Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाइगुड़ी में SIR कैंप का उद्घाटन, तृणमूल ने बीजेपी पर एक हाथ उठा लिया

PDPradyut Das
Nov 05, 2025 03:36:50
Jalpaiguri, West Bengal
ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে SIR শিবিরের উদ্বোধন জলপাইগুড়ি তে। বাংলার ভোট রক্ষা শিবির, জলপাইগুড়িতে ময়দানে তৃণমূল । জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সদর ব্লক ২ রাজগঞ্জ বিধানসভায় ডেঙ্গুয়াঝার বাজার এলাকায় এই শিবির বসেছে। SIR সংক্রান্ত যে কোন বিষয়ে ভোটারদের এই ক্যাম্প থেকে সুবিধা মিলবে বলে সদর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনয় রায় জানান। ফিতে কেটে শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতা কর্মীরা। এই শিবির থেকে এস আই আর নিয়ে বিজেপিকে এক হাত নেন তৃণমূল নেতাকর্মীরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Nov 05, 2025 07:04:49
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 05, 2025 07:04:00
Dihierench, West Bengal:কাঁথিতে এসআইআর নিয়ে বিভ্রান্তি এড়াতে সিপিআইএমের উদ্যোগ — ভোটার সহায়তা কেন্দ্রে ভিড় সাধারণ মানুষের এস আই আর (SIR) নিয়ে ছড়ানো বিভ্রান্তি ও গুজবের মোকাবিলায় উদ্যোগী হল সিপিএম। নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে কাঁথির মারিশদা লোকাল কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুরের বেতালিয়া অঞ্চলের ৭২ নম্বর বুথে চলছে ভোটার সহায়তা কেন্দ্র শিবির। এই শিবিরে বহু মানুষ আসছেন ও যাচ্ছেন, ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করছেন এবং এস আই আর নিয়ে তৈরি হওয়া আতঙ্ক থেকে নিজেদের মুক্ত করছেন। সিপিআইএম নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ভোটার তালিকা সংশোধনে সহযোগিতা করা। বাইট ঝাড়েশ্বর বেরা সিপিএম নেতা। বাইট ভোটার গান।
0
comment0
Report
SMSubhasis Mandal
Nov 05, 2025 07:03:20
Howrah, West Bengal:নিখোঁজ দ্বিতীয় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উলুবেড়িয়ার বানীতলার ঘটনা। মরিত ছাত্রীর নাম রিয়া প্রামাণিক ( ৭) জানাগেছে গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে বিকালে প্রতিদিনের মতই বাড়ির কাছাকাছি সাইকেল চালাচ্ছিল রিয়া। তারপর থেকে পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রী রিয়া প্রামাণিককে। রাতেই পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ ঘটনা জানানো হয় পুলিশকে পুলিশ ঘটনা স্থলে এসে এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ রাতেই উলুবেড়িয়া থানায় নিঁখোজের অভিযোগ হয়। আজ সকালে বাড়ির পাশের একটি پুকور থেকে দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রীর দেহ ভেসে থাকতে দেখা যায় । নিছক پুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনা নাকি অন্য কিছু পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 07:02:55
