Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में एसएफआई की रैली में बच्चों को लाकर विवाद

PDPradyut Das
Nov 16, 2025 02:16:52
Jalpaiguri, West Bengal
এস এফ আইয়ের সমাবেশে প্রাথমিকের পড়ুয়ারা। জলপাইগুড়িতে বিতর্ক তুঙ্গে। জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল এস এফ আই। সেখানেই চেয়ারে বসে থাকতে দেখা গেল চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের। এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূলের ছাত্র সংগঠনের পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সমাবেশে উপস্থিত এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের অবশ্য দাবি, তাঁদের সংগঠন ছাত্রদের। ছাত্ররাই সমাবেশে এসেছে। তাছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে এস এফ আইয়ের প্রাথমিক সদস্যপদ পাওয়া যায়। তবে এস এফ আই যাই দাবি করুক না কেন, প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সমাবেশে নিয়ে আসা নিয়ে তোপ দাগতে ছাড়ছে না টিএমসিপি এবং এবিভিপি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক গৌরব ঘোষ বলেন, এর আগেও জলপাইগুড়িতে এস এফ আই শিশুদের নিয়ে মিছিল করেছিল। আবার তারা একই ঘটনা ঘটাল। আসলে ওদের সঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নেই। সেকারণে শিশুদের সমাবেশে নিয়ে আসছে। এনিয়ে আমরা ডিআইয়ের সঙ্গে কথা বলব। সেই সঙ্গে এস এফ আইকে বলব, সংগঠনকে নিজেদের ঘরে সাজিয়ে রাখতে। বাইরে বের করার দরকার নেই। বিজেপির যুব মোর্চার নেতা অনিকেত ভট্টাচার্যের তোপ, এস এফ আইয়ের সংগঠনের আর কিছু বেঁচে নেই। সেকারণে ওরা সমাবেশে চেয়ার ভরাতে শিশুদের নিয়ে আসছে। এবিভিপি নেতা অজয় মণ্ডলও এই ইস্যুতে এস এফ আইকে বিঁধেছেন।
134
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Nov 16, 2025 04:21:43
Ranaghat, West Bengal:নদীয়ার হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বারাসাত পাড়া এলাকায় হৃদয় দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পেশায় সেলুন কর্মী হৃদয় পরশু রাত প্রায় দু’টো নাগাদ বাড়িতে ফিরে ঘুমোতে গেলেও কিছুক্ষণের মধ্যেই তার দুই বন্ধু ফোন করে তাকে বাড়ির বাইরে ডেকে নেয় বলে পরিবারের দাবি। এরপর সারারাত সে আর বাড়ি ফেরেনি। রাতেই পরিবারের সদস্যরা নানান স্থানে খোঁজাখুঁজি করলেও হৃদয়ের কোনো সন্ধান মেলেনি। সকালে পুকুরের ধারে তার একটি চটি পরে থাকতে দেখে পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। 많은 খোঁজাখুঁজি اور پুকুরের মধ্যেই دেহ হাসতে দেখে পরিবারের লোকেরা এরপর হরিণঘাটা থানার পুলিশকে খবর দিলে হরিণঘাটা থানার পুলিশ এসে মৃত্যু উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানা।
0
comment0
Report
BSBarun Sengupta
Nov 16, 2025 04:16:09
Barrackpur Cantonment, West Bengal:*বিজেপির বিএলএ কর্মীকে SIR এর ফরম না তুলতে যাওয়ার জন্য হুমকি তৃণমূল নেতার,আতঙ্কিত বিজেপি কর্মী,ঘোলা থানায় অভিযোগ দায়ের* পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৬৯ নম্বর বুথের বিজেপি বিএলএ হিসেবে কাজ করছে অমিত পাল।।বি এল এর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এস আই আর এর ফরম বিলি করেছে এই বিজেপি কর্মী।।এলাকার তৃণমূল নেতা শ্যামল লোধ বিজেপি কর্মী অমিত পাল কে ফোন করে হুমকি দিয়ে বলে সে যেন এসআইআর এর ফর্ম বাড়ি বাড়ি না তুলতে যায়।তৃনমূল নেতা শ্যামল লোধ পানিহাটি ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিমাংশু দেবের মামা বলে পরিচিত।।তৃণমূল নেতার ফোন করে এই হুমকির ঘটনার আতঙ্কিত বি এল এ বিজেপি কর্মী অমিত পাল ও তার পরিবার।।ঘটনার পরে শ্যামল লোধ এর নামে ঘোলা থানায় অভিযোগ দায়ের করে বিজেপি কর্মী।।এই বিষয়ে শ্যামল লোধ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। বাইট:- অমিত পাল (বিজেপি কর্মী) বাইট:- জয় সাহা (বিজেপি নেতা) 161125_BKP_PANIHATI 2C TE
