Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

हाई कोर्ट के जज ने अदालत के पास अवैध निर्माण रोकने के निर्देश दिए

ABArup Basak
Nov 06, 2025 06:04:14
Mal Bazar, West Bengal
আদালত সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ দেখে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। মালবাজার মহকুমা আদালতের পরিদর্শনে এসে তিনি নির্দেশ দেন, অবিলম্বে ওই বেআইনি ভবনের নির্মাণকাজ বন্ধ করতে হবে। এদিন সকালে বিচারপতি বসু বনলক্ষে্মী টুরিস্ট লজে পূর্ত বিভাগের বাস্তুকার, মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মালবাজার মহকুমা আদালতের স্থায়ী ভবন নির্মাণের অগ্রগতি নিয়েই হয় মূলত এই বৈঠক। এরপর তিনি বার অ্যাসোসিয়েশনের অস্থায়ী ঘর পরিদর্শন করেন এবং নির্দেশ দেন ঘরটি দ্রুত সম্পূর্ণ সাজিয়ে তৈরি করার। পাশাপাশি আইনজীবীদের জন্য নিজস্ব শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। পরবর্তীতে বিচারপতি বসু বর্তমান আদালত ভবনে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। সেই সময়ে আদালতের সীমাত্রা ঘেঁষা একটি নির্মীয়মান দ্বি-তলা ভবন দেখে তিনি ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে থানার আইসি-কে নির্দেশ দেন, বেআইনি নির্মাণকাজটি অবিলম্বে বন্ধ করতে। এরপর বিচারপতি পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরিকে ডেকে পাঠান এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সূত্রর খবর, বিচারপতির নির্দেশের পরেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আদালত সংলগ্ন এলাকায় আর কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না— এমনই বার্তা দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Nov 06, 2025 09:31:48
Ranaghat, West Bengal:*ধরতে গিয়েছিল পুঁটি , চিপে উঠে এলো সাড়ে চার কেজি ওজনের রুই , খুশিতে ডগবগ বালকের* ছিপ দিয়ে ছোট পুঁটি মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল রিতম দেবনাথ, কিন্তু ভাগ্য যেন সেদিন অন্যরকম চমক নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। মাত্র চতুর্থ শ্রেণীর এই বালকের হাতে ধরা পড়ে যায় সাড়ে চার কেজি ওজনের এক বিশাল রুলি মাছ! ঘটনাটি ঘটেছে নদিযোঁর রানাঘাটের চুণ্রী নদীতে। রিতমের বাড়ি রানাঘাট আইসতলা সুভাষপল্লীতে, সে রানাঘাট লালগোপাল স্কুলের ছাত্র। পড়াশোনার পাশাপাশি মাছ ধরার নেশা ছোটবেলা থেকেই তার। স্কুল ছুটি পেলেই বা একটু সময় মিললেই হাতে ছিপ নিয়ে ছুটে যায় সে নদীর পাড়ে। আজও সেই পুরনো অভ্যাস মতো সকালে ছিপ হাতে চূর্ণী নদীতে গিয়েছিল রিতম। মন ঠিক ছিল পুঁটি বা ছোট কোনো মাছ ধরবে , কিন্তু হঠাৎ ছিপে টান পড়তেই শুরু হলো রিতমের সঙ্গে জীবনের সবচেয়ে বড় লড়াই। প্রথমে ভেবেছিল বড় কোনো ডাল বা পাথরে আটকে গেছে ছিপ, কিন্তু টান বাড়তেই বুঝতে পারে জীবন্ত কিছু রয়েছে ওপারে। কয়েক মিনিটের ধৈর্য আর শক্তির লড়াই শেষে যখন ছিপের ডগায় দেখা দিলো বিশাল রুই মাছটি, তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি রিতম। রিতম জানিয়েছে, এর আগে সে কখনো এত বড় মাছ ধরতে পারেনি। নদীর ধারে থাকা অন্যান্য মাছশিকারিরাও অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় চূর্ণী নদীর তীরে, অনেকে মোবাইল বের করে ছবি তোলে, কেউ আবার নিজের ভাগ্য পরীক্ষা করতে ছিপ ফেলতে শুরু করে নদীতে। রিতমের এই অবিশ্বাস্য সাফল্যে গর্বে ভরে উঠেছে 그의 পরিবার ও বন্ধুরা। ছোট্ট বালকের নিষ্ঠা ও ভালোবাসা যেন প্রমাণ করে, মন দিয়ে কিছু করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। রানাঘাটের চূর্ণী নদীর ধারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রিতম ও তার ধরা সেই বিশাল রুই মাছ। 1) 4. রিতম দেবনাথ
