Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के राजগঞ্জ के बीडीओ के खिलाफ गंभीर आरोप, गिरफ्तारी में देरी

PDPradyut Das
Nov 05, 2025 16:17:02
Jalpaiguri, West Bengal
রাজগঞ্জের বিডিও অত্যন্ত প্রভাবশালী। সেকারণে গুরুতর অভিযোগ ওঠার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। আইনের প্রতি আস্থা আছে আমাদের। আমাদের বিশ্বাস, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও গ্রেপ্তার হবেন। অভিযোগকারী পরিবারের পাশে দাঁড়াচ্ছি আমরা। প্রয়োজনে এনিয়ে আদালতের দ্বারস্ত হয়ে ঘটনার সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সন্ধ্যায় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমে এমনটাই বলেন দলের জেলা সহ সভাপতি বুবাই কর। इस घटना প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান। এরপর, বিডিওর ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বুধবার বিকেল নাগাদ টেলিফোনে জানান, এটা প্রশাসন বুঝবে প্রশাসনের বিষয়, এটা দলীয় ব্যাপার হলে আমার বলার বিষয় থাকতো। আজকাল সোশ্যাল মিডিয়া অনেক কিছুই বলে দেখা যায়। তাও আমি খোঁজ নিচ্ছি এখনো পাইনি কিছু খবর। যদি অন্যায় করে নিশ্চয়ই প্রশাসন আইনের আওতায় ব্যবস্থা নেবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SMsoma maity
Nov 05, 2025 16:16:21
Murshidabad, West Bengal:আবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুনের। এসআইআর ওয়াররrup উদ্বোধনে গিয়ে দলের একাংশ নেতৃত্বকে বিঁধলেন। পাশাপাশি দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় জেহাদ রাজনীতির কী রং পাল্টাবে দেখে নেবেন বলে হুঁশিয়ারি ভরতপুরের বিধায়ক, আমরা কাউকে আগে আঙুল দেখাব না, কিন্তু আমাদের উপরে কেউ আঙুল তুললে এক আঙুল তুললে দুআঙুল তুলবো। ইট ছুড়লে পাথরে জবাব দেব। এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি। আমি যে দলের বিধায়ক ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার , ভরতপুরের ওসিকে ব্যবহার করে গননা কেন্দ্রে কিভাবে অরাজগতা সৃষ্টি করে তারা কিভাবে নির্বাচিত হয়েছিল। দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই সব মেম্বার প্রধানরা আমাদের সাথে কোন যোগাযোগ নেই তারা শুধু জমি লুড করতেই ব্যস্ত। তাঁদেরকে সাবধান করে দিচ্ছি তাঁদের জন্য আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তোমাকে এখানে লুড করে খেতে দেব না। কান্দিবারাদের লুড করে খেতে দেব না, পঞ্চায়েত সমিতি, গোকর্ণ পার্ক, বহরমপুর পৌরসভা নেতাগিরি করবো আর ভোটের বেলায় তৃণমূলে জোরা ফুলে তিন নম্বর থাকবো। কান্দিতে ৩ নম্বর, বহরমপুর পৌরসভায় তিন নম্বর তারা আমাদের নেতা হবে দিয়ে আমাদের চুল চেপে অর্ডার দেবে তা আমরা Humano না। প্রকাশ্যে বলছি। তাতে যদি দল মনে করে আমাদের মতো অযোগ্য ব্যক্তি‌র দরকার নেই দল যেদিন বলে দেবে তাঁর ৪৮ ঘণ্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় জেহাদ রাজনীতির কী রং পাল্টাবে দেখে নেবেন。
0
comment0
Report
SMsoma maity
Nov 05, 2025 16:15:51
Murshidabad, West Bengal:মুর্শিদাবাদের সামসেরগঞ্জেও বিএলওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে বসেই ফর্ম বিলি বিএলওর। বিএলওর পাশে বসে ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। ভাইরাল হয় ভিডিও। ভিডিওয় দেখা যায়, সামশেরগঞ্জ বিধানসভার সামসেরগঞ্জ ব্লকের তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ে বসেই ফর্ম বিতরণ করছেন ৮৯ নম্বর বুথের বিএলও আঙ্গুরা খাতুন । পাশে বসে সাহায্য করছেন তাঁর স্বামী মামিনুল হোসেন। বিএলও আঙ্গুরা খাতুনের দাবি, এখনও সব ফর্ম পান নি। তাই স্কুলে বসেই ফর্ম দিচ্ছেন। স্বামী মামিনুল হোসেন দাবি করেছেন, স্ত্রীকে নামিয়ে দিতে এসেছিলেন। অভিযোগ উঠতেই বন্ধ ফর্ম বিলি। ঘটনার খবর পেয়ে স্কুলে এসে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ。
