Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में कोहरे के बीच ठंड से लोग चायघरों में भीड़, तापमान 10–11°C

PDPradyut Das
Dec 26, 2025 02:31:11
Jalpaiguri, West Bengal
ঘন কুয়াশা চাদরে মোরা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসি। শীতের দাপটে রাস্তায় লোকজন কম। আগুন পোহাতে দেখা যাচ্ছে অনেককেই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন। রাস্তায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। জলপাইগুড়িতে তাপমাত্রার পারদ ১০ থেকে ১১ ডিগ্রী আশপাশে ঘোরাফেরা করছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Dec 26, 2025 05:16:54
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 26, 2025 05:02:32
Durgapur, West Bengal:কাটা যাচ্ছে গাছ, পরের জন্মের ছেলেরা আর হয়তো স্বাদ পাবে না খেজুর গুড়ের। শিল্পাঞ্চল দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জঙ্গল বা বা যেসব জায়গায় খেজুর গাছ আছে, বসতির জন্য তৈরী হচ্ছে বাড়ি। ফলে মানুষ গাছ কেটে দিচ্ছে। শীতের মরশুমে খাদ্য রসিক বাঙালি খেজুর রস থেকে 시작 করে খেজুর রস থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হয় সে সবের স্বাদ আর গ্রহণ করতে পারবে না, বলে জানালেন খেজুর গুড় তৈরি করে যারা। এই ঠান্ডায় সূর্য ওঠার অনেক আগে থেকেই উঠতে হয় খাছ থেকে ভাল রস পাড়ার জন্য। সেই রস আগুনে ফুটিয়ে তৈরি হয় গুড়। কিন্তু গাছ কেটে দিচ্ছে মানুষ। গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে রসের পরিমাণও কমে যাচ্ছে। এই ঠান্ডায় কিছু পয়সা লাভের জন্য ভিন জেলা থেকে এসে মাস খানেক ধরে কষ্ট করে পড়ে থেকে লাভ হয় না মনে তাদের বক্তব্য। এছাড়াও খেজুর guiড়ের চাহিদাও কমে গেছে বলে জানান। ছবি 2C তে ফাইল নাম
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 26, 2025 04:47:17
Baruipur, West Bengal:পথ কুকুরের দাপটে আক্রান্ত শতাধিক,আতঙ্কিত ক্যানিংয়ের গালর্সস্কুল পাড়া সংলগ্ন এলাকায়। এযাবত শতাধিক ব্যক্তিকে কামড় দিয়েছে ওই পথ কুকুর। তার দাপটে অতিষ্ট এলাকার মানুষজন। দিনের বেলায় ঘরে দরজা দিয়ে থাকছেন অনেকে। সুযোগ পেলে ধীরগতিতে এগিয়ে গিয়ে কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে ওই কুকুরটি। গালর্স স্কুল পাড়ার বাসিন্দা বৃদ্ধা অশোকারাণী মন্ডল জানিয়েছেন, ‘কুকুরটি সবাই কে কামড় দিচ্ছে। এপর্যন্ত প্রায় একশোর বেশি লোকজন কে কামড় দিয়েছে বলে অভিযোগ । চরম আতঙ্কে রয়েছি।একটু অসতর্ক হলেই যেকোন মুহূর্তে কামড় দিতে পারে।প্রশাসন যদি কুকুরটি কে ধরে নিয়ে যায় তাহলে আতঙ্ক থেকে মুক্তি মিলবে।’ এলাকারই যুবক সুরোজিত দাস জানিয়েছেন, ‘বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলাম। কুকুরটি পাশে পাশে ধীরগতি তে আসছিল। আচমকা পিছন থেকে পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। শুধু আমাকে নয় ওই দিন আরো চারজন কে কামড় দিয়েছে।এছাড়া এযাবৎ শতাধিকের ও বেশি লোকজন কে কামড় দিয়েছে।ভ্যাকসিন নিতে হচ্ছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। প্রশাসন যদি অবিলম্বে কুকুরটিকে উদ্ধার না করে তবে আগামী দিনে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্য অনেক হয়ে যাবে।’ ।শুধু ভয়ঙ্কর পরিস্থিতিই শুধু নয়,হয়তো বা অবলা প্রাণীকে কেউ মেরে ফেলতেও পারে।
0
comment0
Report
ABArup Basak
Dec 26, 2025 04:30:34
