Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में कोहरे के बीच ठंड से लोग चायघरों में भीड़, तापमान 10–11°C

PDPradyut Das
Dec 26, 2025 02:31:11
Jalpaiguri, West Bengal
ঘন কুয়াশা চাদরে মোরা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসি। শীতের দাপটে রাস্তায় লোকজন কম। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। রাস্তায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। জলপাইগুড়িতে তাপমাত্রার পারদ ১০ থেকে ১১ ডিগ্রী আশপাশে ঘোরাফেরা করছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Dec 26, 2025 04:30:34
Mal Bazar, West Bengal:বড় দিনের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটে মংপং পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালি মন্দির এলাকার জাতীয় সড়কে। মৃত যুবকের নাম কিরান রোখা। তাঁর বাড়ি নাগরাকাটার ডায়না এলাকায়। আহত যুবকের নাম ময়ুর প্রধান, তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায়। জানা গেছে, দু’জনেই স্কুটিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মংপং সংলগ্ন জাতীয় সড়কের একটি বাঁকে স্কুটির সঙ্গে একটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটিতে থাকা দুই যুবক ছিটকে পড়ে যান রাস্তায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন ও মংপং পুলিশ দু’জনকে উদ্ধার করে রাতেই ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরান রোখাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ময়ুর প্রধানকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলকলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মংপং পুলিশ স্কুটি ও পিকআপ ভ্যানটি আটক করেছে। পাশাপাশি মৃত ও আহত যুবকের পরিবারের সদস্যদের ঘটনার খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 26, 2025 03:49:12
0
comment0
Report
SGShreyasi Ganguly
Dec 26, 2025 03:30:42
0
comment0
Report
ALArup Laha
Dec 26, 2025 02:00:32
Belna, West Bengal:রাইস মিল থেকে কেরল যাবার পথে গায়েব ২৫ টন গোবিন্দ ভোগ চাল-সহ লরি, পুলিশ প্রশাসনের দারস্থ হল রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ। রাইস মিল মালিক সনৎ দত্ত বলেন, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে একটি লরিতে ২৫ টন গোবিন্দ ভোগ চাল লোড করা হয়। চাল বোঝাই ওই লরিটি কেরলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। লরিটির নম্বর WB15B 6597। তবে ২২ ডিসেম্বর থেকে লরির চালক বা গাড়ির মালিক কারও সঙ্গেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দেহ হওয়ায় লরির নম্বর ধরে খোঁজ শুরু করে রাইস মিল কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ব্যবহারিত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও জাল। পরে জানা যায়, ওই নম্বরের আসল গাড়ির মালিক বর্তমানে হুগলি জেলায় রয়েছে। ঘটনার পর ট্রান্সপোর্ট সংস্থার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টিকে একটি বড় ভুল বলে স্বীকার করেন। এরপর পুরো ঘটনার বিস্তারিত বিবরণ লিখিতভাবে মাধবডিহি থানায় জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ চাল ও লরির সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক আব्दুল মালেক জানান, এর আগে অতিবহিও চাল বোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেসব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যেই দু’জনের সন্ধান পেলেও গাড়ির হদিস মেলেনি। এই ঘটনায় রাইস মিল শিল্পে নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 25, 2025 18:30:10
Kolkata, West Bengal:রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫: রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে, ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভুত সহিংস পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধlocals জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে ২০২৩ সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশী পিস্তল ও ১টি পাইপগানসহ আটক করে। এই ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কঠোর নিন্দা জানায়। সরকার সুস্পষ্টভাবে জানাতে চায়, যে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সরকার কোনভাবেই সমর্থন করে না। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা होगा। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি মহল নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসদুদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সরকার সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে এবং বিভ্রান্তিকর, উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এ দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো যে কোনো অপচেষ্টা সরকার কঠোরহস্তে দমন করবে।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 25, 2025 17:03:16
