Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

राजগঞ্জ के बीडीओ पर गंभीर आरोप, विपक्ष ने सीबीआई जांच की मांग

PDPradyut Das
Nov 06, 2025 05:37:11
Jalpaiguri, West Bengal
রাজগঞ্জের বিডিও অত্যন্ত প্রভাবশালী। সেকারণে গুরুতর অভিযোগ ওঠার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। আইনের প্রতি আস্থা আছে আমাদের। আমাদের বিশ্বাস, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও গ্রেপ্তার হবেন। অভিযোগকারী পরিবারের পাশে দাঁড়াচ্ছি আমরা। প্রয়োজনে এনিয়ে আদালতের দ্বারস্থ হয়ে ঘটনার সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সন্ধ্যায় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমে এমনটাই বলেন দলের জেলা সহ সভাপতি বোবাই কর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 06, 2025 07:05:30
Jalpaiguri, West Bengal:একি কান্ড ঘটালো জলপাইগুড়ি! বাঁধের উপর টেবিল চেয়ার পেতে বসে এস আই আরের ফর্ম বিলির অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে. বাড়ি বাড়ি গিয়ে নয়, জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর টেবিল চেয়ার পেতে বসে এস আই আরের ফর্ম বিলির অভিযোগ উঠল এক বিএলওর বিরুদ্ধে। কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলওর অবশ্য সাফাই, ফর্ম ভর্তি ব্যাগ খুব ভারী। ওই ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতে অসুবিধা হচ্ছে তাঁর। সেকারণে বাঁধের উপর এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। এনিয়ে এলাকার মানুষজন কোনও আপত্তি করেননি। বুধবার সন্ধার ঘটনার বিষয়ে বিএলও এমনটা দাবি করেন, তবে জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের সারদাপল্লি এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, আমরা সংবাদমাধ্যমে শুনছি বিএলও বাড়ি বাড়ি যাবেন। বাড়িতে কেউ না থাকলে তাঁর দরজার ফাঁকা দিয়ে ফর্ম দিয়ে যাবেন। পরে সেই পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু এখানে বিএলওর বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসে ফর্ম বিলি করছেন। এমনটা তো হওয়ার কথা নয়। তাছাড়া বিএলওর সঙ্গে কোনও দলের বিএলও একটিে দেখা যাচ্ছে না অভিযোগ। এনিয়ে ওই বিএলওর বক্তব্য, আমার সঙ্গে একজন বিএলএ যোগাযোগ করেছিলেন। তাঁকে বলেছি, আমি বাঁধের উপর বসে ফর্ম বিলি করছি।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 06, 2025 06:49:41
Siliguri, West Bengal:*FOLLOW UP* *বাংলাদেশী পরিচয় গোপন রেখে সেনাবাহিনী এলাকায় শ্রমਿਕের কাজ! গ্রেফতার ১* এক শ্রমিকের মোবাইল থেকে উদ্ধার বাংলাদেশী পরিচয় পত্র ঘিরে চাঞ্চল্য! জানাজায়,বাগডোগরা ব্যাঙডুবি সেনাছাউনি এলাকায় শ্রমিক ছদ্মবেশে এক বাংলাদেশী নাগরিক গ্রেফতার। দিন চারেক ধরে শ্রমিক ছদ্মবেশে কাজ করার পর মোবাইল থেকে ধৃতের বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে ধৃতকে বাগডোগরা থানায় তুলে দেয় সেনাকর্তারা। ধৃত নন্দ মন্ডল, ভারতীয় পরিচয় পত্র অনুযায়ী তিনি জলপাইগুড়ির বাসিন্দা, তবে বাংলাদেশে তিনি মুন্সীগঞ্জে থাকেন। জানা ১৯৯৫ শালে অবৈধভাবে ইনদো বাংলা সীমান্ত পারাপার করে এদেশে আসেন ধৃত নন্দ মন্ডল! ধৃতের মোবাইল থেকে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র সহ ভারতীয় ভোটার, আধার , প্যান ও এটিএম কার্ড উদ্ধার করেছে সেনাবাহিনীর গোয়েন্দারা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। সেনাবাহিনী এলাকায় এই গ্রেফতার নিয়ে উদ্বেগ বাড়ছে。