0
comment0
Report
ABArup Basak
Nov 06, 2025 09:10:40
Mal Bazar, West Bengal:পোস্ট অফিসে লিংক না থাকায় বন্ধ গ্রাহক পরিষেবা। পোস্ট অফিসে লিংক না থাকায় বন্ধ গ্রাহক পরিষেবা। সোমবার থেকে লিংক না থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে। গ্রাহক থেকে কর্মী সমস্যায় সকলে। মালবাজার হেড পোস্ট অফিসে সমস্যা। পরিষেবা না মেলায় গ্রাহকদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। সোমবার থেকে হেড পোস্ট অফিসে কাজ করতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকে। মালবাজার শহর সহ পার্শবর্তী বিভিন্ন চা বাগান ও গ্রামীণ এলাকার গ্রাহকরা সমস্যার সম্মুখীন হলেও কার্যত উদাসীন পোস্টাল কর্তৃপক্ষ। পোস্ট অফিস সূত্রে জানা গেছে কেন্দ্রীয়ভাবে লিংক না থাকায় সমস্যা হয়েছে। মালবাজার সহ সমস্ত জায়গার পোস্ট অফিস গুলিতেই এমন সমস্যা শুরু হয়েছে বলেই পোস্ট অফিস সূত্রে জানা গেছে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 06, 2025 09:10:14
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটি ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯৯ পার্টের এস আই আর এর ফর্ম বেসরকারি স্কুলে বসে দিচ্ছেন বিএলও পলাশ সর্দার।।এমনই ছবি সামনে এসেছে।।বাড়ি বাড়ি গিয়ে ফ্রম না দিয়ে কেন স্কুলে বসে এসআইআর এর ফর্ম দিচ্ছেন বিএলও এই নিয়ে উঠেছে প্রশ্ন।।আর এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে ক্যামেরার সামনে হাত দিয়ে বন্ধ করাল তৃণমূল কর্মী বিদ্যুৎ চক্রবর্তী।।আর এই ঘটনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম।।স্কুলের মধ্যে বসে বিএলওর এস আই আর ফর্ম বিলি করাকে নিয়ে আজব সাফাই দিয়েছেন স্থানীয় কাউন্সিলার পূজা চৌধুরী।।নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে কিভাবে একটি বেসরকারি স্কুলে বসে একজন বিএলও এসআইআর ফর্ম বিল করতে পারে এই নিয়ে উঠেছে প্রশ্ন? বাইট:- পলাশ সরদার(অভিযুক্ত BLO) বাইট:- পূজা চৌধুরী(কাউন্সিলার, ১৮ নম্বর ওয়ার্ড,পানিহাটি পৌরসভা) বাইট:- জয় সাহা (বিজেপি নেতা) বাইট:- চারণ চক্রবর্তী (সিপিএম নেতা)
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 06, 2025 09:09:50
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯৯ পার্টের এস আই আর এর ফর্ম বেসরকারি স্কুলে বসে দিচ্ছেন বিএলও পলাশ সর্দার।এমনই ছবি সামনে এসেছে। বাড়ি বাড়ি গিয়ে ফ্রম না দিয়ে কেন স্কুলে বসে এসআইআর এর ফর্ম দিচ্ছেন বিএলও এই নিয়ে উঠেছে প্রশ্ন।আর এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে ক্যামেরার সামনে হাত দিয়ে বন্ধ করাল তৃণমূল কর্মী বিদ্যুৎ চক্রবর্তী।আর এই ঘটনায় সরব হয়েছে বিজেপি ও সিপিএম।স্কুলের মধ্যে বসে বিএলওর এসআইআর ফর্ম বিলি করাকে নিয়ে আজব সাফাই দিয়েছেন স্থানীয় কাউন্সিলার পূজা চৌধুরী।নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে কিভাবে একটি বেসরকারি স্কুলে বসে একজন বিএলও এসআইআর ফর্ম বিল করতে পারে এই নিয়ে উঠেছে প্রশ্ন?
