Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
शुभेंदु के अनुसार मुख्यमंत्री के घर के पास दो दिन का कार्यक्रम, स्थानीय कलाकारों पर जोर
KBKamalakshya Bhattacharjee
Dec 17, 2025 10:25:00
Kolkata, West Bengal
শুভেন্দুঃ এবারে মুখ্যমন্ত্রী ভারাক্রান্ত। এবার নিউটাউনের পরিবর্তে মুক্যমন্ত্রীর বাড়ির পাশে ধনধান্যে ২ দিন ব্যাপী বিজিবিএস হচ্ছে। এই পুস্তিকা ও স্যোসালমিডিয়ায় বাংলার শিল্প বিপর্যয়ের হাল প্রচার করা হবে। শুভেন্দুঃ মৌ এর সংখ্যা, প্রতিশ্রুতির তথ্য প্রামান্য দলিল হিসেবে কাজ করবে। ২০১৫ থেকে সমস্ত তথ্য গ্রাফিক্স আকারে তুলে ঘর হয়েছে। শুভেন্দুঃ ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ৮০০ মৌ স্বাক্ষরিত হয়েছে। শুভেন্দুঃ মেসি কান্ডে ধৃত দর্শকদের জন্য আদালতে স্টে চাইবে বিজেপি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Dec 17, 2025 11:35:00
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 17, 2025 11:17:03
Kolkata, West Bengal:JBSB SIR SPL স্যার শুরুর আগেই বিরোধী দলের দাবি ছিল দেড় কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এক মাস ধরে চলা স্যার প্রক্রিয়ায় কম দৌড়ঝাঁপ করেনি কমিশন। BLO দের কান্নাকাটি হুমকি হুঁশিয়ারি শাসক দলের আন্দোলন BLO আত্নহত্যা। কত কি ঘটে গেছে এই কয়েকদিনে। এতো কাণ্ড করার পর শেষ পর্যন্ত মঙ্গলবার যখন সেমিফাইনাল রেজাল্ট আউট হল, যখন বাদ পড়ল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ টি নাম, তখন स्वভাবতই প্রশ্ন উঠছে, SIR এর যে মূল উদ্দেশ্য, অর্থাৎ ২০২৬ এর ১৪ ফেব্রয়ারি রাজ্যকে অনুপ্রবেশ মুক্ত স্বচ্ছ একটি ভোটার তালিকা উপহার দেওয়া, সেই উদ্দেশ্য কতটা সফল হল? আসুন চোখ বুলিয়ে নিই পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় নাম বাদের পরিসংখ্যানের দিকে ১) মালদহ নাম বাদ মাত্র ২ লক্ষ ১ হাজার ৮৭৩。 এਰমধ্য একেবারে বাংলাদেশ ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ ইংরেজিবাজার ২৩ হাজার ৯৩৫ রতুয়া ২০ হাজার ৭৩৭ ২) মুর্শিদাবাদ নাম বাদ ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ এরমধ্যে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভা ব্রেক আপ জঙ্গিপুর ১১ হাজার ৭৪৬ রানীনগর ৮ হাজার ৬৮৪ ৩) নদীয়া নাম বাদ ২ লক্ষ ১৬ হাজার ৫৭৭ এর মধ্যে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ শান্তিপুর ১২ হাজার ৭৯৪ কৃষ্ণগঞ্জ ১৩ হাজার ১৯৬ ব্রিজ পিটিসি তাহলে তো বিরোধী দলের տোলা দেড় কোটির দাবি মিলছে না। এই জেলাগুলিতেই যদি সবথেকে বেশি সংখ্যক অনুপ্রবেশকারী অবৈধ ভোটার থেকে থাকে তাহলে কতটুকুই বা বাদ দেওয়া গেল। এরমধ্যে তো মৃত ভোটার আছেন। ফর্ম ফিলাপ করতে ভুলচুক হওয়া ভোটার আছেন। যাদের টার্গেট করে এতো বর্ণাঢ্য SIR তাদের কতজন আছে এই তালিকায়? ব্রিজ পিটিসি আসুন এবার কলকাতার লাগোয়া দুই জেলার পরিসংখ্যান দেখি ৪) উত্তর ২৪ পরগনা নাম বাদ ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩。 অথচ এই বিপুল নামের মধ্যে একেবারে সীমান্ত ঘেঁষা দুই বিধানসভা ব্রেক আপ বনগাঁ উত্তর বিধানসভা ২৬০৫৪ গাইঘাটা বিধানসভা ১৬৬৫৫ ৫) দক্ষিণ ২৪ পরগনা নাম বাদ পড়েছে প্রায় ৮ লাখ। অথচ বাংলাদেশ ঘেঁষা দুই বিধানসভার ব্রেক আপ বাসন্তী ২০ হাজার ৯৩৫ gosaba ১৪ হাজার ১৫২ ফাইনাল পিটিসি
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 17, 2025 11:16:18
Dinajpur, Rangpur Division:ডোবায় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গঙ্গারামপুর থানার ফুলবাড়ী শ্মশান সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ইউনুস (৬৪) বাড়ি মালদা জেলার চাঁচল থানার নুরগঞ্জ এলাকায়। পরিবারের সূত্রে জানা যায় চলতি মাসের ১১ তারিখ থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। কেননা তার মাথার পেছনে অনেকটা জায়গা জুড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পরিবার সূত্রে জানা যায় মৃত ইউনুস ভবঘুরে ছিলেন। গত ১১ তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর বাড়ি ফেরেননি। পুরো ঘটনা নিয়ে চাঁচাল থানায় নিখোঁজের ডায়রি করেন আত্নীয়রা। মঙ্গলবার বিকালে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী Shমশান সংলগ্ন একটি ডোবা থেকে এক ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।এরপরে খবর দেওয়া হয়েছে স্থানীয় গঙ্গারামপুর থানায়। ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের পরিচয়ের তদন্ত শুরু করেন গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ খোঁজখবরের মাধ্যমে মৃতদেহের পরিচয় সামনে এসে। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। বুধবার মৃত ব্যক্তির আত্নীয়রা আসেন গঙ্গারামপুর থানায়। বুধবার পুলিশ মৃতদেহ বালুরঘাটে জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 11:15:23