0
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 06:04:14
Mal Bazar, West Bengal:আদালত সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ দেখে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। মালবাজার মহকুমা আদালতের পরিদর্শনে এসে তিনি নির্দেশ দেন, অবিলম্বে ওই বেআইনি ভবনের নির্মাণকাজ বন্ধ করতে হবে। এদিন সকালে বিচারপতি বসু বনলক্ষে্মী টুরিস্ট লজে পূর্ত বিভাগের বাস্তুকার, মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মালবাজার মহকুমা আদালতের স্থায়ী ভবন নির্মাণের অগ্রগতি নিয়েই হয় মূলত এই বৈঠক। এরপর তিনি বার অ্যাসোসিয়েশনের অস্থায়ী ঘর পরিদর্শন করেন এবং নির্দেশ দেন ঘরটি দ্রুত সম্পূর্ণ সাজিয়ে তৈরি করার। পাশাপাশি আইনজীবীদের জন্য নিজস্ব শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। পরবর্তীতে বিচারপতি বসু বর্তমান আদালত ভবনে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সেই সময়ে আদালতের সীমাত্রা ঘেঁষা একটি নির্মীয়মান দ্বি-তলা ভবন দেখে তিনি ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে থানার আইসি-কে নির্দেশ দেন, বেআইনি নির্মাণকাজটি অবিলম্বে বন্ধ করতে। এরপর বিচারপতি পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরিকে ডেকে পাঠান এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সূত্রর খবর, বিচারপতির নির্দেশের পরেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আদালত সংলগ্ন এলাকায় আর কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না— এমনই বার্তা দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
0
comment0
Report
PDPradyut Das
Nov 06, 2025 06:03:58
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 06, 2025 06:03:41
Kolkata, West Bengal:নিজের চাকরি নেই বেশ কিছুদিন। লিভ ইন পার্টনারের কর্পোরেট চাকরির বেতনেই চলছিল জীবন। সম্পর্কের টানাপড়েনে লাগাতার অশান্তির জেরে লিভ ইন পার্টনার ফিরে গিয়েছিলেন নিজের পৈত্রিক বাড়িতে। কিভাবে চলবে জীবন? উত্তর খুঁজে না পিয়ে আত্মঘাতী ঢাকুরিয়ার অভিজাত আবাসনের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা যুবক। বছর তিনেক আগে শুভাশীষ চক্রবর্তী চাকরি হারিয়েছেন। যে মহিলার সঙ্গে তিনি এই ফ্ল্যাটে লিভ ইনে ছিলেন তার বেতনের টাকায় দুজনের জীবন নির্বাহ হতো। লেক থানার পুলিশের প্রাথমিক, খরচ চালানোর টাকা নিয়ে দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। শনিবার রাতে দুজনের অশান্তি চরমে ওঠে। এরপর তরুণী ঢাকুরিয়ার এই ফ্ল্যাট ছেড়ে নিজের পৈত্রিক বাড়িতে ফিরে যান। সেদিন সন্ধ্যার পর থেকেই আর দেখা যায়নি যুবককে। এরপর রবি সোম মঙ্গল কোনো সাড়াশব্দ নেই। গতকাল বুধবার অসহ্য কটু গন্ধ পান আবাসনের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দরজা ভেঙে dাইনিং স্পেস গলায় দড়и দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে। মিলেছে সুইসাইড নোট। সেখানেও সম্পর্কের টানা পোড়েন এর উল্লেখ বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই লিভ ইন পার্টনার কে জিজ্ঞাসাবাদ করছে লেক থানা।
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 06, 2025 05:50:48
