Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

हाथी के हमले से धान खेतों में खतरा, वन विभाग ने ग्रामीणों को चेतावनी दी

ABArup Basak
Oct 22, 2025 05:17:29
Mal Bazar, West Bengal
ধান পাকতেই হাতির উপদ্রব বারছে মালবাজার মহকুমা জুড়ে। আর জমির ধান পাহারা দিতে রাতে জমিতে পাহারা দিয়ে থাকে গ্রামের মানুষ থেকে কৃষকেরা। আর এতেই বিপদ ঘটছে মাঝে মধ্যেই। রাতের বেলায় ধান খেতে হাতি ঢুকে গেলে গ্রামের মানুষ বা কৃষকেরা নিজেদেরাই হাতি তাড়াতে যায়। আর এতেই বিপদ ঘটে। গত সোমবারও নাগরाकাটা জমির ধান রক্ষার্থে হাতি তাড়াতে গিয়ে, হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়। তাই এবার বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসি সহ কৃষকদের সাবধান করলো বন দপ্তর। গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের নর্থ রেঞ্জের উদ্যোগে হাতি ও বন্যপ্রাণ সংঘাত রুখতে মাইকিং চালসা এবং নাগরাকাটায় মাইকিং চলছে। বন দপ্তরের বক্তব্য, জমিতে হাতি ঢুকলে নিজ উদ্যোগে হাতি তাড়াতে কেউ যাবেন না। বন দপ্তর কে খবর দিন। জমির ক্ষতি করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণও পাবে কৃষকেরা। রাতে অন্ধকারে বারির বাইরে একাকি কেউ বের হবেন না। এই ভাবে বন দপ্তরের পক্ষ থেকে চালসা, নাগরাকাটা এলাকার বিভিন্ন জায়গায় চলছে মাইকিং।
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Oct 22, 2025 14:50:58
Kolkata, West Bengal:आज बिकेल্লे আবহাওয়া। উইকেন্ডে উত্তরে বৃষ্টি। দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি উপকূলে। দক্ষিণবঙ্গে বৃষ্টি পেছোবে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টি. আজ ও কাল উৎসবের দিনে ঝলমলে আকাশ। আগামী দুদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে আকাশ。 আন্দামান সাগরের ঘুনাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এর প্রভাবেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা। এর উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা。 দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তামিলনাডু পন্ডিচেরি ও অন্ধপ্রদেশের দিকে এগোবে। এটির গতি কমে যাওয়ায় প্রভাব নেই বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি , রবি এবং সোমবার এই পাদ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে。 শুক্রবার ২৪ শে অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:50:22
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:50:06
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 14:49:46
2
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 22, 2025 13:33:32
Kolkata, West Bengal:ইস্টবেঙ্গল ক্লাবে কোচ অস্কার ব্রুজো এবং গোলকিপার কোচ সন্দীপ নন্দীর সাম্প্রতিক কাজিয়ার জেরে দুপক্ষে কাদা ছোড়াছুড়ি চলছিল গত ৪৮ ঘন্টা ধরে। এইবার তা সামাল দিতে আসরে নামল ক্লাব। ক্লাবের তরফ থেকে শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন যা হয়েছে তা অতীত। আপাতত সুপার কাপে মনোনিবেশ করার কথা। কে ভুল বা কে ঠিক তা বিচার করতে আসিনি। এটা performance ভিত্তিক ক্লাব। তাই আমরা নতুন টুর্নামেন্টের জন্য মনোনিবেশ করছি। সংবাদ মাধ্যম এবং ইস্টবেঙ্গল পরিবারকে পাশে চাই। যদিও সন্দীপ নন্দী ইতিমধ্যেই সুপার কাপ শেষ হলে সাংবাদিক সম্মেলন করে কোচের বিরুদ্ধে তোপ দাগবেন বলে বিতর্ক সৃষ্টি করেছেন। তবে সে বিষয়ে সযত্নে এড়িয়ে গিয়েছেন ক্লাবের শীর্ষকর্তা।
0
comment0
Report
NRNarayan Roy
Oct 22, 2025 13:21:45
