Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

एंड ऑफ ईयर की ठंड: आसनसोल इंडस्ट्रीयल बेल्ट में धुंध, तापमान 11°C

BCBasudeb Chatterjee
Dec 24, 2025 03:31:37
Asansol, West Bengal
বছরের শেষের শিল্পাঞ্চলে জাঁকিয়ে পড়ছে ঠান্ডা, বছরের শেষের কুয়াশাচ্ছন্ন সকাল। সূর্যের দেখা নেই কনকনে শীতে জবুথবু অবস্থা। দক্ষিণের জেলাগুলিতে ১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। শিল্পাঞ্চল আসানসোলের প্রতিটি প্রান্তেই শীতের আমেজ উপভোগ করছে মানুষ। এই কনকনে ঠান্ডায় আগুন পোহাতে ব্যস্ত সকলে। কুয়াশার কারনে রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে, ট্রেন ও দেরিতে চলছে। তবে এই ঠান্ডা উপভোগ করছে শিল্পাঞ্চলের মানুষ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Dec 24, 2025 08:23:16
0
comment0
Report
AMAshok Manna
Dec 24, 2025 08:22:59
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সংগঠিত হল আজ।এলাকার বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রীরা হাতে পোস্টার নিয়ে একটি বর্ণাঢ্য পথযাত্রা করেন এবং দূর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পথ নাটিকা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সৈয়দ রেজাউল কবির , মহেশতলা থানার আইসি তাপস সিংহ, জিনজিরা তদন্ত কেন্দ্রের ওসি সুজন সাহা এছাড়াও অন্যান্য অফিসাররা। মহেশতলা থানার আইসি তাপস সিংহ বার্তা দেন দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি তেমনি জন মানুষের সচেতনতা প্রয়োজন এর পাশাপাশি আগামী বড়দিন এবং নববর্ষের দিন দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানান। এসডিপিও সৈয়দ রেজাউল কবির জানান রাজ্য সরকার পক্ষ থেকে সারা বছর পশ্চিমবঙ্গে প্রতিটি থানায় এই অনুষ্ঠান করা হয় উদ্দেশ্য মানুষকে সচেতন করা পথ দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণ না যায় এর পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বার্তাও দেন তিনি।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 24, 2025 08:22:10
Kaji Chak, West Bengal:মাঠে খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১ অভিভাবক সহ ৫জন ছাত্র। বর্তমানে জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানেও চলছিল সদর আর আর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। সেই সময় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষिका নিয়ে প্রায় ৩০০ জনের বেশি মাঠে ছিল। এবং এই মাঠের পাশেই রয়েছে ডি আই অফিস। সেই অফিসের মধ্যেই একটি গাছেঁ বাসা বেঁধেছিল মৌচাকে। সেই মৌচাকে হঠাৎই চিলের আক্রমণ, মুহূর্তের মধ্যে দলে দলে মৌমাছির দল গোটা মাঠ ছেয়ে যায়। মাঠের মধ্যে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করছে। দৌড়াদৌড়ি শুরু করে দেয় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা। অনেকেই মৌমাছির আক্রমণের শিকার হয়। এর মধ্যে গুরুতর ও অসুস্থ একজন অভিভাবক ও পাঁচজন ছাত্রকে চিকিৎসা করাতে হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচ জন ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো, অসুস্থ অভিভাবক এখনও ভর্তি হাসপাতালে। খবর পেয়ে মাঠে গিয়ে পরিস্থিতি দেখতে যান স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পারিষদ সৌরভ বসু। তিনি জানিয়েছেন যেহেতু এটা খেলার মাঠ তাই প্রত্যেকদিন প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করে। এখানে মৌচাক থাকলে আবারও এই রকম ঘটনা ঘটতে পারে। তাই ডি আই অফিসের সাথে কথা বলে দমকলের সাহায্যে ওই মৌচাকটি ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 24, 2025 08:20:00
0
comment0
Report
EGE GOPI
Dec 24, 2025 08:19:38
