Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

हावड़ा निगम बचाओ अभियान: CPI(M) के भ्रष्टाचार विरोधी प्रदर्शन में पुलिस से भिड़ंत

DGDebabrata Ghosh
Dec 05, 2025 12:33:51
Howrah, West Bengal
হাওড়া কর্পোরেশন বাঁচাও অভিযান। হাওড়া কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ও নির্বাচনের দাবীতে অভিযান সিপিআই(এম) এর। ব্যারিকেড ভাঙার চেষ্টা। বাধা পুলিশের। পুরসভা চত্তরে উত্তেজনা। আজ দুপুর তিনটে নাগাদ বঙ্কিম সেতুর নীচে জমায়েত হয় সিপিআইএম কর্মীরা। এরপরে মিছিল করে হাওড়া পুরসভার দিকে এগোয়। আগে থেকে ব্যারিকেড করে রেখেছিল। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কর্মীরা। বাধা দিলে বচসা বাধে পুলিশের সাথে। জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন কর্পোরেশনে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপ হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, অবিলম্বে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে শুক্রবার সি পি আই (এম) এর এই অভিযান। বাম প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 05, 2025 12:54:47
Kaji Chak, West Bengal:চাষ জমি জুড়ে জ্বলছে আগুন, ধুঁয়োই ঢেকেছে এলাকা, আগুনে পুড়ে নষ্ট বিঘের পর বিঘে মাঠের পাকা ধান। কৃষকরা চিন্তায় পড়েছেন আগুন নিয়ে, দমকল কর্মী ও স্থানীয় মানুষ হাত লাগিয়েছেন আগুন নেভাতে। পশ্চিম মেদিনি prefecture জেলার ঘাটাল থানার দন্দিপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে রয়েছে পাকা ধান কোথাও মেশিন দিয়ে কাটার পর জমিতে পড়ে থাকা নারায় ধরিয়ে দেয়া হচ্ছে আগুন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে।শুধু ঘাটালে নয় চন্দ্রকোনার ক্ষীরপাই বুড়ি পুকুর মাঠ,দাসপুরের শ্যামসুন্দরপুর সহ ঘাটাল মহকুমা জুড়ে জমিতে আগুন আর আগুন।আর সেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কোথাও পাকা ধান পুড়ে নষ্ট হচ্ছে কৃষকের।কৃষি দপ্তর প্রচার চালাচ্ছে যে জমিতে আগুন লাগাবেন না,কিন্তু মাঠজুড়ে ছবিটা ভিন্ন, কৃষি দপ্তরের দাবি জমিতে আগুন লাগালে জমির মাটিপুড়ে উর্বরতা ক্ষমতা হারায় তাছাড়াও জমিতে থাকা কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটে ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের তা সত্ত্বেও কৃষকেরা বিঘার পুর বিঘা জমিতে ধরিয়ে দিচ্ছে আগুন। আগুন নেভাতেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ছবি বাইট 2c তে SLUG- 0512ZG_WMID_PADDY_FIELD_R
48
comment0
Report
MMManoj Mondal
Dec 05, 2025 12:53:14
Kolkata, West Bengal: পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বিবাদ হয়েছিল। তখনই একজন অপরজনকে দেখে নেওয়ার হুমকি দেয়! পরীক্ষার পর অভিযুক্ত দলবল নিয়ে ওই ছাত্রকে ধরার জন্য অপেক্ষা করছিল বলে অভিযোগ। সেই ছাত্রকে মারধর করতে উদ্যতও হয়েছিল তারা। বন্ধুকে বাঁচাতে এসেছিল আরেক পড়ুয়া। আর তাতেই ওই ছাত্রের পিঠে মারা হল ধারালো ছুরির কোপ! গোটা ঘটনাটি ঘটেছে স্কুলের গেটের সামনে! হাড়হিম করা ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বনগাঁর স্কুলে। আরও অভিযোগ, স্কুল ওই জখম ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঘটনার পর এলাকার বাসিন্দা ও অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে খবর। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনাটি বনগাঁর নগেন্দ্রনাথ হাই স্কুলের। আজ, শুক্রবার স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এক নবম শ্রেণির পরীক্ষার্থী চুইংগাম খাচ্ছিল। সেই কথা পরীক্ষককে বলে দেওয়ার কথা জানিয়েছিল আরেক সহপাঠী। সেই নিয়ে ওই পড়ুয়া পরীক্ষার পরে সহপাঠীকে দেখে নেওয়ার হুমকি দেয়! পরীক্ষা শেষের পর স্কুলের গেটের সামনে অন্যান্যদের নিয়ে অপেক্ষা করছিল ক্লাস নাইনের অভিযুক্ত ছাত্র তুহিন। ওই সহপাঠী স্কুল থেকে বেরোনোর মুখে তাকে ধরা হয়! কলার ধরে মারধর শুরু হতেই বন্ধুকে রক্ষা করতে ছুটে গিয়েছিল ক্লাস নাইনের আরেক ছাত্র সুনীল দত্ত。 সুনীলদের সঙ্গে তুহিন ও অন্যান্যদের বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদের সময় তুহিন ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে সুনীলের পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় সুনীল। সহপাঠীকে ছুরির কোপ মেরে তুহিন এলাকা ছেড়ে পালায়! স্কুলে বিষয়টি অভিযোগ আকারে জানাতে গিয়েছিল অন্যান্য পড়ুয়ারা। অভিযোগ, স্কুলের তরফে 'গার্জিয়ান কল' করে বিষয়টি ছেড়ে দেওয়া হয়। রক্তমাখা জামা স্কুল কর্তৃপক্ষ রেখে দিয়েছে বলেও অভিযোগ। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে。
22
comment0
Report
ASAyan Sharma
Dec 05, 2025 12:34:25
Kolkata, West Bengal:পরিসেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত। যার জেরে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমানযাত্রী। এই পরিস্থিতিতে বেসরকারি ওই বিমানসংস্থাকে ছাড় দিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পুরনো নির্দেশিকায় উল্লিখিত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। যেমন আগের নির্দেশিকায় বলা হয়েছিল, পাইলট বা বিমানচালকদের নেওয়া ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময়সীমা, তার অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ, পাইলটরা আগাম ছুটি নিন বা না-নিন, সপ্তাহে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিতেই হবে তাঁদের। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংক্রান্ত নিয়মটি শিথিল করা হচ্ছে। সূত্রের খবর, পাইলটদের ছুটির সময়সীমাও ওই ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্গত করা যাবে। পাইলটদের রাতের কাজ বা নাইট সংক্রান্ত বিধিও শিথিল করছে ডিজিসিএ। সমস্যা মোকাবিলায় পাইলটদের সহযোগিতাও চেয়েছে তারা।
117
comment0
Report
MMManoj Mondal
Dec 05, 2025 12:34:15
Kolkata, West Bengal: এবার ঘটলো নজিরবিহীন এক ঘটনা । সিপিএমের দলীয় কার্যালয়ে বসেই রীতিমত বিজেপির পক্ষ থেকে করা হলো সিএএ এবং এসআইআর সহায়তা ক্যাম্প। এ বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। উত্তর ২৪ পরগনার হাবরার উপনে এলাকার ঘটনা। প্রায় ৯০ দশক ধরে রয়েছে সিপিএমের দলীয় কার্যালয়। বুধবার সেই কার্যালয়ে তালা খুলে ভেতরে ক্যাম্প করে বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএমের তরফে অবশ্য দাবি করা হয়েছে কার্যালয়ের চাবি খোকন মহান্ত নামে সিপিএমের এক পার্টি সদস্যের কাছে ছিল ,তিনি বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্বরা এ বিষয়ে কিছুই জানেন না। বৃহস্পতিবার এনিয়ে প্রতিবাদ সভা করে সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তারা। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তাই খবর পেয়ে অবশ্য হাবড়া থানার পুলিশ গিয়ে খোকনের কাছে থাকা সিপিএমের দলীয় কার্যালয়ের চাবি এলাকার সিপিএম নেতৃত্বর হাতে তুলে দিয়েছে। বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে সিপিএম ও বিজেপির আঁতাত রয়েছে, ভোট এলে সিপিএমের ভোট বিজেপিতে পড়ে সিপিএম শূন্য হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়।
166
