Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
चुनाव आयोग ने फॉर्म वितरण को तुरंत खत्म करने का सख्त आदेश दिया
RDRaktima das
Nov 15, 2025 18:03:00
Kolkata, West Bengal
অবিলম্বে ফর্ম দেওয়ার কাজ শেষ করতে হবে। আর কোনো গাফিলতি ও অজুহাত শুনবে না কমিশন, সূত্রের খবর, এমনটাই কড়া বার্তা দিল শনিবার নির্বাচন কমিশন রাজ্যের ডিইও দের সঙ্গে ভিডিও কনফারেন্সে। সমস্যা থাকলে তা এখুনি মেটাতে হবে। এবার বিলি করা ফর্ম সংগ্রহ করার জন্য কি কি করতে হবে তা পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বিলি করা ফর্ম সংগ্রহ করতে হবে। কারুর সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, কমিশন তা বরদাস্ত করবে না। বিএল ও নিরাপত্তা নিয়ে ঐক্যমঞ্চ এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানায় তার পরিপ্রেক্ষিতে ডিইও দের এই ব্যাপারটা খতিয়ে দেখে অবিলম্বে সমাধান করতে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর চলতি মাসেই ফর্ম সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে এবং তার পরবর্তী পদক্ষেপের জন্য এখন থেকেই কমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কত তাড়াতাড়ি এই কাজ শেষ করতে সক্ষম হয়।
142
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Nov 15, 2025 18:02:52
Kolkata, West Bengal:এস আই আর আবহে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রৌঢ়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধকে ভর্তি করা হয় বারাসাত মেডিকেল কলেজে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় কলকাতা এন আর এস মেডিকেল কলেজ。 ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা দত্তপুকুর চাটুরিয়া এলাকায়। স্থানীয় ও keluarga সূত্রে জানা গিয়েছে, এস আই আর ফর্ম পাওয়ার পর থেকে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন এলাকার প্রবীণ নাগরিক জিয়ার আলী। ফর্ম হাতে পাওয়ার পর থেকে এলাকার মানুষজনকে কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি। পাশাপাশি সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারছেন কিনা এই নিয়ে আশঙ্কায় ছিলেন তিনি। এমুনারেশন ফর্ম হাতে পেয়ে একাধিকবার তা জেরক্স করে ফর্ম ফিলাপ করেছিলেন। ২০০২ এর ভোটার তালিকায় নাম ছিল তার পরিবারের। তারপরেও আশঙ্কা যেন পিছু ছাড়ছিল না ওই বৃদ্ধর। গতকাল রাতে বাড়িতে এমুনারেশন ফর্ম ফিলাপের চিন্তায় ব্রেন স্ট্রোক করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা এনআরএস মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। বৃদ্ধের পরিবারের সদস্য জানিয়েছেন, রাত্রিবেলা অসুস্থ অবস্থায় বাড়ির মেঝে পড়ে ছিলেন ওই বৃদ্ধ। তখনো এমুনারেশন ফরম Fillাপ করছিলেন তিনি। তারা আরো বলেন, আমাদের কোন চিন্তাই নেই। আমরা পৈত্রিকভাবে এই এলাকাতে রয়েছি। তবে বয়স জনিত কারণে জিয়ার আলী এসআইআর নিয়ে প্রচন্ডভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। এ নিয়ে স্থানীয় তৃণমূল নেত্রী হালিমা বিবি বলেন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার একত্রিতভাবে এই ষড়যন্ত্র খেলছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ হলে বাংলায় মৃত্যু মিছিল সৃষ্টি হবে। মানুষের হয়রানির অপেক্ষা করছে বিজেপি। হালিমা কে পাল্টা দেগেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব দেবজ্যোতি বিশ্বাস। দেবজ্যোতি বলেন, তৃণমূল এসআইআর নিয়ে অযথা অপপ্রচার চালাচ্ছে। এস আই আর এর ফলে ভারতীয়রা উপকৃত হবে আর বিপদে পড়বে তৃণমূল। স্বাভাবিকভাবে এসআইআর এর বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে বিপদে ফেলছে তৃণমূল। পরবর্তীতে পরিবার সূত্রে খবর অবস্থার অবনতি হওয়ায় জিয়ার আলীর মৃত্যু ঘটে।
112
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 15, 2025 18:02:29
