Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

अपने जिले की विधानसभा में SIR फैक्टर? 58 लाख नाम हटे, हलचल बढ़ी

PDPradyut Das
Dec 17, 2025 07:50:57
Jalpaiguri, West Bengal
আপনার জেলার ইম্পর্ট্যান্ট বিধানসভা থেকে ভক্সপপ করতে হবে। প্রশ্ন-- ৫৮ লাখ নাম বাদ গেছে। ২ কোটি সন্দেহের তালিকায়। কি মনে হচ্ছে বিধানসভায় SIR ফ্যাক্টর হয়ে উঠবে? ৮ থেকে ১০ জনের বাইট করতে হবে। বাইটে ভেরিয়েশন থাকলে ভালো。 Sabai ke pathate hobe. Priority. Sakal theke.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Dec 17, 2025 09:43:38
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার ২৪ ঘন্টার মধ্যে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে অপসারণ করে প্রশাসকের দায়িত্বে বসলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । আজ পুরুলিয়া পৌরসভার দায়িত্বভার তুলে দিয়ে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ প্রাক্তন কাউন্সিলার এবং পৌরসভার কর্মীরা। এই নির্দেশিকার প্রতিবাদে কলকাতা उच्च আদালতের দ্বারস্থ হওয়ার হুসুয়ারি দিলেন বিরোধী বিজেপি কাউন্সিলাররা। গতকাল পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর। নতুন করে পৌরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত পুরুলিয়া সদর মহকুমা শাসক পুরুলিয়া পৌরসভার দায়িত্ব সামলানোর নির্দেশিকা জারি করা হয় । ঘটনার পর আজ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বভার নিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । জানা যায়, গত ১৯ নভেম্বর নাগরিক পরিষেবা দিতে ব্যার্থ পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড কেন ভেঙ্গে দেওয়া হবে না ? এই জবाब চেয়ে পৌরপ্রধান এবং বোর্ডের সদস্যদের কাছে শোকজ নোটিশ আসে। সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দেয় পৌরপ্রধান। সেই জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । গতকালই পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বিষয়ে পুরুলিয়া পৌরসভা পরিচালনার নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । বিদায়ী পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার পর সেই দায়িত্ব সদর মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হলো । পুরুলিয়া সদর মহকুমা শাসক বলেন, রাজ্যের নির্দেশিকার পর পৌরসভার দায়িত্বভার নেওয়া হলো । বিজেপি কাউন্সিলারদের অভিযোগ, অনৈতিক ভাবে পৌর বোর্ড ভাঙ্গা হয়েছে । এতে মানুষের সমস্যার সমাধান হবে না । এবিষয়ে আগামিদিকে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হবো। শহরবাসীর অভিযোগ, পৌর পরিষেবা থেকে বঞ্চিত ছিল পুরুলিয়া পৌরবাসী । এবার পুরুলিয়া পৌরসভার দায়িত্ব নিলেন মহকুমা শাসক । এবার হয়তো সমস্ত পরিষেবা পাবে পৌরসভা। বাইট: ১) নবেন্দু মাহালি (পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভনের) ২) উৎপল কুমার ঘোষ (পুরুলিয়া সদর মহকুমা শাসক) ৩) প্রদীপ মুখার্জী (বিজেপি কাউন্সিলার, পুরুলিয়া পৌরসভা) ৪) সৌমেন চট্টরাজ (পুরুলিয়া শহরবাসী)
0
comment0
Report
MDMritunjay Das
Dec 17, 2025 09:40:14
