Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के शवशान काली मंदिर में भक्तों की भीड़, मांसभोग के साथ पवित्र उत्सव

PDPradyut Das
Oct 20, 2025 05:47:21
Jalpaiguri, West Bengal
Jalpaiguri Debi Chowdhurani Shmashan Kali Mandir. Shambha Puja upakale Jalpaiguri Goshalar Mor Debi Chowdhurani Shmashan Kali Mandir e shomoshol bhaktoder anagaono lokho. Shyama Pujo upalokkhey Jalpaiguri National Road er dike Goshalar Mor Debi Chowdhurani Shmashan Kali Mandire Shilas torder theke bhaktara mayer darshan korte chhute eshechhen. Dinero gao chhomchemye poribesh. Sandhya naamte nijhum hoye jay chakhoro. Aaj-o balir prothaa royechhe. Shmashan Kalir Pujo te make shol mach, boal mach shoho amiVish bhog nibedon kora hoyeche. Maker ekti hate Romondu, ar ar hate Surabati’r. Maker hate kono astra ney. Prochinho niyom anusare aaj-o ei pujo te make shura ba modh deya hoy. Jalpaiguri Goshal Morar kache ei mandirer prochinho Kali Pujo ke ghure sajo sajo robe. Protiti diner bhaktoder anagano. Durdooranto thakey porjonto bhaktoder ashena. Shmashan er pashey rupkalan. Tara theke Rusroka nodi diye bajra chhapa aschen. Ekhane boro bot gacha chiniye niye bibhinno gahaner chinho. Local-der daabe, Ruhkuruka nodi diye Bajra chittar pathe jalpaiguri Pundapara te pochachhen. Botgacher niche maa Kalir pujo kora hoye. Procholito naromundu o sura diya bhog hotey hoy. Mone mone boro botgach er CCTV kotha royechhe. Prochur bochhorer itihas e mandir. Chalun mandir committee bolechen, ei mandirer kaumir surjo r Jokhonkar rir jog jog, ar karla river er sathe jog jog. Mandir er purohit bolen, ekhane maa Shmashankali. Ekhane maker ekhate normundu, ar onno hate surapatro. Ekhane ma’r moghur bhog e shol o boal mach thakbe. Mandir committee bolishonkhey rashi kula diye, ekta bakhuta mangs o manter makhya bhogi. Bede koushya 1997-e Jaipur theke kashthipatthor murti esa hoyeche, sei porjonto ei murti pujo hoye asche. Ei munden chittor e panchamundi asan o dayer. Kantika Amavasya raat e tantrik ra asen. Rongkale bhotore, UttarBongo r bibhinnya jela, ar Assam theke o bhakt-derder aankhon jhankaa ashe ei mandire pujo dite. Mandir committeeer somporko Debashish Sarkar bolechen, ei mandiro shathe Debi Chowdhurani-r jog jog royechhe; Rugoruka nodir jog jog kore. Mandir-er purohit Subhash Chowdhuri bolen, beshira jaigay Kali Pujor raat e Dakshin kalanir pujo hoy; kintu ekhane maa Shmashankali, tai tar ek hate normundu, onnno hate sura. Ekhane ma’er amish bhog hoye thake. Purottor o bhog e murgi, bamder bhogar modhye shapla, e shob thake. Murti rup nirman hoyechhe 1997 shale Jaipur theke kathkhandi murti niye; shei murti’r pujo ei murlindo hoy e mandire. Ripport – Pradyut Das (Jalpaiguri)
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 20, 2025 14:34:12