Siliguri, West Bengal:মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা , মৃত তিন , আহত ১৬ পানিট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত থেকে একটি যাত্রীবাহী গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটিতে চালক সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকড়ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা হিসেবে পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকে উদ্দেশ্যে রওনা দেয়। অত্যন্ত দুর্গম এই রাস্তা। পুটুং এর কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়৷ পুলিশ সুত্রে খবর , উপর থেকে একটি গাড়ি নেমে আসছিল , অন্যদিকে এই গাড়িটি চড়াই-উতরাই পেরিয়ে উপরের দিকে উঠছিল। সেই সেময়ই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরিক থানার পুলিশ। আহত ১৬ জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে দুজন নেপালের বাসিন্দা , একজন নকশালবাড়ির বাসিন্দা। সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা। বিনীতা তামাং ও ধন বাহাদুর কাটোয়ার নেপালের বাসিন্দা৷ পুলিশ সুত্রে খবর , ভাইফোঁটা উপলক্ষে অনেকেই মিরিকে যাচ্ছিলেন। আবার অনেকেই ছিলেন নিত্যযাত্রী। ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং পুলিশ সুপার পরভীন প্রকাশ বলেন , "বড় গাড়িতে তারা মিরিকের দিকে আসছিলেন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
2
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 13:21:04
Jalpaiguri, West Bengal:শৈশবের চৌকাঠ না পেরতেই ওদের চলার পথে জুড়ে গিয়েছে একরাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকার ডিঙিয়েই জীবনে আলোয়ার খোঁজ পেতে চায় ওরা। জিততে চায় জীবনের লড়াইয়ে। আর তাই উত্তরণের পথে এগিয়ে যেতে হেোমে চার দেওয়ালের মধ্যে একটু একটু করে নিজেদের তৈরি করছে প্রিন্স কিংবা রূপালিরা। চারদিকে যখন দীপাবলির আলোর রাশনাই, তখন সেই আলোয়ার উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোর্ক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স, anoয়াররা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই।
3
comment0
Report
MMManoj Mondal
Oct 22, 2025 13:01:22
Kolkata, West Bengal:জানা গেছে, বুধবার দুপুরে মধ্যমগ্রামের মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে স্কুটি করে যাচ্ছিলেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময় দুই এল ২৩৮ বাসের মধ্যে রেষারেষি চলছিল। তারই মধ্যে একটি বাস স্কুটিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। স্কুটির পেছনে বসে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয়। সামনের সিটে থাকা তার বন্ধু গুরুতর আহত অবস্থায় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বেশ কয়েকটি এল ২৩৮ নম্বর বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেরে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে বাসটির আটক করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 22, 2025 12:32:21