Bankura, West Bengal:বকেয়া ৪ মাসের বেতন মেটানোর দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তুমুল বিক্ষোভ দফতরের পাম্প ও ভাল্ভ অপারেটরদের কারো ৩ মাস আবার কারো মাস মাইনে বকেয়া রয়েছে ৪ মাস। বকেয়া মেটানোর দাবিতে ইতিমধ্যে কখনো জেলা শাসকের দফতরে আবার কখনো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তারপরেও বকেয়া বেতন না পেয়ে এবার বাঁকুড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন দফতরের ঠিকা সংস্থার প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার। বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগ­ti দফতরে সবমিলিয়ে ঠিকা ভিত্তিক প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার কর্মরত আছেন। ঠিকা এই কর্মীদের বেতন সামান্য। তাঁদের সকলেরই মাসিক বেতন ১০ হাজারের আশপাশে। সামান্য ওই বেতনে সংসার চালাতে রীতিমত হিমসিম খান ওই কর্মীরা। গোদের উপর বিষফোঁড়ার মতো বেশ কিছুদিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছে তাঁদের বেতন। এই কর্মীদের কারো ৩ মাসের আবার কারো ৪ মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। বকেয়া বেতন মেটানোর দাবিতে এর আগে জেলা শাসকের দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা। তারপরেও বেতন মেটানোর ব্যপারে কোনো উদ্যোগ চোখে না পড়ায় আজ জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। অবিলম্বে ওই বকেয়া বেতন না মেটালে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাম্প ও ভাল্ব অপারেটাররা।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 09:16:54
Siliguri, West Bengal:রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে শিলিগুড়িতে ‘উন্নয়নের পাঁচালী’ টেবলো রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতেই শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ টেবলো প্রচার। বৃহস্পতিবার এই ট이블োর সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতাম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা। মেয়র গৌতাম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প—যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি ডাবগ্রাম-ফুলবাড়ী ও সংলগ্ন আরও বেশ কয়েকটি এলাকায় পরিক্রমা করবে। মেয়র আরও বলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। এই সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও জনবহুল এলাকায় গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, উন্নয়নের কাজ শুধু করা নয়, সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
0
comment0
Report
ABArup Basak
Dec 17, 2025 09:16:24
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে ক্রেশ নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চা বাগানে। ফের বিক্ষোভ আন্দোলনে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন চা বাগানে ‘ক্রেশ’ পরিষেবার উদ্বোধন করেন। সেই সব ক্রেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন দেবপাড়া চা বাগানের একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চা বাগানে একাধিক স্বনির্ভর গোষ্ঠী থাকলে� কিন্তু কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটি গোষ্ঠীকেই কাজের সুযোগ দেওয়া হয়েছে। ফলে বাকি গোষ্ঠীগুলি সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। বর্তমানে দেবপাড়া চা বাগান বন্ধ থাকায় আর্থিক সংকটে রয়েছেন সেখানকার মহিলারা। এই অবস্থায় সকল স্বনির্ভর গোষ্ঠীকে পর্যায়ক্রমে কাজ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সেই দাবিতেই ক্রেশ হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং সকল স্বনির্ভর গোষ্ঠীকে সমান সুযোগ দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। পাশাপাশি ক্রেশ হাউজে তালা লাগিয়ে দেন অন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ১) ক্ষুদ্ধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সোমা নায়েক। ২) আন্দলোনকারি মহিলা সুস্মা লাকড়া।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 17, 2025 08:46:27
