Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

धूपगुड़ी हत्या मामले में चार को आजीवन कारावास, एक को दस साल

PDPradyut Das
Dec 05, 2025 12:53:33
Jalpaiguri, West Bengal
ब्रेकिंग খুনের অভিযোগ। একইমামলায় ৪ জনের যাবজ্জীবন সাজা। ২০২২ সালের ধূপগুড়িতে খুনের মামলায় আজ জলপাইগুড়ি আদালতে ৫ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা। এর মধ্যে ৪ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছর জেল。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 05, 2025 13:38:52
Kaji Chak, West Bengal:চলতে চলতে খুলে গেল ট্র্যাক্টরের চাকা, দ্রুত গতিতে গড়িয়ে গিয়ে সেই চাকা গিয়ে ধাক্কা মারলো এক চলন্ত মোটরসাইকেল ও একটি টোটো কে তারপর সেই চাকা রাস্তার পাশে জায়গা ঘিরে রাখা লোহার গেট ভেঙে ঢুকে যায় ভিতরে। এই ঘটনায় আহত হয়েছে এক মোটর বাইক আরোহী ও এক টoto চালক। ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরবাইক ও টোটো টিরও। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের আবর্জনা নিয়ে মেদিনীপুর পৌরসভার একটি ট্র্যাক্টর যাচ্ছিল ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে। ধর্মাচকের কিছুটা আগেই হঠাৎ করে আবর্জনা বোঝাই ট্র্যাক্টর এর পিছনের চাকা খুলে বেরিয়ে যায়। সেই খুলে যাওয়া চাকা প্রথমে ধাক্কা মারে একটি মোটরসাইকেল কে, ধাক্কা লাগার পরেই মোটরসাইকেলে থাকা মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তার উপরে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এরপর ওই চাকাটি মোটরসাইকেল গিয়ে ধাক্কা মারার পর ধাক্কা মারে একটি টোটোকে। এর ফলে টোটোটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। চাকাটি টোটো চালকের পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় আহত হয় টোটো চালকও। এরপর ওই চাকাটি গিয়ে রাস্তার পাশে জায়গা ঘিরে রাখা একটি লোহার গেট ভেঙে ঢুকে যায় ভেতরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। মেদিনিপুর পৌরসভার পক্ষ থেকেও পাঠানো হয় অন্য একটি ট্র্যাক্টর। চাকা খুলে যাওয়া ট্র্যাক্‌রারের সমস্ত আবর্জনা নতুন ট্র্যাক্‌টারে তুলে নিয়ে যাওয়া হয় ডাম্পিং গ্রাউন্ডে। ভর সন্ধ্যেবেলায় এইরকম ঘটনায় হক চকিয়ে যায় পথ চলতি সাধারণ মানুষ। ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ যানজট মুক্ত করে। জানা গেছে আহত মোটরবাইক আরোহী বর্তমানে সুস্থ রয়েছে।
0
comment0
Report
RDRaktima das
Dec 05, 2025 13:32:57
Kolkata, West Bengal:ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলন। ১) ফর্ম ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ। تירिश হাজার মানুষের परिवार। তার মধ্যে আমাদের যা নিয়ম; এর বাইরে দু একজন থাকতে পারে। তাদেরকে নিয়মের মধ্যে টেনে নিয়ে আসা। শোকজ করা একটা প্রভিশন। এটা পুরসভার আইন এর মধ্যে আছে। মানুষের সেবায় আমরা নিয়োজিত। নিজের টেম্পারমেন্ট করা যাবে না। এটা মেয়র এর কাছ থেকে শিখতে হবে। ২) আবাসনে বুথ। আমি আবাসনের লোকজনকে নিয়ে মিটিং করেছিলাম। তাদের বাক স্বাধীনতা আছে। তারা বলেছেন। কিন্তু এটা কর্পোরেশনের এক্তিয়ার নয়। ৩) পার্কিং। চিঠি দিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হচ্ছে। পার্কিং গুলো যেন সকালবেলাতে অনেক দিনের গাড়ি সেগুলো থানা থেকে আমাদের মিটিংয়ে বলা হবে। থানা থেকে সাহায্য নিয়ে করতে হবে। এটা পাবলিক হেল্থ এর বিষয়। গাড়ির চাকার পাশে একটা মাটির ভাঁড় পড়ে আছে। সেখানে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে। মানুষের জীবনের আশঙ্কা। যে গাড়িগুলো থাকবে সেই গাড়িগুলো একটু সরিয়ে পরিষ্কার করার পর আবার নিয়ে আসা যাবে, এই কাজটুকু করতে হবে。 