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 05, 2025 12:24:11
Kolkata, West Bengal:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কাটতে গিয়ে হুলুস্থুল! কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হল কটকে। টিকিট কাটার তাড়ায় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি, দৌড়-সবমিলিয়ে শুক্রবার সকালে বরাবাটি স্টেডিয়ামের সামনে চূড়ান্ত অব্যবস্থা। ৯ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ওড়িশার কটকে। সেই ম্যাচের টিকিট নিয়ে যাবতীয় বিতর্ক। আগামী মঙ্গলবারের ম্যাচের জন্য অনলাইনে পর্যাপ্ত টিকিট ছাড়া হয়নি বলেই অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাজারে হাজারে মানুষ অপেক্ষা করছেন বরাবাটি স্টেডিয়ামের গেটের বাইরে। দরজা খোলামাত্র বিপুল মানুষের ভিড় যেন আছড়ে পড়ে টিকিট কাউন্টারের সামনে। একে অপরকে ধাক্কা মেলে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা, সেই দৃশ্যও দেখা গিয়েছে। টিকিট কাটা নিয়ে এহেন সমস্যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা। বরাবাটি স্টেডিয়ামে ৪৫ হাজার আসন রয়েছে। কিন্তু তার মধ্যে ২০ হাজার আসনের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। বাকিটা ভিআইপিদের জন্য সংরক্ষিত বা পাস হিসাবে দেওয়া হচ্ছে, এমনটাই মত ক্রিকেটপ্রেমীদের। যেহেতু টিকিটের অভাব, তাই কালোবাজারি বাড়ছে হু হু করে। ১ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজারে। যে টিকিটের দাম ৬ হাজার, সেটা ১১ হাজারে বিকোচ্ছে। শুক্রবারই অফলাইনে টিকিট বিক্রি শুরু হয় বরাবাটি স্টেডিয়ামে। তারপরেই কার্যত পদপিষ্ট পরিস্থিতি কটকে। উল্লেখ্য, চলতি year's চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে ১১ ক্রিকেটপ্রেমীর মৃত্যু হয়েছে। তারপরেও কেন বরাবাটি স্টেডিয়ামের সামনে এত মানুষের জমায়েত আটকাতে পারল না ওড়িশা প্রশাসন, উঠছে প্রশ্ন।
74
comment0
Report
MMManoranjan Mishra
Dec 05, 2025 12:06:09
Purulia, West Bengal:পুরুলিয়া : "বাবরি মসজিদ নামকরণে আপত্তি আছে । আগামীকাল মমতা ব্যানার্জীর পুলিশ মসজিদ শিলান্যাস করতে দেবে । আগামীকাল হিন্দুরা পালন করবে সৌর্য্য দিবস।" পুরুলিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, ইসলামরা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবেন, খ্রিস্টানরা চার্চ বানাবেন, শিখরা গুরুদ्वারা বানাবেন । এতে আপত্তি নেই । কিন্তু নামকরণে আপত্তি আছে । মোঘল, পাঠানরা ভারত দখল করতে এসেছিল । অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনদের ইজ্জত লুঠেছে । বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রাবাদী ভারতীয়র যে ধর্মেরই হোক আপত্তি আছে । এই নামকরণকে কেউ সমর্থন করেনা। বাংলায় হিন্দুদের বোকা বানানোর জন্য লোকদেখানো সাসপেন্ড হয়েছেন । আগামীকাল বিতর্কিত নামে বিতর্কিত তারিখ ঠিক করে শিল্যানাস করতে দেবে মমতা ব্যানার্জীর পুলিশ । মমতা ব্যানার্জীর মুখ আর মুখোশ দুটো আলাদা। আমরা যারা রাম ভক্ত, আগামীকাল ৬ ডিসেম্বর সৌর্য্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু । সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদদের প্রতিবাদ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ২০০৪ থেকে ১৪ ডাঃ মনমোহন সিংহের ইউপিএ ১ এবং ২ । মমতা ব্যানার্জী মন্ত্রী সভায় থাকাকালীন দিয়েছে ২ লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদী সরকার এই সরকারকে দিয়েছে ৮ লক্ষ কোটি টাকা । বিভিন্ন প্রকল্প সবচেয়ে বেশি টাকা দি য়েছে মোদি সরকার। সবের তদন্ত চলছে । তদন্ত শেষ হলে চোরদের কাছ থেকে সব টাকা উসুল হবে না । বিজেপি ক্ষমতায় এলে ১০০ দিনের কাজের জায়গায় ২০০ দিনের কাজ দেবে। সব কথা লোক জানে। এপ্রিলে নির্বাচন, ২৬ এ নির্বাচন মমতার হবে বিসর্জন । প্রাথমিক শিক্ষকের রায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কোর্ট আইন মেনে চলা উচিত । কোর্ট ধারণায় হওয়া উচিত না । ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত রায় । বলেছে পদ্ধতিগত ত্রুটি আছে। কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম। এবার যারা ভিক্টিম তারা বলতে পারবে ।
89
comment0
Report
NRNarayan Roy
Dec 05, 2025 10:50:59
Siliguri, West Bengal:শিলিগুড়িতে SKFU Canvas–এর সফট লঞ্চ। সৃজনশীল শিক্ষা ও ডিজাইন উৎকর্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিলিগুড়িতে আজ আনুষ্ঠানিকভাবে সফট লঞ্চ হলো SKFU Canvas-এর। টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায় চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা, ডিজাইন ও ফ্যাশন দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, প্রো-চান্সেলর Techno India Group of Universities ও Central Academic Leader; খ্যাতনামা ফ্যাশন আইকন নয়নিকা চ্যাটার্জি; টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়; ডিজিটাল মিডিয়া ডিরেক্টর ও School of Media Communications, Fine Arts and Design–এর ডিন ড. মিনাল পারেখ এবং সুপরিচিত ফ্যাশন ডিজাইনার অরণ্যব সেনগুপ্ত। উত্তরবঙ্গের ফ্যাশন শিক্ষা–এ নতুন অধ্যায় SKFU Canvas-এ ফ্যাশন ডিজাইন কোর্স চালু হচ্ছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কারিগরি সহযোগিতায়; IFM Academy–র শিল্প–মুহূর্ত সহযোগিতায় ছাত্রছাত্রীারা বাস্তব অভিজ্ঞতা, শিল্পমেন্টরশিপ ও আন্তর্জাতিক মানের ট্রেনিং পাবেন। সফট লঞ্চের পর সার্কুলার ফ্যাশন ও সাসটেনিবিলিটি–র ওপর একটি বিশেষ টক শো অনুষ্ঠিত হয়। বক্তারা দায়িত্বশীল ফ্যাশন, উপাদান উদ্ভাবন ও পরিবেশবান্ধব ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন। উত্তরবঙ্গের ১২ জন ডিজাইন উদ্যোগীকে সম্মাননা দেওয়া হয় SKFU Canvas। ছাত্রী ও ছাত্রদের সার্কুলার ফ্যাশন ইনস্টলেশন পরিবেশবান্ধব ভাবনায় আকর্ষণীয় ছিল। অনুষ্ঠানটি মি. কুন্তনিল দাস সঞ্চালনা করেন। SKFU Canvas উত্তরবঙ্গকে ফ্যাশন, সৃজনশীলতা ও সাসটেনিবল ইনোভেশন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
98
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 05, 2025 10:50:20
Howrah, West Bengal:নিষ্ছিন্দা সাপুইপাড়া বসুকাটি গ্রামের পঞ্চায়েত প্রধান দেবব্রত মোন্দল ওরফে বাবু মন্ডল হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। তাকে বাড়ির কাছেই প্রকাশ্যে রাস্তায় গুলি করে পালিয়ে যায় বাসু চৌধুরী নামে এক দুস্কৃতি। আশঙ্কাজনক অবস্থায় প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কয়েক দিন পর তিনি আবার বাড়ি ফিরেছেন। গত ২৭ নভেম্বর রাতে নিসচিন্দা ষষ্ঠিতলা বুড়ো Shivatalার কাছে পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডলসহ তার সহযোগী অনুপম রানাকে গুলি করা হয়। সিসিটিভি ক্যামেরায় গুলি করার সেই ছবি ধরা পড়ে। পঞ্চায়েত প্রধান ও তার সহযোগী বাড়ি ফিরলেও মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি। পরিবারের লোক ও আত্মীয়-স্বজন ও অনুগামীরা পঞ্চায়েত প্রধান বাড়ি ফেরায় খুশি হলেও মূল অভিযুক্ত বাসু চৌধুরী না ধরা পড়ায় আতঙ্ক রয়েছে। তারা পুলিশের দ্রুত মূল অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জ্ঞাপন করেছেন।
82
comment0
Report
PDPradyut Das