Mal Bazar, West Bengal:*বিগ বাজেটের পুজো উদ্বোধন হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মন্ত্রী-বুলুচিকের হাত দিয়ে... ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় কালিপুজো ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াই। দক্ষিন ভারতে গিয়ে তিরুপতি বালাজি মন্দির দর্শন করার সৌভাগ্য যাদের এখনও হয় নি,তারা আশাহত হবেন না।খানিকটা 'দুধের স্বাদ ঘোলে মেটানোর' মতোই আসন্ন শ্যামাপুজোয় তিরুপতি বালাজি মন্দির দর্শনের সুযোগ করে দিয়েছে ওদলাবাড়ির সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজো কমিটি। নেতাজী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় সুভাষপল্লি সর্বজনীন শ্যামাপুজোর এবারে ৪৮ তম বর্ষ।বিগ বাজেটের পুজো আয়োজনের মাধ্যমে গত কয়েকবছর ধরেই জেলার অন্যতম সেরা শ্যামাপুজো আয়োজকদের মধ্যে অন্যতম সুভাষপল্লি সর্বজনীন। পুজো কমিটির মূল কর্নধার ও সভাপতি তমাল ঘোষ ও তার বিশ্বস্ত সহযোগী সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন," তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে ৭০ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া বিশাল মন্ডপ তৈরি হয়েছে।কোচবিহারের ডেকোরেটর লক্ষন বর্মনের নেতৃত্বে ২০ জন মন্ডপ নির্মান শিল্পী কাজ করছেন." সুপারির খোল,চোঁচা,হোগলাপাতা,বাঁশ,বাতা এবং ওদলাবাড়ি নামের উৎপত্তি যে গাছ থেকে সেই ওদাল গাছের ফল ব্যবহার করে মন্ডপের ভেতর ও বাইরের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।একেবারে নিখুঁত ও দৃষ্টিনন্দন কারুকাজে খচিত মন্ডপটি ১৫০ টি পালকো লাইটের আলোয় স্বর্ণালি রঙে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে বড়ো চমক।মন্ডপের সামনের পূর্ত সড়ক জুড়ে ৯ টি আলোকতোড়ন তৈরি করা হয়েছে। সাস্তার ধারে রয়েছে ১৬ টি কল্কাও। চন্দননগরের কারিগর শ্রীকান্ত কুর্মির নেতৃত্বে আলোর কারসাজিতে পথের পাঁচালির সেই ট্রেন ছোটার মুহুর্ত যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অক্টোপাস,ময়ূরপঙ্খী জাহাজও দেখা যাচ্ছে তোড়নগুলোতে।শ্রীকান্ত কুর্মি বলেন,'এতদিন ধরে আমরা বোর্ডের ওপর ছোট ছোট বাল্ব জ্বেলে আলোর কারসাজি দেখে এসেছি। এবারই প্রথম আমরা বোর্ডের বদলে জানালায় ব্যবহৃত নেটের ওপর ফিতে লাইটের উজ্জ্বল আলো দিয়ে কাজ করছি।আশা করছি দর্শনার্থীদের আনন্দ দিতে পারবো।' পুজো কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন,প্রতিবছর ডুয়ার্স ও জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা আমাদের মন্ডপে আসেন,এবারও আমরা দর্শনার্থীদের আনন্দ দিতে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুস্থদের নতুন বস্ত্র বিতরন,ভুরিভोजन সহ সামাজিক কর্মসূচির সমস্ত আয়োজন করেছি।একইসাথে প্রাকৃতিক দুর্যোগগে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের হাতে যতটা সম্ভব ত্রান সামগ্রী পাঠানোর কাজও গত কয়েকদিন ধরে নাগাড়ে চলছে বলে জানিয়েছেন তমাল।বিগ বাজেটের এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর মূর্তি।এবারও শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীর তৈরি দেবী প্রতিমা দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি ক্লাব কর্তাদের। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এই পুজোর অনেক নামডাক আছে। দুরদুরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসে। সত্যি খুব সুন্দর পুজো এবং আলোক সজ্জা। শান্তিমত যাতে সকলের পুজো কাটে সেটাই পার্থনা করি। বাইট ১) গৌতম দেব মেয়র শিলিগুড়ি। ২) বুলুচিক বড়াইক মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর।
1
comment0
Report
ALArup Laha
Oct 20, 2025 12:01:47