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 06, 2025 09:09:33
Kolkata, West Bengal:এস আই আর আতঙ্কে ফাঁকা দমদম সাঁপুই পাড়া, রাতের অন্ধকারে ঘরে ছেড়ে রীতিমতো পালিয়েছে সব সম্প্রদায়ের বাসিন্দারা। এস আই আর ঘোষণা হতেই রাতের অন্ধকারে আতঙ্কে বহু মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এমনই চিত্র ধরা পড়েছে। সেই চিত্র অন্যথা হল না দমদম সাঁপুই পাড়া। ওই অঞ্চলে একটি কলোনীতে প্রায় ৭০টি ঘর রয়েছে। সেই ঘর গুলির মধ্যে রাতের অন্ধকারে প্রায় ১০টি ঘরের বাসিন্দা রীতিমতো এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ওই অঞ্চলে দুই সম্প্রদায়ের মানুষ চলে গেছে বলে দাবি ওই অঞ্চলের বাসিন্দার। শুধু তাই নয়, ওই অঞ্চলের এক বাসিন্দা সিদ্দিকী বিশ্বাস দেশ ছেড়ে পালাতে গিয়ে বর্ডার অঞ্চলে ধরা পড়েছে বলে দাবি ওই অঞ্চলের এক বাসিন্দার। রাতের অন্ধকারে ঘর ছেড়ে চলে গিয়েছে বলে দাবি বাসিন্দার।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 06, 2025 08:51:58
Dinajpur, Rangpur Division:এসআইআর নিয়ে এবার তৎপর হল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে বুথে বুথে SIR সহায়তা কেন্দ্র চালু করল তৃণমুল কংগ্রেস। আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। SIR বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন তৃণমূল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রকৃত ভোটারের নাম বাদ গেলে দিল্লী গিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও। এদিকে সাধারণ মানুষ SIR নিয়ে যাতে বিভ্রান্তির মধ্যে না পড়েন তার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে,ব্লকে ব্লকে, জেলায় জেলায় সহায়তা কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছে দল। আর দলের এই নির্দেশের পরই রায়গঞ্জ শহরেও প্রতিটি সহায়তা কেন্দ্র খোলা শুরু হয়েছে। সহায়তা কেন্দ্রে আসা ওয়ার্ডের বাসিন্দাদের সব বুঝিয়ে দিচ্ছেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা। কিন্তু তাতে কি আতঙ্ক কাটছে সাধারণ মানুষের? বাইট নবকুমার হালদার (ভোটার) রাজকুমারী সাহা (ভোটার) আর এবিষয়ে কি বলছেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা? দেখুন - বাইটঃ - চৈতালী ঘোষ সাহা (কো-অর্ডিনেটর) অভিজিৎ সাহা (কো-অর্ডিনেটর) এদিকে তৃণমুলের এই এসআইআর সহায়তা কেন্দ্র খোলা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবী, সবটাই নাটক-লোক দেখানো। বাইট - ভক্ত কুমার রায় (বিজেপি নেতা) যদিও বিজেপির এই কটাক্ষের পালটা দিতে ভুল করেনি শাসর শিবিরও। বিজেপিকে একহাত নিয়েছে তৃণমুল কংগ্রেসও। বাইট - শিব শঙ্কর রায়চৌধুরী (তৃণমুল নেতা) এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা, যাতে সরগরম জেলার রাজনীতি। তবে এই তরকার মাঝেই আখেরে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন! তা তো সময়ই বলবে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 06, 2025 08:51:21
Ranaghat, West Bengal:পরিবারের কারোরই নাম নেই ২০০২ ভোটার তালিকায়। এমনকি নিজের। এমনই এক বিজেপির মন্ডল সভাপতির নাম নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ৮৭/২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের। গতকাল অর্থাৎ মঙ্গলবার তার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সিএএ ক্যাম্পের উদ্বোধন করেন। পার্থ বিশ্বাসের দাবি ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর আগে আমি এসেছি সুতরাং সিটিজেন এক্টিয়ারের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক আমিও ভারতবর্ষের নাগরিক। উদ্বাস্তু শরণার্থীদের তাড়ানোর জন্য বিরোধী দল ১৯৯৯ সালে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা ব্যানার্জি। হিন্দু বিদ্বেষী মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষী, ভারতবর্ষের মানুষ সবাই জানে। ১৯৯৮ সালে ভারতে আসেন পার্থ, তখন এখানে পরিবারের কারো অস্তিত্বই ছিল না হঠাৎ করে এভাবে এসে তাহেরপুরে বসবাস করেন। প্রশ্ন একটাই কি করে নথিপত্র দেখিয়ে কাগজপত্র তৈরি করলেন সেটাই এখন দেখার। সূত্রের খবর গতকাল রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 87/2 এর মন্ডলে সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের বাড়িতে আনুষ্ঠানিকভাবে CAA ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় এদিন তার বাড়িতে উদ্বোধন করেন রাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পার্থ বিশ্বাসের ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় খুব উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী। তিনি বলেন সিএএ তে আবেদন করা মানে প্রমাণিত আমি বিদেশি। তবে পার্থ ভৌমিকের বিষয় নিয়ে তিনি জানিয়েছেন জাল কাগজপত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। তবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন সনৎ চক্রবর্তী
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 06, 2025 08:50:28
Arambag, West Bengal:আরামবাগ: ০৬ নভেম্বর এসআইআর-এর সার্ভেতে বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি কে যাবে, তানিয়ে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। এনিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলেরই বুথ সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অজয়পুর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জখম পঞ্চায়েত সদস্যর নাম অসীম মালিক। 그의 অভিযোগ, দলের নির্দেশে তিনি এসআইআরের জন্য বিএলওর সঙ্গে অজয়পুর গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের বুথ সভাপতি অজয় মালিক ও তাঁর অনুগামীরা এসে তাঁকে বাঁশ দিয়ে মারধর করতে থাকে। এরপর অসীমবাবুর পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় তাঁর ভাই ও মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অসীমসহ তিনজন গুরুতর জখম হন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যদিও অভিযুক্ত স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অজয় মালিকের দাবি, ওই পঞ্চায়েত সদস্য বিজেপির লোকজনকে নিয়ে ঘুরছিলেন। সেটারই প্রতিবাদ করা হয়। মারধরের অভিযোগ ভিত্তিহীন। তবে এবিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, এটা তৃণমূলের ক্ষমতা দখল ও টাকার ভাগের লড়াই।
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 06, 2025 08:50:00
Dinajpur, Rangpur Division:SIR নিয়ে রাজনৈতিক চর্চা তরজার মাঝেই বিস্ফোরক রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ SIR করার কথা ঘোষনা করেছেন তখন সেটাটি হবেই। কেউ তার বিরোধীতা করলেও সেটা আটকানো যাবে না। রাজ্যের মানুষকে SIR এ সামিল করার বার্তা দিয়ে তার প্রচার করতেই উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসেছেন বলে জানালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পাশাপাশি মন্ত্রী এই বিষয় নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। তার অভিযোগ বিজেপি এই SIR নিয়ে রাজ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরী করেছে, সেই আতঙ্ক কাটিয়ে মানুষকে SIR এ অংশ নেবার জন্য আবেদন জানিয়েছেন মন্ত্রী। বাইটঃ সিদ্দিকুল্লা চৌধুরী( মন্ত্রী)
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 06, 2025 07:49:21