Kolkata, West Bengal:The list of retained players is as below. Chennai Super Kings (CSK) 16 players retained | 4 overseas | Total spent: ₹81.60 | Cap remaining: ₹43.40 Anshul Kamboj, Gurjapneet Singh, Jamie Overton, MS Dhoni, Mukesh Choudhary, Nathan Ellis, Noor Ahmad, Ramakrishna Ghosh, Sanju Samson (T), Ruturaj Gaikwad, Shivam Dube, Shreyas Gopal, Syed Khaleel Ahmed, Ayush Mhatre, Dewald Brevis, Urvil Patel. Delhi Capitals (DC) 17 players retained | 3 overseas | Total spent: ₹103.20 | Cap remaining: ₹21.80 Abhishek Porel, Ajay Mandal, Ashutosh Sharma, Axar Patel, Dushmantha Chameera, Karun Nair, KL Rahul, Kuldeep Yadav, Madhav Tiwari, Mitchell Starc, Mukesh Kumar, Nitish Rana (T), Sameer Rizvi, T. Natarajan, Tripurana Vijay, Tristan Stubbs, Vipraj Nigam. Gujarat Titans (GT) 20 players retained | 4 overseas | Total spent: ₹112.10 | Cap remaining: ₹12.90 Anuj Rawat, Glenn Phillips, Gurnoor Singh Brar, Ishant Sharma, Jayant Yadav, Jos Buttler, Kagiso Rabada, Kumar Kushagra, Manav Suthar, Mohammad Siraj, Mohd. Arshad Khan, Nishant Sindhu, Prasidh Krishna, R. Sai Kishore, Rahul Tewatia, Rashid Khan, Sai Sudharsan, Shahrukh Khan, Shubman Gill, Washington Sundar. Kolkata Knight Riders (KKR) 12 players retained | 2 overseas | Total spent: ₹60.70 | Cap remaining: ₹64.30 Ajinkya Rahane, Angkrish Raghuvanshi, Anukul Roy, Harshit Rana, Manish Pandey, Ramandeep Singh, Rinku Singh, Rovman Powell, Sunil Narine, Umran Malik, Vaibhav Arora, Varun Chakaravarthy Lucknow Super Giants (LSG) 19 players retained | 4 overseas | Total spent: ₹102.05 | Cap remaining: ₹22.95 Abdul Samad, Aiden Markram, Akash Singh, Arjun Tendulkar (T), Arshin Kulkarni, Avesh Khan, Ayush Badoni, Digvesh Rathi, Himmat Singh, Manimaran Siddharth, Matthew Breetzke, Mayank Yadav, Md Shami (T), Mitchell Marsh, Mohsin Khan, Nicholas Pooran, Prince Yadav, Rishabh Pant, Shahbaz Ahmed Mumbai Indians (MI) 20 players retained | 7 overseas | Total spent: ₹122.25 | Cap remaining: ₹2.75 Allah Ghazanfar, Ashwani Kumar, Corbin Bosch, Deepak Chahar, Hardik Pandya, Jasprit Bumrah, Mayank Markande (T), Mitchell Santner, Naman Dhir, Raghu Sharma, Raj Angad Bawa, Robin Minz, Rohit Sharma, Ryan Rickelton, Shardul Thakur (T), Sherfane Rutherford (T), Suryakumar Yadav, Tilak Verma, Trent Boult, Will Jacks Punjab Kings (PBKS) 21 players retained | 6 overseas | Total spent: ₹113.50 | Cap remaining: ₹11.50 Arshdeep Singh, Azmatullah Omarzai, Harnoor Pannu, Harpreet Brar, Lockie Ferguson, Marco Jansen, Marcus Stoinis, Mitch Owen, Musheer Khan, Nehal Wadhera, Prabhsimran Singh, Priyansh Arya, Pyla Avinash, Shashank Singh, Shreyas Iyer, Suryansh Shedge, Vishnu Vinod, Vyshak Vijaykumar, Xavier Bartlett, Yash Thakur, Yuzvendra Chahal Rajasthan Royals (RR) 16 players retained | 7 overseas | Total spent: ₹108.95 | Cap remaining: ₹16.05 Dhruv Jurel, Donovan Ferreira (T), Jofra Archer, Kwena Maphaka, Lhuan-Dre Pretorious, Nandre Burger, Ravindra Jadeja (T), Riyan Parag, Sam Curran (T), Sandeep Sharma, Shimron Hetmyer, Shubham Dubey, Tushar Deshpande, Vaibhav Suryavanshi, Yashaswi Jaiswal, Yudhvir Charak Royal Challengers Bengaluru (RCB) 17 players retained | 6 overseas | Total spent: ₹108.60 | Cap remaining: ₹16.40 Abhinandan Singh, Bhuvneshwar Kumar, Devdutt Padikkal, Jacob Bethell, Jitesh Sharma, Josh Hazlewood, Krunal Pandya, Nuwan Thushara, Phil Salt, Rajat Patidar, Rasikh Dar, Romario Shepherd, Suyash Sharma, Swapnil Singh, Tim David, Virat Kohli, Yash Dayal Sunrisers Hyderabad (SRH) 15 players retained | 6 overseas | Total spent: ₹99.50 | Cap remaining: ₹25.50 Abhishek Sharma, Aniket Verma, Brydon Carse, Eshan Malinga, Harsh Dubey, Harshal Patel, Heinrich Klaasen, Ishan Kishan, Jaydev Unadkat, Kamindu Mendis, Nitish Kumar Reddy, Pat Cummins, Smaran Ravichandaran, Travis Head, Zeeshan Ansari