Belna, West Bengal:ছেলের হাতে বাবা খুন।নৃশংসভাবে বাবাকে পিটিয়ে খুনের ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াইয়ের রায়পাড়া। মৃতের নাম বিপত্তারণ রায়(৫৫)। জানা গেছে, রবিবার সন্ধ্যা ছ”টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার উপর নৃশংসভাবে হামলা চালায় অভিযুক্ত প্রদীপ রায়। প্রদীপ রায় দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা-মাকে প্রায়শই মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাথাড়িভাবে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিপত্তারণ রায়। প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই রাত একটা নাগাদ মৃত্যু হয় বিপত্তারণ রায়ের। অভিযুক্ত প্রদীপ রায়-কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বামী খুনে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত প্রদীপের মা। বাইট ১। মৃতের স্ত্রী, বাইট ২। রাধাকান্ত মণ্ডল (স্থানীয়)। 201025ZG_BWN_KHUN অরূপ লাহার রিপোর্ট।
1
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 12:01:26
Jalpaiguri, West Bengal:दीपावली में घर लौट नहीं पाए बाढ़ से प्रभावित कई परिवार। बुनियादी सुविधाओं के अभाव में चीत्कार की आहट के बीच दीपावली की रोशनी उनकी पहुंच से दूर रही। बांधों के तOverlay पर पानी के तेज प्रवाह से बांधी गई कच्ची झोपड़ियों पर रातें बितानी पड़ रही हैं, मयनागुड़ी, धूमगुड़ी, क्रांति और नागराकाटा के कई परिवारों ने पानी में डूबे घरों के आस-पासBAN के बदले प्रकृतिवादी अभी भी आश्रय के लिए तड़प रहे हैं। राहत शिविरों में कम से कम खाना और पानी की व्यवस्था जारी है, जबकि कुछ राहत समूहों ने स्थानीय राशन वितरण और स्वास्थ्य जाँच शुरू कर दी है। स्थानीय प्रशासन ने कहा है कि बाढ़ग्रस्त इलाकों में पुनर्निर्माण तेज किया जाएगा, घरों के मरम्मत और सड़क-चौड़ी करने के लिए आर्थ मूविंग जैसी सुविधाएं दी जा रही हैं। जलঢा और धूपगुड़ी ब्लॉकों में भी क्षति की मात्रा अधिक है, और दर्जनों गाँव अभी भी राहत शिविरों में होटल/आश्रय के रूप में हैं, ताकि तात्कालिक राहत मिल सके। नाव-यात्रा निष्क्रिय रहने के कारण अब लोग घर लौटने की तैयारी कर रहे हैं, जल धीरे-धीरे घटने लगी है।
3
comment0
Report
ALArup Laha
Oct 20, 2025 11:47:00
Belna, West Bengal:গত ১২ অক্টোবর বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল এক রেল যাত্রীর। মৃত যাত্রীর নাম অপর্ণা মণ্ডল(৫০)। বাড়ি হুগলী জেলার উত্তরপাড়ার হরিসভার ২ নম্বর বাকলায়। দুর্ঘটনার পর থেকে অপর্ণা মণ্ডল ভর্তি ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার দিন সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজের আই সি ইউ-তে ভর্তি থাকা অবস্থায় সোমবার সকাল সাতটা নাগাদ তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আর কেউ ভর্তি নেই হাসপাতলে। সবার ছুটি হয়ে গিয়েছে। মৃতার ভাইপো বাপন মণ্ডল জানতে, অপর্ণা মণ্ডল বর্ধমান শহরের নীলপুরে এক আত্মীয়র বাড়ি এসেছিলেন। উত্তরপাড়া ফেরার জন্য বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে সিঁড়িতে পদপৃষ্ঠ হয়। ১২ অক্টোবর রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের সিঁড়িতে। ট্রেন ধরার হুড়োহুড়িতে আহত হন একাধিক যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রেল স্টেশন চত্বরে। যাত্রীরা পদপৃষ্ঠ হবার সময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। চার নম্বরে বর্ধমান-হাওড়া মেন লাইন, ছয়ে রামপুরহাট লোকাল আর সাতে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল। ট্রেন ধরতে গিয়েই হুড়োহুড়ি শুরু হয়। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, একজন যাত্রী মারা গেছে হাসপাতালে শুনেছি।
2
comment0
Report
ABArup Basak
Oct 20, 2025 11:46:43
