Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

उलुबेड़िया में दूसरी कक्षा की छात्रा रिया प्रामाणिक की शव पुकुर से बरामद, जाँच

SMSubhasis Mandal
Nov 05, 2025 07:03:20
Howrah, West Bengal
নিখোঁজ দ্বিতীয় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উলুবেড়িয়ার বানীতলার ঘটনা। মরিত ছাত্রীর নাম রিয়া প্রামাণিক ( ৭) জানাগেছে গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে বিকালে প্রতিদিনের মতই বাড়ির কাছাকাছি সাইকেল চালাচ্ছিল রিয়া। তারপর থেকে পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রী রিয়া প্রামাণিককে। রাতেই পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ ঘটনা জানানো হয় পুলিশকে পুলিশ ঘটনা স্থলে এসে এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ রাতেই উলুবেড়িয়া থানায় নিঁখোজের অভিযোগ হয়। আজ সকালে বাড়ির পাশের একটি پুকور থেকে দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রীর দেহ ভেসে থাকতে দেখা যায় । নিছক پুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনা নাকি অন্য কিছু পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Nov 05, 2025 10:15:34
Kolkata, West Bengal:নিম্নচাপ অনেকটা সরে গেল বাংলাদেশের দিকে। দুর্বল হয়ে এই মুহূর্তে সেটি একটি ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গে এমনকি উপকূলের জেলাতেও আর উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা থাকল না এই সপ্তাহে। উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার খুব সামান্য বৃষ্টি ছাড়া রাজ্যে চলতি সপ্তাহে আর বৃষ্টির কোনো পূর্বাভাস দিল না আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী ৫ দিন দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদের খুব উল্লেখযোগ্য উত্থান পতন ঘটছে না। উত্তরের শীতের পরশ। চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামতে পারে। উত্তরের সমতল বা তরাই ডুয়ার্স এলাকাতেও মনোরম শুষ্ক আবহাওয়া এবং রাতে ভোরে হালকা হিমের পরশ। বিগত ৩০ বছরের নিরিখে চলতি নভেম্বর মাসের প্রথম ৫ দিনের রাতের পারদ স্বাভাবিকের নিচে। বাংলার স্থলভাগে ঘূর্ণাবর্তের কোনো উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল ভোর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 05, 2025 10:09:21
Dinajpur, Rangpur Division:০৪/১১/২৫ রাতে (রাত ৯টা ও রাত ১১টা ১৫ মিনিটে) হরিরামপুর থানার কাছে গোপন সুত্রে খবর আসে এসআই শুভঙ্কর চক্রবর্তী ও তাঁর পুলিশ টিম মালদা জেলার গাজোল থানার বাসীন্দা দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ১) রানা শেখ ওরফে সোহেল রানা (বয়স ২৮ বছর), বাসিন্দা দোহচি, বাবুপুর ২) মাবুদ মিয়া (বয়স ৩৭ বছর), বাসিন্দা মহাতৌর, কাটিকান্দর। হরিরামপুর থানার কাছে খবর আস্তে পুলিশ তল্লাশি শুরু করে এবং সন্ধিগ্ধ দুই ব্যক্তিকে পুন্ডরি আঞ্চলিক অফিস মোড় থেকে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে আনুমানিক ৭০৬ গ্রাম অপরিশোধিত (ব্রাউন সুগারের তৃতীয় ধাপের) মাদকদ্রব্য, যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা, উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়েছে — হারিরামপুর থানার মামলা নম্বর ২১৭/২৫, তারিখ ০৪/১১/২৫, ধারা ২১(সি)/২৯ এনডিপিএস আইন, ১৯৮৫ অনুযায়ী কেস শুরু করছে পুলিশ। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে আদালতে তুলা হয়েছে তদন্তের জন্য আগামী सात দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 05, 2025 09:54:40