Jalpaiguri, West Bengal:১৭ বছর ধরে দিব্যি দুই জায়গায় নাম। এসআইআর হতেই ফাঁস। ধূপগুড়িতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে রাজনৈতিক তরজা। কী করে ১৫ বছর ধরে তাঁর নাম কীভাবে ভোটার তালিকায় থাকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। SIR এর জেরে ধূপগুড়িতে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল! দুই জায়গাতে নাম থাকায় নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এক জায়গায় বাদ পড়ল ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ববিতা রায়ের নাম।এনিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ভোট দিয়ে গিয়েছেন ওই তৃণমূল নেত্রী। এই ইস্যুকে সামনে রেখে ধূপগুড়িতে সরব গেরুয়া শিবির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, এই কারণে তৃণমূল এতদিন ধরে SIR-এর বিরোধিতা করেছে। একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ছাপ্পা ভোট দেওয়াই ছিল তৃণমূলের কালচার। SIR হওয়াতেই সত্য সামনে এসেছে। এবার সমস্ত ভণ্ডামি ফাঁস হবে।” অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় ওই তৃণমূল নেত্রী ববিতা রায়। তাঁর দাবি, “আমি জানতাম আমার নাম ১৫ বছর ধরে দুই জায়গায় রয়েছে। বহু আগেই বি.এল.ও-র কাছে আবেদন করেছিলাম নাম কাটার জন্য, কিন্তু তা করা হয়নি। বিজেপি যে অভিযোগ করছে আমি ছাপ্পা ভোট দিচ্ছিলাম, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” সব মিলিয়ে SIR ঘিরে ধূপগুড়িতে রাজনৈতিক তরজা চরমে। ধূপগুড়ির মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন.
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 17, 2025 10:24:49
Kolkata, West Bengal:শমীকঃ আবার বিজিবিএস। আবার শিল্পায়নের স্বপ্ন দেখানো। শমীকঃ রাজ্যের শিল্প সম্ভাবনা, বিনিয়োগের হাল পুস্তিকা আকারে বিরোধী দলনেতা তুলে ধরবেন। এ রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস করা হয়েছে। ভারী শিল্প ছাড়া রাজ্যের ঘুরে দাড়ানোর কোনও সম্ভাবনা নেই। শমীকঃ সর্বশেষ নাটক। মেসি। শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। উদ্যোক্তাকে গ্রেফতার করে কী হবে? টিকিট যারা কেটে ঢুকেছে বাচ্চা বাচ্চাদের গ্রেফতার করা হয়েছে। গোটা তৃণমূল যুক্ত প্রাতিষ্ঠানিক লুঠে। ডিজিকে কে পরিচালনা করেন? শমীকঃ যে যত চ্যালেঞ্জ নিক, যতই গাঁজা কেস দিয়ে কর্মীদের জেলে ঢোকাক, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর জানে তৃণমূলের বিসর্জন। লড়াই বিজেপির সঙ্গে নয়, সাধারণমানুষ স্থির করে নিয়েছেন।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 17, 2025 09:54:26
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 17, 2025 09:46:28
Dihierench, West Bengal:প্রায় দুমাস পর তমলুকের মিলনগরে দিনে দুপুরে ডাকাতির ঘটনার মূল পাণ্ডা দুজনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সঙ্গে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ প্রায় দশ লক্ষ টাকার সোনার गहনা। দুর্গাপূজার আগে দিনে দুপুরে তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতি হয়। দোকানে ভিতরে বন্ধুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করে। এরপরে প্রায় চার দিন পর গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতিকে। তবে মূল পান্ডাদের গ্রেফতার করতে পেরেছিলনা। আগড়া, উত্তরপ্রদেশে থেকে একজন, গাজিয়াবাদ থেকে আরো এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।উদ্ধার করা হয় দশ কার্তুজ পিস্তল এবং সোনার চেন。
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 17, 2025 09:43:38