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়া এলাকায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙ্গে গিয়েছে পেভার ব্লগের নবনির্মিত রাস্তা, যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা এমনকি জরুরি কালীন এম্বুলেন্স পরিষেবা নিয়েও ভীষণ চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা বলে অভিযোগ। অতি সত্বর রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি এলাকার বাসিন্দাদের একাংশের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়াতে। उल्लेख্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় নির্মিত হয়েছে বোয়ালমারী হাস্পাতাল ভায়া সন্ন্যাসী পাড়া টু তিস্তা বাঁধ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা।নির্মাণের ছয় মাসের মধ্যেই রাস্তা সন্ন্যাসী পাড়ার ক্যানেল এলাকায় ভেঙে পড়ে।এখনো সেই রাস্তা মেরামতি করা হয়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা পরিমল বারুরি যমুনা রায়,, সোভা রায় কৃত্তিবাস চক্রবর্তী কালাচাঁদ মন্ডল রা বলেন নির্মাণের ছয় মাসের মধ্যেই ভেঙ্গে গিয়েছে এই রাস্তা। বর্তমানে এক চরম সমস্যার মধ্য দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে রাস্তা মেরামতি করার আবেদন রাখছি। আর মেরামতি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো আমরা।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 07:02:37
Jalpaiguri, West Bengal:SIR আবহে চিন্তায় ঘুম উড়েছে। সাত সকালে গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ, ভয়ে আতঙ্কে ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন জলপাইগুড়ির ৬০ উর্দ্ধ বৃদ্ধা। জলপাইগুড়িতে সাতসকালে SIR আতঙ্কে কেঁদে ভাসালেন ৬০ উর্দ্ধ বৃদ্ধা। চিন্তায়ঘুম উড়েছে জলপাইগুড়ির আলেয়া খাতুনের। সূর্যের আলো ফুটতেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ আলেয়া।ভোটের ফটো হারিয়ে গেছে, স্বামীর কোন পরিচয় পত্র কিছুই নেই, হারিয়ে গেছে বলে দাবি আলিয়া খাতুনের। ডেঙ্গুয়াঝার এলাকায় ছেলের বাড়িতে বর্তমানে রয়েছি। রাণীনগর চেওরাপাড়ায় বসবাস করি। বুধবার সকালে হাঁটা-টুটা, প্রধানের দ্বারস্থ চোখে জল, আলেয়া দেবীর বক্তব্য অনেকেই বলছেন পুলিশ ধরে নিয়ে যাবে। SIR চালু হয়েছে। আমাকে এখন কী করব বুঝতে পারছি না। তাই প্রধানের দ্বারস্থ হয়েছি। আমার এবং স্বামীর পরিচয় পত্র ভোটার কার্ড হারিয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে পরিবারের প্রায় ১০ জন লোক। ছেলেমেয়েদের কি হবে সেটাই এখন চিন্তায় রয়েছি। আইন পুলিশে কোনদিন পড়িনি। অনেকে বলছেন পুলিশ ধরে নিয়ে যাবে। সেই কারণে আরো চিন্তা বাড়ছে। ভোট তো দিয়েছি কিন্তু now what হবে সেটাই। তাই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েছি। এরকম আলেয়া হয়তো অনেক রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো এ সব মানুষদের সুপরামর্শ ও পাশে থেকে বোঝানো ও সচেতনতা করা। এদিকে, বেলা বাড়তেই পাহাড়পুর পঞ্চায়েতের প্রধানের কাছে ভিড় বাড়ে বাসিন্দাদের। প্রত্যেকেরই চোখেমুখে এস আই আর নিয়ে আতঙ্ক। ২০০২ লিস্টে অনেকেরই নিজের বা পরিবারের নাম নেই। তাঁরা কী করবেন ভেবে পাচ্ছেন না। তৃণমূল প্রধান অনিতা রাউত বলেন, বৈধ ভোটারদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা মানুষজনকে সহায়তা করার জন্য ক্যাম্প চালু করেছি.