38
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 16, 2025 03:01:47
Baruipur, West Bengal:ভাঙড়ে NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে করে চলছে অবৈধ পুকুর ভরাট.... গার্ডেনরিচের घटना থেকেও শিক্ষা হয়নি। ফের চলছে পুকুর ভরাটের কাজ। সরকারের এত নজরদারির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ। তাও আবার NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে করে মাটি নিয়ে এসে পুকুর ভরাট করা হচ্ছে।দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটনা। নারায়ণপুর অঞ্চলের বিবিরআইটে বাসন্তী হাইওয়ের ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ। সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছয় বিঘা। সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা শুরু হয় বলে অভিযোগ。 প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও আবার পুকর ভরাট শুরু হয়। একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে। ভাঙড়ের বিবিরআইট ওই জায়গায় বহুদিন ধরে একটি বড় পুকুর রয়েছে। বর্ষার সময় জলে পুষ্ট থাকে। এখনও জল রয়েছে। সেখানে দিন রাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে。 এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেন, "শওকাত মোল্লা প্রত‍্যক্ষ-পরক্ষ মদতে এই অনৈতিক কাজ কর্ম চলছে।এ বিষয়ে মুখ‍্যমন্ত্রীর কাছে আমি জানাব।এমনকি কলকাতা পুলিশের কমিশনার কে বিষয়টি আমরা knowাব।" জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম তিনি জানান, "দুষ্কৃতীরা এই কাজ করছে। প্রশাসন কে অনুরোধ করব দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য।" এর পাশাপাশি তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, "গোটা ভাঙড় জুড়ে জলা জমি, পুকুর ভরাট হয়েছে।" যদিও সংবাদমাধ্যম এই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা....এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে。
156
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 16, 2025 03:01:31
Baruipur, West Bengal:ভাঙড়ে NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে করে চলছে অবৈধ পুকুর ভরাট.... গার্ডেনরিচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি। ফের চলছে পুকুর ভরাটের কাজ। সরকারের এত নজরদারির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ। তাও আবার NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে করে মাটি নিয়ে এসে পুকুর ভরাট করা হচ্ছে।দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটনা। নারায়ণপুর অঞ্চলের বিবিরআইটে বাসন্তী হাইওয়ের ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ। সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছয় বিঘা। সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা শুরু হয় বলে অভিযোগ。 প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও আবার পুকুর ভরাট শুরু হয়। একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে。 ভাঙড়ের বিবিরআইট ওই জায়গায় বহুদিন ধরে একটি বড় পুকুর রয়েছে। বর্ষার সময় জলে পুষ্ট থাকে। এখনও জল রয়েছে। সেখানে দিন রাত মাটি ফেলেই বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেন, "শওকাত মোল্লা প্রত্যক্ষ-পরক্ষ মদতে এই অনৈতিক কাজ কর্ম চলছে।