Dinajpur, Rangpur Division:কুমারগঞ্জ, ৫ নভেম্বর: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ মৃতের নাম রসিদুল মন্ডল। বাড়ি কুমারগঞ্জে কেশরাইল। পেশায় কাঠুরে। বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাপাড়া এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ এদিকে ঘটনার পর পলাতক লরির চালক৷ তবে লরিটিকে আটকে রেখেছেন স্থানীয়রা৷ এদিন এমন ঘটনা শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। এদিকে পরে উত্তেজিত জনতা ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ লরিতে কোন পণ্য ছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 05, 2025 09:50:11
Barrackpore, Kolkata, West Bengal:পানিহাটी কালীতলা এলাকায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, অভিযুক্তকে গণধোলাই এলাকার মহিলাদের, এলাকায় উত্তেজনা, অভিযুক্তকে গ্রেপ্তার ঘোলা থানার পুলিশের পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকাতে এক নাবালিকাকে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়ে তার পরিবারের লোকের কাছে নাবলিকা জানানোর পর এলাকার প্রতিবেশীদের বিষয়টি জানায় নাবালিকার পরিবারের লোকজন। আর তারপরেই অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণধোলাই দিলAREA এলাকার মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় আতঙ্কিত নাবালিকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Nov 05, 2025 09:49:53
Kolkata, West Bengal:দুয়ারে বিএলও, বঙ্গে শুরু এসআইআর, আজ উত্তরবঙ্গে কমিশনের প্রতিনিধিদল বিতর্ককে সঙ্গী করেই রাজ্যে শুরু হল ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর। শাসকদল থেকে বিরোধীরা এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন, সেই আবহে রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে প্রায় ১৭ লক্ষ। মঙ্গলবার থেকেই বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন। এটি চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। মঙ্গলবার সকালে একটু ঢিলেমি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এনুমারেশন ফর্ম বিলির সংখ্যা বেড়ে যায়। সিইও দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ১৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম গোটা রাজ্যজুড়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিলি হয়েছে। এরই মধ্যে এসআইআর'র কাজ খতিয়ে দেখতে আজ বুধবার বঙ্গ সফরে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, সাথে থাকবেন ইনেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিষেক আগরওয়াল, প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও। প্রতিনিধি দল উত্তরবঙ্গের বাগডোগরা পৌঁছে কমিশনের প্রতিনিধিদের স্বাগত জানাবেন সিইও, তারা আলিপুরদুয়ারে যাবেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রথম বৈঠক করবেন তারা, এরপর কোচবিহারে জেলাশ্রয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। কোচবিহার থেকে কলকাতায় ফিরে যাবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার কমিশনের তিন প্রতিনিধি জলপাইগুড়িতে এসআইআর'র কাজ খতিয়ে দেখবেন। এদিকে আগে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন জ্ঞানেশ ভারতী, তখন রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা বলা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের জেলা বাদ পড়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৫ জন ভোটারের কাছে বিলি বণ্টন সম্পূর্ণ হবে বলে আশা করছেন। এনুমারেশন ফর্ম পাওয়ার সমস্যা বা ফিলাপের জটিলতা থাকলে ভোটাররা নির্বাচন কমিশনের হেল্প ডেস্কের সাহায্য নিতে পারবেন; জেলা, মহকুমা ও ব্লক স্তরে হেল্প ডেস্ক ব্যবস্থা রাখা হয়েছে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 05, 2025 09:49:39
