Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के पहाड़पुर में दुर्गापूजा-सम्प्रदायिक मेला सभी धर्मों का संयुक्त उत्सव

PDPradyut Das
Oct 03, 2025 06:47:27
Jalpaiguri, West Bengal
ধামসা মাদলের তালে উত্তরের চা বলয়ে শ্রমিকরা মাতলেন নাচের মেলায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন ডেঙ্গুয়াঝাড় টিজি দুর্গাপূজা ও মেলা কমিটির দুর্গোৎসব যেন ধর্মীয় সম্প্রীতির প্রতীক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই মিলে প্রায় দুই দশক ধরে এখানে দুর্গাপুজো হয়। এলাকাবাসীর দাবি, বহু বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক এই পুজোকে সরকার স্বীকৃতি দিক। বিজয়া দশমীতে এই মেলার আয়োজন হয়। বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও উপেক্ষা করে সন্ধ্যার পর থেকেই মানুষের ঢল নামে মেলায়। রাত যত বাড়ে ততই ধীর বারে এই নাচের মেলায় ( স্থানীয়দের ভাষায় বলা হয় নাচনা মেলা ) স্থানীয়রা জানান, এই উৎসবই জলপাইগুড়ির মিলনমেলার আসল পরিচয়। মেলায় আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। অতিথি হিসাবে উপস্থিত তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ অনেকে। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে এই মেলায় আগত সকলেই আনন্দে মেতে উঠেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Oct 03, 2025 09:05:25
0
comment0
Report
ABArup Basak
Oct 03, 2025 09:05:11
Mal Bazar, West Bengal:দুর্গা পুজোর পর মা ভান্ডানি পুজোয় উদ্বোধন হলো। একাদশীর দিনে হয় মা ভান্ডানীর পুজো ও মেলা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা মিলন সংঘের পরিচালনায় এবার ৪৬ তম সার্বজনীন শ্রী শ্রী বনদুর্গা পূজা বা মা ভান্ডানী পুজোর উদ্বোধন করা হলো। আজ হবে পুজো ও মিলন মেলা। প্রদীপ প্রজ্জ্বলিত করে এই পুজোর উদ্বোধন করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা, জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি, রেজাউল বাকী। কথিত আছে মা দুর্গার আরেক রূপ মা ভান্ডানি। অর্থাৎ এই এলাকার শস্যশ্যামলো এবং জিনিসের অধিকর্তি মা ভান্ডানী, সকল ভান্ডারের মালিক বা রক্ষাকর্তি মা ভান্ডানী। মা দুর্গা যখন মত্তে আসেন কয়েকদিন পূজিত হওয়ার পর দশমীতে চলে যান স্বর্গলোকে। ঠিক সেই সময় দশমীর পরের দিন মা দুর্গা ভান্ডানি রূপে এখানে একদিন রাত্রি বাস করে, একাদশী তিথিতে। এখানে মা ভান্ডানি চারহাত বিশিষ্ট এবং সঙ্গে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এবং সিংহের উপরে বিরাজমান।বর্তমানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে মিলিত হয় বলে মন্দির কমিটি থেকে জানা যায়।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:04:55
Chinsurah, West Bengal:ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেন থেকে পরে গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক।চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,হুগলির কোন্নগরে আত্মীয় বাড়ি সেখানে গতকাল ঠাকুর দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে। রাত প্রায় ন’টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির ওই যুবক।চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তার। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিশকে খবর দেন।জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক。 পরিবারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় আত্মীয়ের বাড়ি কোন্নগরে এসেছিলেন মৃন্ময়। ঠাকুর দেখে ফেরার পথেই ঘটে যায় এই দুর্ঘটনা।কি ভাবে চলন্ত ট্রেন থেকে পরে গেলো তা খতিয়ে দেখছে রেল পুলিশ::