Mal Bazar, West Bengal:বড় দিনের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটে মংপং পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালি মন্দির এলাকার জাতীয় সড়কে। মৃত যুবকের নাম কিরান রোখা। তাঁর বাড়ি নাগরাকাটার ডায়না এলাকায়। আহত যুবকের নাম ময়ুর প্রধান, তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায়। জানা গেছে, দু’জনেই স্কুটিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মংপং সংলগ্ন জাতীয় সড়কের একটি বাঁকে স্কুটির সঙ্গে একটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটিতে থাকা দুই যুবক ছিটকে পড়ে যান রাস্তায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন ও মংপং পুলিশ দু’জনকে উদ্ধার করে রাতেই ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরান রোখাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ময়ুর প্রধানকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলকলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মংপং পুলিশ স্কুটি ও পিকআপ ভ্যানটি আটক করেছে। পাশাপাশি মৃত ও আহত যুবকের পরিবারের সদস্যদের ঘটনার খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 26, 2025 03:49:12
0
comment0
Report
SGShreyasi Ganguly
Dec 26, 2025 03:30:42
0
comment0
Report
ALArup Laha
Dec 26, 2025 02:00:32
Belna, West Bengal:রাইস মিল থেকে কেরল যাবার পথে গায়েব ২৫ টন গোবিন্দ ভোগ চাল-সহ লরি, পুলিশ প্রশাসনের দারস্থ হল রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল বোঝাই একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ। রাইস মিল মালিক সনৎ দত্ত বলেন, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে একটি লরিতে ২৫ টন গোবিন্দ ভোগ চাল লোড করা হয়। চাল বোঝাই ওই লরিটি কেরলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। লরিটির নম্বর WB15B 6597। তবে ২২ ডিসেম্বর থেকে লরির চালক বা গাড়ির মালিক কারও সঙ্গেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্দেহ হওয়ায় লরির নম্বর ধরে খোঁজ শুরু করে রাইস মিল কর্তৃপক্ষ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ব্যবহারিত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও জাল। পরে জানা যায়, ওই নম্বরের আসল গাড়ির মালিক বর্তমানে হুগলি জেলায় রয়েছে। ঘটনার পর ট্রান্সপোর্ট সংস্থার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টিকে একটি বড় ভুল বলে স্বীকার করেন। এরপর পুরো ঘটনার বিস্তারিত বিবরণ লিখিতভাবে মাধবডিহি থানায় জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ চাল ও লরির সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক আব्दুল মালেক জানান, এর আগে অতিবহিও চাল বোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সেসব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যেই দু’জনের সন্ধান পেলেও গাড়ির হদিস মেলেনি। এই ঘটনায় রাইস মিল শিল্পে নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 25, 2025 18:30:10
Kolkata, West Bengal:রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫: রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে, ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভুত সহিংস পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধlocals জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে ২০২৩ সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশী পিস্তল ও ১টি পাইপগানসহ আটক করে। এই ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সরকার কঠোর নিন্দা জানায়। সরকার সুস্পষ্টভাবে জানাতে চায়, যে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সরকার কোনভাবেই সমর্থন করে না। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা होगा। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি মহল নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসদুদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সরকার সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে এবং বিভ্রান্তিকর, উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—এ দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো যে কোনো অপচেষ্টা সরকার কঠোরহস্তে দমন করবে।
0
comment0
Report
christmas
Advertisement
Back to top