Howrah, West Bengal:উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা।প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি।হাওড়া গ্রামীন পুলিশ সুপার অফিস চলো অভিযান।অফিসের কিছুটা আগে জমায়েত করে মিছিল করে এগোতে গেলে আটকে দেয় পুলিশ।আগে থেকেই লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছিলো সার্ভিস রোডে।ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ।এরপর শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি।হাওড়া গ্রামীনের বিজেপি সভাপতি দেবাশীষ সামন্ত জানান সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো মহিলারা নিরাপদ নন।তাই প্রশাসনকে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।তানাহলে আরো বৃহত্তর আন্দোলনের নামবে বিজেপি।আজ এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকার কথা থাকলেও তিনি বিশেষ কাজে আসতে পারেননি বলে জানায় বিজেপি। বাইট..১..দেবাশীষ সামন্ত(সভাপতি, বিজেপি হাওড়া গ্রামীন) ২..ওয়াকথ্রু।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 12:32:10
Jalpaiguri, West Bengal:শৈশবের চৌকাঠ না পেরতেই ওদের চলার পথে জুড়ে গিয়েছে একরাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকার ডিঙিয়েই জীবনে আলোর খোঁজ পেতে চায় ওরা। জিততে চায় জীবনের লড়াইয়ে। আর তাই উত্তরণের পথে এগিয়ে যেতে হেোমোম চার দেওয়ালের মধ্যে একটু একটু করে নিজেদের তৈরি করছে প্রিন্স কিংবা রূপালিরা। চারদিকে যখন দীপাবলির আলোর রোশনাই, তখন সেই আলোর উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোরক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স, আনোয়াররা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই। কালীপুজোয় পাহাড় বানানোর রেওয়াজ রয়েছে তিস্তাপাড়ের শহর জলপাইগুড়িতে। সেইমতœা ‘অনুভব’-এর মেয়েরাও পাহাড় বানিয়েছে হোমের অন্দরে। হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, সোনা-রাতে কালীপজোর মণ্ডপে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েদের। আবার বুধবার রাতে প্যান্ডেল হপিংয়ে যাবে ওরা। কোরক হোমের ছেলেদের ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হবে আজ, মঙ্গলবার। দীপাবলি উৎসবে মেতে ওঠার পাশাপাশি দু’টি হোমেই এখন ভাইফোঁটার প্রস্তুতি চলছে জোরকদমে। কোরক হোমের সুপার গৌতম দাস বলেন, বিভিন্ন হোম ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানকার ছেলেদের ফোঁটা দিতে আসবে মেয়েরা। সেইসব বোন-দিদিদের হাতে উপহার তুলে দিতে এখানকার আবাসিকরা নিজেরাই নানা সামগ্রী বানাচ্ছে। কেউ ছবি আঁকছে। উপহার হিসেবে দিদি বাelopeকে তুলে দেবে সেটাই। কেউ আবার তুলো দিয়ে বানাচ্ছে পাখির বাসা। কেউ তৈরি করছে গ্রিটিংস। তবে এবার পাহাড় বানাতে না পারার আক্ষেপ ঘুচছে না কোরক হোমের ছেলেদের। হোমের সুপার গৌতম বলেন, আসলে প্রতিবারই ওরা কালীপুজোয় পাহাড় বানায়। কিন্তু এবার নিজেরা কাঠের গুঁড়ো দিয়ে দুর্গাপ্রতিমা বানিয়েছিল। হোমে দুর্গাপুজো হয়েছে। এরপর সময় না মেলায় পাহাড় বানানো হয়ে ওঠেনি। তবে আগামী বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া হবে। অনুভব হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী বলেন, আমাদের হোমের মেয়েদের অনেকে জানেই না তার আদৌও দাদা কিংবা ভাই আছে কি না। কারও আবার থাকলেও সে কোথায় আছে, তার খবর নেই। সেকারণে আমাদের মেয়েদের অনেকেই দাদা অথবা ভাইয়ের মঙ্গল কামনায় গাছে ফোঁটা দেয়। একইসঙ্গে গাছে ফোঁটার দেওয়ার মধ্যে দিয়ে ওরা পরিবেশরক্ষার বার্তা দিতে চায়। এবারও গাছে ফোঁটা হবে। সেইসঙ্গে জলপাইগুড়ি শহরের বেশকিছু অসহায় বৃদ্ধকে চিহ্নিত করেছি আমরা, যাঁদের দিদি কিংবা বোন নেই, তাঁদের ফোঁটা দেবে আমাদের হোমের মেয়েরা। ফোঁটা দিয়ে মেয়েরা নিজেদের হাতে তৈরি খাবার ও মিষ্টি খাওয়াবে। তুলে দেবে উপহার。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 22, 2025 12:31:46