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 05, 2025 16:04:20
Kalna, West Bengal:বుధවර সকালে পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার। বিলের পানা পরিস্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গতকাল থেকেই শুরু হয়েছে SIR আর তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝাই আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে, আবার কেউ বিলের পানার পরিচ্ছন্নতার জন্য এলাকায় হাজির ছিলেন। তখনই নজরে পড়ে একটি বস্তা; প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও, পরে বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড। এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর, পিলা এলাকার মানুষজনদের। কিভাবে এই এলাকায় আধার কার্ড এল এই নিয়ে সন্ধিহান এলাকার মানুষ। ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এ দিন বুধবার বেলা ১২টা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 05, 2025 15:33:22
Kaji Chak, West Bengal:ধারালো অস্ত্র দিয়ে মাকে গলা কেটে খুন করলো ছেলে,গ্রেফতার ছেলে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সুজানগর গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন মা এবং ছেলের মধ্যে নিত্যদিন ঝামেলা লেগেই থাকতো। বাব া অশোক মাঝির একটি আলু এবং পেঁয়াজের দোকান ছিল। দু'বছর হয়েছে বাবা মারা গেছেন।মা ও ছেলে ওই দোকানে বসে ব্যবসা করতেন। মাঝে মধ্যেই মা মিঠু ও ছেলে আকাশের মধ্যে গন্ডগোল হতো। তারই জেরে আজ বিকেল চারটা নাগাদ মা মিঠু মাঝিকে খুন করে ছেলে আকাশ মাঝি,ঘরে থাকা কাটারি দিয়ে মাকে গলায় আঘাত করে মেরেছে নিজে মুখে স্বীকার করেছে ছেলে আকাশ।মাকে খুন করে ঘরের আলো নিভিয়ে বাড়ির মধ্যেই বসেছিলেন এবং খুনে ব্যবহৃত কাটারি উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ।ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।ঘটনা জানাজানি হতে সুজানগর গ্রাম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যা থেকে এলাকাবাসী。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 05, 2025 15:32:39
Howrah, West Bengal: বিজেপি একটা ছচ্যাচড়া পার্টি,এটা কোনো দল বলে মনে করিনা। রাজ্যজুড়ে বিজেপির সি এ এ ক্যাম্প তৈরী নিয়ে এভাবেই কটাক্ষ মন্ত্রী অরূপ রায়ের। রাজ্যে চলছে এস এই আর এর কাজ। এরই মাঝে বিজেপি চালু করল সি এ এ ক্যাম্প। বিজেপি হাওড়া জেলা সদর দপ্তরে নাগরিকত্ব আবেদন শিবির চালু করলো আজ থেকে। সেখানে সাংবাদিক সম্মেলন করে জানানো হলো এই শিবিরের বিষয়ে।সাংবাদিক সম্মেলন করে জেলা সদর সহ সভাপতি সুজয় পালিত বলেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যেসকল হিন্দু, জৈন ,শিখ খৃষ্টানরা এদেশে চলে এসেছেন এবং যাঁদের ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম নেই সেই সব শরণার্থী দের নাগরিকত্বর জন্য সি এ এ ক্যাম্পে আবেদন করলে তাঁদের সহায়তা করা হবে।জেলার সব ব্লকে এই ক্যাম্প চালু হবে。 এ প্রসঙ্গে রাজ্যের খাদ্য প্রক্রিয়া করন দপ্তরের মন্ত্রী বিজেপিকে তীব্র কটাক্ষ করেন।তিনি বলেন এই কাজের অধিকার কে দিয়েছে বিজেপিকে।তিনি আরও বলেন এই কাজ কেন্দ্র বা রাজ্যে সরকার করতে পারেন।তাই কোনো লাভ হবে না।রাধা নাচবেও না,সাত মন তেল পুড়বে না।বিজেপির সব চক্রান্ত বুক দিয়ে আটকাবে তৃণমূল。 বাইট -গৌরাঙ্গ ভট্টাচার্য (বিজেপি জেলা সভাপতি) ২.. সুজয় পালিত (বিজেপি জেলা সহ সভাপতিপূর্ব) ৩..অরূপ রায়(খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী)
0
comment0
Report
NHNantu Hazra
Nov 05, 2025 15:32:22