Kharagpur, West Bengal:মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তির সামনে ‘অশালীন’ রিলস, কড়া পদক্ষেপ মন্ত্রী মানস ভূঁইয়ার নিজস্ব সংবাদদাতা, সবং: মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তির সামনে চটুল গানের তালে নাচের রিলস ভাইরাল হতেই তীব্র ক্ষোভ ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি এলাকায়। অভিযোগ, ওই মূর্তিগুলির সামনে কোমর দুলিয়ে নাচের ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা বহু মানুষের কাছেই আপত্তিকর ও অবমাননাকর বলে মনে হয়েছে। তেমাথানি বাজার চত্বরে সৌন্দর্যায়নের অংশ হিসেবে দেশের ১৬ জন বিশিষ্ট মনীষী ও স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বীরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়ার উদ্যোগেই এই সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি ওই মূর্তিগুলির সামনে একাধিক মহিলার ‘অশ্লীল নাচের’ রিলস প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ভিডিওগুলি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নজরে আসে বিধায়ক মানস ভূঁইয়ার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের ভিডিও জাতীয় মনীষী ও নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন করছে এবং সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত তৎপরতা দেখান মন্ত্রী মানস ভূঁইয়া। তাঁর নির্দেশে ইতিমধ্যেই মূর্তিগুলির সামনে একটি সতর্কতামূলক নোটিশ টাঙানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, মনীষীদের মূর্তির সামনে কোনও ধরনের রিলস বা ভিডিও শ্যুট করা যাবে না। ভবিষ্যতে এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই বিষয়ে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, “সবং-এর তেমাথানি এলাকাকে আগমনী দ্বার বলা হয়। ওই বাজারে PWD রাস্তার মাঝখানে জাতীয় নেতৃত্ব ও মনীষীদের মূর্তি বসানো হয়েছে। লক্ষ্য করেছি, সেখানে কিছু ছেলে-মেয়ে রিলস তৈরির নামে কুৎসিত অঙ্গভঙ্গি করছে, যা জাতীয় মনীষী ও নেতৃত্বের প্রতি অশ্রদ্ধার সামিল। বিষয়টি সকলেরই খারাপ লেগেছে। তাই স্থানীয় মানুষজন ও বাজার কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনও অশালীন রিলস তৈরি না হয়। এটা আমাদের সামাজিক দায়িত্ব। আশা করি এলাকার যুবক, ছাত্র, শিক্ষক-শিক্ষিকা, মা-বোন, শ্রমিক, কৃষক ও ব্যবসায়ী সকলেই এই সিদ্ধান্তকে সমর্থন করবেন এবং জাতীয় মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাবেন।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামাজিক শালীনতা, সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এমন ঐতিহাসিক ও শ্রদ্ধেয় স্থানে সকলেরই সংযত ও মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত এমনটাই মত স্থানীয়দের।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 24, 2025 07:03:59
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 24, 2025 07:03:45
Baruipur, West Bengal:বারুইপুরে চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। অভিযানে উত্তরভাগ এলাকা থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে মাটি বোঝাই সাতটি ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেসিবি মেশিন ব্যবহার করে চাষের জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছিল। সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছিল ইঁটভাটা অথবা নতুন করে তৈরি হওয়া পিকনিক গার্ডেনগুলিতে। উত্তরভাগ, চক্রবর্তী আবাদ, কালাবড়ু, জয়াতলা, বৃন্দাখালি সহ একাধিক এলাকায় এবং ক্যানিং–বারুইপুর বর্ডার সংলগ্ন অঞ্চলে নতুন পিকনিক গার্ডেন গড়ে উঠছে। পাশাপাশি এই এলাকায় রয়েছে একাধিক ইঁটভাটা。 