Kolkata, West Bengal:আজ জন্মদিন শমীক ভট্টাচার্যের বিগত কয়েক বছরে বিজেপির সরাসরি কর্মসূচি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একাধিক বিজেপি নেতারা আজ তাদের সোস্যাল মিডিয়ায় সোচ্চার। সোচ্চার শমীক ভট্টাচার্যের জন্মদিনের অভিনন্দন জানাতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে চলতি সপ্তাহেই রাজ্য বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হওয়ার কথা। শমীক ভট্টাচার্য কার্যত অনড় পুরোনো নেতা কর্মীদের রাজ্য ও জেলা কমিটিতে নিতেই হবে। নাহলে 2026 এ নির্বাচনের লড়াই সহজ হবে না। তাই নতুনের সাথে পুরনোর মিশেল না করলে বিধানসভা নির্বাচনের লড়াই কঠিন হয়ে যাবে। নিচু তলার পুরোনো কর্মীদের উজ্জীবিত ও কাজে না লাগানো গেলে জেতা যাবে না বিধানসভা নির্বাচন। আজ তার জন্মদিনে এই পুরোনো কর্মী ও নেতারা কার্যত তাদের নেতাকে অভিনন্দন জানিয়েছেন তালিকায় রয়েছে দিলীপ ঘোষ সায়ন্তন বসু রিতেশ তিয়ারি রাজু ব্যানার্জী। শ্যামল বণিক থেকে শুরু করে প্রত্যেকে।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 05, 2025 09:48:30
Dinajpur, Rangpur Division:আতঙ্ক কেটেছে। এখন বি এল আর ও রা বাড়ি বাড়ি আসছেন। ফর্ম দিয়ে যাচ্ছেন এবং এলাকার মানুষ অত্যন্ত সাদরে সেই ফর্ম নিয়ে তা পূরণ করার প্রক্রিয়া শুরু করেছেন। এস আই আর নিয়ে যেভাবে আতঙ্ক ছড়িয়েছিল যতদিন এগিয়েছে আতঙ্ক কমেছে। এখন সকলেই এসআইআর নিয়ে আর চিন্তিত নয়। কুশমন্ডির করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বুধবার সকাল থেকেই বুথ লেভেল অফিসারেরা কাজ শুরু করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া নিবিড় ভোটার সমীক্ষার কাজ বুধবারে জেলা সর্বত্র হয়েছে। বি এল ও সহ অন্যান্য আধিকারিকরা বাড়িতে বাড়িয়ে নি ফর্ম দিয়েছেন এবং সেই ফর্ম হাতে নিয়ে খুশি গ্রামবাসীরা। কুশমন্ডি র বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। এই সমস্ত অঞ্চলে পার্টির পক্ষ থেকেও বিশেষত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে তার ব্যবস্থা করা হয়েছে। বাড়ি বাড়ি জেরক্স করে পৌঁছে দেওয়া হয়েছে ২০০২ ও ২০ ২৪ এর ভোটার লিস্ট। এ ছাড়াও যে সমস্ত মানুষের নামের বানান ভুল ছিল সেগুলিও বিগত কয়েক মাসের চেষ্টায় ঠিক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের সর্বত্র যখন এস আই আর নিয়ে আতঙ্ক ও গুজব ছড়াচ্ছে তখন কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় করঞ্জি গ্রাম পঞ্চায়েতেঢ andere ছবি। কোন আতঙ্ক ছাড়াই সাধারণ মানুষ এসআইআর এর ফরম নিচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 05, 2025 09:48:10
Dinajpur, Rangpur Division:আতঙ্ক কেটেছে। এখন বি এল আর ও রা বাড়ি বাড়ি আসছেন। ফর্ম দিয়ে যাচ্ছেন এবং এলাকার মানুষ অত্যন্ত সাদরে সেই ফর্ম নিয়ে তা পূরণ করার প্রক্রিয়া শুরু করেছেন। এস আই আর নিয়ে যেভাবে আতঙ্ক ছড়িয়েছিল যতদিন এগিয়েছে আতঙ্ক কমেছে। এখন সকলেই এসআইআর নিয়ে আর চিন্তিত নয়। কুশমন্ডির করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় বুধবার সকাল থেকেই বুথ লেভেল অফিসারেরা কাজ শুরু করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া নিবিড় ভোটার সমীক্ষার কাজ বুধবারে জেলা সর্বত্র হয়েছে। বি এল ও সহ অন্যান্য আধিকারিকরা বাড়িতে বাড়িয়ে জেরক্স করে পৌঁছে দেওয়া হয়েছে ২০০২ ও ২০ ২৪ এর ভোটার লিস্ট। এ ছাড়াও যে সমস্ত মানুষের নামের বানান ভুল ছিল সেগুলিও বিগত কয়েক মাসের চেষ্টায় ঠিক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের সর্বত্র যখন এস আই আর নিয়ে আতঙ্ক ও গুজব ছড়াচ্ছে তখন কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা কুশমন্ডির কর 진্ জি গ্রাম পঞ্চায়েতে অন্য ছবি। কোন আতঙ্ক ছাড়াই সাধারণ মানুষ এস আই আর এর ফরম নিচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন।
0
comment0
Report
BBBimal Basu
Nov 05, 2025 09:02:50
0
comment0
Report
Advertisement
Back to top