এটুকু সহযোগিতা আমি চাইছি, মানুষের সেবার জন্য। এটা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নয়। আমি আজ দেখলাম সকালে পরিষ্কার করেছে, দুপুরে আবার নোংরা। ময়লা-বিন দশ হাত দূরে কিন্তু সেখানে ফেলছে না কেন? ৪) আদালতের নির্দেশে কি কাজ বিপাকে? আপনি বেআইনি নির্মাণ করলে আমরা ব্যবস্থা নিতে পারি পুরসভার আইন অনুযায়ী। কিন্তু আদালত অনেক সময় দেখে তার থাকার অধিকার সেই ঘরে। আমরাও অমানবিক নই। কিন্তু সেক্ষেত্রে বিচারক ভেঙে ফেলার নির্দেশ দিলে আরেকজন আবার মানবিক দিক থেকে অন্য সিদ্ধান্ত দিতে পারেন। গাছ কাটার ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয়। আবার আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আপিল করি। ৫) লক্ষী ভান্ডার। লক্ষী ভান্ডার বন্ধ হচ্ছে না। ষাট বছর হয়ে গেলে তা অটোমেটিক লক্ষী ভান্ডার টুতে ট্রান্সফার হয়ে যাবে। এটা এক্সেপশনাল কেস। ৬) জন্ম মৃত্যু সার্টিফিকেট। যাদের বার্থ সার্টিফিকেটের আমাদের কাছে রেকর্ড আছে তাদের যদি ডুপ্লিকেট লাগে বা একটা অতিরিক্ত লাগে। আইন আছে, আমরা দিতে বাধ্য।। একটা অ্যাপের চ্যাট বট মাধ্যমে প্রথমে দেড়শ থেকে আমরা ৩০০ টা করেচ্ছিলাম।এখন সাড়ে চারশ। ৬০০টা করা হবে। আর এক সপ্তাহের মধ্যে এটা ৬০০ হবে। অফলাইন আবার খুলছে। এর মধ্যে দেড়শ প্রতিদিন পাসপোর্ট ভেরিফিকেট। মানুষের ডিমান্ড আছে আমরা সিংহ দুয়ারে কাউন্টার করেছি, আরো বাড়াবো। যাদের রেকর্ড আছে তাদের ডুব্লিকেট দিয়ে দেব। কেন শুরু হয়ে গেছে..... চলছে তো। এসআইয়ের একটা আতঙ্ক আছে সেখান থেকে মানুষ যদি চায় আমরা সহযোগিতা করব এটা ভালো কথা।। ৭) অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটার ভোটার তালিকায়। কিছু জায়গায় শিফট আছে। কিছু জায়গায় লেফট আছে। এগারো মাসের কন্টাক্ট কলকাতা এর জন্য এই ধরনের ঘটনা। ধরুন চেতলায় থাকতো বেহালায় চলে গেছে এখন অটোমেটিক ভাবে বেহালায় ভোটার হয়ে যাবে। আর পুরনো জায়গায় গিয়ে ভোট দিতে হবে না ৭২ পর্যন্ত আমরা অনলাইনে রেকর্ড দেখে দিচ্ছি। এর পেছনে হলে একটু সময় লাগছে। পুর মন্ত্রী হিসেবে সমস্ত মিউনিসিপালিটি বিজ্ঞপ্তি দেব। যাতে বার্থ সার্টিফিকেট যদি কেউ চেয়ে থাকে রেকর্ড থাকলে অবশ্যই তাকে দিতে হবে।
0
comment0
Report
PMPiyali Mitra
Dec 05, 2025 13:32:24
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 05, 2025 13:31:58
Asansol, West Bengal:মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এর মধ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা。 পশ্চিম বর্ধমান জেলায় পরপর তিন দিন ধরে এসআইআর (SIR) নিয়ে ব্লকভিত্তিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রতিদিনই তিনি দলের বিএলও কর্মী ও জেলা নেতৃত্বের সঙ্গে সভায় অংশ নিয়ে দিশা–নির্দেশ দেন। শেষ দিনের বৈঠকে তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “এটা একটা চক্রান্তের বিরুদ্ধে লড়াই। যে বিজেপি সেই কমিশন, আর যে কমিশন সেই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন—আমরা রাস্তায় নেমে দলমত নির্বিশেষে কর্মীরা মিলে লড়াই করছি। এটা বিহার নয়, মহারাষ্ট্র নয়, হরিয়ানা নয়, দিল্লিও নয়। এটা বাংলা—মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমরা লড়াই করব, এবারও ২৫০টি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব。” এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের ‘শিফটেড’ দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে অরূপ বিশ্বাস আরও বলেন, “অনেকে দু’এক দিনের জন্য বাইরে গেছেন, ফরম জমা দেবেন বলে ঠিক করেছিলেন। অথচ তাঁদের নাম শিফটেড দেখিয়ে দেওয়া হচ্ছে। এসব নিয়ে আমরা আন্দোলনে নামব। অভিষেক ব্যানার্জি আগেই বলেছেন—১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা বসে থাকব