Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

हल्दिबाड़ी में 19 वर्षीय युवती की आत्महत्या, पारिवारिक जांच शुरू

PDPradyut Das
Nov 06, 2025 02:19:44
Jalpaiguri, West Bengal
এক যুবতীর ঝুলন্তদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটটি ঘটে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রামপঞ্চায়েতে পশ্চিম হেমকুমারির ভাতিবাড়ি এলাকায়। জানা গিয়েছে ওই যুবতীর নাম আজিনা বেগম বয়স ১৯। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তার মা রান্না করছিল যখন সেই সময় নিজের শোবার ঘরে গলায় দড়ি দেন ঐ যুবতী স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে যায় হলদিবাড়ি থানার পুলিশ। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পরিবারের অন্যান্য সদস্যরা। মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 06, 2025 04:38:04
0
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 06, 2025 04:37:50
Rajpur Sonarpur, West Bengal:টাকার দাবিতে মায়ের মাথা ফাটাল ছেলে! নরেন্দ্রপুরের উচ্ছেপোতায় চাঞ্চল্য নরেন্দ্রপুর থানার উচ্ছেপোতা এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। ১৩ লাখ টাকা না পেয়ে নিজের মায়ের মাথা ফাটিয়ে দেয় এক যুবক! পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কমলেশ সরদার। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার বাবা বাবলু সরদার ও মা গীতা সরদার। গীতা দেবী পেশায় সবজি বিক্রেতা। অভিযোগ, কয়েক বছর আগে বাড়ির ছাদ ঢালারসময় তিন লাখ টাকা সাহায্য করেছিল ছেলে কমলেশ। মোট খরচ হয়েছিল আট লাখ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই মা–বাবার কাছে ১৩ লাখ টাকা দাবি করে বসে সে। কাছে এত টাকা না থাকায় গীতা দেবী টাকা দিতে অস্বীকার করেন। তিনি জানান, ছেলে যে টাকা দিয়েছিল, তা ফেরত দেবেন, কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয়। এরপরই মায়ের ওপর চড়াও হয় কমলেশ। মায়ের মাথায় আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগ। এমনকি বাবাকেও মারধর করে সে। রক্তাক্ত অবস্থায় গীতা দেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়。 ঘটনার পর আহত মা গীতা দেবী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া। স্থানীয়দের প্রশ্ন—“টাকার জন্য এ কেমন পুত্রসন্তান?”
0
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 06, 2025 04:24:41
Kolkata, West Bengal:
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 06, 2025 04:05:01
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচন কমিশনের নিদের্শে SIR প্রক্রিয়াকরণের কাজে ব্যস্ত পুরুলিয়ার একাধিক বিদ্যালয়গুলির একমাত্র শিক্ষক এবং শিক্ষিকারা। ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন কিন্তু শিক্ষক শিক্ষিকারা অনুপস্থিত থাকায় তারা বাড়ি ফিরে যাচ্ছে । কোনোদিন তালাবন্ধ থাকছে বিদ্যালয়, আবার কোনোদিন খোলা হচ্ছে একবেলা । লাটে উঠেছে বিদ্যালয়গুলির পঠনপাঠন ব্যবস্থা। বিদ্যালয়গুলোতে বিকল্প শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি তুলেছেন অভিভাবকদের। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর চক্রের তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রধান শিক্ষক রোহিত কুমার সাহু SIR প্রক্রিয়াক্ষরণের কাজে যুক্ত হয়েছেন । বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও সার্ভে করছেন । ফলে মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে বিদ্যালয়টি । অন্যদিকে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর চক্রেরই চৌপদ প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন ছাত্রছাত্রীর একমাত্র প্রধান শিক্ষিকা শশীকলা মাহাতোও নির্বাচন কমিশনের নির্দেশে SIR প্রক্রিয়াকরণের কাজে যুক্ত । তিনিও একবেলা নির্দিষ্ট বুথে বাড়ি বাড়ি SIR এর ফর্ম বিলির কাজ করছেন । আর একবেলা বন্ধ রাখছেন বিদ্যালয় । ওই সমস্ত বিদ্যালয়গুলির একমাএ প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকারা জানাচ্ছেন, SIR এর কাজে BLO এর ডিউটি করতে হচ্ছে । একজনের পক্ষে বিদ্যালয়ে পঠনপাঠন চালানো ও SIR এর কাজ করা সমস্যার । তাই বিদ্যালয় বন্ধ রাখতে হচ্ছে । বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে । যেমন নির্দেশিকা আসবে সেইভাবে কাজ করা হবে। স্থানীয় অভিভাবকদেরা বলছেন, বিদ্যালয়ের একমাত্র শিক্ষক অন্য কাজে ব্যস্ত রয়েছেন । তাই স্কুল বন্ধ থাকছে। আমরা চাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক । বাইট : ১) রোহিত কুমার সাহু (প্রধান শিক্ষক, তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়) ২) শশীকলা মাহাতো, প্রধান শিক্ষিকা (চৌপদ প্রাথমিক বিদ্যালয়) ৩) বেবি মাহাত (অভিভাবক)
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 06, 2025 03:36:53
Arambag, West Bengal:আরামবাগঃ০৬ নভেম্বর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রৌঢ়। খানাকুলের তাঁতিশালের ঘটনায় শোরগোল । জানা গেছে, বুধবার ওই প্রতিবন্ধী যুবতী প্রতিদিনের মতো বাড়ির পাশের এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী প্রৌঢ় তাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে। বহুক্ষণ কেটে গেলেও যুবতী বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। শুরু হয় খোঁজাখুঁজি। তারপর সন্দেহবশত প্রতিবেশীর বাড়ির পাশে গেলে ওই যুবতীর গলার আওয়াজ পান তার মা। পরিবারের অভিযোগ, দরজা খুলে দেখেন, অভিযুক্ত প্রৌঢ় যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। তারপরই স্থানীয়রা তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 06, 2025 03:36:39
Kolkata, West Bengal:এবার বর্ধমানের একাধিক ওষুধের দোকানে হানা রাজ্যের ড্রাগ কন্ট্রোলের।উদ্ধার রাজ্যে কালো তালিকাভুক্ত হাই ব্লাড প্রেসার এর ওষুধ এবং জাল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আগে কালো তালিকা ভুক্ত করা হয়েছিল হরিদ্বারের হরিদ্বারের হেলাক্স হেলথ কেয়ার এর তৈরি সংস্থার তৈরি একটি হাই ব্লাড প্রেসার এর ওষুধ কে। আর সেই ওষুধই দেদার বিক্রি হচ্ছিল বর্ধমানের একাধিক দোকানে। গোপন সূত্রে হানা দিয়ে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা উদ্ধার করল সেই ওষুধ। দুটি আলাদা ব্যাচের ব্লাড প্রেসার এর ওষুধ বিক্রি করা হচ্ছিল। এর পাশপাশি,হিমাচল প্রদেশের সংস্থার তৈরী Amoxyclab 625 - ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখে দেওয়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বর্ধমান থেকে -রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষায় ফেল করেছে এই ওষুধ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 06, 2025 02:46:27
Purulia, West Bengal:পুরুলিয়ার নির্বাচন কমিশনের নির্দেশে SIR প্রক্রিয়াকরণের কাজে ব্যস্ত পুরুলিয়ার একাধিক বিদ্যালয়ের একমাত্র প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা। ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন কিন্তু শিক্ষকদের অনুপস্থিতি থাকায় তারা বাড়ি ফিরে যাচ্ছে। কখনো তালাবন্ধ আবার কখনো খোলা হচ্ছে একবেলা। পাঠপাঠন ব্যবস্থা সীমিত। বিদ্যালয়গুলোতে বিকল্প শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবি তোলেন অভিভাবকারা। ঝালদা ১ নম্বর চক্রের তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রধান শিক্ষক রোহিত কুমার সাহু SIR প্রক্রিয়াকরণের কাজে যুক্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও সার্ভে করছেন; তাই মঙ্গলবার থেকে বিদ্যালয়টি বন্ধ। চৌপদ প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন ছাত্রছাত্রীয়ের একমাত্র প্রধান শিক্ষিকা শশীকলা মাহাতোও নির্বাচনের নির্দেশে SIR প্রক্রিয়াকরণে যুক্ত। তিনি একবেলা নির্দিষ্ট বুথে বাড়ি বাড়ি SIR-এর ফর্ম বিতরণে ব্যস্ত থাকায় অন্য বেলার পাঠদান বন্ধ রয়েছে। এই বিদ্যালয়গুলোর একমাত্র প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা:SIR কাজে BLO-এর ডিউটি করতে হচ্ছি বলে পাঠদান ও SIR কার্যক্রম একসাথে চালাতে গেলে বিদ্যালয় বন্ধ রাখতে হচ্ছে। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। নির্দেশিকা এলে সেভাবে কাজ চলবে। স্থানীয় অভিভাবকেরা বলছেন, বিদ্যালয়ের একমাত্র শিক্ষক অন্য কাজে ব্যস্ত থাকায় স্কুল বন্ধ। তারা চান বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হোক।
0
comment0
Report
AGAyan Ghosal
Nov 06, 2025 02:19:30
Kolkata, West Bengal:১) ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা পতন Kolkata-য়। দিনের তাপমাত্রা ৩০ থেকে নেমে ২৯ এর ঘরে। রাতের তাপমাত্রা ২২.৫ থেকে নেমে ২১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ায় ভোরের Kolkata-য় হালকা শীতের ভাব। আজ উপকূলের জেলা বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ২) উত্তরবঙ্গে পারद পতন শুরু। সামান্য করে নামতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষ দিকে দার্জিলিঙের রাতের পারদ ৭ বা ৮ ডিগ্রিতে নামতে পারে। মনোরম আবহাওয়া উত্তরের সমতল এবং তরাই অঞ্চলে। ৩) পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে একটি ঘূর্ণাবর্তে পরিণত। এটি উত্তর বাংলাদেশ হয়ে মায়ানমারের দিকে অবস্থান করছে। এর তেমন প্রভাব পশ্চিমবঙ্গে আর থাকছে না। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকা ছাড়া আর মেঘলা আকাশ বা বৃষ্টির পূর্বাভাস নেই এই রাজ্যের কোথাও। ৪) আগামী মঙ্গলবার পর্যন্ত খুব উল্লেখযোগ্য পারদ উত্থান পতন নেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমের জেলায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই সপ্তাহের শেষ দিকে। ৫) কলকাতায় অত্যন্ত মনোরম পরিবেশ রাতে এবং ভোরে। বেলা বাড়লে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার জেরে कुछটা উষ্ণ অনুভূতি। বিকেলের পর ফের মনোরম আবহাওয়া। আপাতত Kolkata-য় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।
0
comment0
Report
CDChampak Dutta
Nov 06, 2025 01:02:14
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরের "হঠাৎ পাড়া" কে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। বিজেপি তৃণমূল দুজুধান দুপক্ষেরই লক্ষ্য এখন হঠাৎ পাড়া। বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইতের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল হঠাৎ পাড়া তে এসে মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছিলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তারা যেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ তে আবেদন করেন। ভারত সরকার শরণার্থীদের পাশে রয়েছে। খুব শীঘ্রই সিএএ একটি ক্যাম্প এই এলাকায় খোলা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এরপরেই দেখা যায় তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরার নেতৃত্বে তৃণমূলের একটি দল গিয়ে পৌঁছান ওই হঠাৎ পাড়াতে। এখানে সুজয় এলাকা বাসীদেরকে আশ্বস্ত করেন তৃণমূল দল তাদের পাশে রয়েছে বলে। পাশাপাশি তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, কেউ বিজেপির পাতা ফাঁদে পড়ে সিএএ ফর্ম ফিলাপ করবেন না। বাংলাদেশী আখ্যা দেওয়া যে অপচেষ্টা বিজেপি করছে সেই পাতা ফাঁদে কেউ পা দেবেন না। শীঘ্রই এই ওয়ার্ডে হেল্প ডেক্স খোলা হবে। কোন সমস্যা হলে সেখানে গিয়ে সহযোগিতা নেবেন। বিধায়কের বক্তব্যের পাল্টা হিসেবে বিজেপির জেলা সহ সভাপতি শংকর গুচ্ছাইত বলেন, যাদেরকে বলা হয়েছে সিএএ তে আবেদন করার দরকার নেই ঠিক সেই সব মানুষ আপনারাদের বাড়ি ঘেরাও করবে। বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুরিয়া হাজরা যেভাবে মানুষগুলোকে ঠকানোর জন্য এবং মানুষগুলোর জীবন শেষ করার জন্য সিএএতে আবেদনের কথা সরাসরি না বলে এসেছেন, তাই আমিও ওখানকার মানুষদেরকে বলবো যদি আপনারাদের নাম বিধায়কের জন্য বাদ যায়, যদি আপনারা বিধায়কের কথায় সিএএতে আবেদন না করেন আর আপনার ভোটার লিস্টে নাম না আসে তাহলে বিধায়ককেই তার জবাবদিহি করতে হবে। এরপরপরে ফের একবার দেখা গেল মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ তৃণমূল কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন হঠাৎ পাড়াতে।প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা কথা বলেন মানুষের সাথে। সেখানে তিনি এলাকাবাসীদেরকে আশ্বস্ত করে বলেন কোন বৈধ ভোটারের নাম কাটা যাবে না। এখানে যারা ভোটার রয়েছেন তাদের প্রত্যেকের কাছে ভোটার কার্ড আধার কার্ড জন্মের সার্টিফিকেট রয়েছে তাদেরকে আতঙ্কগ্রস্থ করে দেওয়ার জন্য কেউ বা কারা একটি বিভ্রান্ত প্রচার করেছেন। তাই আমরা মানুষকে বোঝাতে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে কাউকে কোথাও যেতে হবে না কাউকে চিন্তাগ্রস্ত হতে হবে না। উল্লেখ্য, এই হঠাৎ পাড়া তে রয়েছে ৫০ থেকে ৬০ টি এমন বাড়ি যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে মেদিনীপুর শহরে বসবাস کررছে। কেউ কুড়ি বছর কেউবা তার থেকেও বেশি বছর ধরে এই জায়গায় বসবাস করছে। কিন্তু এইসব পরিবারের কারোরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। স্বাভাবিকভাবেই এসআইআর চালু হওয়ার পর তারা আতঙ্কে রয়েছে। দুই রাজনৈতিক দলের দুই রকম কথায় এলাকাবাসীরা দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে।তবে এলাকাবাসীরা জানান তারা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন তবে এখনো পুরো চিন্তামুক্ত তারা হতে পারছেন না। আগামী দিনে হঠাৎ পাড়ার ভবিষ্যৎ কি হবে তা ভবিষ্যতই বলবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 06, 2025 01:01:41
0
comment0
Report
NRNarayan Roy
Nov 05, 2025 19:03:34
0
comment0
Report
PDPradyut Das
Nov 05, 2025 16:17:02
Jalpaiguri, West Bengal:রাজগঞ্জের বিডিও অত্যন্ত প্রভাবশালী। সেকারণে গুরুতর অভিযোগ ওঠার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। আইনের প্রতি আস্থা আছে আমাদের। আমাদের বিশ্বাস, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও গ্রেপ্তার হবেন। অভিযোগকারী পরিবারের পাশে দাঁড়াচ্ছি আমরা। প্রয়োজনে এনিয়ে আদালতের দ্বারস্ত হয়ে ঘটনার সিবিআই তদন্ত চাইব আমরা। বুধবার সন্ধ্যায় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমে এমনটাই বলেন দলের জেলা সহ সভাপতি বুবাই কর। इस घटना প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান। এরপর, বিডিওর ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বুধবার বিকেল নাগাদ টেলিফোনে জানান, এটা প্রশাসন বুঝবে প্রশাসনের বিষয়, এটা দলীয় ব্যাপার হলে আমার বলার বিষয় থাকতো। আজকাল সোশ্যাল মিডিয়া অনেক কিছুই বলে দেখা যায়। তাও আমি খোঁজ নিচ্ছি এখনো পাইনি কিছু খবর। যদি অন্যায় করে নিশ্চয়ই প্রশাসন আইনের আওতায় ব্যবস্থা নেবে।
0
comment0
Report
Advertisement
Back to top