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:04:45
Chinsurah, West Bengal:ক্ষনিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল পুজো প্যান্ডেল。 মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মন্ডপ থেকে বাড়ির চাল আমগাছের ডাল।মন্ডপে লাগানো ঝাড় ভেঙে পরে।শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমন অবস্থা। স্থানীয় সূত্রের খবর, ভোরের বেলা দিকে হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়।হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় বয়ে যায়।ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মন্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গেছে হাওয়ার দাপটে। বড় বড় আম গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপরে। স্থানীয় বাসিন্দারা বলেন, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের।তবে কেউ হতাহত হয়নি। প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছিল শুধু মন্ডপটা দাঁড়িয়ে ছিল।সেটাই ভেঙে পরেছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Oct 03, 2025 09:04:33
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:03:59
Chinsurah, West Bengal:দশমীর রাত মদ খেয়ে চুর,টলে পরে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর! তার আচরনে ক্ষুব্ধ পাবলিক,মারধোর করছে। ভিডিও ভাইরাল শ্রীরামপুরে। সরে দেওয়া হল ট্রাফিক ইন্সপেক্টরকে। দশমীর রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর।তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে।যেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না।টলে পরে যাচ্ছেন। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধোর করে।অন্য পুলিশ কর্মিরা টিআই কে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর এই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি মারধোরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারীক。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:03:48
Chinsurah, West Bengal:গঙ্গায় ফুল বেলপাতা পুজা সামগ্রী ফেলবেন না,বড় বড় অক্ষরে লেখা গঙ্গা ঘাটে।তারপরও দেখা গেলো ফুল মালা বেলপাতা পুজা সামগ্রী তো বটেই প্রতিমার কাঠামো,খড়,দড়ি ভাসছে জলে। হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে গতকাল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।অন্নপূর্ণা ঘাটে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে পুরসভা।বড় বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামানো হচ্ছে।এরপর জল দিয়ে প্রতিমা ধুয়ে কাঠামো উপরে তুলে জরো করে রাখা হচ্ছে। কিন্তু যে ঘাটে হাইড্রা নেই সেই ঘাট গুলোতে প্রতিমা নামিয়ে মাটি ধুয়ে খড় কাঠামো তোলা হয়নি।ফলে গঙ্গাতে পরে রয়েছে।রঙ গলে জলে মিশছে।এতে দূষন হতে পারে গঙ্গায়। পুরসভা সূত্রে জানা গেছে,অনেক রাত পর্যন্ত বিসর্জন হয়েছে।তাই সব ঘাটে কাঠামো তোলা যায়নি।আজও বিসর্জন চলবে।পুরসভার কর্মিরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলবে。 গাড়ি করে কাঠামো তুলে নিয়ে যেতে দেখা গেলো জোড়া ঘাট থেকে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 03, 2025 09:03:34