Dinajpur, Rangpur Division:বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আশঙ্কা বাড়লেও ইন্দো-বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি আপাতত স্বাভাবিক—এমনটাই চোখে পড়লো গ্রাউন্ড জিরো থেকে। জী ২৪ ঘণ্টার প্রতিনিধি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েত এলাকার মালোন সীমান্তে পৌঁছে দেখেন, কাটাতার থেকে প্রায় ৮০০ মিটার দূরে মালোন মোড়ে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রয়েছে। মালোন মোড়ের ডিমালু বর্মনের চায়ের দোকানে বসে কৃষকরা চা পান করতে করতে আলোচণা করছিলেন বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ড, ওপার বাংলার রাজনৈতিক টানাপোड़েন, এবং নিজেদের ফসল ফলানো, সংসারের খুঁটিনাটি নিয়ে। স্থানীয় কৃষকদের বক্তব্য, কাটাতারের ওপারে যে ভারতীয় ভুখন্ডের কৃষিজমি রয়েছে, সেখানে যাওয়া বা ফসল ফলাতে কোনও বাধা নেই; নির্বিঘ্নেই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশের অস্থিরতার প্রভাব এপার বাংলার কৃষিকাজে বা দৈনন্দিন জীবনে নেই বলেই জানিয়েছেন তারা। তবে সীমান্তে সতর্কতা আগের তুলনায় বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ জওয়ানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাদের সীমান্ত এলাকায় কোনও কাজ নেই, তারা কাটাতারের কাছাকাছি গেলেই জবাবদিহির মুখে পড়ছেন। বিনা প্রয়োজনে সীমান্তসংলগ্ন এলাকায় প্রবেশে অনুমতি মিলছে না। বিএসএফের দাবি, উর্ধ্বতন মহলের নির্দেশেই এই কড়া নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে ভারতীয় কৃষকদের জীবন-জীবিকা অক্ষুণ্ণ থাকলেও, ওপার বাংলার সঙ্গে কোনও যোগাযোগ বা অনুপ্রবেশের সম্ভাবনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সীমা সুরক্ষা বল। সীমান্তের প্রতিটি নড়াচড়াায় তাই চোখ-কান খোলা রেখেছে
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 25, 2025 17:03:00
Chinsurah, West Bengal:সিঙ্গুরের বড়া এলাকায় বিজেপির নতুন কার্যালয় উদ্বোধনে আসেন দিলীপ ঘোষ। বাসন্তীতে বোমার আঘাতে জখম শিশু প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিম বাংলা জুরে বোম বন্দুকের আওয়াজ, ছোট ছোট বাচ্চারা আহত হচ্ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে গেছে। কত রকম ক্রাইম হচ্ছে। মুড়ি মুড়কির মত বোমা বস্তা বস্তা বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তৃনমুল নেতার বাথরুমে বোমা, বাড়িতে বোমা কি করে নিষ্কৃতি পাবো। আমারতো মনে হয় ইলেকশনে আরো বাড়বে এটা। পুলিশ এখন হিন্দুদেরকে ঠেকাবে, বিজেপিকে ঠেকাবে কিন্তু দুষ্কৃতকারীদের ঠেকাবে না। তাদের ইলেকশনের ভোট করে দেবে। বাংলাদেশর পরিস্থিতি প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী চুপ থাকেন, উনি খালি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবেন। কাটমানি লুট লুটপাট ছাড়া কিছু বলবেন না। পশ্চিম বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশ সাথে সাথ দেন তাহলে তাকে ভুগতে হবে। ২৭ ডিসেম্বর থেকে এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে সে প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনার পশ্চিমবাংলায় করাকড়ি ভাবে SIR করছে। BLO যদি উল্টোপাল্টা করে থাকে তারা ভুলভাল করে থাকে জবাব দিতে হবে, সাসপেন্ড হবে। ১৭ বছর পর খালেদা পুত্র ফিরলেন বাংলাদেশে, বাংলাদেশের কপালে কষ্ট আছে। নিজের দেশের লোক নিজের দেশকে লুট করে পুড়িয়ে দেয়। নিজেদের লোককে খুন করে তো বাইরের লোক কি করবে। খালেদা জিয়ার আমলে কি হয়েছিল আমরা জানি। সেদিকে שוב যাচ্ছে। শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুরের অনুগামীদের মধ্যে হাতাহাতি প্রসঙ্গে বলেন, রাজনীতি নিয়ে পশ্চিমবাংলায় হিংসা নতুন কিছু নয়। মতুয়া সমাজে রাজনীতি বিভাজনের ফলে সেখানেও হিংসা তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে তাদের নিজেদের ভাবা উচিত।।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 25, 2025 15:31:22
