Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

देवपाड़ा चाय बागान में क्रेश भर्ती घोटाला, महिलाओं का समान अवसर के लिए प्रदर्शन

ABArup Basak
Dec 17, 2025 09:16:24
Mal Bazar, West Bengal
ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে ক্রেশ নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চা বাগানে। ফের বিক্ষোভ আন্দোলনে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন চা বাগানে ‘ক্রেশ’ পরিষেবার উদ্বোধন করেন। সেই সব ক্রেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন দেবপাড়া চা বাগানের একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চা বাগানে একাধিক স্বনির্ভর গোষ্ঠী থাকলে� কিন্তু কর্মী নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটি গোষ্ঠীকেই কাজের সুযোগ দেওয়া হয়েছে। ফলে বাকি গোষ্ঠীগুলি সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। বর্তমানে দেবপাড়া চা বাগান বন্ধ থাকায় আর্থিক সংকটে রয়েছেন সেখানকার মহিলারা। এই অবস্থায় সকল স্বনির্ভর গোষ্ঠীকে পর্যায়ক্রমে কাজ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সেই দাবিতেই ক্রেশ হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং সকল স্বনির্ভর গোষ্ঠীকে সমান সুযোগ দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। পাশাপাশি ক্রেশ হাউজে তালা লাগিয়ে দেন অন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ১) ক্ষুদ্ধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সোমা নায়েক। ২) আন্দলোনকারি মহিলা সুস্মা লাকড়া।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KBKamalakshya Bhattacharjee
Dec 17, 2025 10:25:00
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 17, 2025 10:24:49
Kolkata, West Bengal:শমীকঃ আবার বিজিবিএস। আবার শিল্পায়নের স্বপ্ন দেখানো। শমীকঃ রাজ্যের শিল্প সম্ভাবনা, বিনিয়োগের হাল পুস্তিকা আকারে বিরোধী দলনেতা তুলে ধরবেন। এ রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস করা হয়েছে। ভারী শিল্প ছাড়া রাজ্যের ঘুরে দাড়ানোর কোনও সম্ভাবনা নেই। শমীকঃ সর্বশেষ নাটক। মেসি। শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। উদ্যোক্তাকে গ্রেফতার করে কী হবে? টিকিট যারা কেটে ঢুকেছে বাচ্চা বাচ্চাদের গ্রেফতার করা হয়েছে। গোটা তৃণমূল যুক্ত প্রাতিষ্ঠানিক লুঠে। ডিজিকে কে পরিচালনা করেন? শমীকঃ যে যত চ্যালেঞ্জ নিক, যতই গাঁজা কেস দিয়ে কর্মীদের জেলে ঢোকাক, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর জানে তৃণমূলের বিসর্জন। লড়াই বিজেপির সঙ্গে নয়, সাধারণমানুষ স্থির করে নিয়েছেন।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 17, 2025 09:54:26
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 17, 2025 09:46:28
Dihierench, West Bengal:প্রায় দুমাস পর তমলুকের মিলনগরে দিনে দুপুরে ডাকাতির ঘটনার মূল পাণ্ডা দুজনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সঙ্গে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ প্রায় দশ লক্ষ টাকার সোনার गहনা। দুর্গাপূজার আগে দিনে দুপুরে তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতি হয়। দোকানে ভিতরে বন্ধুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করে। এরপরে প্রায় চার দিন পর গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতিকে। তবে মূল পান্ডাদের গ্রেফতার করতে পেরেছিলনা। আগড়া, উত্তরপ্রদেশে থেকে একজন, গাজিয়াবাদ থেকে আরো এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।উদ্ধার করা হয় দশ কার্তুজ পিস্তল এবং সোনার চেন。
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 17, 2025 09:43:38
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার ২৪ ঘন্টার মধ্যে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে অপসারণ করে প্রশাসকের দায়িত্বে বসলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । আজ পুরুলিয়া পৌরসভার দায়িত্বভার তুলে দিয়ে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ প্রাক্তন কাউন্সিলার এবং পৌরসভার কর্মীরা। এই নির্দেশিকার প্রতিবাদে কলকাতা उच्च আদালতের দ্বারস্থ হওয়ার হুসুয়ারি দিলেন বিরোধী বিজেপি কাউন্সিলাররা। গতকাল পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর। নতুন করে পৌরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত পুরুলিয়া সদর মহকুমা শাসক পুরুলিয়া পৌরসভার দায়িত্ব সামলানোর