Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

दिघा के पास रामनगर-1 बाजार में क्रिसमस की रात तीन दुकानों सहित विशाल आग लगने से नुकसान

KMKIRAN MANNA
Dec 26, 2025 05:16:54
Dihierench, West Bengal
*বড়দিনের গভীর রাতে দীঘার অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান* দীঘার অদূরে রামনগর–১ ব্লকের বালকবাড় বাজারে বড়দিনের গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় আড়াইটে নাগাদ আগুনে পরপর দুটি মিষ্টি দোকান ও একটি স্টেশনারি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। মিষ্টি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও একাধিক ফ্রিজ পুড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার অনুমান।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Dec 26, 2025 06:31:14
Baruipur, West Bengal:একদিকে বাসন্তীতে বোমা বিস্ফোরণের আঘাতে ক্লাস ফোরের ছাত্র যখন কলকাতা এসএসকেমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক তার উল্টোদিকে এক ছোট্ট শিশু বিরল এক রোগের আক্রান্তের অর্থ সাহায্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এমএলএ ফুটবল কাপের মঞ্চ থেকে শিশুটি চিকিৎসার জন্য তার বাবার হাতে ৫০ হাজার টাকা তুলে দিলেন। পাশাপাশি দর্শকশদে কাছথেকে একটা অর্থ তুলে দেন বিধায়ক। শিশুটির বাড়ি বারুইপুর থানা এলাকায়। পরিবার জানায় ছোট্ট শিশু রিজুয়ান বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা। ঠিক তার উল্টোদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাসন্তীতে বোমা বিস্ফোরনে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। যার একটি হাত ও দুটি চোখ নষ্ট হয়েছে বলে পরিবার জানায় । ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির জন্য বাসন্তী থানার পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক শ্যামল মন্ডল। কিন্তু এই ঘটনা এখনও পর্যন্ত কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ বলে জানা যাচ্ছে.
0
comment0
Report
PDPradyut Das
Dec 26, 2025 06:21:23
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 26, 2025 06:21:09
0
comment0
Report
CDChampak Dutta
Dec 26, 2025 05:47:15
Kaji Chak, West Bengal:আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গ্রামের লোকেরা দাবি জানিয়েছিল একটি ঢালাই রাস্তার! গ্রামবাসীদের দাবি মেনে কাজের জন্য বরাদ্দ হয় ২ লক্ষ ৬৬২ টাকা। গরবেতা 2 পঞ্চায়েত সমিতির অধীন গোয়ালতোড়- র সারবোত গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাজ শুরু হয় ডিসেম্বর মাসের দু তারিখ। ১৭ দিনের মাথায় কাজ শেষ হয়ে যায়। রাস্তার ধারে লাগিয়ে দেওয়া হয় প্রকল্প বাস্তবায়নের বোর্ড। আর এই কাজ শেষ হওয়ার পরেই চোখ কপালে উঠেছে স্থানীয়দের। কোথায় রাস্তা? ঢালাই রাস্তার জায়গায় ঢালাই করা হয়েছে রাস্তার ধারে থাকা আটচালা চৌহদ্দি। চুরি হয়ে গিয়েছে গোটা প্রকল্পটাই, অভিযোগ স্থানীয়দের। কি কাজ হওয়ার কথা ? প্রকল্প বাস্তবায়নের সরকারি বোর্ড অনুযায়ী আগরবাদ PWD রোড থেকে স্থানীয় স্বরূপ গোস্বামীর বাড়ি পর্যন্ত ৫০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কথা। প্রকল্পে বরাদ্দ - ২, ০৬, ৬৬২ টাকা কিভাবে দুর্নীতি? ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা থাকলেও বাস্তবে শুধুমাত্র ঢালাই করা হয়েছে পি ডাব্লু ডি রোডের ধারে থাকা একটি আটচেলার চৌহদ্দি। রাস্তা তো দুর অস্ত কাজ হয়নি প্রকল্পের ১০ শতাংশও। অথচ প্রকল্প বাস্তবায়নের বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেখানে জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, উল্লেখ রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির নাম। কি বলছেন গ্রামবাসীরা? গ্রামবাসীদের দাবি, চুরি হয়ে গিয়েছে গোটা প্রকল্পের টাকাই। অবিলম্বে রাস্তার ব্যবস্থা করতে হবে সরকারকে। গোটা ঘটনা নিয়ে তদন্তও করতে হবে প্রশাসনকে, দাবি গ্রামবাসীদের। কি বলছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য? গোটা ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়ে চরম অসস্তিতে শাসক দল থেকে নির্বাচিত স্থানীয় pঞ্চায়েত সদস্য শুভঙ্কর মান্না। তার দাবি, গ্রামবাসীদের আপত্তির জন্যই নাকি এই রাস্তাটি তৈরি করা হয়নি। গ্রামবাসীরা সবাই চেয়েছিলেন রাস্তার জায়গায় নাকি আটচালা ঢালাই করতে। রাস্তা না তৈরি করার pেছনে আরো নানা রকমের যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন তিনি। প্রকল্পের পুরো টাকা দিয়েই نাকি ঢালাই হয়েছে এমনটাই দাবি তার। কি বলছেন গরবেতা দু'নম্বর ব্লকের বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তে রিপোর্ট পাঠানো হবে জেলা স্তরে। গোটা ঘটনায় শাসকদলকে করা ভাষায় নিশানা করেছে বিজেপি। বিজেপি নেতা শংকর গুচ্ছাইতের দাবি - তৃণমূল মানেই চোর আর চোর মানে তৃণমূল। সারা রাজ্যের সাথে সাথে তৃণমূল কিভাবে চুরি করছে গোয়ালতোড় এর ঘটনা ফের একবার তার প্রমাণ মিলল। রাজনৈতিক তরজা যাই থাকুক না কেন, গোয়ালতোড়ে যে ছবি ধরা পড়লো সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে জেলা জুড়ে.