Ranaghat, West Bengal:পরিবারের কারোরই নাম নেই ২০০২ ভোটার তালিকায়। এমনকি নিজের। এমনই এক বিজেপির মন্ডল সভাপতির নাম নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ৮৭/২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের। গতকাল অর্থাৎ মঙ্গলবার তার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সিএএ ক্যাম্পের উদ্বোধন করেন। পার্থ বিশ্বাসের দাবি ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর আগে আমি এসেছি সুতরাং সিটিজেন এক্টিয়ারের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক আমিও ভারতবর্ষের নাগরিক। উদ্বাস্তু শরণার্থীদের তাড়ানোর জন্য বিরোধী দল ১৯৯৯ সালে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা ব্যানার্জি। হিন্দু বিদ্বেষী মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষী, ভারতবর্ষের মানুষ সবাই জানে। ১৯৯৮ সালে ভারতে আসেন পার্থ, তখন এখানে পরিবারের কারো অস্তিত্বই ছিল না হঠাৎ করে এভাবে এসে তাহেরপুরে বসবাস করেন। প্রশ্ন একটাই কি করে নথিপত্র দেখিয়ে কাগজপত্র তৈরি করলেন সেটাই এখন দেখার। সূত্রের খবর গতকাল রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 87/2 এর মন্ডলে সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের বাড়িতে আনুষ্ঠানিকভাবে CAA ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় এদিন তার বাড়িতে উদ্বোধন করেন রাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পার্থ বিশ্বাসের ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় খুব উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী। তিনি বলেন সিএএ তে আবেদন করা মানে প্রমাণিত আমি বিদেশি। তবে পার্থ ভৌমিকের বিষয় নিয়ে তিনি জানিয়েছেন জাল কাগজপত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। তবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সনৎ চক্রবর্তী
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 06, 2025 07:48:28
Ranaghat, West Bengal:পরিবারের কারোরই নাম নেই ২০০২ ভোটার তালিকায়। এমনকি নিজের। এমনই এক বিজেপির মন্ডল সভাপতির নাম নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ৮৭/২ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের। গতকাল অর্থাৎ মঙ্গলবার তার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সিএএ ক্যাম্পের উদ্বোধন করেন। পার্থ বিশ্বাসের দাবি ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর আগে আমি এসেছি সুতরাং সিটিজেন এক্টিয়ারের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক আমিও ভারতবর্ষের নাগরিক। উদ্বাস্তু শরণার্থীদের তাড়ানোর জন্য বিরোধী দল ১৯৯৯ সালে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা ব্যানার্জি। হিন্দু বিদ্বেষী মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষী, ভারতবর্ষের মানুষ সবাই জানে। ১৯৯৮ সালে ভারতে আসেন পার্থ, তখন এখানে পরিবারের কারো অস্তিত্বই ছিল না হঠাৎ করে এভাবে এসে তাহেরপুরে বসবাস করেন। প্রশ্ন একটাই কি করে নথিপত্র দেখিয়ে কাগজপত্র তৈরি করলেন সেটাই এখন দেখার। সূত্রের খবর গতকাল রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 87/2 এর মন্ডলে সাধারণ সম্পাদক পার্থ বিশ্বাসের বাড়িতে আনুষ্ঠানিকভাবে CAA ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় এদিন তার বাড়িতে উদ্বোধন করেন রাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর এই উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পার্থ বিশ্বাসের ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় খুব উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী। তিনি বলেন সিএএ তে আবেদন করা মানে প্রমাণিত আমি বিদেশি। তবে পার্থ ভৌমিকের বিষয় নিয়ে তিনি জানিয়েছেন জাল কাগজপত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। তবে这 ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন সনৎ চক্রবর্তী
0
comment0
Report
Advertisement
Back to top