Dec 05, 2025 10:19:59
Jalpaiguri, West Bengal:বইমেলা যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা জানাতে বিশেষভাবে মাইকিং করতে হবে। লাইব্রেরী কোনভাবেই বন্ধ রাখা যাবে না।জলপাইগুড়িতে এমনই বার্তা দিলেন রাজ্যের গ্রন্থগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কোনো লাইব্রেরি বন্ধ রাখা যাবে না। জলপাইগুড়িতে ৩৭ তম জেলা বইমেলার উদ্বোধনে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেইসঙ্গে লাইব্রারিতে ছেলেমেয়েদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার চালুর ব্যাপারে জেলা প্রশাসনের আধিকারিকদের উদ্যোগ নিতে হবে বলে নির্দেশ তাঁর। বইমেলায় পড়ুয়াদের বেশি করে আনার ব্যাপারেও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন তিনি। বলেন, ‘বইমেলা হবে আর সেখানে ছাত্রছাত্রীরা আসবে না, বইয়ের সঙ্গে তাদের পরিচয় হবে না, এটা হতে পারে না। প্রয়োজনে গাড়ি ভাড়া করে পড়ুয়াদের বইমেলা প্রাঙ্গনে নিয়ে আসতে হবে। বইমেলা যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা জানাতে বিশেষভাবে মাইকিং করতে হবে’। জলপাইগুড়ি জেলায় মোট ৭৬টি লাইব্রেরি রয়েছে। বর্তমানে ৭৩টি লাইব্রেরি চালু থাকলেও কর্মীর অভাবে তিনটি বন্ধ। [...] রাজ্যে সবমিলিয়ে লাইব্রেরিতে ১৪টি ভাষায় ২ কোটি ৬০ লক্ষ বই রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। বলেন, ‘আমরা অনেক লাইব্রেরিতে চাকরির পরীক্ষায় বসার জন্য ছেলেমেয়েদের প্রস্তুত করতে কোচিং কর্ণার করেছি। এটা সব জায়গাতেই করতে হবে। জেলায় প্রশাসনের যে আধিকারিক রয়েছেন, তাঁদের এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।’ গ্রন্থাগারমন্ত্রী বলেন, লাইব্রেরিতে যাঁরা আসছেন, তাঁদের বেশিরভাগই চাকরির পরীক্ষার বইপত্র পড়ার জন্য আসছেন, গবেষণাধর্মী বই পড়ার ঝোঁক কমছে। এটা শুভ লক্ষণ নয়। নতুন প্রজন্ম যদি গবেষণামূলক বইপত্র না পড়ে, তাহলে তাদের মেধা উন্নত হবে কী করে। যেভাবে দিনের পর দিন বর্তমান প্রজন্মের বই পড়ার প্রতি ঝোঁক কমছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, ‘যে বাড়িতে বই নেই, সেই বাড়ি মৃত। যে বাড়িতে বই আছে, সেই বাড়িতে আলো আছে, প্রাণশক্তি আছে।’ বইমেলার উদ্বোধনে উপস্থিত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘সম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাতে পারে বই। যতদিন একটি বই ছাপা হবে কিংবা একটি বই পড়া হবে, ততদিন শুভশক্তির পরাজয় ঘটতে পারে না।’ বইমেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেন। ১০ ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা বইমেলা চলবে। গতবার জলপাইগুড়ি জেলায় সরকারি মেলায় প্রায় ২২ হাজার পাঠক এসেছিলেন। ২০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। এবার বই বিক্রি বাড়বে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।
123
comment0
Report
STSrikanta Thakur
Dec 05, 2025 10:11:15
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের উত্তর দিনাজপুর এর মধ্যে দিয়ে বয়ে যাওয়া একাধিক নদীতে প্রতি বছরই বন্যা এবং তার যেরে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়। এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে, বন্যার সময় যেকোনো পরিস্থিতি সামাল দিতে, বন্যা দুর্গতদের রক্ষা করতে এবং বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে তুলে আনতে আগেভাগে জেলা প্রশাসনের উদ্যোগে এনডিআরএফ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এবং অফিসারদের সাথে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্স