Salt Lake City, Utah:স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য।পিটিয়ে খুন করা হয়েছে এমনটাই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট বলে পুলিশ সূত্রে খবর। দত্তাভাদ থেকে তুলে নিয়ে এসে যে বাড়িতে পিটিয়ে খুন করা হয় সেই বাড়ির হদিস পেল জি ২৪ ঘন্টা। ২৮ সেপ্টেম্বর ভর্তা বাদ থেকে ওই স্বর্ণ ব্যবসায়ীকে দুটি নীল বাতি গাড়ি করে তুলে নিয়ে আসা হয়, নিউটাউনে। নিউটনের এবি ৬৭ নম্বর বাড়ি সেই বাড়ির সামনেই তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। তারপরেই সেই বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। সোনার দোকান টি ভাড়া নিয়েছিল যে বাড়িতে সেই বাড়ির মালিক কেউ যে গাড়িতে তুলে নিয়ে আসা হয় সেই গাড়িটিও এখানে আসে বাড়ির মালিক কে বাড়ির সামনে নামিয়ে আবার কিছুক্ষণের মধ্যে গাড়িটা তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর এই বাড়িটি ওই বিডিও তার নিজের। একদিকে যেমন বাড়ির সামনে বেধড়ক মারধর করা হয় প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানাচ্ছেন এবং তার পাশাপাশি বাড়ির ভেতরে ঢুকিও তাকে মারধর করা হয়। এরপরেই ২৯ তারিখ সকালবেলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় নিউটন যাত্রাগাছি বাগজোলা খালের পাড়ে ঝোপ থেকে। ৩০ তারিখে বডি আইডেন্টিফাই হওয়ার পর এই বাড়িটিতে চলে আসে পুলিশ। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। বাড়ির মালিক এবং প্রত্যক্ষদর্শীরা তারা এই ভিডিওর ছবি আইডেন্টিফাই করেছে তিনি ছিলেন ঘটনার সময়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বাইট....... সন্তোষ মন্ডল ( চায়ের দোকানদার ) স্বপন কয়াল ( এখানে নীল বাতি আসে সেই নিয়ে ) গোবিন্দ বাগ ( বাড়ির মালিক, যেখানে সোনার দোকান ছিল ) অয়ন মৃধা (পাশের একটি দোকান যার দোকানের সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গেছে) ছবি...... বাড়ি আইডেন্টিফাই করছি গোবিন্দ বাগ, বাড়ির ছবি, বিডিওর ছবি দেখিয়ে আইডেন্টিফাই করা, বাইটস
0
comment0
Report
NHNantu Hazra
Nov 05, 2025 15:31:55
Salt Lake City, Utah:Bidhan Nagar Cyber Crime Police arrested a person for allegedly posting obscene pictures on social media. সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু দাস। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানা পুলিশ。 পুলিশ সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সল্টলেকে বাসিন্দা এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট করেছে পিন্টু দাস। পিন্টু দাস তার স্বামী। তার সাথে বিবাহবিচ্ছেদে মামলা চলছে। পুলিশ সূত্রে জানা_gi_, বছর তিনেক আগে পূর্ব পরিচিত বান্ধবীকে বিয়ে করে পিন্টু দাস। বিয়ের পর বেশ কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে তুলে রাখে পিন্টু। কিছুদিন ধরে স্ত্রীর সাথে পিন্টুর ঝামেলা চলছে। স্ত্রীকে মারধর করার অভিযোগও পিন্টুর বিরুদ্ধে। কয়েকদিন আগে স্ত্রীর অশ্লীল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিন্টু দাস। ফেসবুকে অশ্লীল ছবি দেখে গত সেপ্টেম্বরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন সল্টলেকের বাসিন্দা ওই মহিলা। পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নেমে দেগাংFrom_DEGAANGA থেকে পিন্টু দাসকে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 05, 2025 14:13:43