Durgapur, West Bengal:স্থায়ী সেতু থাকলেও জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার 'অস্থায়ী সেতু' অধরা, মকরের আগে বিক্ষোভ অজয় পাড়ের এলাকাবাসীরা। বহু প্রতীক্ষার তৈরি হয়েছে স্থায়ী সেতু ।যাতায়াতও শুরু হয়েছে। কিন্তু জয়দেব মেলার সঙ্গে জড়িয়ে থাকা অস্থায়ী সেতুই যে মেলারের ঐতিহ্য সেটা কি ভুলে যাচ্ছে প্রশাসন? পশ্চিম বর্ধমান ও বীরভূমের সীমান্তে অজয় নদের দু’পাড় জুড়ে বসে শতাব্দী প্রাচীন জয়দেব কেন্দুলীর মেলা। আর সেই মেলাকে একসূত্রে বেঁধে রাখে এই অস্থায়ী সেতু। এখনো অস্থায়ী সেতু তৈরির অনুমতি না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহার এলাকার মানুষ। বুধবার সকাল থেকে অজয় নদের পাড়ে চলে বিক্ষোভ। স্থায়ী সেতু থাকলে নদর পাড়ের বাসিন্দাদের মেলায় পৌঁছাতে হলে ঘুরপথে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। প্রশ্ন উঠছে এটা কি শুধু যাতায়াতের সমস্যা, নাকি মেলার ঐতিহ্যের ওপর আঘাত? বিক্ষোভকারীদের­s সাফ কথা, অস্থায়ী সেতু ছাড়া জয়দেব মেলা অসম্পূর্ণ। সেতু না হলে এই پাড়ের আখড়ার কি হবে। মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে জয়দেব কেন্দুলীতে পৌঁছনোর সেই চির চেনা পথ বন্ধ হলে চরম দুর্ভোগ বাড়বে পুণ্যার্থীদের। স্থানীয় বাসিন্দা রাজু হাড়ি বলেন,"আমরা ছোট থেকে মকর সংক্রান্তিতে অজয় নদীর স্নান করে জয়দেব পদ্মাবতীর মন্দিরে যাই। কিন্তু এই বছর অস্থায়ী সেতু না হলে আমরা যাব কোন দিকে। নতুন স্থায়ী সেতু হয়ে ঘুরতে হলে চরম ভোগান্তির মুখে পড়তে হবে আমাদের। দুর্ঘটনার কবলেও পড়তে হতে পারে। বহু মানুষ মেলায় ব্যবসা করে।তাদেরও পেটে টান পড়বে। আমরা এই অস্থায়ী সেতুর দাবি করছি।" যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"এই সমস্যার কথা আমি শুনেছি। গলসীর বিধায়কের সাথে কথা বলেছি। মানুষের ভাবাবেগে আঘাত যাতে না লাগে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের কাছে আবেদন করেছি এই সমস্যার যাতে সুরাহা হয়।"
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 17, 2025 08:03:02
Kalna, West Bengal:বিনা অনুমতিতে সরকারি জমির মূল্যবান গাছ কাটা নিয়ে কালনার পূর্বস্থলী–১ ব্লকের জাহাননগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাউকে না জানিয়ে চুপিসারে সরকারি জমি থেকে মূল্যবান গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে পূর্বস্থলী–১ নম্বর ব্লকের জাহাননগর এলাকায় প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিধায়কের নাম জড়ানোয় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সকাল প্রায় সাড়ে নটা ৯টা নাগাদ জাহাননগর অঞ্চলের নামা–ভান্ডারটিকুরি এলাকায় সরকারি জমিতে গাছ কাটার কাজ শুরু হতেই এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের অঞ্চল সভাপতি। তিনি দাবি করেন, এলাকাবাসীর স্বার্থে রাস্তা চওড়া করার জন্য জাহাননগর পঞ্চায়েতের তরফে গাছ কাটা হচ্ছে। তবে এই দাবি মানতে নারাজ জাহাননগর পঞ্চায়েত প্রধান মিনাল কান্তি দেবনাথ। তিনি স্পষ্ট জানান, “সরকারি জমি থেকে গাছ কাটা হচ্ছে বলে শুনেছি, কিন্তু পঞ্চায়েতের তরফে কোনও অনুমতি-ই দেওয়া হয়নি। কোনও টেন্ডারও হয়নি।” এতে প্রশ্ন উঠছে—এই মূল্যবান গাছগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কার নির্দেশে এই কাজ চলছে? স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই সরকারি জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। তবে গঙ্গার ধারের ওই সরকারি জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এরপর তদন্তসাপেক্ষ অভিযোগে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ বলেন, “আমি প্রধান থাকাকালীন গঙ্গার পাড়ের কোনও গাছ কাটতে দিতাম না। এখন বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে। দলের অঞ্চল সভাপতি ও বিধায়ক এই গাছ বিক্রির টাকার ভাগ পাচ্ছেন।” যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 07:51:54
