Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में दर्दनाक सड़क हादसा: दो की मौत, भीड़ ने कार में आग लगा दी

PDPradyut Das
Dec 24, 2025 01:32:21
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। উত্তেজিত জনতা গাড়ִটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মৃত ব্যক্তির মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও এবং অপরজন এলাকারই এক তরুণ। ঘটনার তদন্তে পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা - আমবাড়ি পূর্ত দফতরের সড়কে ঘটনাটি ঘটেছে। চালক পলাতক হলে ঘটনায় ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দেয়।চালক পলাতক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বেলাকোবা ফাড়িঁর পুলিশ সহ অনান‍্য পুলিশ অফিসারেরা। স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যার পর একটি ছোটো মালবাহী চার চাকার গাড়ি বেলাকোবর রাস্তা ধরে আমবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমাই সরকার পাড়ায় মুলিন রায় (১৮) নামে এক তরুণকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয় বলে খবর। এরপর ওই বেপরোয়া ঘাতক গাড়ি ফের বাগডোগড়া অফিস মোড়ে উত্তম রায় (৪০) নামে মানুষকে ধাক্কা মারে। অবশ‍্য ঘাতক গাড়িটি ধাক্কা মেরে পালাতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে পরে যায়। আর সেই সুযোগেই চালক পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে ছুটি আছে দমকল কর্মীরা। এদিকে যে উত্তম রায়ের মৃত্যু হয়েছে তিনি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনায় ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখায় এবং ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে খবর পেয়ে ছুটে আসে বেলাকোবা ফাড়িঁর পুলিশ ও রাজগঞ্জের আইসিও। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় মর্মান্তিক এই দুর্ঘটনার শোক প্রকাশ করে বলেন কিভাবে পরিবারদের সান্তনা দিব বুঝতে পারছি না। উত্তম রায়ের মৃত্যু দলের জন্য ক্ষতি বলেও বিধায়ক মন্তব্য করেন। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Dec 24, 2025 03:35:12
Asansol, West Bengal:দিনেই সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াই, বাড়িতে ভর সন্ধ্যায় ডাকাতি এই ধরনের বহু ঘটনার সাক্ষী রানীগঞ্জ কয়লাঞ্চল। সেইজন্য সিসিটিভি লাগানো খুবই জরুরি ছিল। শেষমেশ স্থানীয় বিধায়ক কোটাতে ১৩০ টি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কার্যত মুড়ে ফেলা হলো রানীগঞ্জ কয়লাঞ্চল।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্ভোদন করেন। কিছুদিন আগেই বিধায়ক তহবিলে ৭০ টি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রদান করা হয় , এরপরই দীর্ঘ প্রায় এক মাস ধরে রানীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা গুলিকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ও আইনশৃঙ্খলা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই ক্যামেরাগুলি বসানো হয়। এবার সেই সকল ক্যামেরা মিলে প্রায় ১৩০ টির মতো ক্যামেরা বিছিয়ে দেওয়া হল রানীগঞ্জ শহরের নিরাপত্তাকে আটোসাটো করার জন্য। এদিন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় দুজনে ই তাদের বক্তব্যের দাবি করেন যে এই সিসিটিভি ক্যameras লাগানোর জন্য রানীগঞ্জ শহর অনেকটাই নিরাপদ হবে, মহিলাদের সুরক্ষার দিকেও রাখা হবে বিশেষ নজর।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 24, 2025 03:33:31
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 24, 2025 03:32:09