এ বিষয়ে মুখ্য্যমন্ত্রী के কাছে আমি জানাব।এমনকি কলকাতা পুলিশের কমিশনার কে বিষয়টি আমরা জানাব।" জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম তিনি জানান, "দুষ্কৃতীরা এই কাজ করছে। প্রশাসন কে অনুরোধ করব দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য।" এর পাশাপাশি তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, "গোটা ভাঙড় জুড়ে জলা জমি, পুকুর ভরাট হয়েছে।" যদিও সংবাদমাধ্যম এই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা....এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
108
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 16, 2025 03:01:16
Baruipur, West Bengal:ভাঙড়ে NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে করে চলছে অবৈধ পুকুর ভরাট.... গার্ডেনরিচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি। ফের চলছে পুকুর ভরাটের কাজ। সরকারের এত নজরদারির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ। তাও আবার NKDA এর ON Duty বোর্ড লাগিয়ে ডাম্পারে মাটি নিয়ে এসে পুকুর ভরাট করা হচ্ছে।দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটনা। নারায়ণপুর অঞ্চলের বিবিরআইটে বাসন্তী হাইওয়ের ঠিক পাশেেই চলছে পুকুর ভরাটের কাজ। সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছয় বিঘা। সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে ভরাট করা শুরু হয় বলে অভিযোগ。 প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও আবার পুকুর ভরাট শুরু হয়। একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে。 ভাঙড়ের বিবিরআইট ওই জায়গায় বহুদিন ধরে একটি বড় পুকুর রয়েছে। বর্ষার সময় জলে পুষ্ট থাকে। এখনও জল রয়েছে। সেখানে দিন রাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে。 এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেন, "শওকাত মোল্লা প্রতিনিধ-পরক্ষ মদতে এই অনৈতিক কাজ কর্ম চলছে।এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাব।এমনকি কলকাতা পুলিশের কমিশনার কে বিষয়টি আমরা জানাব।" জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম তিনি জানান, "দুষ্কৃতীরা এই কাজ করছে। প্রশাসন কে অনুরোধ করব দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য।" এর পাশাপাশি তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, "গোটা ভাঙড় জুড়ে জলা জমি, পুকুর ভরাট হয়েছে।" যদিও সংবাদমাধ্যম এই অবৈধ পুকুর ভরাটের ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা....এছাড়াও প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 161125ZG-BAR-BHANGOR-JOMI-R
144
comment0
Report
ALArup Laha
Nov 16, 2025 01:31:52
190
comment0
Report
ALArup Laha
Nov 16, 2025 01:30:44
Belna, West Bengal:چار শিক্ষকের স্কুলের چارজনই বিএলও। Бар্ষিক পরীক্ষার আগে পठन পাঠন থমকে যাওয়ায় দুশ্চিন्तায় অভিভাবকরা নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে वोटার তালিকার নিবিড় সংশোধনের (SIR) কাজ। সেই কাজ সম্পাদনের জন্য ৪ শিক্ষকের স্কুলের চারজনকে করে দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার (BLO)। এর কারণে পূর্ব বর্ধমানের জামালপুরের হালাড়া প্রাথমিক বিদ্যলয়ে পঠন পাঠন এখন কার্যত শিকেয় উঠেছে। মাস ঘুরলেই স্কুলে হবে বার্ষিক পরীক্ষা।