না।” অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল বিপরীত সুরে দাবি করেন, “ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ ভোটারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এর মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত এবং ‘নো ট্রেস’—সবই রয়েছে। এক জেলায় যদি এত মানুষের নাম বাদ যায়, তাহলে বাকি জেলাগুলো মিলিয়ে কত ভুয়া ভোটার বাদ যাবে—তা স্পষ্ট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এত অস্থির হয়ে উঠেছেন, এসআইআর-এর বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনের হুমকিও দিচ্ছেন। রোহিঙ্গাদের নাম ও ভুয়া ভোটারের নাম বাদ যেতেই হবে, এসআইআর হবেই।”
0
comment0
Report
CDChampak Dutta
Dec 05, 2025 12:54:47
Kaji Chak, West Bengal:চাষ জমি জুড়ে জ্বলছে আগুন, ধুঁয়োই ঢেকেছে এলাকা, আগুনে পুড়ে নষ্ট বিঘের পর বিঘে মাঠের পাকা ধান। কৃষকরা চিন্তায় পড়েছেন আগুন নিয়ে, দমকল কর্মী ও স্থানীয় মানুষ হাত লাগিয়েছেন আগুন নেভাতে। পশ্চিম মেদিনি prefecture জেলার ঘাটাল থানার দন্দিপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে রয়েছে পাকা ধান কোথাও মেশিন দিয়ে কাটার পর জমিতে পড়ে থাকা নারায় ধরিয়ে দেয়া হচ্ছে আগুন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে।শুধু ঘাটালে নয় চন্দ্রকোনার ক্ষীরপাই বুড়ি পুকুর মাঠ,দাসপুরের শ্যামসুন্দরপুর সহ ঘাটাল মহকুমা জুড়ে জমিতে আগুন আর আগুন।আর সেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কোথাও পাকা ধান পুড়ে নষ্ট হচ্ছে কৃষকের।কৃষি দপ্তর প্রচার চালাচ্ছে যে জমিতে আগুন লাগাবেন না,কিন্তু মাঠজুড়ে ছবিটা ভিন্ন, কৃষি দপ্তরের দাবি জমিতে আগুন লাগালে জমির মাটিপুড়ে উর্বরতা ক্ষমতা হারায় তাছাড়াও জমিতে থাকা কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটে ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের তা সত্ত্বেও কৃষকেরা বিঘার পুর বিঘা জমিতে ধরিয়ে দিচ্ছে আগুন। আগুন নেভাতেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ছবি বাইট 2c তে SLUG- 0512ZG_WMID_PADDY_FIELD_R
151
comment0
Report
MMManoj Mondal
Dec 05, 2025 12:53:14
Kolkata, West Bengal: পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বিবাদ হয়েছিল। তখনই একজন অপরজনকে দেখে নেওয়ার হুমকি দেয়! পরীক্ষার পর অভিযুক্ত দলবল নিয়ে ওই ছাত্রকে ধরার জন্য অপেক্ষা করছিল বলে অভিযোগ। সেই ছাত্রকে মারধর করতে উদ্যতও হয়েছিল তারা। বন্ধুকে বাঁচাতে এসেছিল আরেক পড়ুয়া। আর তাতেই ওই ছাত্রের পিঠে মারা হল ধারালো ছুরির কোপ! গোটা ঘটনাটি ঘটেছে স্কুলের গেটের সামনে! হাড়হিম করা ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বনগাঁর স্কুলে। আরও অভিযোগ, স্কুল ওই জখম ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঘটনার পর এলাকার বাসিন্দা ও অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে খবর। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাটি বনগাঁর নগেন্দ্রনাথ হাই স্কুলের। আজ, শুক্রবার স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এক নবম শ্রেণির পরীক্ষার্থী চুইংগাম খাচ্ছিল। সেই কথা পরীক্ষককে বলে দেওয়ার কথা জানিয়েছিল আরেক সহপাঠী। সেই নিয়ে ওই পড়ুয়া পরীক্ষার পরে সহপাঠীকে দেখে নেওয়ার হুমকি দেয়! পরীক্ষা শেষের পর স্কুলের গেটের সামনে অন্যান্যদের নিয়ে অপেক্ষা করছিল ক্লাস নাইনের অভিযুক্ত ছাত্র তুহিন। ওই সহপাঠী স্কুল থেকে বেরোনোর মুখে তাকে ধরা হয়! কলার ধরে মারধর শুরু হতেই বন্ধুকে রক্ষা করতে ছুটে গিয়েছিল ক্লাস নাইনের আরেক ছাত্র সুনীল দত্ত。 সুনীলদের সঙ্গে তুহিন ও অন্যান্যদের বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদের সময় তুহিন ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে সুনীলের পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় সুনীল। সহপাঠীকে ছুরির কোপ মেরে তুহিন এলাকা ছেড়ে পালায়! স্কুলে বিষয়টি অভিযোগ আকারে জানাতে গিয়েছিল অন্যান্য পড়ুয়ারা। অভিযোগ, স্কুলের তরফে 'গার্জিয়ান কল' করে বিষয়টি ছেড়ে দেওয়া হয়। রক্তমাখা জামা স্কুল কর্তৃপক্ষ রেখে দিয়েছে বলেও অভিযোগ। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে。