Kolkata, West Bengal:স্বর্ণ ব্যবসায়ী খুনের আপডেট পুলিশরের পক্ষ থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ব্যবসায়ীকে গত মঙ্গলবার সল্টলেক দত্তাবাদ সোনার দোকান থেকে দুটি গাড়িতে করে তোলা হয়েছিল ১২টা ৫২নাগাদ। দুপুর ১ টা ২০ নাগাদ নিউ টাউন এ বি ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। ২৮ মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল সিসি ক্যামেরা ফুটেছে একেবারে স্পষ্ট Abhijog বিডিও নীল বাতি গাড়ি সঙ্গে একটা ফরচুনার গাড়ি ছিল। Newtown e বাড়ির গেটের সামনে ফুটেছে আরো চঞ্চল্যকর তথ্য যে ফুটেজ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ফ্রিজ করেছে。 যখন গাড়ি থেকে নামানো হচ্ছে ব্যবসায়ীর ঘাড়ের পিছনে কলার ধরে টেনে ঢোকানো হচ্ছে ফ্লাটে | সিসি ক্যামেরা ফুটেছে দেখা যাচ্ছে শুধু দুটো গাড়ি নয় আরো চারটে বাইক আসে তারা কেউ নিউ টাউন সংলগ্ন এলাকার নয় সমস্ত বাইরের নাম্বার প্লেটও বাইরের। এরপরে রাত ৯ঃ১৫ নাগাদ রীতিমতো টেনে হিচরে চ্যাং দোলা করে ফরচুনার গাড়িতে তোলা হচ্ছে গেটের মুখে সেটাও সিসি ক্যামেরা ফুটেছে স্পষ্ট। ৭ ঘন্টা ৫৫ মিনিট ফ্ল্যাটের মধ্যে কি ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে চিৎকার চেঁচামেচি হয়েছিল মারধর হয়েছিল যখন জ্ঞান হারিয়ে যায় তখনই বের করে নিয়ে যাওয়া হয়। আরো কিছু ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ যে রাস্তা দিয়ে যাত্রাগাছি খালপাড়ে গিয়েছিল。
0
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 05:37:30
Mal Bazar, West Bengal:शांतिपূর্ণভাবে চলছে এসआईআর প্রক্রিয়া সংখ্যালঘুদের মধ্যেও দেখা গেল ইতিবাচক সাড়া... এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথমে কিছুটা আশঙ্কা থাকলেও, বাস্তবে তা পরিণত হয়েছে উৎসবের আবহে। এদিন সকাল থেকেই মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফর্ম বিতরণ ও তথ্য যাচাইয়ের কাজ শুরু করেন বিইএলও (BLO)–রা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই হাসিমুখে এসআইআর ফর্ম গ্রহণ করছেন। অনেক সংখ্যালঘু পরিবারের সদস্যরাও জানান, তারা এই উদ্যোগে সন্তুষ্ট। কেউই কোনো ধরনের ভীতি বা আপত্তি প্রকাশ করেননি। বরং নতুন ভোটার হিসেবে নাম তোলার বিষয়ে আগ্রহী হয়েছেন_many_ইয়াদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়নি। একজন স্থানীয় মুসলিম বাসিন্দা বলেন, “২০০২ সালের পর ২০২৫ সালে আবার এই এসআইআর হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। এতে সবার নাম ঠিকভাবে ভোটার তালিকায় উঠবে।” BLO–রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের নিয়ম ও প্রয়োজনীয় তথ্য বুঝিয়ে দিচ্ছেন। এলাকায় কোনো অশান্তির খবর মেলেনি। বরং সম্প্রীতির পরিবেশে কাজ এগিয়ে চলেছে। ওদলাবাড়ি বাজার ও আশপাশের এলাকায় হিন্দু-মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিচ্ছেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বাইট ১) মহিলা ভোটার ফতেমা বিবি। ২) মহম্মদ সোয়েব আলোম। পুরুষ ভোটার। ৩) জাহিদ আলী। গ্রামবাসি। ৪) শৈলেশ সিং স্থানিয় মানুষ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 05:00:23