জানা যায়, যে জমিগুলি থেকে মাটি কাটা হচ্ছিল, সেগুলি তিন ফসলি চাষের জমি। সবে ধান কাটা শেষ হয়েছে। স্থানীয় চাষিদের কিছু না জানিয়েই রাতের অন্ধকারে জেসিবি নিয়ে গিয়ে মাটি কাটার কাজ চলছিল। এর পিছনে কোনো মাটি মাফিয়া চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কে або কারা বরাত দিয়েছিল, তাও তদন্তের আওতায়। স্থানীয় বাসিন্দা ও ভাগচাষিদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কারবারিদের একটি সিন্ডিকেট সক্রিয়। এর ফলে একদিকে যেমন জমির চরিত্র নষ্ট হচ্ছে, তেমনই কমছে চাষের জমি। মাটি বোঝাই ট্রাক্টরের যাতায়াতে জমি ও আশপাশের फসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। সূত্রের খবর, মাটি ব্যবসায় লক্ষ লক্ষ টাকার লাভ হচ্ছে। এক বিঘা জমি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকায় কিনে কোনো সরকারি নিয়ম না মেনে ৩৫ থেকে ৪০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এর ফলে জমির স্বাভাবিক চরিত্র বদলে যাচ্ছে এবং পাশের চাষের জমিও ক্ষতির মুখে পড়ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তী বলেন, “রাতের অন্ধকারে কিছু দালাল চক্র এই কাজ করছে। প্রশাসনকে জানানো হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আমরাও নজর রাখছি। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।” পুলিশ জানিয়েছে, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 24, 2025 07:03:25
Rajpur Sonarpur, West Bengal: অবশেষে সোনারপুর ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি, স্বস্তিতে এলাকাবাসী সোনারপুরঃ দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে সোনারপুর ফ্লাইওভারে। অবশেষে ফ্লাইওভার থেকে সরানো হচ্ছে পরিত্যক্ত গাড়ি। এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। ফ্লাইওভারে দীর্ঘদিন ধরে একাধিক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে থাকার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, এই গাড়িগুলির কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হল。 ঘাসিয়াড়া সংলগ্ন এলাকায় সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের একটি নির্দিষ্ট জায়গায় আপাতত এই সব পরিত্যক্ত গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা হবে। ফ্লাইওভারকে পুরোপুরি যান চলাচলের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলা হয়েছে। এই কাজের শুভ সূচনা করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তিনি জানান, এই এলাকার যানজট কমাতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ফ্লাইওভারকে যানমুক্ত রাখাই মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক ও কাউন্সিলার সন্দীপ নস্কর। বিধায়ক লাভলী মৈত্র আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো ফ্লাইওভার পরিত্যক্ত গাড়িমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনের বেলায় যানজট কমানোর জন্য মূলত রাতের দিকেই এই কাজ করা হবে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। বাইট - লাভলী মৈত্র, বিধায়ক
0
comment0
Report
TDTapan Deb
Dec 24, 2025 06:22:21
Alipurduar, West Bengal:জলাভূমি ভরাট , দেখছি , দেখব পুরপ্রশাসনের - অভিযোগ গেল পুরমন্ত্রীর কাছে আলিপুরদuwar শহরে ইতিমধ্যেই সরকারি নির্দেনামা বহু জলাভূমি ভরাট হয়ে গিয়েছে। যা দু একটা ব্যক্তিমালিকানায় রয়েছে তা আইনের তোয়াক্কা না করেই ভরাট হয়ে যাচ্ছে। আলিপুরদুয়ার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এমনি এক ব্যক্তিগত মালিকানার বড় একটি জলাশয়ের ৬০ শতাংশের বেশী ভরাট করে ছেলেছে। স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলার থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান সকলের একই কথা এমন অভিযোগ কেউ করেনি। শুতরাং দেখবারও ব্যাপার নেই। ভয়ে স্হানীয় বাসিন্দারা মুখ খুলতে সাহস পায় না। জমির মালিক বলছেন স্হানীয় কাউন্সিলারকে বলেই পুকুরের সৌন্দর্যায়নে জন্য পার বাঁধান হয়েছে। অভিযোগ ব্যক্তি মালিকানার এমন জমির চরিত্র অনায়াসে বদল হয়ে যায় ভূমি রাজস্ব দপ্তর থেকে। সামান্য টাকার বিনিময়ে অনায়াসে জলাজমি হয় কৃষি জমি নয়তো বসত জমিতে পরিনত হয়ে যায়। আর সেই সুযোগেই এমন জলাভূমি গুলো অনায়াসে ভর্তি করে চড়াদামে বিক্রি হচ্ছে। এমন আভিযোগে বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও চিঠি দিলেন পুরও নগর উন্নয়নদপ্তরের মন্ত্রী ফিরাদ হакিমকে। এখন দেখার কাজ কতটা হয়।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top