100
comment0
Report
ASAyan Sharma
Dec 05, 2025 12:34:25
Kolkata, West Bengal:পরিসেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত। যার জেরে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমানযাত্রী। এই পরিস্থিতিতে বেসরকারি ওই বিমানসংস্থাকে ছাড় দিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পুরনো নির্দেশিকায় উল্লিখিত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। যেমন আগের নির্দেশিকায় বলা হয়েছিল, পাইলট বা বিমানচালকদের নেওয়া ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময়সীমা, তার অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ, পাইলটরা আগাম ছুটি নিন বা না-নিন, সপ্তাহে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিতেই হবে তাঁদের। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংক্রান্ত নিয়মটি শিথিল করা হচ্ছে। সূত্রের খবর, পাইলটদের ছুটির সময়সীমাও ওই ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্গত করা যাবে। পাইলটদের রাতের কাজ বা নাইট সংক্রান্ত বিধিও শিথিল করছে ডিজিসিএ। সমস্যা মোকাবিলায় পাইলটদের সহযোগিতাও চেয়েছে তারা।
117
comment0
Report
MMManoj Mondal
Dec 05, 2025 12:34:15
Kolkata, West Bengal: এবার ঘটলো নজিরবিহীন এক ঘটনা । সিপিএমের দলীয় কার্যালয়ে বসেই রীতিমত বিজেপির পক্ষ থেকে করা হলো সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প। এ বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। উত্তর ২৪ পরগনার হাবরার উপনে এলাকার ঘটনা। প্রায় ৯০ দশক ধরে রয়েছে সিপিএমের দলীয় কার্যালয়। বুধবার সেই কার্যালয়ে তালা খুলে ভেতরে ক্যাম্প করে বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএমের তরফে অবশ্য দাবি করা হয়েছে কার্যালয়ের চাবি খোকন মহান্ত নামে সিপিএমের এক পার্টি সদস্যের কাছে ছিল ,তিনি বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্বরা এ বিষয়ে কিছুই জানেন না। বৃহস্পতিবার এনিয়ে প্রতিবাদ সভা করে সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তারা। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তাই খবর পেয়ে অবশ্য হাবড়া থানার পুলিশ গিয়ে খোকনের কাছে থাকা সিপিএমের দলীয় কার্যালয়ের চাবি এলাকার সিপিএম নেতৃত্বর হাতে তুলে দিয়েছে। বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে সিপিএম ও বিজেপির আঁতাত রয়েছে, ভোট এলে সিপিএমের ভোট বিজেপিতে পড়ে সিপিএম শূন্য হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়।
166
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 05, 2025 12:33:51
Howrah, West Bengal:হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান। হাওড়া কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ও নির্বাচনের দাবীতে অভিযান সিপিআই(এম) এর। ব্যারিকেড ভাঙার চেষ্টা। বাধা পুলিশের। পুরসভা চত্তরে উত্তেজনা। আজ দুপুর তিনটে নাগাদ বঙ্কিম সেতুর নীচে জমায়েত হয় সিপিআইএম কর্মীরা। এরপরে মিছিল করে হাওড়া পুরসভার দিকে এগোয়। আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা। বাধা দিলে বচসা বাধে পুলিশের সাথে। জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন কর্পোরেশনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপ হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, অবিলম্বে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে শুক্রবার সি পি আই (এম) এর এই অভিযান। বাম প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