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 07:02:16
Jalpaiguri, West Bengal:SIR আবহে চিন্তায় ঘুম উড়েছে। সাত সকালে গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ, ভয়ের আতঙ্কে ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন জলপাইগুড়ির ৬০ উর্ধ্ব বৃদ্ধা। জলপাইগুড়িতে সাতসকালে SIR আতঙ্কে কেঁদে ভাসালেন ৬০ উর্দ্ধ বৃদ্ধা। চিন্তায় ঘুম উড়েছে জলপাইগুড়ির আলেয়া খাতুনের। সূর্যের আলো ফুটতেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ আলেয়া।ভোটার কার্ড হারিয়ে গেছে, স্বামীর কোন পরিচয় পত্র কিছুই নেই, হারিয়ে গেছে বলে দাবি আলিয়া খাতুনের। ডেঙ্গুয়াঝার এলাকায় ছেলের বাড়িতে বর্তমানে রয়েছি। রাণীনগর চেওরাপাড়ায় বসবাস করি। বুধবার সকালে হন্যে হয়ে প্রধানের দ্বারস্থ চোখে জল, আলেয়া দেবীর বক্তব্য অনেকেই বলছেন পুলিশ ধরে নিয়ে যাবে। SIR চালু হয়েছে। এমতাবস্থায় কি করব বুঝতে পারছি না। তাই প্রধানের দ্বারস্থ হয়েছে। আমার এবং স্বামীর পরিচয় পত্র ভোটার কার্ড হারিয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে পরিবারের প্রায় ১০ জন লোক। ছেলেমেয়েদের কি হবে সেটাই এখন চিন্তায় হিসেবে। আইন পুলিশে কোনদিন পড়িনি। অনেকে বলছে পুলিশ ধরে নিয়ে যাবে। সেই কারণে আরো চিন্তা বাড়ছে। ভোট তো দিয়েছি কিন্তু এখন কি হবে সেটাই। তাই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েছে। এরকম আলেয়া হয়তো অনেক রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সব থেকে বড় চ্যালেঞ্জ এই সব মানুষদের সুপরামর্শ এবং পাশে থেকে বোঝানো এবং সচেতনতা করা। এরই পাশাপাশি, বেলা বাড়তেই গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ মানুষজনেরা। SIR আতঙ্কে। ২০০২ সালের লিস্টে অনেকেরই নাম নেই, কি করবেন ভেবে পাচ্ছেন না তারা। তৃণমূল প্রধান অনিতা রাউত বলেন SIR শিবির চালু হয়েছে। তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 07:01:54
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়ায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই পেভার ব্লকের রাস্তা ভেঙে গিয়েছে, যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে এবং জরুরি মুহূর্তে এম্বুলেন্স পরিষেবা নিয়েও ভয়ঙ্কর চিন্তায় পড়েছেন এলাকাবাসীরা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় বোয়ালমারী হাস্পাতাল সংলগ্ন সন্ন্যাসী পাড়া থেকে তিস্তা বাঁধ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা নির্মাণ করা হয়েছিল; নির্মাণের ছয় মাসের মধ্যে রাস্তা ক্যানেল এলাকায় ভেঙে পড়ে। এখনও মেরামতি হয়েছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা পারিমল বারুরি, যমুনা রায়, সোভা রায় কৃত্তিবас, কালাচাঁদ মন্ডল ইত্যাদি বলেন ছয় মাসের মধ্যে ভেঙে গেছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। সংশ্লিষ্ট দপ্তরের কাছে মেরামতির আবেদন; না হলে বৃহৎ আন্দোলনের হুমকি।
0
comment0
Report
RDRaktima das
Nov 05, 2025 06:22:31
Kolkata, West Bengal:ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ফর্ম বিতরণ শুরু হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে এই ফর্ম বিল করছেন বিএলওরা। এরইমধ্যে আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে খবর, আগামী ৮ নভেম্বর পর্যন্ত তিনটি জেলায় পরিদর্শন করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, টিমটি কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি—এই তিন জেলায় পরিদর্শনে যাবেন। মূলত BLO-দের কাজের মান ও প্রক্রিয়ার গুণমান খতিয়ে দেখাই তাঁদের লক্ষ্য। জানা যাচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে এই পরিদর্শক দলে থাকছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোসি, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও অভিনব আগরওয়াল। তাঁদের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর থেকে নতুন নাম সংযোজন শুরু হবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 05, 2025 06:21:16