Asansol, West Bengal:আসানসোলের নিয়ামতপুর পলাশ ধামে ৭ দিন ব্যাপী গীতা পাঠ ও মহা যজ্ঞ এর আয়োজন, বৃন্দাবন থেকে এসেছেন মহারাজ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর স্থিত পলাশ বাগান শিব কালী ও রাধা গোবিন্দ মন্দিরে আয়োজন করা হয়েছে ৭ দিন ব্যাপী গীতা পাঠ ও মহা যজ্ঞ এর আয়োজন। জেহেতু এই মন্দির প্রাঙ্গনে প্রায় ২৫বছর বিভিন্ন দেব দেবীর মন্দির রয়েছে তাই এই মন্দিরকে পলাশ ধাম বলা হয়। ১৮ই ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে এবং আগামী ২৫তারিখ পর্যন্ত চলবে এই ধার্মিক অনুষ্ঠান। যেখানে বৃন্দাবন থেকে আগত শ্রী আলোকৃষ্ণ শাস্ত্রী মহারাজ দ্বারা শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও মহা যজ্ঞ করা হচ্ছে। তবে ২৫ বছর এই পুরোনো মন্দিরে প্রথমবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠের আয়োজন, ভক্তের সমাগম প্রচুর বলে জানিয়েছেন মন্দির কমিটি。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 24, 2025 03:31:53
Kolkata, West Bengal:METRO *পথে ঘাটে কাতারে কাতারে মানুষ। রাস্তায় রাশি রাশি গাড়ির তীব্র যানজট। বড়দিনে মেট্রো নির্ভর হতে চলেছে শহর। সেই অনুমানে পরিষেবায় বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর* ১) ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়তি সময় পর্যন্ত মেট্রো চালানো হবে। অন্য তিনটি লাইন ইয়েলো, পার্পল ও অরেঞ্জে স্বাভাবিক পরিষেবা থাকবে। ২) ২৫ ডিসেম্বর ছুটির দিন হলেও ব্লু লাইনে অন্যান্য দিনের তুলনায় বেশি সময়ে পরিষেবা চালানো হবে। বাড়ানো হয়েছে শেষ মেট্রোর সময়। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৩০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:২৩ মিনিটে। ২৫ তারিখ মোট ২২৪টি মেট্রো (১১২ আপ ও ১১২ ডাউন) চলবে। ৩) প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম উভয় দিক থেকে ছাড়বে। সকাল ৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকেও প্রথম ট্রেন ছাড়বে। দুপুর ২:৪০ থেকে রাত ৮:৩০ এই সময় প্রতি ৭ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ৪) জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো চলবে। সেগুলো শুধু একতরফা যাবে। এখানে কোনো ফিরতি পরিষেবা নেই। ৫) গ্রিন লাইনে ২০১টি ট্রেন পরিষেবা বড়দিনে। সকাল ৬:৩৯ থেকে রাত ১০:২০ পর্যন্ত। সকালের অনুপাতে বিকেলে পরিষেবার ঘনত্ব বাড়বে। বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০ প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল ৬:৩৯ মিনিটে সল্টলেড সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান। সকাল ৬:৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ প্রথম মেট্রো। রাত ২১:৫৫ মিনিটে উভয় দিক থেকে ট্রেন (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ)। রাত ২২:০৫ و ২২:২০ মিনিটে যথাক্ৰমে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের বাড়তি দুটি বড়দিন স্পেশাল পরিষেবা। ৬) ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে এদিন বিশেষ কোনও পরিবর্তন করা হবে না। প্রতিদিনের মতোই মেট্রো চলবে。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 24, 2025 03:30:30
Kolkata, West Bengal:২৪ ডিসেম্বর বিকেল ৪টা سے ২৫ ডিসেম্বর ভোর ৪টা পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। রাস্তাটি সম্পূর্ণ ভাবে ওয়াকিং স্ট্রিট হতে পারে। আরও কয়েকটি রাস্তা প্রয়োজন অনুয়ায়ী নিয়ন্ত্রিত বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ রফি আহমেদ কিদওয়াই রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়িগুলি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে।