তার আগে শিক্ষকের আকালে স্কুলে পড়াশুনা লাটে উঠায় খুদে পড়ুয়াদের অভিভাবকরা বেশ দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা চাইছেন পড়ুয়াদের স্বার্থে সিদ্ধান্ত বদল করুক নির্বাচন কমিশন । হালাড়া প্রাথমিক বিদ্যালয়টি জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত।১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির কাছেই রয়েছে জামালপুর ব্লক প্রশাসনের অফিস। বিদ্যালয়ে এখন মোট পড়ুয়া সংখ্যা ১১২ জন। олардың পাঠদানের জন্য নিযুক্ত রয়েছেন তিন শিক্ষক লক্ষ্মীকান্ত মালিক, Sujit Bag, অভিজিৎ মিত্র এবং এক শিক্ষিকা সুজাতা মিশ্র মুখোপাধ্যায়। এই চারজনই ভোটারদের বাড়িতে ’এনুমারেশন ফর্ম’ পৌঁছে দেওয়ার কাজে এখন চূড়ান্ত ব্যস্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বাগ বলেন, “আমাদের চার শিক্ষকের স্কুলের চারজনকে’ই বিএলও( BLO) করা হয়েছে। আমাদের নিখুঁত ভাবে এস আই আর (SIR)এর কাজ করতে হবে, এমনই নির্দেশ রয়েছে।সেটা করতে গিয়ে আমাদের কার্যত হিমসিম খেতে হচ্ছে। এই অবস্থায়ে ৪ নভেম্বর থেকে আমি ও আমার স্কুলের বাকি তিন শিক্ষক-শিক্ষিকা স্কুলে যাওয়ার একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় স্কুলে তালা পড়া আটকাতে আমরা চারজন শিক্ষক প্রত্যেকে পালা করে এক একদিন স্কুলে গিয়ে সামাল দেবার চেষ্টা করছি। বিদ্যালয়ের শতাধিক পড়ুয়ার মিডডে মিলের ব্যবস্থাও সচল রাখা হয়েছে ।এই অবস্থায় ব্লকের ইটলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আসিফ ফিদৌসিকে হালাড়া প্রাথমিক বিদ্যালয়ে বহাল করেছেন। তিনি’ই এখন মূলত স্কুলটি সামলাচ্ছেন বলে সুজিত বаг জানিয়েছেন। বিদ্যালয়ের সহ-শিক্ষক অভিজিৎ মিত্র বলেন, ’আমাদের স্কুলের চারজন শিক্ষকের চারজনকে’ই BLO করে দেওয়া হয়েছে।তার কারণে আমরা খুবই বিড়ম্বনায় পড়েছি। পড়ুয়াদের পাঠদানের গুরু দায়িত্ব আমরা পালন করে উঠতে পারছি না।বিষয়টা আমাদের খুবই ব্যথিত করছে’।আসিফ ফিরদৌসি বলেন,’আমার একার পক্ষে গোটা স্কুল সামলাতে যথেষ্টই অসুবিধা হচ্ছে। তবুও আমি একা যতটা পারছি করছি।এক ক্লাস রুমে পড়াতে পড়াতে আর এক ক্লাস রুমে গিয়ে পড়াচ্ছি।তার মধ্যে মিডডে মিলের বিষয়টাও আমাকে দেখতে হচ্ছে। স্কুলের খুদে পড়ুয়াদের মুখ চেয়েই সবটাই করছেন বলে আসিফ ফিরদৌসি জানিয়েছেন’। বিদ্যালয়ের এক পুড়ুয়ার মা দেবিকা পোড়েল বলেন,’সামনে ডিসেম্বর মাসে রয়েছে পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা। তার আগে স্কুলে এখন শিক্ষকের আকাল। স্কুলের চার শিক্ষককেই ভোটার লিস্টের কাজে যুক্ত হয়েছেন।অন্য স্কুলের একজন শিক্ষক এখন হালারা প্রাথমিক স্কুল সামলাচ্ছেন। শতাধিক পড়ুয়ার স্কুল কি একজন শিক্ষক চালাতে পারেন ? স্কুলের শিক্ষকদের অনুপস্থিতিতে খুদে পড়ুয়াদের মন ভাল নেই । তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রিয় শিক্ষকরা স্কুলে ফিরে আসুক’ । এ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন,“ নির্বাচন কমিশন যদি রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দফতরে সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিত তাহলে স্কুল গুলিতে এমন সমস্যা তৈরি হত না । এমন সমস্যা এড়ানো যেত ।তাতে এসআইআর এর কাজটাও হত, ,স্কুল গুলিও ঠিকঠাক চলতো“। বাইট ১- অভিজিৎ মিত্র(শিক্ষক, হালাড়া প্রাথমিক বিদ্যালয় ), বাইট ২- সুজিত কুমার বাগ(শিক্ষক, হালাড়া প্রাথমিক বিদ্যালয় ), বাইট ৩- মধুসূদন ভট্টাচার্য (চেয়ারম্যান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ) বাইট ৪- মহম্মদ আসিফ ফিরদৌসি (শিক্ষক, ইটলা প্রাইমারি স্কুল), বাইট ৫- দেবীকা পোড়েল(অভিভাবক), বাইট ৬- ছাত্র, বাইট ৭- ছাত্র।
198
comment0
Report
SMSubhasis Mandal
Nov 16, 2025 01:16:43