144
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 05, 2025 12:24:11
Kolkata, West Bengal:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটতে গিয়ে হুলুস্থুল! কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হল কটকে। টিকিট কাটার তাড়ায় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি, দৌড়-সবমিলিয়ে শুক্রবার সকালে বরাবাটি স্টেডিয়ামের সামনে চূড়ান্ত অব্যবস্থা। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট নিয়ে যাবতীয় বিতর্ক। আগামী মঙ্গলবারের ম্যাচের জন্য অনলাইনে পর্যাপ্ত টিকিট ছাড়া হয়নি বলেই অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাজারে হাজারে মানুষ অপেক্ষা করছেন বরাবাটি স্টেডিয়ামের গেটের বাইরে। দরজা খোলামাত্র বিপুল মানুষের ভিড় যেন আছড়ে পড়ে টিকিট কাউন্টারের সামনে। একে অপরকে ধাক্কা মেলে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা, সেই দৃশ্যও দেখা গিয়েছে। টিকিট কাটা নিয়ে এহেন সমস্যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা। বরাবাটি স্টেডিয়ামে ৪৫ হাজার আসন রয়েছে। কিন্তু তার মধ্যে ২০ হাজার আসনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। বাকিটা ভিআইপিদের জন্য সংরক্ষিত বা পাস হিসাবে দেওয়া হচ্ছে, এমনটাই মত ক্রিকেটপ্রেমীদের। যেহেতু টিকিটের অভাব, তাই কালোবাজারি বাড়ছে হু হু করে। ১ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজারে। যে টিকিটের দাম ৬ হাজার, সেটা ১১ হাজারে বিকোচ্ছে। শুক্রবারই অফলাইনে টিকিট বিক্রি শুরু হয় বরাবাটি স্টেডিয়ামে। তারপরেই কার্যত পদপিষ্ট পরিস্থিতি কটকে। উল্লেখ্য, চলতি year's চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে ১১ ক্রিকেটপ্রেমীর মৃত্যু হয়েছে। তারপরেও কেন বরাবাটি স্টেডিয়ামের সামনে এত মানুষের জমায়েত আটকাতে পারল না ওড়িশা প্রশাসন, উঠছে প্রশ্ন।
87
comment0
Report
MMManoranjan Mishra
Dec 05, 2025 12:06:09
Purulia, West Bengal:পুরুলিয়া : "বাবরি মসজিদ নামকরণে আপত্তি আছে । আগামীকাল মমতা ব্যানার্জীর পুলিশ মসজিদ শিলান্যাস করতে দেবে । আগামীকাল হিন্দুরা পালন করবে সৌর্য্য দিবস।" পুরুলিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, ইসলামরা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবেন, খ্রিস্টানরা চার্চ বানাবেন, শিখরা গুরুদ्वারা বানাবেন । এতে আপত্তি নেই । কিন্তু নামকরণে আপত্তি আছে । মোঘল, পাঠানরা ভারত দখল করতে এসেছিল । অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনদের ইজ্জত লুঠেছে । বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রাবাদী ভারতীয়র যে ধর্মেরই হোক আপত্তি আছে । এই নামকরণকে কেউ সমর্থন করেনা। বাংলায় হিন্দুদের বোকা বানানোর জন্য লোকদেখানো সাসপেন্ড হয়েছেন । আগামীকাল বিতর্কিত নামে বিতর্কিত তারিখ ঠিক করে শিল্যানাস করতে দেবে মমতা ব্যানার্জীর পুলিশ । মমতা ব্যানার্জীর মুখ আর মুখোশ দুটো আলাদা। আমরা যারা রাম ভক্ত, আগামীকাল ৬ ডিসেম্বর সৌর্য্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু । সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদদের প্রতিবাদ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ২০০৪ থেকে ১৪ ডাঃ মনমোহন সিংহের ইউপিএ ১ এবং ২ । মমতা ব্যানার্জী মন্ত্রী সভায় থাকাকালীন দিয়েছে ২ লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদী সরকার এই সরকারকে দিয়েছে ৮ লক্ষ কোটি টাকা । বিভিন্ন প্রকল্প সবচেয়ে বেশি টাকা দি য়েছে মোদি সরকার। সবের তদন্ত চলছে । তদন্ত শেষ হলে চোরদের কাছ থেকে সব টাকা উসুল হবে না । বিজেপি ক্ষমতায় এলে ১০০ দিনের কাজের জায়গায় ২০০ দিনের কাজ দেবে। সব কথা লোক জানে। এপ্রিলে নির্বাচন, ২৬ এ নির্বাচন মমতার হবে বিসর্জন । প্রাথমিক শিক্ষকের রায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কোর্ট আইন মেনে চলা উচিত । কোর্ট ধারণায় হওয়া উচিত না । ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত রায় । বলেছে পদ্ধতিগত ত্রুটি আছে। কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম। এবার যারা ভিক্টিম তারা বলতে পারবে ।
89
comment0
Report
NRNarayan Roy
Dec 05, 2025 10:50:59
Siliguri, West Bengal:শিলিগুড়িতে SKFU Canvas–এর সফট লঞ্চ। সৃজনশীল শিক্ষা ও ডিজাইন উৎকর্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিলিগুড়িতে আজ আনুষ্ঠানিকভাবে সফট লঞ্চ হলো SKFU Canvas-এর। টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা, ডিজাইন ও ফ্যাশন দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, প্রো-চান্সেলর Techno India Group of Universities ও Central Academic Leader; খ্যাতনামা ফ্যাশন আইকন নয়নিকা চ্যাটার্জি; টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়; ডিজিটাল মিডিয়া ডিরেক্টর ও School of Media Communications, Fine Arts and Design–এর ডিন ড. মিনাল পারেখ এবং সুপরিচিত ফ্যাশন ডিজাইনার অরণ্যব সেনগুপ্ত। উত্তরবঙ্গের ফ্যাশন শিক্ষা–এ নতুন অধ্যায় SKFU Canvas-এ ফ্যাশন ডিজাইন কোর্স চালু হচ্ছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কারিগরি সহযোগিতায়; IFM Academy–র শিল্প–মুহূর্ত সহযোগিতায় ছাত্রছাত্রীারা বাস্তব অভিজ্ঞতা, শিল্পমেন্টরশিপ ও আন্তর্জাতিক মানের ট্রেনিং পাবেন। সফট লঞ্চের পর সার্কুলার ফ্যাশন ও সাসটেনিবিলিটি–র ওপর একটি বিশেষ টক শো অনুষ্ঠিত হয়। বক্তারা দায়িত্বশীল ফ্যাশন, উপাদান উদ্ভাবন ও পরিবেশবান্ধব ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন। উত্তরবঙ্গের ১২ জন ডিজাইন উদ্যোগীকে সম্মাননা দেওয়া হয় SKFU Canvas। ছাত্রী ও ছাত্রদের সার্কুলার ফ্যাশন ইনস্টলেশন পরিবেশবান্ধব ভাবনায় আকর্ষণীয় ছিল। অনুষ্ঠানটি মি. কুন্তনিল দাস সঞ্চালনা করেন। SKFU Canvas উত্তরবঙ্গকে ফ্যাশন, সৃজনশীলতা ও সাসটেনিবল ইনোভেশন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
98
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 05, 2025 10:50:20
Howrah, West Bengal:নিষ্ছিন্দা সাপুইপাড়া বসুকাটি গ্রামের পঞ্চায়েত প্রধান দেবব্রত মোন্দল ওরফে বাবু মন্ডল হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। তাকে বাড়ির কাছেই প্রকাশ্যে রাস্তায় গুলি করে পালিয়ে যায় বাসু চৌধুরী নামে এক দুস্কৃতি। আশঙ্কাজনক অবস্থায় প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কয়েক দিন পর তিনি আবার বাড়ি ফিরেছেন। গত ২৭ নভেম্বর রাতে নিসচিন্দা ষষ্ঠিতলা বুড়ো Shivatalার কাছে পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডলসহ তার সহযোগী অনুপম রানাকে গুলি করা হয়। সিসিটিভি ক্যামেরায় গুলি করার সেই ছবি ধরা পড়ে। পঞ্চায়েত প্রধান ও তার সহযোগী বাড়ি ফিরলেও মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি। পরিবারের লোক ও আত্মীয়-স্বজন ও অনুগামীরা পঞ্চায়েত প্রধান বাড়ি ফেরায় খুশি হলেও মূল অভিযুক্ত বাসু চৌধুরী না ধরা পড়ায় আতঙ্ক রয়েছে। তারা পুলিশের দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জ্ঞাপন করেছেন।
82
comment0
Report
Advertisement
Back to top