0
comment0
Report
MDMritunjay Das
Dec 24, 2025 03:30:21
Bankura, West Bengal:*শুরু হল রাজ্যের পর্যটন, সংস্কৃতি ও হস্ত শিল্পের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিষ্ণুপুর মেলা, প্রথম দিনেই মেলায় উপচে পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ভিড়, মেলা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও বাঁকুড়া জেলার SP, DM* বিষ্ণুপুর, বাঁকুড়া:- ইতিহাসের শহর বিষ্ণুপুর। সংস্কৃতির শহর বিষ্ণুপুর। শীত জাঁকিয়ে পড়তেই সেই শহরে রীতি মেনে শুরু হয়ে গেল রাজ্যের পর্যটন, সংস্কৃতি ও হস্তশিল্পের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিষ্ণুপুর মেলা। গতকাল সন্ধ্যে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনই এই মেলায় উপচে পড়ল পর্যটক ও স্থানীয়দের ভিড়। রাঢ় বঙ্গের পর্যটন, সংস্কৃতি ও হস্তশিল্পকে তুলে ধরার উদ্যেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে প্রায় চার দশক আগে বিষ্ণুপুর মেলার সূচনা হয়েছিল। সময় যত গড়িয়েছে ততই এই মেলার বহর যেমন বেড়েছে তেমনই বেড়েছে তার জনপ্রিয়তাও। ধীরে ধীরে ঐতিহ্যের এই মেলা ছিনিয়ে নিয়েছে জাতীয় মেলার স্বীকৃতিও। অন্যান্য বছরের মতো চলতি বছরও বছর শেষের শীত গায়ে মেখে গতকাল থেকে শুরু হয়ে গেল এই মেলা। গতকাল বিকালে বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মেলার সূচনা হয়। মেলা চলবে ২৯ ডিসেম্বর। বিষ্ণুপুর হাইস্কুলের দুটি মাঠ ও সংলগ্ন কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের একটি মাঠ মিলেয়ে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৮০০ টিরও বেশি স্টল। চলতি বছর মেলার থিম আদিবাসী সংস্কৃতি। মেলার তোরণ থেকে মঞ্চর অলঙ্করণ সর্বত্রই আদিবাসী সংস্কৃতির ছোঁয়া রয়েছে। মেলায় থাকা যদুভট্ট, রামানন্দ ও রাধামোহন সহ চারটি মঞ্চে প্রতিদিন তুলে ধরা হচ্ছে বাংলার নিজস্ব সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাউল ও ভাটিয়ালি গান, রাভা নৃত্য সহ বিভিন্ন লোক সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন থাকছে এই মেলায়। মেলার শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটক ও স্থানীয় মানুষের ভিড়ে কার্যত উপচে পড়ছে এই মেলা চত্বর।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 24, 2025 02:16:35
Kolkata, West Bengal:পূর্বাভাস অনুয়ায়ী পারদ পতন হল। রাতের পারদ ফের নামল ১৪ এর ঘরে। দিনের পারদ এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। ফলে বড়দিনের প্রাক্কালে জমিয়ে শীতের আমেজ ফিরল কলকাতা সহ গোটা রাজ্যে। বর্তমান সাতদিন শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। ফলে জুবুথুবু শীতে কাঁপুনি ধরার আগাম পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। রাজ্যের কোথাও কোনো বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় অত্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা। আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে। বিঘ্নিত হতে পারে দৃশ্যমানতা। এর প্রভাব পড়তে পারে বাগডোগরা বিমানবন্দরে। দক্ষিণবঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে চলেছে এই সপ্তাহেই। কলকাতায় এখনও পর্যন্ত শীতলতম দিনের তাপমাত্রা গত রবিবারের ১৪.৪ ডিগ্রি। সেই সিংহাসন এই সপ্তাহে টলে যেতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আজ ক্রিসমাস ইভ পর্যন্ত পারদে কোনও লক্ষ্যনীয় উত্থান পতন নেই। বড়দিন থেকে উত্তরবঙ্গে ঝুপ করে পারদ নামবে। দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কিছু এলাকায়। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উপরের দিকের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 24, 2025 01:32:43