Howrah, West Bengal:মদ্যপ চালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল অন্য জনের৷ উলুবেড়িয়া মনসাতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা৷ মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোয় প্রাণ দিতে হলো অন্য এক গাড়ির চালককে৷ বারবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষেধাজ্ঞা জারি করার পরেও মদ্যপ অবস্থায় একশ্রেণীর গাড়ি চালকদের জন্য জীবন যায় অন্য কারো৷ ৷ রাতের ঘটনাটি ঘটে উলুবেড়িয়া থানার মনসাতলার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে৷ জানা যায় মদ্যপ অবস্থায় থাকা চালক কলকাতা মুখি কন্টেনার গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায় সেই সময় উল্টো দিক থেকে আসা কোলাঘাট মুখী একটি পিকআপ ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা মারে বিকট শব্দে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুজরে যায়৷ ঘটনাস্থলে ছোট পিকআপ ভ্যান গাড়িটির চালক বিভৎস ভাবে আটকে যায় গাড়ির ভিতর ৷অন্যদিকে কন্টেনার গাড়িটির চালক ও গুরুতর আহত হয়৷ ছোট পিকআপ ভ্যানের গাড়ির চালককে অনেক চেষ্টা করে বার করে গুরুতর অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়৷ অন্য চালক কে ভর্তি করা হয় হাসপাতালে৷৷ এর ফলে জাতীয় সড়ক একটি লেন কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে৷
128
comment0
Report
CDChampak Dutta
Nov 16, 2025 01:16:24
Kaji Chak, West Bengal:এক এলাকার ক্লাবকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল মেমেদিনীপুর শহরের নতুন বাজার মিনি মার্কেট এলাকায়। ভাঙচুর করা হয়েছে ক্লাব, লাগিয়ে দেওয়া হয়েছে তালা। মারধর করার অভিযোগ উঠল এলাকাবাসীদেরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বহিরাগতরা আনাগোনা করছিল নতুন বাজার মিনি মার্কেটে অবস্থিত ভাই ভাই সংঘ ক্লাবে। এলাকাবাসীদের বক্তব্য, আমরা চেয়েছিলাম ক্লাবের সম্পাদক পরিবর্তন করতে, তারপর থেকেই এই সমস্যা তৈরি হয়েছে। ক্লাবের সম্পাদক শংকর দাস বহিরাগতদের নিয়ে এসে এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। শনিবার একই রকম ভাবে পাড়ায় হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাড়িতে হামলা চালানোর পাশাপাশি মারধর করারও অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় সুবিচার চেয়ে দুপক্ষই মেদিনীপুর কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে।
166
comment0
Report
RDRaktima das
Nov 15, 2025 18:03:00
Kolkata, West Bengal:অবিলম্বে ফর্ম দেওয়ার কাজ শেষ করতে হবে। আর কোনো গাফিলতি ও অজুহাত শুনবে না কমিশন, সূত্রের খবর, এমনটাই কড়া বার্তা দিল শনিবার নির্বাচন কমিশন রাজ্যের ডিইও দের সঙ্গে ভিডিও কনফারেন্সে। সমস্যা থাকলে তা এখুনি মেটাতে হবে। এবার বিলি করা ফর্ম সংগ্রহ করার জন্য কি কি করতে হবে তা পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বিলি করা ফর্ম সংগ্রহ করতে হবে। কারুর সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, কমিশন তা বরদাস্ত করবে না। বিএল ও নিরাপত্তা নিয়ে ঐক্যমঞ্চ এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানায় তার পরিপ্রেক্ষিতে ডিইও দের এই ব্যাপারটা খতিয়ে দেখে অবিলম্বে সমাধান করতে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর চলতি মাসেই ফর্ম সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে এবং তার পরবর্তী পদক্ষেপের জন্য এখন থেকেই কমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কত তাড়াতাড়ি এই কাজ শেষ করতে সক্ষম হয়।
142
comment0
Report
Advertisement
Back to top