Howrah, West Bengal:ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাইফোঁটা বাঙালি হিন্দু ঘরে ঘরে পালিত হয় যুগের পর যুগ ধরে। দীপান্বিতা অমাবস্যার দ্বিতীয়া তিথিতে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফোঁটা দেন। কিন্তু এই ঐতিহ্যবাহী প্রথার মধ্যেই এক অভিনব ভাবনার স্পর্শ আনলেন হাওড়ার পরিবেশ কর্মী সুভাষ দত্ত। গত ২০ বছর ধরে তিনি পালন করছেন ‘গাছফোঁটা’ উৎসব, হাওড়ার তেলকল ঘাটে। ভাইয়ের দীর্ঘজীবনের পরিবর্তে এখানে কামনা করা হয় গাছের দীর্ঘায়ু ও মঙ্গল। গাছকে ফুল দিয়ে সাজিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আরতি করা হয়。 সুভাষ দত্ত বলেন, “আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। সেই আবিষ্কারকে স্মরণ করেই আমরা গাছফোঁটা পালন করি। আজ মানুষ উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে চলেছে — এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং প্রকৃতিকে বরণ করার এক প্রতীকী উদ্যোগ এই গাছফোঁটা।” তিনি আরও জানান, “মানুষ ও প্রকৃতির মেলবন্ধনই আমাদের অস্তিত্বের ভিত্তি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই — প্রকৃতিকে ভাইয়ের মতো ভালোবাসুন, তাহলেই পৃথিবী বাঁচবে.” এই বছরের গাছফোঁটার অনুষ্ঠানে আরও একটি বিশেষ দিক দেখা গেল — ‘বোনফোঁটা’ অভয়া স্মরণে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্তিতে তাঁকে স্মরণ করে অনুষ্ঠিত হয় এই ‘বোনফোঁটা’। সুভাষ দত্ত জানান, “অভয়া ছিল অকুতোভয়, অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই ছিল সকলের জন্য অনুপ্রেরণা। তাই আমরা ‘অভয়া অমর রহে’ স্লোগান তুলে বোনফোঁটার মাধ্যমে নারীর সাহস ও সংগ্রামকে বরণ করেছি。”
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 22, 2025 12:17:44
Kolkata, West Bengal:চাঁদের একাধিপত্য শেষ? ১৫ দিন আগেই নতুন উপগ্রহ পেল পৃথিবী? সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোচনা। আসল সত্যিটা কি? জি ২৪ ঘণ্টা কে জানালেন মহাকাশ বিজ্ঞানী। সৌর জগত তৈরি হয়েছে ৪৬০ কোটি বছর আগে। তার ৩ কোটি বছর পর অর্থাৎ ৪৫৭ কোটি বছর আগে তৈরি হয়েছে পৃথিবী। পৃথিবী ছাড়াও সেইসময় থেকেই এরকম অন Ajস্র ছোট বড় গ্রহাণু পৃথিবীর কক্ষের পাশাপাশি ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরছে। এদের সূর্যকে প্রদক্ষিণ করার মেয়াদ প্রায় ১ বছর। কারুর একটু কম। কারুর একটু বেশি। এদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১০০ গ্রহাণুর সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এদের কক্ষপথের পোশাকি নাম অর্জুন কক্ষপথ। এই নামকরণের কারণ এরা খুবই অনিশ্চিত আচরণ করে প্রতিনিয়ত। এই অনিশ্চয়তার কারণে এদের কেউ কেউ হঠাৎ চলে আসে পৃথিবীর খুব কাছে। তাই চাঁদের মত এরা কেউই পৃথিবীর চিরসঙ্গী উপগ্রহ নয়। এই অনিশ্চিত গ্রহাণুর অন্যতম ২০২৫ PM 7। মাত্র দিন পনেরো আগে এই PM 7 হঠাৎ চলে এসেছে পৃথিবীর একেবারে কাছে। এই মুহূর্তে পৃথিবীর সঙ্গে PM 7 এর দূরত্ব ৪০ লক্ষ কিলোমিটার। আমাদের চিরসঙ্গী উপগ্রহ চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব মাত্র ৪ লক্ষ কিলোমিটার। সেই তুলনায় অন্ততঃ ১০ গুণ দূরে রয়েছে PM 7। যদিও PM 7 এর কক্ষ চাঁদের বা পৃথিবীর মতো স্থিতিশীল নয়। অনেকটা কোমরে রিং লাগিয়ে হুলা ড্যান্সের মতো এর কক্ষ ক্রমাগত দুলছে। এই কারণেই PM 7 আসলে সূর্যের চারিদিকে ঘুরলেও আপাত দৃষ্টিতে মনে হয় সে যেন ঘুরছে আমাদের প্রথিবীর চারিদিকে। আগামী ৫৮ বছর অর্থাৎ ২০৮৩ পর্যন্ত পৃথিবীর সঙ্গে প্রায় একই দূরত্ব বজায় রাখবে PM 7। তারপর কক্ষপথের অভিমুখ সামান্য পাল্টে অন্য কোনো পথে প্রশিক্ষণ করতে থাকবে সূর্যকে।
4
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top