নির্দেশিকা জারি করা হয় । ঘটনার পর আজ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বভার নিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । জানা যায়, গত ১৯ নভেম্বর নাগরিক পরিষেবা দিতে ব্যার্থ পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড কেন ভেঙ্গে দেওয়া হবে না ? এই জবाब চেয়ে পৌরপ্রধান এবং বোর্ডের সদস্যদের কাছে শোকজ নোটিশ আসে। সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দেয় পৌরপ্রধান। সেই জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । গতকালই পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বিষয়ে পুরুলিয়া পৌরসভা পরিচালনার নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । বিদায়ী পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার পর সেই দায়িত্ব সদর মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হলো । পুরুলিয়া সদর মহকুমা শাসক বলেন, রাজ্যের নির্দেশিকার পর পৌরসভার দায়িত্বভার নেওয়া হলো । বিজেপি কাউন্সিলারদের অভিযোগ, অনৈতিক ভাবে পৌর বোর্ড ভাঙ্গা হয়েছে । এতে মানুষের সমস্যার সমাধান হবে না । এবিষয়ে আগামিদিকে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হবো। শহরবাসীর অভিযোগ, পৌর পরিষেবা থেকে বঞ্চিত ছিল পুরুলিয়া পৌরবাসী । এবার পুরুলিয়া পৌরসভার দায়িত্ব নিলেন মহকুমা শাসক । এবার হয়তো সমস্ত পরিষেবা পাবে পৌরসভা। বাইট: ১) নবেন্দু মাহালি (পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভনের) ২) উৎপল কুমার ঘোষ (পুরুলিয়া সদর মহকুমা শাসক) ৩) প্রদীপ মুখার্জী (বিজেপি কাউন্সিলার, পুরুলিয়া পৌরসভা) ৪) সৌমেন চট্টরাজ (পুরুলিয়া শহরবাসী)
0
comment0
Report
MDMritunjay Das
Dec 17, 2025 09:40:14
Bankura, West Bengal:বকেয়া ৪ মাসের বেতন মেটানোর দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তুমুল বিক্ষোভ দফতরের পাম্প ও ভাল্ভ অপারেটরদের কারো ৩ মাস আবার কারো মাস মাইনে বকেয়া রয়েছে ৪ মাস। বকেয়া মেটানোর দাবিতে ইতিমধ্যে কখনো জেলা শাসকের দফতরে আবার কখনো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তারপরেও বকেয়া বেতন না পেয়ে এবার বাঁকুড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন দফতরের ঠিকা সংস্থার প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার। বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগ­ti দফতরে সবমিলিয়ে ঠিকা ভিত্তিক প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার কর্মরত আছেন। ঠিকা এই কর্মীদের বেতন সামান্য। তাঁদের সকলেরই মাসিক বেতন ১০ হাজারের আশপাশে। সামান্য ওই বেতনে সংসার চালাতে রীতিমত হিমসিম খান ওই কর্মীরা। গোদের উপর বিষফোঁড়ার মতো বেশ কিছুদিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছে তাঁদের বেতন। এই কর্মীদের কারো ৩ মাসের আবার কারো ৪ মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। বকেয়া বেতন মেটানোর দাবিতে এর আগে জেলা শাসকের দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা। তারপরেও বেতন মেটানোর ব্যপারে কোনো উদ্যোগ চোখে না পড়ায় আজ জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। অবিলম্বে ওই বকেয়া বেতন না মেটালে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাম্প ও ভাল্ব অপারেটাররা।
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 09:16:54
Siliguri, West Bengal:রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে শিলিগুড়িতে ‘উন্নয়নের পাঁচালী’ টেবলো রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতেই শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ টেবলো প্রচার। বৃহস্পতিবার এই ট이블োর সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতাম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা। মেয়র গৌতাম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প—যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। ‘উন্নয়নের পাঁচালী’ টেবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি ডাবগ্রাম-ফুলবাড়ী ও সংলগ্ন আরও বেশ কয়েকটি এলাকায় পরিক্রমা করবে। মেয়র আরও বলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। এই সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও জনবহুল এলাকায় গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, উন্নয়নের কাজ শুধু করা নয়, সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
0
comment0
Report
Advertisement
Back to top