Dinajpur, Rangpur Division:বাংলাদেশে হিন্দু বাঙালি যুবক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত বিক্ষোভ র‍্যালি ও প্রতিবাদ যাত্রার আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার বিকেলে শহরের ব্যস্ত পথ ধরে এই প্রতিবাদ যাত্রা এগোতে থাকতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখযোগ্যভাবে এই প্রতিবাদ যাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতৃত্ব। পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে স্লোগান, প্ল্যাকার্ড ও মিছিলের দৃশ্য। হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সম্পাদক সৌমত্র দে অভিযোগ করেন, “ওপার বাংলায় প্রতিবাদী হিন্দুকে মৌলবাদীরা নৃশংসভাবে খুন করেছে। এপার বাংলায় সমশেরগঞ্জেও একই ছবি দেখা গেছে। আমরা এই হত্যার বিরুদ্ধে সর্বতোভাবে প্রতিবাদ জানাচ্ছি।” ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সংগঠনের বক্তব্য, শুধু প্রতিবাদ নয়, আন্তর্জাতিক মহলে এই ঘটনা তুলে ধরতেই এই আন্দোলন।
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 25, 2025 14:52:18
Kolkata, West Bengal:সুকান্ত ভাষনেঃ "অটল বাজপেয়ীদের হাতে তৈরি হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে যদি কেউ খতম করতে পারে, বাজপেয়ীর তৈরি করা বিজেপিই তা পারে, অন্য কেউ নয়"- সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি যখন মমতার মায়ের পায়ে হাত দিয়েছিলেন , ভাবেননি এর দল আমার ২০০ কর্মীকে আগামীতে খুন করবে" - সুকান্ত "অটল বিহারী বাজপেয়ি শ্রদ্ধা জানাতে এখানে সরকার পরিবর্তন দরকার, বার্তা সুকান্তের" "আমরা সরকারে এলে আমাদের কোন নেতা যদি পার্থ চট্টোপাধ্যায় হতে চান, প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে বলছি পুলিশ এমন শিক্ষা দেবে, সারাদেশ দেখবে" - আদি বিজেপি কর্মীদের সামনে কড়া বার্তা সুকান্তের শুভেন্দু অধিকারী মঞ্চে ***বিজেপির বরিষ্ঠ নেতা কর্মী সকলের সঙ্গে আমার নাম মুখের পরিচয় আছে কিন্তু তাদের সঙ্গে আমার সকলের আত্মিক সম্পর্ক নেই। আপনারা সকলেই আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন বা কলকাতায় আসতে পারেন। সব সমস্যার সমাধান মনের মিল কাজের দৃঢ়তা লক্ষ্য পূরণ হতে পারে আলোচনার মাধ্যমে। জোট বেশি বার আলোচনা করব চা চক্রে অংশ গ্রহণ করতে পারব তত বেশি শক্তি শালী হব। রাজনীতি বা ভোটে দুদল থাকে। একদল একটি রাজনৈতিক দল পরিবর্তন করেন তার রাজনৈতিকভাবে করার না থাকলে। আরেক দল কোন রাজনৈতিক ক্ষমতার লোভ ত্যাগ করে বা কিছু পাওয়ার লোভ ছেড়ে শুধুমাত্র سیاسی দল পরিবর্তন করে। আমি দ্বিতীয়টি। পাঁচটি দপ্তর ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে এ দলে এসেছি। অমিত শাহ বা অন্য নেতৃত্ব এর আমন্ত্রণ এ এসেছি দলে। আমি আপনাদের লোক। বিজেপি মানে আমি নই আমরা। বাংলা জয় না হলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হয় না। মমতা যাক আমি দলের হয়ে কাজ করব। দল যদি বলে ভোটে লড়বে না লড়ব না শুধু দলের কাজ করব। আদি বিজেপি সম্মেলনে শুভেন্দুর কন্ঠে যেন বারবার শোনা গেল, আমি তোমাদেরই লোক। "আমি সব ছেড়ে বিজেপিতে এসেছি, বল কিছু না দিলেও বিজেপিতেই কাজ করব। বিজেপি মানে আমি নয়, আমরা। - শুভেন্দু "দলে তিন ধরনের লোক আসে. আমি তৃতীয় শ্রেণীতে পড়ি - পাঁচ খানা দপ্তর ছেড়ে সব ছেড়ে এসেছি, মমতার বিরুদ্ধে লড়বো বলে" - শুভেন্দু আদি বিজেপি কর্মীদের সম্মেলনে "বিনয়ী বার্তা" শুভেন্দু অধিকারীর "অটল বিহারী বাজপেয়ি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সকলের আমার থেকে বেশি, আপনাদের সামনে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমার বলা মানায় না" - শুভেন্দু "আপনাদের কখনো আমাকে কিছু বলার থাকলে আমাকে ডেকে পাঠাবেন, না হলে আসবেন আমি দেখা করব" - শুভেন্দু শমীকের বক্তব্যের শুরুতেই শুভেন্দুকে সাবধান করে দিলেন, "অনুজো প্রতিম যেন এ ধরনের বক্তব্য আগামীতে আর না দেয়, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন" - শমীক শমীকঃ কে কোন মন্ডলে আছেন, কে কোন দায়িত্বে আছেন বড় কথা নয়। এখন মনে রাখবেন এসআইআরই বিজেপি আর বিজেপিই এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের যা অবস্থা সতর্ক হোন। কর্মী নেতাদের বার্তা শমীকের শমীকঃ কে কোন দায়িত্বে ভুলে যান। কমিটি টমিটি ভুলে যান। প্রার্থী কে হবে ছাড়ুন। যে বসে আছে কলার ধরে টেনে তুলুন। বলুন লড়। না পারলে না আমাকে দে। বসে থাকবেন না। এসআইআর নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন শমীকঃ পদ পাই না পাই, কমিটিতে থাকি না থাকি মরার পর যেন দেহের ওপর বিজেপির পতাকাটা থাকে।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top