ফায়ার বিগ্রেড এবং অন্যান্য সংগঠনকে একত্রিত করে নদীতে মহড়া কাজ করলেন এনডি আরএফ-এর কর্মীরা। শুক্রবার দুপুর থেকে আত্রাই নদীতে স্থানীয় সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কে সঙ্গে নিয়ে এনডিআরএফ এই মহড়া করে। বিশেষত বন্যার সময় কিভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো যাবে বা কি ভাবে উদ্ধার করা হবে সে নিয়েই এই প্রশিক্ষণ। এর মাধ্যমে যেমন কেন্দ্রীয় এই সংস্থার সঙ্গে স্থানীয় সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বোঝাপড়া বাড়বে তেমনি একসাথে কাজ করার ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। বাইট ১/ সঞ্জয় কুমার অঞ্জন ডেপুটি কমান্ডেড এনডিআরএফ 0512ZG_SDIN_NDRF
146
comment0
Report
CDChittaranjan Das
Dec 05, 2025 10:10:58
Durgapur, West Bengal:নিখোঁজ বহু ভোটার, সমস্যায় বিএলও। ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর এর চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএল ও-দের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে না যাওয়ার এবং কাজের গাফিলতির অভিযোগ উঠছে। কিন্তু উল্টো চিত্র দেখা গেল দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডে। বিএলও যাচ্ছেন পাড়ায় পাড়ায়। এনুমারেশন ফর্ম রয়েছে তার হাতে। কিন্তু খুঁজে পাচ্ছেন না বহু ভোটারকে। কারণ সম্প্রতি উচ্ছেদ হয়েছে ডিটিপিএস কলোনি ও তার সংলগ্ন বস্তি। ফলে এলাকা ছেড়েছে الكثير ভোটার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইআর এর কাজ করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে পশ্চিম বিধানসভা ১৯০ নম্বর বুথের বিএলও দীপক রজককে। তাঁর দাবি, “নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার জন্য। আমার বুথে ৬০০ জন ভোটার। ডিভিসি থেকে বস্তি উচ্ছেদের ফলে বেশিরভাগ ভোটার এখান থেকে চলে গেছে। যারা আছে তাদের ফর্ম দিয়েছি। কলকাতা থেকে কিছু মানুষ এসে ফর্ম নিয়ে গেছেন। ৮৩ জনকে খুঁজে পাইনি। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।” তৃণমূলের ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি রামাশীষ চৌধুরীর বক্তব্য, ডিভিসি র সম্প্রসারণের জন্য আবাসন ভেঙে দেওয়া এমনকি বস্তি উচ্ছেদ করে দেওয়ায় ঐ সব মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের লোকেরা চেষ্টা করছে তাদের খুঁজে বের করার。 অন্যদিকে বিজেপির দুর্গাপুরের মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, এইভাবে ডিভিসি কর্তৃপক্ষ ঘর ভেঙে দিয়ে, বস্তি উচ্ছেদ করে সমস্যার সৃষ্টি করেছে। আমাদের বি এল এ রা তাদের খোঁজার চেষ্টা করছে。
156
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 05, 2025 10:10:36
Rajpur Sonarpur, West Bengal:নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)। পরিবার দাবি করেছে, সঞ্জিতকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। সেই ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরোন। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। বহু খোঁজখুঁজির পরও তাঁর কোন সন্ধান না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। শেষমেশ নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। এদিন সকালে বাড়ির কাছের এক খাল থেকে ভেসে ওঠে সঞ্জিতের দেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা সন্দেহ আরও বাড়িয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে সঞ্জিতকে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানা।
197
comment0
Report
Advertisement
Back to top