Baruipur, West Bengal:বারুইপুরে বিজেপির BLA-কে মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কর্মী! উত্তেজনা বেগমপুরে রাজনৈতিক উত্তেজনা বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায়। অভিযোগ, বিজেপির BLA-কে মারধর করল তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায়। ৪ঠা নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR-এর কাজ। বুধবার সকালে ওই এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী তথা BLO অঞ্জনা মণ্ডলের কাছে গিয়ে নিজের পরিচয় পত্র জমা দিতে গেলে বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে প্রথমে চড় মারেন অঞ্জনা মণ্ডল—অভিযোগ বিজেপির। এরপরই সেখানে উপস্থিত তৃণমূল কর্মী এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিয়া বর্মনের স্বামী তথা তৃণমূলের সহ-সভাপতি চয়ন বর্মনের নেতৃত্বে দলীয় কর্মীরা সুরজিৎ বিশ্বাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ。 এসময় ঠেকাতে গেলে বিজেপির স্থানীয় শক্তি প্রמুখ তাপস রায়ও আক্রান্ত হন। তার মাথা ও কপালে আঘাত লাগে। আক্রান্তদের উদ্ধার করে বুধবার রাতে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা。 তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চয়ন বর্মন। তাঁর দাবি, “অভিযুক্ত BJP কর্মীরা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যেই মারামারি করেছে। তৃণমূলকে বদনাম করার ষড়যন্ত্র করছে তারা।” ঘটনার এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে。 বাইট-সুরজিৎ বিশ্বাস (বিজেপির বি এলে) গৌতম চক্রবর্তী (বিজেপির বারুইपुर পশ্চিম ১ নম্বর মণ্ডল সভাপতি) চয়ন বর্মন(বারুইপুর পূর্ব ব্লক তৃণমূলের সহ-সভাপতি ও পঞ্চায়েত উপ প্রধানের স্বামী) শ্যামসুন্দর চক্রবর্তী (বারুইপুর ব্লক তৃণমূলের সভাপতি বারুইপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি) আঞ্জনা মন্ডল BLO
0
comment0
Report
PDPradyut Das
Nov 06, 2025 04:38:04
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 04:37:50
Rajpur Sonarpur, West Bengal:টাকার দাবিতে মায়ের মাথা ফাটাল ছেলে! নরেন্দ্রপুরের উচ্ছেপোতায় চাঞ্চল্য নরেন্দ্রপুর থানার উচ্ছেপোতা এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১৩ লাখ টাকা না পেয়ে নিজের মায়ের মাথা ফাটিয়ে দেয় এক যুবক! পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কমলেশ সরদার। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার বাবা বাবলু সরদার ও মা গীতা সরদার। গীতা দেবী পেশায় সবজি বিক্রেতা। অভিযোগ, কয়েক বছর আগে বাড়ির ছাদ ঢালারসময় তিন লাখ টাকা সাহায্য করেছিল ছেলে কমলেশ। মোট খরচ হয়েছিল আট লাখ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই মা–বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করে বসে সে। কাছে এত টাকা না থাকায় গীতা দেবী টাকা দিতে অস্বীকার করেন। তিনি জানান, ছেলে যে টাকা দিয়েছিল, তা ফেরত দেবেন, কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়। এরপরই মায়ের ওপর চড়াও হয় কমলেশ। মায়ের মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ। এমনকি বাবাকেও মারধর করে সে। রক্তাক্ত অবস্থায় গীতা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়。 ঘটনার পর আহত মা গীতা দেবী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া। স্থানীয়দের প্রশ্ন—“টাকার জন্য এ কেমন পুত্রসন্তান?”
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 06, 2025 04:24:41
Kolkata, West Bengal:
0
comment0
Report
Advertisement
Back to top