Kolkata, West Bengal:রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় ২০১৯ সাল থেকে যারা প্রতিবন্ধী চাকরি প্রার্থী তারা বঞ্চিত। কারণ এই কোটা শুধুমাত্র শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে বেঁধে রাখা হয়েছে। রাজ্য সরকারের সমাজ কল্যাণ দফতর এই নিয়ম চালু করেছে। সুপ্রিম কোর্টের গাইড লাইন আছে প্রতিবন্ধী কোটা সম্পূর্ণ অসংরক্ষিত থাকবে। শুধুমাত্র প্রতিবন্ধী সার্টিফিকেট বিবেচিত হবে। অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতার ক্ষেত্রে এই নিয়ম না মানায় রাজ্যে প্রায় ৫০০০ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতার শিকার চাকরি প্রার্থী বঞ্চিত। এর প্রতিবাদে বিকাশ ভবনের সামনে (যার ১০ তলায় সমাজ কল্যাণ দফতর অফিস) তার সামনে বসেছেন। এই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ কে একাধিকবার চিঠি লেখা হয়েছে। কোনো উত্তর মেলেনি। তাই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত লাগাতার এই অবস্থান চলবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 07:51:26
Chinsurah, West Bengal:জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে!অবাক বৃদ্ধ দম্পতি。 গতকাল এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গেছে ডানকুনির তৃনমূল কাউন্সিলর সূর্য দে'র নাম রয়েছে মৃতের তালিকায়।প্রতিবাদে শ্মশানে গিয়ে বসে ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের জীবিত কাউন্সিলর。 আর আজ দেখা গেলো চুঁচুড়া বিধানসভার নলডাঙার ১২০ নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে。 দেবময় গত চার বছর ধরে জামশেদপুরের বাসিন্দা সেখানে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন চাকরির সুবাদে।জামশেদপুরেই তার ভোটার তালিকায় নাম উঠেছে।তাই এরাজ্যে এসআইআর শুরু হতেই বিএলও কে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা।জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে।দেবময় নিজে বিএলও র সঙ্গে ফোনে কথা বলেছিলেন。 অথচ তালিকা বের হতেই দেখা গেলো তার নামের পাশে মৃত লেখা。 বিএলও মলয় দত্ত কে বিষয়টি জানান দেবময়ের মা বাবা।বিএলও তাদের টেলিফোনে জানান,তার কাছে যে তথ্য আছে তাতে দেবময় ও মনিকার নাম অন্য জায়গায় রয়েছে।আর্থাৎ ইতিমধ্যেই তালিকা ভুক্ত।সেখানে কি করে মৃত তালিকায় নাম এল তা বুঝতে পারছেন না।কোথাও একটা ভুল হয়েছে。 মনিকার নাম ইতিমধ্যেই তালিকা ভুক্ত দেখালেও দেবময়ের পাশে লেখা মৃত。 বৃদ্ধ দম্পতি জানান,এটা কি করে মেনে নিই বলুন তো।আমার ছেলে জীবিত তাকে মৃত বলে দেওয়া হচ্ছে।এটা একটা ভুল।এই ভুল যে করেছে তাকেই সংশোধন করতে হবে।আমরা এই বয়সে দৌড় ঝাঁপ করতে পারব না。 দেবময় বহুজাতিক সংস্থা চাকরি করেন।বর্তমানে কাতারে রয়েছে।সেখান থেকে ফোনে বলেন,এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে কিছু বলার নেই।আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি।তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙা থেকে নাম কাটিয়ে দেওয়ার জন্য।আমি নিজে বিএলও র সঙ্গে কথা বলেছি।তরাপরও এরকম হলে সেটা মানসিক অত্যাচার।
0
comment0
Report
Advertisement
Back to top