Mal Bazar, West Bengal:গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটার পানঝোরা বস্তিতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কাঞ্চা তামাং (৬১)। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় দু’টো নাগাদ চাপরামারি জঙ্গল থেকে একটি বন্যহাতি বেরিয়ে এসে সোজা ঢুকে পড়ে কাঞ্চা তামাং-এর ধানক্ষেতে। হাতিটিকে তাড়াতে এলাকার আরও কিছু মানুষজনের সঙ্গে তিনিও এগিয়ে যান। কিন্তু আচমকাই হাতিটি তাদের দিকে তেড়ে আসে। বাকি সবাই পালিয়ে গেলেও কাঞ্চা তামাং পালাতে পারেননি। হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এলাকায় হাতি চলাচল ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় নাগরাকাটা পুলিশ。
2
comment0
Report
MMManoj Mondal
Oct 20, 2025 11:46:28
Kolkata, West Bengal:নিউ বারাকপুর দক্ষিণ কোদালিয়া সার্বজনীন শ্যামা পূজা কমিটি এ বছর পা দিল তাদের ১৪তম বর্ষে। এবারের থিমের নাম “অনুভূতি”, যেখানে মণ্ডপজুড়ে ধরা পড়েছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া স্পর্শ ও আবেগের গল্প। মাটি, খড়, কাঠের পেটি, বস্তা, গামছা – এইসব সাধারণ উপকরণ দিয়ে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ও মূর্তি। কৃত্রিম চাকচিক্য নয়, বরং মাটির গন্ধ, শ্রমজীবী মানুষের পরিশ্রম, আর সহজ জীবনের অনুভবকেই তুলে ধরা হয়েছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায়। মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা যেন ফিরে যাবেন এক সরল, মাটির টানে ভরা বাংলার গ্রামীণ জীবনে, যেখানে প্রতিটি জিনিসের সঙ্গে মিশে আছে মানুষের হৃদয়ের উষ্ণতা।
2
comment0
Report
PDPradyut Das
Oct 20, 2025 11:46:10
Jalpaiguri, West Bengal:2C 2010ZG_JAL_HOME_R1 R & R1 বলে বাইট, ভিসুয়াল,, ২সি তে স্টোরি。 ওরাও মেতে উঠেছে আলোর উৎসবে। জলপাইগুড়ির বিভিন্ন হোমের ছেলে-মেয়েরা মাতোয়ারা আলোর উৎসবে। দীপাবলীর উৎসবে মাততে নিজেরাই মোমবাতি ও প্রদীপ তৈরি করল জলপাইগুড়ির কোরক হোমের শিশু ও কিশোররা। আজ সকাল থেকে তারা হোমের ভিতর নিজেরাই আলপনা দিচ্ছে। সন্ধ্যায় নিজেদের হাতে তৈরি প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজাবে বলে জানিয়েছেন ওই সরকারি হোমের তর্কে জানা যায় আগামী কাল, মঙ্গলবার হোমের আবাসিকদের কালী ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে। প্রতি বছরের মতো এবারও কোরক হোমে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির অনুভব ও 최근লয় হোমের মেয়েরা কোর ছক হোমে এসে এখানকার ছেলেদের ফোঁটা দেবে। বোন ও দিদিদের হাতে উপহার তুলে দিতে কোরক হোমের ছেলেরা এখন হস্তশিল্পে মেতে উঠেছে。 চারদিকে যখন দীপাবলির আলোয় রোশনাই, তখন সেই আলোয় উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোরক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স,Aanoyarরা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই। কালীপুজোয় পাহাড় বানানোর রেওয়াজ রয়েছে তিস্তাপাড়ের শহর জলপাইগুড়িতে। Samevat ‘অনুভব’-এর মেয়েরাও পাহাড় বানিয়েছে হোমের অন্দরে। হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, সোমমবার রাতে কালীপুজো মণ্ডপে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েদের। আরব বুধবার রাতে প্যান্ডেল হপিংয়ে যাবে ওরা। কোরক হোমের ছেলেদের ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হবে আজ, মঙ্গলবার। দীপাবলি উৎসবে মেতে ওঠার পাশাপাশি দু’টি হোমেই এখন ভাইফোঁটার প্রস্তুতি চলছে জোরকদমে। কোরক হোমের তরফে হোমের কাউন্সিলর বলেন, বিভিন্ন হোম ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানকার ছেলেদের ফোঁটা দিতে আসবে মেয়েরা। সেইসব বোন-দিদিদের হাতে উপহার তুলে দিতে এখানকার আবাসিকরা নিজেরাই নানা সামগ্রী বানাচ্ছে। কেউ ছবি আঁকছে। উপহার হিসেবে দিদি বা বোনকে তুলে দেবে সেটাই। কেউ আবার তুলো দিয়ে বানাচ্ছে পাখির বাসা। কেউ তৈরি করছে গ্রিটিংস। তবে এবার পাহাড় বানাতে না পারার আক্ষেপ ঘুচছে না কোরক হোমের ছেলেদের。 রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top