Dihierench, West Bengal:*দীর্ঘায় আজ সমুদ্রস্নানে লক্ষাধিক পূর্ণার্থীদের ভিড়, বহু দূর দুরান্ত থেকে এসেছেন তারা।* আজ রাসপূর্ণিমা — হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি। এই দিনটিতে বহু মহিলা ও ভক্তজন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। পাঁচ দিন ধরে ব্রত ও উপবাস পালনের পর আজকের দিনেই সেই ব্রতের পরিসমাপ্তি ঘটে পবিত্র সমুদ্র স্নানের মধ্য দিয়ে। প্রতিবছরের মতোই এবারও দীঘার সমুদ্র সৈকতে লক্ষাধিক পুন্যার্থী ভিড় জমিয়েছেন রাসপূর্ণিমার পুণ্যস্নান উপলক্ষে। ভোর থেকেই দীঘার সমুদ্রতটে শুরু হয়েছে ধর্মীয় আচার পালনের পাশাপাশি গঙ্গাজল, ফুল, প্রদীপ ও ধূপ দিয়ে পূজা অর্চনা। শাস্ত্রমতে, এই দিনে সমুদ্র স্নান করলে পাপ মোচন হয় এবং মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। বহু নারী-পুরুষ, পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন দীঘায় এই স্নানের জন্য। দীঘার প্রশাসনও নিরাপত্তার ব্যাপারে কড়া নজরদারি রেখেছে। পর্যাপ্ত পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আলোয় সাজানো দীঘার সৈকত আজ ধর্মীয় আবহে মুখর — ভক্তদের “হরিবোল” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সমুদ্রতট।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 05, 2025 06:20:59
Barrackpore, Kolkata, West Bengal:ব্যারাকপুরের ১৫ নং ওয়ার্ডে আক্রান্ত BLA 2, অভিযোগ তৃণমূলের দিকে, এর আলাদা ঘটনা বলে, এড়িয়ে গেলেন পৌরপ্রধান উত্তম দাস, হুমকি অর্জুনের ব্যারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথের BLO2 বিশ্বজিৎ কর কে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ করের অভিযোগ যখন সে BLO 1 এর সাথে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূলের কর্মিরা, তারপর তাকে মারধর করে。 বাইটঃ- বিশ্বজিৎ কর( blo2 বিজেপির কর্মি) তবে ব্যারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস বিষয়টি ধামাচাপা দিয়ে জানান, এটা SIR এর কোন ব্যাপার নেই।নিজেদের কোন এলাকার ঝামেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।যদি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে。 বাইটঃ- উত্তম দাস( পৌরপ্রধান ব্যারাকপুর পুরসভা) তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাফ জবাব ফাকা কলসি বেশি আওয়াজ দিচ্ছে।আমরা জল ভরে দিলেই আর বেশী আওয়াজ করতে পারবে না তৃণমূল。 বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ) তবে ব্যারাকপুরের মহকুমা শাসক এই নিয়ে মুখ খুলতে চান নি। তিনি জানিয়েছেন প্রশাসন ব্যবস্থা নেবে。
0
comment0
Report
ABArup Basak
Nov 05, 2025 06:16:17
Mal Bazar, West Bengal:চা বাগানের ন্যূনতম মজুরি ও আলাদা প্রশাসনিক ব্যবস্থার দাবিতে সরব বিমল গুরুং... পাহাড়, ডুয়ার্স ও তরাইয়ের চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি নিয়ে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের প্রতি সরব হলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা ও টন্ডু চা বাগান পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, এখনও পর্যন্ত চা শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছেন না বলেই দলে দলে শ্রমিক রুটি-রুজির সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। যদি ন্যূনতম মজুরি কার্যকর হয়, তাহলে দিনে অন্তত ৪০০ টাকার বেশি আয় করা সম্ভব হবে। তাতে ঘরের লোক ঘরেই থাকবে। এদিন তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে কেন্দ্র ও রাজ্যের উভয় শাসক