদ এমন মন্তব্য করেছেন। স্টেজ স্পিচ - সৌমিত্র খাঁ ( বিজেপি সাংসদ, বিষ্ণুপুর) বাইট :- অরুপ চক্রবর্তী ( তৃনমূল সাংসদ, বাঁকুড়া)
160
comment0
Report
PDPradyut Das
Nov 17, 2025 05:46:16
Jalpaiguri, West Bengal:এসআইআর আবহে ‘বাংলা বাঁচাও যাত্রা’র মধ্যে দিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে সিপিএম। ২৯ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে সূচনা হচ্ছে ওই কর্মসূচির। ৩০ নভেম্বর জলপাইগুড়িতে সমাবেশ। ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটি শেষ হবে বাংলা বাঁচাও যাত্রা। কটাক্ষ বিজেপির। এই কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি জেলায় একাধিক সমাবেশ হবে। তুফানগঞ্জে বাংলা বাঁচাও যাত্রা শুরুর দিনে হাজির থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষি মুখোপাধ্যায়। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ‘গ্রামগঞ্জে মানুষের এই মুহূর্তে দাবি কী, তা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে। ওইসব দাবি সামনে রেখে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে শতাধিক সমাবেশ করার টার্গেট রয়েছে।
115
comment0
Report
ABArup Basak
Nov 17, 2025 05:29:50
Mal Bazar, West Bengal:মাল মহাকুমার সাইলি ও সামসিংএ পৃথক সড়ক দুর্ঘটনা, মৃত ২ যুবক আহত ১... রবিবার রাতে মালব্লকের সাইলি চাবাগান এলাকায় ৭১৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আলাদিন আনসারি (৩০), বাড়ি সাইলি চাবাগানের নিদিম আটনং বস্তিতে। এদিন রাতে আলাদিন স্কুটিতে সাইলি হাটের দিকে যাচ্চিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ম্যাজিক গাড়ি তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আলাদিনের। দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক গাড়িটি। খবর পেয়ে মাল থানার পুলিশ রাতে দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং স্কুটিটিও থানায় নিয়ে যায়। ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মাল থানার আইসি সোম্যজিত মল্লিক। অন্যদিকে, একই দিনে সকালে আরও এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মেটেলি ব্লকের বাতাবাড়ির ২৬ বছর বয়সী এক তরুণের। জানা গিয়েছে, সুমিত রায় এবং তাঁর বন্ধু মল্লিক রায় বাইকে সামসিং ঘুরে ফেরার পথে ইংডং চা বাগান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দু’জনকে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের মালবাজারে রেফার করা হয়। রাতে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলে চিকিত্‍সকরা সুমিত রায়কে মৃত ঘোষণা করেন। মল্লিক রায় বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। একদিনে দুই পৃথক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালবাজার মহকুমায়।
89
comment0
Report
BSBarun Sengupta
Nov 17, 2025 05:29:36
Barrackpur Cantonment, West Bengal:*জগদ্দলে মন্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০০০০ টাকা তোলা নেবার অআভিযোগ উঠলো RSS ব্যারাকপুরের আহবায়ক ইINDRA নাথ ঘোষের বিরুদ্ধে,যদি এব্যাপারে মুখ খুলতে নারাজ ইINDRA নাথ,মুখে কুলুপ RSS এর অন্যরাও, নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের প্রতারিত বিপ্লব ঘোষের, এই ঘটনায় মজা নিচ্ছে তৃনমুল টাকা নিয়ে জগ্দ্দল মন্ডল সভাপতি পদ পাইয়ে দেবার অভিযোগ উঠলো আর.এস.এস এর ব্যারাকপুর সাংগঠনিক আহবায়ক ইন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপির সক্রিয় কর্মি বিপ্লব ঘোষ নিজেই।বিপ্লব ঘোষ প্রতারণার জন্য নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ তাকে মন্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য ৩০০০০ টাকা তোলা নিয়েছেন। কিন্তু এই ড়াকা তোলা নিয়েও ইন্দ্র নাথ রায় কোন কাজ করেন নি।