Kaji Chak, West Bengal:খুক শীঘ্রই চালু হতে চলেছে मेदिनीপুরে মোहनপুরে কংসাবতী নদীর উপর দ্বিতীয় ব্রিজ। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে এজেন্সি নিয়োগ হয়ে গিয়েছে। মালপত্র পড়তেও শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তিনি বলেন একসাথে নুতুন দুটো ব্রিজ তৈরি হচ্ছে। একটি হচ্ছে কংসাবতী নদীর উপরে অন্যটি শিলাবতী নদীর উপরে। দুটো ব্রিজের কাজ একসাথে চালু করা হবে। যেখানে সমস্যা নেই সেখানে দ্রুততার সাথে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। যেখানে সমস্যা তৈরি হবে সেখানে সমস্যা দ্রুত মিটিয়েই কাজ করা হবে। এর পাশাপাশি মোহনপুর এলাকার ব্যবসায়ীদের একটা দাবি ছিল ব্রিজ হলে তাদের দোকান ভাঙ্গা পড়বে সেক্ষেত্রে একটা মার্কেট কমপ্লেক্স যাতে করে দেওয়া হয় সেই আবেদন তারা রেখেছিল। জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি বলেন ওখানে সেচ দপ্তরের জায়গা রয়েছে সেচ দপ্তর যদি জায়গা দেয় তাহলে মার্কেট কমপ্লেক্স করে দেওয়া সম্ভব হবে। বর্তমান ব্রিজে 25 টনের বেশি মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি ব্রিজ সংস্কারের পর সেটা বাড়িয়ে ৩৫ টন পর্যন্ত করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনো সেটা কার্যকর হয়নি। জেলাশাসক বলেন, আমরা সমস্ত কোম্পানি বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি কোন সময় কত মালবাহী গাড়ি যায় সেটা দেখে ওয়ান ওয়ে করে পারাপারের ব্যবস্থা করা হবে যাতে সাধারণ মানুষকে যানজটের মধ্যে না পড়তে হয়।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 23, 2025 18:31:08
Kolkata, West Bengal:বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ। চাকরিপ্রার্থীদের দাবি, অবস্থানরত চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনের সামনে থেকে তুলে দেওয়ার জন্য রীতিমতো চড়াও হয় বিধান নগর পুলিশ। লাথি এবং কিল চড় মারা হয় পাশাপাশি প্রস্তাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। গত ন'দিন ধরে বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থানের বসেছিলেন বিশেষভাবে সক্ষম বেস কয়েকজন চাকরিপ্রার্থী। ২০১৯ এর পর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ হয়নি। অবিলম্বে নিয়োগের দাবিাতে গত ১৫ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে ছিলেন এই চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাদেরকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।
0
comment0
Report
EGE GOPI
Dec 23, 2025 18:30:56
Kharagpur, West Bengal:শো-কজের উত্তর প্রস্তুত...