দলই যেন তাদের ইস্তেহারে চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি অন্তর্ভুক্ত করে। শুধু শ্রমিকদের মজুরি নয়, ডুয়ার্স, তরাই ও পাহাড়ের জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থারও দাবি জানান বিমল গুরুং। তাঁর বক্তব্য, ডুয়ার্সের উন্নয়ন বঞ্চনার কারণেই আমি একসময় জিটিএ ছেড়েছিলাম। এখানকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ই দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাই রাজনীতি নয়, মানুষের সামগ্রিক উন্নতির জন্যই এক সূত্রে গাঁথা আলাদা ব্যবস্থার প্রয়োজন。 মোর্চা সুপ্রিমো এদিন প্রথমে নাগরাকাটার টন্ডু চা বাগানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, পরে যান বামনডাঙ্গায়। তিনি বলেন, মানুষের দুর্দিনে পাশে থাকার জন্যই এই সফর। পাহাড়েও বৃষ্টি ও ধ্বসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও তিনি বিভিন্ন এলাকায় গিয়েছেন。 চা বাগানের আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের ঐক্যের কথা উল্লেখ করে গুরুং বলেন, এই দুই সম্প্রদায় ঐতিহ্যগতভাবে একে অপরের সঙ্গে যুক্ত।
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 06:15:59
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়া এলাকায় নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙ্গে গিয়েছে পেভার ব্লগের নবনির্মিত রাস্তা, যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন area's বাসিন্দারা এমনকি জরুরি কালীন এম্বুলেন্স পরিষেবা নিয়েও ভীষণ চিন্তায় পড়েছেন এলাকার বাসন্দারা বলে অভিযোগ। অতি সত্বর রাস্তা মেরামত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি এলাকার বাসিন্দাদের একাংশের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলে সন্ন্যাসী পাড়াতে। উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় নির্মিত হয়েছে বোয়ালমারী হাস্পাতাল ভায়া সন্ন্যাসী পাড়া টু তিস্তা বাঁধ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা।নির্মাণের ছয় মাসের মধ্যেই রাস্তা সন্ন্যাসী পাড়ার ক্যানেল এলাকায় ভেঙ্গে পড়ে।এখনো সেই রাস্তা মেরামতি করা হয়েছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা পরিমল বারুরি যমুনা রায়, সোভা রায় কৃত্তিবাস চক্রবর্তী কালাচাঁদ মন্ডল রা বলেন নির্মাণের ছয় মাসের মধ্যেই ভেঙ্গে গিয়েছে এই রাস্তা। বর্তমানে এক চরম সমস্যার মধ্য দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে রাস্তা মেরামতি করার আবেদন রাখছি। আর মেরামতি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো আমরা।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 05, 2025 06:15:43
Barrackpore, Kolkata, West Bengal:ব্যারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের ১০৮ নং বুথের BLO2 বিশ্বজিৎ কর কে মারধরের অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে। বিশ্বজিৎ করের অভিযোগ যখন সে BLO ১ এর সাথে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃনমুলের কর্মিদেরারা, তারপর তাকে মারধর করে। বাইটঃ- বিশ্বজিৎ কর( blo2 বিজেপির কর্মি) তবে ব্যারাকপুর পুরসভার পৌরপ্রধান উত্তম দাস বিষয়টি ধামাচাপা দিয়ে জানান, এটা SIR এর কোন ব্যাপার নেই।নিজেদের কোন area's ঝামেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।যদি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। বাইটঃ- উত্তম দাস( পৌরপ্রধান ব্যারাকপুর পুরসভা) তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাফ জবাব ফাকা কলসি বেশি আওয়াজ দিচ্ছে।আমরা জল ভরে দিলেই আর বেশী আওয়াজ করতে পারবে না তৃনমুল। তবে ব্যারাকপুরের মহকুমা শাসক এই নিয়ে মুখ খুলতে চান নি। তিনি জানিয়েছেন প্রশাসন ব্যবস্থা নেবে।
0
comment0
Report
Advertisement
Back to top