109
comment0
Report
SCSandip Chowdhury
Nov 15, 2025 16:15:55
Katwa, West Bengal:ছেলের মৃত্যুর সঠিক তদন্তের দাবী জানিয়ে এদিন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ একরকম থানা ঘেরাও করল পরিবারের সদস্য ও পাড়ার লোকেরা। কাটোয়া থানায় ভিড় জমান প্রায় শতাধিক মানুষ। কিছুক্ষণের জন্য রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে কাটোয়া থানা চত্বর। পরিস্থিতি সামাল দিতে কাটোয়া থানার আইসি কে রাস্তায় নামতেও দেখা যায়। পরিবার এবং পাড়ার লোকেদের সঙ্গে পুলিশের একরকম বচসা হতেও দেখা যায়। প্রসঙ্গত শুক্রবার সকালে কাটোয়ার সাহেব কার্তিক ক্লাবের পাশে ধোবা পুকুর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। ওই মৃত যুবকের নাম কার্তিক মাঝি। বয়স আনুমানিক ৩২ বছর। তার বাড়ি কাটোয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভূতনাথতলা এলাকায়। পরিবারসূত্রে জানা গিয়েছে মৃত কার্তিক ওষুধের লাইনে কাজ করত। শুক্রবার পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে কার্তিকের মৃত্যু স্বাভাবিক ভাবে নয়, তাঁকে নাকি খুন করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার পুকুর থেকে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। তারপর কাটোয়া হাসপাতাল থেকে এদিন শনিবার নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে ময়না তদন্তের জন্য। তবে বর্ধমান থেকে মৃতদেহ কাটোয়া নিয়ে আসার পরেই পরিবারের সদস্য এবং পাড়ার লোকেরা সন্ধ্যা নাগাদ দলবেঁধে ভিড় জমায় কাটোয়া থানায়। মৃত কার্তিকের এক আত্মীয় ভোলানাথ পাল বলেন, "পোস্টমর্টেমের পর বডি পেয়ে আমরা থানায় এসেছি। লিখিত ডায়েরি দেওয়ার জন্যই থানায় আসা। পুলিশ বলেছে আপনারা সৎকার করে এসে লিখিত একটা জমা দিন। কিন্তু পুলিশের নিয়মে কি আছে আমরা জানিনা তবে সৎকার করার পরে কি ডাইরি নেওয়া হয় ? আমি এটা জানতে চাই। আমরা চাইছি যারা মেরেছে তাদের যেন শাস্তি হয়। কাটোয়া এলাকা পুরো ক্যামেরার আন্ডারে। যেখানে ঘটনাটা ঘটেছে সেই area's ফুটেজ আমরা চাই। কান ফেটে গেছে, মাথা ফেটে গেছে, নাক ফেটে গেছে , পায়ের জুতো বাঁধা ওটা কি স্বাভাবিক মৃত্যু? সবইমিলে মৃত কার্তিক মাঝির পরিবারের দাবি তাঁরা সঠিক তদন্তের দাবি জানানোর জন্যই এবং লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় এসেছিলেন। সকলেই এই ঘটনার সঠিক তদন্ত চাইছেন। পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ জমা দেবেন বলেই জানিয়েছেন।
177
comment0
Report
MMManoj Mondal
Nov 15, 2025 14:22:12
Kolkata, West Bengal:এস আই আর ফর্ম ফিলাপে দিতে হচ্ছে ওটিপি নাম্বার গলায় ঝুলানো আই কার্ড হাতে ল্যাপটপ তাদের দাবি দিল্লি থেকে এসেছেন SIR ফর্ম ফিলাপের জন্য কিন্তু এস আই আর ফর্ম ফিলাপে কেন লাগবে ওটিপি এলাকার মানুষ আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ আট জনকে আটক করে নিয়ে যান সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য । কদম্বগাছি টিকিট কাউন্টার হেমন্ত বসু এলাকায় ব্যানার টাঙিয়ে চলছে SIR ফর্ম ফিলাপ।ফর্ম ফিলাপ করতে লাগছে মোবাইল নাম্বার। আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটি ওটিপি প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন SIR ফিলাপের জন্য। তারা দিল্লি থেকে এসেছেন লোকবন্ধু পার্টির সদস্য তারা গ্রামে গ্রামে গিয়ে SIR ফর্ম ফিলাপ করছেন সঙ্গে একটি OTP নাম্বার নিচ্ছেন এই ওটিপি নাম্বার তারা রেকর্ড করে রাখবেন বলেও জানান। এখানে সন্দেহ area's মানুষের SIR ফর্মে কেন ওটিপি নাম্বার তা নিয়ে সন্দেহ হতেই আটকে রেখে বিক্ষোভ দেখান। আর সদস্যের গলায় ঝোলানো আইকার্ড হাতে ল্যাপটপ তাতে এলাকার মানুষের সন্দেহ হয় এলাকার মানুষই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যান। দিল্লি থেকে এসেছেন লোক বন্ধু পার্টির সদস্য বলে দাবি করেন আট সদস্য। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে নিয়ে যান। বাইট বীরেন দাস (সাধারণ মানুষ) অর্পিতা দেবনাথ (এস আই আর ফ্রম ফিলাপ করা সাধারণ মানুষ ) সুধাংশু মন্ডল ( এস আই আর ফরম ফিলাপ করার সাধারণ মানুষ ) গোবিন্দ দেব ( এস আই আর ফরম ফিলাপ করা সাধারণ মানুষ )