Chinsurah, West Bengal:এই বাংলার যারা চুঁচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায় সেই বিজেপি নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই,নিদান অসীমা পাত্রের। বিজেপির দাবী এই রাজ্যে গনতন্ত্র নেই। বুধবার চুঁচুড়া ঘড়ির মোড়ে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এসআইআর নিয়ে প্রতিবাদী জনসভায় এমনটাই বললেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। বক্তব্য দিতে গিয়ে ধনেখালির বিধায়ক বলেন, বিজেপিকে দেখলেই যারা এই বাংলার চুঁচুড়ার ভোটারদের নাম বাদ দিতে চায়, জনগনের নাম বাদ দিতে চায় সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই。 এ প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন পাল বলেন, ধনেখালির বিধায়ক বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কি তারা চুরি করে ফেলেছে নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের পাশাপাশি ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানে কোনও অসুবিধে নেই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের যত অসুবিধে হচ্ছে। খানাকুলে দেখলাম তৃণমূলের লোকেরা দলীয় পতাকা নিয়ে বুথ লেভেল অফিসারদের সাথে যাচ্ছে। অথচ বিজেপির লোকেরা বিএলএ ২ লোকেরা বিএলও এর সাথে যখন যাচ্ছে তাদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর মানে কি পশ্চিমবঙ্গে শুধু টিএমসি একাই শাসন করবে। বাকি কাউকে কাজ করতে দেবে না। পশ্চিমবঙ্গের গনতন্ত্রকে এইভাবে হত্যা করবে। মুখ্যমন্ত্রী বলছেন ভোটের পর এই এসআইআর হলে তিনি সাহায্য করবেন। তাহলে ভোটের আগে কেন করছেন না। তাঁর মানে অবৈধ ভোটার, মৃত ভোটার এদের ভোটেই কি তিনি নির্বাচিত হয়ে এসেছেন। তাঁর জন্য এত ভয়。
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 05, 2025 13:19:12
Durgapur, West Bengal:বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম বিলির কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের সেই ফর্ম বিলি হচ্ছে বাস স্টStandের শেডের তলায় বসে। ছবিটা দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের ১৫২ নম্বর বুথের এমএএমসি টাউনশিপের বি ওয়ান শনি মন্দির বাস স্ট্যান্ডের। যাকে ঘিরে জোর বিতর্ক শুরু শিল্পাঞ্চল দুর্গাপুরে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই নাকি তিনি বাস স্ট্যান্ডে বসে নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম দিচ্ছেন, সাফাই মহিলা বিএলও কর্মীর। খবর পেতেই বাস স্ট Standে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা বুদ্ধদেব মন্ডল প্রশ্ন তোলেন কিভাবে বাড়ি বাড়ি না গিয়ে বিএলও নিয়ম ভেঙে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলি করছেন। এরই মধ্যে একে একে সাধারণ মানুষও চলে আসেন এই বাস স্ট Standে, ক্ষোভ প্রকাশ করেন কেন বাড়িতে পৌঁছোয়নি বিএলও কর্মী। বিএলও ( বুথ লেভেল অফিসার) কে বাঁচাতে এগিয়ে এলেন বিএলএ টু দিলীপ কুমার রায়। দ্বিতীয় দিনেও বিতর্ক পিছু ছাড়ল না নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম বিলি নিয়ে। তবে বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট Standে বসে বিএলও ফর্ম বিলি করতে গেলেন তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Nov 05, 2025 13:18:58
Asansol, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে এক জায়গাতে বসে শিবির করেই চলছে এনুমারেশন ফ্রম বিলির কাজ।এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।আসানসোলের কুলটি বিধানসভার 99 এবং 100 নম্বর বুথের ঘটনা। প্রসঙ্গত 4 ই নভেম্বর থেকে SIR এ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।কিন্ত সেই নির্দেশকে অমান্য করে রীতিমতো শিবির করে চলছে এনুমারেশন ফ্রম বিলির কাজ।এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্বরা।যদিও বিএলওরা জানিয়েছেন পায়ে সমস্যার কারণে বহুতল আবাসনে উঠতে পারিনি তাই বহুতলের আবাসিকদের আবেদন করেছিলাম এখানে এক জায়গা থেকে এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য।তাই এখানে এনুমারেশন ফ্রম বিলি করা হচ্ছে ফ্লাটের বাসিন্দাদের।
0
comment0
Report
Advertisement
Back to top