উপরন্তু তার নির্বাচিত মন্ডল সভাপতির পদ থেকে ইন্দ্র নাথ রায় বাদ দিয়ে দিয়েছেন। যদি ইন্দ্রনাথ রায় তার এই ৩০০০০/- টাকা ফেরত না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি মামলা লড়বেন。 বাইটঃ- বিপ্লব ঘোষ( বিজেপির সক্রিয় কর্মি) তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি আর.এস.এস এর ব্যারাকপুর শাখার আহবায়ক ইন্দ্র নাথ রায়।তিনি জানান,এই বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃনমুল।ভাটপাড়ার তৃনमুল কনভেনর দেব্জ্যোতি ঘোষ জানান এটা বিজেপির কালচার।টাকা নেওয়া প্রথা বিজেপি এবং আর,এস,এস এর মধ্যে অভ্যাস আছে।৬ মাস পরে দলটাই উটগে যাবে। বাইটঃ- দেব্জ্যোতির ঘোষ ( তৃনমুলের ভাটপাড়ার কনভেন র) 171125 BKP BJP RSS ELIGATION 2C TE
190
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 05:28:51
Chinsurah, West Bengal:বিহারে বিজেপির জয়ে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির। মিছিল শেষে বিজেপি কর্মিদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ,তৃনমূল আশ্রিতদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী,নিজেদের গন্ডোগোল তৃনমূলের ঘারে চাপাতে চাইছে বিজেপি। বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের।রবিবার হুগলির চাঁপদানি পুরসভার ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা। অভিযোগ,মিছিল শেষ হতে ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে মারধোর করে তৃনমূল আশ্রিত কয়েকজন। এরপর গভীর রাতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়। স্থानीय বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন,তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি এবং চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বলেন,২২ নম্বর ওয়ার্ডে একটা ক্লাব ভেঙেছে।সেটা নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে।বলছে বিজেপির পার্টি অফিস তৃণমূল নাকি ভেঙেছে।সম্পূর্ণ মিথ্যা কথা।সবাই জানে ওটা একটা ক্লাব এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জ серии ভেঙেছে।মানুষকে এরা ভুল বোঝাচ্ছে।এসব করে কোন লাভ হবে না মানুষের সঙ্গে থাকতে হবে।
167
comment0
Report
BSBidhan Sarkar
Nov 17, 2025 05:28:34
Chinsurah, West Bengal:বিহারে বিজেপির জয়ে চাঁপদানীতে বিজয় মিছিল বিজেপির। মিছিল শেষে বিজেপি কর্মিদর উপর হামলা ভাঙচুরের অভিযোগ,তৃনমূল আশ্রিতদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের দাবী,নিজেদের গন্ডোগোল তৃনমূলের ঘারে চাপাতে চাইছে বিজেপি。 বিহারের ভোটে বিরাট জয় হয়েছে এনডিএ জোটের।রবিবার হুগলির চাঁপদানি পুরসভার ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বার করে বিজেপি কর্মীরা। অভিযোগ,মিছিল শেষ হতে ভারতীয় কিষাণ মোর্চার সভাপত সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে মারধোর করে তৃনমূল আশ্রিত কয়েকজন。 এরপর গভীর রাতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়。 স্থানীয় বিজেপি নেতা হরি মিশ্র অভিযোগ করেন,তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে。 হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি এবং চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বলেন,২২ নম্বর ওয়ার্ডে একটা ক্লাব ভেঙেছে।সেটা নিয়ে বিজেপি একটা নোংরা রাজনীতি করছে।বলছে বিজেপির পার্টি অফিস তৃণমূল নাকি ভেঙেছে।সম্পূর্ণ মিথ্যা কথা।সবাই জানে ওটা একটা ক্লাব এবং সেটা বিজেপির নিজেদের গন্ডগোলের জেরেই ভেঙেছে।মানুষকে এরা ভুল বোঝাচ্ছে।এসব করে কোন লাভ হবে না মানুষের সঙ্গে থাকতে হবে।
72
comment0
Report
Advertisement
Back to top