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার ২৪ ঘন্টার মধ্যে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে অপসারণ করে প্রশাসকের দায়িত্বে বসলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । আজ পুরুলিয়া পৌরসভার দায়িত্বভার তুলে দিয়ে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ প্রাক্তন কাউন্সিলার এবং পৌরসভার কর্মীরা। এই নির্দেশিকার প্রতিবাদে কলকাতা उच्च আদালতের দ্বারস্থ হওয়ার হুসুয়ারি দিলেন বিরোধী বিজেপি কাউন্সিলাররা। গতকাল পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর। নতুন করে পৌরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত পুরুলিয়া সদর মহকুমা শাসক পুরুলিয়া পৌরসভার দায়িত্ব সামলানোর নির্দেশিকা জারি করা হয় । ঘটনার পর আজ পুরুলিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বভার নিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ । জানা যায়, গত ১৯ নভেম্বর নাগরিক পরিষেবা দিতে ব্যার্থ পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড কেন ভেঙ্গে দেওয়া হবে না ? এই জবाब চেয়ে পৌরপ্রধান এবং বোর্ডের সদস্যদের কাছে শোকজ নোটিশ আসে। সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দেয় পৌরপ্রধান। সেই জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । গতকালই পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বিষয়ে পুরুলিয়া পৌরসভা পরিচালনার নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । বিদায়ী পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশিকার পর সেই দায়িত্ব সদর মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হলো । পুরুলিয়া সদর মহকুমা শাসক বলেন, রাজ্যের নির্দেশিকার পর পৌরসভার দায়িত্বভার নেওয়া হলো । বিজেপি কাউন্সিলারদের অভিযোগ, অনৈতিক ভাবে পৌর বোর্ড ভাঙ্গা হয়েছে । এতে মানুষের সমস্যার সমাধান হবে না । এবিষয়ে আগামিদিকে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হবো। শহরবাসীর অভিযোগ, পৌর পরিষেবা থেকে বঞ্চিত ছিল পুরুলিয়া পৌরবাসী । এবার পুরুলিয়া পৌরসভার দায়িত্ব নিলেন মহকুমা শাসক । এবার হয়তো সমস্ত পরিষেবা পাবে পৌরসভা। বাইট: ১) নবেন্দু মাহালি (পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভনের) ২) উৎপল কুমার ঘোষ (পুরুলিয়া সদর মহকুমা শাসক) ৩) প্রদীপ মুখার্জী (বিজেপি কাউন্সিলার, পুরুলিয়া পৌরসভা) ৪) সৌমেন চট্টরাজ (পুরুলিয়া শহরবাসী)
0
comment0
Report
MDMritunjay Das
Dec 17, 2025 09:40:14
Bankura, West Bengal:বকেয়া ৪ মাসের বেতন মেটানোর দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তুমুল বিক্ষোভ দফতরের পাম্প ও ভাল্ভ অপারেটরদের কারো ৩ মাস আবার কারো মাস মাইনে বকেয়া রয়েছে ৪ মাস। বকেয়া মেটানোর দাবিতে ইতিমধ্যে কখনো জেলা শাসকের দফতরে আবার কখনো রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু তারপরেও বকেয়া বেতন না পেয়ে এবার বাঁকুড়ায় জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন দফতরের ঠিকা সংস্থার প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার। বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগ­ti দফতরে সবমিলিয়ে ঠিকা ভিত্তিক প্রায় ১২০০ পাম্প ও ভাল্ভ অপারেটার কর্মরত আছেন। ঠিকা এই কর্মীদের বেতন সামান্য। তাঁদের সকলেরই মাসিক বেতন ১০ হাজারের আশপাশে। সামান্য ওই বেতনে সংসার চালাতে রীতিমত হিমসিম খান ওই কর্মীরা। গোদের উপর বিষফোঁড়ার মতো বেশ কিছুদিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছে তাঁদের বেতন। এই কর্মীদের কারো ৩ মাসের আবার কারো ৪ মাসের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। বকেয়া বেতন মেটানোর দাবিতে এর আগে জেলা শাসকের দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা। তারপরেও বেতন মেটানোর ব্যপারে কোনো উদ্যোগ চোখে না পড়ায় আজ জেলায় কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটাররা বাঁকুড়া জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন। অবিলম্বে ওই বকেয়া বেতন না মেটালে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাম্প ও ভাল্ব অপারেটাররা।
0
comment0
Report
Advertisement
Back to top