71
comment0
Report
RDRaktima das
Nov 15, 2025 14:00:23
Kolkata, West Bengal:18 তারিখ কলকাতায় আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। উত্তর কলকাতা, দক্ষিণ Kolkata এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এসআইআর এর সঙ্গে যুক্ত সব আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করতে চলেছেন তিনি। নির্বাচন কমিশন থেকে বারংবার প্রশিক্ষণ দেওয়ার পরেও কেন সবথেকে বেশি সমস্যা হচ্ছে এস আই আর এর কাজ করতে গিয়ে এই তিন জায়গায়, সেই নিয়েই হবে এই জরুরী বৈঠক এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে。 কমিশন সূত্রে খবর, SIR প্রক্রিয়া চালাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা নিয়ে। ডিজিটাল সাপোর্ট থেকে শুরু করে সব রকম সাপোর্ট দেওয়ার পরেও এই জায়গা গুলোয় কেন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, তাই নিয়েই জরুরী বৈঠক করবেন তিনি, কমিশন সূত্রে খবর。
227
comment0
Report
RDRaktima das
Nov 15, 2025 14:00:14
Kolkata, West Bengal:BLA रा गलत सूचना देने के लिए बाध्य कर रहा है। BLO के ऊपर दबाव बना रहा है शासक दल की BLA रा। शनिवार निर्वाचन आयोग के সদর दफ्तर पर आकर ऐसा ही आरोप BLO रा ने किया। इस दिन निर्वाचन आयोग के साथ मतदान कर्मी और BLO एकता मोर्चा के सदस्य मिले। इसके बाद पत्रकार के सामने आकर उन्होंने इस समस्या को उठाया। अभियोग, ऑनलाइन गलत सूचना देने के लिए सबसे अधिक BLA के द्वारा दबाव डालने की धमकी को कसबा, बालিগंज, कोलकाता लगे सोनारपुर क्षेत्र में किया जा रहा है। जिले में सबसे अधिक समस्या दोियर 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর में है। इस समस्या के समाधान के लिए एडिट ऑप्शन देने के लिए CEO के पास आवेदन किया गया था। उसी आवेदन के अनुसार आयोग के तरफ से स्पष्टता मिली है ऐसा दावा किया गया है।
263
comment0
Report
MMManoranjan Mishra
Nov 15, 2025 13:50:04
Purulia, West Bengal:পুরুলিয়া : পথ দুর্ঘটনায় মৃত তিন বাইক আরোহী । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুরুলিয়া - জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের আড়ষা থানার ধানাড়া গ্রামের অদূরে । মৃতদের নাম শেখ রমজান, শেখ বিলাল, অপসারা আনসারী। সকলের বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার বেলডি গ্রামে । জানা যায়, এদিন বিকেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই যুবকরা । মাঝপথে ধানাড়া গ্রামের অদূরে জাতীয় সড়কের উপর অপরদিক থেকে একটি ট্রেলার গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে তাদের বাইকের । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর । দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ ।
145
comment0
Report
KMKIRAN MANNA
Nov 15, 2025 13:49:27
Dihierench, West Bengal:*শুভেন্দুর বিধানসভा নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটি গঠন ঘিরে উত্তজনা, অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সাথে আই-পেক এর সমঝোতা আঙ্গুল তুলছে নন্দীগ্রামের একাংশ তৃণমূল নেতা—বিজেপির কটাক্ষ নির্বাচনে ‘সাফ’ হবে তৃণমূল।* নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠনকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্ব নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে এবং সামসাবাদ–সোনাচূড়া অঞ্চলে আলাদা কোর কমিটি গঠন করেছে। ২০২১ সালের পরাজয়ের জন্য आভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেই সভাপতি পদ তুলে নেওয়া হয়েছে। তবে কোর কমিটিতে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সামসাবাদ অঞ্চলের প্রাক্তন সভাপতি শেখ মনসুর আলী। তিনি অভিযোগ করেন— আইপ্যাক বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভুল রিপোর্ট দিয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে তিনি সক্রিয় রাজনীতি ছাড়বেন বলেও হুমকি দেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য,দল সিদ্ধান্ত না বদলালে কাজ না করার সতর্কবার্তা দিয়েছেন। অন্যদিকে কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান কর্মীদের অভিমান দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলেছে— তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ডুবে আছে, তাই ২০২৬-এর নির্বাচনে তারা সাফ হয়ে যাবে۔
135
comment0
Report
KMKIRAN MANNA
Nov 15, 2025 13:48:58
Dihierench, West Bengal:*শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটি গঠন ঘিরে উত্তেজনা, অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সাথে আই-পেক এর সমঝোতা আঙ্গুল তুলছে নন্দীগ্রামের একাংশ তৃণমূল নেতা—বিজেপির কটাক্ষ নির্বাচনে ‘সাফ’ হবে তৃণমূল۔* নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক পুনর্গঠনকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্ব নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে এবং সামসাবাদ–সোনাচূড়া অঞ্চলে আলাদা কোর কমিটি গঠন করেছে। ২০২১ সালের পরাজয়ের জন্য আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেই সভাপতি পদ তুলে নেওয়া হয়েছে。 তবে কোর কমিটিতে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সামসাবাদ অঞ্চলের প্রাক্তন সভাপতি শেখ মনসুর আলি। তিনি অভিযোগ করেন— আইপ্যাক বিজেপির সঙ্গে যোগসাজশ করে ভুল রিপোর্ট দিয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে তিনি সক্রিয় রাজনীতি ছাড়বেন বলেও হুমকি দেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য,দল সিদ্ধান্ত না বদলালে কাজ না করার সতর্কবার্তা দিয়েছেন。 অন্যদিকে কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান কর্মীদের অভিমান দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলেছে— তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ডুবে আছে, তাই ২০২৬-এর নির্বাচনে তারা সাফ হয়ে যাবে।
84
comment0
Report
BSBidhan Sarkar
Nov 15, 2025 13:32:37
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যাতে না রাখে, রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন, আর বোমা দিচ্ছেন মেরে এস তৃণমূলের লোকেদের আগে এইসব বন্ধ করুন, তিনি একটি অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকরি বাক্যর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না, রাজ্যের রাজ্যপাল কে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোর কোনদিনই আমি মনে করি না তিনি একজন পলিটিক্যাল পারসন, যদি বলে অফিসার হব তাহলে কি করে হবে বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিহারে জয়ের পর বিজেপির উল্লাস কে কটাক্ষ ছুড়ে বললেন ছাগলের তৃতীয় সন্তানের মতন ওরা লাফাচ্ছে, এই সময় একটু লাফিয়ে নিক। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যিনি ভারতবর্ষকে গণতন্ত্র বিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শত শত মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্তিরে লালকেল্লার গাড়িতে বোম রেখে, বোম ফাটিয়ে জেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছুই হবে না। জঙ্গল রাজ প্রধানমন্ত্রী তৈরি করেছে, গুজরাটে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন খুন করে এসেছেন, মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ প্রধানমন্ত্রী তৈরি করেছেন বরং পশ্চিম বাংলার মানুষেরা অনেক ভালো আছে, ২০২০ সালের অনেক বড় বড় কথা বলেছিলেন ২০২৬ আমরা জবাব দেবো।
154
comment0
Report
Advertisement
Back to top