সবাই মিলে ভালো পরিষেবা দেব', বোর্ড মিটিং শেষে জানালেন খড়্গপুরের পুরপ্রধান পানীয় জল, আলো, নিকাশি সহ সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত খড়্গপুর শহরবাসী। মাস পিটিশন জমা পড়ার পর তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভাকে শো-কজ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। শো-কজের উত্তর দেওয়ার জন্য পুরসভার সকল কাউন্সিলরদের নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। বৈঠক শেষে সন্ধ্যা নাগাদ তিনি জানান, 'আবর্জনা, আলো ও পানীয় জল- যে তিনটি বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা যে উত্তর পাঠাব, তাতে একজন (বিজেপি কাউন্সিলর) ছাড়া বাকিরা সবাই সম্মতি দিয়েছেন এবং স্বাক্ষর করেছেন।' পুরপ্রধান এও বলেন, 'আবর্জনা এখন নিয়মিত তোলা হচ্ছে। আমরা সেই আবর্জনা হিরাডিহিতে ডাম্পিং গ্রাউন্ডে ফেলি। পানীয় জলের একটা সমস্যা সেই ২০১৮ সাল থেকেই ছিল। কালো জল বেরোয় মাঝেমধ্যেই। সেই সমস্যাও অনেকটাই সমাধান করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার সমস্ত ট্যাঙ্কগলি পরিস্কার করা হয়েছে। আর আলোর জন্য দায়ী ওয়েবেল নামক সংস্থাটি। সাত বছরের জন্য (২০২২ সাল থেকে) ওদের সাথে চুক্তি হয়েছিল। কিন্তু, ওরা আলো লাগানোর পরই খারাপ হয়ে যাচ্ছে। দায় coming পড়ছে আমাদের উপর। তাই ওদের সঙ্গে আমরা চুক্তি ভঙ্গ করব। আমরা নিজেরাই এবার থেকে আলো লাগাব। আর নিকাশির যে সমস্যা আছে, তা মূলত রেলের জন্যই।' প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর খড়্গপুর পুরসভার বিরুদ্ধে পানীয় জল, আবর্জনা ও নিকাশি এবং আলোর সমস্যা সহ পুর-পরিষেবা সংক্রান্ত একটি 'মাস পিটিশন' (গণ-দরখাস্ত) জমা পড়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে। আর তারপরই দপ্তরের তরফে গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) শো-কজ করা হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়্গপুর পুরসভাকে। সাত দিনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে বলা হয়। শনিবার (২০ ডিসেম্বর) পুরপ্রধান কল্যাণী ঘোষ জানিয়েছিলেন, পুরসভার ৩৫ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক করে এর জবাব দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে সেই বৈঠক অনুষ্ঠিত হয় খড়্গপুর পুরসভার সভাগৃহে। চেয়ারম্যান কল্যাণী ঘোষ সহ উপস্থিত ছিলেন ৩২ জন কাউন্সিলর। জরুরি কারণে শহরের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না তৃণমূলের দুই কাউন্সিলর নমিতা চৌধুরী এবং রাজু গুপ্ত। এছাড়াও, উপস্থিত ছিলেন না বিজেপি কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। তিনিও মেইল করে অনুপস্থিতির বিষয়টি জানিয়েছেন। তবে, বিজেপির অপর এক কাউন্সিলর অভিষেক আগরওয়াল বৈঠকে উপস্থিত থাকলেও, শো-কজের উত্তরের যে বয়ান লেখা হয়েছে তাতে স্বাক্ষর করতে রাজি হননি। বাকিরা সকলেই স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন পুরপ্রধান। তিনি এও জানিয়েছেন, 'বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সমস্যাগুলি আছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে সেগুলি দ্রুত কাটিয়ে উঠবো।' খড়্গপুর পুরসভার বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস কাউন্সিলর বিষ্ণুবাহাদুর কামি (মধু কামি) বলেন, 'কিছু সমস্যা তো ছিলোই। সেজন্যই অভিযোগ জমা পড়েছিল। তবে কে বা কারা অভিযোগ জানিয়েছিল, আমরাও তা জানতাম না। যাইহোক, এদিনের বৈঠকে সমস্যাগুলি কাটিয়ে উঠে ভালোভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি।' যদিও, বিজেপি।কাউন্সিলর অভিষেক আগরওয়াল বলেন, '২০১৩ সাল থেকে তো তৃণমulen এই খড়্গপুর পুরসবা চালাচ্ছে। কখনও বোর্ডের মাধ্যমে, কখনও প্রশাসক বসিয়ে। তা সত্ত্বেও পরিষেবার অভাব! পানীয় জলটাই শহরবাসী ঠিকঠাক পাচ্ছেন না। এতদিনে টनক নড়ল রাজ্য সরকারের? তাই এই বিষয়টিকে ভোটের আগে নাটক বলেই আমার মনে হয়েছে। তাই আমি এদিনের বৈঠকে উপস্থিত থাকলেও, শো-কজের জবাবে স্বাক্ষর করিনি।'
0
comment0
Report
christmas
Advertisement
Back to top