Chinsurah, West Bengal:ট্রাডিশনাল বিজয়া দশমীর মিষ্টি মিহিদানা সীতা ভোগ তো আছেই রাজনন্দিনী কৈরা ভোগও আছে।ডাব সন্দেশ ক্যাডবেরি রসগোল্লায় এবার বিজয়া দশমী হোক。 ব্যন্ডেলার এক মিষ্টির দোকানে বিজয়ার মিষ্টি কেনার ভীর দেখা যায় সকাল থেকে。 পুজোর চারটে দিন নানা ধরনের খাওয়া দাওয়া চলে কিন্তু দশমীতে প্রতিমা বিসর্জনের পর চলে মিষ্টি মুখ।বাঙালীর দুর্গাপুজোয় ট্রাডিশনাল মিষ্টির সঙ্গে নতুন কিছু মিষ্টি দেদার বিক্রি হচ্ছে。 একটা সময় ছিল মা কাকিমারা দশমীতে নাড়ু তক্তি নিমকি নারকেল দিয়ে পুলি সন্দেশ বাড়িতেই বানাতেন।এখন সেসব আর নেই।দোকানেই পাওয়া যায় নাড়ু。 মিষ্টান্ন বিক্রেতা শুভেন্দু মন্ডল বলেন,বিজয়ার মিষ্টি ভালোই বিক্রি হচ্ছে।দাম এমন রাখা হয়েছে যাতে ক্রেতার অসুবিধা না হয়。 মিষ্টি কিনতে আসা ক্রেতারা জানান,বিজয়া দশমীর পর মিষ্টিমুখ মাস্ট।বাড়িতে আত্মীয়রা আসেন এসময় আবার আত্মীয় পরিচিতের বাড়িতে গেলেও মিষ্টি নিয়ে যেতে হয়。
0
comment0
Report
ALArup Laha
Oct 03, 2025 08:21:40
Belna, West Bengal:कार्निवल के चारों ओर विवाद, सड़कों पर असुविधा – प्रशासन और सरकार चुप। शनिवार कार्निवाल है। इसके पहले भी तैयारी तेजी से चल रही है। बारिश की परवाह न करते हुए बर्धमान शहर के कर्जनगेट चौक पर मंच जोर-शोर से बन रहा है। इस साल कुल 28 क्लब हिस्सा लेंगे। लेकिन इसी मंच के इर्दगिर्द बहस भी शुरू हो चुकी है। आरोप है कि पिछले सात दिनों से JT रोड के आधे हिस्से पर मंच निर्माण चल रहा है, जिससे वाहनों का आवागमन बाधित हो रहा है और सामान्य pedestrians को भी मुश्किलें हो रही हैं। इतना ही नहीं कर्जनगेट के ट्रैफिक सिग्नल कंट्रोल रूम भी मंच के पीछे चला गया है, जिससे ड्यूटी पर तैनात ट्रैफिक कर्मी मुश्किल में हैं। इस स्थिति पर प्रशासन और राजनितिक दल चुप रहने का आरोप है। जिला प्रशासन के अधिकारी टिप्पणी के लिए तैयार नहीं दिखते। इसी तरह Bardhaman दक्षिण के विधायक खোকन दास भी चुप हैं। विपक्षी दलों के नेता इस मुद्दे पर harsher टिप्पणी कर रहे हैं। कांग्रेस नेता गोरव समाद्दार ने कहा, "शासन और प्रशासन मिलकर एक हो गये हैं; नियम-कानून मानने की ज़रूरत उन्हें नहीं लगती।" भाजपा के प्रवक्ता शांतरोप डे ने कहा, "शहर की सड़कें पहले से बदहाल हैं; अब राजपथ भी मंच के लिए जकड़ लिया गया है, जिससे शहरवासियों की मुश्किल और बढ़ेगी." इसकी वजह से शहरवासियों के बीच प्रशासन और उनकी चुप्पी पर सवाल उठ रहे हैं। बाइट 1: गोरव समाद्दार (कांग्रेस नेता), बाइट 2: शांतरूप डे (भाजपा प्रवक्ता), बाइट 3: वाक थ्रू।
1
comment0
Report
ALArup Laha
Oct 03, 2025 08:20:47
Belna, West Bengal:কার্নিভাল ঘিরে বিতর্ক, রাস্তা জুড়ে অসুবিধা – প্রশাসন ও শাসক নীরব। শনিবার কার্নিভাল। তার আগে থেকেই চলছে প্রস্তুতি। বৃষ্টি উপেক্ষা করেই বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে জোরকদমে বাঁধা হচ্ছে মঞ্চ। এ বছর মোট ২৮টি ক্লাব অংশ নেবে বলে জানা গেছে。 কিন্তু এই মঞ্চ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, গত সাতদিন ধরে জিটি রোডের অর্ধেক অংশ দখল করে মঞ্চ তৈরির কাজ চলছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, সাধারণ পথচারীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি কার্জনগেটের ট্রাফিক সিগনালের কন্ট্রোল রুমও মঞ্চের আড়ালে চলে গেছে, ফলে সমস্যায় পড়েছেন কর্তব্যরত ট্রাফিক কর্মীরা。 এই পরিস্থিতি নিয়ে প্রশাসন ও শাসকদল নীরব বলে অভিযোগ। জেলা প্রশাসনের কোনও আধিকারিক এ বিষয়ে মন্তব্য করতে চাননি। একইভাবে চুপ রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও。 বিরোধীরা অবশ্য সরব। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার অভিযোগ করেছেন, “শাসক দল আর প্রশাসন মিলে একাকার হয়ে গেছে। নিয়ম কানুন মানার কোনও প্রয়োজন বোধ করছে না তারা。” বিজেপি মুখপাত্র শান্তরূপ দে বলেন, “এমনিতেই বর্ধমান শহরের রাস্তার অবস্থা বেহাল। এখন আবার রাজপথ দখল করে কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। এতে শহরবাসীর দুর্ভোগ আরও বাড়ছে。” অভিযোগের মুখে জেলা প্রশাসনের ভূমিকা ও নীরবতা নিয়ে এখন প্রশ্ন উঠছে শহরবাসীর মধ্যে。 বাইট ১। গৌরব সমাদ্দার (কংগ্রেস নেতা), বাইট ২।শান্তরূপ দে(মুখপাত্র, বিজেপি), বাইট ৩।ওয়াক থ্রু।
0
comment0
Report
PDPradyut Das
Oct 03, 2025 08:15:59
0
comment0
Report
ABArup Basak
Oct 03, 2025 08:15:44
Mal Bazar, West Bengal:দুর্গাপুজোর পর প্রতিমা বিসর্জনের উৎসব শেষে এখন চলছে নদী পরিষ্কার রাখার লড়াই। মালবাজার মহকুমার প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুক্রবার চেল ও মাল নদীতে শুরু হয়েছে ব্যাপক সাফাই অভিযান। গতকাল রাত পর্যন্ত চেল ও মাল নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি বিসর্জন হয়েছে এই দুই নদীতেই। তবে বিসর্জনের পরে নদীর পরিবেশ রক্ষায় প্রয়োজন ছিল সচেতন উদ্যোগের — সেই কাজেই এখন নেমেছে প্রশাসন। চেল নদীর ঘাটে গিয়ে দেখা গেল, নদীর বুকে পড়ে থাকা প্রতিমার কাঠামো, ফুল, বেলপাতা সহ অন্যান্য পূজার উপকরণ তুলে সরিয়ে নেওয়া হচ্ছে। নদী পরিষ্কার করতে মাঠে নেমেছেন গ্রাম পঞ্চায়েত কর্মীরা, ব্লক প্রশাসনের কর্মীরা ও স্বেচ্ছাসেবকরা। শ্যাম ছেত্রী, একজন গ্রাম পঞ্চায়েত কর্মী বলেন, “প্রতিমা বিসর্জনের পরে আমরা সকাল থেকে কাজ করছি। নদী যাতে দূষিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।” নদীতে পড়ে থাকা কাঠের কাঠামোতেও ছিটানো হচ্ছে স্প্রে, যাতে ডেঙ্গু বা অন্য কোনও রোগ ছড়াতে না পারে। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে পুরো অঞ্চলজুড়ে সাফাই অভিযান চলবে。 রমেশ প্রধান নানে আর এক কর্মী জানান, “ব্লক প্রশাসনের নির্দেশে এই সাফাই অভিযান চলছে। স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে। স্থানীয় মানুষও সহযোগিতা করছেন।” অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এগিয়ে এসেছেন এই কাজে। সংগঠনের সদস্য শেখর দে বলেন, “নদীর পরিস্কারের জন্য এসেছি। প্রশাসনের পক্ষ থেকেও কাজ হচ্ছে। খুব ভালো উদ্যোগ।” জানা গেছে, সারাদিন ধরে নদীঘাট পরিষ্কারের কাজ চলবে। মাল নদীতেও একই ধরনের অভিযান চলছে। প্রশাসনের এই উদ্যোগে যেন এক সুন্দর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। বাইট ১)শ্যাম ছেত্রী(গ্রাম পঞ্চায়েতের কর্মচারি) ২) শেখর দে সেচ্ছাসেবি সংগঠন। ৩) ব্লক প্রশানের কর্মি রমেশ প্রধান ৪) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 03, 2025 08:03:42
Baruipur, West Bengal:কবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু বারুইপুরের কবিন্দপুরে ঘটে গেল চাঞ্চল্যকর মৃত্যু। বৃহস্পতিবার ночью একটি মিষ্টির দোকানের মালিকের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল কিশোর বাচ্চু মন্ডল (১৬)। আচমকাই ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘটনাটি এলাকায় ক্ষোভ ও শোকের ছায়া নামিয়েছে। বাচ্চুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নলগড়া এলাকায়। কয়েক মাস আগে কাজের সন্ধানে সে বারুইপুরের কবিন্দপুরে আসে। স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করত সে এবং দোকানের মালিকের বাড়িতেই থাকত। সূত্রের খবর, রাতের খাবার সেরে ছাদে উঠে কারও সঙ্গে ফোনে কথা বলছিল বাচ্চু। সেই সময়ে পা হড়কে বা ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে একমাত্র রোজগেরে সদস্য হওয়ায় এই মৃত্যুতে নলগড়া ও কবিন্দপুর – দুই জায়গাতেই গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির ছাদের সুরক্ষা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ কতটা নিরাপদ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
0
comment0
Report
BBBimal Basu
Oct 03, 2025 08:03:27
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top