Back
Malbazar mein Durga Puja mahotsav ki bhavyata, vibhinn theem aur thaathdaar mandap
ABArup Basak
Oct 01, 2025 11:48:50
Mal Bazar, West Bengal
পুজো পরিক্রমা মালবাজার মহকুমা (BANER দেওয়া পুজো)
১) মালবাজার শহরের অন্যতম দূর্গা পূজা রাধা গোবিন্দ মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটি। কম বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে অভিনবত্বর ছোঁয়া প্রতিবছরই ফুটিয়ে তোলা হয় এই পুজো মন্ডপে। ২১ তম বর্ষের থিম শিবালয়ের দেশে। আলো ও বিভিন্ন মাটির কারুকার্যতার মধ্য দিয়ে সুদৃশ্য থিম ফুটিয়ে তোলা হয়েছে। সুদৃশ্য মণ্ডপসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের。
২) ৫৬ তম বর্ষে মালবাজার শহরের নাবভারত সংঘের পূজা দর্শনার্থীদের নজর কাড়লো। পিরামিডের আদলে তৈরি মন্ডপসজ্জা ও সুদৃশ্য মাটির কারুকার্যতা ও নিপুণতার ছোঁয়ায় মা দুর্গার মূর্তি নজর কেড়েছে সকলের। শহরের প্রবীণ মৃৎশিল্পী লক্ষণ পালের হাতে তৈরি মায়ের মূর্তি দর্শনার্থীদের মনে দাগ কেটেছে।
৩) কর্মসূত্রে মালবাজার শহরে এসেছিলেনmany। পরবর্তীতে শহরকে ভালোবেসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন তারা। পরবর্তীতে সকলে মিলে সিদ্ধান্ত নিলেন মায়ের আরাধনায় মেতে উঠবে এলাকা। স্থানীয় বাসিন্দারা সকলে মিলিত হয়ে শুরু করলেন দেবী দুর্গার আরাধনা। মালবাজার শহরের ১৩ নাম্বার ওয়ার্ডে নতুনপল্লী সার্বজনীন দুর্গা পুজো। দ্বিতীয় বর্ষের পূজায় নজর কাড়লো শহরের এই پুজо। পুজোর কটা দিন এলাকা বাসীর একসাথেই জমাটি আড্ডা পূজার যাবতীয় কর্মসূচি নজর কাড়তে শুরু করেছে দর্শনার্থীদের মধ্যে।
৪) মালবাজার শহরের অন্যতম বিগ বাজেটের পুজো এটিও ক্লাব (এ্যাবলুম ট্যালেন্টেড অর্গানাইজেশন)। ২৮ তম বর্ষের তাদের থিম চটের তৈরি মন্ডপসজ্জা। অন্যদিকে ময়নাগুড়ি রোডের দ্বিগবিজয় পালের তৈরি সুদৃশ্য মায়ের মূর্তি নজর কেড়েছে। মহালয়ার পূর্ণ প্রভাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান, দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েই ২৮ তম বর্ষের পূজার আয়োজন করা হয়েছে এটিও ক্লাব কর্মকর্তাদের উদ্যোগে।
৫) ৭৭ তম বর্ষে কলোনি সার্বজনীন দুর্গাৎসব কমিটি। শহরের প্রাচীন পুজোগুলির অন্যতম কলোনী সার্বজনীন। শহরের রথখোলা ময়দানে কলোনির পূজোকে কেন্দ্র করে ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষজন। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি মন্ডপ নজর কেড়েছে দর্শনার্থীদের।
৬) ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় এবং বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম চালসার মা আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপূজো। এই পুজো এবছর ৫০ বছরে পরলো। সেই কারনেই সব দিক দিয়েই অন্যান্য পুজো গুলোকে টেক্কা দিয়েছে এই পুজো। এই পুজোর মেন দায়িত্বে রয়েছে মহিলারাই। পুরো মন্ডপে বাকুড়ার টেরাকোটা শিল্পকেই ফুটিয়ে তোলা হয়েছে। বিশাল এই মন্ডপে রয়েছে নানা ধরনের ঝারবাতি। মায়ের প্রতিমাও অপরুপ সুন্দর। কোলকাতা থেকে আনা হয়েছে ১০ জনের মহিলা ঢাকিদের। পাশাপাশি মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে মন্ডপের প্রবেশ মুখে এবং রাস্তায় রয়েছে চন্দন নগরের আলোকসজ্জা।
৭) পর্যটন কেন্দ্র মেটেলি বক্কার উত্তর ধুপঝোড়ায় পুজো কে ঘিরে উন্মাদনা সকলের মধ্যে। এখানে শ্যামলী সংঘের দুর্গাপূজা এবার ১৮ তম বর্ষে পদার্পন করলো। কাল্পনিক এই মন্ডপ তৈরি হয়েছে। মন্ডপে পট শিল্পকে ব্যাবহার করা হয়েছে। এই পুজো দেখতে আসছে পর্যটকেরা। পাশাপাশি একচালা মায়ের প্রতিমা তৈরি করেছে স্থানিয় শিল্পিরা।