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 26, 2025 05:02:32
Durgapur, West Bengal:কাটা যাচ্ছে গাছ, পরের জন্মের ছেলেরা আর হয়তো স্বাদ পাবে না খেজুর গুড়ের। শিল্পাঞ্চল দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জঙ্গল বা বা যেসব জায়গায় খেজুর গাছ আছে, বসতির জন্য তৈরী হচ্ছে বাড়ি। ফলে মানুষ গাছ কেটে দিচ্ছে। শীতের মরশুমে খাদ্য রসিক বাঙালি খেজুর রস থেকে 시작 করে খেজুর রস থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি হয় সে সবের স্বাদ আর গ্রহণ করতে পারবে না, বলে জানালেন খেজুর গুড় তৈরি করে যারা। এই ঠান্ডায় সূর্য ওঠার অনেক আগে থেকেই উঠতে হয় খাছ থেকে ভাল রস পাড়ার জন্য। সেই রস আগুনে ফুটিয়ে তৈরি হয় গুড়। কিন্তু গাছ কেটে দিচ্ছে মানুষ। গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে রসের পরিমাণও কমে যাচ্ছে। এই ঠান্ডায় কিছু পয়সা লাভের জন্য ভিন জেলা থেকে এসে মাস খানেক ধরে কষ্ট করে পড়ে থেকে লাভ হয় না মনে তাদের বক্তব্য। এছাড়াও খেজুর guiড়ের চাহিদাও কমে গেছে বলে জানান। ছবি 2C তে ফাইল নাম
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 26, 2025 04:47:17
Baruipur, West Bengal:পথ কুকুরের দাপটে আক্রান্ত শতাধিক,আতঙ্কিত ক্যানিংয়ের গালর্সস্কুল পাড়া সংলগ্ন এলাকায়। এযাবত শতাধিক ব্যক্তিকে কামড় দিয়েছে ওই পথ কুকুর। তার দাপটে অতিষ্ট এলাকার মানুষজন। দিনের বেলায় ঘরে দরজা দিয়ে থাকছেন অনেকে। সুযোগ পেলে ধীরগতিতে এগিয়ে গিয়ে কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে ওই কুকুরটি। গালর্স স্কুল পাড়ার বাসিন্দা বৃদ্ধা অশোকারাণী মন্ডল জানিয়েছেন, ‘কুকুরটি সবাই কে কামড় দিচ্ছে। এপর্যন্ত প্রায় একশোর বেশি লোকজন কে কামড় দিয়েছে বলে অভিযোগ । চরম আতঙ্কে রয়েছি।একটু অসতর্ক হলেই যেকোন মুহূর্তে কামড় দিতে পারে।প্রশাসন যদি কুকুরটি কে ধরে নিয়ে যায় তাহলে আতঙ্ক থেকে মুক্তি মিলবে।’ এলাকারই যুবক সুরোজিত দাস জানিয়েছেন, ‘বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলাম। কুকুরটি পাশে পাশে ধীরগতি তে আসছিল। আচমকা পিছন থেকে পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। শুধু আমাকে নয় ওই দিন আরো চারজন কে কামড় দিয়েছে।এছাড়া এযাবৎ শতাধিকের ও বেশি লোকজন কে কামড় দিয়েছে।ভ্যাকসিন নিতে হচ্ছে। আমরা চরম আতঙ্কে রয়েছি। প্রশাসন যদি অবিলম্বে কুকুরটিকে উদ্ধার না করে তবে আগামী দিনে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্য অনেক হয়ে যাবে।’ ।শুধু ভয়ঙ্কর পরিস্থিতিই শুধু নয়,হয়তো বা অবলা প্রাণীকে কেউ মেরে ফেলতেও পারে।
0
comment0
Report
ABArup Basak
Dec 26, 2025 04:30:34
Mal Bazar, West Bengal:বড় দিনের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটে মংপং পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালি মন্দির এলাকার জাতীয় সড়কে। মৃত যুবকের নাম কিরান রোখা। তাঁর বাড়ি নাগরাকাটার ডায়না এলাকায়। আহত যুবকের নাম ময়ুর প্রধান, তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায়। জানা গেছে, দু’জনেই স্কুটিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মংপং সংলগ্ন জাতীয় সড়কের একটি বাঁকে স্কুটির সঙ্গে একটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটিতে থাকা দুই যুবক ছিটকে পড়ে যান রাস্তায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন ও মংপং পুলিশ দু’জনকে উদ্ধার করে রাতেই ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরান রোখাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ময়ুর প্রধানকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলকলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মংপং পুলিশ স্কুটি ও পিকআপ ভ্যানটি আটক করেছে। পাশাপাশি মৃত ও আহত যুবকের পরিবারের সদস্যদের ঘটনার খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে。
0
comment0
Report
Advertisement
Back to top