৮) জঙ্গল সংলগ্ন চালসার উত্তর ধুপঝোড়ায় পিপলস ক্লাবের দুর্গাপুজো ঘিরে সকাল থেকেই উন্মাদনা স্থানিয়দের মধ্যে। যেহেতু সামনেই টুরিস্ট স্পট মুর্তি রয়েছে, তাই পর্যটকেরা বেশি মাত্রায় এই পুজো দেখতে আসে। ৪৯ বছরের এই পুজোর থিম সহজ পাঠ।
৯) মাল ব্লকের আও একটি বড় পুজো হল দক্ষিন ওদলাবাড়ি সর্বজনীন এর দুর্গা পুজো। ২৮ বছরের এই পুজোর দক্ষিণ ভারতের মন্দির। আউটডোরের পাশাপাশি ইনডোরেও রয়েছে নানা কারুকার্য। রয়েছে আলোক সজ্জাও।
১০) ওদলাবাড়ি আমরা সবাই সর্বজনীন দুর্গা পুজো এবার ৫ বছরে পরলো। পুরলিয়ার মন্দিরের ধাচে এখানে মন্ডপ সজ্জা হয়েছে। মন্ডপ তৈরি হয়েছে খর, চট ও বাশ দিয়ে। মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা রয়েছে। রয়েছে একচালা দুর্গা প্রতিমা। সরকারি কোন অনুদান না পেলেও এই পুজো সবার নজর কেরেছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSandip Chowdhury
FollowOct 01, 2025 13:01:580
Report
ALArup Laha
FollowOct 01, 2025 13:01:390
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 13:01:21Barrackpore, Kolkata, West Bengal:হালিশহর বলাকা শিশু মঙ্গল এইরার এই পুজো ৩৫ তম বর্ষে পদার্পণ করল এ বছরের তাদের ভাবনায় দীঘার জগন্নাথ ধাম।
চারটি ভাগে মন্দককে ভাগ করা হয়েছে প্রথম ভাগে নাট মন্দির, বিষ্ণু মন্দির, দেবী দুর্গার ঘর, তারপরে রয়েছে জগন্নাথের মন্দির。
011025_BKP_HALISAHAR
TVU 91
0
Report
MCMoumita Chakraborty
FollowOct 01, 2025 13:01:12Kolkata, West Bengal:দক্ষিণদারি ইয়ূথ ক্লাব
পুজো লাইভ ৬টায়
0
Report
ALArup Laha
FollowOct 01, 2025 10:38:170
Report
ABArup Basak
FollowOct 01, 2025 09:51:530
Report
PSPrasenjit Sardar
FollowOct 01, 2025 09:51:400
Report
ABArup Basak
FollowOct 01, 2025 09:51:080
Report
PSPrasenjit Sardar
FollowOct 01, 2025 09:50:420
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 09:35:14Barrackpore, Kolkata, West Bengal:আগরপাড়া রসিক লাল শ্রীমানী রোড ইউথ রিক্রিয়েশন স cent ter ক্লাব কর্তৃপক্ষের এবারের ভাবনা রানী মহল সম্পূর্ণ রানীর বেশে সাজানো হয়েছে প্রতিমাকে। সম্পূর্ণ মণ্ডপতি থার্মোকলের ওপর সুন্দর নিপুণভাবে রাজমহল ভাবে সাজানো হয়েছে। রানি চিত্রকলা ফুটে তোলা হয়েছে মন্ডবের শাশয্যায় ।
0
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 09:35:03Barrackpore, Kolkata, West Bengal:আতপুর মালাপাড়া দুর্গাপূজা কমিটি এই বছর তাদের ৫২ তম বর্ষে পদার্পণ করেছে ভাবনায় অন্তরাল।
0
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 09:34:55Barrackpore, Kolkata, West Bengal:আরিয়াদহ যুবক সংঘ এবার ৮২ তম বর্ষে পদার্পণ করল তাদের এবারের ভাবনায় সংকল্প। প্রতিমা সাবেকি প্রতিবছর ই এই একই ধরনের প্রতিমা তারা তৈরি করেন। কিন্তু মণ্ডপে থাকে বৈচিত্র।
0
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 09:34:450
Report
BSBarun Sengupta
FollowOct 01, 2025 09:34:37Barrackpore, Kolkata, West Bengal:আরিয়াদহ মৌসুমী ক্লাব এই পূজোর বয়স ৬৬ বছর এখানে দেবী রানী মা রূপে পূজিত হন। প্রতি বছর ই প্রতিমার হাইট এক থাকে মুখো থাকে এক শুধু পাল্টায় গহনার রং। তিনটে ক্লাব একসঙ্গে ৬৬ বছর আগে এই পুজো শুরু করেছিল আজো চলে আসছে সেই পুজো।
0
Report